সুপার্ব। অসাধারণ অভিনয়ে দর্শক ও শ্রোতারা মুগ্ধ। চরিত্রের সঙ্গে মিশে অভিনয়কে নতুন মাত্রায় পৌছে দিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আফরান ভাই মেজাজী চরিত্রের টেম্পো ধরে রাখলেন নিখুঁত ভাবে। আবার বিপরীতে তিশা আপ্পুর নীরব অভিনয় দর্শকদের মুগ্ধ করে রাখে । আমরা দর্শকরা নাটকে নয় বাস্তবের চরিত্রে যেন অবস্থান করছিলাম।
From India... গত ৪-বছর ধরে আমি একজন নিয়মিত বাংলাদেশ এর নাটকের দর্শক। প্রতিদিনই নাটক দেখি। আর এই লকডাউন পিরিয়ডে তো তিনটে করে দেখছি। এই নাটকের কাহিনী টাও জাস্ট..👌👍 আর Boss is Always Boss 👍#Nisho_Bhai ..... পাশাপাশি নায়িকা হিসাবে Nusrat Imroz Tisha.... Always best actress 💕 to me.
কলকাতা থেকে দেখছি আর ভাবছি কি সুন্দর নাটক করা যায় । নিশো র রাগী ইমেজ আমার বড্ড প্রিয় ! এই ধরনের রোল এ উনি অনবদ্য ! নায়িকার শান্ত সহনশীল চরিত্র একেবারে মানানসই । শুভেচ্ছা রইলো ।
আমার এই ৭৯ বছর বয়সে অবসর সময় কাটে বাংলাদেশের এই নাটক গুলি দেখে।এই নাটক গুলির চমৎকার মূল্যবোধ ও আবেগের ছোঁয়ায় আমার হৃদয় ভরে যায়, এক অনাবিল আনন্দ অনুভব করি। এর বাঙালিত্ব একেবারে খাঁটি। তাই ভীষণ ভাবে একাত্মবোধ করি। এখন কলকাতায় হয় আঁতলামি নয় ভিলেন গিরি,দেখে দেখে চোখ পচে গেল। আপনাদের প্রতি আমার আশীর্বাদ রইল।
বাংলাদেশে যে এত ভালো কাজ হয়, জানতামই না। এক বছর ধরে দেখছি। খুব ভালো লাগে। Afran Nisho- কে যত দেখি, তত মুগ্ধ হই। আর তিশাও ভারী মিষ্টি। এত সাবলীল অভিনয়! অনেক শুভেচ্ছা।🌼🌼🌼 - জলপাইগুড়ি (ভারত)
খুব খুব সুন্দর, মিষ্টি জুটি । যথেষ্ট বাস্তবিক এবং প্রাসঙ্গিক শিক্ষামূলক নাটক। হতে পাৱি ভারতীয় নাগরিক, বহু পার্থক্য থাকতে পাৱে- তবে যেখানে বাংলা ভাষা, হৃদয় সেখানেই, অন্য কোথাও নয়।💯💯💯
আফরান নিশোকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। কি অসাধারণ অথচ স্বাভাবিক অভিনয়। আর গল্পো গুলো খুব ই সুন্দর। কলকাতা থেকে অনেক ভালোবাসা রইলো নাটক এর সম্পূর্ণ টিম এর জন্য।
আমি কলকাতা থেকে দেখছি। আমি বাংলাদেশি নাটকের নিয়মিত দর্শক। আর আফরান নিশোর খুব বড় ফ্যান। অসাধারণ লাগে ওর অভিনয় প্রতিভা। আমাদের কলকাতার টালিগঞ্জ ইনড্রাটি এত বড় হওয়া সত্ত্বেও আফরান নিশোর মত এত বড় মাপের অভিনেতার অভাব বা নেই বললেই চলে। আমি মনে করি আমার মত আরও অনেক পশ্চিমবঙ্গবাশী আছে যারা নিয়মিত বাংলাদেশী নাটক দেখে এবং নিশো দার খুব বড় ভক্ত আমার মত। অনেক অনেক ভালোবাসা নিয়ে নিশো দা কে কলকাতায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর অনেক ধন্যবাদ এত ভালো ভালো নাটক/টেলিফিল্ম উপহার দেবার জন্যে।
@@urmeurme551 akdom amr vison echa. amra dakha r lok okane amder onak porijon thake. Tara ase bt amr Akon jauya hoini. R apnader natok gulo sotti vison prosonsonio. R Afran nisho da take niya to kichu bolar nai tini osadaron. Amder west Bengal a amon ovineta nai..
কলকাতা থেকে শুভেচ্ছা রইলো । সত্যিই অসাধারণ অভিনয়। মন ছুঁয়ে গেলো। আফরান ভাই এবং তিশা বোন কে , সাথে অন্যান্য সহ অভিনেতা দের কে অসখ্য ধন্যবাদ । আগামী দিনেও এরকম আরো ভালো কিছু আমাদের কে উপহার দিন ।
আমি পশ্চিমবঙ্গবাসী(ভারতের একটি অঙ্গরাজ্য), বাংলাদেশের অনেক টেলিফিল্মই দেখি, ভালোলাগায় আপ্লুত হই, বন্ধুদের সঙ্গে ভালোলাগার বিনিময়ও করি। 'রাঁধুনি' টেলিফিল্মটি একই সঙ্গে মজার, বেদনার এবং পরিণতিতে মধুরও বটে। একেবারে শেষে নিশো যখন নিজের ভুল বুঝতে পেরে তিশাকে বুকে টেনে নিলো তখন হৃদয়ে ঝরল বৃষ্টি আর চোখ হলো অশ্রুময়।
বাংলাদেশী চ্যানেলগুলো ভারতে দেখতে দেওয়া হয় না কেন? দুই বাংলা যেন সংস্কৃতিতে এক না হতে পারে বা বাংলা ভারত থেকে আলাদা না হতে পারে - দূরদর্শী রাজনীতি আছে এখানে - এজন্যই বিজেপি সাম্প্রদায়িকতাকে বেচে নিয়েছে - দুই বাংলার আবেগ যাতে এক না হতে পারে।
আপনারা আমার সবনাশ করে দিলেন! এখন সময় পেলেই আপনাদের নাটক দেখি। এই দুই জুটির নাটক ওফঃ ! পশ্চিমবংগ থেকে আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আপনারা ভাল থাকুন সুস্থ থাকুন। 🙏🙏🙏🙏🙏
বাংলা নয় বাঙ্গাল ভাষাটাই পার্থক্য গড়ে দিলো। অনেকদিন পরে যেন অন্তরে (কলিজায়) ঠান্ডা বাতাস বয়ে গেলো। ভালো থেকো বাংলাদেশ, আমার পূর্ব পুরুষের ফেলে আসা স্মৃতি।
যারা ভুল ভাল বলে তাদের বাদ দিন, সবাই ভালোবাসা বোঝে না,প্রেম ছাড়াও যে ভালোবাসার অনেক ভাষা আছে তা বোঝেনা, আমরা এপার বাংলার , কেউ নেই কাছের ওপার বাংলায়,কিন্তু কোনো এক আশ্চর্য টান আছে আমার ওপারের প্রতি,ভীষণ ইচ্ছে ঘুরতে যাওয়ার।
আমি পশ্চিম-বঙ্গবাসী, এপার বাংলা থেকে ওপার বাংলা পর্যন্ত আমার বলা কথা পৌছবে কিনা জানি না। তবে এটুকু বলতে পারি আমি আবার রূপকথা'র দেশে হারাচ্ছি, আজকাল আপনাদে'র তৈরি সব নাটক, টেলিফিল্ম যে দেখছি। আন্তরিক ধন্যবাদ আপনাদের'কে, রোজ একটা নতুন স্বপ্ন একটা নতুন আশা দেওয়ার জন্য।
Welcome janay sobaike..ar etaow boli je tomdr ar amdr bole kichu nei..katatare simanto toyri hoyeche..kintu ridhoye amra sobai bangali ar bangla ke sobai bhalobasi..😊
আমি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। সিনেমা নাটক দেখে নষ্ট করার মতো সময় আমার নেই। তবুও যখন ইউ টিউব খুলি, বাংলা দেশের নাটক না দেখে পারিনা। ভাষার সামান্য পার্থক্য থাকলেও অসাধারণ পরিচালনা ও অভিনয় সাধারণ গল্পকেও বিরামহীন আকর্ষণীয় নাটকের মুগ্ধতা তৈরী করেছে।
অসাধারণ, অসাধারণ, অসাধারণ।কি বলবো নিশো কে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এত শক্তিশালী একজন অভিনেতাকে পেয়ে বাংলাদেশের নাট্যজগৎ তথা বাংলাসংস্কৃতি অহংকার করতে পারে। সম্ভব হলে তাকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাবেন। এর আগে একটি নাটক "এক দিনের বন্ধু" তে তিশার অভিনয় সাধারণ লেগেছিল। কিন্তু এই নাটকে তার অভিনয় খুব খুব সুন্দর হয়েছে। তাকেও অভিনন্দন জানাই। এই নাটকের সাথে জড়িত সকল কলাকুশলীদের কেও অভিনন্দন ও ভালবাসা জানাই। কৃষ্ণ নগর, নদীয়া।
Pure emotions natural acting er sathe mon vorano sob golpo..... Borabori dekhe aschi Bangladesh🇧🇩 er besir vag natok gulo bises kore afran sir er uffff ki osadharon sob golpo feelings jeta khujlew amader banglai pawa jabe na... Onek onek valobasha West Bengal, siliguri theke.. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
সত্যিই অসাধারণ। কত সহজ কথা; কী অসাধারণ নিপুণতায় ফুটে উঠেছে! পরিচালক, কলাকুশলীরা প্রত্যেকে, এই কাজের সাথে প্রত্যক্ষ-পরোক্ষে যুক্ত বাকি সক্কলকে আন্তরিক অভিনন্দন জানাই। আরো অনেক ভালো কাজ দেখার অপেক্ষায় রইলাম। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এ'পার বাংলা, ও'পার বাংলা মানচিত্রেই। মনের মাঝে শুধুই 'বাংলা'... পশ্চিমবঙ্গের আন্তরিক ভালোবাসা রইল আপনাদের সবার জন্য
আমি বাঙালি, ভারতের... আমার প্রিয় দেশ বাংলাদেশের নাটক মন জয় করে নিল, সত্যিই, আসলে নাটকগুলো খুব স্বচ্ছ, কোন গোঁড়ামি, ধর্মান্ধতা নেই, শুধু জীবন আছে আর আছে ভালোবাসা
বাংলাদেশর নাটক গুলো হিন্দিতে, ইংরেজিতে, আরবিতে ডাবিং করা উচিত। যেই বাংলাদেশের নাটক দেখবে সেই বাংলাদেশের নাটকের সুনাম করবে, পৃথিবীর যে প্রান্তের মানুষ হোক না কেন।
আমার জন্ম পূর্ব পাকিস্তানে, এখন ভারতের ত্রিপুরায় বয়স 73 বছর, পশ্চিমবঙ্গ এর বাংলা সিরিয়েল এর চাইতে বাংলাদেশ এর নাটকগুলি ভাল লাগে কেননা আমি এখনও বাঙাল ই রয়ে গেছি তাইনা...
অসাধারণ গল্প, সবার অভিনয় খুবই স্বাভাবিক ও মানানসই। পরিচালনা ,পরিবেশনা অনবদ্য। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকেই। শুভেচ্ছা ও শুভকামনা সহ,আমি পম্পা দত্ত ভারতবর্ষ থেকে।ভাল থাকবেন সবাই। 🙏💛💐🎶⚘⚘
আমি পশ্চিমবঙ্গ থেকে। বাংলাদেশের নাটক গুলি সত্যিই খুব ভালো লাগে । আমি টিভি সিরিয়াল সিনেমা দেখিনা।। যখন ই সুযোগ পাই বাংলাদেশের নাটক খুঁজে খুঁজে দেখি।। খুব সুন্দর আবেগ এ যেনো হারিয়ে যাই। মনটা ভালো হয়ে যায় ।শেষ হলে মনে হয় আর ও কিছুক্ষণ যদি হতো।।
Love u Nisho bhaiya & Tishadi ❤️ from Kolkata 🇮🇳 l'm yours big fan 🙋 প্রতি নাটক দেখার আগে like করি তারপর নাটক দেখি 👍খুব সুন্দর একটা নাটক দেখলাম 😍এতো সুন্দর নাটক বোধ হয় বাংলাদেশের পক্ষেই বানানো সম্ভব 🙏
আমাদের ইন্ডিয়াতে এরকম নাটক একদমই হয়না আপনাদের বাংলাদেশ সে নাটকগুলি খুব সুন্দর আমার খুব ভালো লাগে আমি নিয়মিত দর্শক বাংলাদেশ নাটক এবং বিভিন্ন শর্ট ফিল্ম দেখানো হয়
অসাধারণ সুন্দর একটি নাটক দেখে আমি মুগ্ধ হলাম । অভিনয় নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না, নিশো এবং তিশা ম্যামের অভিনয় প্রত্যেকটি নাটকেই অসাধারণ...... অসাধারণ....... অসাধারণ...... ধন্যবাদ জানাই নাট্যকার এবং পরিচালক মহাশয়কে এই রকম একটি সুন্দর নাটক সৃষ্টির জন্য....... এক ভারতীয় দর্শকের আন্তরিক শুভেচ্ছা........ উৎপল সিনহা...... জলপাইগুড়ি ।
Ami Siliguri te thaki goto 1 month aage Amer dada aapnader ai bangla natok ar kotha amake bole tarpor kichu kichu natok dekha suru kori sotti bol6i akhon r Amer amader indiar kono film valo lage na sudhu afran nisho ,tanjin tisha , tisha ke Amer valo lage . Ato dine Ami koto gulo je natok dekhe6i sotti oshadharon. Sotti Bangladesh akta proper sonar bangla . Amer ma ar jonmo Bangladesh a tai Amer o Bangladesh ar opor akta alada tan ache .konodin sujog pele Bangladesh jabo ❤️
@@wahidreza4290 আর আমাদের অহংকার করার মত কি আছে জানেন?? আমাদের রবিন্দ্রনাথ আছেন, স্বামী বিবেকানন্দ আছেন, সত্যজিৎ রায় আছেন এবং আরো অনেকে আছেন। আমাদের অহংকার হল এই যে আমাদের নিজেদের এত থাকা স্বত্ত্বেও আমরা অন্যদের গুনের মর্যাদা দিতে জানি। আর সত্যি বলতে কি, আমরা ভারতীয় রা আপনাদেরকে আমাদের থেকে আলাদা করে দেখিনা। আপনারাও আমাদের ভাই-বোন। কারন আমাদের মন্ত্র হল 'বসুধৈব কুটুম্বকম্' যার মানে হল সমগ্র বিশ্বের মানুস আমাদের আত্মীয়। আমাদের এই বিশ্বাস ও সরলতা র বরাবর সু্যোগ নিয়ে এসেছে আশপাশের অনেক দেশ। কিন্তু আমরা পূন্যভুমি র বাসিন্দা। তাই আপনারা গালিগালাজ করলেও আমাদের মন থেকে শুভেচ্ছা ই পাবেন। এই সংস্কৃতি ও সংস্কার ই আমাদের অহংকার।
I am from India, I want to tell that Tisha is a good looking, beautiful heroin and her play is unbelievable. I always see her plays and I like to see her every play.
ইন্ডিয়ান দর্শক দেখছি অনেক। ভালো লাগলো জেনে। আপনাদের serial আমাদেরও খুবই অপছন্দ। তবে " yea un dinoki bat hay" নামক show by sony tv. টা আমার ভালোলাগে। ওটা আমাদের নাটকের মতো natural. এই 1st time আপনাদের কোনো show দেখি।
@@mollamumin6059 What a pathetic attempt to disgrace Islam. You can say whatever you want to... but still Islam is the fastest growing religion in the world. You can't do any harm to Islam by doing this. Yes you can kill a Muslim individual for not willing to say "Jai shri ram" or eating beef but still Islam is the fastest growing religion in the world. You can't do any harm to Islam by doing this.
@@ISLAMICWORLD-mw5qf সভ্য মানুষগুলো যখন পোশাকের আড়ালে অসভ্য হয়ে যায় তখন পৃথিবী টা আর সুন্দর থাকে না। চিরসত্য কথা। নগ্ন হয়ে থাকাটা অসভ্যতা নয় । নগ্নতা একটা স্বাভাবিক বিষয় । নগ্ন দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারাটাই হল অসভ্যতা ।। প্রতিটা মুমিন মানসিকভাবে বর্বর, অসভ্য ও অশ্লীল, কিন্তু কেন ? ======================================== নারীদেরকে বোরখা নামক বস্তার ভিতর ঢুকানোর বিরুদ্ধে কথা বললেই , মুমিনরা সাথে সাথে এসে বলবে - "তাহলে নারীদেরকে রাস্তায় ল্যাংটা হয়ে চলার অধিকার দিতে হবে ?" তার মানে তার কাছে বোরখা ছাড়া আর কোনই ভদ্র সভ্য ও শ্লীল পোষাক নেই। আর নারী মাত্রই তার কাছে উলঙ্গ একটা যৌন ভোগ্য পণ্য। এখন প্রশ্ন হলো , সে যে নারী সম্পর্কে এই অসভ্য ও অশ্লীল মনোভাব পোষণ করে , তার কারন কি ? কারনটা হলো- কোরান ও হাদিস বহু প্রকারে বলে গেছে , নারীরা যৌন ভোগ্য পন্য ছাড়া আর কিছুই না। বিষয়টা শুধুমাত্র একটা হাদিস থেকেই সম্পূর্ন বোঝা যাবে -------- নিকাহ (বিয়ে-শাদী) অধ্যায় ::সহিহ মুসলিম :: খন্ড ৮ :: হাদিস ৩২৪০ আমর ইবন আলী (র)......জাবির (রাঃ) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ (সা) এক মহিলাকে দেখলেন ও উত্তেজিত হয়ে পড়লেন । তখন তিনি তার স্ত্রী যায়নাব (রাঃ)-এর নিকট আসলেন । তিনি তখন তার একটি চাড়মা পাকা করায় ব্যস্ত ছিলেন এবং রাসুলুল্লাহ (সা) তার সাথে যৌনকাজ করে ঠান্ডা হলেন । তারপর বের হয়ে সাহাবীদের নিকট এসে তিনি বললেনঃ স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে । অতএব তোমাদের কেউ কোন স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে । কারণ তা তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয় । তার মানে রাস্তায় একটা নারী দেখার সাথে সাথেই মুহাম্মদের ইমানদন্ড উত্তেজিত হয়ে ওঠে। এতটাই উত্তেজিত হয়ে পড়ে সে , সাথে থাকা সাহাবিদেরকে রাস্তায় দাড় করিয়ে রেখে , যে সাথে সাথে ইমানদন্ড মুঠ করে ধরে , দৌড় লাগায় তার স্ত্রীর কাছে। তখন তার স্ত্রী কাজে ব্যস্ত ছিল , কিন্তু কিসের কাজ ! মুহাম্মদের ইমানদন্ড উত্তেজিত। তাকে ঠান্ডা করতে হবে। সুতরাং মুহাম্মদ সাথে সাথেই তার স্ত্রী জয়নবকে চিৎ করে শুইয়ে তার সাথে উন্মত্তের মত যৌন সঙ্গম করে, তারপর ঠান্ডা হয়। ----- এই হলো মুহাম্মদ ! যার ন্যূনতম সংযম শক্তি নেই। রাস্তায় নারী দেখা মাত্রই তার কাছে সেই নারীটার নগ্ন শরীর ধরা পড়ে , তার কাছে তখণ সেটা আর নারী থাকে না , সেটা হয়ে যায় শুধুই যৌন যন্ত্র বা পুতুল। আর তখন সে হয়ে পড়ে কঠিনভাবে উত্তেজিত। আর তখন তাকে তার উত্তেজিত ইমানদন্ড হাতে মুঠ করে ধরে ঠান্ডা হওয়ার জন্যে স্ত্রীর কাছে দৌড়াতে হয়। অত:পর নিজের এই চুড়ান্ত অসংযমী আচরনের অজুহাত হিসাবে তার সাহাবীদেরকে বলে , নারীটা নাকি শয়তানের মত তার কাছে আসছিল।। পরে মুহাম্মদ তার নিজের এই অসংযত আচরনের সম্পূর্ন দোষটা নারীর ওপর ফেলে , নানা ভাবে কোরানের বানীর নামে ও হাদিসের নামে নারীদেরকে অপমান করেছে , তাদেরকে কুকুর , শয়তান বলেছে। তাদেরকে গৃহপালিত পশুর সাথে তুলনা করেছে। আর যৌন যন্ত্র হিসাবে বিবেচনা করে , তাদেরকে সারাক্ষন ঘরের ভিতর রাখার বিধি বিধান জারি করেছে। তাই তার উন্মাদ উম্মতরাও নারীর কথা বলা মাত্রই ল্যাংটা নারীর কল্পনা করে , তা হোক সে তার মা , বোন বা কন্যা। কারন ইসলাম তাদের মনটাকেই করে তুলেছে চরম অসভ্য , বর্বর ও অশ্লীল।। মুসলিমরা মানসিক ভাবে নগ্ন এটাই প্রমান। কেমন অসভ্য phyco লোক হলে নিজের অসভ্য লুইচ্চা মানসিকতাকে ঢাকার জন্য নারীদের উপর দুষ চাপিয়ে দেয় । অপর দিকে ইউরোপীয় দেশে যেখানে মহিলারা মুক্ত ভাবে চলাফেরা করে স্বাধীন ভাবে তাদের জীবন যাপন মেয়েরা যেখানে ছুট পেন্ট পরে বিকনি পরে ঘুরে সেখানের মানুষ কত সভ্য। এই দেশে একটা সার্ভে করা হল... একটি সুন্দর মেয়ে 100 জন পুরুষকে তার সাথে সেক্স করার জন্য ওপেন ভাবে বলছে তার মধ্যে 70 জন পুরুষ মেয়েটির প্রস্তাবকে Reject করে দিল... কিন্তু মোহাম্মদ যদি এমন সুন্দর একটি মেয়ের কাছ থেকে Offer পেত তাহলে মোহাম্মদের ঈমান দন্ড সুজা খাড়া হয়ে কি করত মুমিন দর্শক বৃন্দ আপনারা অবশ্যই বুঝতে পারছেন বা জানেন এখন প্রশ্ন হল শয়তান কোন জায়গাতে এবং কার মধ্যে বিরাজ করে দেখে বিচার বিবেচনা করে নিন। ঐখানের মানুষ শয়তানকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে কিন্তু আফসোস আমাদের চির আদর্শ আল্লার প্রিয় নবী মহাম্মদ সেই শয়তানের কাছে পরাজিত, সেই শয়তানকে নবী মোহাম্মদ জয় করতে পারল না এবং তার উন্মদদের শিখাল না শয়তানকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় কারন মোহাম্মদই নিজে শয়তানের কাছে পরাজিত শয়তান ছিল সুতরাং প্রমাণিত হয় মোহাম্মদ আসলে শয়তানের নবী। ভিডিওটি দেখার জন্য নীচের লিঙ্কে গিয়ে দেখে নিন। ruclips.net/video/QBtF3I7fDfU/видео.html
Bangladesh er telifilm gulo sottie kub bhalo hoi, kub e bhalo story line thaky, kub e positive way ty banano hoi, many congratulations to each and every one who is involve to create this telefilm.. 🙏
হু ভারতে শুধু সিরিয়াল চলে..... এখানে নাটকের ধারণা নেই। সিরিয়াল অর্থাৎ ধারাবাহিক নাটক। কিন্তু এইগুলো প্যাকেজ নাটক। প্যাকেজ নাটক টেলিফিল্মের থেকে একটু ছোট হয়।
@@sadequrrahmantalha4256 KK KK km km km km km km km km km km km KK km km km KK km km km km kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk
সুপার্ব। অসাধারণ অভিনয়ে দর্শক ও শ্রোতারা মুগ্ধ। চরিত্রের সঙ্গে মিশে অভিনয়কে নতুন মাত্রায় পৌছে দিয়েছেন।
শুরু থেকে শেষ পর্যন্ত আফরান ভাই মেজাজী চরিত্রের টেম্পো ধরে রাখলেন নিখুঁত ভাবে। আবার বিপরীতে তিশা আপ্পুর নীরব অভিনয় দর্শকদের মুগ্ধ করে রাখে । আমরা দর্শকরা নাটকে নয় বাস্তবের চরিত্রে যেন অবস্থান করছিলাম।
Ami Assam theke bangla desher natoker ekjon niyomito darshak.u.tube channel e BD drama dekhi.ei natokta dekhe sattyoi ekdom abibhuto hoye gechi Afran bhai jemon ragi charter abhinoy kore dekhalo temni Tisha bon durdanto abhinoy kore sober mon joi kore nilo. Asale apnader natoker modheyi natoker bastobikota er natoker pran thake tai alpo somoyer modhye ekta purnago natoker chobi amra dekhte pai.dhannyobad apnader emon sunder natok darsakder upohar debar jannyo. Bhalo basa.roilo.
From India...
গত ৪-বছর ধরে আমি একজন নিয়মিত বাংলাদেশ এর নাটকের দর্শক। প্রতিদিনই নাটক দেখি। আর এই লকডাউন পিরিয়ডে তো তিনটে করে দেখছি। এই নাটকের কাহিনী টাও জাস্ট..👌👍
আর Boss is Always Boss 👍#Nisho_Bhai ..... পাশাপাশি নায়িকা হিসাবে Nusrat Imroz Tisha.... Always best actress 💕 to me.
এই প্রথম দেখলাম মান অসাধারণ
আমি এখানে প্রায় দুই শত কমেন্ট পড়লাম, যার ৯৮% এই ভারতীয় জনগণের। ধন্যবাদ ভারতীয় সবাইকে আমাদের দেশের নাটক দেখার জন্য।
Hmm...thanks India
@@mobashiraafroge7747 ...Hmm
আমি বাংলাদেশের নাটক খুব ভালোবাসি এবং এটাও জানি আমার বাংলাদেশী বন্ধুরা দক্ষিণ ভারতীয় সিনেমা খুব ভালোবাসে।
@@gopal8585 rights
@Subhasish Maity ধন্যবাদ ভাই ❤️
কলকাতা থেকে দেখছি আর ভাবছি কি সুন্দর নাটক করা যায় । নিশো র রাগী ইমেজ আমার বড্ড প্রিয় ! এই ধরনের রোল এ উনি অনবদ্য ! নায়িকার শান্ত সহনশীল চরিত্র একেবারে মানানসই । শুভেচ্ছা রইলো ।
আমার এই ৭৯ বছর বয়সে অবসর সময় কাটে বাংলাদেশের এই নাটক গুলি দেখে।এই নাটক গুলির চমৎকার মূল্যবোধ ও আবেগের ছোঁয়ায় আমার হৃদয় ভরে যায়, এক অনাবিল আনন্দ অনুভব করি। এর বাঙালিত্ব একেবারে খাঁটি। তাই ভীষণ ভাবে একাত্মবোধ করি। এখন কলকাতায় হয় আঁতলামি নয় ভিলেন গিরি,দেখে দেখে চোখ পচে গেল। আপনাদের প্রতি আমার আশীর্বাদ রইল।
dada tinte natoker nam dilam, dekhben, purono natok aro sundor....1 sonar moyna pakhi, 2 shukher kajol, 3 sesh katha ti, nil molat, abeg, tumi robe nirobe...valo thakben sobai....
❤❤❤❤
দাদা সাকিন সারিসুরি এবং হাড়কিপটা এই দুটি নাটক দেখেন।
অনেক কিছু বুঝতে পারবেন।
বাংলাদেশে যে এত ভালো কাজ হয়, জানতামই না। এক বছর ধরে দেখছি। খুব ভালো লাগে। Afran Nisho- কে যত দেখি, তত মুগ্ধ হই। আর তিশাও ভারী মিষ্টি। এত সাবলীল অভিনয়!
অনেক শুভেচ্ছা।🌼🌼🌼
- জলপাইগুড়ি (ভারত)
উনার নাম নুসরাত ইমরোজ তিশা।বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
thanks
আপনাদের ময়নাগুড়ি অনেক সুন্দর।
আরো অনেক ভালো নাটক আছে যা দেখলে মুগ্ধ হয়ে যাবেন
ruclips.net/video/WV0OOEDtTlo/видео.html
খুব খুব সুন্দর, মিষ্টি জুটি ।
যথেষ্ট বাস্তবিক এবং প্রাসঙ্গিক
শিক্ষামূলক নাটক।
হতে পাৱি ভারতীয় নাগরিক, বহু পার্থক্য থাকতে পাৱে- তবে যেখানে বাংলা ভাষা, হৃদয় সেখানেই, অন্য কোথাও নয়।💯💯💯
নুসরত তিশা, নিশো আপনাদের অভিনয় অতন্ত উচ্চ মানের, দেখে খুব খুশি হলাম, তিশা নতুন মা হয়েছে উনার পরিবারের সকল সদস্যর শুভ কামনা জানাই।
আফরান নিশোকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। কি অসাধারণ অথচ স্বাভাবিক অভিনয়। আর গল্পো গুলো খুব ই সুন্দর। কলকাতা থেকে অনেক ভালোবাসা রইলো নাটক এর সম্পূর্ণ টিম এর জন্য।
আমি কলকাতা থেকে দেখছি। আমি বাংলাদেশি নাটকের নিয়মিত দর্শক। আর আফরান নিশোর খুব বড় ফ্যান। অসাধারণ লাগে ওর অভিনয় প্রতিভা। আমাদের কলকাতার টালিগঞ্জ ইনড্রাটি এত বড় হওয়া সত্ত্বেও আফরান নিশোর মত এত বড় মাপের অভিনেতার অভাব বা নেই বললেই চলে। আমি মনে করি আমার মত আরও অনেক পশ্চিমবঙ্গবাশী আছে যারা নিয়মিত বাংলাদেশী নাটক দেখে এবং নিশো দার খুব বড় ভক্ত আমার মত। অনেক অনেক ভালোবাসা নিয়ে নিশো দা কে কলকাতায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর অনেক ধন্যবাদ এত ভালো ভালো নাটক/টেলিফিল্ম উপহার দেবার জন্যে।
আপনাদের কাছ থেকে এত এত প্রশংসা শুনে আমাদের নাটকের সত্যি ই অনেক ভাল লাগছে। ধন্যবাদ, দিদি, বাংলাদেশ এ আসার আমন্ত্রণ রইল
@@urmeurme551 akdom amr vison echa. amra dakha r lok okane amder onak porijon thake. Tara ase bt amr Akon jauya hoini. R apnader natok gulo sotti vison prosonsonio. R Afran nisho da take niya to kichu bolar nai tini osadaron. Amder west Bengal a amon ovineta nai..
@@ujjayininandy6608, tnanx sis
Ujjayini Nandy hi
@ujjayini Nandy অাপনারা সবকিছু তে এরকম দা, দা যুক্ত করেন কেন? উনি তো একজন মুসলিম। অার ভাইয়ের ফ্যান হওয়ার জন্য ধন্যবাদ।
আমি কলকাতার মানুষ, বয়স ৬৭। বাংলা সিরিয়ালের একঘেয়ে গল্পের মাঝে একটু মুক্ত বাতাস পেলাম। সাবাস ভাই। আরও মুক্তির বাতাসের অপেক্ষায় রইলাম।
Natok Khoob Sundar
ruclips.net/video/Triyly7vtJc/видео.html
দোয়া রইল স্যার, বাংলাদেশ থেকে
ruclips.net/video/Triyly7vtJc/видео.html
@@thebonglass1100 iy
কলকাতা থেকে শুভেচ্ছা রইলো । সত্যিই অসাধারণ অভিনয়। মন ছুঁয়ে গেলো। আফরান ভাই এবং তিশা বোন কে , সাথে অন্যান্য সহ অভিনেতা দের কে অসখ্য ধন্যবাদ । আগামী দিনেও এরকম আরো ভালো কিছু আমাদের কে উপহার দিন ।
আমি পশ্চিমবঙ্গবাসী(ভারতের একটি অঙ্গরাজ্য), বাংলাদেশের অনেক টেলিফিল্মই দেখি, ভালোলাগায় আপ্লুত হই, বন্ধুদের সঙ্গে ভালোলাগার বিনিময়ও করি। 'রাঁধুনি' টেলিফিল্মটি একই সঙ্গে মজার, বেদনার এবং পরিণতিতে মধুরও বটে। একেবারে শেষে নিশো যখন নিজের ভুল বুঝতে পেরে তিশাকে বুকে টেনে নিলো তখন হৃদয়ে ঝরল বৃষ্টি আর চোখ হলো অশ্রুময়।
SUBRATA DAS basi kore dekbn
tnx
❤ u bro,,
বাংলাদেশী চ্যানেলগুলো ভারতে দেখতে দেওয়া হয় না কেন? দুই বাংলা যেন সংস্কৃতিতে এক না হতে পারে বা বাংলা ভারত থেকে আলাদা না হতে পারে - দূরদর্শী রাজনীতি আছে এখানে - এজন্যই বিজেপি সাম্প্রদায়িকতাকে বেচে নিয়েছে - দুই বাংলার আবেগ যাতে এক না হতে পারে।
অসাধারণ নাটক টা পুরো চোখে জল এসে গেছে অসাধারণ তিশা আপনি আর আফরান ভাই আপনিও গল্প টা দারুণ লেগেছে আপনাদের কাছ থেকে এইরকম নাটক আরো চাই ❤️❤️
অপূর্ব অভিনয়।❤️
আমি ভারতের কলকাতা --SALTLAKE থেকে লিখছি।বাংলাদেশের অনেক নাটক আমি ভালোবেসে দেখি। এটিও দেখলাম।প্রশংসা না করে পারলাম না।🙏🙏🙏
Hi
Kemon aso ami ki apnar f hote pati
Osomvob sundore lagce ovinoi gulo.....
...আফরান নিশো এবং তিসা আপু এই দুজনেই অসাধারণ অভিনয় করছেন...! খুব খুব ভালো অভিনয়...!
Love from KOLKATA, WEST-BENGAL, INDIA ❤️❤️❤️...
আপনারা আমার সবনাশ করে দিলেন!
এখন সময় পেলেই আপনাদের নাটক দেখি।
এই দুই জুটির নাটক ওফঃ !
পশ্চিমবংগ থেকে আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আপনারা ভাল থাকুন সুস্থ থাকুন।
🙏🙏🙏🙏🙏
আপনি ও ভালো থাকেন
tnx
thank u bangladeshi natok dekhar jonno
তােমাদের ভাবনার মধ্যে যেন আমারা সব সময় থাকি,
ভাই আপনার জন্যও অনেক অনেক দোয়া রইলো ❤
বাংলা নয় বাঙ্গাল ভাষাটাই পার্থক্য গড়ে দিলো। অনেকদিন পরে যেন অন্তরে (কলিজায়) ঠান্ডা বাতাস বয়ে গেলো। ভালো থেকো বাংলাদেশ, আমার পূর্ব পুরুষের ফেলে আসা স্মৃতি।
কেনো?---বাংলাদেশে চলে যেতে কে মানা করেছে?-----চলে যাও,শা.....
আবার চলে আসুন
@@debaprosadbhattacharya2860 Ki sundor Bhasha ... Tumi Ghoti mone hoi .. Emotions bhojho na
যারা ভুল ভাল বলে তাদের বাদ দিন, সবাই ভালোবাসা বোঝে না,প্রেম ছাড়াও যে ভালোবাসার অনেক ভাষা আছে তা বোঝেনা, আমরা এপার বাংলার , কেউ নেই কাছের ওপার বাংলায়,কিন্তু কোনো এক আশ্চর্য টান আছে আমার ওপারের প্রতি,ভীষণ ইচ্ছে ঘুরতে যাওয়ার।
আজ পযর্ন্ত বুঝলাম না বাঙ্গাল কি বাঙালি কি
আজকে না বলে আজগে/
লাগছে কে লাগজে বলা হয় তখন ই বা কি
আমি পশ্চিম-বঙ্গবাসী, এপার বাংলা থেকে ওপার বাংলা পর্যন্ত আমার বলা কথা পৌছবে কিনা জানি না। তবে এটুকু বলতে পারি আমি আবার রূপকথা'র দেশে হারাচ্ছি, আজকাল আপনাদে'র তৈরি সব নাটক, টেলিফিল্ম যে দেখছি। আন্তরিক ধন্যবাদ আপনাদের'কে, রোজ একটা নতুন স্বপ্ন একটা নতুন আশা দেওয়ার জন্য।
Rony Pal tnx
Thanks
Thanks amader desher natok like korar jonno.
Welcome janay sobaike..ar etaow boli je tomdr ar amdr bole kichu nei..katatare simanto toyri hoyeche..kintu ridhoye amra sobai bangali ar bangla ke sobai bhalobasi..😊
Mi
YB
আমি ইন্ডিয়ান হয়েই বলছি,আমাদের ইন্ডিয়ার কিছু বাংলা নাটক সংসার ভাঙতে সেরা,আর বাংলাদেশের নাটক সংসার গড়তে সেরা,যেখান থেকে অনেক কিছুই শেখা যায়
অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা নাটকের সঙ্গে থাকার জন্য! ভাল থাকবেন!
@@Farm_House_77 THANK YOU MAM
Absolutely r8
Eita thik
আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সুনাম করা। আরো আমাদের দেশের নাটক দেখার জন্য আপনাকে জানাই আগাম অভিনন্দন 😊😊😊
আমি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। সিনেমা নাটক দেখে নষ্ট করার মতো সময় আমার নেই। তবুও যখন ইউ টিউব খুলি, বাংলা দেশের নাটক না দেখে পারিনা। ভাষার সামান্য পার্থক্য থাকলেও অসাধারণ পরিচালনা ও অভিনয় সাধারণ গল্পকেও বিরামহীন আকর্ষণীয় নাটকের মুগ্ধতা তৈরী করেছে।
ধন্যবাদ দাদা
আসলে বাংলাদেশের নাটকগুলো খুবি সুন্দর। মোশাররফ করিম, আফরান নিশু, চঞ্চল চৌধুরী, সাব্বির মিশু, তৃষা প্রত্যেকের অভিনয় আনন্দদায়ক।
অসাধারণ, অসাধারণ, অসাধারণ।কি বলবো নিশো কে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এত শক্তিশালী একজন অভিনেতাকে পেয়ে বাংলাদেশের নাট্যজগৎ তথা বাংলাসংস্কৃতি অহংকার করতে পারে। সম্ভব হলে তাকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাবেন। এর আগে একটি নাটক "এক দিনের বন্ধু" তে
তিশার অভিনয় সাধারণ লেগেছিল। কিন্তু এই নাটকে তার অভিনয় খুব খুব সুন্দর হয়েছে। তাকেও অভিনন্দন জানাই।
এই নাটকের সাথে জড়িত সকল কলাকুশলীদের কেও অভিনন্দন ও ভালবাসা জানাই।
কৃষ্ণ নগর, নদীয়া।
ধন্যবাদ আপনাকে আমাদের সংস্কৃতির প্রশংসা করার জন্য, আমন্ত্রণ জানাই আমাদের দেশেও, আসুন, ঘুরে যান, আমাদের আতিথিয়ে টাও আপনার ভাল লাগবে।
নিশো ভাই মঞ্চ করে করে এই জায়গাই এসেছে। নিশো ভাইয়ের অভিনয় এইকারনেই নিখুঁত।
Tisha nisho darun.
আমি ভারত থেকে বলছি, সত্যি, অনেক অনেক ভালো লাগলো, ❤️ অনেক কিছু শেখার আছে,, খুব সুন্দর
ভাই কিছু মনে নেবেন না আসলে ভারতে যে বাংলা সিরিয়াল গুলো হয় ,দেখতে দেখতে কাহিনী গুলোই মানুষ ভুলে যায় ।এত লম্বা সিরিয়াল বিরক্তিকর ব্যাপার না???
আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি। আফরান নিশো ভাইয়ার নাটক খুব ভালো লাগে। নিশো ভাইয়ার বড় ফ্যান আমি।
বাংলাদেশের নাটক গুলো সত্যিই অসাধারণ।
নিশো সাহেব কে দেখছি ।খুব সুন্দর স্কীপ্ট ।ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সুন্দর।
ধন্যবাদ সকল কলাকুশলীদের ।
শুভেচ্ছা সহ।
অসাধারণ নাটক.. পশ্চিমবঙ্গ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো... ♥️
kamon laga BD natok??
ruclips.net/video/cP5nzogMX_k/видео.html
Vlo
Thanks bro
Pure emotions natural acting er sathe mon vorano sob golpo..... Borabori dekhe aschi Bangladesh🇧🇩 er besir vag natok gulo bises kore afran sir er uffff ki osadharon sob golpo feelings jeta khujlew amader banglai pawa jabe na... Onek onek valobasha West Bengal, siliguri theke.. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
আফরান নিশো আপনার নাটক সত্যি খুব সুন্দর।খিটখিটে স্বামী অভিনয় দারুন
করেছেন।আপনারা দুজনে ভালো কাজ
করেছে।👌👌
নাটকের শেষটা excellent 👍✍️আমি ভারতীয়, কোলকাতা থেকে লিখলাম,তিশার সব নাটক আমি দেখি। দারণ অভিনয় করেন।।
Star.a
Jalsa
Vvh
Amader deshar natok gula khub sundor lage
আপনাকে ধন্যবাদ
Bangladesh er basir vag meye der moddhe khub sundor ekta labonno thake
বাহ কমেন্ট জোরেই শুধু বেশির ভাগ কলকাতা থেকে খুব ভালো লাগছেন দেখে 😍
সত্যিই অসাধারণ।
কত সহজ কথা; কী অসাধারণ নিপুণতায় ফুটে উঠেছে!
পরিচালক, কলাকুশলীরা প্রত্যেকে, এই কাজের সাথে প্রত্যক্ষ-পরোক্ষে যুক্ত বাকি সক্কলকে আন্তরিক অভিনন্দন জানাই।
আরো অনেক ভালো কাজ দেখার অপেক্ষায় রইলাম।
অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
এ'পার বাংলা, ও'পার বাংলা মানচিত্রেই।
মনের মাঝে শুধুই 'বাংলা'...
পশ্চিমবঙ্গের আন্তরিক ভালোবাসা রইল আপনাদের সবার জন্য
আমি ভারতীয়।তথাপি বলছি বাংলা দেশের নাটকের মান অনেক ভালো
তাই
তোমাকে অনেক ধন্যবাদ
আমি বাঙালি, ভারতের... আমার প্রিয় দেশ বাংলাদেশের নাটক মন জয় করে নিল, সত্যিই, আসলে নাটকগুলো খুব স্বচ্ছ, কোন গোঁড়ামি, ধর্মান্ধতা নেই, শুধু জীবন আছে আর আছে ভালোবাসা
Apni ki indiar bangali Naki Bangladesh thakay indiatay gacan.....
@@ashrafbabu459 সেটা বলে কী হবে? দেশ থেকে গোঁড়ামি দূর হোক, একটাই চাওয়া
TM Tisha is the best actress now in Bangladesh nishu is the best actor
thanks
অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা নাটকের সঙ্গে থাকার জন্য! ভাল থাকবেন!
ভারতের মুম্বাই থেকে। আফরান নিশোর নাটক খুব ভালো লাগে। আরো বেশি কমেডি ও রোমান্টিক নাকট চাই
ধুর
Bara
বাংলাদেশর নাটক গুলো হিন্দিতে, ইংরেজিতে, আরবিতে ডাবিং করা উচিত। যেই বাংলাদেশের নাটক দেখবে সেই বাংলাদেশের নাটকের সুনাম করবে, পৃথিবীর যে প্রান্তের মানুষ হোক না কেন।
Thik vii orao bujuk
ধন্যবাদ আপনাকে
একদম ঠিক বলছেন ।
আমার জন্ম পূর্ব পাকিস্তানে, এখন ভারতের ত্রিপুরায় বয়স 73 বছর, পশ্চিমবঙ্গ এর বাংলা সিরিয়েল এর চাইতে বাংলাদেশ এর নাটকগুলি ভাল লাগে কেননা আমি এখনও বাঙাল ই রয়ে গেছি তাইনা...
জ্বী আমরা তো বাঙালই। অনেক দোয়া আর শুভ কামনা রইল স্যার , বাংলাদেশ থেকে
ruclips.net/video/Triyly7vtJc/видео.html
Valo thakben sir
you will be always be Bangal like me does not matter where you will live, you have roots in Bangladesh for centuries
ভাইয়া খামারি নাটক টা দেখবেন।
2021 সালে কে কে এই নাটক দেখছেন ..😊😊
আমি
Ami
@@turjokhan9982 அஅஆஆ@அ
2021 er march er 19 tarik e dekhtc.....🤣🤣🤣
Me...
আমি ইন্ডিয়া থেকে বলছি ,বা্ংলাদেশের নাটক সব চাইতে বেস্ট ।
আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি গত 5 বছর যাবত এই নাটকের নিয়মিত দর্শক ।সত্যি বাংলাদেশের নাটক অসাধারণ আমাদের মনকে মুগ্ধ করে দেয়।
মুশফিক আর ফারহান ভাইয়ের নাটক দেখার অনুরোধ রইল 💙
অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা নাটকের সঙ্গে থাকার জন্য! ভাল থাকবেন!
😮6t5r😮😊6
সংসার মানেই সেক্রিফাইস নয়,
সংসার মানে ভালোবাসা,
বিশ্বাস আর আস্থা রেখে
দুজন দুজনকে ভালোবাসা!
Rubel Sk khub bhlo bollen
Rubel Sk
or
আবার প্রমান করেছেন তিশা আপু। ওনি হলেন বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেত্রী।
একদম ঠিক কথা।
Yes right.Ami India theke bolchi
@@swatisahoo8546 ftft
It
Hi
রাধুনী একটা অসাধারণ নাটক।ভীষন ভালো অভিনয় আফরান নিশোর।একটু এলোমেলো এটাই আমার পছন্দ।কলকাতা থেকে বলছি অনেকটা আমার জীবনের সঙ্গে মিলে যায়।
তাহলে আপনিও নাটকের শেষর মত ভালো হয়ে যান দাদা🙂, ভালো মানে খিটখিটে থাকলে একটু নম্র হবেন আরকি💟
@@salmanajamy8626 সুপ্রভাত।ঠিক ই।বলেছেন।কিন্তু আমি দাদা নই দিদি।
O
@@anjanaray709 🙏বোন আমি দুঃখিত 🥺, আমি বুঝতে পারি নাই🤭। আপনার জন্য দোয়া রইলো, ভালো থাকবেন।🌴🌷🌼
অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকবেন।ভালো থাকবেন।
অসাধারণ গল্প, সবার অভিনয় খুবই স্বাভাবিক ও মানানসই। পরিচালনা ,পরিবেশনা অনবদ্য। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকেই। শুভেচ্ছা ও শুভকামনা সহ,আমি পম্পা দত্ত ভারতবর্ষ থেকে।ভাল থাকবেন সবাই। 🙏💛💐🎶⚘⚘
আমি পশ্চিমবঙ্গ থেকে। বাংলাদেশের নাটক গুলি সত্যিই খুব ভালো লাগে । আমি টিভি সিরিয়াল সিনেমা দেখিনা।। যখন ই সুযোগ পাই বাংলাদেশের নাটক খুঁজে খুঁজে দেখি।। খুব সুন্দর আবেগ এ যেনো হারিয়ে যাই। মনটা ভালো হয়ে যায় ।শেষ হলে মনে হয় আর ও কিছুক্ষণ যদি হতো।।
Hi
তাহলে আপনি ভাংগন নাটকটি দেখেন বালো লাকবে. 100/
রাইট
Apurbo natok oh dekte paren khub sondor
@@Tipswithalamin অপূর্বর অনেক নাটক দেখেছি ভাই। তাহসান, নিশো, অপূর্ব, জোভান, মোশারফ করিম, শামীম হাসান সরকার, মিশু সাব্বির, ও আরও অনেকের। খুব ভালো লাগে।
I am from India. Bangladeshi telefilms are excellent. Watched this natok twice. Loved all the characters. Afran Nishu is a very good actor.
,so nice,
নিশো ভাইয়ার মেজাজ আর তিশা আপুর নিরবতা দুই এ মিলে অসম্ভব সুন্দর একটা ব্যাপার তাই না???
Ekdom tai.❤️
right..
Ekdom
Absolutely
Right
আমি মুর্শিদাবাদ জেলার...... নাটক নয় এগুলো বাস্তব প্রেক্ষাপট 👍👍অসম্ভব সুন্দর উপস্থাপন ❤❤❤
ধন্যবাদ 🇧🇩❤
Love u Nisho bhaiya & Tishadi ❤️ from Kolkata 🇮🇳 l'm yours big fan 🙋 প্রতি নাটক দেখার আগে like করি তারপর নাটক দেখি 👍খুব সুন্দর একটা নাটক দেখলাম 😍এতো সুন্দর নাটক বোধ হয় বাংলাদেশের পক্ষেই বানানো সম্ভব 🙏
R u comment in every natok??
বাংলাদেশ এর নাটক দারুন লাগে আমাদের কলকাতা এই ধরণের নাটক হয় না 😢 নিয়মিত দর্শক আমি 😊
কলকাতা থেকে 🙏🙏
Sonali Banerjee ধন্যবাদ ভাই
@@ranamulla5708 বাংলা দেশের শর্ট ফ্লিম গুলো খুবই ভালো বাট সব ফ্লিম গুলোই বিয়ে ছাড়া কথা নেই .বিয়ে দেখানো টাই কি সব
ধন্যবাদ 😊
ভারত হল ছবির জন্য বিখ্যাত।বলিউড,তামিল,তেলুগু ছবি হল বিশ্বসেরা।কিন্তু বাংলাদেশ ভাল নাটক নির্মাণের জন্য বিখ্যাত।
I hate Kolkata..... they constantly brainwashing people by their fucking idiotik longest drama serial
আমাদের ইন্ডিয়াতে এরকম নাটক একদমই হয়না আপনাদের বাংলাদেশ সে নাটকগুলি খুব সুন্দর আমার খুব ভালো লাগে আমি নিয়মিত দর্শক বাংলাদেশ নাটক এবং বিভিন্ন শর্ট ফিল্ম দেখানো হয়
ও তাই বুজি... এখানে চলে আসেন..
আমাদের দেশ গরিব হতে পারে কিন্তু আমাদের দেশ আমাদের অহংকার
Tnx
Apnader movie valo amdr natok .. asole sobai to sob kichu te perfect hoy na.. so mile jhilei colte hoy..n that's love.
Add +8801534549947
আফরান নিশো বাংলাদেশের অভিনেতাদের মধ্যে আমার প্রিয় একজন।।❤️❤️👍👍 আর অভিনেত্রী যিনি খুব ভালো অভিনয় করেছেন 👍👍
ইন্ডিয়া থেকে এত মানুষ বাংলা নাটক দেখে কমেন্ট না পড়লে বুঝতেই পারতাম না ধন্যবাদ সবাইকে।
hmm
Ekdom e tai👍
@@pakhimallick6864 apni o ki India take,,,,,,,,,?
Ha
@@amazingtv5544 া
অসাধারণ,,তিশার অভিনয়,,আর নিশো ভাই এর তো জবাব নেই,,
অনেক শুভেচ্ছা আর অভিনন্দন,,
ভারত থেকে,,
Nice vy
হাই
Nc....
তোমাকে ও ধন্যবাদ
মুখের ভাষা নেই , অসাধারণ 😍😍😍😍 ,আমি ,ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শ্রীরামপুর থেকে ।
আমিও কখনো শ্রীরামপুরে থাকতাম
ছোটবেলায় btv তে কত নাটক দেখেছি
একবার বাংলাদেশে আসুন,
Bangladesh Theke gure jan
শেষ টায় চোখের পানি ধরে রাখতে পারলাম না। নিশো - তিশা চমৎকার বাস্তব অভিনয়। স্যালুট!
এখনো আনেক বউ শত কস্ট সয়ে সংসার আগলে রাখে; তাইতো এ ধরাধাম টিকে আচে।
আমি ইন্ডিয়া থেকে বলছি,,,!সত্যি বাংলাদেশ এর নাটক জাস্ট অসাধারণ।।।।।
Sotti vai Bangladesh,r natok outstanding. West Bengal, Murshidabad, India.
Thanks apnake
Dho dhorey bose thak. Darun ki?
ruclips.net/video/gupIogBhpLk/видео.html
Amar o khub valo lage 😘👌
অসাধারণ সুন্দর একটি নাটক দেখে আমি মুগ্ধ হলাম । অভিনয় নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না, নিশো এবং তিশা ম্যামের অভিনয় প্রত্যেকটি নাটকেই অসাধারণ...... অসাধারণ....... অসাধারণ...... ধন্যবাদ জানাই নাট্যকার এবং পরিচালক মহাশয়কে এই রকম একটি সুন্দর নাটক সৃষ্টির জন্য....... এক ভারতীয় দর্শকের আন্তরিক শুভেচ্ছা........ উৎপল সিনহা...... জলপাইগুড়ি ।
একজন মেয়ে স্বামির ভালবাসার জন্য অনেক কিছু করে ,আর যখন ছেলেটি তার নিজের ভুল বুঝতে পারে তখন পূরো পৃথিবীটাই যেন জান্নাত হয়ে যায় ৷( অসাধারণ).
ঠিক তাই
tik
Amar valobasar manustar man shuva mone pore gelo
@@rabeyakhatun5247, ধন্যবাদ আপনাকে "
Mashaallah
দারুন গল্প। খুব ভালো অভিনয় নিশো/তিশার। এই জুটি আমাদের (কলকাতার) উত্তম /সুচিত্রা র মতো মানিয়েছে। আরও নাটক আশা করি দেখতে পাব।
i ভাই আপনি আসলেই একটা ছাগল,না হলে উত্তম সুচিত্রার তুলনা করতেন না
আমি কলকাতা থেকে বলছি আমার ভীষণ নাটক দেখতে খুব ভালো লাগে এরকম নাটক করার জন্য বাংলাদেশ নাটক ইন্ডাস্ট্রি থ্যাঙ্ক
Welcome.... Nasir vhai
Lovely wife natok ta dekhen onek valo lagbe
বাংলাদেশের নাটক দেখুন ও বাংলাদেশ কে ভালবাসুন, ধন্যবাদ
Tnx
@@jafiriqbal6723 😂😂😅😂
সবাই খুব পজিটিভ কথা বলেছেন😍😇বিশেষ করে ইন্ডিয়া থেকে,,, সবাই কে ধন্যবাদ আমাদের বাংলাদেশের নাটক নিয়ে প্রশংসা করার জন্য
কলকাতার মানুষ ও ভাল
Ami Siliguri te thaki goto 1 month aage Amer dada aapnader ai bangla natok ar kotha amake bole tarpor kichu kichu natok dekha suru kori sotti bol6i akhon r Amer amader indiar kono film valo lage na sudhu afran nisho ,tanjin tisha , tisha ke Amer valo lage . Ato dine Ami koto gulo je natok dekhe6i sotti oshadharon. Sotti Bangladesh akta proper sonar bangla . Amer ma ar jonmo Bangladesh a tai Amer o Bangladesh ar opor akta alada tan ache .konodin sujog pele Bangladesh jabo ❤️
Ami o India thekei..Niyomito dorsok Ami..Khub Valo lage natok gulo k..👍👍
@@thefarmersunlimited8385 আপনি অপূর্ব ভাই আর মেহজাবিন,,মম এদের জুটির নাটক গুলো ও দেখবেন 😊😊 আশা করি খুব ভালো লাগবে 😊😊
@@anitabiswas6954 obossoi dekbo . Thank you
বাংলদেশী নাটক খুব সুন্দর ,,,, পশ্চিমবঙ্গ থেকে অনেক শুভেচ্ছা রইলো
thanks
Thank you so much
অপূর্ব ভাই আপনার নাটক গুলো খুব সুন্দর ভেরি নাইস
@@rumeaktar705 amake cinte parcen
@@RainBow_tv243 ,
Darun darun... choc diye jol beriye glo.. ami kolkata theke dekh6i... khub sundor
তিশা ম্যাম এর সেরা নাটক।নিশো স্যার কে ছাপিয়ে গেছে।অসাধারন👌👌👌👌ভারত থেকে
আমাদের দেশের নাটক আমাদের অহংকার
@@সত্যেরপক্ষেসবসময়-শ১ট হাহাহা আপনাদের অহংকার করার মত আর কি কি আছে? 😜
@@RAJ-gi2pk amader ohongkar holo amra karone okarone onno kaaror pasar moddhe always oungli korte thakina .. ei holo tomader ar amader moddhe ohongkarer parthokko 😜😜😜
ম্যাডাম এটা আমাদের সোনার বাংলাদেশ ধন্যবাদ আপনাকে
@@wahidreza4290 আর আমাদের অহংকার করার মত কি আছে জানেন?? আমাদের রবিন্দ্রনাথ আছেন, স্বামী বিবেকানন্দ আছেন, সত্যজিৎ রায় আছেন এবং আরো অনেকে আছেন। আমাদের অহংকার হল এই যে আমাদের নিজেদের এত থাকা স্বত্ত্বেও আমরা অন্যদের গুনের মর্যাদা দিতে জানি। আর সত্যি বলতে কি, আমরা ভারতীয় রা আপনাদেরকে আমাদের থেকে আলাদা করে দেখিনা। আপনারাও আমাদের ভাই-বোন। কারন আমাদের মন্ত্র হল 'বসুধৈব কুটুম্বকম্' যার মানে হল সমগ্র বিশ্বের মানুস আমাদের আত্মীয়। আমাদের এই বিশ্বাস ও সরলতা র বরাবর সু্যোগ নিয়ে এসেছে আশপাশের অনেক দেশ। কিন্তু আমরা পূন্যভুমি র বাসিন্দা। তাই আপনারা গালিগালাজ করলেও আমাদের মন থেকে শুভেচ্ছা ই পাবেন। এই সংস্কৃতি ও সংস্কার ই আমাদের অহংকার।
Bangaldesh vishon sundor ekta desh..
Love u..from India..
Thanks
খুব সুন্দর একটা নাটক..নিশোর অভিনয় অসাধারণ ছিলো..তিশা অভিনীত সেরা নাটক..
Arundouti Upama আপনাকে অনেক ধন্যবাদ।
onk valo lagca
Arfan Nisho is another level actor love from west Bengal ❤
I am from India, I want to tell that Tisha is a good looking, beautiful heroin and her play is unbelievable. I always see her plays and I like to see her every play.
খুব ভালো লাগলো।এক কথায় অপূর্ব, অসাধারণ।যেমন গল্প তেমন অভিনয়।দাআআআআআরুন।
আমি কলকাতায় থাকি, এত্তো ভালো লাগে আপনাদের সবকটা নাটক যে কি বলব।
Ami o kolkata theke bolchi😊
কোথায় থাকো
Kolkatar Bashinda?
Apnader jonno valobasha sister 💟
অথচ ভারত বাংলাদেশের চ্যানেল নুন্যতম পশ্চিমবঙ্গেও ঢোকার অনুমতি দেয় না।
বাংলাদেশের নাটকগুলো সত্যিই অসাধারণ। অনেক সময় দেখে অনেক পুরনো কষ্টও জেগে ওঠে কিন্তু তারপরও নাটকগুলোর মধ্যে কোথাও যেন এক শান্তির আভাস থাকে।
Onik nice ai natokta faft fati
অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা নাটকের সঙ্গে থাকার জন্য! ভাল থাকবেন!
@@rashidaranna2135 ম
@@Farm_House_77 মা
আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে নাটক টা দেখছি। সত্যি খুব ভালো লাগলো। আমি প্রায়ই বাংলাদেশ এর নাটক দেখি। খুব ভালো লাগে। আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা।🙏👍👍
Amio
আপু কেমন আছেন আপনি।।
Thank you
hlw..
🇧🇩❤️
ইন্ডিয়ান দর্শক দেখছি অনেক। ভালো লাগলো জেনে। আপনাদের serial আমাদেরও খুবই অপছন্দ। তবে " yea un dinoki bat hay" নামক show by sony tv. টা আমার ভালোলাগে। ওটা আমাদের নাটকের মতো natural. এই 1st time আপনাদের কোনো show দেখি।
ভারত থেকে লিখছি। দারুণ লাগল। এরকম নাটক আরও দেখতে চাই।
আমার খুবি ভালো লেগেছে। এমনি হোক প্রতিটা দাম্পত্য জীবন। 🥰🥰🥰
একটা কথা ভাবতে খুব গর্ব লাগে, ভারতের মানুষ আমাদের নাটক দেখে এবং খুব পছন্দ করে।
Nijeder ato chuto vabar ki dorkar.... Bangla natok hindi soytani serial theke valo tai dekhe
@@marufnur5032gg
H
Of course
Valo lagle tai dakha hoy . Ta
Chara apnaro to hindi movie dhakhen .
আমি কলকাতা থেকে বলছি, বাংলাদেশীর নাটক খুব ভাল লাগে
Thank You
আপনি ভারতের না সাউদ আফ্রিকার সেটা না কইলেও চলবে।
Thanks
Reena Das আমি মালয়েশিয়া থেকে দেখছি
@@jafiriqbal6723 bolle apnar problem ki se boltei pare Amra o to janlam je Bangladeshi natok shobai koto ta like kore
আমার মনে বাংলাদেশের এত সুন্দর নাটক গুলো আরো জনপ্রিয় করার জন্য বাংলার সাথে English subtitles দেওয়া উচিত যাতে বাঙালি ছাড়াও অন্য ভাষাভাষীরা দেখতে পারে
I do agree
Appreciate to u
@@smritisaha1701 Thanks dear.
Akmot
Mashallah, what a brilliant idea!
নায়ক, নায়িকা দুজনেই ফাটাফাটি অভিনয় করেছেন।খুব ভালো লাগলো। কলকাতা-28
আমি ভারতের মুর্শিদাবাদ থেকে বলছি তোমাদের নাটক খুব সুন্দর লাগে আমাকে দেখতে তারিখ 22- 03 - 2021
ধন্যবাদ,,,
26/3/2021 dekhchi Doha Qatar Theke
imo.+601169675227
তাই
দারুণ একটা নাটক 🥰😍
ভালোবাসা রইলো 🇮🇳🇮🇳
কলকাতা এ এরম সুন্দর টেলিফিল্ম এর বড়ো অভাব, আমি, বাবা মা, আমরা নিয়মিত দর্শক কলকাতা থেকে। অনেক ভালোবাসা আর স্নেহ জানাই।।
আপনার এবং আপনার পরিবারের প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা দাদা 💗💗💗💗💖
@@mollamumin6059 What a pathetic attempt to disgrace Islam. You can say whatever you want to... but still Islam is the fastest growing religion in the world. You can't do any harm to Islam by doing this. Yes you can kill a Muslim individual for not willing to say "Jai shri ram" or eating beef but still Islam is the fastest growing religion in the world. You can't do any harm to Islam by doing this.
মানুষ কতটা খারাপ, কতটা জঘন্য হতে পারে এদের মতো নাস্তিকদের না দেখলে বুঝা যায় না।
@@salmanajamy8626 সহজ অংক টা তুই বুঝিস না কেন মুর্খ ছুদা অন্ধ বিশ্বাসী? timi
যারা হুরের সাথে সেক্স করার আশা আকাঙ্খায় মানুষকে হত্যা করতে প্রস্তুত তারা কি সত্যি হুর পাবে নাকি সবটাই মানুষকে সেক্স করার লোভ দেখিয়ে বোকা বানিয়ে নিজের চাহিদা মত কাজ করার জন্য একটু ভেবে দেখুন প্লিজ আর না হলে চির জীবন আপনি বোকা হয়েই থাকবেন বোকা হয়েই মরবেন।
তিমি মাছের উপরে পৃথিবী? কোরানে বৈজ্ঞানিক ভুল ।
----------------------------------------------------------------------
মুসলমানদের দাবি যে কোরান আল্লাহ্র বানী, এতে একটা ভুল ও নেই, থাকতে পারেনা। যদি এতে একটাও ভুল পাওয়া যায় তবে এই কুরআন মিথ্যা বলে প্রমাণিত হবে । দুঃখের বিষয় হল কোরানে অনেক ভুল থাকা সত্ত্বেও মুমিনরা এই ভুল গুলো মেনে নেয় না । তারা একের পর এক আর্গুমেন্ট এনে খাড়া করে এবং এক ধরনের মেন্টাল জিমনাস্টিক করে এই ভুল গুলোকে সহিহ করে নেয়।
এটার একটা কারণ হল তাদের অন্ধ বিশ্বাস, জ্ঞানের অভাব এবং ছোটবেলা থেকে তাদের এটাই শিক্ষা দেওয়া হয়েছে। তাদের ভুল দেখালে তারা - আপনি বিজ্ঞান জানেন না, আরবি জানেন না, আপনাকে প্রেক্ষাপট জানতে হবে, শব্দের অনেক অর্থ হয়, ইত্যাদি অনেক অজুহাত খাড়া করে।
১. তিমি মাছের উপরে পৃথিবী?
কুরানের ৬৮ নাম্বার সূরার ১ নাম্বার আয়াতের শুরুতে আছে “নুন”। আল্লাহ ” নুন” ও কলমের শপথ করছেন। এই “নুন” কি জিনিস? এই “নুন” হল একটি তিমি মাছ, যার পিঠের উপরে রয়েছে ৭ জমিন। তাফসির ইবনে আব্বাস থেকে এই আয়াতের যে তফসির পাওয়া যায় তাতে এরকমই লেখা আছে। কিন্তু আধুনিক বাংলা ও ইংলিশ অনুবাদক রা এটা এড়িয়ে যায়। কিন্তু আপনি
এ গিয়ে সুরা ৬৮ঃ১ এর তাফসির ইবনে আব্বাস খুঁজলেই পেয়ে যাবেন যে এটা স্পষ্ট ভাষায় লিখা আছে - আল্লাহ “নুন” এর শপথ করছেন, যা একটি “তিমি মাছ”, এবং এটির পিঠে রয়েছে আমাদের এই পৃথিবী।
এখানে বলে রাখছি যে ইবনে আব্বাস হল মুহাম্মাদের চাচা, সহি হাদিসে মুহাম্মাদ বলেছেন যদি কুরান হাদিস সম্পর্কে জানতে/শিখতে চাও তাহলে ইবনে আব্বাসের কাছ থেকে শেখ। (Courtesy: Sayed Masud Kabir)
And from his narration on the authority of Ibn 'Abbas that he said regarding the interpretation of Allah's saying (Nun): '(Nun) He says: Allah swears by the Nun, which is the whale that carries the earths on its back while in Water, and beneath which is the Bull and under the Bull is the Rock and under the Rock is the Dust and none knows what is under the Dust save Allah. The name of the whale is Liwash, and it is said its name is Lutiaya'; the name of the bull is Bahamut, and some say its name is Talhut or Liyona. The whale is in a sea called 'Adwad, and it is like a small bull in a huge sea. The sea is in a hollowed rock whereby there is 4,000 cracks, and from each crack water springs out to the earth. It is also said that Nun is one of the names of the Lord; it stands for the letter Nun in Allah's name al-Rahman (the Beneficent); and it is also said that a Nun is an inkwell. (By the pen) Allah swore by the pen. This pen is made of light and its height is equal to the distance between Heaven and earth. It is with this pen that the Wise Remembrance, i.e. the Guarded Tablet, was written. It is also said that the pen is one of the angels by whom Allah has sworn, (and that which they write (therewith)) and Allah also swore by what the angels write down of the works of the children of Adam,
www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=2&tTafsirNo=73&tSoraNo=68&tAyahNo=1&tDisplay=yes&UserProfile=0&LanguageId=2
______________________
Tafsir Ibn 'Abbas, trans. Mokrane Guezzou
© 2017 Royal Aal al-Bayt Institute for Islamic Thought, Amman, Jordan (www.aalalbayt.org) ® All Rights Reserved
Apart from any fair dealing for the purposes of research or private study, or criticism or review, this work may not be reproduced, stored or transmitted, in any form or by any means, without the prior permission in writing of the Great Tafsirs Project, Royal Aal al-Bayt Institute for Islamic Thought (aalal-bayt@rhc.jo)
Islamic cosmology: Earth(s) on whale theory!
Blackjack09/30/18
1010
The Islamic whale, is a big whale described in prominent Islamic texts, that supposedly carries the Earth on its back. It is also called Nun, which is also the name of the Arabic letter ن. This myth is found in both Sunni and Shia sources alike, and I will quote them here.
First off is the Sunnis. The origin of the Sunni whale myth comes from this Hadith:
“It was narrated from Ibn ‘Abbas that he said: The first thing that Allah created was the Pen, and it wrote all that is to happen. Then water vapour was raised, from which the heavens were created. Then the nun - i.e., the whale - was created, and the earth was spread out on the back of the nun, and the earth moved and shook. Then it was made steady with the mountains, and for that reason the mountains boast to the earth. And he recited:“Nun. By the pen and what the (angels) write (in the Records of men)” [al-Qalam 68:1]. ”
@@ISLAMICWORLD-mw5qf সভ্য মানুষগুলো যখন পোশাকের আড়ালে অসভ্য হয়ে যায় তখন পৃথিবী টা আর সুন্দর থাকে না।
চিরসত্য কথা।
নগ্ন হয়ে থাকাটা অসভ্যতা নয় । নগ্নতা একটা স্বাভাবিক বিষয় ।
নগ্ন দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারাটাই হল অসভ্যতা ।।
প্রতিটা মুমিন মানসিকভাবে বর্বর, অসভ্য ও অশ্লীল, কিন্তু কেন ?
========================================
নারীদেরকে বোরখা নামক বস্তার ভিতর ঢুকানোর বিরুদ্ধে কথা বললেই , মুমিনরা সাথে সাথে এসে বলবে - "তাহলে নারীদেরকে রাস্তায় ল্যাংটা হয়ে চলার অধিকার দিতে হবে ?" তার মানে তার কাছে বোরখা ছাড়া আর কোনই ভদ্র সভ্য ও শ্লীল পোষাক নেই। আর নারী মাত্রই তার কাছে উলঙ্গ একটা যৌন ভোগ্য পণ্য। এখন প্রশ্ন হলো , সে যে নারী সম্পর্কে এই অসভ্য ও অশ্লীল মনোভাব পোষণ করে , তার কারন কি ? কারনটা হলো- কোরান ও হাদিস বহু প্রকারে বলে গেছে , নারীরা যৌন ভোগ্য পন্য ছাড়া আর কিছুই না। বিষয়টা শুধুমাত্র একটা হাদিস থেকেই সম্পূর্ন বোঝা যাবে --------
নিকাহ (বিয়ে-শাদী) অধ্যায় ::সহিহ মুসলিম :: খন্ড ৮ :: হাদিস ৩২৪০
আমর ইবন আলী (র)......জাবির (রাঃ) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ (সা) এক মহিলাকে দেখলেন ও উত্তেজিত হয়ে পড়লেন । তখন তিনি তার স্ত্রী যায়নাব (রাঃ)-এর নিকট আসলেন । তিনি তখন তার একটি চাড়মা পাকা করায় ব্যস্ত ছিলেন এবং রাসুলুল্লাহ (সা) তার সাথে যৌনকাজ করে ঠান্ডা হলেন । তারপর বের হয়ে সাহাবীদের নিকট এসে তিনি বললেনঃ স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে । অতএব তোমাদের কেউ কোন স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে । কারণ তা তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয় ।
তার মানে রাস্তায় একটা নারী দেখার সাথে সাথেই মুহাম্মদের ইমানদন্ড উত্তেজিত হয়ে ওঠে। এতটাই উত্তেজিত হয়ে পড়ে সে , সাথে থাকা সাহাবিদেরকে রাস্তায় দাড় করিয়ে রেখে , যে সাথে সাথে ইমানদন্ড মুঠ করে ধরে , দৌড় লাগায় তার স্ত্রীর কাছে। তখন তার স্ত্রী কাজে ব্যস্ত ছিল , কিন্তু কিসের কাজ ! মুহাম্মদের ইমানদন্ড উত্তেজিত। তাকে ঠান্ডা করতে হবে। সুতরাং মুহাম্মদ সাথে সাথেই তার স্ত্রী জয়নবকে চিৎ করে শুইয়ে তার সাথে উন্মত্তের মত যৌন সঙ্গম করে, তারপর ঠান্ডা হয়। ----- এই হলো মুহাম্মদ ! যার ন্যূনতম সংযম শক্তি নেই। রাস্তায় নারী দেখা মাত্রই তার কাছে সেই নারীটার নগ্ন শরীর ধরা পড়ে , তার কাছে তখণ সেটা আর নারী থাকে না , সেটা হয়ে যায় শুধুই যৌন যন্ত্র বা পুতুল। আর তখন সে হয়ে পড়ে কঠিনভাবে উত্তেজিত। আর তখন তাকে তার উত্তেজিত ইমানদন্ড হাতে মুঠ করে ধরে ঠান্ডা হওয়ার জন্যে স্ত্রীর কাছে দৌড়াতে হয়।
অত:পর নিজের এই চুড়ান্ত অসংযমী আচরনের অজুহাত হিসাবে তার সাহাবীদেরকে বলে , নারীটা নাকি শয়তানের মত তার কাছে আসছিল।।
পরে মুহাম্মদ তার নিজের এই অসংযত আচরনের সম্পূর্ন দোষটা নারীর ওপর ফেলে , নানা ভাবে কোরানের বানীর নামে ও হাদিসের নামে নারীদেরকে অপমান করেছে , তাদেরকে কুকুর , শয়তান বলেছে। তাদেরকে গৃহপালিত পশুর সাথে তুলনা করেছে। আর যৌন যন্ত্র হিসাবে বিবেচনা করে , তাদেরকে সারাক্ষন ঘরের ভিতর রাখার বিধি বিধান জারি করেছে। তাই তার উন্মাদ উম্মতরাও নারীর কথা বলা মাত্রই ল্যাংটা নারীর কল্পনা করে , তা হোক সে তার মা , বোন বা কন্যা। কারন ইসলাম তাদের মনটাকেই করে তুলেছে চরম অসভ্য , বর্বর ও অশ্লীল।।
মুসলিমরা মানসিক ভাবে নগ্ন এটাই প্রমান।
কেমন অসভ্য phyco লোক হলে নিজের অসভ্য লুইচ্চা মানসিকতাকে ঢাকার জন্য নারীদের উপর দুষ চাপিয়ে দেয় ।
অপর দিকে ইউরোপীয় দেশে যেখানে মহিলারা মুক্ত ভাবে চলাফেরা করে স্বাধীন ভাবে তাদের জীবন যাপন মেয়েরা যেখানে ছুট পেন্ট পরে বিকনি পরে ঘুরে সেখানের মানুষ কত সভ্য। এই দেশে একটা সার্ভে করা হল... একটি সুন্দর মেয়ে 100 জন পুরুষকে তার সাথে সেক্স করার জন্য ওপেন ভাবে বলছে তার মধ্যে 70 জন পুরুষ মেয়েটির প্রস্তাবকে Reject করে দিল... কিন্তু মোহাম্মদ যদি এমন সুন্দর একটি মেয়ের কাছ থেকে Offer পেত তাহলে মোহাম্মদের ঈমান দন্ড সুজা খাড়া হয়ে কি করত মুমিন দর্শক বৃন্দ আপনারা অবশ্যই বুঝতে পারছেন বা জানেন এখন প্রশ্ন হল শয়তান কোন জায়গাতে এবং কার মধ্যে বিরাজ করে দেখে বিচার বিবেচনা করে নিন। ঐখানের মানুষ শয়তানকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে কিন্তু আফসোস আমাদের চির আদর্শ আল্লার প্রিয় নবী মহাম্মদ সেই শয়তানের কাছে পরাজিত, সেই শয়তানকে নবী মোহাম্মদ জয় করতে পারল না এবং তার উন্মদদের শিখাল না শয়তানকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় কারন মোহাম্মদই নিজে শয়তানের কাছে পরাজিত শয়তান ছিল সুতরাং প্রমাণিত হয় মোহাম্মদ আসলে শয়তানের নবী।
ভিডিওটি দেখার জন্য নীচের লিঙ্কে গিয়ে দেখে নিন।
ruclips.net/video/QBtF3I7fDfU/видео.html
Bangladesh er telifilm gulo sottie kub bhalo hoi, kub e bhalo story line thaky, kub e positive way ty banano hoi, many congratulations to each and every one who is involve to create this telefilm.. 🙏
Love from Siliguri, West Bengal, just excellent. Words are not enough to describe this. Thank you for making such quality content in Bengali.
বেশি ন্যাকামি আর নকল না আমাদের স্বাভাবিক জীবনই পারে নাটক হিট করতে আর এই নাটক তারই প্রমাণ ☺
আমি ইন্ডিয়ান, সিঙ্গাপুর থেকে দেখি বেশ ভালো লাগে নাটক গুলো।
Welcome 😇😊☺
Thanks
বাহ! বেশিরভাগ দর্শক দেখছি কলকাতার। আসলেই আমাদের দেশের নাটকের কাহিনী গুলো খুব সুন্দর।
খুব সুন্দর ! প্রেম কত অনুভূতি বহন করে ভুলেই গিয়েছিলাম । অনেক দিন পর নিজেকে খূজে পেলাম ।
এক দম ঠিক,ভারতে এ রকম ছোট নাটক খুব কম হয়, বাংলা দেশের নাটকগুলো দেখি , ভালো লাগে।
হু ভারতে শুধু সিরিয়াল চলে..... এখানে নাটকের ধারণা নেই। সিরিয়াল অর্থাৎ ধারাবাহিক নাটক। কিন্তু এইগুলো প্যাকেজ নাটক। প্যাকেজ নাটক টেলিফিল্মের থেকে একটু ছোট হয়।
অসাধারণ একটি নাটক।ধন্যবাদ বাংলাদেশের মানুষ দের অ্যাতো সুন্দর সুন্দর নাটক উপহার দিয়েছেন তার জন্য।
West Bengal, India...
আপনাকেও ধন্যবাদ দাদা 💟
অপূর্ব, সমাজে প্রত্যেক টি সংসার এমন সুন্দর হোক। নায়িকা ভদ্রমহিলা আমাকে পাগল করে দিয়েছে। মুল হচ্ছে মানসিকতা।
খুব খুব ভালো লাগলো। তিশা ম্যাডাম এমনিতেই আমার পছন্দের অভিনেত্রী। গল্পটিও ভারী সুন্দর। পশ্চিম বঙ্গ, ভারত থেকে।
গল্প টা এতটাই ভালো,
আর তিশা ম্যাম এর acting এতটাই ভালো যে ,
আপনার চোখে জল চলে আসবে শেষ দৃশ্যে।
দারুন, মন ছুয়ে গেল।
ঠিক দাদা
Perfect statement.
Love from Kolkata, India. 💗
2 দুই হাজার ২৪/৩/১৯ তারিখ দেখে গেলাম এখনো আমার মনে হয়েছে এই নাটক টা এখনো সেরা একমত হলে লাইক দিয়ে যানায়েন tnx সবাইকে ❤❤
Being indian bengoli its very interesting to see such a well balanced play,freshen up mind and mood.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
একজনের মেজাজ গরম আর আরেক জনের মেজাজ খুবই ঠান্ডা, বেশ ভালই জমেছে নাটকটা।
অসাধারণ সব নাটক। আমাদের দেশে তো এসব উঠেই গেছে। সত্যিই এই নাটক গুলি অসাধারণ এবং এগুলি দেখতে আমি খুবই ভালোবাসি। বাস্তব জীবনের জন্য এগুলি সত্যিই শিক্ষণীয়
Very
Nice
@@sadequrrahmantalha4256 KK KK km km km km km km km km km km km KK km km km KK km km km km kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk
Ami Kolkata te thaki. Bangladesher notok eto valo lage RUclips e daily dekhi.bangali culture bangladesher natok dekhle khub anuvob hoy.