Это видео недоступно.
Сожалеем об этом.

কার চক্রান্তের শিকার হয়েছিলেন যুবরাজ সিং? ক্যান্সার কে জয় করতে পারলেও জয় করতে পারেনি রাজীনীতিকে🥲

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июн 2024
  • সালটা ২০১১, বিশ্বকাপে একের পর এক ম্যাচে ছক্কা হাঁকিয়ে চলেছেন ৩০ বছর বয়সী বাঁ হাতি ব্যাটসম্যান যুবরাজ সিং। কিন্তু কে ভেবেছিল এই সময় একদিকে যখন ক্যানসার তাঁর শরীর কুরে কুরে খাচ্ছিল, তখন ম্যান অফ দ্য সিরিজ হওয়ার স্বপ্ন দেখছিলেন ভারতীয় ক্রিকেট দলের এই তারকা অলরাউন্ডার। দাঁতে দাঁত চেপে লড়াই করে হার না মানা এই জেদের নাম হলো যুবরাজ সিং।
    ১৯৮১ সালের ১২ই ডিসেম্বর ভারতবর্ষের চন্ডিগড়ে জন্মগ্রহণ করেন যুবরাজ। তাঁর পিতা যোগরাজ সিং ছিলেন ভারতীয় ক্রিকেট দলের একজন অলরাউন্ডার। ছোটোবেলায় নিজের বাবার কাছেই প্রথম ক্রিকেটের চর্চা শুরু করেন যুবরাজ। ২০০৭ সালের আইসিসি বিশ্বকাপ টি-টোয়েন্টি এবং ২০১১ সালের আইসিসি ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ, এই দুই বিশ্বকাপেই ভারতকে চ্যাম্পিয়ন করার পিছনে তিনি ছিলেন এক অবিচ্ছেদ্য অংশীদার। ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর টি টোয়েন্টি বিশ্বকাপে চলাকালীন ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ার পরের ওভারেই তিনি ইংল্যান্ডের তরুণ বোলার স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে পরপর ৬টি ছক্কা হাঁকিয়ে দারুণ জবাব দেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১ ওভারে ৬ টি ছক্কার পাশাপাশি মাত্র ১২ বলে পঞ্চাশ রান করে টি-টোয়েন্টি খেলায় প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্রুততম অর্ধশতরান করার ইতিহাস তৈরি করেন যুবরাজ। এটি এমন একটি রেকর্ড, যা এখনও কোনও ব্যাটসম্যান ভাঙতে পারেনি। আর তাই তো সেই সময় থেকেই যুবরাজ সিং কে " সিক্সার কিং " নামেও আখ্যায়িত করতে থাকেন তার ভক্তরা।

Комментарии • 4