এখনো গুহায় বাস করে যে মুসলিম দেশের মানুষ । Bijoy TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • এখনো গুহায় বাস করে একটি মুসলিম দেশের মানুষ। পাহাড়ের পাথর কেটে তারা বানিয়ে নিয়েছেন আপন আবাস। জানালা, দরজা, সিঁড়ি- সবই রয়েছে তাদের এই বাসস্থানে। ৭০০ বছরেরও বেশি সময় ধরে এসব মানুষ বাস করে আসছে সেসব গুহায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
    আধুনিক যুগে এসেও যদি শুনতে হয় এখনো মানুষ গুহায় বাস করছে সেটা বিশ্বাস করা বেশ কষ্টসাধ্য। অবিশ্বাস্য হলেও ইরানের উত্তর-পশ্চিমের দুর্গম এলাকায় গেলে আপনি সত্যি দেখা পেয়ে যাবেন আধুনিক যুগের গুহাবাসী মানুষের।
    ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের এই গ্রামের নাম কান্দোভান। আজ থেকে ৭০০ বছর আগে গোড়াপত্তন হয় গ্রামটির। মঙ্গোল সেনাদের থেকে বাঁচতে পালিয়ে এসে এখানকার গুহায় আশ্রয় নিয়েছিলেন এসব মানুষ। পরবর্তীতে ধীরে ধীরে এটি স্থায়ী আবাস হয়ে যায়। স্থানীয় ভাষায় এখানকার এই গুহাবাড়িগুলো ‘কারান’ নামে পরিচিত, যার অর্থ মৌমাছির বাসা।
    গ্রামটির গুহাবাড়িগুলো দেখে মনে হতে পারে বিশাল এক উইপোকার ঢিবি। আজ থেকে ১১ হাজার বছর আগে মাউন্ট সাহান্দে অগ্ন্যুৎপাত শুরু হলে সেখানকার ছাইসহ উৎক্ষিপ্ত নানান বস্তু ছড়িয়ে পড়ে এই এলাকায়। পরের বছরগুলোতে ছাই কঠিন হয়ে পাহাড়ের গায়ে এ রকম মোচাকৃতির গুহার মতো কাঠামোর জন্ম হয়। এখানকার অধিবাসীরা তাদের প্রয়োজনে এসব গুহার পরিধি বাড়িয়েছে। তৈরি করেছে দোতলা থেকে চারতলা গুহাবাড়ি; যেখানে থাকে শোওয়ার ঘর, গুদাম, পশু-পাখির খোয়াড়। এছাড়াও পাথর কুঁদে তৈরি করা হয়েছে দরজা, জানালা, বারান্দা ও সিঁড়ি।
    copyright © A BIJOY TV Production-2024
    সঙ্গে থাকুন বিজয় টিভির
    Website: bijoy.tv/
    Facebook: / bijoytvlimited
    RUclips: / bijoytvofficial

Комментарии • 4