সখের বসে বনসাই বানানো কি জায়েয?

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 388

  • @আবদুলআলিম-স৬প
    @আবদুলআলিম-স৬প 3 года назад +129

    Thanks -জাজাকাল্লাহ খাইর
    WOW- সুবাহান আল্লাহ
    Nice -মা শা আল্লাহ
    OK - ইনশাল্লাহ

    • @khadijatoma1094
      @khadijatoma1094 3 года назад +4

      জাজাকাল্লাহ খাইর এর বাংলা কি?

    • @আবদুলআলিম-স৬প
      @আবদুলআলিম-স৬প 3 года назад +4

      @@khadijatoma1094 ধন্যবাদ

    • @tahirah7458
      @tahirah7458 3 года назад +7

      @@khadijatoma1094 Allah apnar balo koruk/ Allah apnake uththom prothidan dik.

    • @mohammodishaq5599
      @mohammodishaq5599 Год назад

      ​@@khadijatoma1094jazakallah er bangla hobe
      "Apni amake kushi korchen allah apnake tar binimoi kushi dan koruk"

  • @tahminaakter2014
    @tahminaakter2014 3 года назад +131

    "যারা না দেখেও তাদের প্রতিপালককে ভয় করে,
    তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।"
    🌿 -----[সূরা মূলক-১২]

    • @MdLiton-qu8nc
      @MdLiton-qu8nc 3 года назад

      আসসালামু আলাইকুম হুজুরের মোবাইল নম্বর টা ভিডিওর নিচে দেওয়ার জন্য অনুরোধ রইল হুজুরের সঙ্গে অনেক কথা বলার আছে আমিন

    • @keyaakter9468
      @keyaakter9468 Год назад

      আমিন

  • @abumusa7258
    @abumusa7258 3 года назад +16

    মা শা আল্লাহ , শায়েখ আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর করে বুঝানোর জন্য। জাযাকাল্লাহ খাইরান।

  • @amatullahmaryam4608
    @amatullahmaryam4608 3 года назад +8

    মাশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর একসময় অনেক খুঁজেছি। আজ উত্তরটা পেলাম আলহামদুলিল্লাহ।

  • @sajidurrahmanmanna6719
    @sajidurrahmanmanna6719 Год назад +6

    শায়খ আপনার মুখথেকে যুগ উপযোগি ফতোয়া পাওয়া যায়,,, আলহামদুলিল্লাহ

  • @marufahmed3722
    @marufahmed3722 2 месяца назад +13

    01:50 যারা কম সময়ে উত্তর জানতে চান তাদের জন্য।

  • @UNIQUESHIKKHA
    @UNIQUESHIKKHA 3 года назад +57

    মাশা আল্লাহ খুব সুন্দর আলোচনা, আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে সঠিক বুজ দান করেন আমিন

  • @dewanmahtabdidar9946
    @dewanmahtabdidar9946 3 года назад +8

    আলহামদুলিল্লাহ শায়েখ সুন্দর বিষয়ে আলোচনা করেছেন।এটাকে অনুচিতই মনে হতো,ভাবতাম একটা গাছকে কষ্ট দিয়ে ছোট করে রাখা হচ্ছে।ভিন্ন দৃষ্টিকোন থেকে আজ দেখলাম।

  • @leenayasmin8324
    @leenayasmin8324 3 года назад +45

    আলহামদুলিল্লাহ। শুনে খুশি হলাম। আরেকটি প্রশ্ন মনে জাগে, সৌন্দর্য বর্ধনের জন্য বাথরুমে গাছ রাখা যাবে কি? শুনেছি গাছেরাও রাতে আল্লাহর জিকির করে সে ক্ষেত্রে.....।

  • @akibmahmudsarder
    @akibmahmudsarder Год назад +1

    জাজাকাল্লাহ। অনেক দিন ধরে আমার বনসাই নিয়ে কাজ করি আর মনে এটা নিয়ে সংশয়ও ছিলো। আপনাকে ধন্যবাদ প্রিয় শায়েখ।

  • @bangamoni2021
    @bangamoni2021 Год назад +5

    ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
    'শখ' হবে বানানটি।
    ভালোবাসা অফুরান, প্রিয় হুজুর।

  • @Khanmasuk-zv7sf
    @Khanmasuk-zv7sf Год назад +12

    'আলহামদুলিল্লাহ' বনসাইয়ের বিষয়ে আমার আগ্রহ এবং চর্চা আছে বিধায় এই প্রশ্নটি মাঝে মাঝেই আমার মনে উকি দিত।
    আজকে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারনা পেলাম । 'আলহামদুলিল্লাহ' এখন আমার অনেক ভালো লাগছে...
    হুজুরকে অসংখ্য ধন্যবাদ

    • @justawhileinmyuntoldworld6262
      @justawhileinmyuntoldworld6262 Год назад +1

      ওনার ব্যাখ্যা কিভাবে যথার্থ হয়? অকারনে গাছের পাতা ছেড়া ও নাকি পাপ। তাহলে দিনের পরদিন গাছকে কষ্ট দেওয়া কিভাবে যায়েজ হয়? একটু ব্রেইন খাটাতে কেন পারেন না?

    • @Khanmasuk-zv7sf
      @Khanmasuk-zv7sf Год назад

      @@justawhileinmyuntoldworld6262 আপনি একটু ব্রেন খাটিয়ে মনোযোগ সহকারে বক্তব্যটা শোনেন, তাহলে আপনিও একমত হবেন..

    • @muniruddin5473
      @muniruddin5473 4 месяца назад

      অযথা শুধু সুখের বসে গাছ কাটা আমার মনে হয় জায়েজ হবে না।

  • @rafiqhossian1
    @rafiqhossian1 Год назад +2

    অনেক দিন থেকে এই প্রশ্ন টা মনে মনে করছিলাম।
    আলহামদুলিল্লাহ

  • @জুনায়েদ_মালেক
    @জুনায়েদ_মালেক 3 года назад +7

    আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আলোকে সমাধান এটাই তো ইসলামের বিধান জাযাকাল্লাহ প্রিয় শায়খ

  • @muhammadnishan6669
    @muhammadnishan6669 3 года назад +19

    জাযাকাল্লাহু খইরন...শায়েখ...আমি আগে এটা করা অনুচিত মনে করতাম....আজ ভুল ভেঙেছে...

  • @kamrunnahareti-el8vy
    @kamrunnahareti-el8vy Год назад +2

    আলহামদুলিল্লাহ, খুশি হলাম।
    বনসাই আমার খুব প্রিয়

  • @Mohammad-Al-Amin
    @Mohammad-Al-Amin 3 года назад +2

    অনেকদিন থেকেই এই প্রশ্নের উত্তর খুজতেছিলাম। জাজাকাল্লাহ খাইর

  • @noakhalivikings
    @noakhalivikings Год назад +4

    ধন্যবাদ হুজুর সুন্দর একটা বিষয় আলোচনার মাধ্যমে সবাইকে জানানোর জন্য।

  • @gloryofthepeace3128
    @gloryofthepeace3128 3 года назад +10

    আলহামদুলিল্লাহ। আমার অনেক গুলা বনসাই আছে।❤️
    শায়খ আহমাদুল্লাহ আমার অনেক প্রিয় একজন বক্তা।

  • @humblemaze
    @humblemaze 3 года назад +5

    মাশআল্লাহ, আপনি অনেক জ্ঞানী। আল্লাহ আপনাকে কবুল করুন।

  • @lovebangladesh2980
    @lovebangladesh2980 3 года назад +3

    ওয়ালাইকুমআসসালাম
    আলহামদুলিল্লাহ
    অনেক সুন্দর আলোচনা

  • @twinsmomfarjanasvlog3734
    @twinsmomfarjanasvlog3734 Год назад +2

    এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।।

  • @livingartbonsai4960
    @livingartbonsai4960 3 года назад +1

    Khub voy paye gechilm thumb nail dekha. Alhamdulillah khub valo laglo ame bonsai khub valobasi r alpo kichu aache amr

  • @adnanhossain4314
    @adnanhossain4314 3 месяца назад +1

    Alhamdulillah ❤❤khub vlo laglo shune🥰🥰

  • @TECHMentorEkram
    @TECHMentorEkram 3 года назад +9

    খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন

  • @mehedimuhammad7514
    @mehedimuhammad7514 3 года назад +4

    আলহামদুলিল্লাহ ❤️
    ধন্যবাদ শায়েখ 🤍

  • @infinitesolutions2602
    @infinitesolutions2602 Год назад +1

    Jazak Allah khair. Barak Allah feek.

  • @shuvopatowary2681
    @shuvopatowary2681 3 года назад +1

    খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে অনেক অনেক ভালোবাসি আল্লাহ আপনার নেক হায়াত দান করুক আমিন।

  • @SujonmirzavlogBd
    @SujonmirzavlogBd Год назад +1

    মাশাআল্লাহ,খুব সুন্দর উত্তর পেলাম

  • @kamruzzamanador951
    @kamruzzamanador951 Год назад +1

    Ami Bonsai Kori. Moner vitore aktu Didha-dondo chilo. Alhamdulillah ajke mon theke Didha dondo dur hoilo.

  • @sinthyasaiyal6333
    @sinthyasaiyal6333 3 года назад +1

    Masha Allah, khub sundor alochona.

  • @hafizursolutions
    @hafizursolutions 5 месяцев назад +1

    আলহামদুলিল্লাহ। জেনে ভাল লাগল

  • @NasreenSultanaRuna
    @NasreenSultanaRuna 10 месяцев назад +1

    Alhamdulillah. Baparta nie confusion dur holo.

  • @aklimarafique2614
    @aklimarafique2614 5 месяцев назад +1

    অনেক ভাল লাগলো হুজুর

  • @rashidulislamrifat7593
    @rashidulislamrifat7593 3 года назад +7

    আমি বনসাই করার পরিকল্পনা করেছিলাম,বাট জায়েজ কি না সন্দিহান ছিলাম কিছুটা
    আলহামদুলিল্লাহ,এবার কনফিউশন মুক্ত

    • @justawhileinmyuntoldworld6262
      @justawhileinmyuntoldworld6262 3 года назад

      এটা যায়েজ না। উনি ব্যাখ্যা দিতে পারেন নাই। আপনি ই ভেবে দেখুন তো গাছের এতে সারাজীবন কত কষ্ট হয়।

    • @samiulhaque9448
      @samiulhaque9448 3 года назад +1

      @@justawhileinmyuntoldworld6262 ভাই আপনিই বা কিভাবে sure হয়ে বলছেন?? উনি তো অবশ্যই জেনে শুনেই বলেছেন।।। আপনি যদি এখন বাহ্যিক গাছের কষ্ট দেখেন শুধু তা তো না,,,আদৌ গাছ কি কষ্ট পাচ্ছে তাও তো আপনি জানেন না।।। মেনে নিতে শিখুন

    • @gloryofthepeace3128
      @gloryofthepeace3128 3 года назад

      নাস্তিক ফতোয়া দেওয়া হাদীসে কতটা জায়েজ একটু পড়ে দেইখেন। আর একজন মুসলিমকে নাস্তিক বলার জন্যে আল্লাহর কাছে তওবা কইরেন।

    • @IsRatJaHan-tc7ru
      @IsRatJaHan-tc7ru 3 года назад

      @Rifat Islam আপনি ওনার কথা না বুঝেই আজেবাজে কথা বলতেছেন। উনি ঐ ব্যাক্তিকে বলছেন যে বনসাইকে নাজায়েজ বলেছে। না বুঝে অন্যের সাথে লাগছেন কেনো??

    • @IsRatJaHan-tc7ru
      @IsRatJaHan-tc7ru 3 года назад

      @Rifat Islam uni ki vul bolce j apni onake nastik bole dilen??

  • @jsnice1847
    @jsnice1847 Год назад +1

    Sundor alocona

  • @FreeAltSoftwareTutorials
    @FreeAltSoftwareTutorials 3 года назад +6

    জাযাকাল্লাহ খইরন

  • @akhirahrazzak623
    @akhirahrazzak623 3 года назад +8

    আলহামদুলিল্লাহ্‌

  • @nurnahermishu7078
    @nurnahermishu7078 Год назад +1

    ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

  • @shabnamakter7399
    @shabnamakter7399 Год назад +1

    আলহামদুলিল্লাহ। যেহেতু শখ আছে তাই জেনে ভারমুক্ত হলাম

  • @fariyajannat6363
    @fariyajannat6363 6 месяцев назад +1

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

  • @TECHMentorEkram
    @TECHMentorEkram 3 года назад +5

    অসাধারণ

  • @Asifkhan-op6rr
    @Asifkhan-op6rr 3 года назад +1

    আসসালামু আলাইকুম।
    আক্বীদার উপর বেশি বেশি ভিডিও তৈরি করার অনুরোধ রাখছি।
    জাযাকাল্লাহ খাইর।

  • @onenews8793
    @onenews8793 Год назад +3

    প্রিয় হুজুর খুব সুন্দর আলোচনা করেছেন । আমার প্রশ্ন হল মানুষকে বনসাই বানিয়ে রাখা কি জায়েজ, শারীরিক ও মানসিভাবে ? আপনি গভীর চিন্তার মানুষ, সেই আলোকে আলোচনা করলে খুশি হব ।

    • @jibonjaker6292
      @jibonjaker6292 Год назад

      না জায়েজ না, আপনি কুরআন ও হাদিস কেন পড়েন না?

  • @MahmudImran-v7k
    @MahmudImran-v7k 3 месяца назад +1

    Masahallah

  • @yeasinazadrifat493
    @yeasinazadrifat493 3 года назад +3

    Assalamo alaikom mohtaram

  • @CoxHALALMedia
    @CoxHALALMedia 3 года назад

    আমি অবাক হলাম মনের মত প্রশ্ন। গত বছর থেকে খুজেছি।

  • @ruditrafi2237
    @ruditrafi2237 Год назад +1

    আল্লাহ আপনার নেক হায়াত দান করুন।

  • @ShopnoSoa
    @ShopnoSoa 3 года назад +3

    Walekum assalam

  • @thaboy7282
    @thaboy7282 3 года назад

    Wa alikumus salam warahamatullhahi wa barkatuhu

  • @Z.I.Munna71
    @Z.I.Munna71 3 года назад +3

    Jajakallah khairan ♥️

  • @zilanebinmazed
    @zilanebinmazed Год назад +2

    অসাধারণ বক্তব্য, মাশাআল্লাহ

  • @islamislife4
    @islamislife4 3 года назад +11

    আসসালামু আলাইকুম শায়েখ একটা প্রশ্ন ছিল। সেনাবাহিনীতে interview নেওয়ার সময় সকল candiate কে শুধু একটা হাফ প্যান্ট পরিয়ে লাইনে দাঁড়াতে হয়। ইসলামী শরিয়তের দৃষ্টিতে এটা কেমন। দয়া করে জানাবেন।

  • @kamrunnessa-
    @kamrunnessa- 3 года назад +3

    টবের ফল, সবজির গাছে পুষ্টির জন্য পশুর হাড়ের গুড়া ও শিং এর কুচি ব্যবহার করা কি হালাল হবে?

  • @md.ab.rahim.890
    @md.ab.rahim.890 Месяц назад

    বনসাই গাছের গুড়িতে তে আনুষের Statue বানায় সেটা নিয়ে বললে ভালো হতো😊

  • @Munni-31
    @Munni-31 7 месяцев назад

    Ma Sha Allah

  • @saymaakter1644
    @saymaakter1644 Год назад

    Thank you so much. Zajakallahu bil khoir.

  • @MdNahumulIslam
    @MdNahumulIslam 4 месяца назад

    Alhamdulillah 😊

  • @islamsabak5-6-89
    @islamsabak5-6-89 3 года назад

    ধন্যবাদ। তথ্যভিত্তিক আলোচনা॥

  • @mahirashabrobin9864
    @mahirashabrobin9864 Год назад +1

    ❤❤❤❤

  • @gwradin5385
    @gwradin5385 3 года назад +1

    Mashaa Allah 💕❤️❤️

  • @shamimanasrin9704
    @shamimanasrin9704 3 года назад +1

    শখের বশে খাঁচার ভেতর পাখি পালন আর আ্যাকুরিয়ামে মাছ পালন কি জায়েয?

  • @abrrajib
    @abrrajib 3 года назад

    Jazakumullahu khairan

  • @dewansaiful3296
    @dewansaiful3296 3 года назад

    Walaikumus salam warahmatullahi wabarakatuhu

  • @julie_ta_nia
    @julie_ta_nia Год назад

    আসসালামু আলাইকুম স্যার,বাসায় টবে গাছ পালন করলে কি পাপ হবে??

  • @alummahmedia2021
    @alummahmedia2021 3 года назад +2

    মাশা আল্লাহ ♥

  • @MdRabbi-1
    @MdRabbi-1 6 месяцев назад

    ধন্যবাদ হুজুর

  • @TheGoalOdyssey7
    @TheGoalOdyssey7 8 месяцев назад

    Bhai apnader kache ki shami tree (Indian name) ache?
    Amar bushes dorkar....
    Janaben plz

  • @Servant.of.rohman
    @Servant.of.rohman Год назад +1

    সুবহানাল্লাহ ❤

  • @timetowatchjhb5727
    @timetowatchjhb5727 3 года назад

    জাযাকাল্লাহু খাইরান।

  • @SANTUDADA996
    @SANTUDADA996 Год назад

    জয় শ্রীরাম জয় শ্রী কৃষ্ণ জয় মা কালী জয় মা দূর্গা হার হার মহাদেব

  • @parvezshahadath3973
    @parvezshahadath3973 Год назад

    জায়েজ আছে। আলহামদুলিল্লাহ

  • @gaming_world2532
    @gaming_world2532 Год назад

    Ji ji ji golden golden

  • @tonematisha1236
    @tonematisha1236 3 года назад

    ওয়া আলাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

  • @aksarshishir1056
    @aksarshishir1056 4 месяца назад

    ALLAHU Akbar.........................❤!❤!❤!

  • @hoomanAdnan
    @hoomanAdnan Год назад

    Thanks Hujur

  • @santirpath7331
    @santirpath7331 3 года назад

    Jajakallah khoier

  • @futurex7649
    @futurex7649 Год назад

    Jazāk Allāhu Khayran

  • @smondal1463
    @smondal1463 Год назад +2

    আমার অবশ্য মনে হয় কিছু অপরাধী শহরে আছে যারা বাচ্চাদের চুরি করে এনে বিকলাঙ্গ করে দেয় বেশি ভিক্ষা পাবার আশায়, তাদের সমতুল্য পাপ ই হবে এই ক্ষেত্রে।

  • @mdshakirul3028
    @mdshakirul3028 3 года назад

    মাসা আল্লাহ সুন্দর আলোচনা

  • @fahmidabushra-zy4cs
    @fahmidabushra-zy4cs Год назад

    ঝাউগাছ লাগানোর হুকুম কি

  • @saifulislamsajol9377
    @saifulislamsajol9377 3 года назад +1

    আসসালামু আলাইকুম, । আমি একজন জার্মান প্রবাসী। আমার একটা প্রশ্ন ছিল - হালাল, হারাম এবং নন-হালাল মাংসের বেপারে। এখানকার ডিপার্টমেন্টাল স্টোর গুলোতে যে মুরগির মাংস পাওয়া যায় সেটা হালাল নয়। আমরা সাধারণত এটাকে নন-হালাল বলে থাকি। প্রয়োজনের তাগিদে প্রায়শ আমাদের এ মুরগি কিনে কাজ চালাতে হয়।
    আমার প্রশ্নটা হলো নন-হালাল মুরগি খাওয়া কি ইসলামের দৃষ্টিতে মাখরুহ নাকি হারাম?
    উল্লেখ আমার মতো অনেক প্রবাসী এমন সংকটের মধ্যে আছে। প্রবাসী ভাইদের এ বিভ্রান্তি দূর করবার জন্য একটি ব্যাখ্যা মূলক ভিডিও আপলোড দিলে খুব উপকৃত হতাম। ধন্যবাদ।

    • @FahimLiakat
      @FahimLiakat 3 года назад +1

      আসসালামু আলাইকুম । ভাইয়া অবশ্যই হালাল খাওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তবে একদম অপারগ হলে জীবন বাচাতে যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া হালাল। আর আপনি বলছেন মাঝে মাঝে নন-হালাল মাংস খেয়ে নেন। কিন্তু জীবন-মরণ সমস্যা না হলে এটা করা যাবে না। যখন হালাল মাংস পাবেন না, তখন ভেজিটেবল খেতে পারেন। খাবারের আরো অনেক জিনিস রয়েছে। 👇👇
      "তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃতজন্তু, (প্রবাহিত) রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্যের নামে যবহকৃত পশু, আর শ্বাসরুদ্ধ হয়ে মৃত জন্তু, আঘাতে মৃত জন্তু, উপর থেকে পতনের ফলে মৃত, সংঘর্ষে মৃত আর হিংস্র জন্তুতে খাওয়া পশু- তবে জীবিত পেয়ে যা তোমরা যবহ করতে পেরেছ তা বাদে, আর যা কোন আস্তানায় (বা বেদীতে) যবহ করা হয়েছে, আর জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা (এগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে)। এসবগুলো পাপ কাজ। আজ কাফিরগণ তোমাদের দ্বীনের বিরোধিতা করার ব্যাপারে পুরোপুরি নিরাশ হয়ে গেছে, কাজেই তাদেরকে ভয় করো না, কেবল আমাকেই ভয় কর। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিআমাত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে কবূল করে নিলাম। তবে কেউ পাপ করার প্রবণতা ব্যতীত ক্ষুধার[১] জ্বালায় (নিষিদ্ধ বস্তু খেতে) বাধ্য হলে আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। [সুরা মায়েদা : ৩]"
      [১]এখানে ক্ষুধার শেষ পর্যায়ের অবস্থায় উল্লিখিত হারাম খাদ্য ভক্ষণ করার অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে তাতে যেন আল্লাহর অবাধ্যাচরণ উদ্দেশ্য না হয় এবং সীমালঙ্ঘন করা না হয়। অর্থাৎ প্রাণ বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন শুধুমাত্র ততটুকু ছাড়া বেশী যেন ভক্ষণ করা না হয়।
      ওয়াল্লাহু আ'লাম।

    • @eshita3
      @eshita3 Год назад

      জানাশোনা ইসলামিক মাইন্ডের অনেক মানুষ ইউরোপে আছে তারা মাংস খায় না।আমিও যদি যেতে পারি এটা ১০০% ত্যাগ করবো।আপনি পারবেন না কেনো তাহলে।

  • @ayesha72055
    @ayesha72055 Год назад

    Mashallah❤

  • @humanservicemotivation1031
    @humanservicemotivation1031 3 года назад

    Ma sha Allah loves beauty

  • @nazrunazim6433
    @nazrunazim6433 3 года назад

    মাশাআল্লাহ

  • @Art_with_Sakib
    @Art_with_Sakib 3 года назад

    Alhamdulillah

  • @jmil6247
    @jmil6247 3 года назад +1

    Asssalamualikum
    হুজুর ,আমার প্রশ্ন হলো-
    1-কোনো ব্যক্তি সুন্নাত পালন না করলে তার শাস্তি কী?
    2-আর সুন্নাত অস্বীকার করলে শাস্তি কী হতে পারে?
    আশা করি আমি আমার উত্তর সম্পর্কে আপনার পরবর্তী ভিডিওতে ধারনা পাব।
    ধন্যবাদ!

  • @mariamsuma817
    @mariamsuma817 3 года назад +3

    আসসালামু আলাইকুম শায়েখ আমার এখানে কিছু প্রশ্ন আছে কৃত্তিম উপারের গাছটির সাধারন গ্রোথ বা বৃদ্ধি আটকে রাখা হচ্ছে এটা কি প্রকৃতির খিলাফ না?

    • @tousifahmed8557
      @tousifahmed8557 3 года назад

      prakretik vabe gorur dudh to basurer khawar kotha ...tahole amra khachhi keno

  • @amenadiary
    @amenadiary 2 месяца назад

    ❤❤❤

  • @GeoBase0
    @GeoBase0 3 года назад

    Walaikumus Salam

  • @rakibking2860
    @rakibking2860 Год назад

    আলহামদুলিল্লাহ

  • @jimahmed4052
    @jimahmed4052 Год назад

    সকের বসে ককাটেল পাখি পালা কি জায়েস

  • @sultanasdiary207
    @sultanasdiary207 Год назад

    ধন্যবাদ

  • @mustagfirzamidar4747
    @mustagfirzamidar4747 3 года назад

    ওয়ালাইকুম সালাম

  • @jshimonjshimon4737
    @jshimonjshimon4737 Год назад +1

    যেখানে গাছের পাতা ছিড়া ও অপরাধ সেখানে প্রকৃতির বিপরীতে গিয়ে নানান উপায়ে কষ্ট দিয়ে কি ভাবে জায়েজ করা হল????

  • @rownaksumiya2629
    @rownaksumiya2629 3 года назад

    বাসা থেকে অজু করে টিউশনিতে গেলে টিউশনির বাসায় কি ওযু ছাড়া নামায পড়া যাবে??

  • @muktadiramindu77
    @muktadiramindu77 3 года назад

    আলহামদুলিল্লাহ....

  • @IslamicGroupN
    @IslamicGroupN 3 года назад +1

    আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমীন

  • @Rafiologist4
    @Rafiologist4 3 года назад

    মাশ আল্লাহ 🤩

  • @SK.SHIKDAR.8090
    @SK.SHIKDAR.8090 Год назад +1

    কিন্তু বনসাই মুলত বাড়ন্ত গাছকে বাধাগ্রস্থ করে বাড়তে না দিয়ে ছোটো করে রাখা! আমরা এটাও শুনে থাকি গাছেরও জীবন আছে? তো একটি জীবন্ত বা বাড়ন্ত গাছকে বারতে না দেওয়া-কি ঠিক?? কেউ ভুল বুঝবেনা। আমারো হুজুরের আলোচনা অনেক ভালো লাগে। আমি শুধু জানার জন্য কমেন্ট করলাম। ধন্যবাদ

    • @marhan428
      @marhan428 Год назад +1

      আমাদের প্রিয় মহানবীও গাছপালা ভালোবাসতেন। গাছেরও জীবন আছে। গাছও কষ্ট পায়। অকারণে গাছ কাটা কিংবা গাছের পাতা ছেঁড়া মহানবী একেবারেই পছন্দ করতেন না। অবশ্য মহানবী কারণ ছাড়া কোনো কাজ নিজেও করতেন না। অন্যকেও করতে দিতেন না। তিনি বলতেন, ‘এ পৃথিবীতে যা কিছু আছে তা মানুষের উপকারে লাগবে। অদরকারে তাই কোনো কিছু নষ্ট করতে নেই। নিয়মমতো সবকিছু ব্যবহার করা উচিত। তাই প্রয়োজনে গাছ কাটতে হয়। কিন্তু অকারণে গাছের একটি পাতাও ছেঁড়া উচিত নয়।’
      একদিন মহানবী তাঁর সঙ্গীদের নিয়ে যাচ্ছিলেন এক সফরে। ক্লান্ত হয়ে তাঁরা বিশ্রাম নিতে বসলেন মাঝপথে। এমন সময় দেখেন দূরে গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে কয়েকজন লোক। কিন্তু ওদের মধ্যে একজন আপন খুশিতে পাতা ছিঁড়ছে। বাতাসে ভাসিয়ে দিচ্ছে সেই পত্রগুচ্ছ। ব্যাপারটা দেখে মহানবী খুব দুঃখ পেলেন। এগিয়ে গেলেন লোকটার কাছে।
      জিজ্ঞাসা করলেন,‘কেন তুমি অযথা গাছের পাতাগুলো ছিঁড়ছ?
      ‘ছিড়লে ক্ষতি কী? ভালো লাগছে তাই ছিঁড়ছি।’
      মহানবী তখন লোকটির আরো কাছে গেলেন। চুল টেনে ধরলেন তার। লোকটি উহ্ আহ্ করে উঠতেই মহানবী বললেন, ‘এত অল্পতেই তুমি ব্যথা পাচ্ছ? যদি তোমার চুল টেনে উপড়ে ফেলতাম তবে কেমন লাগত?’
      লোকটি বলল,‘আমার চুল টানলে ব্যথা তো পাবই। গাছের পাতা ছিঁড়লে গাছ কেন ব্যথা পাবে?’
      মহানবী তখন লোকটির কাছে জানতে চাইলেন,‘গাছ যে বুড়ো হয়ে মারা যায় তা কি তুমি দেখেছ?’
      লোকটি মাথা নাড়ল। সে দেখেছে। তাহলে গাছের পাতা ছিঁড়লে গাছও দুঃখ পায়। গাছেরও জীবন আছে। লোকটি মাথা নামিয়ে রাখল। সে মেনে নিল মহানবীর কথা। পরে মহানবী বললেন, ‘অকারণে গাছের পাতা ছেঁড়া ঠিক নয়। যদি তোমার প্রয়োজন হয় তবে পুরো গাছটাই তুমি কেটে ফেল। তাতে কোনো ক্ষতি নেই।’
      অপ্রয়োজনে কোনোকিছুই করা ঠিক নয়।