অনেকদিন আগে এই চ্যানেলের একটি গল্প আমি শুনেছিলাম আমার কর্তামশাইয়ের সুপারিশে। গল্পটির নাম ছিল "মবিডিক"। সিরিয়াসলি বলছি, অসাধারণ লেগেছিল। চ্যানেলে প্রচারিত গল্পগুলির থাম্বনেল এক ঝলক দেখে বুঝতে পেরেছিলাম যে এনারা একদম অন্যরকম গল্পের ডালি সাজিয়ে শ্রোতাদের উপহার দিচ্ছেন। যার মধ্যে সবথেকে বেশি রয়েছে কালজয়ী সব বিদেশি সাহিত্যের বাংলা অনুবাদ। এই 'বাংলায় অনুবাদ' কাজটা যে নেহাত সহজ নয় সেটা ভালোভাবেই জানি। এমন একটি কঠিন কাজকে বাস্তবায়িত করার জন্য প্রথমেই এই কাহিনীর অনুবাদক স্বাগতা সাহা ভৌমিক-কে কুর্নিশ জানাই। এরপর আসা যাক উপস্থাপনায়। যে মিউজিকটা দিয়ে গল্প শুরু হল সেটা শুনেই আমার মতো অনেক শ্রোতারা থমকে যাবেন। তারপর গল্প যত এগিয়েছে ততই নানা প্রকার শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতের খেলায় সামগ্রিক উপস্থাপনা আরও বেশি জমজমাট হয়েছে। অনেক দিন পরে কোন গল্পে কথকের কন্ঠ সত্যিই মন ছুঁয়ে গেল। "মবিডিক" গল্পেও মন দিয়ে শুনেছিলাম, ভালো লেগেছিল। আজকে আরও একবার ভালো লাগলো। উচ্চারণ আর অভিনয় দুটোই যাকে বলে "পারফেক্ট"। বাকি কণ্ঠশিল্পীরাও নিজেদের দক্ষতাকে উজাড় করে দিয়েছেন। তাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। তবে হ্যাঁ, আমার কিন্তু গায়ে কাঁটা দিয়েছে যখন "উমবোপা" নামক চরিত্রটি কাহিনীতে অবতীর্ণ হলেন। মানে ভাবুন, উমবোপা'র পাশে বসে তার কন্ঠ আমি ইউটিউবে শুনছি...এটা নেহাত কম বড় কথা নয়। সবশেষে বলি পোস্টারের কথা। It's just perfect... ঝকঝকে পোস্টারটা মানুষের ফিডে আসলেই একবার ক্লিক করবেন। খুব সুন্দর কাজ। অনেক দিন পর একটা খুব ভালো গল্প শুনলাম। Vale of Tales-এর জন্য থাকলো একরাশ শুভকামনা।
গল্পটি শুনলাম সবটা।আসলে এটি আমার কাছে এক বিশেষ উপহার।কিছুদিন আগে হেগার্ডের "She" ও "Return of She" বই দুটির অনুবাদ পড়ে তার লেখার ব্যাপারে একটা আগ্রহ জন্মেছিল।আর এরই কিছুদিন পর চ্যানেলের ফেসবুক পেজে প্রকাশ করা হয় আসন্ন গল্পের নাম যা হেগার্ডের সেরা উপন্যাস ছিল। অসংখ্য ধন্যবাদ Vale of Tales কে,জাগতিক সকল ব্যাস্ততা থাকা সত্ত্বেও আপনারা আমাদের জন্য কষ্ট স্বীকার করে গল্পগুলো উপহার দেন। ❤️🇧🇩
যতোই শুনছি ততোই মুগ্ধ হচ্ছি..এক কথায় অতুলনীয়..অসম্ভব সুন্দর পরিবেশনা..শীর্ষেন্দু স্বাগতা সহ পুরো টিমকে আমার কুর্নিশ..আর পোস্টার ডিজাইন খুব সুন্দর..সকলকে আমার আন্তরিক ধন্যবাদ..সকলে খুব খুব ভালো থাকুন..পরের পর্বের অপেক্ষায় রইলাম ❤❤❤❤❤❤
একসাথে দুই ঘণ্টা বের করতে একটু দেরী হলো, নাহলে আগেই শুনতাম। কিন্তু দুই ঘণ্টা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। অনবদ্য। আমি বরাবরই তোমাদের অনুবাদে মুগ্ধ হই, যেন আরো পরিশীলিত হচ্ছে দিন দিন। ইন্টোডাক্টরি স্কোরটা দিয়েই তো মন কেড়ে নিলে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
অনেক কষ্ট করে এতো কোয়ালিটিফুল কন্টেন দেয়ার জন্য আপনাদের ধন্যবাদ। এতো সুন্দর করে ক্রেডিট দিয়ে টিমের সকল কে আমাদের সাথে পরিচয় করে দিয়েছেন এটা সত্যি খুব ভাল উদ্দ্যোগ ❤️❤
Starting music ta durdanto.....puro dube giyechilam... Eto Bhalo Kuno bhashatei bole bujhano possible na. 😃😃 r golper kotha alada Kore ki bolbo khub Bhalo lage erokom adventures golpo guli.....chader pahar er kotha mone pore gelo😀😀😀
পরে শুনবো, পরে শুনবো করে, আজ শুনেই ফেললাম। আসলে এইরকম উপন্যাস এর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করা বেশ চাপের ব্যাপার। অসাধারণ উপস্থাপনা, দুর্দান্ত ঝরঝরে অনুবাদ, সঙ্গে মানানসই ব্যকগ্রাউন্ড মিউজিক, পোস্টার, সব মিলিয়ে একটা আলাদা লেভেলের প্রোডাকশন। এসব একমাত্র আপনাদের পক্ষেই সম্ভব। আন্তরিক ধন্যবাদ, অকুণ্ঠ শুভেচ্ছা, ভালবাসা রইল আপনাদের প্রত্যেকের জন্য। সবাই খুব ভাল থাকবেন। ❤❤❤❤❤❤❤❤
Shunlam sobta. Bissas koro sei j chander pahar shune chokh bondho kore je feel peyechilam, thik seirup abeg ..... Hats off to you sirshendu da. Hats off. #VOTalways
🤣🤣🤣🤣...... Seriously sir, শেষ 30 minutes সেই ছিল, বিশেষ করে শ্বেতশুভ্র পদ যুগল।🤣🤣🤣🤣 আপনি অট্টহাসি control করতে পারলেও আমি করতে পারিনি।🤣🤣🤣🤣 হাসতে হাসতে পেট, গাল, চোয়াল সব ব্যাথা হয়ে গেল।😂😂😂😂....... All over, অসাধারণ!...... আর intro music নিয়ে তো কিছু বলার নেই। Bluetooth Speaker-এ শুনতে শুনতে dinner করছিলাম আর dinner করতে করতে নামছিলাম। দু মাস পর আবার এতো সুন্দর একটা project পেয়ে খুব ভালো লাগলো।😊😊❤❤
The music at the inception is mesmerizing, perfectly creating the atmosphere of the tale. The suspense and thrill have been exceptionally catered through the translation. Salute to Vale of Tales team.
Sudhumatro Oshoriri ar tantra-mantra e Aloukik er jonmo dey na, ekebarei sadharan manush taar oloukik abeg o buddhi diyeo jonmo dite pare Aloukik er .... Ei golpo e taar praman ❤❤❤
দারুণ লাগলো। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। আপনাদের উপস্থাপনা যেমন সুন্দর গল্প চয়ন ও তেমনই সুন্দর। একটা অনুরোধ রইলো। আগাথা ক্রিস্টির একটা নূতন উপন্যাস চাই। পোয়ারোর উপন্যাস হলে তো খুব ভালো হয়। তা না হলে ও চলবে। কিন্তু আগাথা ক্রিস্টিকে প্রিয় চ্যানেলে আবারো চাই। 💕💕
অসাধারণ! মনে হচ্ছিল কান দিয়ে সিনেমা দেখছি।সিনেমা তো দেখতে আর শুনতে হয়, আর এখানে কখন যেন গল্পের মধ্যে ঢুকে গেছি! জলের অভাবে, না খেতে পেয়ে, ঠান্ডায় মরতে মরতে যেমন বেঁচে ফিরেছি, ট্রাউজার ছাড়া একগালে দাড়ি রাখা ভদ্রলোককে দেখে হাসি চেপে রাখতে পারিনি। তবে মনে রাখবেন আপনাদের পেছনেই কিন্তু মীর আর মির্চি বাংলা প্রচণ্ড চেষ্টা করে চলেছে তাদের হারানো জায়গা ফিরে পাওয়ার জন্য।
Please ei famous novels gulo upload krte thakun! Specially ei Prisoner of zendar moto gulo! Mane ki bolbo? Ami 3 din golpo tar mddhe e jeno dhuke chhilam.. flabiar jonyo onek kedechi seshe... Oshadharon ♥️♥️
শীর্ষেন্দু দা, তোমার English এর উচ্চারণ। আহা 🙏💓 তুমি english literature টা তোমার channel এ বেশি করে represent করো please কারণ অন্তত কোনো একটা audio channel তো থাকুক যে বাংলা সাহিত্য কে ব্যতিরেকে ইংরেজি সাহিত্য টাকেও প্রাধান্য দেয়। ভালো ভালো গল্প আরও হোক
Team@@ValeofTales যদি 20000 Leagues Under the Sea এর উপস্থাপনা করে, তাহলে অনুরোধ করব যিনি The Prisoner of Zenda তে Colonel Sapt এর চরিত্রে কণ্ঠ প্রদান করেছিলেন, তিনিই যেন Captain Nemo-র ভূমিকা টি করেন। আশা করি শির্শেন্দুদা শ্রোতাভক্তের এই অনুরোধ টুকু রাখবেন 🙏🙏।
শীর্ষেন্দু স্যার আর স্বাগতা ম্যাম আপনাদের কণ্ঠস্বর আর অভিনয় আমার দারুন ভালো লাগে আমি আপনাদের চ্যানেলে সেই ক্লাস রুম গল্প তার পর না ডাক আরও কিছু সাম্প্রতিক Prisoner of Zenda সব শুনেছি V O T আপনাদের চ্যানেলে বেশ ভালো ভালো গল্প শুনতে পাই এটাও শুনছি দেখি পর্ব দুই শুনে এখন পর্ব এক শুনছি দারুন দারুন সুন্দর লাগছে অনেক অনেক ধন্যবাদ জানাই V O T টীম কে ♥️❤️❤️❤️❤️🙏🙏🙏
অডিও স্টোরির সাউন্ড এফেক্ট শুনে জংলি সর্দার অবাক। কি বুঝল কে জানে, তাঁরার দেশের এও এক ভেল্কি ভেবে, এপিসোডের দ্বিতীয় পর্ব শোনার জন্য বার বার তাগাদা দিতে লাগল। কিন্তু দ্বিতীয় পর্ব কবে আসবে, নিজেরাও জানি না। সুতরাং বিড়ম্বনা থেকে মুক্তি পেতে এখন শুধু অপেক্ষার পালা।।
আমাদের অভিযাত্রী দলের একজন দ্বোভাষী আছেন। সলোমনের খনি ; দ্বিতীয় পর্বটি যখন জুলু ভাষায় জংলীদের কাছে তুলে ধরা হলো-- জংলিরা যুগপৎ আনন্দ ও বিস্ময়ে উল্লসিত হল। তোয়ালা সর্দারও উচ্ছ্বাস পূর্বক দুই হস্ত তুলিয়া নিত্যা নন্দ স্টাইলে নাচিতে লাগিল। কিন্তু যখন শুনল, আজ রাত সাড়ে দশটায় দ্বিতীয় পর্বটি আসার অপেক্ষায়, জংলিরা জয়ঢাক বাজিয়ে পুনঃ পুনঃ হর্ষ ধ্বনি দিল।।
Ota amader channel e chilo, kintu ekhon bishesh kichu karone otake tule neoa hoeche. Amra ekhuni ota ante parbo na. Jodi in future somvob hoi, then chesta korbo.🙏❤️
অনেকদিন আগে এই চ্যানেলের একটি গল্প আমি শুনেছিলাম আমার কর্তামশাইয়ের সুপারিশে। গল্পটির নাম ছিল "মবিডিক"। সিরিয়াসলি বলছি, অসাধারণ লেগেছিল। চ্যানেলে প্রচারিত গল্পগুলির থাম্বনেল এক ঝলক দেখে বুঝতে পেরেছিলাম যে এনারা একদম অন্যরকম গল্পের ডালি সাজিয়ে শ্রোতাদের উপহার দিচ্ছেন। যার মধ্যে সবথেকে বেশি রয়েছে কালজয়ী সব বিদেশি সাহিত্যের বাংলা অনুবাদ।
এই 'বাংলায় অনুবাদ' কাজটা যে নেহাত সহজ নয় সেটা ভালোভাবেই জানি। এমন একটি কঠিন কাজকে বাস্তবায়িত করার জন্য প্রথমেই এই কাহিনীর অনুবাদক স্বাগতা সাহা ভৌমিক-কে কুর্নিশ জানাই।
এরপর আসা যাক উপস্থাপনায়। যে মিউজিকটা দিয়ে গল্প শুরু হল সেটা শুনেই আমার মতো অনেক শ্রোতারা থমকে যাবেন। তারপর গল্প যত এগিয়েছে ততই নানা প্রকার শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতের খেলায় সামগ্রিক উপস্থাপনা আরও বেশি জমজমাট হয়েছে।
অনেক দিন পরে কোন গল্পে কথকের কন্ঠ সত্যিই মন ছুঁয়ে গেল। "মবিডিক" গল্পেও মন দিয়ে শুনেছিলাম, ভালো লেগেছিল। আজকে আরও একবার ভালো লাগলো। উচ্চারণ আর অভিনয় দুটোই যাকে বলে "পারফেক্ট"। বাকি কণ্ঠশিল্পীরাও নিজেদের দক্ষতাকে উজাড় করে দিয়েছেন। তাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা।
তবে হ্যাঁ, আমার কিন্তু গায়ে কাঁটা দিয়েছে যখন "উমবোপা" নামক চরিত্রটি কাহিনীতে অবতীর্ণ হলেন। মানে ভাবুন, উমবোপা'র পাশে বসে তার কন্ঠ আমি ইউটিউবে শুনছি...এটা নেহাত কম বড় কথা নয়।
সবশেষে বলি পোস্টারের কথা। It's just perfect... ঝকঝকে পোস্টারটা মানুষের ফিডে আসলেই একবার ক্লিক করবেন। খুব সুন্দর কাজ। অনেক দিন পর একটা খুব ভালো গল্প শুনলাম। Vale of Tales-এর জন্য থাকলো একরাশ শুভকামনা।
অনেক অনেক ধন্যবাদ ❤️❤️❤️❤️😇😇😇😇🙏🙏🙏🙏
Khub bhalo laglo. Ei golpoti amar khub priyo.
Thank you so much ❤️😇🙏
গল্পটি শুনলাম সবটা।আসলে এটি আমার কাছে এক বিশেষ উপহার।কিছুদিন আগে হেগার্ডের "She" ও "Return of She" বই দুটির অনুবাদ পড়ে তার লেখার ব্যাপারে একটা আগ্রহ জন্মেছিল।আর এরই কিছুদিন পর চ্যানেলের ফেসবুক পেজে প্রকাশ করা হয় আসন্ন গল্পের নাম যা হেগার্ডের সেরা উপন্যাস ছিল।
অসংখ্য ধন্যবাদ Vale of Tales কে,জাগতিক সকল ব্যাস্ততা থাকা সত্ত্বেও আপনারা আমাদের জন্য কষ্ট স্বীকার করে গল্পগুলো উপহার দেন। ❤️🇧🇩
Thank you so much ❤️😇🙏
Jemon opurbo kahini temoni odvut sundor tar intro music ❤❤
Thank you so much ❤️😇🙏
Erokom valo valo jinish aro chai 👍👍👍👍👍👍👍
নিশ্চয়ই আসবে 😊🙏
kharap lage ata dekhe erokom osadharon golpo gulo reach pai na but osadharon sob uposthapona r jonno osonkho dhonnyobad!!
Akmot
Thank you so much ❤️😇🙏
অসাধারণ ও সুন্দর প্রচেষ্টা, বাকি পর্ব এর জন্য অপেক্ষায় আছি 👌👌
Thank you so much ❤️😇🙏
যতোই শুনছি ততোই মুগ্ধ হচ্ছি..এক কথায় অতুলনীয়..অসম্ভব সুন্দর পরিবেশনা..শীর্ষেন্দু স্বাগতা সহ পুরো টিমকে আমার কুর্নিশ..আর পোস্টার ডিজাইন খুব সুন্দর..সকলকে আমার আন্তরিক ধন্যবাদ..সকলে খুব খুব ভালো থাকুন..পরের পর্বের অপেক্ষায় রইলাম ❤❤❤❤❤❤
Thank you so much ❤️😇🙏
Awesome....darun laglo shunte ei old classic ta. Bar bar shunte iche korche.
Thank you so much ❤️😇🙏
খুব খুব খুব ভালো লাগলো। পরের পর্বের অপেক্ষায় রইলাম 👍👍👍
Thank you so much ❤️😇🙏
Anek bin pare abar ki darun akta Golpo
😇😇❤️❤️
একসাথে দুই ঘণ্টা বের করতে একটু দেরী হলো, নাহলে আগেই শুনতাম। কিন্তু দুই ঘণ্টা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। অনবদ্য। আমি বরাবরই তোমাদের অনুবাদে মুগ্ধ হই, যেন আরো পরিশীলিত হচ্ছে দিন দিন। ইন্টোডাক্টরি স্কোরটা দিয়েই তো মন কেড়ে নিলে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ দিদি😊❤️❤️😇
অনেক কষ্ট করে এতো কোয়ালিটিফুল কন্টেন দেয়ার জন্য আপনাদের ধন্যবাদ। এতো সুন্দর করে ক্রেডিট দিয়ে টিমের সকল কে আমাদের সাথে পরিচয় করে দিয়েছেন এটা সত্যি খুব ভাল উদ্দ্যোগ ❤️❤
Thank you so much ❤️😇🙏
সত্যি কথা বলতে কি অধীর আগ্রহে অপেক্ষা করি Vale of Tales-র। আর তোমরা কখনোই নিরাশ করো না, এইভাবেই এগিয়ে যাও, অনেক শুভকামনা ❤
Thank you so much ❤️😇🙏
Vote of thanks ❤...keep up the legacy
Thank you so much ❤️😇🙏
Starting music ta durdanto.....puro dube giyechilam... Eto Bhalo Kuno bhashatei bole bujhano possible na. 😃😃 r golper kotha alada Kore ki bolbo khub Bhalo lage erokom adventures golpo guli.....chader pahar er kotha mone pore gelo😀😀😀
Thank you so much ❤️😇🙏
Shuru korlam. #VOT always
❤️❤️❤️
পরে শুনবো, পরে শুনবো করে, আজ শুনেই ফেললাম। আসলে এইরকম উপন্যাস এর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করা বেশ চাপের ব্যাপার। অসাধারণ উপস্থাপনা, দুর্দান্ত ঝরঝরে অনুবাদ, সঙ্গে মানানসই ব্যকগ্রাউন্ড মিউজিক, পোস্টার, সব মিলিয়ে একটা আলাদা লেভেলের প্রোডাকশন। এসব একমাত্র আপনাদের পক্ষেই সম্ভব। আন্তরিক ধন্যবাদ, অকুণ্ঠ শুভেচ্ছা, ভালবাসা রইল আপনাদের প্রত্যেকের জন্য। সবাই খুব ভাল থাকবেন। ❤❤❤❤❤❤❤❤
অনেক অনেক ধন্যবাদ। দ্বিতীয় পর্ব এসে গেছে আজ। আপনিও খুব ভালো থাকবেন❤️❤️❤️
@@ValeofTales হ্যাঁ, দ্বিতীয় পর্বটিও শুনে শেষ করেছি, আর তৃতীয় এবং অন্তিম পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। খুব খুব ভাল লেগেছে। 🙏❤️❤️❤️❤️
এগিয়ে যান আপনাদের প্রায় সব গল্প শুনি
Thank you so much ❤️😇🙏
দারুন দারুন ❤❤❤ পরেরটার অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম 😊😊
Thank you so much ❤️😇🙏
@@ValeofTales 😊
মির্চি বাংলাতে মেইল দিয়েছি অনেকবার স্যার হেনরী রাইডার হ্যাগার্ড এর উপন্যাস এর জন্য। ফাইনালি আপনাদের এখানে পেলাম। অন্যান্য গুলোও আনবেন দয়াকরে
❤️❤️❤️
মির্চি বাংলা তে মেইল দিয়েছি (খুব ুদিয়েছো,)
@@nilakash3994 আপনি সুন্দর আপনার ভাষার মতো।
@@nilakash3994Are bhai😂
@@nilakash3994😂
3 te part sune felechi
Abar sunte cholechi
Thank you so much ❤️😇🙏
অনেক অপেক্ষা পরে এসেছে । এবার শোবার পালা ❤
❤️😇
Apnader channel er uposthapona r golpo path asadharon. Ami apnader channel er khub Boro fan.
Thank you so much ❤️😇🙏
Henry Rider Heggard er golper jonno onek dhonnobad..onek opekkhay chhilam
Thank you so much ❤️😇🙏
আপনাদের গল্প উপস্হাপনা সেরা🔥
love from Bangladesh.
Thank you so much ❤️😇
A rokom golpo khub valo lage dada 🤗
Thank you so much 😊🙏❤️
Guptodhoner golpo amar khub prio ❤❤❤❤❤❤❤
❤️❤️
Darun golpo 1ta
Thank you so much ❤️😇🙏
Darun golpo 😊🌻
Thank you so much ❤️😇🙏
khub sundor laglo
Thank you so much ❤️😇🙏
Shunlam sobta. Bissas koro sei j chander pahar shune chokh bondho kore je feel peyechilam, thik seirup abeg .....
Hats off to you sirshendu da. Hats off. #VOTalways
Thank you so sooo much ❤️😇🙏
Sir asadharan 🥰🥰ki je bhalo lage apnar sobkota anubad story gulo ki bolbo ☺️☺️☺️☺️ . Please do it again and again and again and again 🥰🥰🥰🥰
Thank you so much ❤️😇🙏
Excellent ❤❤❤ job, requesting for nil bosona sundori
Thank you so much ❤️😇🙏
@@ValeofTales please think on nil bosona sundari, detective story ,❤️❤️❤️🙋
অসাধারণ। অনেক ভালোবাসা আমার প্রিয় চ্যানেল কে।
Thank you so much ❤️😇🙏
1st part was adventurous 👌👍 eagerly waiting for the next part 🤗🥰
❤️😇
Ekta request sir Mario pujo r lekha the Godfather golpota chai
aii story ta magic box a story ch. 1st sune6ilam but apnader বাচনভঙ্গী অনবদ্য😊
Thank you so much ❤️😇🙏
অসাধারণ ❤️
Thank you so much ❤️😇🙏
Lovely Innovation 🎉
অনেক ধন্যবাদ 😇❤️❤️
এই অসাধারণ চ্যানেলটির নতুন গল্প এসে গেছে। আর কি চাই !! জমিয়ে শুনতে হবে 🎉
Thank you so much ❤️😇🙏
🤣🤣🤣🤣...... Seriously sir, শেষ 30 minutes সেই ছিল, বিশেষ করে শ্বেতশুভ্র পদ যুগল।🤣🤣🤣🤣
আপনি অট্টহাসি control করতে পারলেও আমি করতে পারিনি।🤣🤣🤣🤣
হাসতে হাসতে পেট, গাল, চোয়াল সব ব্যাথা হয়ে গেল।😂😂😂😂....... All over, অসাধারণ!...... আর intro music নিয়ে তো কিছু বলার নেই। Bluetooth Speaker-এ শুনতে শুনতে dinner করছিলাম আর dinner করতে করতে নামছিলাম।
দু মাস পর আবার এতো সুন্দর একটা project পেয়ে খুব ভালো লাগলো।😊😊❤❤
Thank you so much bon❤️😇 😇😇❤️❤️
😅
Very nice laglo golpo ta
Thank you so much ❤️😇🙏
Darun darun 🎉🎉🎉
Thank you so much ❤️😇🙏
দুর্দান্ত কাহিনি বিন্যাস / অভিনয় / শুদ্ধ ইংরেজি উচ্চারণ / সব কিছুর মিশেলে একটি স্মার্ট ও আকর্ষণীয় উপস্থাপনা / সর্বত্র শিক্ষার ছাপ 🎉
অনেক অনেক ধন্যবাদ ❤️😇🙏😊
The music at the inception is mesmerizing, perfectly creating the atmosphere of the tale.
The suspense and thrill have been exceptionally catered through the translation. Salute to Vale of Tales team.
Thank you so much ma'am ❤️😇🙏
Sudhumatro Oshoriri ar tantra-mantra e Aloukik er jonmo dey na, ekebarei sadharan manush taar oloukik abeg o buddhi diyeo jonmo dite pare Aloukik er .... Ei golpo e taar praman ❤❤❤
Thank you so much ❤️😇🙏
এই চ্যানেল টা আরো ভালোবাসা ডিজার্ভ করে❤
❤️❤️❤️😇😇😇
খুব ভালো ❤
Thank you so much ❤️😇🙏
MANY LOVE FROM BANGLADESH
❤️❤️❤️❤️❤️😇🙏🙏
আপনাদের উপস্থাপনা দারুন
Thank you so much ❤️😇🙏
Darun3.
Thank you so much ❤️😇
দারুণ লাগলো। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
আপনাদের উপস্থাপনা যেমন সুন্দর গল্প চয়ন ও তেমনই সুন্দর। একটা অনুরোধ রইলো। আগাথা ক্রিস্টির একটা নূতন উপন্যাস চাই। পোয়ারোর উপন্যাস হলে তো খুব ভালো হয়। তা না হলে ও চলবে। কিন্তু আগাথা ক্রিস্টিকে প্রিয় চ্যানেলে আবারো চাই। 💕💕
Thank you so much ❤️😇🙏
😊wow😊
❤️❤️
Beautiful
❤️😇
Music ta fabulous 😍
Thank you so much ❤️😇🙏
@@ValeofTales Apnader kaj atto tai bhalo je thik proshongsha adai kore nen . ❤️
Pride and Prejudice ar moto golpo sunta chai araoo plsee🙏🙏🙏🙏🙏
British historical Romance ar golpo aro chai 🙏🙏
Chesta korbo nischoi 😊😇
Uff finally 🥰
Asha kori onuroktoder sob man oviman dure cole gase ai nibedoner por.
And personally I want to thanked you bro😍
Thank you so much ❤️😇🙏
অসাধারণ! মনে হচ্ছিল কান দিয়ে সিনেমা দেখছি।সিনেমা তো দেখতে আর শুনতে হয়, আর এখানে কখন যেন গল্পের মধ্যে ঢুকে গেছি! জলের অভাবে, না খেতে পেয়ে, ঠান্ডায় মরতে মরতে যেমন বেঁচে ফিরেছি, ট্রাউজার ছাড়া একগালে দাড়ি রাখা ভদ্রলোককে দেখে হাসি চেপে রাখতে পারিনি। তবে মনে রাখবেন আপনাদের পেছনেই কিন্তু মীর আর মির্চি বাংলা প্রচণ্ড চেষ্টা করে চলেছে তাদের হারানো জায়গা ফিরে পাওয়ার জন্য।
Thank you so much ❤️😇🙏
Excellent.
Thank you so much ❤️😇🙏
Darun ❤❤❤❤❤
Thank you so much ❤️😇🙏
গোড়াতেই চমক/ এপিসোডের শুরুতে ফিচার ফিল্মের স্টাইলে টাইটেল পেজ্ / যেন কানে কানে সিনেমা দেখার আমেজ 🎉
Thank you so much ❤️😇
Eagerly waiting ✋️
❤️😇
রসেবশে থাকার 🎉 শুভেচ্ছা রইল।।
আপনাকেও❤️❤️
চলে এসেছি❤
😇😇😇❤️❤️❤️
Good One😊
😇❤️🙏
বাঃ! খুব ভালো । একটি জিজ্ঞাসা । কটি পর্বে এই বইটি শোনা যাবে ?
তিনটি পর্বে 😇🙏
অসাধারণ
Thank you so much ❤️😇🙏
Please ei famous novels gulo upload krte thakun! Specially ei Prisoner of zendar moto gulo! Mane ki bolbo? Ami 3 din golpo tar mddhe e jeno dhuke chhilam.. flabiar jonyo onek kedechi seshe... Oshadharon ♥️♥️
Thank you so much ❤️😇🙏
Khub valo hyche ❤
agatha christie er baki golpo gulo ki ar kono dino phire pabo na amra ??
Thank you so much ❤️😇🙏
Excellent ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ 🙏❤️🥰
Sir Rupart of Hentzau Onubad korar onurodh korchi..
Love From Bangladesh❤
Chesta korbo ❤️😇
@@ValeofTales thank You sir😊
reply peye onk happy holam...
Rupert of Hentzau onubad koriyen..plz sir❤️
শীর্ষেন্দু দা, তোমার English এর উচ্চারণ। আহা 🙏💓 তুমি english literature টা তোমার channel এ বেশি করে represent করো please কারণ অন্তত কোনো একটা audio channel তো থাকুক যে বাংলা সাহিত্য কে ব্যতিরেকে ইংরেজি সাহিত্য টাকেও প্রাধান্য দেয়। ভালো ভালো গল্প আরও হোক
I am supporting you
Thank you so much ❤️😇🙏
Another masterpiece
Thank you so much ❤️😇🙏
Brilliant ❤
Thank you so much ❤️😇🙏
sir gawain green night golpo theke follow kor6i rater ghum ja amr jome jaj apnar উপস্থাপনায় ধন্যবাদ।
Thank you so much ❤️😇🙏
superb ❤😊❤
Thank you so much ❤️😇🙏
❤ subhadip and snehadri
Thank you so much ❤️😇🙏
@@ValeofTales Hollywood version e Stuart Granger graced with his portrayal of quartermain. You people have brought it back
অনেক ভালো লাগলো ভাই।
এই গল্পের অন্য পার্টটা কবে দিবেন ?
Next Saturday!😊😊
সামনের শনিবার❤️🙏😇
"Rupert of Hentzau" আর "20000 Leagues Under The Sea" শোনানোর অনুরোধ করছি 🙏।
চেষ্টা করব নিশ্চয়ই ❤️😇
Amaro khub pochonder captain nemo
Team@@ValeofTales যদি 20000 Leagues Under the Sea এর উপস্থাপনা করে, তাহলে অনুরোধ করব যিনি The Prisoner of Zenda তে Colonel Sapt এর চরিত্রে কণ্ঠ প্রদান করেছিলেন, তিনিই যেন Captain Nemo-র ভূমিকা টি করেন। আশা করি শির্শেন্দুদা শ্রোতাভক্তের এই অনুরোধ টুকু রাখবেন 🙏🙏।
@@sandipanmukherjee2029 Captain Nemo is an extremely powerful character. Very charismatic.
Bal Cera channel😂
শুনছি
❤️❤️😇😇
Erpor Vale of tales originals cai kintu....😊
Joto taratari sombhob niye asar chesta korbo❤️
👌👌👌👌
Thank you so much ❤️😇🙏
2nd part please
On this Saturday ❤️
Excellent ❤
Thank you so much❤️😊
Amar mone ache, ei channel ta dube jachhilo ekta shomay. Kotha theke uthe ki ki golpo present korche ei channel ta aaj kaal... Rest is history🙏🙏❤❤
Thank you so much dada ❤️❤️🙏😇Tobe amra kakhono dube jacchilam na, but jetam na, karon apnar moton srota bondhura amader pashe achen❤️❤️apnader valobasa o suvo kamona amader sathe ache. Evabei amra egiye jabo❤️❤️😇😇🙏valo thakben dada. Evabei amader pashe thakben.
শীর্ষেন্দু স্যার আর স্বাগতা ম্যাম আপনাদের কণ্ঠস্বর আর অভিনয় আমার দারুন ভালো লাগে আমি আপনাদের চ্যানেলে সেই ক্লাস রুম গল্প তার পর না ডাক আরও কিছু সাম্প্রতিক Prisoner of Zenda সব শুনেছি V O T আপনাদের চ্যানেলে বেশ ভালো ভালো গল্প শুনতে পাই এটাও শুনছি দেখি পর্ব দুই শুনে এখন পর্ব এক শুনছি দারুন দারুন সুন্দর লাগছে অনেক অনেক ধন্যবাদ জানাই V O T টীম কে ♥️❤️❤️❤️❤️🙏🙏🙏
অনেক অনেক ধন্যবাদ 😇❤️❤️❤️🙏
Sirsendu babu apnar english pronunciation atttto sundor mone hoe "কর্ণ দিয়া মরমে পশিল
আকুল করিল প্রাণ "। awesome presentation
Thank you so much ❤️😇🙏
অডিও স্টোরির সাউন্ড এফেক্ট শুনে জংলি সর্দার অবাক। কি বুঝল কে জানে, তাঁরার দেশের এও এক ভেল্কি ভেবে, এপিসোডের দ্বিতীয় পর্ব শোনার জন্য বার বার তাগাদা দিতে লাগল। কিন্তু দ্বিতীয় পর্ব কবে আসবে, নিজেরাও জানি না। সুতরাং বিড়ম্বনা থেকে মুক্তি পেতে এখন শুধু অপেক্ষার পালা।।
❤️❤️❤️😂😂😂
Next please 🥺🥺
This Saturday 😊
অনেকদিন পর ভালো এডভেঞ্চার গল্প পেলাম আপনাদের থেকে।লাস্ট মবিডিক এত ভালো লেগেছিলো🧡
-
বাই দা ওয়ে, কয়টা পার্ট হবে এটার!মোট রানটাইম?
Thank you so much ❤️😇. Total tinte porbe asbe. Shonibar ratey
Bliss♡♥︎
❤️❤️😇😇
@@ValeofTales অনেক অপেক্ষায় থাকি দাদা
চালিয়ে যান♡♥︎
👌👌❤️
Thank you so much ❤️😇🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️❤️❤️
আমাদের অভিযাত্রী দলের একজন দ্বোভাষী আছেন। সলোমনের খনি ; দ্বিতীয় পর্বটি যখন জুলু ভাষায় জংলীদের কাছে তুলে ধরা হলো-- জংলিরা যুগপৎ আনন্দ ও বিস্ময়ে উল্লসিত হল। তোয়ালা সর্দারও উচ্ছ্বাস পূর্বক দুই হস্ত তুলিয়া নিত্যা নন্দ স্টাইলে নাচিতে লাগিল। কিন্তু যখন শুনল, আজ রাত সাড়ে দশটায় দ্বিতীয় পর্বটি আসার অপেক্ষায়, জংলিরা জয়ঢাক বাজিয়ে পুনঃ পুনঃ হর্ষ ধ্বনি দিল।।
👏👏😂😂😂
❤
❤️😇
আগাথা ক্রিস্টির 'অ্যান্ড দেয়ার ওয়্যার নান' গল্পটা চাই🥺
Ota amader channel e chilo, kintu ekhon bishesh kichu karone otake tule neoa hoeche. Amra ekhuni ota ante parbo na. Jodi in future somvob hoi, then chesta korbo.🙏❤️
🙂🙂
🙂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️❤️❤️
সলোমনের খনি ; একজন দ্বোভাষী দ্বারা প্রথম পর্বটি যখন জুলু ভাষায় জংলীদের কাছে তুলে ধরা হলো, জংলি রা যুগপৎ আনন্দ ও বিস্ময়ে যারপরনাই উল্লসিত হল।।
❤️❤️😇😂
এর পরের পর্ব কবে আসবে
This Saturday 2nd September