বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪
Question PDF: drive.google.c...
সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503
আমাদের Facebook Page: www.facebook.c...
আমাদের Facebook Group : / 822928402412283
আমাদের Facebook Page: www.facebook.c...
১. এককথায় প্রকাশ করুন:
ক. যে শুনেই মনে রাখতে পারে।
উত্তর: শ্রুতিধর
খ. যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ।
উত্তর: শ্বাপদসংকুল
গ. ঈষৎ আমিষ গন্ধ যার।
উত্তর: আঁষটে
২. সন্ধি-বিচ্ছেদ করুন:
ক. তিরোধান = তিরঃ+ধান
খ. পাবক = পৌ+অক
গ. গবাক্ষ = গো+অক্ষ
৩. কারক ও বিভক্তি নির্ণয় করুন:
ক. নিজের চেষ্টায় বড় হও।
উত্তর: করণ কারকে ৭মী
খ. নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়।
উত্তর: কর্তৃকারকে ৩য়া
গ. তিনি ব্যাকরণে পণ্ডিত।
উত্তর: অধিকরণ কারকে ৭মী
৪. শুদ্ধ বানান লিখুন:
ক. সর্বশান্ত = সর্বস্বান্ত
খ. প্রোজ্জল = প্রোজ্জ্বল
গ. ভূমিষ্ট = ভূমিষ্ঠ
ঘ. বর্ধণ = বর্ধন
৫. বিপরীত শব্দ লিখুন
ক. ঘাতক = পালক
খ. সুশীল = দুঃশীল
গ. মৌন = মুখর
৬. নিম্নোক্ত শব্দ জোড়ের অর্থ লিখুন:
ক. পটল- অধ্যায়
পটোল- সবজিবিশেষ
খ. মুখপত্র- ভূমিকা, প্রস্তাবনা
মুখপাত্র- প্রতিনিধি
৭. অনুচ্ছেদ লিখুন: ‘নবায়নযোগ্য জ্বালানি’ ০৪
৮. Fill in the blanks with appropriate words: ০৪
ক. I have no --------- of him.
উত্তর: envy
খ. Get rid -----------bad company.
উত্তর: of
গ. He knows English ------------ Bengali.
উত্তর: and
ঘ. I--------- rather go by bus.
উত্তর: would
৯. Translate the following sentences into English: ০৪
ক. রবিবার থেকে বৃষ্টি হচ্ছিল।
উত্তর: It had been raining since Sunday.
খ. আমি তাকে উপহাস করিনি।
উত্তর: I did not jeer at/laugh at him.
গ. ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না ।
উত্তর: Riches do not last long.
ঘ. ট্রেনটি সময়মতো চলছে।
উত্তর: The train is running on time.
১০. Write Bengali meaning of the following Idiom & Phrases: ০৩
ক. Soft soap - তোষামোদ করা
খ. Greek and Latin - বুঝতে কষ্টসাধ্য
গ. Far cry - বিশাল পার্থক্য
১১. Write antonym of the following words in English: ০৩
ক. Anarchy- Rule
খ. Extempore- Prepared
গ. Zenith- Nadir
১২. Changing Voice of the following sentences: ০৩
ক. The mason is building the house.
উত্তর: The house is being built by the mason.
খ. The patient slept a sound sleep.
উত্তর: A sound sleep was slept by the Patient.
গ. I am to make a telephone call.
উত্তর: A telephone call is to be made by me.
১৩. Write a short Paragraph on Climate Change. ০৩
১৪.পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৮ : ৩। পিতার বর্তমান বয়স ৪০ বছর হলে ৫ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিলো?
১৫.একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৪৮১ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?
১৬. x+1/x=√3 হলে x^3+1/x^3 এর মান কত?
১৭. পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত?
১৮.এক ধরনের ছোট কম্পিউটারকে কী বলা হয়?
উ. ল্যাপটপ
১৯. ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল?
উ. বাইনারি নাম্বার
২০.টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক কে?
উ. স্টিভ জবস
২১. PDA কী?
উ. Personal digital assistant
২২.আইবিএম এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উ. আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
২৩.মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ. ৪ এপ্রিল, ১৯৭৫
২৪.মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম এর নাম কী?
উ. MS DOS
২৫. Google এর প্রতিষ্ঠাতা কে?
উ. ল্যারি পেজ ও সের্গেই ব্রিন
২৬.কোন কমান্ডের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয়?
উ. Alt+F4
২৭.কন্ট্রোল প্যানেল কোন উইন্ডোতে থাকে?
উ. My Computer
২৮.BIOS এর পূর্ণরূপ কী?
উ. Basic Input/ Output System
২৯. কম্পিউটার Reboot করার জন্য কোন কমান্ডের প্রয়োজন হয়?
উ. Ctrl+Alt+Del
৩০. MS Word-এ কাজ করার সময় Ctrl+ Home চাপ দেয়া হলে Cursor-টি কোথায় যাবে?
উ. ওয়ার্কশিট
৩১. অভ্র কী-বোর্ড কে তৈরি করেন?
উ. মেহেদি হাসান
৩২.কম্পিউটারের বাংলা ফন্টের উদ্ভাবক কে?
উ. মোস্তফা জব্বার
৩৩.কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে যা তৈরি হয় তাকে কী বলে?
উ. ডকুমেন্ট
৩৪.পৃষ্ঠা নামার অপশনটির অবস্থান কোথায়?
উ. Header and Footer গ্রুপে
৩৫.ফটোশপ কত সালে তৈরি করা হয়?
উ. ১৯৮৭
৩৬.ডেটাবেজের ভিত্তি কী?
উ. ফিল্ড
৩৭. MS Office কোন সফটওয়্যার ডেটাবেস নিয়ে কাজ করে?
উ. MS Access
৩৮. Office 2007 এর MS Word ডকুমেন্টের ফাইল এক্সটেনশন উল্লেখ করুন?
উ. .docx
৩৯.JPEG এর পূর্ণরূপ কী?
উ. Joint Photographic Experts Group
৪০.একটি Computer file এর extension.mp3 কী ধরনের ফাইল?
উ. Audio
৪১.পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হওয়ার কারণ কী?
উ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৪২.বিশ্বের প্রথম নেটওয়ার্ক এর নাম কী?
উ. ARPANET
৪৩.ই-মেইল এর সাথে সংযুক্ত ফাইলকে কী বলা হয়?
উ. অ্যাটাচমেন্ট
৪৪. AI এর পূর্ণরূপ কী?
উ. Artificial intelligence
৪৫.টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কী বলা হয়?
উ. টেলিকনফারেন্স
৪৬.ডিজিটাল কনটেন্ট কী?
উ. ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত, প্রেরিত বা গৃহীত তথ্য ।
৪৭.চ্যাটজিপিটি এর প্রতিষ্ঠাতা কে?
উ. স্যাম অল্টম্যান, ইলন মাস্ক (পদত্যাগ-২০১৮)।
Thanks sir ❤❤❤❤❤
vai apni kun pdf reader use koren kindly ektu bolben
Ecs er 31/01/2025 er sug ase???
Sir, ১৭ প্রশ্নে, পাড়ের বিস্তার ৪, ৮ না
❤❤
Accountant er question ta solve koren
30 এর উওর ভুল
Right konta
❤❤❤