Это видео недоступно.
Сожалеем об этом.

IPRS (আইপিআরএস) এর কথকতা।Fish culture in IPRS or fingerling! আইপিআরএস এ মাছ চাষ। Abeed Lateef

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2022
  • In Inpond raceway system it is told that this system is effective for table fish. But actually fact is that the system is as more effective as for fingerling; it is not so much effective for table fish.
    Different type of cost like electricity e system which is very high; in such a condition this is not effective for the vulnerable fish farmers.
    Whether the corporate farmers thinking they are fish production in industrial level then it will be very much effective otherwise not.
    Thanks a lot.
    #IPRS_System_আইপিআরএস_পদ্ধতি,
    #আইপিআরএস_পদ্ধতিতে_মাছ_চাষ,
    #Abeed_Lateef,
    IPRS ( আইপিআরএস) পদ্ধতিতেই পুকুরের মধ্যে অল্প জায়গায় মাছ উৎপাদন করার কথা বলা হয়।প্রকৃতপক্ষে এটা খাবার মাছ উৎপাদন করার জন্য যতটা সহযোগী তার চাইতে এটা পোনা মাছ উৎপাদন করার জন্য বেশী সহযোগী।
    কিন্তু এর যে বিভিন্ন খাতের খরচ তাতে সাধারণ চাষীদের পক্ষে এটা করা সম্ভব নয়।
    প্রধানত এটা কর্পোরেট মাছ চাষ উৎপাদনে যারা শিল্পভিত্তিক চিন্তাভাবনা করেন তাদের জন্য এটা ভাল হবে অন্যথায় সাধারণ চাষীদের জন্য হবেনা।
    সবাইকে ধন্যবাদ।

Комментарии • 134

  • @mtrmfishagrofarm.1965
    @mtrmfishagrofarm.1965 2 года назад +4

    আসসালামু আলাইকুম স্যার, আমি মাহবুব মুরশেদ আপনার ভিডিও পেয়ে খুব ভালো লাগছে, পুকুর সুখিয়ে গেছে এখন ভুট্টা চাষ করছি। আপনার জন্য দোয়া করি আল্লাহ জেনো আপনাকে অনেক দিন মানুষের খেদমত করার সুযোগ দেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      আল্লাহ্ আপনাদেরকে সব দিকেই যেন মঙ্গল করেন।
      বিভিন্ন বিষয় জানতে আবেদ লতীফের পাঠশালা এবং প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপে যুক্ত হবেন।

  • @aktarulislam6461
    @aktarulislam6461 2 года назад +2

    Sir I am your self announced student. You don't know me but I honour u as my teacher. I believe thousands of students u have like me. U r really realistic and unbiased. Thats why I love u. I am from kurigram ulipur. I am a BBA holder but 100% farmer.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      May Allah bless us and be successful in every aspect of your life!💖💖💖💖

  • @SaifulIslam-es3er
    @SaifulIslam-es3er 2 года назад +4

    আপনাকে অভিনন্দন স্যার

  • @rehanaakter3464
    @rehanaakter3464 Год назад

    মাশাআল্লাহ!অনেক সুন্দর ভিডিও ।আমীমুল ইহসান অনেক সুন্দর একটা নাম

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      সেই মানুষটিও দেখতে এবং মন মানসিকতায়ও আল্লাহর রহমে অনেক সুন্দর।

  • @sorifzaman5064
    @sorifzaman5064 2 года назад +2

    অসাধারন প্রতিবেদন ধন্যবাদ স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      অনেক ধন্যবাদ ভাই।

  • @subhasishpanja2199
    @subhasishpanja2199 2 года назад +5

    স্যার আমরা আবেদিয়ান পদ্ধতিতেই বিশ্বস্ত ও নির্ভরশীল। মাটিতে প্রাণ।আর কিছু বললাম না। আল্লাহ আপনার ভালো করুক।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +2

      এক দম । ইনশাআল্লাহ এটি একটি টেকসই মতবাদ হিসাবে প্রতিষ্ঠিত হবে।

    • @subhasishpanja2199
      @subhasishpanja2199 2 года назад

      @@abeedlateef8059 একদম স্যার.. আমরা আপনার অনুগত, আপনার আদর্শে চলি, এবং একদিন আপনার তৈরী পদ্ধতিগুলো মানুষ খুব ভালোভাবেই বুঝতে পারবে ও সঠিকভাবে মর্যাদা দেবে এবং এগিয়ে যাবে। প্রণাম নেবেন স্যার। দোয়া করবেন। ❤🙏🏻ধন্যবাদ 😊

  • @sojusahoo6642
    @sojusahoo6642 2 года назад +1

    Darun video sir
    Thanks sir 🙏🏻🙏🏻❣️❣️❣️

  • @user-yf7ke5mt9r
    @user-yf7ke5mt9r 2 года назад +5

    আল্লাহ না করুক হঠাৎ আপনার কিছু হয়ে গেলে অনেক মাছ চাষি লসের মুখে পরে যাবে। আল্লাহ আপনাকে হাজার বছর বাছিয়ে রাখুক

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +2

      আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত!

  • @barunbepari8264
    @barunbepari8264 2 года назад +1

    খুবই চমৎকার আলোচনা স্যার, আমার জানার ছিল যে ব্ল্যাকছোলজার পোকা দিয়ে শোল মাছ একক ভাবে চাষ করা যায় কিনা, অথবা শোল মাছের ব্লাকছোলজার পোকা খাবে কিনা, সর্বশেষ আপনার দীর্ঘায়ু কামনা করছি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      শোল মাছ করা যাবে কিন্তু ওই পরিমাণ কি বানাতে পারবেন!

  • @JesminsGarden
    @JesminsGarden 6 месяцев назад

    Jajakallahu khair

  • @basantanandi8613
    @basantanandi8613 2 года назад +2

    আপনার ভিডিও দেখলাম আর বুঝলাম যে চুন, লবণ,চিনি ও পুকুর এটাই আমাদের জন্য ভালো। ধন্যবাদ🙏। বাঙালি বাবু🙏।
    অ্যজোলা রোদে শুকিয়ে মাছের খাবারে সাথে যুক্ত করা যাবে কি? যদি যায় কত ভাগ? প্রটিন কতটুকু পাব? ধন্যবাদ🙏। বাঙালি বাবু🙏।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      এযোলা শুখাবেন না। ভিটামিন বি কমপ্লেক্স হারিয়ে যাবে।
      সাথী খাদ্য হিসাবে খাওয়াবেন।
      লাভ হবে বাম্পার ই বাম্পার!!

    • @basantanandi8613
      @basantanandi8613 2 года назад

      @@abeedlateef8059 ধন্যবাদ🙏। বাঙালি বাবু🙏।

  • @BabuBabu-cr3zy
    @BabuBabu-cr3zy 2 года назад +1

    অসাধারণ মতামত দিলেন স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      ধন্যবাদ ভাই।

    • @BabuBabu-cr3zy
      @BabuBabu-cr3zy 2 года назад

      @@abeedlateef8059 সহজ ভাষায় বলতে গেলে।আপনাকে আমি নিজের কলিজার মধ্যে খান থেকে ভালবাসি। শ্রদ্ধা করি।আপনি আমাদের দেশের গর্ব

    • @BabuBabu-cr3zy
      @BabuBabu-cr3zy 2 года назад

      @@abeedlateef8059 আসছালামু আলাইকুম স্যার কেমন আছেন।স্যার আমার প্রশ্নটা হল ডিওআরবি আর সোয়াবিন মিল এই দুইটা মিলিয়ে কি কার্প মাছের খাভার হিসাবে ভাল কোন গ্রোথ রেজাল্ট পাব।স্যার

  • @user-ww7ce3eb4r
    @user-ww7ce3eb4r 2 года назад

    এভাবেই আমাদের পাশে রবেন জনাব আপনি। সার্থক জনম আপনার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      আল্লাহ্ যত দিন, যতক্ষণ পারমিট করেন; আমি ইনশাআল্লাহ থাকব।

  • @mdmottakinali8160
    @mdmottakinali8160 2 года назад

    Assalamu Alaikum sir . Chapainawabganj aslen but janlam na . Ektu asar age Ekta video dile, jante partam , dekha kortam . Allha apnr Valo koruk .

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      আল্লাহ্ আপনাদের মঙ্গল করুন।

  • @pintukar7729
    @pintukar7729 2 года назад

    Veri nice

  • @alamgirhossain8047
    @alamgirhossain8047 2 года назад

    Very logical

  • @sowkatakbar4705
    @sowkatakbar4705 2 года назад

    Allha blese you.

  • @subaldas9639
    @subaldas9639 2 года назад

    🙏🙏Thank you sir ❤💞💞

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      💖💖💖🐟🐟💖💖💖💖💖💖🐟🐟🐟🐟🐟🐟🐟

  • @misalim1936
    @misalim1936 2 года назад +1

    স্যার অনুরোধ রইল মাছ বাড়ি ভিজিট করার জন্য।ঐ খান থেকে আমরা মাছ চাষিরা অনেক কিছু শিখতে পার।আপনার মূল্যবান মতামত পাব। আশা করি তথ্যবহুল হবে।

  • @bokul220
    @bokul220 2 года назад

    স্যার আশা করি ভালো আছেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন ধন্যবাদ, স্যার আসলে উনারা এখন কোন পর্যায়ে লাভে আছে না আসলে আছে না লছে আছে কোনটা

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      এনারা বহুমুখী ব্যবসার সাথে জড়িত থাকায় একটা দিয়ে আরেকটা মেকাপ করেন।
      প্রান্তিক চাষীদের ওমুখো না হওয়াই সব দিক থেকে মঙ্গল।

  • @nazmul_ahsanplabon3491
    @nazmul_ahsanplabon3491 День назад

    আসসালামু আলাইকুম। স্যার শাইখ সিরাজের মাটি ও মানুষের প্রতিবেদনটা দেখলে যে কেউ ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য। ওই প্রতিবেদনে আলী আকবর সাহেবের দেওয়া তথ্যগুলো দেখুন প্লিজ।

  • @md.shahjahanali6413
    @md.shahjahanali6413 2 года назад

    স্যার ছালাম নিবেন। আশাকরি ভাল আছেন। ভাল থাকেন এই কামনা করি। আপনার কথা যত শুনি ততই অবাক লাগে। আপনি মাটি ও মানুষের কথা বলেন আপনি গরীবের বন্ধু। প্রাকৃতিক খাদ্যের পরিবেশ তৈরী করতে না পারলে। বাংলাদেশে অধিক খরচে মাছচাষ করে কোনদিন লাভবান হওয়া যাবেনা। বাংলাদেশের প্রকৃতিতে প্রচুর মাছ পাওয়া যায় এই জন্য আমাদর বাজার মূল্য কম। বিদেশে মাছের দাম বেশী তাই IPRS বা বায়োফ্লক আমাদের দেশে লাভজনক হবেনা এতে উৎপাদন খরচ বেশী।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      ওয়ালায় কুম সালাম, ভাই।
      আসলেও প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর না করতে পারলে অনেকেরই মাছ চাষ বন্ধ হয়ে যাবার উপক্রম হবে; অনেকের গতি স্থবির হয়ে গেছে।
      আর মাছের মধ্যে প্রাকৃতিক স্বাদ আনার জন্য প্রাকৃতিক খাবারের ব্যবহার নিশ্চিত করা দরকার।
      আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

    • @md.shahjahanali6413
      @md.shahjahanali6413 2 года назад

      ধন্যবাদ স্যার। আল্লাহ্‌ আপনাকে সুস্থ রাখুন।

  • @sheikhshakir4716
    @sheikhshakir4716 2 года назад

    Thanks sir

  • @rafidhassan6131
    @rafidhassan6131 2 года назад

    আসালামুয়ালাইকুম sir........ami au 1st a মাছ চাষ করব.......তেলাপিয়া একক চাষ এ কি পরিমান মাছ দেব..? সাথে কি অন্য মাছ দেব.....? দিলে কি মাছ কি পরিমান দেব.....?? বলবেন একটু Sir....

  • @mdusufmia5247
    @mdusufmia5247 2 года назад

    অতি গুরুত্বপূর্ণ, আপনার দৃষ্টি আকর্ষন করছি। স্যার বিভিন্ন ঝুট পড়ানো ছাই ( রাস্তার কাজে পিচ পোড়া) পুকুরে ব্যবহার করা যাবে কি না।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      সেগুলি পরিবেশ বান্ধব কিনা সেটা যাচাই করতে হবে।

    • @mdusufmia5247
      @mdusufmia5247 2 года назад

      রাস্তার কাজে পিচ পোড়া না পিচ গরম করার জন্য যে চুলা ব্যবহার হয়, সেই চুলাতে বিভিন্ন ঝুট ব্যবহার হয়। সেই ছাই পুকুরে ব্যবহার করা যাবে কি না।

  • @bdfishingbynazmul1834
    @bdfishingbynazmul1834 2 года назад +1

    স্যার আমি কার্প মিশ্র চাষের সাথে কিছু পাঙ্গাস মাছ ছাড়তে চাচ্ছি। আমি কি কিছু পাঙ্গাস মাছ ছাড়বো? নাকি এটা করা আমার বোকামি হবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      কিছু দিতে পারেন।

  • @user-mb2mh9zu3e
    @user-mb2mh9zu3e Год назад

    স্যার পলি পন্ড সিস্টেমে মাছ চাষের বিষয়ে কিছু বলুন

  • @user-qw9ho3ds2j
    @user-qw9ho3ds2j 11 месяцев назад

    আমি জানতে চাই, পানি কে কীভাবে পুনরায় পরিষ্কার করানো হয়েছে

  • @iqbalakhi1182
    @iqbalakhi1182 2 года назад +1

    স্যার আজকের আপনার লাইভের মধ্যে পারলে আমার উওরটা দিবেন খুব উপকার হবে, আমার পজেটে যে ছাই দিবো, সেগুলা মুরগির লিটার, আমার কিছু মোরগ মারা গেছে, আমি মরোগ গুলা লিটারের নিচে পুতে আগুন দিয়ে পুড়ে লিটার গুলা ছাই করে ফেলেছি,এই ছাই মাছ কে দাওয়া যাবে নাকি

  • @alaminmia3419
    @alaminmia3419 2 года назад

    স্যার আমার পুকুরে সরপুটি মাছের ঘা হয়েছে একটা দুইটা মাছ মারা যাচ্ছে কি দিলে ভালো হবে জানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      এন্টিবায়োটিকের কোর্স করেন।
      "এন্টিবায়োটিক খাওয়ানোর কৌশল" বা এই রকমের একটা পোস্ট আছে; ইচ্ছা করলে দেখতে পারেন।

  • @realityofindia3714
    @realityofindia3714 2 года назад

    Sir
    Crup jatiyo mach aacha kintu dhorta para jaccha na . Mach k vasabar jornno kichu bolen. Aaktu helf korun 🙏 sir plz

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      ভোর রাতে জাল নামানো কিংবা ভাল করে জাল ধরবেন।

    • @realityofindia3714
      @realityofindia3714 2 года назад

      @@abeedlateef8059 sir
      Mach k vasanor jorno Chun and urea dose taa jodi aaktu bolen? Ami oi video taa khuja pacchieenaa jata taa chun urea dose tar kotha bola chilo 🙏Plz sir .

  • @palashmanna7177
    @palashmanna7177 2 года назад

    প্রনাম গুরুজি। আমরা প্রান্তিক চাষি,আমদের কাছে আবেদিয়ান প্রদ্ধতি তে মাছ চাষ ভালো।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      যার কপালে আল্লাহ্ তায়ালা যেভাবে রেখেছেন;
      শুধু অবিরাম চেষ্টা।
      আল্লাহ্ অবশ্যই দেবেন শেষটায়!💖💖💖

  • @mdsohel-go6di
    @mdsohel-go6di 2 года назад

    ভাই শুদু চিনি দিয়ে কি এমুনিয়া শেষ করাযাবে? বিগায় কতকেজি দিতেহবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      এমোনিয়া কি শেষ হবার জিনিস!

  • @sumandipghosh8830
    @sumandipghosh8830 2 года назад

    pronam 🙏 sir , onak din por.?

  • @rose1130
    @rose1130 2 года назад

    Ami japan 🇯🇵 a achi Bangladesh 🇧🇩 a akta project korte icchuk iprs niye ..
    Electric ⚡️ ar bisoy ta niye akto tenson a aci . Example jodi 1 ta channel niye kaz kori . Ta hole monthly electric ⚡️ bill kmn asbe

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      ইলেকট্রিক বিল নিয়েতো কথা বলি নাই ভাই।
      আর বাইরে থেকে এটাকে যতটা লাভজনক মনে হয় প্রকৃত পক্ষে ততটা লাভজনক আমার কাছে মনে হয় নাই।

    • @rose1130
      @rose1130 2 года назад

      @@abeedlateef8059 Tnx sothik poramorso dewar jonno .. amar kace o oto ta lab jonok mone hocche na .. rix besi mone hoy Electric ⚡️ niye .

  • @mohammedarfanali6760
    @mohammedarfanali6760 2 года назад

    স্যার আমি একটা কথা জানতে চাই এখন কি আর মাছ চাষে লাভবান হওয়া সমব্ভ
    আশা করি উওর দিবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      বিশাল জনগোষ্ঠী এখনো মাছ চাষ করে লাভবান হচ্ছেন কিন্তু ভাই।

  • @juyelahmed8856
    @juyelahmed8856 2 года назад

    ascalamolakum lotif sar

  • @eliusreza5463
    @eliusreza5463 2 года назад

    স্যার,রেসওয়ে বটম ক্লিন এ মাছচাষ কি সম্ভব। জানালে উপকৃত হোতাম।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      অবশ্যই সম্ভব কিন্তু ব্যয় এত বেশি হবে যে লাভজনক হবার সম্ভাবনা খুবই কম।

  • @ujjalmondal2890
    @ujjalmondal2890 2 года назад

    ১০০% সঠিক

  • @shakibmahamod3124
    @shakibmahamod3124 2 года назад

    এই পদ্ধতিতে কি শিং মাছ চাষ করা যায়??

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      ওনাদের কথায় সে রকমের বুঝি নাই।

  • @abbasibnfirnas3393
    @abbasibnfirnas3393 2 года назад

    স্যার এটাকে বলে Inpond raceway system.

  • @anubhabbarman7600
    @anubhabbarman7600 2 года назад

    স্যার জলের গভিরতা কত ফিট্ রেখেছেন তারা।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      চ্যানেলের মধ্যে ৬ ফুটের মত।

  • @user-rq8pd3bj7z
    @user-rq8pd3bj7z 2 года назад

    স্যার সালাম নেবেন iprs বায়োফ্লক মত ধরা খাইবে আমার মনে হয় ১০০%। এর চেয়ে মোলাসেস বা চিনি আর ভেনচুরি এরেটর ব্যাবহার করিলে লাভ বেশি হইবে আপনার কাছ হইতে মতামত চাই ইতি আপনার student

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      আমরা প্রান্তিক চাষী।
      আল্লাহ্ অসচ্ছল চাষীদের উপরেও সদয় হবেন নিশ্চয়।

  • @BabuBabu-cr3zy
    @BabuBabu-cr3zy 2 года назад

    আসছালামু আলাইকুম স্যার কেমন আছেন। আমার বাড়ি কুমিল্লা জেলা মুরাদনগর থানা। স্যার আমার প্রশ্নটা হল ডিওআরবি আর সোয়াবিন মিল এই দুইটা মিলিয়ে কার্প জাতিয় মাছকে খাওয়ালে কি ভাল রেজাল্ট পেতে পারি কি স্যার।ইনশা আল্লাহ উত্তর পাব

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      ইনশাআল্লাহ পাবেন।

    • @BabuBabu-cr3zy
      @BabuBabu-cr3zy 2 года назад

      @@abeedlateef8059 অসংখ্য ধন্যবাদ স্যার

  • @tiktokbestvideos7139
    @tiktokbestvideos7139 2 года назад

    Iprs পদ্ধতিতে 3 টে 4 টা চেম্বার সেটাআপ করতে এবং মাছ চাষ করতে খরচ কেমন? কোন ভাই জানলে উপকৃত হতাম।

    • @mdshohidulislam8662
      @mdshohidulislam8662 2 года назад +1

      ৩ চেম্বারে ৪০ লক্ষ টাকা খরচ হয়। আমি করেছি। জমি বাদে

    • @mabruralam5286
      @mabruralam5286 10 месяцев назад

      ​@@mdshohidulislam8662hi

  • @mvtv8975
    @mvtv8975 2 года назад

    স্যার
    আপনার দেওয়া একটা পতিবেদনে আমি পেয়েছি বাদাম এর আমিষ ৩২%.মুকতি মাহামুদ ভাইয়ের একটা পতিবেদন দেখলাম বাদাম খইল এর আমিষ ৫৩.৩%।.এখন তো চিন্তায় পডে গেলাম। এটা নিয়ে। আদো এর আমিষ কত %.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      আমিতো আমারটা ঠিক বলব ভাই।
      তাও গুগল এ সার্চ করে দেখতে পারেন।

  • @sojusahoo6642
    @sojusahoo6642 2 года назад

    Sir AME pubdha fish culture korche
    5month holo but ame Chun lobob diche kintu molachis month a koy bur dibho please help 🙏🏻🙏🏻❣️❣️

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      ঘনত্ব বুঝে ১-২ বার।

    • @sojusahoo6642
      @sojusahoo6642 2 года назад

      Thanks sir 🙏🏻🙏🏻🙏🏻💓💓💓

  • @mahabubmahabub6924
    @mahabubmahabub6924 2 года назад

    সাৱ আস্সালামু আলাইকুম আমি ৱুই কাতলা বৃগেট কার্ফু গাস কার্প মাছকে বাজাৱেৱ বাসমান ফিড খায়াচ্ছি আমি নতুন মাছ চাষি ফিড খাওয়ায়ে লাভ বান হওয়া সম্বভ দয়া কৱে যানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      ফিড খাইয়ে মাছ চাষে লাভ করা খুব কষ্টকর হবে।

  • @shyamacharandebbarma8164
    @shyamacharandebbarma8164 2 года назад

    স্যার আমি ভারতের আগরতলা থেকে। আমি বাংলাদেশ থেকে কিভাবে দেশি শিঙি মাছের পোনা পাওয়া যাবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      বৈধ উপায়ে বর্ডার এলাকা দিয়ে নেবার চেষ্টা করতে পারেন।

  • @kamalahmed-xk3ch
    @kamalahmed-xk3ch 2 года назад

    Assalamualaikum sir...apni kemon asen...facebook a apnake nock disilam...mone kichu na korle apnar numberta dewa jabe??? Sylhet theke kamal ahmed

  • @imranhossan6831
    @imranhossan6831 2 года назад

    স‍্যার দীপ্ত টিভির চ‍্যানেলে একটা প্রশ্ন করেছিলাম যে মাছ বিক্রি করে কি বিদ‍্যুৎ বিলের টাকা হবে কিনা,লাভতো দুরের কথা

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      একেবারে বেজায়গায় হাত দিয়ে দিয়েছিলেন, ভাই!

    • @imranhossan6831
      @imranhossan6831 2 года назад

      @@abeedlateef8059যেই সব প্রতিবেদন দেখে মানুষের ক্ষতির আশংকা আছে সেই প্রতিবেদন এমন ভাবে উপস্থাপন করে যেন কোটি টাকার লাভ,মানুষকে সচেতন করার দরকার সেখানে তারা বিপদে ঠেলে দিতেছে,আমাদের কি আর করার আছে বাংলাদেশের মিডিয়া এইরকম,

  • @belalhossen6965
    @belalhossen6965 2 года назад

    এই প্রজেক্টের এখন পর্যন্ত কেন, ভবিষ্যৎ এ কোন Benefits নিয়ে আসতে পারবে না,মূল কারণ Costing ও ম্যানেজমেন্ট ও Production capacity with Higher Growth .

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      একদম সঠিক বলেছেন।
      এই গুলি এখানে বানিজিক পন্য হিসাবে বিক্রি হয়।

  • @subratabasu5747
    @subratabasu5747 2 года назад

    স্যার, পশ্চিমবঙ্গের পুকুর প্রায় সবই যৌথ মালিকানাধীন, সেই কারণে লিজ সিস্টেমের মাধ্যমে মাছ চাষ করা হয়। দুই কি তিন বছর পরে যে চাষি চাষ করে সে পরবর্তীতে লিজ পাবে কি না তার কোনো নিশ্চিয়াতা নেই।
    সে কারণে আধুনিক কিছু করার চিন্তা ভাবনা করে উঠতে পারে না। 🤷‍♂️😭💖🌹👍

  • @ramijraja3593
    @ramijraja3593 2 года назад

    মাছের মল কে সার হিসেবে নারকেল গাছে ব্যবহার করা বিষয়টি শুধু আমাকে ভালো লেগেছে। আর কিছুই বলার নাই🤮🤮🤮🤮

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      আমি মাছের মলকে মাগুর দিয়ে রিসাইক্লিং করার পরামর্শ দিয়েছি।

  • @narayanbarman4146
    @narayanbarman4146 2 года назад

    যারা নতুন উপায়ে চাষ করছে তারা কেউ ঘুমতে পারবে ণা। ভাববে এই বুঝি ইলেকট্রিক গেল।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      ডাবল জেনারেটর দিয়ে সাপোর্ট দিতে হয়।

    • @narayanbarman4146
      @narayanbarman4146 2 года назад

      খরচ তো প্রচুর

  • @rafiqualhaque6558
    @rafiqualhaque6558 8 месяцев назад

    এই প্রকল্প টা কোথায় ঠিকানা এবং ফোন নং দিবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  8 месяцев назад

      আপনার আইডি কার্ডের ছবি সহ বিস্তারিত জানান।
      মারাত্মক প্রস্তাবনা!!!🤣🤣🤣🤣

  • @HabiburRahman-er4bf
    @HabiburRahman-er4bf Год назад

    এতো উচ্চ সাউন্ড যে কিছুই বুঝা যায় না।

  • @sabbirnahid2750
    @sabbirnahid2750 2 года назад

    এটা আমাদের জন্য না

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      একদম সঠিক বলেছেন।

  • @yesminabegum6760
    @yesminabegum6760 2 года назад

    Lagbona sir

  • @rafiarahat7363
    @rafiarahat7363 2 года назад

    Assalamu alaikum sir 🤗,,,,,,,,,,sir apnar sate ektu kotha boltam sir, mobaile Number ta ektu diben sir, plz

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      মেসেঞ্জার নক দিবেন।
      facebook.com/kazi.a.lateef

    • @rafiarahat7363
      @rafiarahat7363 2 года назад

      Tnx sir

  • @yesminabegum6760
    @yesminabegum6760 2 года назад

    Bio flop

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      More or less all the short cut methods would have the same fate.

  • @harakrisnabiswas9504
    @harakrisnabiswas9504 2 года назад

    Thanks sir