Taw Haa Zin Nurain Islamic Center সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন উস্তায আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 39

  • @allmamun8151
    @allmamun8151 25 дней назад +6

    আশাকরি আল্লাহ যেন আপনাদের দিয়েই প্রতি জেলায় ও উপজেলায় একটি করে এই রকম দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলেন।

  • @arafatahmed3218
    @arafatahmed3218 25 дней назад +3

    মাশাআল্লাহ আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে সঠিক বুঝার তৌসিফ দেন আমিন

  • @RakibulIslam-ku5ur
    @RakibulIslam-ku5ur 23 дня назад +1

    ইনশাআল্লাহ। আমি প্রস্তুত।

  • @SHARIF.TV100
    @SHARIF.TV100 25 дней назад +1

    মাশা-আল্লাহ আমি ওস্তাদ ভালো বাসি আল্লাহর জন্য ইনশাআল্লাহ

  • @sajjadhossen2387
    @sajjadhossen2387 25 дней назад +3

    মাশা-আল্লাহ হুজুরকে দেখে ভালো লাগল। ❤❤❤❤❤

  • @tafhimulhasantafhim1850
    @tafhimulhasantafhim1850 25 дней назад +2

    মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ ♥️🤍🖤

  • @dilrubaakhter2608
    @dilrubaakhter2608 25 дней назад +1

    Walaikum assalam.Allah apnader kajke kobul koruk and egie nie jak.shokol badhake nosshat kore shofolota dan koruk.

  • @Md.SolaimanHossain-e4d
    @Md.SolaimanHossain-e4d 25 дней назад

    মাশা-আল্লাহ

  • @MDRaseAhmed
    @MDRaseAhmed 25 дней назад +1

    মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ❤

  • @masudrana-sr2wk
    @masudrana-sr2wk 23 дня назад

    Masha allah

  • @mohammadkabir2747
    @mohammadkabir2747 25 дней назад +2

    আল্লাহ পাক কবুল করুন, আমিন।

  • @imrannazirafridi6661
    @imrannazirafridi6661 24 дня назад

    MashAllah....

  • @FatemaAkter-n4m
    @FatemaAkter-n4m 25 дней назад +1

    আলহামদুলিল্লা

  • @backdropblast
    @backdropblast 25 дней назад

    আলহামদুলিল্লাহ

  • @abutawhaamuhammadadnan
    @abutawhaamuhammadadnan  17 дней назад

    #শিক্ষা_সেমিনার_জানুয়ারী_২০২৫
    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
    প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা! আলহামদুলিল্লাহ!
    এই প্রথমবারের মত Taw Haa Zin Nurain Islamic Center Dhaka'র উদ্যোগে আগামী ১৫ জানুয়ারী ২০২৫ ইং রোজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্ঞান পিপাসুদের জন্য "উন্মুক্ত শিক্ষা সেমিনার জানুয়ারী ২০২৫ ইং"।
    উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক সেন্টার, ঢাকা এর প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান সহ অন্যান্য ওলামায়ে কেরামগণ।
    স্থান:
    ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক সেন্টার,
    মেট্রো পিলার নং ২১৩, বনলতা রেস্টুরেন্টের ৪র্থ তলা, মিরপুর ১১ বাসস্ট্যান্ড, ঢাকা
    তারিখঃ ১৫ জানুয়ারী, বুধবার
    সময়: দুপুর ২ থেকে বিকেল ৫ টা পর্যন্ত।
    রেজিষ্ট্রেশন ফিঃ ২০০ টাকা মাত্র।
    দ্বীনি ভাই ও বোনদের জন্য পৃথক প্রবেশপথ এবং পৃথকভাবে বসার ব্যবস্থা থাকবে।
    ৫ বছরোর্ধ সকলের রেজিষ্ট্রেশন প্রয়োজন হবে।
    ইনশাআল্লাহ সেমিনারে থাকছে:
    ১। আগত অতিথিদের বিষয়ভিত্তিক বক্তব্য।
    ২। উন্মুক্ত প্রশ্ন-উত্তর পর্ব।
    ৩। উপস্থিত কুইজ কন্টেস্ট।
    ৪। কিতাব থেকে তা'লিম ইত্যাদি।
    তাই আর দেরী না করে এখনই রেজিষ্ট্রেশন করুন।
    রেজিষ্ট্রেশন লিংকঃ tawhaazinnurain.com/course/education-seminar/
    🌏 প্রয়োজনে যোগাযোগ করুনঃ
    +880 9613 240 333 (10 AM - 10 PM)
    01740-433580 (Whatsapp Only)
    ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক সেন্টার-এর অফিসিয়াল নম্বর-
    📱01886 9999 15
    📱01886 9999 75

  • @sajjadhossen2387
    @sajjadhossen2387 25 дней назад +2

    দোয়া করি আল্লাহ যেন ওস্তাদের হায়াত দারাজ করুক আমিন ❤❤❤❤❤❤

  • @Shishir_kuasha
    @Shishir_kuasha 25 дней назад

    Subhanallah

  • @md.shohagparvez8196
    @md.shohagparvez8196 25 дней назад

    Allhamdurellaha

  • @Shishir_kuasha
    @Shishir_kuasha 25 дней назад

    🎉🎉🎉🎉🎉

  • @Sottaionmedia
    @Sottaionmedia 25 дней назад

    Assalamualaikum vaijan

  • @sakibahammed429
    @sakibahammed429 25 дней назад

    শেরপুরে একটা শাখা করার বিশেষ ভাবে অনুরোধ করছি

  • @rappymamun5097
    @rappymamun5097 23 дня назад

    Noakhali te amon korben,,,amader baccader jonno...

  • @TUM248
    @TUM248 25 дней назад

    আসসালামূআলাইকুম, উস্তাদ ফেনী তে ও এমন একটি ইসলামিক সেন্টার চালু করার অনুরোধ রইলো 😊

  • @কলবেইমানন
    @কলবেইমানন 25 дней назад

    Assalamulaykum plz Chittagong a akta saka dila amdar jonno onnnak opokar hoyo

  • @Peace.Place.beautiful
    @Peace.Place.beautiful 25 дней назад

    أريد حبك في الله

  • @ataullahmukim1441
    @ataullahmukim1441 25 дней назад

    এখন ঠিক আছে ❤

  • @JeetSk-k4z
    @JeetSk-k4z 24 дня назад

    আমি ইন্ডিয়া থেকে লিখছি স্যার, স্যার জলসা জন্য কন্ট্রাক্ট কি ভাবে করব ?

  • @JahidSk-l2b
    @JahidSk-l2b 20 дней назад

    হূজূর ভারতে ওযআজ মাহফিল
    করতে কত হাদিয়া নেবেন

  • @ShikderRifat-nf5fz
    @ShikderRifat-nf5fz 25 дней назад

    গাজীপুরে একটা শাখা চাই

  • @tinaakter5856
    @tinaakter5856 25 дней назад

    আসসালামু আলাইকুম এখানে হেফজ যারা করবে তারা কি আবাসিক থাকতে পারবে একটু জানাবেন plz

  • @AlorProhor-k1b
    @AlorProhor-k1b 18 дней назад

    আসসালামুয়ালাইকুম আমি হাফেজ হয়েছি 2020 সালে। আমার আব্বু পাগল হয়ে যায় তারপরে আমি কারখানায় জব করি এখনো করতেছি। আমার জন্য অনলাইন কোন ক্লাস আছে কিনা হুজুর একটু জানাবেন প্লিজ। আমি জ্ঞান অর্জন করতে চাই। আমার তীব্র ইচ্ছা। আমি জ্ঞান অর্জন করে উন্মার খেদমত করতে চাই।আমাকে সুযোগ করে দেন প্লিজ

  • @omorhassanschannel670
    @omorhassanschannel670 25 дней назад

    আছ্ছালামুওলাইকুম, উস্তাদ জী,
    আল্লাহ্তায়ালাকে রাজি,খুশি করার আশায়,
    আমি যদি এই ভালো কাজের সাথে শরীক থাকতে চাই তাহলে কিভাবে যোগাযোগ করবো??
    দয়া করে সাথে থাকার সুযোগ দিয়ে, আমাকে আল্লার নৈকট্য লাভ করার সুযোগ করে দিবেন।
    জানাবেন প্লিস।

    • @omorhassanschannel670
      @omorhassanschannel670 25 дней назад

      সরি, আমি ডিটেলস না দেখেই লিখেছি, ইনশাআল্লাহ্ আমি সরিক হব এবং এক সপ্তাহের মধ্যেই আসবো।

  • @salinasalina7132
    @salinasalina7132 25 дней назад +3

    হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ,হুজুর আমার মেয়ে মাদ্রাসায় পরে কিন্ত পড়াশুনা মোটেও ভাল হচ্ছে না ,আমি চাই দুনিয়ার চাইতে আখেরাত সমন্দে বেশি জানুক ,কিন্তু সেই রকম কুনু ভালো মাদ্রাসার সন্দান পাইনি আপনার এটা তে কি থাকার ব্যবস্থা আছে ।হোস্টেল আছে দয়া করে জানাবেন, বিশেষ অনুরোধ রইল (আমিন)

  • @RahatSami-t4z
    @RahatSami-t4z 24 дня назад

    থাকা খাওয়ার ব্যবস্থা আছে?

  • @skrajibulhosain7437
    @skrajibulhosain7437 19 дней назад

    হুজুর আমি online এ যারা ব্যবসা করে তাদের account management এর কাজ করবো। তারা তাদের পন্য অর্থাৎ জামা নারীদের পরিধান করিয়ে ছবি তুলে আপলোড করতে দেন। এই কাজ করে উপার্জন করাটা কি হালাল হবে। অথবা আমি নিজেই যদি এই ব্যবসা করি তাহলে এই উপার্জনটা কি হালাল হবে?

  • @tinaakter5856
    @tinaakter5856 25 дней назад

    এটা কি টাংগাইলে শাখা খোলা যায় না এখানে ভালো কোনো মাদ্রাসা নাই আমার অনেক ইচ্ছে আমার ছেলেদের এমন একটা মাদ্রাসা তবে আমার দুরে গিয়ে পরানো সম্ভব না তবে অনেক ইচ্ছে

  • @AlorProhor-k1b
    @AlorProhor-k1b 18 дней назад

    আসসালামুয়ালাইকুম আমি হাফেজ হয়েছি 2020 সালে। আমার আব্বু পাগল হয়ে যায় তারপরে আমি কারখানায় জব করি এখনো করতেছি। আমার জন্য অনলাইন কোন ক্লাস আছে কিনা হুজুর একটু জানাবেন প্লিজ। আমি জ্ঞান অর্জন করতে চাই। আমার তীব্র ইচ্ছা। আমি জ্ঞান অর্জন করে উন্মার খেদমত করতে চাই।আমাকে সুযোগ করে দেন প্লিজ