নেতাজীর গোপন কার্যকলাপ - ১ (NETAJI; His Secret Activities - 1)

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • প্রথম পর্ব - মহানিষ্ক্রমণ, দলাই লামা ও ভারত-চীন যুদ্ধ।
    একনিষ্ঠ নেতাজী অনুরাগী ও গবেষক ডঃ শঙ্কর কুমার চ্যাটার্জি ভারতীয় সামরিক ইন্টেলিজেন্সের সাথে যুক্ত ছিলেন। দেশনায়ক’কে নিয়ে বহু গুরুত্বপূর্ণ ও মূল্যবান তথ্য তিনি তুলে ধরেছেন একটি দীর্ঘ সাক্ষাৎকারে।
    আলোচিত হয়েছে,
    - ১৯৪১ সালের ১৬’ই জানুয়ারি ঠিক কিভাবে নেতাজী বেরিয়ে গিয়েছিলেন এলগিন রোডের বাড়ি থেকে? সেই বিষয়ে নানা বিতর্ক ও তিনটি প্রধান আখ্যান রয়েছে। কোন্‌টা গ্রহণীয়?
    - তরুণ দলাই লামা’কে কম্যুনিস্ট চায়না অপহরণ করতে চেয়েছিল। চীনের সেই বিশাল শক্তির চোখে ধুলো দিয়ে কিভাবে, ও কার পরামর্শে, অনুপ্রেরণায় ও সামরিক কৌশলের বলে তিনি ২০০০ সঙ্গীসাথী নিয়ে চলে আসতে পারলেন ভারতে?
    - ১৯৬২’তে চীন কেন আক্রমণ করল ভারত’কে? কেনই বা তারা অসমের সমতল অব্দি নেমে এসে আবার ফিরে গেল ম্যাকমোহন লাইনের ওপারে? কার ভূমিকা এক্ষেত্রে নির্ণায়ক হয়ে উঠেছিল?
    এটি ইন্টারভিউয়ের দ্বিতীয় পর্বের লিঙ্ক • নেতাজীর গোপন কার্যকলাপ...
    এটি ইন্টারভিউয়ের তৃতীয় পর্বের লিঙ্ক • নেতাজীর গোপন কার্যকলাপ...

Комментарии • 268