রব আর কতকাল পরের জ্বালা সইয়ারে / কন্ঠ: রিয়াদ উল্লাহ্ ভুঁইয়া বিজয় গীতি

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 10

  • @TaimurRahman-fb8cz
    @TaimurRahman-fb8cz 5 месяцев назад

    আমি রব আর কতকাল পরের জ্বালা সইয়ারে-
    আমার পাঁজর ভাঙ্গা বুক জুডাব, তোমায় পরশিয়ারে। আর কতকাল পরের জ্বালা সইয়ারে।।
    অন্তরে অনন্ত দুঃখ, ব্যথার মালা গাঁথি
    এসংসারে কেউ হলনা আমার কৃষ্ণ সেবার সাথী।
    আমি ব্যথার মালা বক্ষে নিয়ে, বেড়াই কাঁদি কাঁদিরে
    আর কতকাল পরের জ্বালা সইয়ারে।
    তীর্থযাত্রী যেমন কাঁদেরে, হারায়ে সাথী-
    সতী হারা পতি কাঁদেরে, যেমন- চন্দ্র হারা রাতি।
    আমি পুকারে কাঁদিতে নারি, যাই মরমে মরিয়ারে।
    আর কতকাল পরের জ্বালা সইয়ারে।
    বনবৃক্ষাদি কাঁদে যেমন- হারায়ে সাথী,
    পতি হারা সতী কাঁদে রে, যেমন- শ্যাম হারা সখী।
    আমি আর কতকাল থাকব একা- তোমায় হারা হইয়ারে।
    আর কতকাল পরের জ্বালা সইয়ারে।
    পাগল বিজয় বলে যতই কাঁদাও প্রভু, তাতে ক্ষতি নাই- সকল দুঃখের শান্তি পাব ঠাকুর- তোমায় যদি পাই। আমায় কোনদিন তুমি আসবে নিতে বাঁশরি বাঁজাইয়ারে- আর কতকাল পরের জ্বালা সইয়ারে।
    জয় হোক 🌼🌻

  • @MDMidul-l3q
    @MDMidul-l3q 7 месяцев назад

    দিলে লাগলো গানটি ❤️ জয় গুরু

  • @johurulbd8818
    @johurulbd8818 Год назад

    ❤❤❤🎉🎉🎉

  • @ahamedazizul5709
    @ahamedazizul5709 Год назад

    ❤❤❤

  • @moin509
    @moin509 9 месяцев назад