কোটি কোটি আর্টসেল শ্রোতা অনিকেত প্রান্তর, দুঃখ বিলাস, পথ চলা, ধুসর সময় এবং আরো কিছু এর পরে আবার একটা কালজয়ী গান পেলো..... সময় বদলে যায় আর্টসেল না বিপ্রতিপ শোনার পর রীতিমতো কাঁটা দিচ্ছে.... Love from এপার বাংলা(কলকাতা)❤️
আর্টেলের শ্রোতা কোটি কোটি না। মুষ্টিমেয় কিছু। এজন্যই টংয়ের দোকানে বাজে না, টিকটকে যায় না, ইলিয়াস, ইভান, ইমরানের শ্রোতারা নামই জানে না। এজন্যই আর্টসেল প্রিমিয়াম।
অতৃতীয় এ্যালবাম এর প্রথম শোনা গান, এই গান আর্টসেল ছাড়া সম্ভব না। সুর, তাল, কথা পিউর আর্টসেল ভাইভ এককথায় ।গুনগুনিয়ে গেয়ে উঠার নতুন গান। ধন্যবাদ আমাদের "আর্টসেল" 🌺 সরি,হার্টসেল!! ❤️
'তবু থেকে যায় কথা জমে একরাশ নীরবতা আমি ভিড়বো না এ বাঁকে যেথা মুখোশ আঁকা মুখে নিভে যাওয়া প্রদীপ তুমি-আমি বিপ্রতীপ অভিমানের খেলায় আমি জিতেও তোমায় হারাই হেটে ফিরি কোন আশায় শত স্মৃতির আবর্জনায়" ❤️
আর্টসেল নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী, তা আবারও প্রমাণিত। একটা ব্যান্ড যাদের ১৭ বছরেও কোন এ্যালবাম ছাড়াই এতটা জনপ্রিয় যা কল্পনাকেও হার মানায়। এর কারণ আবারও এই "অতৃতীয়" দিয়ে বুঝিয়ে দিল। আহ্ "বিপ্রতীপ" কতই না শ্রুতিমধুর। লাভ ইউ আর্টসেল৷ ❤️❤️❤️
গায়ের পশম দাঁড়িয়ে যায় আর কিছু বলার নাই। ''আর্টসেল'' মাধ্যমে বাংলা ব্যান্ড এর প্রতি ভালোবাসা জন্মেছিল, আর এই ''আর্টসেল'' এইটা শুধু একটা নাম না এটা আমাদের ইমোশন, আমাদের গর্ব। ❤️
গতকাল ৮ই মার্চ জয় বাংলা কনসার্ট এ একা একা পুরো গানটা গাইলাম গলা ফাটিয়ে। চোখে পরে এমন কাওকে গানটা গাইতে দেখি নাই ভিড়ের মাঝে। খুব বেশি খারাপ লেগেছে তখন। তা বলার মতোন না। এই গানের মর্মটা আসলেই অনেক আমার কাছে। But hoping after 5 years এই গানটা গাওয়ার জন্যই artcell কে request করবে। That's the power of mighty "বিপ্রতীপ"। what a song. What a composition. Jodio সবার আগে শোনো অতৃতীয় campaign এর winner হিসেবে গানটা GAAN app e 23rd February release এর আগেই শোনা হয়ে গিয়েছিলো ২০ই February band members দের সাথে বসে। তার পর আবার gaan app এ purchase করে শুনলাম। এখন এই খান থেকে। রেখে গেলাম এই কমেন্ট টা। আশা করি অনেক দিন পর আমার সন্তানের কে দেখিয়ে বলতে পারবো Artcell এর প্রতি আমার ভালোবাসা টা কতো খানি ছিলো। "অন্য সময়" আর "অনিকেত প্রান্তর" এর পর "অতৃতীয়" আমার কাছে আরেকটা অধ্যায়। যার কোনো সমাপ্তি নেই। Artcell forever ❤️
গান এ্যাপে সাবস্ক্রিপশন নিয়েও গানগুলো শুনি নাই। মনেই হচ্ছিল কনসার্টে নতুন অ্যালবামের একটা গান হলেও করবেই। 'অতৃতীয়' অ্যালবাম প্রথমবার একবারে লাইভ শুনার ইচ্ছা ছিল, পূরণ হয়ে গেসে। আপনার মতো আমিও একা শুনসি। গলা ফাটায় গাইতে পারি নাই ঠিকই, কিন্তু শুনতে শুনতে আমি কান্না ই করে দিসিলাম Artcell ❤
Joy Bangla Concert 2023 এ এই গানের Inauguration এ যারা লিংকন ভাইয়ের সাথে ছিলেন আর এই গান শুনতেছিলেন তারা জানান দিন … ১৭ বছর বুকে ধরে রাখা অনিকেত প্রান্তর , দুখ বিলাশ , ধুসর সময় , চিলে কোঠার সেপাহি সহ নতুন করে অনুভূতির জন্ম নেওয়া বিপ্রতীপ ট্র্যাক আমাদের হৃদয়ে থাকবে আরও ১৭ হাজার বছর …
আর্টসেল এমন এক ব্যান্ড যাদের গানের কন্সেপ্ট বুঝতে কয়েক বছর লেগে যায়.. তাদের গান হয় ভবিষ্যতের গান যা বর্তমান সময়ের থেকে অনেক এগিয়ে থাকে!🔥 ফয়সাল ভাই এরশাদ ভাইয়ের থেকে কোনদিক দিয়েই কম নাহ, উনার গিটার প্লেয়িং এর আলাদা একটা ফ্লেভার আছে।💜 আর সাজু ভাই তো অন্যজগতের ড্রামার!🔥 লিংকন দা রক এজ অলওয়েজ🤘😎 আর সেজান ভাইয়ের বেজ! আহ! কানের শান্তি!🤘🥰 ওভারঅল ধন্যবাদ আর একটি মাষ্টারপিস গান উপহার দেয়ার জন্য 😍 কমেন্ট রেখে গেলাম ০৯/০৩/২০২৩ আমাদের নাতিরা এসে দেখবে তার দাদুদের মিউজিক টেস্ট কেমন ছিল।😊 আর্টসেল ফরএভার 🤘
অতৃতীয় আলব্যাম টি রিলিজ হয় ২০২৩ সালে। তখন আমি অনার্স দ্বিতীয় বর্ষে । দেশ এখনো ডিজিটালের ছোয়ায়।কানে ইয়ারফোন দিয়ে গানগুলো শুনছি আর ম্যাথ করতেছি। আহা কি আনন্দ❤❤ আরমান❤
আমি ছাদে গাছে পানি দিচ্ছিলাম হঠাত "শিশির ভেজা ঘাসে" এই পার্ট টা আসে, আর গুযবাম্পস হয়!! কারণ রেকর্ডিং এর সময় এটা শুনছিলাম আর expect করছিলাম অ্যালবামের কোন গানে এটা আসবে কারণ মোটামুটি সব গান শোনা শেষ কিছুটা upset ছিলাম তখনই এই পার্টটা ঢুকে। আর অতৃতীয় title track টা শুনতে শুনতে তাঁরা দেখতাম উত্তরের শীত আসার আগমুহূর্তের রাত গুলোতে।
@SangirssgaumutraJewel played that solo, not Faisal. It seems like you have this prejudice that any solo played by anyone other than Ershad is not artcell material. Get out of your prejudice man. We all would have loved it if Ershad was there. But he was not the hardworking Ershad of Artcell anymore. He was extremely unprofessional for which the band had no other choice. But Artcell must go on and cannot stop for one person.
আর্টসেলের প্রতিদ্বন্দ্বী আর্টসেল নিজেই। অস্থির সাউণ্ড ও লিরিকেও ভিন্ন মাত্রা যোগ করেছে। ১৭ বছর অপেক্ষা সার্থক প্রতিটি আর্টসেল ফ্যানের। 💜 #artcell #artcellism
তবু থেকে যায় কথা জমে একরাশ নিরবতা আমি ভিরবোনা এ বাঁকে যেথা মুখোশ আঁকা মুখে নিভে যাওয়া প্রদীপ তুমি আমি বিপ্রতীপ অভিমানের খেলায় আমি জিতেও তোমায় হারাই হেঁটে ফিরে কোন আশায় শত স্মৃতির আবর্জনায় ... অজানায় 🔥 🔥
'সৌভাগ্য আমাদের, আর্টসেল নামক একটা ব্যান্ড আমাদের প্রজন্ম পেয়েছে বলে'। একটা ব্যান্ডকে শুনতে গেলে গানের মর্মার্থ কেমন তা জানতে হয়, গানের গভীরতা বুঝতে হয়! আর্টসেল এই স্তরে এসেও এইটা ভুলে নি। আর ঠিক সেই কারণেই আর্টসেল বাকিদের থেকে আলাদা, স্বতন্ত্র। অন্য গ্রহের।
Biprotip makes me feel like I'm the last human,flying in my spaceship at the speed of light through the infinite of the universe,and crying alone,doomed to die before so much beauty... #sorry ershad vai :(
আর্টসেল একটি ভালোবাসা❤ আপনাদের ভালবাসার বাঁধনে বেঁধে ছিলাম সেই ছেলেবেলা থেকেই. সময়টি আমার এখনো মনে পড়ে সময়টি ছিল 2010. তখন আমি হোস্টেলে পড়তাম বড় ভাইদের মুখে আপনাদের গানগুলো শুনে পরিচয় শুরু হয় এরপর থেকে প্রত্যেকটা গানের শব্দ,ও অক্ষর গুলো ঠস্থ মুখস্থ হয়ে যায়. তার মাঝে অনেকগুলো বছর পার হয়ে যায়. দীর্ঘ বিশাল একটি বিরতি. এখন মনে হচ্ছে প্রথম ভালোবাসার প্রেমিকার সাথে দীর্ঘকালের বিচ্ছেদের পর সেই ভালবাসাটাকে এতোকাল পর আবারো ফিরে পেলাম ভালোবাসা রইলো #Artcell
পথ চলার মাঝে দুঃখ বিলাস করতে করতে অনিকেত প্রান্তরে এসে থেমেছিলাম এখন আবার অতৃতীয় হয়ে জেগে উঠেছি❤️ ২০২৩ মার্চ ৮ জয় বাংলা কনসার্টে প্রথম বারের মতো শুনেছিলাম বিপ্রতীপ, তারপরের দিনই রিলিজের অপেক্ষায় ছিলাম☺️
With due respect to all Artcell members, except the lead guitar solo part I loved most of this song. The lyric, distortion were excellent. But Otritiyo really proved that the amazing artistic and magistic guitar works of Ershad Zaman are never replacable. Without him Artcell is just lyrics, drums, bass and distortion. Guitar solos will never sound like Artcell.
I know that every member has different sound and show must go on. Some players can be skilled and play faster but a player who plays from feelings, who has feels is absolutely different in music, that’s make the difference. When a player play from heart, listeners can feel it, it’s heart to heart connection. Ershad is a that kind of player. Thanks!
১৭ বছরের অপেক্ষার কষ্ট, বিপ্রতীপ শুনে হৃদয়ে আনন্দ, আবার রক্তক্ষরন দুটোই হয়। আর্টসেল আর লিংকন দা। লিংকন দা কি বলে বুঝাবো তোমাকে। আমার মতো ক্ষুদ্র একটা মানুষের জন্য অতৃতীয় অনেক কিছু।
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতোনা প্রিয়। স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে যখন মানুষ গানটি শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি বারবার শুনতে আসব প্রিয় গানটা
২০৪০ সালে আর্টসেলের ৪র্থ অ্যালবাম রিলিজ হতে পারে, কিংবা তার থেকেও বেশী সময় লাগতে পারে। যেহেতু অনিকেত প্রান্তর থেকে অতৃতীয়র অপেক্ষার প্রহর ছিলো ১৭ বছর। তাই আমরা আশাবাদী পরবর্তী অ্যালবাম ১৭ বছরের একটু বেশী সময় নিয়ে করবেন। ফলে আমরা আমাদের সন্তান সন্তানীদের নিয়ে শুনতে পারবো। হার্টসেল ❤❤❤❤❤❤❤❤
অবশেষে অপেক্ষার অবসান ঘটলো, আর আমরা পেয়েছি অতৃতীয় অ্যালবাম, আর্টসেলের এক অনবদ্য সৃষ্টি, ১৭বছরে তারা কেমন গান তৈরি করেছে, তাদের ফ্যানদেরও এটা জানা হয়ে গেছে এই অতৃতীয়-এর মধ্য দিয়ে। আর্টসেল যে কত কঠিন ভাষায় গানের সৃষ্টি করতে পারে, এটা তারা আবারও বুঝিয়ে দিলো।
আর্টসেল এর আগের গান গুলোর মত সারাজীবন ফেভরিট লিস্টে স্থান দেবো এই গান কে সবকিছু মিলিয়ে এটাকে পুরনো আর্টসেল এর গান বলে মেনে নিতে পারলাম সত্যি ভালো লাগলো গানটা 💞💞
"Artcell" is the best rock band of Asia continent. "Artcell" is an integral part of rock fan's life. Their songs directly penetrate the soul of the youth. One can discover oneself on the stage of the cosmos floating in the void. The stage actor and audience is himself.
গানটা একবার শুনলাম, দুইবার শুনলাম, তিনবার শুনার পর মনে হলো এতক্ষণে চিনতে পারলাম, বুঝতে পারলাম, আর তারপর থেকে শুনতেছি। এরকম মিউজিক কম্পোজিশন, মেকিং বাংলার আর কোনো ব্যান্ড কখনও বানাতে পেরেছে কিনা সন্দেহ। TheMightyArtcel🤘🖤🖤
২০০২- আমি কোন আশাতে, ছুটে চলি পথে পথে... ২০২৩- হেঁটে ফিরি কোন আশায়... সময় বদলায়, জীবন বদলায় তবে মানুষ মানুষই থাকে। হাজারের ভিড়ে দিশেহারা হয়ে যুগের পর যুগ কোন আশায় ছুটে চলেছে তারা?
টানা ননস্টপ অনিকেত প্রান্তর, রূপক, চিলে কোঠার সেপাই, এই বিদায়ে, উৎসবের উৎসাহে, অবশ অনুভূতির দেয়াল শোনা মানুষ এখন ননস্টপ বিপ্রতীপ শুনছি। নিঃসন্দেহে এই এলবামের বেস্ট গান এবং আর্টসেলের লিজেন্ডারি গানগুলোর একটা হতে চলেছে। #BloodCell 🤘🏼❤️
আজও অনিকেত প্রান্তর অ্যালবাম(২০০৬) এর শেষ ট্রাকটা প্রতিরাতে শুনি।এই গানটি চিরসতেজ রবে অনন্তকাল। আর্টসেল এর প্রতিটি অ্যালবাম এর রচনা হয় পরবর্তী জেনারেশনের জন্য।
Ershad bhai you are a mastermind that proved again when i listened to new album and yes without you its not Artcell Anymore 😢 Thanks all of your Amazing solos/lyrics and compositions!!! ❤❤❤
বিপ্রতীপ শুধু একটা গান নয়, পুরো আর্টসেলিজমকে রিপ্রেজেন্ট করছে। এই গান টিকে থাকবে ততদিন, যতদিন বাংলা ব্যান্ড সংগীতের অস্তিত্ব থাকবে। #বিপ্রতীপ #মাস্টারক্লাস
@@johnkeats666 নিজেকে খুব পাকনা মনে কর না? অন্যসময় যখন রিলিজ হইছিলো তখন তোমাদের মতো পাকনাদের সময় লাগছিলো গানের মর্মার্থ বুঝতে। এখন ও সময় লাগবে। ধীরে ধীরে শুনতে থাকো। আর্টসেলের গান ১-২ বার শুনেই ভালো লেগে যাবে সেটা কিভাবে ভাবো তুমি??
নতুন যুগের লোকগুলো দেখুক তাদের বাপ চাচারা কাদের গান শুনতো। ধূসর সময়, অনিকেত প্রান্তর, তোমাকে, দু:খ বিলাস,অবস অনুভূতির দেয়াল, অন্যসময়ে, পথচলা, এই বৃষ্টি ভেজা রাতে, ঘুনে খাওয়া রোদ সেই সব লিস্টে আরও ১টি সংযোজন বিপ্রতীপ। ❤️❤️
এই একটা ব্রান্ডের সাথে গানের তাল মিলাতে পারি নাই! কোথাও না কোথাও গুলিয়ে ফেলবোই! হয় লিরিক মিসটেক হবে, নাইলে নিঃশ্বাস ধরে রাখতে পারবো না। সেই ২০০৯ থেকে আজও শিখছি 🌺
I am absolutely blown away by the album "Otritiyo" and in particular, the track "Biprotip". From the very first notes, I was hooked on the mesmerizing melody, and as the song progressed, I found myself completely immersed in the powerful and emotive lyrics, intricate guitar work, driving rhythms, and soaring vocals. Thank you for giving a breathtaking and unforgettable treat to our ears and for creating music that speaks to our soul. "Otritiyo" is a true testament to your artistry and waiting for 16 years for this album was well worth it.
আজও হাঁটি সে পথে মানুষের ভিড়ে তোমারই খোঁজে বিষণ্ণ খাতায় ছেঁড়া মলাটে মোড়ানো ভালোবাসার ভাঁজে তবু থেকে যায় কথা জমে একরাশ নীরবতা আমি ভিড়বো না এ বাঁকে যেথা মুখোশ আঁকা মুখে নিভে যাওয়া প্রদীপ তুমি আমি বিপ্রতীপ.... সত্যিই তো! এত সত্যি কেন কথাগুলো?! আশ্চর্য!
@@indtradingbd This is not lame.. Oniket Prantor got viral and became a trendy tiktok song..Rather than Utsober Utsahe,Vul jonmo didn't get viral and those are really awesome.. Sometimes not beung viral is a luck.
This has the most memorable vocal melodies in the entire album. I love the plucking throughout the song but the outro section along with the drums just gives me chills.
কোটি কোটি আর্টসেল শ্রোতা অনিকেত প্রান্তর, দুঃখ বিলাস, পথ চলা, ধুসর সময় এবং আরো কিছু এর পরে আবার একটা কালজয়ী গান পেলো..... সময় বদলে যায় আর্টসেল না
বিপ্রতিপ শোনার পর রীতিমতো কাঁটা দিচ্ছে.... Love from এপার বাংলা(কলকাতা)❤️
আর্টেলের শ্রোতা কোটি কোটি না। মুষ্টিমেয় কিছু। এজন্যই টংয়ের দোকানে বাজে না, টিকটকে যায় না, ইলিয়াস, ইভান, ইমরানের শ্রোতারা নামই জানে না। এজন্যই আর্টসেল প্রিমিয়াম।
অতৃতীয় এ্যালবাম এর প্রথম শোনা গান, এই গান আর্টসেল ছাড়া সম্ভব না। সুর, তাল, কথা পিউর আর্টসেল ভাইভ এককথায় ।গুনগুনিয়ে গেয়ে উঠার নতুন গান। ধন্যবাদ আমাদের "আর্টসেল" 🌺 সরি,হার্টসেল!! ❤️
Lengta polapaim gaaner kichu bujhe na, asche eihane vaab dehaite
'পথ চলাতে' থেমেছি 'অনিকেত প্রান্তরে'
আবার ফিরে এসেছি ' অতৃতীয় ' হয়ে
Artcell🖤
প্রথম এলবাম পথচলা না ব্রো, অন্যসময়
@@shakirahmed186 গানের টাইটেল হিসেবে সাজিয়েছি
Cringe
অতৃতীয় অ্যালবামে সবার প্রথম হিট গান হবে "বিপ্রতীপ " এরপর "অসমাপ্ত সান্তনা" ! 🌻🌻
Ekdom 🤘🏿
অসমাপ্ত সান্ত্বনা একটা সময় হিউজ হিট হবে।
আর কবে হিট হবে?
এরপর আর কিছু নাই শোনার মতো।
'তবু থেকে যায় কথা
জমে একরাশ নীরবতা
আমি ভিড়বো না এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি-আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই
হেটে ফিরি কোন আশায়
শত স্মৃতির আবর্জনায়"
❤️
প্রতিটা কথার মাঝে লুকানো হারিয়ে ফেলা মৃত মনের জীবন্ত হবার বিলাশিতা। বার বার গায়ের লোম ঘুম থেকে জেগে যায়।
আর্টসেল নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী, তা আবারও প্রমাণিত। একটা ব্যান্ড যাদের ১৭ বছরেও কোন এ্যালবাম ছাড়াই এতটা জনপ্রিয় যা কল্পনাকেও হার মানায়। এর কারণ আবারও এই "অতৃতীয়" দিয়ে বুঝিয়ে দিল। আহ্ "বিপ্রতীপ" কতই না শ্রুতিমধুর। লাভ ইউ আর্টসেল৷ ❤️❤️❤️
গায়ের পশম দাঁড়িয়ে যায় আর কিছু বলার নাই।
''আর্টসেল'' মাধ্যমে বাংলা ব্যান্ড এর প্রতি ভালোবাসা জন্মেছিল, আর এই ''আর্টসেল'' এইটা শুধু একটা নাম না এটা আমাদের ইমোশন, আমাদের গর্ব। ❤️
গতকাল ৮ই মার্চ জয় বাংলা কনসার্ট এ একা একা পুরো গানটা গাইলাম গলা ফাটিয়ে। চোখে পরে এমন কাওকে গানটা গাইতে দেখি নাই ভিড়ের মাঝে। খুব বেশি খারাপ লেগেছে তখন। তা বলার মতোন না। এই গানের মর্মটা আসলেই অনেক আমার কাছে।
But hoping after 5 years এই গানটা গাওয়ার জন্যই artcell কে request করবে। That's the power of mighty "বিপ্রতীপ"। what a song. What a composition.
Jodio সবার আগে শোনো অতৃতীয় campaign এর winner হিসেবে গানটা GAAN app e 23rd February release এর আগেই শোনা হয়ে গিয়েছিলো ২০ই February band members দের সাথে বসে। তার পর আবার gaan app এ purchase করে শুনলাম। এখন এই খান থেকে। রেখে গেলাম এই কমেন্ট টা। আশা করি অনেক দিন পর আমার সন্তানের কে দেখিয়ে বলতে পারবো Artcell এর প্রতি আমার ভালোবাসা টা কতো খানি ছিলো।
"অন্য সময়" আর "অনিকেত প্রান্তর" এর পর "অতৃতীয়" আমার কাছে আরেকটা অধ্যায়। যার কোনো সমাপ্তি নেই।
Artcell forever ❤️
গান এ্যাপে সাবস্ক্রিপশন নিয়েও গানগুলো শুনি নাই। মনেই হচ্ছিল কনসার্টে নতুন অ্যালবামের একটা গান হলেও করবেই। 'অতৃতীয়' অ্যালবাম প্রথমবার একবারে লাইভ শুনার ইচ্ছা ছিল, পূরণ হয়ে গেসে। আপনার মতো আমিও একা শুনসি। গলা ফাটায় গাইতে পারি নাই ঠিকই, কিন্তু শুনতে শুনতে আমি কান্না ই করে দিসিলাম
Artcell ❤
@@oohishams8514 অনেক বেশি ভালো লাগলো ভাই আপনার কথাটা শুনে।
at least কেউ ছিলো ঐদিন যে কিনা এই গানটার মর্ম বুঝতে পেরেছিলো 😊
ভালোবাসা নিয়েন ❤️
আমি বাকরুদ্ধ ,গায়ের লোম দাঁড়ায়ে গেছে।অবিশ্বাস্য ।অনেক ধন্যবাদ প্রিয় আর্টসেল।
5:08 এইখান থেকে চোখ বন্ধ করে শুনি আর অন্য জগতে হারিয়ে যাই , এই গান টায় আলাদাই একটা মায়া আছে ❤️❤️✨✨
Joy Bangla Concert 2023 এ এই গানের Inauguration এ যারা লিংকন ভাইয়ের সাথে ছিলেন আর এই গান শুনতেছিলেন তারা জানান দিন … ১৭ বছর বুকে ধরে রাখা অনিকেত প্রান্তর , দুখ বিলাশ , ধুসর সময় , চিলে কোঠার সেপাহি সহ নতুন করে অনুভূতির জন্ম নেওয়া বিপ্রতীপ ট্র্যাক আমাদের হৃদয়ে থাকবে আরও ১৭ হাজার বছর …
আধুনিক পোলাপানদের আবেগী কথা শুনলে ক্যান যেনো খুব হাসি পায়। নিজেরে বৃদ্ধ মনে হয়।
@@_kishorroy ok boomer👍
@@_kishorroy tui kacha badam shon notir pola
ভাই আপনার বয়স কতো ❓
প্রথম যখন আর্টসেলের গান শুনেছেন তখন আপনার বয়স কত ছিলে ❓
@@_kishorroy একদম....
২০১২সালে ভিকারুননিসা মেয়েরা যেই না অনিকেত প্রান্তর কভার করে ইউটিউবে দিলো ব্যাস লেইম পোলাপাইনরা নিজেদের ইন্টারলেকচুয়ার জাহির করতে আর্টসেলের তথাকথিত ১৭ বছরের ফ্যান হয়ে গেসে।
আর্টসেল এমন এক ব্যান্ড যাদের গানের কন্সেপ্ট বুঝতে কয়েক বছর লেগে যায়..
তাদের গান হয় ভবিষ্যতের গান যা বর্তমান সময়ের থেকে অনেক এগিয়ে থাকে!🔥
ফয়সাল ভাই এরশাদ ভাইয়ের থেকে কোনদিক দিয়েই কম নাহ, উনার গিটার প্লেয়িং এর আলাদা একটা ফ্লেভার আছে।💜
আর সাজু ভাই তো অন্যজগতের ড্রামার!🔥
লিংকন দা রক এজ অলওয়েজ🤘😎
আর সেজান ভাইয়ের বেজ! আহ! কানের শান্তি!🤘🥰
ওভারঅল ধন্যবাদ আর একটি মাষ্টারপিস গান উপহার দেয়ার জন্য 😍
কমেন্ট রেখে গেলাম ০৯/০৩/২০২৩
আমাদের নাতিরা এসে দেখবে তার দাদুদের মিউজিক টেস্ট কেমন ছিল।😊
আর্টসেল ফরএভার 🤘
5:24 a hardcore Artcell fan will understand the Whammy bar traction 💥😊 just awesome!!
that known tune :)
oniket prantor vibe...
Oniket prantor
That part was some bending techniques, not whammy bars...
@@akashgomez5386 Know it! But whammy bar also used
অতৃতীয় আলব্যাম টি রিলিজ হয় ২০২৩ সালে। তখন আমি অনার্স দ্বিতীয় বর্ষে । দেশ এখনো ডিজিটালের ছোয়ায়।কানে ইয়ারফোন দিয়ে গানগুলো শুনছি আর ম্যাথ করতেছি। আহা কি আনন্দ❤❤
আরমান❤
আমি ছাদে গাছে পানি দিচ্ছিলাম হঠাত "শিশির ভেজা ঘাসে" এই পার্ট টা আসে, আর গুযবাম্পস হয়!! কারণ রেকর্ডিং এর সময় এটা শুনছিলাম আর expect করছিলাম অ্যালবামের কোন গানে এটা আসবে কারণ মোটামুটি সব গান শোনা শেষ কিছুটা upset ছিলাম তখনই এই পার্টটা ঢুকে। আর অতৃতীয় title track টা শুনতে শুনতে তাঁরা দেখতাম উত্তরের শীত আসার আগমুহূর্তের রাত গুলোতে।
বয়স বাড়ে -আয়ু কাড়ে
হাসির দৈর্ঘ্য ছোট হয় ,
সম্পর্ক মরে -স্মৃতি গড়ে
এরই নাম জীবন বোধহয়। 🙃
আমি পেয়েও তোমায় হারায়,ভালোবাসা তখনই হারিয়ে যায়,
যখন কেউ তা হারানোর ভয় পায় ♥
That 5:24 is enough to make a diehard Artcell fan extremely nostalgic. That part takes me 10/12 years back everytime I listen to it. ❤️
Ikr?!! Getting Goosebumps every time.
Totally bro!! Totally!!!
Oniket prantor er moddheo kichuta similar solo ache.
Oniket prantor
@SangirssgaumutraJewel played that solo, not Faisal. It seems like you have this prejudice that any solo played by anyone other than Ershad is not artcell material. Get out of your prejudice man. We all would have loved it if Ershad was there. But he was not the hardworking Ershad of Artcell anymore. He was extremely unprofessional for which the band had no other choice. But Artcell must go on and cannot stop for one person.
হারিয়ে যাওয়া প্রেমিকাকে খুজে পেলে যেরকম খুশি হইতাম,তার চেয়েও কয়েকশো গুণ বেশি খুশি হয়েছি...দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটানোর জন্য ধন্যবাদ 🖤🖤ARTCELL🖤🖤BLOODCELL🖤🖤
এই গান...এই বিপ্রতীপ আগামী ১৭ বছর রাজত্ব করার জন্য যথেষ্ট💙🔥
"আমি জিতেও তোমায় হারাই", this line hits differently :''3
❤❤
নিভে যাওয়া প্রদীপ
তুমি আমি বিপ্রতীপ 🖤
✌️🖤
🖤🖤
এইটাই এই এলভাম এর সেরা গান। লিখে রাখেন কয়েক ইয়ার পর song টা কাপাইভে❤
আর্টসেলের প্রতিদ্বন্দ্বী আর্টসেল নিজেই। অস্থির সাউণ্ড ও লিরিকেও ভিন্ন মাত্রা যোগ করেছে। ১৭ বছর অপেক্ষা সার্থক প্রতিটি আর্টসেল ফ্যানের। 💜
#artcell #artcellism
নিভে যাওয়া প্রদীপ
তুমি আমি বিপ্রতীপ,
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই! 🖤
থেকে যাক নতুন কিছু, নতুন গানে তোমার স্মৃতি।
আর্টসেল🖤
Was scrolling RUclips for 2 hours and didn’t complete a single video until I found this song. Again I realize how powerful my beloved Artcell is.
তবু থেকে যায় কথা
জমে একরাশ নিরবতা
আমি ভিরবোনা এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই
হেঁটে ফিরে কোন আশায়
শত স্মৃতির আবর্জনায়
... অজানায় 🔥 🔥
শুনলাম অবাক হলাম...
১৭ বছর পর এসেও এমন গোজবাম্প দেয়া কম্পোজিশান 🖤
লিগেসি টকস...
প্রেরণার জীবনের ভিড়ে
ক্ষয় হয়ে
হারাবো তোমাকেই খুজে ফেরে
তবু থেকে যায় কথা
জমে একরাশ নিরবতা.....
#আগামী ৩০ বছর আরামের টিকিট এটা
'সৌভাগ্য আমাদের, আর্টসেল নামক একটা ব্যান্ড আমাদের প্রজন্ম পেয়েছে বলে'।
একটা ব্যান্ডকে শুনতে গেলে গানের মর্মার্থ কেমন তা জানতে হয়, গানের গভীরতা বুঝতে হয়! আর্টসেল এই স্তরে এসেও এইটা ভুলে নি।
আর ঠিক সেই কারণেই আর্টসেল বাকিদের থেকে আলাদা, স্বতন্ত্র। অন্য গ্রহের।
Biprotip makes me feel like I'm the last human,flying in my spaceship at the speed of light through the infinite of the universe,and crying alone,doomed to die before so much beauty...
#sorry ershad vai :(
P
@@jdhejfjfj2138 [Emoji error ]
আর্টসেল একটি ভালোবাসা❤ আপনাদের ভালবাসার বাঁধনে বেঁধে ছিলাম সেই ছেলেবেলা থেকেই. সময়টি আমার এখনো মনে পড়ে সময়টি ছিল 2010. তখন আমি হোস্টেলে পড়তাম বড় ভাইদের মুখে আপনাদের গানগুলো শুনে পরিচয় শুরু হয় এরপর থেকে প্রত্যেকটা গানের শব্দ,ও অক্ষর গুলো ঠস্থ মুখস্থ হয়ে যায়. তার মাঝে অনেকগুলো বছর পার হয়ে যায়. দীর্ঘ বিশাল একটি বিরতি. এখন মনে হচ্ছে প্রথম ভালোবাসার প্রেমিকার সাথে দীর্ঘকালের বিচ্ছেদের পর সেই ভালবাসাটাকে এতোকাল পর আবারো ফিরে পেলাম ভালোবাসা রইলো #Artcell
পথ চলার মাঝে দুঃখ বিলাস করতে করতে অনিকেত প্রান্তরে এসে থেমেছিলাম এখন আবার অতৃতীয় হয়ে জেগে উঠেছি❤️
২০২৩ মার্চ ৮ জয় বাংলা কনসার্টে প্রথম বারের মতো শুনেছিলাম বিপ্রতীপ, তারপরের দিনই রিলিজের অপেক্ষায় ছিলাম☺️
ছবিটি দেখে মনে হচ্ছে ওভার কোর্ট হুডিতে এরশাদ জামান দূরে তাকিয়ে দারিয়ে আছেন।
এই অতৃতীয় এলবামের মধ্যে বিপ্রতীপ গানটা এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে 🤗❤️❤️❣️ ভালোবাসায় অবিরাম ❤️
কত দশক পেরিয়ে যাওয়া স্মৃতি
স্মৃতির মতই ধূসর যথারীতি 😊
#ভালোবাসার_আর্টসেল❤️
With due respect to all Artcell members, except the lead guitar solo part I loved most of this song. The lyric, distortion were excellent. But Otritiyo really proved that the amazing artistic and magistic guitar works of Ershad Zaman are never replacable. Without him Artcell is just lyrics, drums, bass and distortion. Guitar solos will never sound like Artcell.
I know that every member has different sound and show must go on. Some players can be skilled and play faster but a player who plays from feelings, who has feels is absolutely different in music, that’s make the difference.
When a player play from heart, listeners can feel it, it’s heart to heart connection. Ershad is a that kind of player. Thanks!
এত্ত melodious লিংকন দার tone! ❤
You know what hits hard? অভিমানের খেলায় আমি জিতেও তোমায় হারাই, This line
প্রতিটা অভিমানের খেলায় জিতেও তাকে হারানো
4:17 and onward, LITERALLY GOOSEBUMPS!!!! ❤❤❤
১৭ বছরের অপেক্ষার কষ্ট, বিপ্রতীপ শুনে হৃদয়ে আনন্দ, আবার রক্তক্ষরন দুটোই হয়। আর্টসেল আর লিংকন দা। লিংকন দা কি বলে বুঝাবো তোমাকে। আমার মতো ক্ষুদ্র একটা মানুষের জন্য অতৃতীয় অনেক কিছু।
আর্টসেল আছে বলে অতৃতীয়রা বাঁচে।❤
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই 🫀
হেঁটে ফিরি কোন আশায়
শত স্মৃতির আবর্জনায়
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতোনা প্রিয়। স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে যখন মানুষ গানটি শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি বারবার শুনতে আসব প্রিয় গানটা
আমার পথচলা আমার পথে ,
থেকে
আজও হাটি সে পথে মানুষের ভিড়ে,
তোমারই খোঁজে
Worth waiting for 17 years. Thanks for making my teenage days remarkable and now making my adulthood more meaningful..
২০৪০ সালে আর্টসেলের ৪র্থ অ্যালবাম রিলিজ হতে পারে, কিংবা তার থেকেও বেশী সময় লাগতে পারে। যেহেতু অনিকেত প্রান্তর থেকে অতৃতীয়র অপেক্ষার প্রহর ছিলো ১৭ বছর। তাই আমরা আশাবাদী পরবর্তী অ্যালবাম ১৭ বছরের একটু বেশী সময় নিয়ে করবেন। ফলে আমরা আমাদের সন্তান সন্তানীদের নিয়ে শুনতে পারবো।
হার্টসেল ❤❤❤❤❤❤❤❤
কত দশক পেরিয়ে যাওয়া স্মৃতি
স্মৃতির মতই ধূসর যথারীতি❤
অবশেষে অপেক্ষার অবসান ঘটলো, আর আমরা পেয়েছি অতৃতীয় অ্যালবাম, আর্টসেলের এক অনবদ্য সৃষ্টি, ১৭বছরে তারা কেমন গান তৈরি করেছে, তাদের ফ্যানদেরও এটা জানা হয়ে গেছে এই অতৃতীয়-এর মধ্য দিয়ে। আর্টসেল যে কত কঠিন ভাষায় গানের সৃষ্টি করতে পারে, এটা তারা আবারও বুঝিয়ে দিলো।
❤
আর্টসেল এর আগের গান গুলোর মত সারাজীবন ফেভরিট লিস্টে স্থান দেবো এই গান কে সবকিছু মিলিয়ে এটাকে পুরনো আর্টসেল এর গান বলে মেনে নিতে পারলাম সত্যি ভালো লাগলো গানটা 💞💞
আগের মতোন নয়। এটা নিউ৷ সময়ের ব্যবধান আর সাউন্ডে বেশ পরিবর্তন যা ভালোতো বটেই। আশা করি অন্যান্য গানগুলো আরো মন কেড়ে নিবে৷ শুভকামনা।
Nobody can beat ARTCELL.❤
100% Shotto
অতৃতীয় অ্যালবাম এর প্রথম গান শুনছি।
এক্সপেকটেশন যেরম করেছি, সেরমই শুনতে পেয়েছি 😊
সলো - সেরা অনুভূতি
"Artcell" is the best rock band of Asia continent. "Artcell" is an integral part of rock fan's life. Their songs directly penetrate the soul of the youth. One can discover oneself on the stage of the cosmos floating in the void. The stage actor and audience is himself.
গানটা একবার শুনলাম, দুইবার শুনলাম, তিনবার শুনার পর মনে হলো এতক্ষণে চিনতে পারলাম, বুঝতে পারলাম, আর তারপর থেকে শুনতেছি।
এরকম মিউজিক কম্পোজিশন, মেকিং বাংলার আর কোনো ব্যান্ড কখনও বানাতে পেরেছে কিনা সন্দেহ।
TheMightyArtcel🤘🖤🖤
The melodies that bleed through Biprotip's coras are heavenly magical and it can only be created by Artcell. Madly in love with otrityo! ❤️
নিভে যাওয়া প্রদীপ
তুমি আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারায়।💕
অনিকেত প্রান্তর, ধুসর সময়, পথ চলা, দুঃখ বিলাস এর মতো আরেকটা কালজয়ী গান বিপ্রতীপ🔥❤️
যুগ পরিবর্তন হবে কিন্তু আর্টসেল একিরকম থেকে যাবে❤️
আমি ভীড়বোনা এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি আমি বিপ্রতীপ.................
গানের সুর, গানের লাইন৷ মনে রাখবার মত৷ এটি সেরা হয়ে থাকবে আপনাদের৷ 🖤
২০০২- আমি কোন আশাতে, ছুটে চলি পথে পথে...
২০২৩- হেঁটে ফিরি কোন আশায়...
সময় বদলায়, জীবন বদলায় তবে মানুষ মানুষই থাকে। হাজারের ভিড়ে দিশেহারা হয়ে যুগের পর যুগ কোন আশায় ছুটে চলেছে তারা?
অতৃতীয় অ্যালবামের সেরা গান আমার কাছে।
১৭ বছর পর.. অপেক্ষার অবসান।
"অপেক্ষার ফল সুমিষ্ট হয়"
#বিপ্রতীপ তারই প্রমাণ।
ARTCELL!!! Not just a band.
It’s pure emotion
টানা ননস্টপ অনিকেত প্রান্তর, রূপক, চিলে কোঠার সেপাই, এই বিদায়ে, উৎসবের উৎসাহে, অবশ অনুভূতির দেয়াল শোনা মানুষ এখন ননস্টপ বিপ্রতীপ শুনছি।
নিঃসন্দেহে এই এলবামের বেস্ট গান এবং আর্টসেলের লিজেন্ডারি গানগুলোর একটা হতে চলেছে।
#BloodCell 🤘🏼❤️
আমি হলাম সেই কাঠামো যে একটা আত্মা,মাংস,পোশাক সভ্যতা বয়ে বেড়াচ্ছে।
"আমি দুর্ভিক্ষের চেয়ে তিব্র"
💔
আমি হলাম সেই কাঠামো যে একটা আত্মা,মাংস,পোশাক সভ্যতা বয়ে বেড়াচ্ছে।
"আমি দুর্ভিক্ষের চেয়ে তিব্র"
যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে! তবুও ভালোবাসাটা থেকে যায়, হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়
I was about to cry when I listen to 'বিপ্রতীপ ' for the first time. Thanks artcell to keep me alive .Love from the core of my heart. Keep rocking🤍
আজও অনিকেত প্রান্তর অ্যালবাম(২০০৬) এর শেষ ট্রাকটা প্রতিরাতে শুনি।এই গানটি চিরসতেজ রবে অনন্তকাল।
আর্টসেল এর প্রতিটি অ্যালবাম এর রচনা হয় পরবর্তী জেনারেশনের জন্য।
Ershad bhai you are a mastermind that proved again when i listened to new album and yes without you its not Artcell Anymore 😢 Thanks all of your Amazing solos/lyrics and compositions!!! ❤❤❤
বলদ
Agree.
'শত ব্যথায় ঢাকা ক্ষত'
'অবিশ্বাস মোড়া নিশ্বাস যত!
এই একটা গানেই এত বছরের অপেক্ষার গ্লানি মুছে গেল! আহ্ প্রশান্তি!
ভালবাসার আর্টসেল! ব্লাডসেল!
বিপ্রতীপ শুধু একটা গান নয়, পুরো আর্টসেলিজমকে রিপ্রেজেন্ট করছে।
এই গান টিকে থাকবে ততদিন, যতদিন বাংলা ব্যান্ড সংগীতের অস্তিত্ব থাকবে।
#বিপ্রতীপ
#মাস্টারক্লাস
ওলে বাবা! তাই নাকি? এই গান আর্টসেলকে কোনোভাবেই রিপ্রেসেন্ট করেনা খোকা, তা তুমি অন্যসময়ের সময়ে জন্মালে বুজতে!
@@johnkeats666 নিজেকে খুব পাকনা মনে কর না?
অন্যসময় যখন রিলিজ হইছিলো তখন তোমাদের মতো পাকনাদের সময় লাগছিলো গানের মর্মার্থ বুঝতে। এখন ও সময় লাগবে। ধীরে ধীরে শুনতে থাকো। আর্টসেলের গান ১-২ বার শুনেই ভালো লেগে যাবে সেটা কিভাবে ভাবো তুমি??
নতুন যুগের লোকগুলো দেখুক তাদের বাপ চাচারা কাদের গান শুনতো। ধূসর সময়, অনিকেত প্রান্তর, তোমাকে, দু:খ বিলাস,অবস অনুভূতির দেয়াল, অন্যসময়ে, পথচলা, এই বৃষ্টি ভেজা রাতে, ঘুনে খাওয়া রোদ সেই সব লিস্টে আরও ১টি সংযোজন বিপ্রতীপ। ❤️❤️
😂😂😂
If this is not the best Bengali metal song of the year, then I don't know what is.
৫ বছর পর হলেও হাজারো অনুরোধ আসবে এই গানটি কন্সার্টে একবার চিল্লিয়ে গাওয়ার জন্য। 🖤
১৭ বছর অপেক্ষার অবসান ঘটলো!আর্টসেল বেঁচে থাকুক কোটি ভক্তের হৃদয়ে যুগযুগান্তর ধরে💜
এই একটা ব্রান্ডের সাথে গানের তাল মিলাতে পারি নাই! কোথাও না কোথাও গুলিয়ে ফেলবোই! হয় লিরিক মিসটেক হবে, নাইলে নিঃশ্বাস ধরে রাখতে পারবো না। সেই ২০০৯ থেকে আজও শিখছি 🌺
I am absolutely blown away by the album "Otritiyo" and in particular, the track "Biprotip". From the very first notes, I was hooked on the mesmerizing melody, and as the song progressed, I found myself completely immersed in the powerful and emotive lyrics, intricate guitar work, driving rhythms, and soaring vocals. Thank you for giving a breathtaking and unforgettable treat to our ears and for creating music that speaks to our soul. "Otritiyo" is a true testament to your artistry and waiting for 16 years for this album was well worth it.
Same here❤❤❤
আমার স্মৃতি গুলো আজ শকুনেরা খুবলে খায়, আহ, আর অসহায় আমি অইযে দূরে দাঁড়িয়ে তোমার পানে চেয়ে আছি ভালোবাসা খুজতে।
This one gonna be live forever......such a amazing track ✌️ Artcell forever ❤️
নিভে যাওয়া প্রদীপ
তুমি-আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই…
5:59 hits straight to the soul ❤️
আজও হাঁটি সে পথে
মানুষের ভিড়ে তোমারই খোঁজে
বিষণ্ণ খাতায়
ছেঁড়া মলাটে মোড়ানো
ভালোবাসার ভাঁজে
তবু থেকে যায় কথা
জমে একরাশ নীরবতা
আমি ভিড়বো না এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি আমি বিপ্রতীপ....
সত্যিই তো! এত সত্যি কেন কথাগুলো?! আশ্চর্য!
I personally don't want this song to go viral because it's not just a song, it's a sentiment of Artcell fans have cherished for seventeen years
Lame.
@@indtradingbd This is not lame.. Oniket Prantor got viral and became a trendy tiktok song..Rather than Utsober Utsahe,Vul jonmo didn't get viral and those are really awesome.. Sometimes not beung viral is a luck.
Ei gaaner view eto kom ken???? Its a masterpiece!
This has the most memorable vocal melodies in the entire album. I love the plucking throughout the song but the outro section along with the drums just gives me chills.
2099 Era তোমারা শুনছো আমাদের এই প্রজন্মের বর্তমন অবস্থা, চলছে জিতে থাকার অজানা
Artcell is just not only the piece of broken heart but also Ocean of the Quite Pain, Emotion &
Unrequited love.. ❤️❤️❤️
"নিভে যাওয়া প্রদীপ তুমি আমি বিপ্রতীপ
অভিমানের ভেলায় আমি জিতেও তোমায় হারাই "
বাস্তবতার সাথে মিলে যাওয়া একটা লাইন 🙂
2:11
মারাত্মক সুন্দর গান।
Artcell মানেই ভালোবাসা❤
প্রতিদিন অন্তত ৬-৭ বার বাক্সবন্দী শুনি। সেই ২০০৫ এ লিংকন দার সাথে দেখা হয়েছিলো, কথা হয়েছিলো ,আড্ডা হয়েছিলো। ❤
It should be 1M. Where is artcell fan? Share & listen more & more on youtube
নিভে যাওয়া প্রদীপ
তুমি আমি বিপ্রতীপ !!!!!!
the guitar part from 04:34 is unbelievable
গান যে লিখছে,তার মাথাটা জাদুঘরে রাখতে হবে,আমি স্তদ্ধ এক কথায়, এত সুন্দর লিখা লিখল কেমনে
A massage to the future, we have waited for 13 years for the album.
Don't let this song die.
oniket prantor Will be there But im not sure about this new artcell band
already dead
@@AjijulIslam-b9oকে বলছে তোরে?এই এলবাম আগের এলবাম থেকে আরো পরিনত
17y**
@@eagleeyes4445 গানের বাল ও বুঝছ না, লাফাস হুদাই। ইন্সট্রুমেন্ট প্লে দেখাই বুঝা যায় কেমন পরিনত
গানটা শুনে সেই ২০১১-২০১৩ সাল পর্য্ন্ত পিছনে চলে গেলাম যখন H.S.C তে যখন আমি জীবনের মানে হারিয়ে ফেলে ছিলাম।এখন ২০২৩ সাল।।প্রায় ১০ বছর।❤️❤️❤️❤️❤️
Artcell's music always touches my heart. They are the true legends of Bangladeshi rock music!
তবু থেকে যায় কথা
জমে একরাশ নিরবতা....
Pure Emotion ❤️