কৈ মাছের লেজ পচা ও জেলি রোগ ও প্রতিকার | Khan fish farminG

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • কৈ মাছের লেজ পচা ও জেলি রোগ ও প্রতিকার | Khan fish farminG
    লেজ ও পাখনা পচা রোগ:
    পুকুরে
    রোগের কারণ ও লক্ষণ : অ্যারোমোনাস ও মিক্সো ব্যাকটেরিয়া দিয়ে এ রোগ হয়। দেহের পিচ্ছিল পদার্থ কমে যায়। লেজ ও পাখনায় সাদাটে দাগ দেখা যায়। লেজ ও পাখনায় পচন ধরে। লেজ ও পাখনার পর্দা ছিড়ে যায়। লেজ ও পাখনা খসে পড়ে। রক্তশূন্যতা দেখা দেয় ও রঙ ফ্যাকাশে হয়। মাছ দেহের ভারসাম্য হারায়। মাছ ঝাঁকুনি দিয়ে চলাফেরা করে। আক্রান্ত স্থানে তুলার মতো ছত্রাক জন্মায়।
    প্রতিরোধ ও প্রতিকার : পুকুরে জৈবসার প্রয়োগ কমাতে হবে। নিয়মিত হররা বা জাল টেনে পুকুরের তলার বিষাক্ত গ্যাস কমাতে হবে। মজুদকৃত মাছের ঘনত্ব কমাতে হবে। পুকুরে প্রতি শতাংশে ১ কেজি হারে চুন প্রয়োগ করা। প্রতি কেজি খাদ্যের সাথে ২৫ মিলিগ্রাম টেট্রাসাইক্লিন মিশিয়ে পর পর ৭ দিন দিতে হবে। পোনা মাছে ১ পিপিএম তুঁত দ্রবণে সপ্তাহে ২ দিন চুবিয়ে জীবাণুমুক্ত করে পরিষ্কার পানিতে ছেড়ে দিতে হবে।
    #বায়ফ্লকে কই মাছে লেজ পচা রোগ হলে কী করবেন ।
    1. পটাসিয়াম পারম্যাঙ্গানেট ও চুন দিয়ে পুরো ট্যাংক ধুয়ে নিতে হব ।
    ২.সব মাছ গোলী পটাসিয়াম পারম্যাঙ্গানেট এর পানিতে চুবিয়ে নিব ।
    ৩. এন্টিবায়োটিক ব্যবহার ।
    ( fluconazole 150 mg ১কেজি খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন )
    বা ( flugul 50 mg ৩৫০ গ্রাম খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন )
    এবং ( Renamycin 20০ গ্রাম খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন )
    পানিতে গন্দ থাকলে তুত ব্যবহার করবেন ৫০০লিঃ পানিতে ১গ্রাম হারে
    --------------- Video Play list -------------
    ৩৮ দিনে বায়োফ্লকে মনোসেক্স তেলাপিয়া
    • ৩৮ দিনে বায়োফ্লকে মনো...
    --------------- Keyword ---------------
    #Biofloc_Fish_Firming
    #Biofloc
    #বায়োফ্লক
    #Biofloc_fish_firming
    #বায়োফ্লক_প্রযুক্তি
    #বায়োফ্লক_প্রযুক্তিতে_মাছ_চাষ
    #বায়োফ্লক_প্রযুক্তিতে_মাছ
    #বায়োফ্লক_প্রযুক্তিতে_মাছ_চাষ

Комментарии • 11

  • @shydulmursalin1137
    @shydulmursalin1137 3 года назад +3

    ভাই আপনি এসব রোগের জন্য Sk-F এর Micrnil Used করবেন । নিয়ম ঔষধের গায়ে লেখা আছে । আমি খুব ভাল রেজাল্ট পেয়েছি। আমি শুরু থেকে এটা Used করছি ।

    • @jabedkhan6675
      @jabedkhan6675 3 года назад

      ভাই micrnil এইটা তো জিবানো নাসক পানিতে দেয় সেটা নাকি,আমার মাছের ও লেজ পচা রোগ দেখা দিয়েছে

    • @lovemovi5442
      @lovemovi5442 Год назад

      ভাইরোসিট দিলে হবে

  • @sksorifuddin4114
    @sksorifuddin4114 3 года назад

    কথা শুনে আমার খুব ভালো লাগলো

  • @user-qk4gf5is1d
    @user-qk4gf5is1d 3 года назад +1

    Tnq so much bro

  • @a4scomedy515
    @a4scomedy515 4 года назад +1

    দাদা আমি পুকুরে কৈ মাছ চাষ করেছি কিছুদিন ধরে দেখছি মাছের গায়ে এই রোগটা হয়েছে কিন্তু আমি এখন কি উপকরণগুলো করে হবে বা কি মেডিসিন দিতে হবে যদি একটু কমেন্টে বলে দাও তাহলে তো ভালো হয়

  • @fastgear8337
    @fastgear8337 3 года назад +1

    ভাই আমার মাছ ট্যাকে ছারছি ২০০০লাইনের কিন্তু ২মাস হইছে মাছ বারতেছেনা

    • @kendrickroland7939
      @kendrickroland7939 3 года назад

      you probably dont give a shit but if you are stoned like me atm then you can stream pretty much all the latest series on instaflixxer. Been streaming with my brother these days =)

    • @marshallturner2567
      @marshallturner2567 3 года назад

      @Kendrick Roland definitely, I have been using instaflixxer for since november myself :D

  • @babuengr4228
    @babuengr4228 3 года назад +1

    Apnr sathe contact korte chai.. Plz phn number ta diyen