সুন্দর কথা বলছেন ধন্যবাদ কিন্তু যার কাছ থেকে 30 হাজার টাকা পামু,, থানা গেলে পুলিশের পিছে খরচ হয়ে যাবে আরো 30000 এতে কি লাভ না ক্ষতি একটু বলেন তো দেখি,, এ ব্যাপারে কিছু বলেন ❤
ছার আমি বিদেশ নেওয়ার কথা বলে টাকা নিয়েছে সে বিদেশও নেয়না টাকা দেয়না উটো আমাকে বকে জমি বিকরি করে দিয়ে ছি আমি গরিব মানুষ পিলিজ একটু দয়াকরে হেল্প করবে প্রলিজ
😢😢স্যার আমাকে একটা সঠিক পরামর্শ দেন আমি আজ 6 মাস যাবত বাড়ি থেকে অনেক দূরে সরে আছি মানুষের কাছ থেকে টাকা পয়সা ব্যবসা দিয়েছিলাম সে ব্যবসায় লস খেয়েছি 10 থেকে 12 লাখ টাকা আমার ঋণ আছে এখন সেই টাকা দেওয়ার মতন আমার কোন সামর্থ্য নেই স্যার আমি আমার হাতে এখন একটাই অপশন আছে সেটা হচ্ছে আমি দেশের বাইরে চলে যাব দেশের বাহির থেকে টাকা ইনকাম করে তারপর আল্লাহতালা যেন যারা আমার কাছে টাকা পাবে তাদেরকে যেন তাদের যেন টাকা ফেরত দিতে পারি আল্লাহতালা যেন আমার দীর্ঘ হায়াত দান করেন সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য স্যার আমাকে একটি সঠিক পরামর্শ দিবেন প্লিজ
আমি একজন উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধির কাছ থেকে আট বৎসর আগে দেওয়া আঠারো লক্ষ টাকা আদায় করতে পারছি না। টাকাটা জমির বায়না বাবদ আনরেজিস্টারড বায়না দলিলের বিপরীতে দেওয়া হয়। জমিটা পরে সরকার কর্তৃক অধিগ্রহণ হয় যার কারণে রেজিস্ট্রি দলিল হয়নি। এই টাকা পাওনার বিষয়ে তাকে অন্তত ৫০০ এসএমএস দেওয়া আছে। এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিও বিষয়টি ওয়াকিভহাল। উনি নিজেও অস্বীকার করেনি। এ ব্যাপারে আপনার পরামর্শ চাই।
Sir apnar video gulo onek gurttopurno.thank you sir Sir apni jodi sorkari vabe dalal chara europer job visa er ekta video banele sobair jonno upokar hoto. Thank you sir
আমি এর আগে ও প্রবাসে ছিলাম বলে কিছু পরিচিত লোকজন ছিলো বলে আমার এই অসহায় ও বিপদগ্রস্থ সময়ে একজন প্রবাসী আল্লাহর রহমতে আমার কষ্টের কথাগুলো শুনে আমাকে সাহায্য করেছেন তিনি একজন সত এবং মহান ব্যাক্তি তার সাহায্য আবার নিয়ে আমি আবার ফ্রি ভাবে প্রবাসে আসতে পারি বর্তমানে ওমানে আছি ভাইয়া
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমি ফেসবুকে ইউটিউবে আপনার ভিডিও সব সময় দেখি অনেক ভালো লাগে সামাজিক কল্যাণের জন্য কাজ করেন স্যার আমি একজন ওমান প্রবাসী আমার একটা সমস্যার বিষয় নিয়ে আপনার সাথে কথা বলার ছিল
পুলিশে যদি এ বিষয়ে আগে না আসে তাহলে তো মানুষ আইন হাতে তুলে নেবে তখন আপনারা বলবেন আইন হাতে তুলে নেওয়া অপরাধ যে কোন বিষয়ে আপনাদেরকে যদি ইনকাম করে সাথে সাথে আপনার দেশে জায়গায় যেয়ে তথ্য জানা এবং মানুষকে সঠিক পরামর্শ দিয়া এভাবে বিদেশে করে থাকে যখন পুলিশে ডাকে তখনই এসে হাজির
আসসালামু আলাইকুম ছ্যার আমি সৌদি আরব থেকে বলছি কেমন আছেন আমি এক জনের থেকে টাকা পাবো সে দেশে চলে গিয়েছে তবে তার ব্যাংক কাড জমা দিয়ে গেছে আমার কাছে তবে সে আর আসেনি সৌদিতে এখন কি কোনো উপায় আছে থাকলে বলেন
আসসালামুয়ালাইকুম স্যার, আমি সৌদি আরব থাকি, ভুলক্রমে আমার বন্ধুর বিকাশে 52,000 টাকা চলে গেছে, সে বলেছে দিবে, কিন্তু এখন সে মোবাইল বন্ধ করে রেখেছে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন, এখন আমার কি করনীয় দয়া করে একটু জানাবেন? এবং কি পদক্ষেপ নিলে ভালো হবে? প্লিজ
আসসালামুয়ালাইকুম স্যার আশাকরি ভালো আছেন স্যার আমি বিদেশ যেতে গিয়ে আমার রক্তে ভাইরাস দেখা দেয় এবং অমল এজেন্টের কাছে সব টাকা দেয়া আছে কিন্তু আমার যাওয়া হবেনা এবং কাছে আমার সব টাকা দেয়া আছে কিন্তু সেই টাকা ফেরত দিতে চাচ্ছে না এখন আমার করনীয় কি প্লিজ যদি বলতেন তাহলে উপকৃত হতাম
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার আমি একটা লাইফ ইন্সুরেন্স জীবন বীমা করেছিলাম আমি বলেছিলাম ১০ বছরের কিন্তু আমার ১৫ বছর করেদিয়েছিল এজন্য আমি একবার টাকা জমা করে বন্ধ করে দিয়েছি বছরে ২২ হাজার ৫০০ টাকা এ টাকা পনেরো বছর পর উঠাইতে পারবো কিনা কোন প্রসেস থাকলে জানাইয়েন
প্রমাণ আছে তবুও টাকা ফেরত পাই না ভাই ২ লাখ টাকা লোন দিছিলাম আমার এক বন্ধুকে এখন তার ফোন বন্ধ সিম পরিবর্তন করছে এলাকা ছেড়ে পলাতক ১ বছর হলো থানায় অভিযোগ জিডি মামলা নেয় নাই আমি অসহায় খুব 😭😭😭🙏🙏🙏
Sir, ami telegram a scam er shikar hoyesi, Hotala name akta telegram group amar theke 32500 tk niye gase. Tk ferot pete ami akhon ki korbo sir? Please advice din sir.
আমি সৌদি প্রবাসি 9 বছরের সমপুর্ন কামাই দুই বড় ভাইয়ের কাছে দিছি তখন সবাই একত্রে ছিলাম এখন আলাদা হয়ে গেছে। এখন দুই ভাইমিলে বলে আমাদের কাছে কোন টাকাই দেই নাই।এখন আল্লাহর কাছে বিচার ছারা আমার কোন উপাইনাই।আল্লাহ তাদের একদিন বিচার করবেন।
স্যার আপনারে দেখলে অনেক ভালো লাগে, স্যার আরো দুই একজন পুলিশ দেখছি মাশাল্লাহ খুব ভাল লাগে। কিন্তু এ ছাড়া বাদ বাকি যাদের দেখি স্যার এরা ঘুশ খাওয়া ছাড়া কিছুই বুজেনা।
স্যার, আসসালামুয়ালাইকুম, আমি বিদেশে যাওয়ার জন্য এক জনকে সারে ছয় লক্ষ্য টাকা দিয়েছি এবং জন্য সাক্ষ্য প্রমান হিসেবে স্টেম এবং সাক্ষ্যী আছে তা ছাড়া ভিডিও আছে । আমি আমার বাড়ীতে গ্ৰামিন ব্যাংক লোন এবং শুধে র টাকা নিয়ে দিয়ে ছিলাম, আমি খুব অসহায় আজ এক বছর যাবত ঘুরাতেই আছে কিন্তু আমার টাকা দিচ্ছে না স্যার, আমার সাথে ভুক্ত ভুগী আরো তিন জন আছে সর্ব মোট পঁচিশ লাখ টাকা,আপনার মাধ্যমে কোন সাহায্য সহযোগিতা করে টাকা গুলো উঠিয়ে দিতে পারবেন কিনা। প্লিজ জানাবেন স্যার।
স্যার আমি একজন থেকে 2লাখ টাকা পাওনা কিন্তু সেই দিবে বলে বিদেশ চলে যায় আমাকে না জানিয়ে,আমার কাছে প্রমাণ স্বরূপ আইডি কার্ড,কল রেকর্ড এবং তার লেখা মেসেজ আছে,এখন আমি টাকা গুলো কিভাবে পেতে পারি?
আসসালামু আলাইকুম আমি সৌদি আরব থাকি, আমাকে এবং আরো চার জন্য কে অস্টেলিয়া নেওয়ার জন্য প্রতি লোকের কাজ থেকে ৪ লাখ টাকা করে নেয় বিকাশের মাধ্যমে, চার লাখ টাকা নেওয়ার পর সবাইকে ইমোতে বল্ক করে দেয়, এখন ওর অস্টেলিয়ার নম্বার আচে এবং বিকাশ নম্বার আচে, ওর বাংলাদেশের আইডি আচে, এবং বিকাশে যে টাকা গুলো নিচে সব গুলার পিন কোট এবং নম্বার আচে,এখন আমার কি করনীও
আমি তিন বছর যাবত খুব হয়রানি হয়ে আসছি৷ আমি চেক ও এষ্টামের মাধ্যমে টাকা দেয়েছি দোকান বন্ধক দিয়ে তিন বছর জন্য। আমাকে তিন মাস ভালো ভাবে টাকা দেয়েছে। আমি চাকরি সুবাদে বাড়ি থাকতে পারি না।আমি যদি বাড়ি যায় তখন গা ডাকা দে আমাকে সাহায্য করুন কি ভাবে টাকা উদ্ধার করা যায়।
আসসালামু আলাইকুম। স্যার আমি বিকাশের একটা ভুল নাম্বারে ১৫০০০ পনের হাজার টাকা পাঠিয়ে দিই।পরবর্তীতে ঐ নাম্বারে কথা বলার পর নাম্বারটা বন্ধ করে দেয়। আমার কাছে দিন- তারিখ -সময় পিন নাম্বার সব আছে। কিন্তু এখন টাকাটা উদ্ধার করার কোন সুযোগ আছে কিনা দয়া করে জানাবেন।ধন্যবাদ।
Sir ami canada jabar jonno amar sylhet ar ak jon luk ke 1Lokko taka diacilam se bolce Canada take.tar no ace.ar bikase diaci dese taka sei no o ace jar kace taka pataici akon ki korbo sir.ples help koren sir ami Qatar taki
আস্সালামুআলাইকুম। স্যার আপনার সাথে একটু মোবাইলে কথা বলতে চাই। আমি খুব সমস্যার মধ্যে আছি একজনকে ৭লাখ টাকা দিছি। সে এখন আত্নগোপন হয়ে গেছে। স্যার দয়া করে আমাকে একটু সহযোগিতা করেন প্লিজ।
স্যার আমি সৌদি আরবে এক লোকের নিকট আমার বেতনের টাকা পাই। টাকা পাওয়ার সকল তথ্য ডুকমেন্ট আমার কাছে আছে। লোকটি সৌদিতে স্থান পরিবর্তন করে অন্য কোথাও অবস্থান করে। দেশে আসা যাওয়া করে। তার দেশের বাড়ি খুলনা, আমার দেশের বাড়ি ফেনী। তাই তাকে পাওয়া বা টাকা আদায় করা কঠিন হচ্ছে। আমি ফেনী মডেল থানায় থানায় গেলে তারা বলে প্রবাসীর মামলা এখানে হয় না। আমি নিরুপায় হয়ে গেলাম। আপনার সঠিক পরামর্শ চাচ্ছি।
স্যার আপনার কথা শুনে খুব ভালো লাগলো আমি এক হ্যাকার পাল্লায় পড়ে 37000 দিয়ে দিছেন এই টাকাটা আমি কিছুতেই উঠাইতে পারতেছি না পুলিশকে অনেকবার ফোন করি কোন গুরুত্ব দেয় না কিন্তু যেই নাম্বার দিয়ে কল দিছিলো ওই দুইটার নাম্বার খোলা আছে কল দিলে অন্য কথা বইলা রাইখা দে আপনি যদি একটু হেল্প করতে ভাই ভালো হতো আল্লাহ্ আপনার ভালো করবে
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার আমি মালয়েশিয়া থেকে বলছি আমার খালামণি তাদের একটা জমি আমার কাছে বিক্রি করার কথা বলে ২০২০ সালে মার্চ মাসে আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছেন কোন বায়না চুক্তি ছাড়াই আমি তাদের মুখের কথা বিশ্বাস করে ৫ লক্ষ টাকা দিয়েছি তবে সাক্ষী ছিল কয়েকজন আমি জমি কেনার ব্যাপারে তাদেরকে যে টাকা দিয়েছি টাকা দেওয়ার ব্যাপারে তাদের সাথে যত কথা হয়েছে সব কথা আমার ফোনে রেকর্ড করা আছে এখন টাকাটা দিচ্ছে না আমাকে আর জমিও দিচ্ছে না এখন আমার করনীয় কি আমি আইনের আশ্রয় নিলে টাকা বা জমি পাওয়া যাবে কি যদি আমাকে ভালো একটা পরামর্শ দিতেন ধন্যবাদ ❤️
খুব সুন্দর আলোচনা করেছেন অসংখ্য ধন্যবাদ 🥰
জাহাঙ্গীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
সুন্দর কথা বলছেন ধন্যবাদ কিন্তু যার কাছ থেকে 30 হাজার টাকা পামু,, থানা গেলে পুলিশের পিছে খরচ হয়ে যাবে আরো 30000 এতে কি লাভ না ক্ষতি একটু বলেন তো দেখি,, এ ব্যাপারে কিছু বলেন ❤
সৎ পরামর্শের জন্য ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই আপনার কথাগুলো আসলেই সুন্দর
সুন্দর আলোচনা করেছেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤❤❤❤
স্যার আপনার অনেক ভিডিও দেখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মত পুলিশ অফিসার খুব কম আছে
সুন্দর আলোচনা করেছেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️❤️
.net n8 8 ññ unus.jonnn . Unkn nown . Ibn 7
আসসালামু আলাইকুম, সুন্দর পরামর্শ দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ,,
আপনার পরামর্স অত্যান্ত সুন্দর। কিন্তু আইনি সহায়তা পাওয়ার জন্য থানায় গেলে পুলিশের হয়রানী এবং পুলিশের চাঁদাবাজী থেকে মুক্তির কোন পথ নেই।
Ami o hoirani hoitese police dara
হ্যাঁ
আমার দুই মাসের টাকা পাইনাই এক কম্পানির কাছ থেকে
এখন আমি কিভাবে টাকাটা পাইতে পারি এবেপারে একটা হেল্প করবেন প্লিজ
আমার দুই মাসের টাকা পাই নাই এক কোম্পানির কাছ থেকে
এখন কি ভাবে টাকা টা পাইতে পারি এবেপারে কিছু সহযোগিতা করবেন প্লিজ
স্যা,
অনেক সময় দেখা যায় টাকার থেকে মামলা খরচ বেশি হয়ে যায়।
এজন্য মামলা করাটাও চিন্তার বিষয়।
অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য দোয়া করি আল্লাহ যেন ভালো ভাবে বাঁচিয়ে রাখে
অনেক অনেক ধন্যবাদ স্যার। এ রকম সামাজিক নানান সমস্যা ও তার সহজ সমাধান গুলো কি হতে পারে তা নিয়ে আরো ভিডিও দিবেন আশা করি। ভালো থাকবেন ধন্যবাদ
স্যার,ভাল পরামর্শের জন্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম স্যার আপনার প্রত্যেকটা কথা সব সময় শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থ রাখুক আমিন
ছার আমি বিদেশ নেওয়ার কথা বলে টাকা নিয়েছে সে বিদেশও নেয়না টাকা দেয়না উটো আমাকে বকে জমি বিকরি করে দিয়ে ছি আমি গরিব মানুষ পিলিজ একটু দয়াকরে হেল্প করবে প্রলিজ
আসসালামুয়ালাইকুম আপনার পরামর্শ গুলো অনেক ভালো
😢😢স্যার আমাকে একটা সঠিক পরামর্শ দেন
আমি আজ 6 মাস যাবত বাড়ি থেকে অনেক দূরে সরে আছি মানুষের কাছ থেকে টাকা পয়সা ব্যবসা দিয়েছিলাম সে ব্যবসায় লস খেয়েছি 10 থেকে 12 লাখ টাকা আমার ঋণ আছে
এখন সেই টাকা দেওয়ার মতন আমার কোন সামর্থ্য নেই
স্যার আমি আমার হাতে এখন একটাই অপশন আছে সেটা হচ্ছে আমি দেশের বাইরে চলে যাব
দেশের বাহির থেকে টাকা ইনকাম করে তারপর আল্লাহতালা যেন
যারা আমার কাছে টাকা পাবে তাদেরকে যেন তাদের যেন টাকা ফেরত দিতে পারি আল্লাহতালা যেন আমার দীর্ঘ হায়াত দান করেন সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য
স্যার আমাকে একটি সঠিক পরামর্শ দিবেন প্লিজ
স্যার আমি একজনে কাছে টাকা আমার সবাই ডকুমেন্টস আছে তাও টাকা দিচ্ছে না আমি মামলা করছিলাম এই বিষয়ে কি আমাকে সাহায্য করতে পারবেন স্যার
আপনি একজন আইনজীবীর নিকট পরামর্শ নিতে পারেন
কি পরামর্শ দিবেন স্যার দেন
আমার কাছে ব্যাংকের স্টেটমেন্ট সবকিছুই আছে
আমি প্রমাণ ছাড়া একজনকে ৪০,০০০ টাকা দিয়েছিলাম। পরে মতিঝিল থানায় যাই পুলিশ বলে টাকা পয়সা সংক্রান্ত কোন মামলা নেওয়া হয় না।
খুব সুন্দর আলোচনা।❤
আসসালামুয়ালাইকুম প্রত্যেকটা বাহিনীতে আপনার মত এরকম মানব দরদী সদস্য থাকা প্রয়োজন। আলহামদুলিল্লাহ।
স্যার এমন পরামর্শ দেয়ার জন্য আপনাকে খুব ধন্যবাদ
স্যার আসসালামু আলাইকুম স্যার আপনার প্রত্যেকটা বিষয় ভালো লাগে আপনার মত সততা কয়জন আছে অনেক পুলিশ আছে শুধু টাকা খাওয়ার চিন্তা করে কাজের কোন কাজ করে না
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মত পুলিশ অফিসার খুব কম আছে
অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার ভিডিও অত্যনত গুরুত্বপূর্ণ।
আসসালামু আলাইকুম
ধন্যবাদ Sir
ওমান প্রবাসী মহিউদ্দিন
এত সুন্দর তথ্য দেয়ার জন্য ধন্যবাদ ভাই
অনেক সুন্দর পরামর্শ দিলেন স্যার
অনেক গুরুত্বপূর্ণ ভিডিও
শুনতে ভাল লাগছে কিন্তু বাস্তবতা ভিন্ন।
আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সাধারণ মানুষের সাথে থাকুন দোয়া ও শুভকামনা রইলো লালমনিরহাট ❤
ভাই আপনার সাথে কিছু কথা আছে।কি ভাবে যোগাযোগ করতে পারি?
মাশাআল্লাহ খুব সুন্দর পোষ্ট দিয়েছেন
আমি একজন উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধির কাছ থেকে আট বৎসর আগে দেওয়া আঠারো লক্ষ টাকা আদায় করতে পারছি না। টাকাটা জমির বায়না বাবদ আনরেজিস্টারড বায়না দলিলের বিপরীতে দেওয়া হয়। জমিটা পরে সরকার কর্তৃক অধিগ্রহণ হয় যার কারণে রেজিস্ট্রি দলিল হয়নি। এই টাকা পাওনার বিষয়ে তাকে অন্তত ৫০০ এসএমএস দেওয়া আছে। এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিও বিষয়টি ওয়াকিভহাল। উনি নিজেও অস্বীকার করেনি। এ ব্যাপারে আপনার পরামর্শ চাই।
আপনি আইনের পরামর্শ নিতে পারেন।
টাকা চলে গেলে তা আর ফিরত আসে না।
ভাই আসসালামু আলাইকুম, ভাইয়া আপনাকে অনেক অনেক দোয়া রইলো ভালো থেকে মানুষকে সচেতন করতে থাকেন।
ভালো লাগে আপনার পরামরসো
Sir apnar video gulo onek gurttopurno.thank you sir
Sir apni jodi sorkari vabe dalal chara europer job visa er ekta video banele sobair jonno upokar hoto.
Thank you sir
প্রমান থাকা সত্যেও ডিবি অফিসে অভিযোগ দিয়েও টাকা তুলতে পারিনি।শুধু রাজনৈতিক কিছু ব্যাক্তির কারনে😢😢😢
আমি এর আগে ও প্রবাসে ছিলাম বলে কিছু পরিচিত লোকজন ছিলো বলে আমার এই অসহায় ও বিপদগ্রস্থ সময়ে একজন প্রবাসী আল্লাহর রহমতে আমার কষ্টের কথাগুলো শুনে আমাকে সাহায্য করেছেন তিনি একজন সত এবং মহান ব্যাক্তি তার সাহায্য আবার নিয়ে আমি আবার ফ্রি ভাবে প্রবাসে আসতে পারি বর্তমানে ওমানে আছি ভাইয়া
আসসালামু আলাইকুম
স্যার আসসালামু আলাইকুম।
ধন্যবাদ স্যার আপনাকে
স্যর আমি আপনার সাথে কথা বলতে চাই
চমৎকার আলোচনা 6:03
স্যার আমি একজন লোকের কাছে তিন লাখ টাকা দিয়েছি, তার বিরুদ্ধে থানায় জিডি করছি, পুলিশের কাছে সে স্বীকার করেন, এখন দুই বছর ধরে প্রতারনা করতেছে।
আপনার মতো আমারও একই সমস্যা।
আমার ও একই সমস্যা @@AbdulGaffarGallery
ভাই আমার ও একি কথা 😢😢
সেম আমারও ৩ লাখ ৫৮ হাজার টাকা তুলতে পারতাছিনা
আমিও এই অবস্থায় আছি
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমি ফেসবুকে ইউটিউবে আপনার ভিডিও সব সময় দেখি অনেক ভালো লাগে সামাজিক কল্যাণের জন্য কাজ করেন স্যার আমি একজন ওমান প্রবাসী আমার একটা সমস্যার বিষয় নিয়ে আপনার সাথে কথা বলার ছিল
পুলিশে যদি এ বিষয়ে আগে না আসে তাহলে তো মানুষ আইন হাতে তুলে নেবে তখন আপনারা বলবেন আইন হাতে তুলে নেওয়া অপরাধ যে কোন বিষয়ে আপনাদেরকে যদি ইনকাম করে সাথে সাথে আপনার দেশে জায়গায় যেয়ে তথ্য জানা এবং মানুষকে সঠিক পরামর্শ দিয়া এভাবে বিদেশে করে থাকে যখন পুলিশে ডাকে তখনই এসে হাজির
Thank you sir apner sundor poramosser jonno
আপনার সুন্দর পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ ভাইজান কে সঠিক পরামর্শ দেওয়ার জন্য।
Balo manus balo poramosso dey sob somoy onk balo thakbn apnar jonno duya roilo
Vaia Ami apnar video gulo dekhi, khobi Valo lage.
আসসালামু আলাইকুম ছ্যার আমি সৌদি আরব থেকে বলছি কেমন আছেন আমি এক জনের থেকে টাকা পাবো সে দেশে চলে গিয়েছে তবে তার ব্যাংক কাড জমা দিয়ে গেছে আমার কাছে তবে সে আর আসেনি সৌদিতে এখন কি কোনো উপায় আছে থাকলে বলেন
Aie Poramorser Jonno Upnake Osonkko
Donnobad Sir.
ধন্যবাদ আপনাকে, আল্লাহ আপনার জাজাকাল্লাহ খয়ের দান করুন, আমীন
❤❤❤আমি ও পাই পোমান নাই অনেক টাকা 😢😢
Many thanks to you for your advice.
ধন্যবাদ স্যার 😊😊😊
আপনার পরামর্শটি খুব ভালো লাগলো
বলেন,
আল্লাহ সকলকে ভালো রাখুক।
{ ভালো থাকবেন - ঝথাটা/বাক্যটা যথাযথ না, কারণ ভালো রাখার মালিক *আল্লাহ*
স্যার আমি ওমান প্রবাসী আমরা প্রবাসে যারা থাকি আমরা অনেকেই অনলাইনে প্রতারণা হই আমরা কিভাবে আইনে আশ্রয় নিব প্লিজ একটু জানাবেন 😢😢😢
স্যার,আপনি একটা জিনিয়াছ
I am from Bharain thank you sir
ধন্যবাদ সার আমি আপনার সাথে কথা বলতে চাই
স্যার আপনার পরামর্শ গুলো খুব ভালো।
স্যার আপনার সাথে আমার খুব জরুরি
কিছু পরামর্শ দরকার ছিল কিভাবে আপনার
সাথে যোগাযোগ করতে পারি।
আসসালামুয়ালাইকুম স্যার, আমি সৌদি আরব থাকি, ভুলক্রমে আমার বন্ধুর বিকাশে 52,000 টাকা চলে গেছে, সে বলেছে দিবে, কিন্তু এখন সে মোবাইল বন্ধ করে রেখেছে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন, এখন আমার কি করনীয় দয়া করে একটু জানাবেন? এবং কি পদক্ষেপ নিলে ভালো হবে? প্লিজ
ধন্যবাদ ভাই। মেসেঞ্জারে নক করেন , কথা হবে ইনশাল্লাহ
@@jahangir-alam প্রিয় স্যার ম্যাসেঞ্জার এ নক দিয়েছে
আসসালামু আলাইকুম স্যার আপনার সঙ্গে একটু জরুরী কথা ছিল @@jahangir-alam
Sir apnakey salam jaassi amon akta subject nia alochona korarar jonno ami vuktovogi sir apnakey aj janaiya raklam
আসসালামুয়ালাইকুম স্যার আশাকরি ভালো আছেন স্যার আমি বিদেশ যেতে গিয়ে আমার রক্তে ভাইরাস দেখা দেয় এবং অমল এজেন্টের কাছে সব টাকা দেয়া আছে কিন্তু আমার যাওয়া হবেনা এবং কাছে আমার সব টাকা দেয়া আছে কিন্তু সেই টাকা ফেরত দিতে চাচ্ছে না এখন আমার করনীয় কি প্লিজ যদি বলতেন তাহলে উপকৃত হতাম
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার আমি একটা লাইফ ইন্সুরেন্স জীবন বীমা করেছিলাম আমি বলেছিলাম ১০ বছরের কিন্তু আমার ১৫ বছর করেদিয়েছিল এজন্য আমি একবার টাকা জমা করে বন্ধ করে দিয়েছি বছরে ২২ হাজার ৫০০ টাকা এ টাকা পনেরো বছর পর উঠাইতে পারবো কিনা কোন প্রসেস থাকলে জানাইয়েন
আসসালামু আলাইকুম চার আপনা নাম করে আমার কাছথেকে৫০০০০হাজারটাকানিয়েনিছেএখনপারসেরালনাবাওআমারকাছেআছেএখনআমিকিকরতেপারিচারআমাকেএকটুজানাবেন
স্যার আমি আপনার সাথে কথা বলা য়াবে কি
প্রমাণ আছে তবুও টাকা ফেরত পাই না ভাই ২ লাখ টাকা লোন দিছিলাম আমার এক বন্ধুকে এখন তার ফোন বন্ধ সিম পরিবর্তন করছে এলাকা ছেড়ে পলাতক ১ বছর হলো থানায় অভিযোগ জিডি মামলা নেয় নাই আমি অসহায় খুব 😭😭😭🙏🙏🙏
আসসালামু আলাইকুম, সার সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার সাতে কথা বলার খুব ইচ্চা ছিল।।।।
Sir, ami telegram a scam er shikar hoyesi, Hotala name akta telegram group amar theke 32500 tk niye gase. Tk ferot pete ami akhon ki korbo sir? Please advice din sir.
Ha,apunar kotha kub balu ami ek oshai , amar baginar taka bdesh jaoar jonu. Diasilam, takata ki babe othaibu , pls answer me
আমি সাত বছর ধরে একজনের কাছে 16 লক্ষ টাকা পাই। লিখিত কোন প্রমাণ নাই শুধুমাত্র সাক্ষী ছাড়া। আজ পর্যন্ত এক টাকা ফেরত পেলাম না।
আমি সৌদি প্রবাসি 9 বছরের সমপুর্ন কামাই দুই বড় ভাইয়ের কাছে দিছি তখন সবাই একত্রে ছিলাম এখন আলাদা হয়ে গেছে। এখন দুই ভাইমিলে বলে আমাদের কাছে কোন টাকাই দেই নাই।এখন আল্লাহর কাছে বিচার ছারা আমার কোন উপাইনাই।আল্লাহ তাদের একদিন বিচার করবেন।
স্যার আপনারে দেখলে অনেক ভালো লাগে, স্যার আরো দুই একজন পুলিশ দেখছি মাশাল্লাহ খুব ভাল লাগে।
কিন্তু এ ছাড়া বাদ বাকি যাদের দেখি স্যার এরা ঘুশ খাওয়া ছাড়া কিছুই বুজেনা।
আমার ৩০ লক্ষ টাকা সব প্রমান আছে 😢😢😢😢😢 কিন্তু এখন থানা থেকে কোন অভিযোগ নিচ্ছে না 😢😢😢😢😢
Sir ami apner help cai plz phno,,:den
লাভ ইউ স্যার❤️
স্যার, আসসালামুয়ালাইকুম, আমি বিদেশে যাওয়ার জন্য এক জনকে সারে ছয় লক্ষ্য টাকা দিয়েছি এবং জন্য সাক্ষ্য প্রমান হিসেবে স্টেম এবং সাক্ষ্যী আছে তা ছাড়া ভিডিও আছে । আমি আমার বাড়ীতে গ্ৰামিন ব্যাংক লোন এবং শুধে র টাকা নিয়ে দিয়ে ছিলাম, আমি খুব অসহায় আজ এক বছর যাবত ঘুরাতেই আছে কিন্তু আমার টাকা দিচ্ছে না স্যার, আমার সাথে ভুক্ত ভুগী আরো তিন জন আছে সর্ব মোট পঁচিশ লাখ টাকা,আপনার মাধ্যমে কোন সাহায্য সহযোগিতা করে টাকা গুলো উঠিয়ে দিতে পারবেন কিনা। প্লিজ জানাবেন স্যার।
সুন্দর আলোচনা
স্যার আমি একজন থেকে 2লাখ টাকা পাওনা কিন্তু সেই দিবে বলে বিদেশ চলে যায় আমাকে না জানিয়ে,আমার কাছে প্রমাণ স্বরূপ আইডি কার্ড,কল রেকর্ড এবং তার লেখা মেসেজ আছে,এখন আমি টাকা গুলো কিভাবে পেতে পারি?
আমার কাছে প্রমান আছে। কাগজপত্র এবং মৌখিক 3 বছর হয়ে গেল 1 লক্ষ টাকা পাই কিন্তু উদ্ধার করতে পারছিনা
আসসালামু আলাইকুম আমি সৌদি আরব থাকি, আমাকে এবং আরো চার জন্য কে অস্টেলিয়া নেওয়ার জন্য প্রতি লোকের কাজ থেকে ৪ লাখ টাকা করে নেয় বিকাশের মাধ্যমে, চার লাখ টাকা নেওয়ার পর সবাইকে ইমোতে বল্ক করে দেয়, এখন ওর অস্টেলিয়ার নম্বার আচে এবং বিকাশ নম্বার আচে, ওর বাংলাদেশের আইডি আচে, এবং বিকাশে যে টাকা গুলো নিচে সব গুলার পিন কোট এবং নম্বার আচে,এখন আমার কি করনীও
আমি তিন বছর যাবত খুব হয়রানি হয়ে আসছি৷ আমি চেক ও এষ্টামের মাধ্যমে টাকা দেয়েছি দোকান বন্ধক দিয়ে তিন বছর জন্য। আমাকে তিন মাস ভালো ভাবে টাকা দেয়েছে। আমি চাকরি সুবাদে বাড়ি থাকতে পারি না।আমি যদি বাড়ি যায় তখন গা ডাকা দে আমাকে সাহায্য করুন কি ভাবে টাকা উদ্ধার করা যায়।
স্যার আমি একটি নাম্বারে ভুলে ৫ হাজার ১০০ টাকা দিয়ে দিই কিন্তু সে আমার ফোন পেয়ে আমার নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে দিছে এখন কি আমি থানায় কেজিডি করব
Assalamu alikum Sir, Apner Namber ta diben plz
আসসালামু আলাইকুম। স্যার আমি বিকাশের একটা ভুল নাম্বারে ১৫০০০ পনের হাজার টাকা পাঠিয়ে দিই।পরবর্তীতে ঐ নাম্বারে কথা বলার পর নাম্বারটা বন্ধ করে দেয়। আমার কাছে দিন- তারিখ -সময় পিন নাম্বার সব আছে। কিন্তু এখন টাকাটা উদ্ধার করার কোন সুযোগ আছে কিনা দয়া করে জানাবেন।ধন্যবাদ।
Sir ami canada jabar jonno amar sylhet ar ak jon luk ke 1Lokko taka diacilam se bolce Canada take.tar no ace.ar bikase diaci dese taka sei no o ace jar kace taka pataici akon ki korbo sir.ples help koren sir ami Qatar taki
স্যার অনলাইনে প্রতারিত চক্রের সন্ধান পেয়েছি এখন আপনাদের হেল্প লাগবে
ধন্যবাদ স্যার আপনাকে,
আস্সালামুআলাইকুম। স্যার আপনার সাথে একটু মোবাইলে কথা বলতে চাই। আমি খুব সমস্যার মধ্যে আছি একজনকে ৭লাখ টাকা দিছি। সে এখন আত্নগোপন হয়ে গেছে। স্যার দয়া করে আমাকে একটু সহযোগিতা করেন প্লিজ।
এই দেশে ভালো মানুষের খুব অভাব,কাউকে টাকা দিলেই বুঝা যায় সে কি জিনিস।🙄🙄
Asalamualikum, sir.. kono sena sodosho jodi tk niye thake, tahole tar birudhe ki babostha newa jete pare
স্যার আমি সমিতির কাছে টাকা পাবো
স্যার আমি সৌদি আরবে এক লোকের নিকট আমার বেতনের টাকা পাই। টাকা পাওয়ার সকল তথ্য ডুকমেন্ট আমার কাছে আছে। লোকটি সৌদিতে স্থান পরিবর্তন করে অন্য কোথাও অবস্থান করে। দেশে আসা যাওয়া করে। তার দেশের বাড়ি খুলনা, আমার দেশের বাড়ি ফেনী। তাই তাকে পাওয়া বা টাকা আদায় করা কঠিন হচ্ছে। আমি ফেনী মডেল থানায় থানায় গেলে তারা বলে প্রবাসীর মামলা এখানে হয় না। আমি নিরুপায় হয়ে গেলাম। আপনার সঠিক পরামর্শ চাচ্ছি।
স্যার আপনার কথা শুনে খুব ভালো লাগলো আমি এক হ্যাকার পাল্লায় পড়ে 37000 দিয়ে দিছেন এই টাকাটা আমি কিছুতেই উঠাইতে পারতেছি না পুলিশকে অনেকবার ফোন করি কোন গুরুত্ব দেয় না কিন্তু যেই নাম্বার দিয়ে কল দিছিলো ওই দুইটার নাম্বার খোলা আছে কল দিলে অন্য কথা বইলা রাইখা দে আপনি যদি একটু হেল্প করতে ভাই ভালো হতো আল্লাহ্ আপনার ভালো করবে
ame o
স্যার, অর্থ সংক্রানত সমস্যা সমাধানে অর্থ আদালত করা দরকার, ইউনিয়ন অর্থ আদালত, উপজেলা অর্থ আদালত। অর্থ সংক্রান্ত কারনেই সমাজে অনেক সমস্যা তৈরি হয়।
স্যার আমি আপনার সাথে কথা বলতে চাই কিভাবে যোগাযোগ করবো একটু জানাবেন
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন
স্যার আমি মালয়েশিয়া থেকে বলছি আমার খালামণি তাদের একটা জমি আমার কাছে বিক্রি করার কথা বলে ২০২০ সালে মার্চ মাসে আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছেন কোন বায়না চুক্তি ছাড়াই আমি তাদের মুখের কথা বিশ্বাস করে ৫ লক্ষ টাকা দিয়েছি
তবে সাক্ষী ছিল কয়েকজন
আমি জমি কেনার ব্যাপারে তাদেরকে যে টাকা দিয়েছি টাকা দেওয়ার ব্যাপারে তাদের সাথে যত কথা হয়েছে সব কথা আমার ফোনে রেকর্ড করা আছে
এখন টাকাটা দিচ্ছে না আমাকে আর জমিও দিচ্ছে না এখন আমার করনীয় কি আমি আইনের আশ্রয় নিলে টাকা বা জমি পাওয়া যাবে কি
যদি আমাকে ভালো একটা পরামর্শ দিতেন
ধন্যবাদ ❤️