২০ বছর আগের অন্যসময়, অনিকেত প্রান্তর যেমন এখন বর্তমান, তেমনি এই অতৃতীয় এলবামও বর্তমান হবে ২০৫০ সালে.. কারন এটাই আর্টসেলের বিশেষত্ব! তাদের গানগুলো বর্তমান থেকে যোজন যোজন এগিয়ে থাকে... তাদের ক্রিয়েশনস গুলো ফাইন ওয়াইনের মত, যত পুরাতন হয়,ততই সুস্বাদু বা শ্রুতিমধুর হয়! 🤘😎
@@tsipowerblc5249 Apnr hoyto ekhn bhalo lage nai cause I didn't get their concept! 🙃 Fell niye koyekbar shonen, bojhen, you'll definitely love their songs ! 🤘😎
@@tsipowerblc5249 কথা সত্যি বলেছেন... যদিও অন্য সময় আমার কাছে album হিসেবে পরিপূর্ণ মনে হয়েছে ... অন্য সময়কে তারা কখনোই পিছনে ফেলতে পারবে না কখনোই... এখনোও শুনলেও মনে হয় না সেই কৈশোরে শোনা album. এই নতুন এলবাম কেন জানি মন ছুয়ে যেতে পারলো না ... খুবই disappointed 😞 😔 😕
১৭ বছরে আর্টসেলের মিউজিক্যাল জার্নি, ফিলোসফিতে চেঞ্জ এসেছে। তার প্রতিফলন এই এলবামটি। আমার ভালো লেগেছে। দীর্ঘ সময় ধরে শোনা যাবে ❤️। কম্পারিজন করা উচিত না
মাস্টারপিস --!! আসলে যখন অন্য সময় এবং অনিকেত প্রান্তর বের হয়েছিলো তখন সেই গানগুলো ক-জোনে শুনেছে বা ভালো লেগেছে। সেই তুলনায় এই গানগুলো শুনেই ভালো লাগে। আশা করছি ১০ বছর পরে কালজয়ী গান হবে। ৪র্থ এলবামে আমি বলবো বীপ্রতিপ অথবা স্মৃতির আয়নার মতো হয় নাই।
হেয় আর্টসেল!! আমরা তারাই যারা তোমাতে মুগ্ধ হয়ে সেই স্কুল জীবন পেরিয়ে বিবাহিত জীবন অব্দি তোমার অপেক্ষাতেই রয়েছি..... জেনে রেখো! "আমরা কখনো ভুলে যাই না, আমরা নিরাশ হই না" ভালো থেকো আর্টসেল❤️💙 (মিস করিনা আপনাকে এরশাদ ভাই)💔💔💔
অতৃতীয় আলব্যাম টি রিলিজ হয় ২০২৩ সালে। তখন আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাএ । মিডের প্রস্তুতি নিচ্ছি ।কানে ইয়ারফোন দিয়ে গানগুলো শুনছি আর ম্যাথ করতেছি। আহা কি আনন্দ❤❤ আরমান❤
অন্যসময়(২০০২),অনিকেত প্রান্তর(২০০৬) এই দুটি অ্যালবাম আজও আমায় ভাবায় এত বছর আগে এধরনের লিরিক্স ও মিউজিক কীভাবে তৈরি হলো - যা বর্তমানে জেনারেশনের প্লেলিস্ট এর শীর্ষে থাকে। অতৃতীয়(২০২৩) অ্যালবাম এর প্রতিটা গান ভাবিয়ে তোলে। প্রতিটা লিরিক্সে বাস্তবতা মিশে আছে।
নিয়মিত জীবন ধারায় অবিরত স্বপ্ন দেখা অপূর্ণতায় যথন জীবনকে, পরিপূর্ণ করে রাখা। স্বপ্ন আর বাস্তবতার খেলায় ছায়ারা মুখোশের আড়ালে মেলায় স্মৃতির আয়নায় যে ছবি প্রতিবিম্ব তারই মনে করে ভুলে থাকা ভুলের মাঝে খুঁজে পাওয়া বেঁচে থাকার অভিনয়ে, নিজেকে আরও হারিয়ে ফেলা এখনই সময় নিজেকে খুঁজে দেখার এখনই সময় জীবনের হিসেব মেলাবার কখনোই ভেবোনা, এ তোমার ভুল অনুভূতি সময় করেছে একা সামনে তাকিয়ে দেখো আছে অবাক পৃথিবী স্মৃতির পাতায় ছিলো তার গল্প সবই কখনোই ভেবো না, এ তোমার ভুল অনুভূতি নিজের ভেতরেই পাবে আরেক তুমি যে লিখেছে গল্প তার, জানা ছিল শেষ কখন কার নিয়ম বদলে নিয়মের বেড়াজালে, জড়িয়েছো তুমি নিজেকে তাঁর আনমনে জড়িয়ে আছে প্রতিটি ক্ষণে তোমার ছায়াও জানে, জানোনা তুমি শুধু স্বজ্ঞানে। অর্থহীন অবাস্তবতার, জানো না বা জানো আছে হিসেব তাঁর তোমাকে ভেঙ্গে ফেলে মায়ার ইন্দ্রজাল পেরিয়ে মৃত্যুর যে হাহাকার সবখানে তাঁর অস্তিত্বের আহ্বানে তোমার অন্ধকারে অভিযান আলোর সন্ধানে
কিছু মানুষ আছে নতুন গান আসলেও তারা পুরান গানের ফিল খোজে গানের মাঝে! কিন্তু কথা হচ্ছে পুরান গানের ফিল খুঁজতে আসলে তাহলে আর নতুন গান শোনার কি দরকার ঐ পুরান গানগুলা এ শুনেন! আজাইরা পাবলিক কোন ভ্যারিয়েন্ট বুঝেনা,এক গানের ফ্লেবার সব গানে চায়😑
without any doubt faisal vai is one of the best guiter of our country but Ershad vai was one of the greatest guiterist of all time in our region . he has a great sense of music. and his capabilities of playing solo was just mind blowing. also his play sounds more natural then faisal vai. in my Opinion.
মানুষের রিমেক শুনতে শুনতে এমন অবস্থা হইছে যে এরা নতুন কিছু নিতেই পারে না। আরে ভাই তুই যদি আবার অনিকেত প্রান্তর ই চাস তাহলে নতুন Album এর কি দরকার। ওইটা গিয়েই বারবার শুন না। যারা নতুনত্ব পছন্দ করে তাদের জন্যই artcell এই Album. Artcell এর গান বুঝতেও হেডম লাগে! এই গানটা ভয়ানক সুন্দর হইছে। specially last part টা! উফফ! কি inspirational!!! Love you Artcell!❤
Thank you so much Artcell, Boyes take koyek jog agiye rekhe kolponar jogote beshe beranor airokom amazing platform sristy kore deoyar jonno.......... #Otritio
After 17 long years 😅😅, ARTCELL is back with new Album . Though this album is nothing like অন্য সময় or অনিকেত প্রান্তর.It's totally different & amazing but it's totally ARTCELL . ♥♥♥
২০ বছর আগের অন্যসময়, অনিকেত প্রান্তর যেমন এখন বর্তমান,
তেমনি এই অতৃতীয় এলবামও বর্তমান হবে ২০৫০ সালে.. কারন এটাই আর্টসেলের বিশেষত্ব!
তাদের গানগুলো বর্তমান থেকে যোজন যোজন এগিয়ে থাকে... তাদের ক্রিয়েশনস গুলো ফাইন ওয়াইনের মত, যত পুরাতন হয়,ততই সুস্বাদু বা শ্রুতিমধুর হয়! 🤘😎
অন্য সময় ami অন্যসময় e shunechi, same for অনিকেত প্রান্তর, but অতৃতীয় ei somoye valo laglo na, 2100 saleo valo lagbe na. ami advance listener
@@tsipowerblc5249 Apnr hoyto ekhn bhalo lage nai cause I didn't get their concept! 🙃
Fell niye koyekbar shonen, bojhen, you'll definitely love their songs ! 🤘😎
@@kuntal106 আমার feel আমি বুঝি, অতৃতীয় is not my type
Music Beshi pechate giye habijabi Kore felse. Could have been kept bit simple
@@tsipowerblc5249 কথা সত্যি বলেছেন... যদিও অন্য সময় আমার কাছে album হিসেবে পরিপূর্ণ মনে হয়েছে ... অন্য সময়কে তারা কখনোই পিছনে ফেলতে পারবে না কখনোই... এখনোও শুনলেও মনে হয় না সেই কৈশোরে শোনা album. এই নতুন এলবাম কেন জানি মন ছুয়ে যেতে পারলো না ... খুবই disappointed 😞 😔 😕
১৭ বছরে আর্টসেলের মিউজিক্যাল জার্নি, ফিলোসফিতে চেঞ্জ এসেছে। তার প্রতিফলন এই এলবামটি। আমার ভালো লেগেছে। দীর্ঘ সময় ধরে শোনা যাবে ❤️। কম্পারিজন করা উচিত না
মাস্টারপিস --!! আসলে যখন অন্য সময় এবং অনিকেত প্রান্তর বের হয়েছিলো তখন সেই গানগুলো ক-জোনে শুনেছে বা ভালো লেগেছে। সেই তুলনায় এই গানগুলো শুনেই ভালো লাগে। আশা করছি ১০ বছর পরে কালজয়ী গান হবে। ৪র্থ এলবামে আমি বলবো বীপ্রতিপ অথবা স্মৃতির আয়নার মতো হয় নাই।
হেয় আর্টসেল!! আমরা তারাই যারা তোমাতে মুগ্ধ হয়ে সেই স্কুল জীবন পেরিয়ে বিবাহিত জীবন অব্দি তোমার অপেক্ষাতেই রয়েছি.....
জেনে রেখো! "আমরা কখনো ভুলে যাই না, আমরা নিরাশ হই না"
ভালো থেকো আর্টসেল❤️💙
(মিস করিনা আপনাকে এরশাদ ভাই)💔💔💔
'পথ চলাতে' থেমেছি 'অনিকেত প্রান্তরে'
আবার ফিরে এসেছি ' অতৃতীয় ' হয়ে
Artcell🖤
অতৃতীয় অ্যালবামে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই গান ❤️
অতৃতীয় আলব্যাম টি রিলিজ হয় ২০২৩ সালে। তখন আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাএ । মিডের প্রস্তুতি নিচ্ছি ।কানে ইয়ারফোন দিয়ে গানগুলো শুনছি আর ম্যাথ করতেছি। আহা কি আনন্দ❤❤
আরমান❤
দুর্ভিক্ষও ক্ষুধা যন্ত্রণা ভুলে যাবে, যদি আর্টসেল তুমি থাকো বৃষ্টি হয়ে❤
Bhai ektu thamen atoo abeg koi pannn!
@@shahabulislamshohan5120 রাইট
অফফফফ💥🗿
ভাই এতো আবেগ আর্টসেল থেকে পাই❤
@@shakibtahsin6945 lol bhai :")
পুরো গান টায় পথচলা গানের ফিল পেলাম!
পথচলা যেমন আমাদের নতুন করে বাঁচতে শিখায় ঠিক তেমনি এই গানে সেইম ফিল টা পেলাম❤️
স্বপ্ন আর বাস্তবতার খেলায়
ছায়ারা মুখোশের আড়ালে মেলায়
স্মৃতির আয়নায় যে ছবি
প্রতিবিম্ব তারই 🙂
বিশেষ কিছু গান সবার জন্য না, ভিউ কম তবে যা আছে ভিউ সব পিউর 🤎🤎 ভালোবাসা রইল চট্টগ্রাম থেকে 🤎
তবুও ফিরে যেতে চাই সেই অচেনা রাস্তায় কোন নতুন সৃতির খোজে। ধন্যবাদ আর্টসেল সাক্ষী হয়ে রইলাম💗
অন্যসময়(২০০২),অনিকেত প্রান্তর(২০০৬) এই দুটি অ্যালবাম আজও আমায় ভাবায় এত বছর আগে এধরনের লিরিক্স ও মিউজিক কীভাবে তৈরি হলো - যা বর্তমানে জেনারেশনের প্লেলিস্ট এর শীর্ষে থাকে।
অতৃতীয়(২০২৩) অ্যালবাম এর প্রতিটা গান ভাবিয়ে তোলে। প্রতিটা লিরিক্সে বাস্তবতা মিশে আছে।
স্মৃতির আয়নায়... ভালবাসি বাংলা ভাষার বাংলার রক স্টারদের 😍🫡
এখন যেন প্রতি বছর এই একটা করে এলভ্যাম আসে.... এইটাই চাই
আমি হলাম সেই কাঠামো যে একটা আত্মা,মাংস,পোশাক সভ্যতা বয়ে বেড়াচ্ছে।
"আমি দুর্ভিক্ষের চেয়ে তিব্র"
❤️❤️❤️
এই জন্যই হয়তো আর্টসেল এর প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে।
প্রতিবাড় ই অভিনব উপস্থাপন ❤
স্বপ্ন আর বাস্তবতার খেলায়
ছায়ারা মুখোশের আড়ালে মেলায়
স্মৃতির আয়নায় যে ছবি
প্রতিবিম্ব তারই🤘🖤
অনিকেত প্রান্তরের বিরামহীন যাত্রায় অবশেষে অতৃতীয়। এই যেন এক অন্যসময়।❤️
এতো ভালো কেন লাগে। গান গুলো শুনলেই অন্যরকম ভালো লাগে। ভালোবাসা আর্টসেল🎉
এ এক অন্যরকম Artcell.. আগের গানগুলো আমাদের জীবনে গেঁথে রয়েছে, নতুনদের মাঝেও এ গানগুলো রবে।❤️ ড্রাম রিপ লিড বেজ ❤️❤️❤️ অন্যরকম এক স্বাদ
Ei gaan ta shera ekta gaan hoise 2023 e.Ami mrittur ager din porjonto ei gaan shunte chai. HAIL ARTCEL.
আমি সুইসাইড করতাম ,
শুধু অতৃতীয় শোনার জন্য বেছে ছিলাম।
নিয়মিত জীবন ধারায় অবিরত স্বপ্ন দেখা
অপূর্ণতায় যথন জীবনকে, পরিপূর্ণ করে রাখা।
স্বপ্ন আর বাস্তবতার খেলায়
ছায়ারা মুখোশের আড়ালে মেলায়
স্মৃতির আয়নায় যে ছবি
প্রতিবিম্ব তারই
মনে করে ভুলে থাকা ভুলের মাঝে খুঁজে পাওয়া
বেঁচে থাকার অভিনয়ে, নিজেকে আরও হারিয়ে ফেলা
এখনই সময় নিজেকে খুঁজে দেখার
এখনই সময় জীবনের হিসেব মেলাবার
কখনোই ভেবোনা, এ তোমার ভুল অনুভূতি
সময় করেছে একা
সামনে তাকিয়ে দেখো আছে অবাক পৃথিবী
স্মৃতির পাতায় ছিলো তার গল্প সবই
কখনোই ভেবো না, এ তোমার ভুল অনুভূতি
নিজের ভেতরেই পাবে আরেক তুমি
যে লিখেছে গল্প তার, জানা ছিল শেষ কখন কার
নিয়ম বদলে নিয়মের বেড়াজালে, জড়িয়েছো তুমি নিজেকে তাঁর
আনমনে জড়িয়ে আছে প্রতিটি ক্ষণে
তোমার ছায়াও জানে, জানোনা তুমি শুধু স্বজ্ঞানে।
অর্থহীন অবাস্তবতার, জানো না বা জানো
আছে হিসেব তাঁর
তোমাকে ভেঙ্গে ফেলে
মায়ার ইন্দ্রজাল পেরিয়ে মৃত্যুর যে হাহাকার
সবখানে তাঁর অস্তিত্বের আহ্বানে
তোমার অন্ধকারে অভিযান
আলোর সন্ধানে
Gaan ta jeno smrity'r shei din gulo ke ekdom jibonto kore tule..
This first part gives me the vibe of ei bidaye
মনে করে ভুলে থাকা
ভুলের মাঝে খুঁজে পাওয়া ❤️
Just marvelous 🤩
গ্রীণডেইশ ফীল পেলাম মিডল থেকে। লিংকনের ফরেভার ইয়াং ভয়েস। মনে হচ্ছে আবার স্কুল কলেজ লাইফ টান দিলো পেছন থেকে। ❤আর্টসেল
তাঁর অস্তিত্বের আহ্বানে
তোমার অন্ধকারে অভিযানে,
আলোর সন্ধ্যানে!🖤⚡
এতো সুন্দর লিরিক বাজানো সব দারুণ!
প্রথমবার শুনেই ভালো লেগেছে। আপনেরা ভাই অনিকেত প্রান্তরের সাথে কেউ তুলনা কইরেননা প্লিজ। অনিকেত প্রান্তরতো অনিকেত প্রান্তরই। অনিকেত প্রান্তর অতুলনীয়।
দুনিয়ার নিয়ম গুা এমন আজব কেনো🥹
যাকে সবথেকে বেশি ভালোবাসি ' যাকে না পেলে মানুষ ভিতর থেকে মরে যায় তাকেই হারাই'💔🥹
মনের গহীন কোণে চিরদিন বেঁচে থাকুক আর্টসেল 🤘🖤
আর্টসেল তো দুই-তিনটা জেনারেশন এর মিউজিক কে এক করে দেওয়া ব্যান্ড!
আর্টসেল ব্লাডসেল♥️
এখনই সময় নিজেকে খুঁজে দেখার।
এখনই সময় জীবনের হিসেব মেলবার।
কখনোই ভেবো না, এ তোমার ভুল অনুভুতি, সময় করেছে একা।।।
হার্টসেল মানেই এক অন্য রকম অনুভূতি❣️
Futuristic song...soft progressive rock...Saju and Cezanne played well...guitars were good too
আসাম থেকে ভালোবাসা Artcell
কিছু মানুষ আছে নতুন গান আসলেও তারা পুরান গানের ফিল খোজে গানের মাঝে! কিন্তু কথা হচ্ছে পুরান গানের ফিল খুঁজতে আসলে তাহলে আর নতুন গান শোনার কি দরকার ঐ পুরান গানগুলা এ শুনেন! আজাইরা পাবলিক কোন ভ্যারিয়েন্ট বুঝেনা,এক গানের ফ্লেবার সব গানে চায়😑
without any doubt faisal vai is one of the best guiter of our country but Ershad vai was one of the greatest guiterist of all time in our region . he has a great sense of music. and his capabilities of playing solo was just mind blowing. also his play sounds more natural then faisal vai. in my Opinion.
❤
ধন্যবাদ জানাই আর্টসেল কে তাদের ভালোবাসা আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য 🖤
মানুষের রিমেক শুনতে শুনতে এমন অবস্থা হইছে যে এরা নতুন কিছু নিতেই পারে না। আরে ভাই তুই যদি আবার অনিকেত প্রান্তর ই চাস তাহলে নতুন Album এর কি দরকার। ওইটা গিয়েই বারবার শুন না। যারা নতুনত্ব পছন্দ করে তাদের জন্যই artcell এই Album. Artcell এর গান বুঝতেও হেডম লাগে! এই গানটা ভয়ানক সুন্দর হইছে। specially last part টা! উফফ! কি inspirational!!! Love you Artcell!❤
Chamcha fan na hoye music fan hobar cheshta koro.
@@koowashaতুমিও এরশাদের চামচামি না কইরা গান গুলো বোঝার চেষ্টা করো এই এলবাম আগের এলবাম দুইটা থেকে আরো পরিনত
আমি আজও মগ্ন এই গান গুলোতে💔🍁
Ufff!!! What a comeback from artcell. Sei purono artcell💘
Thank you so much Artcell,
Boyes take koyek jog agiye rekhe kolponar jogote beshe beranor airokom amazing platform sristy kore deoyar jonno..........
#Otritio
Gan gulu meaning bujte hole 5 bochor Artcell niye pora lekha korte hobe💝🤘🤘😍
2:00 - 2:37 ancient sound
obosh onuvutir deyal masterpiece
একটা ইতিহাসের সাক্ষী থাকলাম 🤍Artcell🤍
9 March 2023
Every song of this album will take time to grow into you. These are the songs we expect. We can listen to for a long long time. Thanks artcell.
Eiiii ganta ekdin sure hit hobe.....🌺🥀
সব গানগুলোর লিরিক্স❤️
মৃত্যুর আগ পর্যন্ত শুনবো গানটি
Thanks artcell
আনমনে জড়িয়ে আছে প্রতিটি ক্ষণে
তোমার ছায়াও জানে, জানোনা তুমি শুধু স্বজ্ঞানে।
#Artcell💚
-জানি তুমি এখন আর আমার না, কিন্তু আমি তোমায় আজও প্রথম দিনের মতোই ভালোবাসি 😑♥️
ei album e biprotip ar smritir ayna best
Artcell আমি হাড়াবো অন্ধকারে, আবার ফিরবো আলোতে, শুধু তোমার গানের জন্য। ভালোবাসি Artcell তোমাকে, ভালোবাসি আমার প্রেমিকার থেকেও বেশি 💓😇
6:40 e bassbaba r voice mone holo
This song is the catchiest one from the third album.
I get the sense of "PothChola" "Chaitei Paro" "Smriti Sharok" in this 7 min ... goodness gracious!!
আরেকটা মাস্টারপিস হতে যাচ্ছে 🖤
🎵
সেরা হয়ে থাকবে গানটি
:) well i had a friend,who died few months back,he used to tell me " artcell er 3rd album aijibone aibo na " maaaaaaaan I wish you were here :)
Sad that he couldnt hear
He would die again if he were a die hard fan of ONNOSOMOY era :3
অসংখ্য সমুদ্র বয়ে যাচ্ছে
সময়ের স্রোত
এবং কেই বা বিখ্যাত হতে চায় এবং অটোগ্রাফ সই করতে চায় সিনেমা স্টারদের মত..
আমি জানতে চাই আমার মৃত্যুর পর কী হবে..
After 17 long years 😅😅, ARTCELL is back with new Album . Though this album is nothing like অন্য সময় or অনিকেত প্রান্তর.It's totally different & amazing but it's totally ARTCELL . ♥♥♥
ভাই আপ্নাদের সবগুলো cell মিলে হচ্ছে artcell. একটা cell missing. ওই cell এ বর্তমানে কোনো art নাই।
Oshadharon eta
Artcell তুমি বেচে থাকার আশা💙🖤
The Best Song of This Album. ♥♥♥ Smritir Ayna... ♥♥♥ Artcell.
অসাধারণ হাজারবার শুনতে ইচ্ছে হয়!♥️
আহা কি অপরুপ সুন্দর,
এ যেন প্রেমিকার ছোঁয়র চেয়েও তীব্র সুখ খুঁজে পেলাম! thanks artcell😅🖤
প্রতিবিম্ব তারই❤️🔥
Onk sondhur gaan ta
❤️ কমেন্ট করার ভাষা খুঁজে পাই না
Fav song
Motivational lyrics
অনিকেত প্রান্তর আর দুঃখ বিলাশ এগুলার ধারেও আসতে পারছে না এখনকার গান,,৷ মিস ইউ এরশাদ ভাই
মানতে পারলাম না।এই এলবাম আরো পরিনত। এটা আরো বেটার।
5:40 dream theater vibes!
Would be interesting for fans if you guys also published which solo was whose just like Warfaze used to!
ARTCELL তুমি আমার কাছে সেরা
Artcell's lyrics are on another level😍
আর্টসেল মানে আবেগ ভালোবাসা।অসাধারণ ♥️♥️♥️
ভালোবাসা অবিরাম......💖💖Artcell💖💖
আর্টসেল তুমি আবার দিওয়ানা করে দিলে❤️
ইন্ট্রো শুরু হওয়ার পর এই বিদায়ের কিছুটা ফিল পাইলাম
Artcell X Otritio is a blastttt!!
Air pot 🫙 chara aysob gan jome na 🎉❤
❤❤❤
4:36 ❤
এবার আগামী ৩০ বছর আরাম করতে পারেন 🤗
All time top class
সাজু ভাই অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ।
❤️🔥❤️🔥❤️🔥
অসাধারন একটি গান আবারো পেলাম 🖤🥀
This is the best track of Otitio Albam
This is the catchiest of all the tracks
মিউজিক ভিডিওর আশায় ছিলাম, কিন্তু তারপরও কেন যেন এই লিরিক্যাল ভিডিওর থেকেই চোখ কান কিছু সরাতে পারি না।
ARTCELL
Wow
From 6.12
🔥