খুব ঘুম পেয়েছিলো। Lyric টা দেখে ঘুম হরিয়ে গেলো। চাই ছুটে জাই দূরে কোথাও পালাই তোমার ছায়া, থেকে সরে যেতে চাই আর আমার কারণে, যদি পেয়ে থেকো ব্যথা মনে রেখো তুমিও দিয়েছিলে কথা। ❤ ভারত থেকে।
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গান টা শোনা হইতো না প্রিয়. M🌹🥀💔 স্মৃতি রেখে গেলাম .... যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসব প্রিয় গান টা 🖤💔🥀
প্রিয় থেকে অপ্রিয়, চেনা থেকে অচেনা, গুরুত্ব থেকে দূরত্বটা সুন্দর ছিল তোমাকে পেয়ে গেলে হয়তো গানটা শোনা হত না স্মৃতি রেখে গেলাম আবার কেউ আমার কমেন্টে লাইক করলে আবার নোটিফিকেশান পেয়ে গানটা শুনতে আসবো☺️🥀💔
জানি না সে কোথায় আছে, কার কাছে আছে,কেমন আছে,??? কতোদিন তাকে দেখি না, কতোদিন আমাদের কথা হয় না। কেটে গেছে বছরের পর বছর, দিনের পর দিন তবুও কেন তার কথা আজও মনে পরে? কেন আবার ইচ্ছে হয় সেই আগের দিন গুলো ফিরে পেতে? ভালোবাসা কতোটা সুন্দর তা হয়তো তুমি চলে না গেলে বুঝতেই পারতাম না। মনের অনুভুতিগুলো আজও অপ্রকাশিত, ইচ্ছে গুলো আজ আর বায়না ধরে না,সপ্ন গুলো আর কাদায় না। ভালো থেকো আমার না হওয়া আমার অনেক দামী ভালোবাসা 🙂☺️
নিজের চেয়ে যাকে ভালবাসতাম। সেই প্রিয় নাম (𝙇𝙖𝙗𝙤𝙣𝙞🫶🖤) তোমায় পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়🙂। স্মৃতি রেখে গেলাম।✊ প্রিয় মানুষটিকে হারানো মানুষগুলো যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ এই comment এ like দিলে notifications পেয়ে আমি আবারও শুনতে আসবো প্রিয় গানটা। 🖤💔🥀
একটা কথা আছে না, জীবনে সব চাওয়া পূরণ হতে নেই। কিছু অপূর্ণতা থাকা ভালো। তুমি আমার সেই অপূর্ণতা। তোমাকে হারানোর পর থেকে এই গানটা খুব ভালো লাগে। শতবছর পর যখন কেউ এই কমেন্টে লাইক দেবে, নোটিফেকেশন আসলে আবার গানটা শুনব। গানে কথার মাঝে তোমাকে খুঁজে নেব। ভালো থেকো আমার না হওয়া পরীটা 😢
@@MadBoy-ic8cz না মেয়েরা এমন হয় না। এবং তার প্রমাণ যদি চান, তাহলে আপনার বাড়িতে আপনার "মা" কে দেখতে পারেন। তিনি হয়তো সব রকম পরিস্থিতিতে আপনার বাবার পাশে আছেন।আর অন্ধকার ছাড়া যেমন আলোর কোন মূল্য থাকে না, ঠিক তেমনি মানুষের মাঝে থাকা কিছু ব্যাতিক্রম ,বলা যায়...খারাপ মানুষ ছাড়া ভালো মানুষের মূল্য থাকে না।তাই বলে কিন্তু মানুষ নামক প্রানীটা খারাপ নয়।তাই এটা বলা যায় না যে, মেয়েরা খারাপ হয়। মেয়েরা রবীন্দ্রনাথের ভাষায় দেবীর মতো। চাইলেই ধরা যাবে না, ছোঁয়া যাবে না,সাধনা লাগবে....যে পুরুষ এই সাধনার দেয়াল অতিক্রম করবে,সে শুধু তার।সে আপনাকে কেন ছেড়ে গেছে বা কেন আপনাদের মাঝে দূরত্ব তা আমার জানা নেই। কিন্তু এটা বলতে পারি,সে যদি আপনার জন্য উত্তম হয় অবশ্যই আপনি তাকে পাবেন....আর যদি না হয়,এর থেকে উত্তম কিছু পাবেন। কারন সৃষ্টিকর্তা কাউকে ঠকান না....যেটা আমরা এখন বুঝতে না পারলেও পরে ঠিকই পারি।
এমনেই দুনিয়ায় নিজেরে ভীষন একা মনে হচ্ছিল চোখের পানি ফেলতে ফেলতে এই গান শুনতেছিলাম , দ্যান মনে হলো সাম হাউ যে গানটা লিখেছে সে কি আমাকে চেনে ? কিভাবে লিখছে সব আমার কথা …
প্রিয়া তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান শুনতে আসতাম না। তোমাকে না পেয়ে যখন ইউটিউব এ আসি গান শুনতে তখন এত সুন্দর গান টা আমার চোখে পড়ে। গানটা শুনতে শুনতে হারিয়ে যাই কোনো এক অজানা ভালো লাগার দেশে। তোমাকে পেলে আরো জীবনটা সুন্দর হতো। আমার এই কমেন্টে যদি কখনো কেউ লাইক দেয় তবে সেই নোটিফিকেশন পেয়ে আবার গানটি শুনতে আসবো
গানটা আমি আগে Original টা শুনলাম. তারপর আপনার lofi remix. 🤍 মানে কি বলবো. আমার Lofi version টাই বেশি ভালো লাগলো 🤍 ধন্যবাদ সাকিব ভাই আমাদের সুন্দর সুন্দর Lofi remix gift করার জন্য
Jibon kokhuno karor jonno thame thake na 😅 kintu priyo manustar chaya kokhuno harai na 😊see chaya ta sarajibon nijer kolpo na te e thake jaii atai bastobota🥰🥀✨
ভালো ছিলো,, বাস্তবতার সাথে অনেক মিল আছে 😍 হয়তো অনেকের জিবনের সাথে মিলে যাবে কথা গুলো,, আমাদের সমাজের মানুষ কেউ ই ভালো নেই,,,, সবার দেখছি প্রিয় মানুষ হারানোর আর্তনাদ 🥀💔
পথের দূরত্বের সাথে মনের দূরত্ব তৈরি করা মানুষ গুলো কেমন নিষ্ঠুর হয় তাইনা? তার জন্য কে কাদলো, কে চিন্তায় অস্থির হয়ে গেলো, কথা বলতে বা এক নজর দেখতে ব্যাকুল হয়ে বসে রইলো, শত অবহেলার পরেও তার পথ চেয়ে বসে রইলো তাতে মানুষ গুলোর না কিছুই আসে যায়না। যাদের আমরা ভালোবাসি তারা সত্যিই খুব অদ্ভুত হয় আর সবার থেকে আলাদা হয়। হয়তো তারা অল্পতেই বুঝবে , বুঝে ভালোবাসার মানে খুঁজে নেবে। আবার কেউ হয়তো বুঝেও অবুঝের মতন আচরণ করবে যেনো সে কিছুই বুঝে না নয়তো কেউ শত বোঝানোর পরেও বুঝবে না। তারা আসলে সব কিছুই বুঝে । কেউ বুঝে নিতে চায় কেউ বুঝে নেয় আর কেউ বুঝতেই চায় না। মানুষগুলোর প্রতি আমাদের বড্ড অভিমান জমে থাকে। ইচ্ছে করে জড়িয়ে ধরে সব অভিমান আর অভিযোগ গুলো বলি। বুকের ভেতরে কথা গুলো জমতে জমতে কেমন যেনো শক্ত হয়ে জড় তে পরিণত হয়ে যাচ্ছে। ক্রমশই এর আয়তন আর ভর বৃদ্ধি পাচ্ছে। মানুষগুলোকে করা অভিযোগ বা তাদের প্রতি অভিমান গুলো যদি তারা তাদের হাতের স্পর্শ দিয়ে একটু শিথিল করে দিত তবে হয়তো রোজ রোজ কিছু মানুষ ভালোবাসার অভাবে মরতো না। মানুষগুলো কেনো মরে??? এর ব্যাখ্যা খুঁজে পেতে গেলে প্রচন্ড যন্ত্রণার সম্মুখীন হতে হবে। এমন একজনকে ভালোবাসতে হবে যে ভাববে আপনি তাকে ভালই বাসেন না। যতই তাকে ভেবে ঘুমোতে যান , হাজারটা মানুষের মাঝেও তাকে স্মরণ করেন না কেনো, লোকাল বাসে বসে ভাড়া দিতে গিয়ে মানিব্যাগের ভেতরের পকেটে রাখা প্রিয় মানুষটির ছবিটি বের করে দেখে মুচকি হেসে বলেন না কেনো পাগলী একটা খুব মনে পড়ছে তোকে, যতই বন্ধুর সাথে আড্ডা মজার মাঝেই থাকেন না কেনো মন আর মাইন্ডে একটা মানুষই ঘুর পাক খাক না কেনো তবুও সেই মানুষটি বলবে আপনি হয়তো তাকে ভালোই বাসেন না। তার সাথে সাথে তার মা-বাবার জন্য পর্যন্ত মোনাজাতে চোখের অশ্রু ফেলে দোয়া চেয়ে থাকেন না কেনো । মাঝরাতে ঘুম ভাঙলে তাকে ভেবে দুফোঁটা অশ্রু ঝরিয়ে কল রেকর্ডিং গুলো বের করে কানে হেড ফোন লাগিয়ে ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়েন না কেনো সে মানুষটি তখনো মনে করবে আপনি তাকে ভালোবাসেন না। এমনটা যখন অনুভব করতে পারবেন সেদিন মরতে ইচ্ছে করবে। এসবের পরেও যখন সে মানুষটা ছেড়ে চলে যায় তখন মরে মানুষ। ভালোবাসা প্রমাণ করতে হবে না। আপনি যদি মনে করেন আপনি তাকে ভালবাসেন তবে হ্যা আপনি তাকে ভালোবাসেন। । শত অবহেলা অপমানের পরেও মানুষগুলোকে আমরা কেনো ভালোবাসি কেনো তাদের ছেড়ে যেতে পারি না এই প্রশ্ন গুলো খুব করবে তারা কিন্তু নিজেরা কখনো এটা বুঝতে চাইবে না যে আমরা কেনো ছেড়ে যেতে পারি না কেনো পরে থাকি তাদের পথ চেয়ে। পৃথিবীতে এত মানুষ থাকতে আমরা কেনো তাদের পেছনে পড়ে আছি কেনো তাদেরই লাগবে আমাদের। তারা শুধু জিজ্ঞেস করবে কেনো পরে আছো। কিন্তু নিজেরা একটিবার ভেবে দেখবে না এত কিছুর পরেও কেনো পরে থাকে মানুষ। তাদের গুরুত্ব আমাদের জীবনে কতটুকু সেটা সম্পর্কে কিছু জানে না তারা। তারা ভাবে ভুলে যাওয়া সহজ। ভুলে যাওয়া সহজ হলে পত্রিকার ফ্রন্ট পেজে লেখা থাকতো না কখনো যে ভালোবাসার মানুষটির জন্য কেও নিজেকে শেষ করে দিয়েছে। খবরে হেড লাইনে থাকতো না ছেলেটি কেনো আত্মহত্যা করলো। এমন হাজারো মানুষ আছে যারা মরতে চেয়ে ও মরতে পরে না কারণ ধর্মে আত্মহত্যার কোনো ক্ষমা নেই। নয়তো এর হার হয়তো আরো হাজারগুণ বেড়ে যেত। কিন্তু তারা মানসিক ভাবে কতটা অসহায় হয়ে পরে ভেতরে ভেতরে যে তারা কতবার মরে যায় সে খবর কে রাখে? ভালোবাসার মানুষ গুলো চাইলেই পারে বাঁচিয়ে তুলতে। মানসিক শান্তি দিতে। খুব বেশি চাওয়া পাওয়া থাকে না মানুষগুলোর কাছে আমাদের। সামান্যতেই আমরা খুশি হই অনেক বেশি। হাজার বোঝানোর পরেও তারা এটাই মেনে চলে আমরা সত্যিই তাদের ভালোবাসি না। তারা কনফিউশনে থাকে। আর আমরা ভেতরে ভেতরে ভাঙতে থাকি পুড়তে থাকি। হাজার কান্না গুলোও তাদের কাছে মূল্যহীন , তারা ভাবে সবার জন্যই চোখে জল আসে। সবাইকে ভালোবাসা যায় সবটা দিয়ে, চাইলেই ভুলে যাওয়া যায়। কিন্তু আমাদের ভালোবাসা গুলো শুধু একটা মানুষেই সীমাবদ্ধ, একজনেই আসক্ত থাকি আমরা সারা জীবন। না বুঝুক তবুও ভালোবেসে যাই আমরা আমাদের মতন করে খুব যত্নে। না মানুক ভালোবাসি, তবুও আমরা মনে স্বপ্ন আশা বুনে বুনে প্রতিটি রাত কাটিয়ে ভোরে তাদের পথে চেয়ে থাকি একটু ভালোবাসা পাবো বলে। আমরা তাদের ভুলতে পারি না। ভালোবাসি তাদের আর ভালোবাসলে ভুলে থাকা যায়না। ভুলে যাবো ভাবলেও যন্ত্রণা হয়। বুকের ভেতরে প্রচন্ড যন্ত্রণা হয়। এগুলো তারা বুঝবে না , জানবেও না । তবুও ভালোবাসি খুব 🥀
গানটা এক সপ্তাহ ধরে খুজছিলাম কিছুতেই লিরিক্স মনে পড়তেছিলোনা। হঠাত করে একজনের আইডিতে খুজে পেলাম। কিন্তু প্রথমে তানভির ইভানের কন্ঠ ভেবে ভুল করে শুধু ওইদিকেই খুজতেছিলাম জন্য পাইনি। হঠাত করে পেয়ে গেলাম। অনেক সুন্দর লিরিক্স এবং কন্ঠ। মনে হচ্ছিল যেনো হৃদয় দিয়ে গান গাচ্ছিলেন ভোকালিস্ট
4 বছর একটা মানুষকে না দেখে ই ভালোবাসলাম তাকে না ছুয়ে ও অনুভব করতাম ভাবে ছিলাম আমাদের হয় তো কেউ আলাদা করতে পারে না , কিন্তু শেষ পর্যন্ত সে ই ছেরে চলে গেলো ... 💔🥀 ভালোবাসা সুন্দর তবে সবার জন্য না 😊🙂
প্রতিদিন কয়েকবার করে গানটা শুনি,, আর সব চেয়ে প্রিয় মানুষটার কথা মনে পরে.....তুমি যদি আমার এই এসএমএস টা দেখে বা পড়ে থাকো,,মনে রেখো কিচ্ছু শেষ হয়ে যায়নি,, দিন আসতেছে অপেক্ষা করো সময় তখন আমার হবে....গানটা এই কারনে এতবার শুনি যাতে আমার সাথে যা করছো তা যেনো ভুলে না যাই....Revenge আমি নিয়েই ছাড়ব অপেক্ষা করো এক সময়ের আমার সব কিছু আমার অক্সিজেন😊
তোমাকে পাওয়া হয়ে গেলে ,,এমন হৃদয় জুড়ে যাওয়া গান গুলো কখন ও ...অনুভব করতে পারতাম না ।___ধন্যবাদ সব কিছুর জন্য 🙂🙂কোনো অভিযোগ রাখতে চায় না,, শুধু এটুকু বলব কথা দিয়েছিলে😅😅💔
কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম প্রিয় মানুষটির জন্য ❤। মাসের পর মাস যখন কেউ এই গান শুনতে এসে কেউ কমেন্টে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আমার প্রিয় মানুষটিকে উৎসর্গ করা গানটি আবার শুনতে পাবো❤
ডিয়ার বেস্টি 😅💔 তোকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান শোনা হতো নাহ প্রিয়😅💔 স্মৃতি রেখে গেলাম 🙂 যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ আমার কমেন্ট এ লাইক দিবে তখন আবার সেই নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসব প্রিয় গানটা😅💔💔💔💔
Chuye Dekho Amay (ছুঁয়ে দেখো আমায়) Lofi Remake : ruclips.net/video/3lqO8feqhKo/видео.html
শেষটা সুন্দর না হলেও প্রতিটা প্রেমের শুরুর গল্পটা রুপকথার মত সুন্দর!'🖤🌸
শেষটা শেষ হয় করুন চোখের জলে
Amr First love Tahsifan Tamanna💔💔
Hum..
hmm🙂
❤❤❤❤❤
খুব ঘুম পেয়েছিলো। Lyric টা দেখে ঘুম হরিয়ে গেলো।
চাই ছুটে জাই
দূরে কোথাও পালাই
তোমার ছায়া, থেকে সরে যেতে চাই
আর আমার কারণে, যদি পেয়ে থেকো ব্যথা
মনে রেখো তুমিও দিয়েছিলে কথা।
❤ ভারত থেকে।
ছোটো বেলায় যেই অন্ধকারে ভয় লাগতো সেই অন্ধকারেই শান্তি পাই 💔🌹👌😢
রুচিশীল মানুষদের কাছে এই গান গুলো কখন পুরোনো হবে না🥰
hmmm
💓💖
আমাকে একটু সাপোর্ট করেন দিন
@@angelriya2878 love it's songs
Hum❤️
“চাই ছুটে যাই দূরে কোথাও পালাই তোমার ছায়া থেকে সরে যেতে চাই” Best Line in this music💔🙂
জ্বি 😥💔
Ji 🥺💔🥀🥺
It's true
Line ta sune isse holo zodi pram tat memories gula vulte ☺💔
"চাই ছুটে যাই দূরে কোথাও পালাই তোমার ছায়া
থেকে সরে যেতে চাই" best line
"আর আমার কারণে যদি পেয়ে থাকো ব্যাথা,মনে রেখো তুমিও দিয়েছিলে কথা" what a lyrics man💯💯💯 just stunning💥💥💥💥
শত শত প্রজন্ম আসবে আর যাবে।
আমাদের জুনিয়ার প্রজন্ম এসেও এই গান গুলা শনবে আর বলবে
তাদের বড় ভাইদের প্রজন্মের গান ছিলো সেরা।
অফুরন্ত ভালবাসা রইলো প্রিয়।
“আমার কারনে যদি পেয়ে থাকো ব্যাথা, মনে রেখো তুমিও দিয়েছিলে কথা” this line💜
-Just kisu bolar nai..😢😢
🤦♂️🤦♂️🤦♂️
hmmm😢
Hea ...❤😭
@@samiyabeantay1492 🤒🤒
কানে হেডফোন, গানের সাথে প্রিয় মানুষটাকে অনুভব করা.. এ এক অন্য অনুভৃতি🙂💖
Hmmm
Mone porche amar khubbb😅
So this is basically ‘Tomar Chaya’ pro max !
Masterful remix Ahmed Shakib and Tasbir Wolvez ✨
Love you guys !
Bhai tmr gaan onek valo lage
@@user-om3rc2bv4o Thanks my man!
@@ShitomAhmed 🥺💖
Thanks Vai 🌼❤️
big fan sir
কমেন্টটা রেখে গেলাম! যদি কেউ লাইক দেয় তাহলে আবারো আসবো গানটি শুনার জন্য 😊🎧✨
😔
Ekhon Ami shunsi, notification patailam tmio shuno
Humm😢
Ne vai cmnt krlam, abr sun
যদি জানতাম এই গল্পের শেষে আমি তোমাকে
পাবো না !!🖤🌸
তাহলে সেই গল্পের শুরু আমি কখনোই করতাম না🙂💔🥀
😢😢
jibone kicu bul kora dorkar na hoy eitihas hobe ki vhabe 😅😅
আমিও এরকম একটা গল্প শুরু করেছিলাম, এই গল্পে আমাকে শুধুই কাদতে হচ্ছে।😢
Hum 😭
@@NusratJahan-jy5cz এইটা ভুল গল্পটা সুন্দর ছিলো আছে আর সারাটা জীবন থাকবে তাকে পাইনাই তো কি হইছে গল্পটা তো তার আর আমার ছিলো তাই না 😘
প্রাক্তনের কারণে কত সুন্দর সুন্দর গানের সাথে পরিচিত হওয়া😊
😂 kotha thik
🐽
bhai shei hoise love this song dayum ufffff
শেষটা সুন্দর না হলেও প্রতিটা প্রেমের শুরুতে গল্পটা রুপকথার মত সুন্দর...….....💔🌼
- আমার কারনে যদি পেয়ে থাকো ব্যাথা
- মনে রেখো তুমিও দিয়েছিলে ব্যাথা💔
Dedicated 😊
Uss
Kotha hobe
Yess
Tai nki
😌❤️
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গান টা শোনা হইতো না প্রিয়. M🌹🥀💔 স্মৃতি রেখে গেলাম .... যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসব প্রিয় গান টা 🖤💔🥀
🙂🙂🙂
Hum
💔💔💔
@@sadiaislam326 🙂
🙂😅💔
প্রতিদিন যেহেতু গানটি শুনি, কমেন্টি রেখে গেলাম। এরপর লাইক দেখে বুঝে নিবো, কতজন গান শুনতে এসে কমেন্টটি পড়ে গেলো।🥀❤
প্রিয় থেকে অপ্রিয়, চেনা থেকে অচেনা, গুরুত্ব থেকে দূরত্বটা সুন্দর ছিল তোমাকে পেয়ে গেলে হয়তো গানটা শোনা হত না স্মৃতি রেখে গেলাম আবার কেউ আমার কমেন্টে লাইক করলে আবার নোটিফিকেশান পেয়ে গানটা শুনতে আসবো☺️🥀💔
@@VillainAishwarya 👍
Kn vai na pelei ki gaan shona lagbe,,peye gele ki shona jay na? 🤔
এই শহরে প্রচুর অভাব😐
কারো শিক্ষার , কারো ভালোবাসার!
কারো ভাতের , কিংবা কারো মনুষ্যত্বের💔
এই শহরে প্রচুর অভাব
কারো শিক্ষার , কারো ভালোবাসার
কারো ভাতের , কিংবা কারো মনুষ্যত্বের💔
rgt
@@farzanamim119 mim
এই শহরে প্রচুর অভাব😐
কারো শিক্ষার, কারো ভালোবাসার!
কারো ভাতের, কারো মনুষ্যত্বর💔
Hawwa Amry
মনের কথা গুলো সুরের মাধ্যমে প্রাণ দেয়ার জন্য ধন্যবাদ সাকিব & তাসবির ভাই❤️❤️
Ahmed Shakib Vai You are really talented . Asha kori sobar valo lagbe . And thanks to Shitom Ahmed vai ato sundor gan upohar deyar jonno . 🌸
Jui, Khub Mone Pore Tomake. 😭.
জানি না সে কোথায় আছে, কার কাছে আছে,কেমন আছে,???
কতোদিন তাকে দেখি না, কতোদিন আমাদের কথা হয় না। কেটে গেছে বছরের পর বছর, দিনের পর দিন তবুও কেন তার কথা আজও মনে পরে? কেন আবার ইচ্ছে হয় সেই আগের দিন গুলো ফিরে পেতে? ভালোবাসা কতোটা সুন্দর তা হয়তো তুমি চলে না গেলে বুঝতেই পারতাম না। মনের অনুভুতিগুলো আজও অপ্রকাশিত, ইচ্ছে গুলো আজ আর বায়না ধরে না,সপ্ন গুলো আর কাদায় না।
ভালো থেকো আমার না হওয়া আমার অনেক দামী ভালোবাসা 🙂☺️
😅
😅🥀
😭😭
মেয়ে গুলো কি ভাগ্যবতী কষ্ট দেওয়ার পর ও তাদের মানুষ কতটা ভালোবাসে😅
ভালো লাগার মতো একটা গান💚❤💙
- মানুষ একা থাকতে ভয় পায় না...!🙂
- মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে..!😓
Right
তারা হয়তো ঐ ভালোবাসার সম্মান রখা
করতে জানেনা বা সে ঐ ভালো বাসার যোগ্য ছিলো না❤️🩹🖤💯
Hmm🙂
পেয়ে হারানোর যন্ত্রণা আরো বেশি ভয়ানক 😭😭🥺🥺💔🥀
নাইচ আপনার কথা
"আমার কারণে যদি পেয়ে থাকো ব্যাথা,মনে রেখো তুমি ও দিয়েছিলে কথা "Best line 💖
Once he promised that he will never leave me...And now he is gone 🙂
You are not alone.
ভালো কিছু হবে ইনশাআল্লাহ ❤
বিশ্বাস রাখেন আল্লাহ আছেন ☝️
Real line of this...
"আর আমার কারণে,
যদি পেয়ে থাকো ব্যথা,
মনে রেখো তুমিও,
দিয়ে ছিলে কথা। "
নিজের চেয়ে যাকে ভালবাসতাম। সেই প্রিয় নাম (𝙇𝙖𝙗𝙤𝙣𝙞🫶🖤) তোমায় পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়🙂। স্মৃতি রেখে গেলাম।✊ প্রিয় মানুষটিকে হারানো মানুষগুলো যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ এই comment এ like দিলে notifications পেয়ে আমি আবারও শুনতে আসবো প্রিয় গানটা। 🖤💔🥀
Tay naki bhaiya
@@jannatmin3624 bhai ar akbar sune jau
@@jannatmin3624 akdom last tone r sathe jokhon ai line gula porlam
Kotha gulo mone jeye laglo
Apnar nam??
ভালোবাসা কখনো হারায় না...
হারিয়ে যায়
ভালোবাসার মানুষগুলো....🙂🥺
R haranor age vlobasar manusta change hye jay 🙂☠
কখনো কাউকে ভালোবাসিনি তবে এই গানটা শুনে নিজের মাঝে এক নি:স্বার্থ প্রেমিকের অনুভূতি খুজে পাই।😅😌
অসুস্থ থাকার জন্য তিন দিন পর শুনতে হচ্ছে। নয়তো আপলোড হওয়া মাত্রই শুনে ফেলতাম সাকিব ভাইয়ের আত্মঘাতী Lo-Fi টা।🙂💝
Mon choye gelo gan ta shone saradin just ai gan ta shonlam ❤❤❤❤.....
ঘুমানো নিষেধ তবে😌
জেগে থাকা অপরাধ 🖤
অনুমতি আছে মৃত্যুর 😊
তবে স্বেচ্ছায় মহাপাপ🌸😅
Na parchi bachte ,
Na parchi morte :(
💔কথাগুল🍁
Octhir
💔💔
ulaaaaalaaaaaaaaa uuuuuuuuuuulaaaaaallaaaaaaa
Ar amar karone jodi peye thako betha mone rekho tumio diye chile kotha best line❤❤❤
বিচ্ছেদ হয়তো একটা ছোট শব্দ মাএ😌💔কিন্তু যারা
মন থেকে ভালবাসে কাউকে 😅তারাই বুঝে বিচ্ছেদ কতটা কষ্টের আর কতটা যন্ত্রণাদায়ক 💔🖤
tobe valobasa bicchedei sundor .
এই গানটা অনেক সুন্দর আমার পছন্দের একটা গান 2024 সালে আমি দেখেছি কারা কার 2024 দেখেছো লাইক করো ❤
- সে বলেছিলো...!
❝তোমাকে ছাড়া বাঁচবো না!❞ 🥀
- সে ছেড়ে যাওয়ার সময় বলছিলো...!
❝কারো জন্য কারো জীবন থেমে থাকে না!❞ 💔
বেঈমান রা এমন ই হয়
Right 😭
Right 😭😭
@@tanimaafrintanimaafrin4186 hmmmm😭😭
woman
চাই ছুটে যাই...
দূরে কোথাও পালাই...
তোমার ছায়া থেকে সরে যেতে চাই...
আর আমার কারণে যদি পেয়ে থাকো ব্যথা...
মনে রেখো তুমিও দিয়েছিলে কথা....!!!❤️❤️❤️❤️
লক
😩
😓😓😓
অনেক সুন্দর হইছে
জীবন্ত লাশগুলোর কাছে গানগুলো আজও জীবন্ত🥀
একটা কথা আছে না, জীবনে সব চাওয়া পূরণ হতে নেই। কিছু অপূর্ণতা থাকা ভালো।
তুমি আমার সেই অপূর্ণতা।
তোমাকে হারানোর পর থেকে এই গানটা খুব ভালো লাগে।
শতবছর পর যখন কেউ এই কমেন্টে লাইক দেবে, নোটিফেকেশন আসলে আবার গানটা শুনব। গানে কথার মাঝে তোমাকে খুঁজে নেব।
ভালো থেকো আমার না হওয়া পরীটা 😢
বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া উত্তম।
হযরত মুহাম্মদ (সাঃ)
Absolutely
hm
Reference den hadis tar
পৃথিবীতে কেউ কারো নয়, 🙂
কিছুটা মায়া বাকিটা অভিনয়..!🙂🥀💔
🥺🥺🥺🥺🥺
হুম 😑🖤
💔🥀🫶😔
right sister😅😅
সত্যি কথা 🖤💔🥀😪😪
ছোয়া রেখে গেলাম আমার পছন্দের ব্যান্ড এর পছন্দের গান। ❤
Ganta stty e osadharon ❤❤
ভালো থাক পৃথিবীর সকল বেঈমান মানুষ গুলো যারা কথা দিয়ে কথা রাখতে পারে না সৃতি তে জমে থাক তার মিথ্যা সপ্ন গুলো 💔😅🥀
**সবাই ছেকা খেয়ে এই গানটা শুনতে আসে না, কেউ কেউ সাময়িক প্রশান্তির জন্য ও আসে 🙂🥀
akdom
R8
hmm right jemon ami
@@mspospo2109 Humm amio
Thik
ভালোবাসা কত অদ্ভুৎ তাই না।কারু কাছে সস্তা কোন দাম নাই। আবার কারু কাছে তা সোনার থেকেও দামি
Akta comment kore gelam like asle abar asbo sunte 😊
আবেগ এর ফলে করে ফেলা কিছু ভুলের জন্য ভুগতে হয় অনেক দিন 🙃💔
hmm vai🥺😭
Hmmm...😔😞😔
@@MusfikaNusratMily Apnar o ki keu cole geche?
@@MusfikaNusratMily meyerai ki amn hoy?? Amkeu se chere diye cole giyeche..
@@MadBoy-ic8cz না মেয়েরা এমন হয় না। এবং তার প্রমাণ যদি চান, তাহলে আপনার বাড়িতে আপনার "মা" কে দেখতে পারেন। তিনি হয়তো সব রকম পরিস্থিতিতে আপনার বাবার পাশে আছেন।আর অন্ধকার ছাড়া যেমন আলোর কোন মূল্য থাকে না, ঠিক তেমনি মানুষের মাঝে থাকা কিছু ব্যাতিক্রম ,বলা যায়...খারাপ মানুষ ছাড়া ভালো মানুষের মূল্য থাকে না।তাই বলে কিন্তু মানুষ নামক প্রানীটা খারাপ নয়।তাই এটা বলা যায় না যে, মেয়েরা খারাপ হয়। মেয়েরা রবীন্দ্রনাথের ভাষায় দেবীর মতো। চাইলেই ধরা যাবে না, ছোঁয়া যাবে না,সাধনা লাগবে....যে পুরুষ এই সাধনার দেয়াল অতিক্রম করবে,সে শুধু তার।সে আপনাকে কেন ছেড়ে গেছে বা কেন আপনাদের মাঝে দূরত্ব তা আমার জানা নেই। কিন্তু এটা বলতে পারি,সে যদি আপনার জন্য উত্তম হয় অবশ্যই আপনি তাকে পাবেন....আর যদি না হয়,এর থেকে উত্তম কিছু পাবেন। কারন সৃষ্টিকর্তা কাউকে ঠকান না....যেটা আমরা এখন বুঝতে না পারলেও পরে ঠিকই পারি।
মাঝে মাঝে গানগুলো মনের কথা বলে দেয়😞😞😞ধন্যবাদ যারা এত সুন্দর লেরিক্স আমাদের দেয়🌹🌹
এমনেই দুনিয়ায় নিজেরে ভীষন একা মনে হচ্ছিল চোখের পানি ফেলতে ফেলতে এই গান শুনতেছিলাম , দ্যান মনে হলো সাম হাউ যে গানটা লিখেছে সে কি আমাকে চেনে ? কিভাবে লিখছে সব আমার কথা …
Amar sathe mile or sathe amon ee hoto
প্রিয়া তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান শুনতে আসতাম না। তোমাকে না পেয়ে যখন ইউটিউব এ আসি গান শুনতে তখন এত সুন্দর গান টা আমার চোখে পড়ে। গানটা শুনতে শুনতে হারিয়ে যাই কোনো এক অজানা ভালো লাগার দেশে। তোমাকে পেলে আরো জীবনটা সুন্দর হতো। আমার এই কমেন্টে যদি কখনো কেউ লাইক দেয় তবে সেই নোটিফিকেশন পেয়ে আবার গানটি শুনতে আসবো
এক গানি শুধু তিন থেকে চার বার আর পবিএ আজান ১০০বার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় সুবাহান আল্লাহ ❤️❤️❤️🤗🤗
Aita kono comment holo 😶😶😶
@@SEO_Master Ta ke Holo 😒
অন্ধকার রুম+কানে হেডফোন+একাকিত্ব +কিছু মানুষের দেওয়া স্মৃতি=জিবন্ত লাশ🙂💔
R8 🙂💔
Hmm akdom right
Vai ar koto এভাবে🙂
Hm
😭right
আমি এই আশায় এখানে একটা কমেন্ট করে গেলাম যে,যখনি কেউ ভবিষ্যতে এটাতে একটা লাইক করবে আমি আরো একবার এই গান শোনার সুযোগ পাব!🖤
Vi
কমেন্ট করে সৃতি রেখে গেলাম🙂..........কেউ লাইক করলে আবার এসে গানটি শুনবো...............🥹 love this song
Aso
এসব গানের প্রকৃত অর্থ বোঝার কিংবা অনুভব করার ক্ষমতা সবার নাই। যাদের বোঝার ও অনুভব করার ক্ষমতা আছে শুধু তারাই জানে এসব গান প্রকৃত অর্থে কতটা সুন্দর! 🧡
ভালোবাসার শুরুর সময়টা রুপকথার মতো সুন্দর যদি শেষটা ও শুরুর মতো সুন্দর হতো🥰
গানটা আমি আগে Original টা শুনলাম. তারপর আপনার lofi remix. 🤍
মানে কি বলবো. আমার Lofi version টাই বেশি ভালো লাগলো 🤍 ধন্যবাদ সাকিব ভাই আমাদের সুন্দর সুন্দর Lofi remix gift করার জন্য
❤❤❤❤❤ misss korbo sei manus ta k,, joto din beche thakbo......
Kintu sei manus ta janbe na, bujhbe ooo na.....
"আমার কারণে যদি পেয়ে থাক ব্যথা
মনে রেখ তুমিও দিয়েছিলে কথা"🙂🥀Best line in this music
-শেষ বেলায় আমিও শূন্য.....
- যাকে চেয়েছিলাম সে অন্যকাউকে নিয়ে পরিপূর্ণ😔🖤🥀
Sm🙂😪
😢😢😢
sm bro 🙂😊
Same, jai hok se je happy tatei cholbe 😊🖤😔
এটা কমেন্ট বক্স না ।
এটা হচ্ছে, জ্বীবিত হয়ে ও, মরে থাকা , প্রেমিকদের জন্য,পোষ্ঠ অফিস, 💌
যেখানে এসে তারা তাদের কষ্টের চিঠি লিখে যায়😢
এত কিসের কষ্ট আপনাদের🙄
প্রেমিক\ প্রেমিকা ছেকা দিলে কি এমন কষ্ট হয়🤔🙄
@@meem843 কেন তুমি জানো না?
সত্যিকারের ভালোবাসা সম্পর্কে তুমি তাহলে, কিছুই জানো না 🙁
@@jbstudio7712 সত্যিকারের ভালোবাসতে হলে আল্লাহ কে ভালো বাসুন ❤️। তাহলে কখনো ছেকা খাবেন না।
@@meem843 আল্লাহ কে তো ভালোবসবো এই, কিন্তু আমাদের চারপাশের মানুষদের ওতো ভালোবাসতে হবে। তাই নয় কী?
@@jbstudio7712 হুম তা তো বসতেই হবে। তবে মেক সিওর করবেন যাতে পরে পস্তাতে না হয়। এইটুকুই বলার।
Jibon kokhuno karor jonno thame thake na 😅 kintu priyo manustar chaya kokhuno harai na 😊see chaya ta sarajibon nijer kolpo na te e thake jaii atai bastobota🥰🥀✨
ভালো ছিলো,,
বাস্তবতার সাথে অনেক মিল আছে 😍
হয়তো অনেকের জিবনের সাথে মিলে যাবে কথা গুলো,,
আমাদের সমাজের মানুষ কেউ ই ভালো নেই,,,, সবার দেখছি প্রিয় মানুষ হারানোর আর্তনাদ 🥀💔
পুরোনো না হওয়ার মত গান, সব সময় অসাধারণ 🥀
আর আমার কারণে,
যদি পেয়ে থাকো ব্যাথা ,
মনে রেখো তুমিও,
দিয়েছিলে কথা 😭
এই লাইনটা একদম কলিজায় যেয়ে লাগে 💔
আমি হেরে গেছি এই বাস্তবতার মঞ্চে (Lofi Remake) : ruclips.net/video/LkQ3hRc-TMU/видео.html
@@ahmedshakib 🤡😂😂
পথের দূরত্বের সাথে মনের দূরত্ব তৈরি করা মানুষ গুলো কেমন নিষ্ঠুর হয় তাইনা?
তার জন্য কে কাদলো, কে চিন্তায় অস্থির হয়ে গেলো, কথা বলতে বা এক নজর দেখতে ব্যাকুল হয়ে বসে রইলো, শত অবহেলার পরেও তার পথ চেয়ে বসে রইলো তাতে মানুষ গুলোর না কিছুই আসে যায়না।
যাদের আমরা ভালোবাসি তারা সত্যিই খুব অদ্ভুত হয় আর সবার থেকে আলাদা হয়।
হয়তো তারা অল্পতেই বুঝবে , বুঝে ভালোবাসার মানে খুঁজে নেবে। আবার কেউ হয়তো বুঝেও অবুঝের মতন আচরণ করবে যেনো সে কিছুই বুঝে না নয়তো কেউ শত বোঝানোর পরেও বুঝবে না। তারা আসলে সব কিছুই বুঝে । কেউ বুঝে নিতে চায় কেউ বুঝে নেয় আর কেউ বুঝতেই চায় না।
মানুষগুলোর প্রতি আমাদের বড্ড অভিমান জমে থাকে। ইচ্ছে করে জড়িয়ে ধরে সব অভিমান আর অভিযোগ গুলো বলি।
বুকের ভেতরে কথা গুলো জমতে জমতে কেমন যেনো শক্ত হয়ে জড় তে পরিণত হয়ে যাচ্ছে। ক্রমশই এর আয়তন আর ভর বৃদ্ধি পাচ্ছে। মানুষগুলোকে করা অভিযোগ বা তাদের প্রতি অভিমান গুলো যদি তারা তাদের হাতের স্পর্শ দিয়ে একটু শিথিল করে দিত তবে হয়তো রোজ রোজ কিছু মানুষ ভালোবাসার অভাবে মরতো না।
মানুষগুলো কেনো মরে???
এর ব্যাখ্যা খুঁজে পেতে গেলে প্রচন্ড যন্ত্রণার সম্মুখীন হতে হবে। এমন একজনকে ভালোবাসতে হবে যে ভাববে আপনি তাকে ভালই বাসেন না।
যতই তাকে ভেবে ঘুমোতে যান , হাজারটা মানুষের মাঝেও তাকে স্মরণ করেন না কেনো, লোকাল বাসে বসে ভাড়া দিতে গিয়ে মানিব্যাগের ভেতরের পকেটে রাখা প্রিয় মানুষটির ছবিটি বের করে দেখে মুচকি হেসে বলেন না কেনো পাগলী একটা খুব মনে পড়ছে তোকে, যতই বন্ধুর সাথে আড্ডা মজার মাঝেই থাকেন না কেনো মন আর মাইন্ডে একটা মানুষই ঘুর পাক খাক না কেনো তবুও সেই মানুষটি বলবে আপনি হয়তো তাকে ভালোই বাসেন না।
তার সাথে সাথে তার মা-বাবার জন্য পর্যন্ত মোনাজাতে চোখের অশ্রু ফেলে দোয়া চেয়ে থাকেন না কেনো । মাঝরাতে ঘুম ভাঙলে তাকে ভেবে দুফোঁটা অশ্রু ঝরিয়ে কল রেকর্ডিং গুলো বের করে কানে হেড ফোন লাগিয়ে ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়েন না কেনো সে মানুষটি তখনো মনে করবে আপনি তাকে ভালোবাসেন না। এমনটা যখন অনুভব করতে পারবেন সেদিন মরতে ইচ্ছে করবে। এসবের পরেও যখন সে মানুষটা ছেড়ে চলে যায় তখন মরে মানুষ।
ভালোবাসা প্রমাণ করতে হবে না। আপনি যদি মনে করেন আপনি তাকে ভালবাসেন তবে হ্যা আপনি তাকে ভালোবাসেন। ।
শত অবহেলা অপমানের পরেও মানুষগুলোকে আমরা কেনো ভালোবাসি কেনো তাদের ছেড়ে যেতে পারি না এই প্রশ্ন গুলো খুব করবে তারা কিন্তু নিজেরা কখনো এটা বুঝতে চাইবে না যে আমরা কেনো ছেড়ে যেতে পারি না কেনো পরে থাকি তাদের পথ চেয়ে। পৃথিবীতে এত মানুষ থাকতে আমরা কেনো তাদের পেছনে পড়ে আছি কেনো তাদেরই লাগবে আমাদের। তারা শুধু জিজ্ঞেস করবে কেনো পরে আছো। কিন্তু নিজেরা একটিবার ভেবে দেখবে না এত কিছুর পরেও কেনো পরে থাকে মানুষ।
তাদের গুরুত্ব আমাদের জীবনে কতটুকু সেটা সম্পর্কে কিছু জানে না তারা। তারা ভাবে ভুলে যাওয়া সহজ।
ভুলে যাওয়া সহজ হলে পত্রিকার ফ্রন্ট পেজে লেখা থাকতো না কখনো যে ভালোবাসার মানুষটির জন্য কেও নিজেকে শেষ করে দিয়েছে। খবরে হেড লাইনে থাকতো না ছেলেটি কেনো আত্মহত্যা করলো। এমন হাজারো মানুষ আছে যারা মরতে চেয়ে ও মরতে পরে না কারণ ধর্মে আত্মহত্যার কোনো ক্ষমা নেই। নয়তো এর হার হয়তো আরো হাজারগুণ বেড়ে যেত। কিন্তু তারা মানসিক ভাবে কতটা অসহায় হয়ে পরে ভেতরে ভেতরে যে তারা কতবার মরে যায় সে খবর কে রাখে?
ভালোবাসার মানুষ গুলো চাইলেই পারে বাঁচিয়ে তুলতে। মানসিক শান্তি দিতে। খুব বেশি চাওয়া পাওয়া থাকে না মানুষগুলোর কাছে আমাদের। সামান্যতেই আমরা খুশি হই অনেক বেশি।
হাজার বোঝানোর পরেও তারা এটাই মেনে চলে আমরা সত্যিই তাদের ভালোবাসি না। তারা কনফিউশনে থাকে। আর আমরা ভেতরে ভেতরে ভাঙতে থাকি পুড়তে থাকি। হাজার কান্না গুলোও তাদের কাছে মূল্যহীন , তারা ভাবে সবার জন্যই চোখে জল আসে। সবাইকে ভালোবাসা যায় সবটা দিয়ে, চাইলেই ভুলে যাওয়া যায়। কিন্তু আমাদের ভালোবাসা গুলো শুধু একটা মানুষেই সীমাবদ্ধ, একজনেই আসক্ত থাকি আমরা সারা জীবন।
না বুঝুক তবুও ভালোবেসে যাই আমরা আমাদের মতন করে খুব যত্নে। না মানুক ভালোবাসি, তবুও আমরা মনে স্বপ্ন আশা বুনে বুনে প্রতিটি রাত কাটিয়ে ভোরে তাদের পথে চেয়ে থাকি একটু ভালোবাসা পাবো বলে। আমরা তাদের ভুলতে পারি না। ভালোবাসি তাদের আর ভালোবাসলে ভুলে থাকা যায়না। ভুলে যাবো ভাবলেও যন্ত্রণা হয়। বুকের ভেতরে প্রচন্ড যন্ত্রণা হয়। এগুলো তারা বুঝবে না , জানবেও না । তবুও ভালোবাসি খুব 🥀
😓😓
বহাত
Ur words are so relatable 🥀🙂🥀🥀🥀
So relatable
Thes line and words I can feel 😌it in my heart it's really touched my heart ❤
তোমাকে পেয়ে গেলে হয়তো আর এই গানটা শোনতে হতো না,,💔😅🥀
প্রিয় মানুষের চোখে চোখ রেখে দেখার মুহুর্তটা অসম্ভব সুন্দর
what a lyrics,,,just mind blowing 🙂
গানটা শুনে তুমি নামে সেই বেইমানটার কথা মনে পড়ে গেল 🙂🙂 চিরকাল ভালো থাকুক তুমি নামের সেই সকল বেইমান গুলো 🙂🙂
আপনি আমার সে ভালোবাসা যা কখনো শেষ হবে নাহ...!🥰🌸
গানটা এক সপ্তাহ ধরে খুজছিলাম কিছুতেই লিরিক্স মনে পড়তেছিলোনা। হঠাত করে একজনের আইডিতে খুজে পেলাম। কিন্তু প্রথমে তানভির ইভানের কন্ঠ ভেবে ভুল করে শুধু ওইদিকেই খুজতেছিলাম জন্য পাইনি। হঠাত করে পেয়ে গেলাম। অনেক সুন্দর লিরিক্স এবং কন্ঠ। মনে হচ্ছিল যেনো হৃদয় দিয়ে গান গাচ্ছিলেন ভোকালিস্ট
তোমায় ছাড়া এই গান টি অসাধারণ সত্যিই অসাধারণ।
সে বলেছিল, সারাজীবন পাশে থাকবে!
কিন্তু তাকে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম কোথায়?
বাস্তবে নাকি স্মৃতির পাতায় 🌸
ছিতম আহমেদ ভাইয়ার গান গুালার কোনো তুলনা হয় না। সত্যি অসাধারণ গান গুলো।
@@gamingchannels1111s ছিতম না, হবে সিতম।
১০ বছর পড়ে য় এই গানটা পছন্দের একটা গান হয়ে থাকবে জাস্ট অসাধারণ ❤❤
উফ প্রত্যেকটা লাইন যেন বুক ছিঁড়ে যায় আত্মা কাঁপানো জন্য এই গানটার যথেষ্ট
বুঝলে প্রিয়,,
তোমায় পারফেক্ট হওয়ার দরকার নাই,
শুধু কঠিন সময়ে পাশে থাকলেই চলবে❤️🍂
'ভালোবাসা দূর থেকেই অনেক সুন্দর লাগে' 😇💔কিছু না পাওয়া ই ভালো 🙂😇💔
দেরিতে আসলেও জীবনে সঠিক মানুষ আসুক,,,☺️🥀
কারণ এই জীবনে ভুল মানুষের অভাব নেই,,,😅💔🥀
Tumi chole gale boleay ai sundor song ta suna holo😊
4 বছর একটা মানুষকে না দেখে ই ভালোবাসলাম তাকে না ছুয়ে ও অনুভব করতাম ভাবে ছিলাম আমাদের হয় তো কেউ আলাদা করতে পারে না , কিন্তু শেষ পর্যন্ত সে ই ছেরে চলে গেলো ... 💔🥀
ভালোবাসা সুন্দর তবে সবার জন্য না 😊🙂
প্রতিদিন কয়েকবার করে গানটা শুনি,, আর সব চেয়ে প্রিয় মানুষটার কথা মনে পরে.....তুমি যদি আমার এই এসএমএস টা দেখে বা পড়ে থাকো,,মনে রেখো কিচ্ছু শেষ হয়ে যায়নি,, দিন আসতেছে অপেক্ষা করো সময় তখন আমার হবে....গানটা এই কারনে এতবার শুনি যাতে আমার সাথে যা করছো তা যেনো ভুলে না যাই....Revenge আমি নিয়েই ছাড়ব অপেক্ষা করো এক সময়ের আমার সব কিছু আমার অক্সিজেন😊
- উপহাস নয়, আফসোস হয়ে সামনে দাঁড়াবো একদিন! 😊
তোমাকে পাওয়া হয়ে গেলে ,,এমন হৃদয় জুড়ে যাওয়া গান গুলো কখন ও ...অনুভব করতে পারতাম না ।___ধন্যবাদ সব কিছুর জন্য 🙂🙂কোনো অভিযোগ রাখতে চায় না,, শুধু এটুকু বলব কথা দিয়েছিলে😅😅💔
গানটি অনেক ভালো লেগেছে আমার কাছে।। যুগ যুগ ধরে পবিত্র ভালোবাসা গুলো বেঁচে থাকুক।। মিথ্যা ভালো বাসার অভিনয় না করাটাই ভালো।। পছন্দ থাকলে বিয়ে করে ফেলুন।।
কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম প্রিয় মানুষটির জন্য ❤। মাসের পর মাস যখন কেউ এই গান শুনতে এসে কেউ কমেন্টে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আমার প্রিয় মানুষটিকে উৎসর্গ করা গানটি আবার শুনতে পাবো❤
সুখ নয় আমি দুঃখেই খুশি 🥰
সুখটা তাদেরই দিও আল্লাহ যাদের
আমি ভালোবাসি 🥰🥀
তোমাকে আমার সারা জীবন মনে থাকবে 🙂💔🥀
মনে কি পড়ে আমার তোমার গল্পঃ গুলো ,,,,,❤❤
যাকে হারিয়েছি সে কখন এই গানের মানেটা বুঝবে না 💔🥀😊
চাই ছুটে যাই দূরে কোথাও পালাই ".
তোমার ছায়া থেকে সরে যেতে চাই🖤🥀
ডিয়ার বেস্টি 😅💔
তোকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান শোনা হতো নাহ প্রিয়😅💔 স্মৃতি রেখে গেলাম 🙂 যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ আমার কমেন্ট এ লাইক দিবে তখন আবার সেই নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসব প্রিয় গানটা😅💔💔💔💔
Ai song ar kiso line ❤
Mon choya jai❤
স্মৃতি থেকে গেল প্রিয় খাদিজা ❤️🥰🥰
Bai gan ta onak sundor gan ta suna amar piyo marosar kotha mona pora gasa❤😢