চাকমা ভাষায় নির্মিত প্রথম ছবি 'মর থেংগারি' প্রসঙ্গে --অং রাখাইন

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • ❝ আমার বাইসাইকেল-মর থেংগারি' ছবির দৈর্ঘ্য ৬৪ মিনিটের। প্রথমে সেখান থেকে ২০ সেকেন্ড কর্তন করার কথা বলা হয়। এরপর ২৫ মিনিট কেটে ফেলতে বলে। ৬৪ মিনিটের ছবির ২৫ মিনিট কাটলে ছবিটাই তো আর থাকে না। সেই ছবির সেন্সর ছাড়পত্র নিয়ে আমি কী করব? এই ছবি নিয়ে অনেক কিছু হয়েছে। আমাকে অনেক ভোগানো হয়। যখন এমনটা হচ্ছিল, আমি সেন্সর বোর্ড ভাইস চেয়ারম্যানকে বলেও আসছিলাম, সেন্সর সনদ লাগবে না। আপনারা যখন মনে করবেন, সনদটা আমার বাড়িতে পৌছে দিয়েন।❞
    দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে সেন্সর না পাওয়া চাকমা ভাষায় নির্মিত প্রথম ছবি 'মর থেংগারি' প্রসঙ্গে --অং রাখাইন (চলচ্চিত্র নির্মাতা)
    #speech #culturalpolitics #spark #অং_রাখাইন

Комментарии •