কখনো কমেন্ট করিনি, আলোকিত অন্ধকার নাটক টি দেখে কমেন্ট না করে থাকতে পারলাম না। এক কথায় অসাধারণ ও এক অনবদ্য সৃষ্টি যা আমাদের সমাজের মানুষের বাস্তব প্রতিচ্ছবি। যে পরিবারকে এই বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হয়, শুধু সেই পরিবার বুঝতে পারে এটা কত কষ্টের ও বেদনার। ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে এ ধরনের অনবদ্য নাটক তৈরির জন্য। যা সমাজের কিছু পরিবর্তন করতে পারে।
প্রিয় দর্শক নাটকটি দেখার জন্য এবং দেখে আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। নাটকটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। ভালো থাকবেন।
অসাধারণ নাটক। এই পৃথিবীতে এমন কিছু নারী আছে যাদের জীবনের প্রদিপ অন্ধকারে নিমজ্জিত হয়। শুধু পরিবারের সুখের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে যায় সন্তানের আশায়। নাটক এর অভিনেতা,অভিনেত্রী, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে প্রিয় মানুষ জনাব হানিফ সংকেতকে অসংখ্য ধন্যবাদ বাস্তবধর্মী চিত্র উপস্থাপন করার জন্য।
প্রিয় দর্শক নাটকটি দেখার জন্য এবং দেখে আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। নাটকটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। ভালো থাকবেন।
আপনার প্রতিটি অনুষ্ঠানের প্রতিটি মিনিট থেকে কিছু না কিছু শেখার থাকে এবার ও তার ব্যতিক্রম হয়নি,,আসলে প্রশংশা করে শেষ করা যাবেনা,, আপনি বার বার প্রমান করছেন যে অশ্লিল দৃশ্য ছারাও নাটক/ অনুষ্ঠান করলে মানুষ মানুষ মানুষ দেখে এবং শেখে,, হানিফ সংকেত স্যার স্যালুট আপনাকে🫂🫂🫂 এতো সুন্দর একটি শিক্ষণীয় নাটক/অনুষ্ঠান উপহার দেয়ার জন্য ধন্যবাদ,, আপনাকে আল্লাহ ২০০ বছর হায়াত দান করুন🤲🤲🤲🤲🤲
😭😭😭 আজ আবার মনের অজান্তে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। মনে হচ্ছে এ নাটকের কিছুটা অংশ আমার জীবনের সাথে মিলে গেছে। আসলে আমাদের মতো মেয়েদের কস্ট গুলো কেউ বুঝেনা। আমরা যতক্ষণ দিতে পারি ততোক্ষনি প্রশংসা পাই সেটা জীবন হোক বা অন্য কিছু। এ দুনিয়ায় মানুষ কখন পরের অবস্থান বুঝতে চায়না যে সব কিছু মানুষের হাতে থাকেনা 😭😭😭😭😭
প্রিয় দর্শক নাটকটি দেখার জন্য এবং দেখে আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। নাটকটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে, এমোন বাস্তবিক চরিত্রে এ সমাজের মানুষকে দেখানোর জন্য। নাটোকটি দেখার পর আমি অঝরে কেঁদেছি, কেনজানি আমার কান্না ধরে রাখতে পারিনি, শুধু অঝরে কেঁদেছি। ❤❤
নাটকটি দেখা শেষ করেছি অনেক আগে কিন্তু এখন নাটকটি থেকে বের হতে পারছি না। অসম্ভব সুন্দর নাটক এবং শিক্ষনীয় বিষয়। ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে এতো সুন্দর করে বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য।
প্রিয় দর্শক নাটকটি দেখার জন্য এবং দেখে আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। নাটকটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। ভালো থাকবেন।
আমাদের সমাজে হাজারও শিলার জীবনের বিনিময়ে নতুন কত নিষ্পাপ ফুল জন্ম নিচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ফুল পেতে গিয়ে ফুল গাছকে মেরে ফেলি। এখানে শিলার আত্মার মৃত্যু অনেক আগেই হয়েছে। দেহের মৃত্যু ফুল ফোটার পর ডাক্তার নিশ্চিত করেছে।😢😢😢
স্যালুট স্যার। আমার বুদ্ধি হবার পর থেকে আপনাকে চিনি, ইত্যাদি কে চিনি আর চিনি আপনার সমাজসংস্কার মূলক নাটকগুলোকে। হানিফ স্যার আপনি একজন প্রকৃত সমাজ সেবক ও দেশপ্রেমিক।
হানিফ সংকেত স্যার কিচ্ছু বলার ভাষা নেই আমার...! এক কথায় সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। আল্লাহ আপনাকে আরে অনেক অনেক জ্ঞান দান করুন, যাতে আপনার উছিলায় আমাদের দেশ ও সমাজের পরিবর্তন হয়।❤
প্রিয় দর্শক নাটকটি দেখার জন্য এবং দেখে আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। নাটকটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। ভালো থাকবেন।
২২ বছরেও একটা সন্তান না হওয়া যে কি কষ্ট তা শুধু একটা মেয়েই জানে। তবুও কোন একটা ভাবে আজ আমার জন্য আল্লাহ একটা জান্নাত দিয়েছে পালক হিসেবে আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে নিয়ে যার বয়স এখন ৫ বছর।
প্রথমে বলি নাটক এর নামটা আমার কাছে খুব ভালো লেগেছে❤ পুরনো সব অভিনেতা অভিনেত্রীদের দেখেও খুব ভালো লাগলো। ❤ গল্প ও খুব ভালো ছিলো❤ সব মিলিয়ে অসাধারণ হয়েছে। ❤ নাটকের শেষে খুব কেঁদেছি। ধন্যবাদ ❤
আমি কখনোই কোভিড করিনি এই প্রথম আলোকিত অন্ধকার নাটকটি দেখে কমেন্ট করলাম এবং খুব কেঁদেছি পৃথিবীতে মায়ের মত কেউ হয় না শুধু মাই পারে সন্তানকে নিস্বার্থ ভালোবাসতে অসংখ্য ধন্যবাদ হানিফ স্যার কে
আমি বাংলাদেশের অস্ট্রেলিয়া প্রবাসী, ছোটবেলা থেকে আমি হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিনমূলক অনুষ্ঠান "ইত্যাদি" দেখতাম। এখনো দেখি, উনি একজন গুনী লেখক এবং গুনী নাটক পরিচালক, স্যালুট স্যার 🫡🫡🫡
প্রিয় দর্শক নাটকটি দেখার জন্য এবং দেখে আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। নাটকটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। ভালো থাকবেন।
জন্ম মৃত্যু বিয়ে এই তিনটির ক্ষমতা শুধুমাত্র আল্লাহর কাছেই থাকে আসলে এটাই বাস্তব। কিন্তু আমরা আসলে সেই বাস্তবতা টাকে মেনে চলতে চাই না বলেই এখন মানুষের মধ্যে হিংসা বেশি। মা একটি মধুর সুর। সেই মা কে আল্লাহ তায়ালা যেকোনো কিছু সহ্য করার শক্তি দিয়েছেন এই নাটক টা তার প্রমাণ। হানিফ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সারা বছর অপেক্ষায় থাকি,হানিফ সংকেত স্যার এর দুটি নাটক দেখব বলে আর সেখান থেকে কিছু শিক্ষা পাব।আল্লাহ পাক যেন এই শিক্ষা মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ধন্যবাদ স্যার আপনাকে।
প্রতিটি পরিবারের সমস্যা তৈরি করার জন্য ভাই-বোন, চাচা -চাচি,ফুপা- ফুপু, খালা- খালু, মামা- মামি ইত্যাদি লোক থাকে। আল্লাহ এরকম মানুষ রুপি শয়তান থেকে আমাদের হেফাজত করুন 🤲।
অসাধারণ হয়েছে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন থেকে রোজ শনিবার আমি আছি কুমিল্লা ইপিজেড এ আনসার এর চাকরি করি সবাই দোয়া করবেন আমার জন্য 😊😊২০/০৪/২৪,,হানিফ সংকেত এর সবগুলো ইত্যাদি সবগুলো নাটক অসম্ভব সুন্দর লাগে 😊😊,সভ্যতার সাথে কতকিছু হারিয়ে যায় কিন্তু হানিফ সংকেত এর ইত্যাদি গুলো নাটক গুলো সবাই বসে দেখা যায় 😊,,
কখনো কমেন্ট করিনি, আলোকিত অন্ধকার নাটক টি দেখে কমেন্ট না করে থাকতে পারলাম না। এক কথায় অসাধারণ ও এক অনবদ্য সৃষ্টি যা আমাদের সমাজের মানুষের বাস্তব প্রতিচ্ছবি। যে পরিবারকে এই বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হয়, শুধু সেই পরিবার বুঝতে পারে এটা কত কষ্টের ও বেদনার। ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে এ ধরনের অনবদ্য নাটক তৈরির জন্য। যা সমাজের কিছু পরিবর্তন করতে পারে।
❤❤❤❤❤❤❤
প্রিয় দর্শক
নাটকটি দেখার জন্য এবং দেখে আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
নাটকটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন।
ধন্যবাদ।
ভালো থাকবেন।
Keep going forward we are with you please inshah Allah
0:43 0:45 0:45 @@lutfurrahman6630
হানিফ স্যার নাটকে বাংলা সংগীত বা মিউজিক দিন আমাদের ঐতিহ্য সংস্কৃৃতি অটুট থাকুক।😊
কি চমৎকার। চোখের জল অজান্তেই গড়িয়ে গেলো। হানিফ সংকেত স্যারকে শ্রদ্ধা। বাংলাদেশের একজন হানিফ সংকেত আছেন; সেটা ভেবেই এ অন্ধকারে এখনো আলোকিত হই।
আমারও সেইম কেস
হানিফ সংকেত আছেন বলেই নাটক দেখে চোখে পানি এসে গেলো!এসময়ে এমন আবেগময়তার বড়ই অভাব।অনেক ধন্যবাদ স্যার আপনাকে।👍
অনেক দিন পর মন ছুঁয়ে যাওয়া একটি নাটক দেখলাম। হানিফ সংকেত কে ধন্যবাদ। আমরা যেন গুণীর কদর করে যাই। এদেশে গুণী জন্মাবে।
চোখ দিয়ে অঝোরে পানি ঝরলো।মা শুধু মা ই হয়।
ভাল থাকুক আমার মা, সকলের মা।
একজন মা ই সব পারেন।
ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা।
❤❤❤❤
অসাধারণ নাটক। এই পৃথিবীতে এমন কিছু নারী আছে যাদের জীবনের প্রদিপ অন্ধকারে নিমজ্জিত হয়। শুধু পরিবারের সুখের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে যায় সন্তানের আশায়। নাটক এর অভিনেতা,অভিনেত্রী, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে প্রিয় মানুষ জনাব হানিফ সংকেতকে অসংখ্য ধন্যবাদ বাস্তবধর্মী চিত্র উপস্থাপন করার জন্য।
মানুষ কত স্বার্থপর এটাই এ নাটকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, আল্লাহ আমাদের স্বার্থপরতা পরিহার করার তৌফিক দান করুন
অনেক বছর পরে এমন একটা সুন্দর নাটক দেখলাম , হৃদয় জুড়িয়ে গেলো, মনের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পরলো
হানিফ সংকেত এর অপর নাম সামাজিক শিক্ষা। স্যালুট।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
ইত্যাদিতে প্রচারিত পর্বের অনুষ্ঠানগুলোতে আপনারা যে বই গুলো পুরস্কার দেন সেগুলোর নাম জানতে চাই, @@FagunAV
আজ অনেক দিন পর মনে হয় এমন আবেগঘন বাস্তবধর্মী নাটক দেখলাম।
ধন্যবাদ হানিফ সংকেত
প্রিয় দর্শক
নাটকটি দেখার জন্য এবং দেখে আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
নাটকটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন।
ধন্যবাদ।
ভালো থাকবেন।
গত ১০ বছরের মধ্যে এমন বাস্তবধর্মী নাটক দেখা হয় নি।ধন্যবাদ।
আজকালকের হাজারো অখাদ্য নাটক গুলোর মাঝে এত সুন্দর ও শিক্ষনীয় নাটক দেওয়ার জন্য হানিফ সংকেত স্যারকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ নাটকটি দেখার জন্য এবং আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার জন্য শুভ কামনা।
ভালো থাকবেন।
Asoley music off rekhen.natokta nc
সত্যি চোখের পানি ধরে রাখতে পারলাম না.... মা এবং সন্তান আল্লাহর অনেক বড় নেয়ামত....আল্লাহ্ যেনো পৃথিবীর সকল মা ও সন্তানকে ভালো রাখে.....❤
আপনার প্রতিটি অনুষ্ঠানের প্রতিটি মিনিট থেকে কিছু না কিছু শেখার থাকে এবার ও তার ব্যতিক্রম হয়নি,,আসলে প্রশংশা করে শেষ করা যাবেনা,, আপনি বার বার প্রমান করছেন যে অশ্লিল দৃশ্য ছারাও নাটক/ অনুষ্ঠান করলে মানুষ মানুষ মানুষ দেখে এবং শেখে,, হানিফ সংকেত স্যার স্যালুট আপনাকে🫂🫂🫂 এতো সুন্দর একটি শিক্ষণীয় নাটক/অনুষ্ঠান উপহার দেয়ার জন্য ধন্যবাদ,, আপনাকে আল্লাহ ২০০ বছর হায়াত দান করুন🤲🤲🤲🤲🤲
মন ছুয়ে গেল। ধন্যবাদ সকল
কলাকুশলী সহ হানিফ সংকেত কে স্যার কে। খুবই ভালো লাগলো।
মন ছুঁয়ে গেল।অজান্তেই চোখে পানি আসলো।অসম্ভব ভালো করেছেন তারিন।
কান্না ধরে রাখতে পারিনি,মা ছাড়া এমন ত্যাগ আর কেউ করতে পারেনা, নাটকের বিষয়টা সমাজে অহরহ হচ্ছে, ধন্যবাদ হানিফ স্যার❤
কিছু বলার নাই। অসাধারণ।
হানিফ সংকেত মানেই সামাজিক শিক্ষা
জন্ম মৃত্যু বিয়ে এই ৩টি আল্লাহর হাতে, যে একথা বিশ্বাস করে সেই সবচেয়ে সুখী মানুষ।
3 টি না, সবকিছুই আল্লাহর হাতে
সব কিছু মানুষের দ্বারাই হয়! অন্য কেউ কিছুই করে না!
Sob kichu allahor hate sob kichur Maleek beshaq Mohaan Allah pak
একটা অপ্রিয় সত্য কথা। আমাদের সমাজে এখনও ঘরের বউ কে নিজের মেয়ে মনে করতে পারেনা। অথচ এটাই হওয়া উচিত। হানিফ সংকেত স্যারকে অনেক ধন্যবাদ ❤।
😭😭😭 আজ আবার মনের অজান্তে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। মনে হচ্ছে এ নাটকের কিছুটা অংশ আমার জীবনের সাথে মিলে গেছে। আসলে আমাদের মতো মেয়েদের কস্ট গুলো কেউ বুঝেনা। আমরা যতক্ষণ দিতে পারি ততোক্ষনি প্রশংসা পাই সেটা জীবন হোক বা অন্য কিছু। এ দুনিয়ায় মানুষ কখন পরের অবস্থান বুঝতে চায়না যে সব কিছু মানুষের হাতে থাকেনা 😭😭😭😭😭
আমার জন্য করো মুখে হাসি ফুটেছে এরচেয়ে আনন্দ কি হতে পারে ❤❤❤❤❤❤
শীলা জন্ম দিয়ে গেলো এক আলোকীত অন্ধকারের ❤❤❤
কালেমার দাওয়াত দিয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম ❤❤
❤❤
অনেক সুন্দর হয়েছে আমি আপনাকে বাহবা দিচ্ছি🤗
বাংলা ভাষা জানি বলে এতো সুন্দর একটা বাংলা নাটক উপভোগ করলাম , শিলিগুড়ি থেকে ।
ধন্যবাদ। বাংলাতে দাওয়াত রইল
Kolkata behala and Kuwait city
হানিফ সংকেত এর নাটক হল বাস্তব রূপ, যার তুলনা হয়না। অসাধারণ একটা নাটক। মন দিয়ে দেখলাম সমাজের আসল চিত্র।
এত সুন্দর নাটক একমাএ হানিফ সংকেত স্যার এর দ্বারাই নির্মাণ সম্ভব।স্যালুট স্যার দীর্ঘজীবি হোন।
প্রিয় দর্শক
নাটকটি দেখার জন্য এবং দেখে আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
নাটকটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন।
ধন্যবাদ।
ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে, এমোন বাস্তবিক চরিত্রে এ সমাজের মানুষকে দেখানোর জন্য। নাটোকটি দেখার পর আমি অঝরে কেঁদেছি, কেনজানি আমার কান্না ধরে রাখতে পারিনি, শুধু অঝরে কেঁদেছি। ❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
নাটকটি দেখা শেষ করেছি অনেক আগে কিন্তু এখন নাটকটি থেকে বের হতে পারছি না। অসম্ভব সুন্দর নাটক এবং শিক্ষনীয় বিষয়। ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে এতো সুন্দর করে বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য।
এমন হাজারো বলিদানের একমাত্র সাক্ষী মা! ❤
চোখের পানি পড়া থামছে না,, অনেক অসাধারণ একটা নাটক।আর ছোট বেলা থেকে বসে থাকি হানিফ সংকেতের নাটক দেখার জন্য। শিক্ষনীয়বিষয় থাকে তাতে।
প্রিয় দর্শক
নাটকটি দেখার জন্য এবং দেখে আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
নাটকটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন।
ধন্যবাদ।
ভালো থাকবেন।
Excellent a drama.
🤔👁️🤔Thank you
অনেক দিন পর এত্ত সুন্দর একটা নাটক দেখলাম। চোখের পানি ধরে রাখতে পারি নি
আমারও সেইম কেস 😂
আমাদের সমাজে হাজারও শিলার জীবনের বিনিময়ে নতুন কত নিষ্পাপ ফুল জন্ম নিচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ফুল পেতে গিয়ে ফুল গাছকে মেরে ফেলি। এখানে শিলার আত্মার মৃত্যু অনেক আগেই হয়েছে। দেহের মৃত্যু ফুল ফোটার পর ডাক্তার নিশ্চিত করেছে।😢😢😢
ঠিক বলেছেন, যেদিন থেকে অবহেলা শুরু হয়েছে সেদিন থেকেই শিলার মনের মৃত্যু হয়েছে, দেহের মৃত্যু হলো সন্তান জন্মের পর
সত্যিকার অর্থেই নাটকটা অসাধারণ।
সত্যিকার অর্থে আমরা মানুষরা খুব বেশি স্বার্থপর হই, শুধু নিজেরটাই ভাবি অন্য একটা চিন্তাও করি না।
মাঝেমধ্যে এমন গল্প নাটকের জন্য অসংখ্য ধন্যবাদ
অসাধারণ বাস্তবতা নিয়ে নাটক। চোখের পানি গাড়িয়ে পড়লো শেষে।😰😰
আমারও 😂😂
হানিফ সংকেত ধন্যবাদ ।কি নাটক দিলো কান্না করে দিলাম আমি😢😢
অসাধারণ ভালো লাগার একটা নাটক হানিফ সংকেত এর তুলনা শুধু ই হানিফ সংকেত ধন্যবাদ হানিফ সংকেত।
স্যালুট স্যার। আমার বুদ্ধি হবার পর থেকে আপনাকে চিনি, ইত্যাদি কে চিনি আর চিনি আপনার সমাজসংস্কার মূলক নাটকগুলোকে। হানিফ স্যার আপনি একজন প্রকৃত সমাজ সেবক ও দেশপ্রেমিক।
সত্যি সুন্দর একটা নাটক ❤❤
এক কথায় অসাধারণ 💞💞
হানিফ সংকেত স্যার কিচ্ছু বলার ভাষা নেই আমার...! এক কথায় সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন।
আল্লাহ আপনাকে আরে অনেক অনেক জ্ঞান দান করুন, যাতে আপনার উছিলায় আমাদের দেশ ও সমাজের পরিবর্তন হয়।❤
শ্বশুর বাড়ির মানুষ এমনই প্রয়োজনে কাছে রাখে আবার প্রয়োজন শেষ হয়ে গেলে দূরে ঠেলে দেয়।
Right 😢😢
সবাই না
এটা তো মেয়ের দোষ না। আল্লাহর নিয়ামত। আল্লাহর ইচ্ছা। মানুষ এমন কেন? আমার ছেলের বউ এর ও এই অবস্হা। কই আমরা তো এমন করি না। আলহামদুলিল্লাহ
বাস্তবমুখী একটা নাটক। কত মেয়ের জীবন কাহিনি এই নাটক। অসংখ্য ধন্যবাদ হানিফ সংকেতকে।
হানিফ সংকেত কে এতো ইমোশনাল নাটক তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুক পৃথিবীর সকল মা 🤍
এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য হানিফ সংকেত স্যারকে অসংখ্য ধন্যবাদ😢😢
আপনাকেও অসংখ্য ধন্যবাদ নাটকটি দেখার জন্য।
নাটকটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন।
ধন্যবাদ।
ভালো থাকবেন।
হানিফ সংকেত স্যার এর দীর্ঘায়ু কামনা করছি ।আল্লাহ তাকে নেকহায়ত দান করুন আমীন ।
এতো বাস্তবধর্মী নাটক।
আল্লাহ তুমি সবাইকে মা হবার তৌফিক দাও।
ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে। এ রকম একটা সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।
কি বলব 😥
ভাষা হারিয়ে ফেলেছি।
হ্যানিফ সংকেত স্যার আপনি হাজার বছর আমাদের মাঝে থাকুন।
কি চমৎকার নাটক দেখলাম❤
প্রিয় দর্শক
নাটকটি দেখার জন্য এবং দেখে আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
নাটকটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন।
ধন্যবাদ।
ভালো থাকবেন।
অসাধারণ ছিল নাটক ধন্যবাদ .......
২২ বছরেও একটা সন্তান না হওয়া যে কি কষ্ট তা শুধু একটা মেয়েই জানে। তবুও কোন একটা ভাবে আজ আমার জন্য আল্লাহ একটা জান্নাত দিয়েছে পালক হিসেবে আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে নিয়ে যার বয়স এখন ৫ বছর।
এইগুলো কথা কমেন্টে বলার কি আছে?😂
আপু কোন চিন্তা না করে, আল্লাহর কাছে শুকরিয়া করেন।ঢাকার মগবাজারের পদ্মা ডায়গনিস্টক সেন্টারে ডাঃ সাজেদা বসেন।আমার ছোট বোনের ৯ বছর পর আল্লাহ বাবু বসেন।
আপনার জন্য অসীম দোয়া রইল।
Bolle mon halka hoe.@@sabinayeasmin5271
প্রিয় দর্শক
নাটকটি দেখে আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
আনেক দিন পর নাটক দে্খে চোখ বিজে গেল।ধন্যবাদ হানিফ সংকেত সারকে।
প্রথমে বলি নাটক এর নামটা আমার কাছে খুব ভালো লেগেছে❤ পুরনো সব অভিনেতা অভিনেত্রীদের দেখেও খুব ভালো লাগলো। ❤ গল্প ও খুব ভালো ছিলো❤ সব মিলিয়ে অসাধারণ হয়েছে। ❤ নাটকের শেষে খুব কেঁদেছি। ধন্যবাদ ❤
কেদে ফেলেছি চোখের পানি ধরে রাখতে পারলাম না অসাধারণ
আমারও 😂😂
শিক্ষনীয় বিষয় নিয়ে নাটকটা আমার মত কার কার কাছে ভালো লাগছে রিপ্লাই দিন❤
এত ভালবাসা এত কিছু,
সব কিছু ছেড়ে চলে যেতে
হবে দূরে।
এই জগত সংসার মায়ার বাধন
ছিন্ন করে।
আমি কখনোই কোভিড করিনি এই প্রথম আলোকিত অন্ধকার নাটকটি দেখে কমেন্ট করলাম এবং খুব কেঁদেছি পৃথিবীতে মায়ের মত কেউ হয় না শুধু মাই পারে সন্তানকে নিস্বার্থ ভালোবাসতে অসংখ্য ধন্যবাদ হানিফ স্যার কে
হানিফ সংকেত মানেই ভিন্ন আঙ্গিকের কিছু
অনেক দিন বাংলা নাটক দেখে চোখ থেকে পানি ঝরছে।
আমারও 😂😂
আমি আগে হিন্দু ছিলাম এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আল্লাহ আকবর ❤❤
আলহামদুলিল্লাহ
তর কপালে দুঃখ আছে রে
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
Great
Ok
সত্যিই নাটকটি অসাধারণ লেগেছে। ধন্যবাদ, হানিফ সংকেত স্যার।
আবুল হায়াত স্যার ডলি মেম তারেক তারিন আপু মীর সাবিবর ভাই এর একসাথে নাটকটা অসাধারণ।
প্রিয় দর্শক
আপনাকেও অসংখ্য ধন্যবাদ নাটকটি দেখার জন্য এবং আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার জন্য শুভ কামনা।
ভালো থাকবেন।
অসাধারণ গল্প অসাধারণ অভিনয় সবার চরিত্র গুলো সুন্দর ভাবে উন্মোচন করেছেন ❤❤❤ধন্যবাদ জানাই হানিফ সংকেত স্যার কে❤❤❤
খুবই চমৎকার এবং শিক্ষনীয় 🎉🎉❤
একজন মা'ই পারে এরকম, ভালো থাকুন পৃথিবীর সমস্ত মা
❤❤❤❤❤❤যত দেখি তত দেখতে ইচ্ছে হয় খুব কষ্টের হলেও অলোকিত অন্ধকার ❤❤❤😢😢
বড় ভালো লাগলো নাটকটা।আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরার জন্য হানিফ সংকেত ভাইকে অনেক ধন্যবাদ।সবার মুখে হাসি ফুটিয়ে হারিয়ে গেল শিলা।😭😭😭
হানিফ সংকেতের নাটক মানেই শিক্ষামূলক মেসেজ।
হানিফ সংকেত স্যার কে ঈদ মোবারাক জানাই 🥰❤️❤️
আপনাকেও জানাই ঈদ মোবারক।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
আমরা চাই মীর সাব্বির ও তারিন আপুর জুটির এবং হানিফ সংকেত স্যারের পরিচালনায় আরও নাটক টেলিফ্লিম দেখতে চাই ❤❤
চোখের পানি আটকাতে পারলাম না। সবার অভিনয় প্রশংসনীয়। খুব ভাল, হানিফ সংকেত কে ধন্যবাদ।
শেষটা দেখে আর চোখে পানি ধরে রাখতে পারলাম না,অসাধারণ নির্মাণ, হানিফ সংকেত মানেই সমাজের প্রকৃত চিত্র।
অসাধারণ ❤❤❤
তবে হৃদয়বিদারক
নাটকটি সত্যি অসাধারণ,,,
Wow 🎉The drama was very beautiful.🎉🎉
মন্তব্যের ভাষা হারিয়ে ফেলেছি।সত্যিই অসাধারন।কাঁদালেন হানিফ সংকেত ভাই।
হানিফ সংকেত স্যারকে পুরস্কার দেওয়া উচিত এত সুন্দর নাটক দেখার জন্য। এই নাটকটি দেখার পর আমার চোখের পানি চলে আসলো।ধন্যবাদ হা নিফ সংকেত স্যারকে।
যায় যত বেশি❤ ভালোবাসে তাই ততই 😢 কষ্ট পায়
মা,রাই সব কিছু করতে পারে, বাচ্চাদের জন্য বাবারা না, এই নাটকে এইটাই প্রতীয়মান হয়েছে, ধন্যবাদ হানিফ ভাইকে
আমি বাংলাদেশের অস্ট্রেলিয়া প্রবাসী, ছোটবেলা থেকে আমি হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিনমূলক অনুষ্ঠান "ইত্যাদি" দেখতাম। এখনো দেখি, উনি একজন গুনী লেখক এবং গুনী নাটক পরিচালক, স্যালুট স্যার 🫡🫡🫡
❤❤❤ সত্যি অসাধারণ হানিফ স্যারের প্রতিটি নাটক ও অনুষ্ঠান শিক্ষণি ও ধন্যবাদ সবাইকে খুব সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য ১৩/০৪/২০২৪
প্রিয় দর্শক
নাটকটি দেখার জন্য এবং দেখে আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
নাটকটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন।
ধন্যবাদ।
ভালো থাকবেন।
হানিফ সংকেত স্যারের নাটক মানেই শিক্ষনিয়। অসাধারণ অভিনয় করেছেন তারিন।💞💞💞💞💞
জন্ম মৃত্যু বিয়ে এই তিনটির ক্ষমতা শুধুমাত্র আল্লাহর কাছেই থাকে আসলে এটাই বাস্তব। কিন্তু আমরা আসলে সেই বাস্তবতা টাকে মেনে চলতে চাই না বলেই এখন মানুষের মধ্যে হিংসা বেশি। মা একটি মধুর সুর। সেই মা কে আল্লাহ তায়ালা যেকোনো কিছু সহ্য করার শক্তি দিয়েছেন এই নাটক টা তার প্রমাণ। হানিফ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
চমৎকার সময়োপযোগী ঘটনা নিয়ে নির্মিত অসাধারণ নাটক। এরই নাম অসাধারণ ব্যক্তিত্ব হানিফ সংকেত।।
শেষটায় শীলা কে না মারলেও পারতেন😥
আপনার প্রত্যেকটা সৃষ্টি অনেক বেশি প্রানবন্ত ❤️🩹
Tragedy
হানিফ সংকেত স্যারকে একবার সরাসরি দেখার অনেক ইচ্ছে,😍
অসাধারণ নাটক। আমাদের সমাজে এই ধরনের ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। চোখের পানি ধরে রাখতে পারলাম না। ধন্যবাদ। ❤❤❤❤❤❤❤
সারা বছর অপেক্ষায় থাকি,হানিফ সংকেত স্যার এর দুটি নাটক দেখব বলে আর সেখান থেকে কিছু শিক্ষা পাব।আল্লাহ পাক যেন এই শিক্ষা মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ধন্যবাদ স্যার আপনাকে।
আমার মনে হয় এবছরের সেরা নাটক অসংখ্য ধন্যবাদ নাটকের সাথে যারা অভিনয় করছেন বিশেষ করে পরিচালক হানিফ স্যার কে
প্রতিটি পরিবারের সমস্যা তৈরি করার জন্য ভাই-বোন, চাচা -চাচি,ফুপা- ফুপু, খালা- খালু, মামা- মামি ইত্যাদি লোক থাকে। আল্লাহ এরকম মানুষ রুপি শয়তান থেকে আমাদের হেফাজত করুন 🤲।
বর্তমানে এমন বাস্তবধর্মী নাটক দেখাই যায় না,, তার মধ্য থেকে এই নাটকটি সত্যিই অসাধারণ ছিল,,❤
১২.০৪.২০২৪ এই ইদের সেরা নাটক টা দেখে ফেলেছি হয়তো। ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে।
সমাজের বাস্তবতার চিত্র এতো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
অপুর্ব সৃষ্টি এক আলোকিত অন্ধকার ।
আমরা কতোটা স্বার্থপর মানুষের একটা দোষের জন্য হাজার টা গুন ভুলে যায়।😢😢😢😢😢
অসাধারণ হয়েছে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন থেকে রোজ শনিবার আমি আছি কুমিল্লা ইপিজেড এ আনসার এর চাকরি করি সবাই দোয়া করবেন আমার জন্য 😊😊২০/০৪/২৪,,হানিফ সংকেত এর সবগুলো ইত্যাদি সবগুলো নাটক অসম্ভব সুন্দর লাগে 😊😊,সভ্যতার সাথে কতকিছু হারিয়ে যায় কিন্তু হানিফ সংকেত এর ইত্যাদি গুলো নাটক গুলো সবাই বসে দেখা যায় 😊,,
সমাজের অসংগতি গুলো যে বোঝতে পেরে তা মানুষ কে নাটকের মাধ্যমে সমাজকে বোঝানোর চেষ্টা করে তাকেই বলে আলোকিত মানুষ ধন্যবাদ হানিফ সংকেত স্যার
অনেক ধন্যবাদ আপনাকে, এতো সুন্দর একটা নাটক উপহার দিয়েছেন।❤❤❤
পৃথিবীতে এমন উদাহরণ কেবল একজন মা ই সৃষ্টি করতে পারেন, এর জন্যই তিনি মা, মায়ের স্হান কখন ও কেহ পূর্ণ করতে পারে না ।
আজ কে দিয়ে মোট ১৭ বার নাকটি দেখলাম শেষে গিয়ে চোখে পানি ধরে রাখতে পারলাম না 😢😢❤❤
হানিফ সংকেতের প্রতিটি নাটকে সামাজিক সচেতনতামূলক বার্তা থাকে।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার জন্য শুভ কামনা।
ভালো থাকবেন।