সম্পূর্ণ এপিসোটটা আমার হৃদয় ছুয়েছে ।আমি নিস্তব্ধ হয়ে শুনলাম ।অনেক ভালো কিছু শিখলাম।নিজের জীবনে তা ব্যবহার করা চেষ্টা করবো। যাইহোক, একটি কথা বলি মানুষ ভুল- ত্রুটি উর্ধে নয়। কেউ বা ছোট ভুল করে আবার কেউ অনেক বড় ভুল করে।কেউ ভুল দেখে শিখে আবার কেউ ভুল করে শিখে। যেহেতু সে নিজের ভুল বুঝতে পারেছে তাই তার বিষয় টাকে ইতিবাচক দৃষ্টিতে দেখি। সৃষ্টিকর্তা উনার মঙ্গল করুক,ক্ষমা করুক। যারা অন্যায়ের সাথে যুক্ত আছে সৃষ্টিকর্তা উনাদের সঠিক রাস্তায় চলার উপায় দেখাক।তার প্রিয় জনরা যেন ক্ষমা সুন্দর দৃাষ্টতে দেখে তাকে কাছে টেনে নেয় তাই কামনা করি।
ব্যক্তি সম্পর্কে মতামত না দেই, গল্পটা আসলেই অনেকদিন পর গোগ্রাসে গিললাম। এত উথান পতন, এত চমৎকার পরিবেশন, এত নিখাদ আত্নোপলব্ধি,,,,বহুদিন পর লাইফ এ মানসম্মত একটা পর্ব প্রচারিত হলো।
কিবরিয়া ভাই, কি বলবো! এক বসায় পুরা গল্প শেষ হয়ে গেলো কখন টেরও পেলাম না। গল্পে বুদ হয়ে গিয়েছিলাম। অসাধারণ, ভয়ংকর সুন্দর একটা গল্প। শেষে আপনার আর অতিথির কথাগুলো ভালোই লাগলো ❤ আল্লাহ উনাকে ইসলামের পথে কবুল করুক🤲
আমি পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেছি। কিছু বলার ভাষা হারায় ফেলছি। কি বলবো বুঝতেই পারতেছি না। নেশা আমার হাজবেন্ডও খায়। ব্যভিচার করে। সবই জানি কিন্তু ছাড়তে পারতেছিনা। স্টিল নাও এখনো করছে। আমি আমার হাজব্যান্ডকে মাফ করতে পারিনা। একসাথে থাকতেছি কারণ বাচ্চাগুলোর জন্য। আমি ওকে বলছি একদিন ছেড়ে চলে যাব। আমার বাচ্চাগুলোর একটা ব্যবস্থা হবে তারপর। পুরুষগুলো কেন এমন করে আল্লাহ পাকই ভালো জানেন ফ্যামিলির প্রতি মহব্বত হয় না। কতটা কষ্ট একটা মহিলার মধ্যে আমার স্বামী উনার মতই। কি বলবো বুঝতে পারতেছি না আমার হাজব্যান্ড এরকম কোটি কোটি টাকা নষ্ট করছে মেয়ে মানুষের পিছনে নেশার পেছনে। আজকের সে অর্থকষ্টে আছে আমাকে টাকা দিতে গেলেই তার কষ্ট লাগে খরচ বহন করতে গেলে তার কষ্ট লাগে স্টিল সে এখনো নেশা থেকে শুরু করে সবই এখনো আছে সেই বলতে পারতেছি না। বাসায় আছি সামনের দিনগুলো তো অবশ্যই আমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে মাফ করার মতন এই সমস্ত পুরুষদের। আমার স্বামী আমাকে কোনদিন একটু সময় দেয় নাই।
এতো সুন্দর করে মানুষ অনুতপ্ত হতে পারে আজকে দেখলাম। ওনার স্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই এই লোকটিকে ক্ষমা করে পরিবারে ফিরিয়ে নেন প্লীজ,একটা মানুষ তার ভুল বুঝতে পেরেছে এটার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক উনার মঙ্গল করুন।
অনেক ধন্যবাদ ভাই, জীবনের গল্পটা শেয়ার করার জন্য। আপনার স্ত্রী খুব বুদ্ধিমতির মত একটা কাজ করেছেন ফ্লাট ও জমি কিছু নিজেদের নামে নিয়েছেন না হলে তাও আপনি হয়তো উজার করে বসতেন আর বাচ্চাদের অবস্থা হতো কোটিপতির ভিখারির অবস্থা। খুব অনুরোধ রইলো ভাইয়ের স্ত্রী ও সন্তানদের কাছে একে আপনারা আশ্রয় দিন,ক্ষমা করে দিন।ভালোবাসা দিন। আমার বাসার দাওয়াত রইলো আপনার।
ওনার কথার মাঝে কিছুটা সততার, ট্যালেন্টও এবং বড় মনের পরিচয় পাওয়া গেল। তবে তিনি যে বার বার বিপথে গেছেন এখানে কোন মানষিক ইনসিকিউরিটির ব্যাপার থাকতে পারে তাই একজন মনোবিজ্ঞানী দেখানো উচিৎ। এতে জীবনে উপকার হোতে পারে।
ধ্রুব ভাইয়ের কথা গুলি খুবই মনোযোগের সাথে শুনছি আর ভাবছি এতো ক্লিন ভাবে নিজের সব দুশ গুন হর হর করে বলে গেলেন। প্রথম থেকে শেষ অবদি সবই শুনেছি আমার কাছে একটাই ভালো লেগেছে ওনি নিজে ভুল করেছে তাতো বটেই। তার মধ্যে ভালো কিছু করেছে বউ বাচ্চার জন্য মাথা গুজার ঠাই করেছে। বড় কথা হল ভাইটা ভুল বুজতে পেরেছে আল্লাহ কাছে তউবা করে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ । ফ্যামিলিকে অনুরুধ করবো ওনাকে মেনে নিয়ে দেখা শুনা করার জন্য কারন ওনি হাডের পেসেন্ট । পরিসেশে আমার কুমিল্লার ভাই । কুমিল্লায় আসলে আমাদের বাসায় আসবেন। আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন। পারলে হজ করে আসবেন। আমিন
সত্যি দুর্ধর্ষ! এক মুহূর্তও স্কিপ করতে পারি নাই।ছোট মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই,যেহেতু তওবা করে তিনি আল্লাহর দিকে ফিরে এসেছেন, তিনি যেনো অতীতের ভুল গুলো রিপিট না করেন এবং ইসলামিক লাইফ লিড করেন। আমরা দোয়া করি আল্লাহ তার নেক হায়াত দিক,বিগত ৫০ বছরে যা অপুর্নতা রয়েছে আল্লাহ বাকি জীবনে তার চেয়ে বেশী দিয়ে জীবনকে অনেক সুন্দর করে দিক। সে যেনো তাহাজ্জুদ পড়েন রেগুলার, এটা অনুরোধ থাকবে।জীবন সুন্দর করার দায়িত্ব আল্লাহর ❤ আল্লাহ উনাকে অনেক ভালো রাখবেন ইনশাল্লাহ
শুধু শুনার জন্য শুনা নয়, শেখার জন্য শুনতে হবে, যেন নিজেকে সংশোধন করা যায়। শিক্ষা নেয়ার রয়েছে অনেক কিছু। মহান রাব্বুল আলামীন ভাইটিকে সহ আমাদের সবাইকে হেদায়েত নকিব করুন।
নিশ্চয়ই আল্লাহ আপনাকে দুনিয়ার যত গুনাহ মৃত্যুর পূর্বে মাফ করে দিবেন। আপনি আল্লাহর কাছ থেকে কখনো নিরাশ হবেন না। আর কখনো এই ধরনের পাপের পথে জড়িত হবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন।❤❤❤
২ বছর আগেও আপনার পোগ্রামের একজন বিগফ্রেন্ড ছিলাম এবং এই পোগ্রাম দেখতাম, কিন্তু জীবনের প্রতিটি সময় কে কাজে লাগাতে চেষ্টা করছি, এবং ডাইরেক্ট সেলিং কোম্পানি তে যুক্ত হওয়ার পর থেকে পুরো একটা পোগ্রাম দেখা হয়নি, এটা ছাড়া, অনেক ভাল লেগেছে, এবং অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। ওনার জন্য দোয়া রহিলো।
অনেক ধন্যবাদ ভাই, জীবনের গল্পটা শেয়ার করার জন্য। আপনার স্ত্রী খুব বুদ্ধিমতির মত একটা কাজ করেছেন ফ্লাট ও জমি কিছু নিজেদের নামে নিয়েছেন না হলে তাও আপনি হয়তো উজার করে বসতেন আর বাচ্চাদের অবস্থা হতো কোটিপতির ভিখারির অবস্থা। খুব অনুরোধ রইলো ভাইয়ের স্ত্রী ও সন্তানদের কাছে একে আপনারা আশ্রয় দিন,ক্ষমা করে দিন।ভালোবাসা দিন।
সব কিছু হারিয়ে, এখন সে বুঝতে পারছে ঐগুলা করা ঠিক হয়নি।টাকা পয়সা শুধু ব্যাংক ব্যালেন্স নয়,ভালো ব্যবহারগুলো,দায়িত্ব বোধগুলো ভবিষ্যৎ এর ব্যাংক ব্যালেন্স।এগুলো সে কখনো করেনি।
অনেক বছর পর কিবরিয়া ভাইয়ের সেই ABC রেডিও বা ঢাকা এফএমের জীবন গল্পের মতো অসাধারন একটা গল্প শুনলাম । সময়ের অভাবে একটু একটু করে পুরো একদিন লাগল গল্পটা শেষ করতে । খুব কষ্টদায়ক একটি গল্প । যাহোক , শেষ পর্যন্ত তিনি তার অতীত জীবনের কর্মকান্ড নিয়ে অনুতপ্ত হলেন , দোয়া করি আল্লাহ্ তাকে মাফ করে হেদায়ত দান করুন । আমরা যারা একটুও তার অতীত জীবনের বদভ্যাসের মত কাজে যুক্ত আছি , আমরাও যেন নিজেকে দ্রুত সংশোধন করে তওবা করে আল্লাহর পথে জীবন পরিচালিত করতে পারি । আল্লাহ সবার মঙ্গল করুন । আমিন ॥
দুইটা গল্প শুনলাম রংপুরের মেয়ের, যতদূর মনে পড়ে, একটা খুব ধূর্ত ছিল এবং লোভী এবং এইটা বেশ সরল সোজা, জানিনা শেষে কি হবে, এখনো গল্প অনেক বাকী,, ভালো থাকবেন,, ভালোই লাগছে।।
কিবরিয়া ভাই আসলেই ঘুম ছুটে গেছে আমারও গত রাতে ১২ টা থেকে শেষ পযন্ত শুনলাম,বরকত সাহেব নিজের দোষ গুন নিজেই বলেছেন এবং শিকার করেছেন তার ভুল এবং দোষ, শেষঅব্দি এখন যতটুকুই আমার মতামত অনুযায়ী বুঝা গেলো সে খুবই হতাশায় আছেন এখন এবং স্বাভাবিক মানসিকতা তার নেই,বাইরে যাবার সুযোগ থাকলে চলে যাওয়াই উত্তম,দেশে থাকলে সে কিছু টাকা পয়সা কামাই হলেই আবার সে অই একই পথেই যাবেন !!! নারি এবং ড্রাগ দুটোই স্বাধীন ভাবেই সে ভোগ করেছেন এবং তার সুখ আনন্দ দুটোই ভাল বুঝেছেন।
ধ্রুব ভাই , আপনি যদি এই কমেন্ট টা পড়েন, আপনার জন্য অনেক শুভ কামনা। আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন , এর থেকে বড় পাওয়া নেই। আল্লাহ আপনাকে সামনের দিনগুলো সুস্থ রাখুক, এই দোয়া করি
আমার মনে হয়েছে,উনার বউ বাচ্চা নিজেদের নামে সম্পদ লিখে নিয়ে ভালোই করেছেন।কারণ লিখে না নিলে এই সম্পদও ভদ্রলোক অন্য কোন সম্পর্ক করে তাদের দিয়ে দিতেন।তখন তার বউ বাচ্চাকে রাস্তায় থাকতে হতো।
উনি নিজেই যেহেতু ওনার ভুলগুলো বুঝতে পেরেছেন উনিই পারবেন নিজেকে শুধরে নিয়ে নতুনভাবে বাঁচতে জীবনকে সাজাতে এর জন্য অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বেশি বেশি আল্লাহ ওনার ভুলগুলো ক্ষমা করে দিন
একজন মেয়ে হয়েই বলছি উনার স্ত্রী কে,আপনি তাকে ক্ষমা করে দিন।বেলাশেষে তিনি পরিবারের কাছে ফিরতে চেয়েছেন।আপনি যা কিছু আজকে ভোগ করতেছেন তাতে আপনার স্বামীর হক রয়েছে।আর কেউ ভালো হতে চাইলে তাকে সুযোগ দেয়া উচিৎ।
অকপটে এতো সত্যি সবাই বলতে পারে না। জীবন বদলে দেয়া গল্প তবে উনার ধর্মীয় শিক্ষা না থাকার জন্য এতো খারাপের সাথে মিশতে সমস্যা হয় নি।জীবনে টাকা সব কিছু ই না💕💕💕💕💕
খুব মন দিয়ে পুরো ভিডিও টা দেখেছি আর চোখ থেকে অনেক পানি ও পড়েছে দ্রুব ভাই এর কথা গুলো শুনে একটাই আফসোস হয়েছে আমার আমার খারাপ সময় টাতে এমন একজন দ্রুব কে আমি পাই নাই আর আজ ও কষ্ট টা কি বুঝতেই হচ্ছে প্রতিটা দিন। আল্লাহ দ্রুব ভাই কে সুস্থ রাখুক এবং আর পরিবার সহ সব সফলতা আবার ফিরে আসুক দোয়া করি মন থেকে। ফি আমানিল্লাহ।
আমার সামি কে যে কতো হাজার বার সুযোগ দিলাম সেটা কাউকে বুঝাতে পারা যায় না। আ হা রে জীবন এক জোয়া খেলার কারণে আমি ও আমার ২ সন্তানের জীবন। কতো মানুষের কাছে হাত পা ধরে সাহায্য নিয়ে সন্তানের লেখা পড়া করায় সেটা এক মাএ আল্লাহ তায়ালা জানে। আল্লাহ আপনি সবাই কে হেদায়েত দান করুন
আসলে যে সময় এর মধ্যে দিয়ে তিনি পার করেছেন !অনেক ভূল ঠিক আছে কিন্তু কোনো মানুষ যদি ভুল করার পর সে তার সমস্ত অন্তর দিয়ে অনুভব করে , তবে তাকে সুযগ দেওয়া সমাজের দায়িত্ব | এবং আর একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে সেটা উনার ভিতরে প্রচন্ড রকমের একটা প্রতিভা এবং অভিজ্ঞতা আছে | সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা দেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে পারি |
একটা মানুষের জীবনে এত উথাল পাথাল ,এত সফলতার পরও মানুষটা আজ ব্যর্থ। তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করেছেন। এখন হয়তো তাকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে। পরিবার চাইলে হয়তো দিতে পারে। আজকে পরিবার যে টাকা পয়সা সম্পদ ভোগ করছেন সেগুলা ওনা আয় করা অর্থ দিয়ে গড়া। পরিবার লিখে নিছে সত্য কিন্তু ওনার হক রয়েছে।
মানুষ ভুলের উর্ধে নয় সে যে ভুলগুলো করছে অকপটে স্বীকার করে নিয়েছে। আমি তার জন্য দোয়া করি তারে ভুল ত্রুটিগুলো আল্লাহতালা রাব্বুল আলামিন যেন ক্ষমার দেয় আমিন। পাশাপাশি আরো বলতে চাই তার যে ওয়াইফ এবং ছেলে মেয়ে তারা যেন তার প্রতি সহায় হোক। ক্ষমা করা হলো মানুষের বড় মহত্ব। ক্ষমা কারিকা কে আল্লাহ রাব্বুল আলামীন অনেক অনেক অনেক অনেক পছন্দ করে।❤❤❤
তিনি খুব দাম্ভিকতার সাথে নিজের ব্যর্থতা স্বীকার করে গেলেন কিন্তু তিনি কি ভেবেছেন, তার মাধ্যমে যারা দুনিয়াতে এসেছে এবং যাকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন তাদের মানসিক এবং সামাজিক অবস্থা কতটা ভয়াবহ হতে পারে? তাদের ভবিষ্যত জীবনটা কিসের মধ্যে দিয়ে যাবে?
Dhrubo ভাইকে আপনারা কে কিভাবে নিবেন জানিনা, কিন্তু আমি তাকে সেলুট জানাই। তিনি তার ভুল বুঝতে পেরেছেন । তার সাথে আমাদের থাকা উচিত । আমি ইচ্ছা পোষন করছি তাকে সাহায্য করার জন্য । কিন্ত কিভাবে ,বুঝতেছিনা। তার ঠিকানা পেলে দেখা করতাম ।
আপনি বেলা শেষে নিজের ভুল বুঝতে পেরেছেন তার জন্য আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি পেছনের দিকে দেখার দরকার নাই। সামনের দিকে এগিয়ে যান । জীবনে অনেক দেখছেন এখন আর দেখার কিছু নাই। আল্লাহর উপর ভরসা করে বাকি জীবন কাটান ।
ধ্রুব সাহেব আপনি চট্টগ্রাম এ আসুন আপনার মত উদার মানসিকতার মানুষ আমার ভালো লাগে আপনাকে নিয়ে বেড়াবো এর পরে দেখবো আপনার ফ্যামিলির সাথে লিয়াজো করা যায় কিনা
ভাই, এমন বাটপার, মেয়ে খোর, নেশা খোর, চোর কে ভালো মানুষ বলেন কিভাবে? বুজলাম না। আমাদের দেশের মানুষ একটু emotional কথা শুনেই সব ভুলে যান। শালা ৬ টা client হারাইয়া দেশের ক্ষতি করছে শুধু বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের জন্য।
একটা নিকৃষ্টতম মানুষ। অনেস্টলি বলতেছি। ভালো লোক কখনো তার স্ত্রী সন্তানকে এত কষ্ট দেয় না 1 ঘন্টা 38 মিনিটে কেউ তার নিজের এভাবে বলতে পারেনা বাহিরের কথাগুলো বলছে ঘরের কথাগুলো কে বলবে। তাকে ক্ষমার অযোগ্য
একজন মুসলিম হিসাবে আমাদের প্রয়োজন নিজেদের ভুল গুলোকে গোপন রেখে নিরবে নামাজে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে ক্ষমা চাওয়া,,আর আপনার এই গল্প থেকে যদি কেউ সামান্য পরিমান উপকার পায়, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কাউকে দিয়ে কিছু ঘটান অন্যকে শিক্ষা দেওয়ার জন্য, এটাই আমার মনে হচ্ছে, আল্লাহ ভালো জানেন
একদম সঠিক কথা বলেছেন। তবে তার পরিবার তাকে ভালবাসা দিয়ে তার বাকি জীবনটা সুখে শান্তিতে বসবাস করে যেতে পারে সেই ব্যবস্থা করা কারণ তিনি যদি টাকা না দিতেন তাহলে তার স্ত্রীর পক্ষে এত কিছু করা সম্ভব হত না।
ওনার জীবন গল্পে উনি সারাটা জীবন নিজেকে নিয়েই ব্যস্ত ছিলেন।সেখানে ওনার বাবা মা ভাই বোন পরব্রতীতে ওনার স্ত্রি ছেলে মেয়ে কারও ব্যেপারে কোন দায়িত্ববোধ বা কমিটমেন্ট কিছুই ছিলো না।উনি সারাটা জীবন ওনার মন যা চায় তাই করেছেন।একটা ছন্নছাড়া জীবন।উনার পরিবার ওনাকে ত্যাগ না করলে ওনার সন্তানরাও নষ্ট হয়ে যেতো।
আমার ভীষণ খারাপ লাগলো তবে ভদ্রলোক নিজের ভুল বুঝতে পেরেছে ন মহান রাব্বুল আলামীন ওনাকে হেদায়েত ও হেফাজত করুন। ওনার এখনো সময় আছে তওবা করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন শুনে খুব ভালো লাগলো। দোয়া করি মহান রাব্বুল আলামীন ওনার স্ত্রী ও সন্তানদের ওনার কাছে ফিরিয়ে দিন । আমীন!!
আপনার একটা ভিডিও দেখলাম, এ ভব পিরিতের ফল। কিন্তু কমেন্ট বক্স টা অফ। অসাধারণ পজিটিভ, সুন্দর একটা গল্প। অসম্ভব কে সম্ভব করার গল্প। পাশে থাকার, সাপোর্ট করার গল্প। ভীষণ ভাল লাগল। ভালোকে বিশ্বাস করতে পারলাম। সেই ভিডিওটার কমেন্ট বক্স টা খুলে দেয়া উচিত ছিল আপনাদের। আমরা দর্শক হিসেবে সুন্দর আশাবাদী জিনিস দেখতে চাই। সত্যি কথা বলতে ফালতু মানুষের কথা গল্প শুনতে আমাদেরো ভাল লাগে না। বিষাক্ত মানুষের গর্ব ভরা কথা শুনে আমাদের মনেও বিষ বাষ্প জমা হতে থাকে। সোশাল একটা ইফেক্ট ফেলে। শেয়ার পজিটিভ, আপনার সন্তান ও এই সমাজ এ থাকবে৷ ভাল কিছু এনে দেখান, মানুষ ভাল টা বিশ্বাস করবে। ভালোর দিকেই সব আগাবে❤
সত্যি তো জীবন নাটকের চেয়েও নাটকীয়। এই গল্পের মূল ম্যাসেজ হলো- খারাপ অভ্যাসের ফলাফল বরাবরই খারাপ হয়। অঢেল টাকা আয় করলেও খারাপ অভ্যাস থাকলে সব শেষ হয়ে যায়। অধিক সোজা টাইপের ও পরোপকারী মানুষ হওয়াও সঠিক নয়।
ধন্যবাদ সত্য কথাগুলো স্বীকার করার জন্য। আমাদের প্রত্যেকের জীবনে এক একটি ঘটনা আছে কেউ সাহস করে বডি কেউ বলে না। আল্লাহ আপনাকে হেফাজত করুক আপনি সুস্থ হয়ে উঠুন। দোয়া করি আপনার পরিবার যেন আপনার পাশে দাঁড়ায় ।আপনার পরিবারের কাছে অনুরোধ থাকবে আপনার প্রতি তারা যেন সদয় হয়।
বরকত ভাই ভালো থাকবেন সবসময় দোয়া করি আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন আপনি ফ্যামিলিতে চলে যান আমার বিনিত অনুরোধ থাকবে আপনার ফ্যামিলি কাছে তাকে সুযোগ দেওয়া উচিত
জীবনের এমন কিছু ভুল আছে যার কখনও ক্ষমা হয় না, আর শুধরে নেওয়াও যায়না। এত বড় পৃথিবী এত ছোট হয়ে যায় যেন একটা নোংরা টয়লেট। আর তখন কোটি কোটি টাকা সন্মান কোনোটাই কাজে আসে না। মৃত্যুই মুক্তির একমাত্র পথ। আমাদের মতো মানুষদের আল্লাহ যেন ডেকে নেন কারন আমি আমার শেষটা সুন্দর দেখতে চাই। l am sorry allaho and I love you so much please......আমি আপনার কাছে যেতে চাই এবার আমার ডাক আসবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার দোওয়া কবুল করেন।
কি কমেন্ট করব বুঝতেই পারছিনা...মানুষটার প্রতি কি আমার সহানুভূতি দেখানো উচিত নাকি তার স্ত্রীর জায়গা থেকে তাকে চিন্তা করে খুব বেশি ঘৃণা করা উচিত আমি জানিনা...এই মানুষটা যে কি মেধাবী তা আমি তার কর্মের দ্বারাই বুঝতে পারছি একটা কোম্পানির কান্ট্রি হেড হওয়া চারটে কথা না...যেহেতু আমার কিছুটা এক্সপেরিয়েন্স আছে বায়িং হাউসে কাজ করার। যাইহোক, ব্যক্তি জীবনে উনি যে কি পরিমাণ আনলাকি তা বলে বোঝানোর উপায় নাই ওয়াইফ এর সাথে ভালো সম্পর্ক করতে পারল না...অন্যদিকে ভালো কোন মেয়ের দেখা পেল না।একটা মানুষ যখন সাকসেস হয় তখন যদি তার লাইফে কোন মেয়ে আসে বুঝতে হবে কেন আসতেছে আমার বউ বাচ্চা থাকার পরও। এখানে তার ওয়াইফের ও দোষ নাই এই মানুষটা কত কষ্ট করছে সেই জানে। আজকের এপিসোড থেকে অনেক কিছু শেখার আছে যদি কেউ শিখতে চায়। আমি লোকটার সামনের জীবন ভালো কাটুক সেটাই দোয়া করি। জানিনা কেন উনার জন্য আমার খুব খারাপ লাগছে এত আপস এন্ড ডাউন তার লাইফে। আল্লাহ তাকে ভাল রাখুক তার পরিবারের সাথে যেন একবার দেখা হয় সে দোয়া করি 🙏
সুবহানাল্লাহ আল্লাহ ভাইটিকে ধৈর্য ধারণ করার, সিরাতাল মুস্তাকিমের পথে চলা সহজ করে দিন এবং দুনিয়ায় ও আখিরাতে কল্যাণ দান করুন। আমিন আল্লাহ যেনো কিবরিয়া ভাইকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন
উনি স্ত্রীকে দোষ দিচ্ছেন, আমিও উনার স্ত্রীকে দোষ দিচ্ছি কারণ উনার স্ত্রীর উচিত ছিল উনার নামে প্রতারণার মামলা করা কিন্তু উনি সেটা করেননি। তাই উনার স্ত্রী আমার কাছে দোষী!
পুরো গল্পটা শুনলাম খুব মনোযোগ দিয়ে এবং বুঝলাম। তাতে মনে হলো আসলে আপনার জীবনের পারপাসটা হলো, কিছু মানুষের জীবনে আপনার অবদানই ছিল সৃস্টি কর্তার উদ্দেশ্য। যেমন আপনার মিমেস, মেয়ে দুটা এবং আপনার ব্যাবসায়িক অংশীদার ইত্যাদি। এই অবদানের শেষের দিকে আপনি রিক্ত শূন্য। যা বললাম তা ভেবে চিল করা উচিত এবং ধন্যবাদ দেন মহান স্রস্টা কে যে আপনাকে এমন কাজের জন্য মনোনীত করেছেন। তবে আপনার মা বাবা ভাইদের কথা আর আসেনি।
Amra dua করি Allah swt amader কে and unake nek bandader kata re shamil korun, ameen, ro বলব unar poribar unar pashe eshe daran, Allah khoma করতে parle apni keno parben না.
সম্পূর্ণ এপিসোটটা আমার হৃদয় ছুয়েছে ।আমি নিস্তব্ধ হয়ে শুনলাম ।অনেক ভালো কিছু শিখলাম।নিজের জীবনে তা ব্যবহার করা চেষ্টা করবো। যাইহোক, একটি কথা বলি মানুষ ভুল- ত্রুটি উর্ধে নয়। কেউ বা ছোট ভুল করে আবার কেউ অনেক বড় ভুল করে।কেউ ভুল দেখে শিখে আবার কেউ ভুল করে শিখে। যেহেতু সে নিজের ভুল বুঝতে পারেছে তাই তার বিষয় টাকে ইতিবাচক দৃষ্টিতে দেখি। সৃষ্টিকর্তা উনার মঙ্গল করুক,ক্ষমা করুক। যারা অন্যায়ের সাথে যুক্ত আছে সৃষ্টিকর্তা উনাদের সঠিক রাস্তায় চলার উপায় দেখাক।তার প্রিয় জনরা যেন ক্ষমা সুন্দর দৃাষ্টতে দেখে তাকে কাছে টেনে নেয় তাই কামনা করি।
ব্যক্তি সম্পর্কে মতামত না দেই, গল্পটা আসলেই অনেকদিন পর গোগ্রাসে গিললাম। এত উথান পতন, এত চমৎকার পরিবেশন, এত নিখাদ আত্নোপলব্ধি,,,,বহুদিন পর লাইফ এ মানসম্মত একটা পর্ব প্রচারিত হলো।
সবসময় সফলতার গল্প শুনি ্এটা একেবারেই অন্যরকম। তবে শিক্ষনীয় একটা গল্প।
কিবরিয়া ভাই, কি বলবো! এক বসায় পুরা গল্প শেষ হয়ে গেলো কখন টেরও পেলাম না। গল্পে বুদ হয়ে গিয়েছিলাম। অসাধারণ, ভয়ংকর সুন্দর একটা গল্প।
শেষে আপনার আর অতিথির কথাগুলো ভালোই লাগলো ❤ আল্লাহ উনাকে ইসলামের পথে কবুল করুক🤲
এক কথায় দুর্ধর্ষ
দোয়া করি আল্লাহ তায়ালা ওনাকে এবং আমাদের সকলকেই সরল সঠিক পথে চলার তৌফিক দান করুন
আমি পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেছি। কিছু বলার ভাষা হারায় ফেলছি। কি বলবো বুঝতেই পারতেছি না। নেশা আমার হাজবেন্ডও খায়। ব্যভিচার করে। সবই জানি কিন্তু ছাড়তে পারতেছিনা। স্টিল নাও এখনো করছে। আমি আমার হাজব্যান্ডকে মাফ করতে পারিনা। একসাথে থাকতেছি কারণ বাচ্চাগুলোর জন্য। আমি ওকে বলছি একদিন ছেড়ে চলে যাব। আমার বাচ্চাগুলোর একটা ব্যবস্থা হবে তারপর। পুরুষগুলো কেন এমন করে আল্লাহ পাকই ভালো জানেন ফ্যামিলির প্রতি মহব্বত হয় না। কতটা কষ্ট একটা মহিলার মধ্যে আমার স্বামী উনার মতই। কি বলবো বুঝতে পারতেছি না আমার হাজব্যান্ড এরকম কোটি কোটি টাকা নষ্ট করছে মেয়ে মানুষের পিছনে নেশার পেছনে। আজকের সে অর্থকষ্টে আছে আমাকে টাকা দিতে গেলেই তার কষ্ট লাগে খরচ বহন করতে গেলে তার কষ্ট লাগে স্টিল সে এখনো নেশা থেকে শুরু করে সবই এখনো আছে সেই বলতে পারতেছি না। বাসায় আছি সামনের দিনগুলো তো অবশ্যই আমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে মাফ করার মতন এই সমস্ত পুরুষদের। আমার স্বামী আমাকে কোনদিন একটু সময় দেয় নাই।
এতো সুন্দর করে মানুষ অনুতপ্ত হতে পারে আজকে দেখলাম। ওনার স্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই এই লোকটিকে ক্ষমা করে পরিবারে ফিরিয়ে নেন প্লীজ,একটা মানুষ তার ভুল বুঝতে পেরেছে এটার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক উনার মঙ্গল করুন।
অনেক ধন্যবাদ ভাই, জীবনের গল্পটা শেয়ার করার জন্য।
আপনার স্ত্রী খুব বুদ্ধিমতির মত একটা কাজ করেছেন ফ্লাট ও জমি কিছু নিজেদের নামে নিয়েছেন না হলে তাও আপনি হয়তো উজার করে বসতেন আর বাচ্চাদের অবস্থা হতো কোটিপতির ভিখারির অবস্থা।
খুব অনুরোধ রইলো ভাইয়ের স্ত্রী ও সন্তানদের কাছে একে আপনারা আশ্রয় দিন,ক্ষমা করে দিন।ভালোবাসা দিন।
আমার বাসার দাওয়াত রইলো আপনার।
Mr dhrubha u r very very honest & clear in telling the life journey. Thanks.
কেন ভাই ধান্দা আছে নাকি এই মানুষ টাকে মুক্তি দেন।
ওনার কথার মাঝে কিছুটা সততার, ট্যালেন্টও এবং বড় মনের পরিচয় পাওয়া গেল। তবে তিনি যে বার বার বিপথে গেছেন এখানে কোন মানষিক ইনসিকিউরিটির ব্যাপার থাকতে পারে তাই একজন মনোবিজ্ঞানী দেখানো উচিৎ। এতে জীবনে উপকার হোতে পারে।
ধ্রুব ভাইয়ের কথা গুলি খুবই মনোযোগের সাথে শুনছি আর ভাবছি এতো ক্লিন ভাবে নিজের সব দুশ গুন হর হর করে বলে গেলেন। প্রথম থেকে শেষ অবদি সবই শুনেছি আমার কাছে একটাই ভালো লেগেছে ওনি নিজে ভুল করেছে তাতো বটেই। তার মধ্যে ভালো কিছু করেছে বউ বাচ্চার জন্য মাথা গুজার ঠাই করেছে। বড় কথা হল ভাইটা ভুল বুজতে পেরেছে আল্লাহ কাছে তউবা করে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ । ফ্যামিলিকে অনুরুধ করবো ওনাকে মেনে নিয়ে দেখা শুনা করার জন্য কারন ওনি হাডের পেসেন্ট । পরিসেশে আমার কুমিল্লার ভাই । কুমিল্লায় আসলে আমাদের বাসায় আসবেন। আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন। পারলে হজ করে আসবেন। আমিন
সত্যি দুর্ধর্ষ! এক মুহূর্তও স্কিপ করতে পারি নাই।ছোট মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই,যেহেতু তওবা করে তিনি আল্লাহর দিকে ফিরে এসেছেন, তিনি যেনো অতীতের ভুল গুলো রিপিট না করেন এবং ইসলামিক লাইফ লিড করেন। আমরা দোয়া করি আল্লাহ তার নেক হায়াত দিক,বিগত ৫০ বছরে যা অপুর্নতা রয়েছে আল্লাহ বাকি জীবনে তার চেয়ে বেশী দিয়ে জীবনকে অনেক সুন্দর করে দিক। সে যেনো তাহাজ্জুদ পড়েন রেগুলার, এটা অনুরোধ থাকবে।জীবন সুন্দর করার দায়িত্ব আল্লাহর ❤
আল্লাহ উনাকে অনেক ভালো রাখবেন ইনশাল্লাহ
শুধু শুনার জন্য শুনা নয়,
শেখার জন্য শুনতে হবে, যেন নিজেকে সংশোধন করা যায়।
শিক্ষা নেয়ার রয়েছে অনেক কিছু।
মহান রাব্বুল আলামীন ভাইটিকে সহ আমাদের সবাইকে হেদায়েত নকিব করুন।
একদম সঠিক
মন্ত্রমুগ্ধের মতন শুনলাম! সত্যি অসাধারণ একটা গল্প। অনেকদিন পর এমন টুইস্টে ভরপুর জীবন গল্প শুনলাম। অসংখ্য ধন্যবাদ।
নিশ্চয়ই আল্লাহ আপনাকে দুনিয়ার যত গুনাহ মৃত্যুর পূর্বে মাফ করে দিবেন। আপনি আল্লাহর কাছ থেকে কখনো নিরাশ হবেন না। আর কখনো এই ধরনের পাপের পথে জড়িত হবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন।❤❤❤
@@azizahmed4607 insha allah
২ বছর আগেও আপনার পোগ্রামের একজন বিগফ্রেন্ড ছিলাম এবং এই পোগ্রাম দেখতাম, কিন্তু জীবনের প্রতিটি সময় কে কাজে লাগাতে চেষ্টা করছি, এবং ডাইরেক্ট সেলিং কোম্পানি তে যুক্ত হওয়ার পর থেকে পুরো একটা পোগ্রাম দেখা হয়নি, এটা ছাড়া, অনেক ভাল লেগেছে, এবং অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। ওনার জন্য দোয়া রহিলো।
অনেক ধন্যবাদ ভাই, জীবনের গল্পটা শেয়ার করার জন্য।
আপনার স্ত্রী খুব বুদ্ধিমতির মত একটা কাজ করেছেন ফ্লাট ও জমি কিছু নিজেদের নামে নিয়েছেন না হলে তাও আপনি হয়তো উজার করে বসতেন আর বাচ্চাদের অবস্থা হতো কোটিপতির ভিখারির অবস্থা।
খুব অনুরোধ রইলো ভাইয়ের স্ত্রী ও সন্তানদের কাছে একে আপনারা আশ্রয় দিন,ক্ষমা করে দিন।ভালোবাসা দিন।
ওনার কথা শুনছিলাম আর অবাক হচ্ছিলাম,একজন মানুষ কতবার অন্যায় করতে পারে!
আর ওনার স্ত্রী/সন্তানকে ধোকা দিয়েছেন,বঞ্চিত করেছেন,আহারে!!
আমি মনে করি তার পরিবারের কি পরিমাণ ত্যাগ করেছে সেটা সে এখনও ফিল করতেই পারে না। তার কোন রাইটস নাই তার পরিবারের ভুল ধরিয়ে দেয়ার।
সব কিছু হারিয়ে, এখন সে বুঝতে পারছে ঐগুলা করা ঠিক হয়নি।টাকা পয়সা শুধু ব্যাংক ব্যালেন্স নয়,ভালো ব্যবহারগুলো,দায়িত্ব বোধগুলো ভবিষ্যৎ এর ব্যাংক ব্যালেন্স।এগুলো সে কখনো করেনি।
অনেক বছর পর কিবরিয়া ভাইয়ের সেই ABC রেডিও বা ঢাকা এফএমের জীবন গল্পের মতো অসাধারন একটা গল্প শুনলাম । সময়ের অভাবে একটু একটু করে পুরো একদিন লাগল গল্পটা শেষ করতে । খুব কষ্টদায়ক একটি গল্প । যাহোক , শেষ পর্যন্ত তিনি তার অতীত জীবনের কর্মকান্ড নিয়ে অনুতপ্ত হলেন , দোয়া করি আল্লাহ্ তাকে মাফ করে হেদায়ত দান করুন । আমরা যারা একটুও তার অতীত জীবনের বদভ্যাসের মত কাজে যুক্ত আছি , আমরাও যেন নিজেকে দ্রুত সংশোধন করে তওবা করে আল্লাহর পথে জীবন পরিচালিত করতে পারি । আল্লাহ সবার মঙ্গল করুন ।
আমিন ॥
ভাই, আবার ঘুড়ে দাঁড়াবেন, ইনশাআল্লাহ।
ভাবী'র ওনাকে মাফ করে দেয়া উচিত।
ফি আমানিল্লাহ। ❤️🥰
দুইটা গল্প শুনলাম রংপুরের মেয়ের, যতদূর মনে পড়ে, একটা খুব ধূর্ত ছিল এবং লোভী এবং এইটা বেশ সরল সোজা, জানিনা শেষে কি হবে, এখনো গল্প অনেক বাকী,, ভালো থাকবেন,, ভালোই লাগছে।।
কিবরিয়া ভাই আসলেই ঘুম ছুটে গেছে আমারও গত রাতে ১২ টা থেকে শেষ পযন্ত শুনলাম,বরকত সাহেব নিজের দোষ গুন নিজেই বলেছেন এবং শিকার করেছেন তার ভুল এবং দোষ, শেষঅব্দি এখন যতটুকুই আমার মতামত অনুযায়ী
বুঝা গেলো সে খুবই হতাশায় আছেন এখন এবং স্বাভাবিক মানসিকতা তার নেই,বাইরে যাবার সুযোগ থাকলে চলে যাওয়াই উত্তম,দেশে থাকলে সে কিছু টাকা পয়সা কামাই হলেই আবার সে অই একই পথেই যাবেন !!! নারি এবং ড্রাগ দুটোই স্বাধীন ভাবেই সে ভোগ করেছেন এবং তার সুখ আনন্দ দুটোই ভাল বুঝেছেন।
ধ্রুব ভাই , আপনি যদি এই কমেন্ট টা পড়েন, আপনার জন্য অনেক শুভ কামনা। আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন , এর থেকে বড় পাওয়া নেই। আল্লাহ আপনাকে সামনের দিনগুলো সুস্থ রাখুক, এই দোয়া করি
ওনার স্ত্রীকে হাজার স্যালুট, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য।
আপনার জীবনের গল্প শুনে শিক্ষা নিলাম অনেক কিছু। আপনার সাথে আমার গল্পের মিল আছে, কিন্ত হজ্জ করার পর আমার জীবন পল্টে গেছে।
আমার মনে হয়েছে,উনার বউ বাচ্চা নিজেদের নামে সম্পদ লিখে নিয়ে ভালোই করেছেন।কারণ লিখে না নিলে এই সম্পদও ভদ্রলোক অন্য কোন সম্পর্ক করে তাদের দিয়ে দিতেন।তখন তার বউ বাচ্চাকে রাস্তায় থাকতে হতো।
উনি নিজেই যেহেতু ওনার ভুলগুলো বুঝতে পেরেছেন উনিই পারবেন নিজেকে শুধরে নিয়ে নতুনভাবে বাঁচতে জীবনকে সাজাতে এর জন্য অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বেশি বেশি আল্লাহ ওনার ভুলগুলো ক্ষমা করে দিন
একজন মেয়ে হয়েই বলছি উনার স্ত্রী কে,আপনি তাকে ক্ষমা করে দিন।বেলাশেষে তিনি পরিবারের কাছে ফিরতে চেয়েছেন।আপনি যা কিছু আজকে ভোগ করতেছেন তাতে আপনার স্বামীর হক রয়েছে।আর কেউ ভালো হতে চাইলে তাকে সুযোগ দেয়া উচিৎ।
tader toh divorced hoyeche bahu agei...
আরাম আয়েশ পেলে আবার সে খারাপ হয়ে যাবে
u seem to b very nice may b his wife is not nice like u.Bottom of the story he deserve this
@@rosynasrin1312 যথাযথ পরামর্শ। ছোট্ট একটা জীবন। ক্ষমা করলে সমস্যা কিছু দেখি না, আমারও সেটি মনে হয়।
উপদেশ দেওয়া অনেক সহজ, যে ভুক্ত ভোগী সেই বোঝে এই কষ্টটা যে কতো কষ্টের।একথা কাউকে বলাও যায়না, আবার মানাও যায়না। সামীকে ছাড়াও যায়না,আবার তাকে অসহ্য লাগে।
This man had bad habits but his mind is crystal clear. May Allah guide him in the true path of Islam.
অকপটে এতো সত্যি সবাই বলতে পারে না। জীবন বদলে দেয়া গল্প তবে উনার ধর্মীয় শিক্ষা না থাকার জন্য এতো খারাপের সাথে মিশতে সমস্যা হয় নি।জীবনে টাকা সব কিছু ই না💕💕💕💕💕
খুব মন দিয়ে পুরো ভিডিও টা দেখেছি আর চোখ থেকে অনেক পানি ও পড়েছে দ্রুব ভাই এর কথা গুলো শুনে একটাই আফসোস হয়েছে আমার আমার খারাপ সময় টাতে এমন একজন দ্রুব কে আমি পাই নাই আর আজ ও কষ্ট টা কি বুঝতেই হচ্ছে প্রতিটা দিন। আল্লাহ দ্রুব ভাই কে সুস্থ রাখুক এবং আর পরিবার সহ সব সফলতা আবার ফিরে আসুক দোয়া করি মন থেকে। ফি আমানিল্লাহ।
আমার সামি কে যে কতো হাজার বার সুযোগ দিলাম সেটা কাউকে বুঝাতে পারা যায় না। আ হা রে জীবন এক জোয়া খেলার কারণে আমি ও আমার ২ সন্তানের জীবন। কতো মানুষের কাছে হাত পা ধরে সাহায্য নিয়ে সন্তানের লেখা পড়া করায় সেটা এক মাএ আল্লাহ তায়ালা জানে। আল্লাহ আপনি সবাই কে হেদায়েত দান করুন
😭😭😭😭😭😭😭😭😭
ধ্রুব ভাইয়ের জন্য দোয়া রইল। আল্লাহ যে কয়েক দিন তাকে হায়াত দিয়েছে, আল্লাহ যেন তাকে সুস্থতার সহিত বেঁচে রাখেন।
সবশেষে একটা কথা বলি উনি পরিবারের সাথে যা করছে তা থেকে শাস্তি টা ওনার কম হয়ছে।উনার ওয়াইফ অনেক ভাল মানুষ। ওনাকে মেনে নিলে ওনি আবার এমনটা করবে।
আসলে যে সময় এর মধ্যে দিয়ে তিনি পার করেছেন !অনেক ভূল ঠিক আছে কিন্তু কোনো মানুষ যদি ভুল করার পর সে তার সমস্ত অন্তর দিয়ে অনুভব করে , তবে তাকে সুযগ দেওয়া সমাজের দায়িত্ব | এবং আর একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে সেটা উনার ভিতরে প্রচন্ড রকমের একটা প্রতিভা এবং অভিজ্ঞতা আছে | সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা দেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে পারি |
This is one of the best show until now in my life that I had watch🙏🙏🙏🙏🙏🙏
একটা মানুষের জীবনে এত উথাল পাথাল ,এত সফলতার পরও মানুষটা আজ ব্যর্থ। তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করেছেন। এখন হয়তো তাকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে। পরিবার চাইলে হয়তো দিতে পারে। আজকে পরিবার যে টাকা পয়সা সম্পদ ভোগ করছেন সেগুলা ওনা আয় করা অর্থ দিয়ে গড়া। পরিবার লিখে নিছে সত্য কিন্তু ওনার হক রয়েছে।
Thousands of people will be benefited from this great Video. Salute to you both. Thanks . May Almighty keep you both happy, safe and healthy.
মানুষ ভুলের উর্ধে নয় সে যে ভুলগুলো করছে অকপটে স্বীকার করে নিয়েছে।
আমি তার জন্য দোয়া করি
তারে ভুল ত্রুটিগুলো আল্লাহতালা রাব্বুল আলামিন যেন ক্ষমার দেয়
আমিন।
পাশাপাশি আরো বলতে চাই তার যে ওয়াইফ এবং ছেলে মেয়ে তারা যেন তার প্রতি সহায় হোক। ক্ষমা করা হলো মানুষের বড় মহত্ব। ক্ষমা কারিকা কে আল্লাহ রাব্বুল আলামীন অনেক অনেক অনেক অনেক পছন্দ করে।❤❤❤
আমি মনে করি তার পরিবারের কি পরিমাণ ত্যাগ করেছে সেটা সে এখনও ফিল করতেই পারে না। তার কোন রাইটস নাই তার পরিবারের ভুল ধরিয়ে দেয়ার।
তিনি খুব দাম্ভিকতার সাথে নিজের ব্যর্থতা স্বীকার করে গেলেন কিন্তু তিনি কি ভেবেছেন, তার মাধ্যমে যারা দুনিয়াতে এসেছে এবং যাকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন তাদের মানসিক এবং সামাজিক অবস্থা কতটা ভয়াবহ হতে পারে?
তাদের ভবিষ্যত জীবনটা কিসের মধ্যে দিয়ে যাবে?
@@yahmed4274 আপনার কমেন্টের উত্তর পাপকে ঘৃণা করো পাপিকে নয়।
মানুষের লাইফে কতটা কষ্টে থাকে অনেকেই প্রকাশ করে অনেকে কষ্ট চেপে রেখে পৃথিবীর ছেড়ে যায় তবুও কাউকে কিছু বলে না
His life story contains a lots of learning of life. Praying for him.
এ গল্প থেকে অনেকের শিক্ষা নেওয়া উচিত টাকাই সব পাওয়া গেলেও শান্তি পাওয়া যায় না
Dhrubo ভাইকে আপনারা কে কিভাবে নিবেন জানিনা, কিন্তু আমি তাকে সেলুট জানাই। তিনি তার ভুল বুঝতে পেরেছেন । তার সাথে আমাদের থাকা উচিত । আমি ইচ্ছা পোষন করছি তাকে সাহায্য করার জন্য । কিন্ত কিভাবে ,বুঝতেছিনা। তার ঠিকানা পেলে দেখা করতাম ।
বিনম্র শ্রদ্ধার সাথে উনার পরিবারকে বলছি মাফ করে দেন। উনার শাস্তি উনি পেয়েছেন। ক্ষমা আমাদের ধর্মের মহানতম গুন।আল্লাহর রসতে উনাকে ক্ষমা করে দেন।
আপনি বেলা শেষে নিজের ভুল বুঝতে পেরেছেন তার জন্য আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি পেছনের দিকে দেখার দরকার নাই। সামনের দিকে এগিয়ে যান । জীবনে অনেক দেখছেন এখন আর দেখার কিছু নাই। আল্লাহর উপর ভরসা করে বাকি জীবন কাটান ।
ধ্রুব সাহেব আপনি চট্টগ্রাম এ আসুন আপনার মত উদার মানসিকতার মানুষ আমার ভালো লাগে আপনাকে নিয়ে বেড়াবো এর পরে দেখবো আপনার ফ্যামিলির সাথে লিয়াজো করা যায় কিনা
পুরো টাই শুনে আমি বুঝিনা কি বলবো মাথা বেথা করছে আল্লাহ তায়ালা সবাইকে দিনের সহি বুজ দান করুন নেক হায়াত দান করেন লোকটা কে মাফ করুন আমিন হেফাজত করুন
এই ধরনের গল্প গুলো সামনে আনবেন ভাই,এক মুহুর্ত স্কিপ করার মতো না।বিগত ২/১ টা এপিসোড গুলোর মতো না।একদম ই অন্যরকম।
আরজে কিবরিয়া ভাইজান
আপনার সব প্রোগ্রাম শুনি
2014থেকে আমার খুব ভালো লাগে
আমি ইন্ডিয়ান
সব শেষ বলবো ধ্রুব ভাই এক জন ভালো মনের মানুষ
আমি মনে করি তার পরিবারের কি পরিমাণ ত্যাগ করেছে সেটা সে এখনও ফিল করতেই পারে না। তার কোন রাইটস নাই তার পরিবারের ভুল ধরিয়ে দেয়ার।
@@mohammedimranakhand9847
লোকটা অনেক বড় পাপী বুঝলাম কিন্তু আপনার সাথেও আপনার পরিবার যদি এমন করে তখন কেমন লাগবে? তার সাথে তার পরিবার অন্যায় করেছে ।
ভাই, এমন বাটপার, মেয়ে খোর, নেশা খোর, চোর কে ভালো মানুষ বলেন কিভাবে? বুজলাম না। আমাদের দেশের মানুষ একটু emotional কথা শুনেই সব ভুলে যান। শালা ৬ টা client হারাইয়া দেশের ক্ষতি করছে শুধু বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের জন্য।
একটা নিকৃষ্টতম মানুষ। অনেস্টলি বলতেছি। ভালো লোক কখনো তার স্ত্রী সন্তানকে এত কষ্ট দেয় না 1 ঘন্টা 38 মিনিটে কেউ তার নিজের এভাবে বলতে পারেনা বাহিরের কথাগুলো বলছে ঘরের কথাগুলো কে বলবে। তাকে ক্ষমার অযোগ্য
একজন মুসলিম হিসাবে আমাদের প্রয়োজন নিজেদের ভুল গুলোকে গোপন রেখে নিরবে নামাজে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে ক্ষমা চাওয়া,,আর আপনার এই গল্প থেকে যদি কেউ সামান্য পরিমান উপকার পায়, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কাউকে দিয়ে কিছু ঘটান অন্যকে শিক্ষা দেওয়ার জন্য, এটাই আমার মনে হচ্ছে, আল্লাহ ভালো জানেন
উনি মানুষের খেদমতে থাকুক
ভালো লাগবে
জানি না কি বলবো, তবে এই গল্পটা মনে থাকবে অনেকদিন, হয়তো কিছু পরিবর্তন করে নেব নিজেকে।
এক কথায় অসাধারণ একটা গল্প আমরা আসা করবো ওনার ফ্যামিলি আবার মেনে নিবে
কোন মানুষ ভুলের উর্দ্ধে নয়। তবুও এতটুকু বলবো নিজের ভুল যখন বুঝতে পারছেন, এই থেকে শিক্ষা নিয়ে বাকি জীবনটা কাটান।
একদম সঠিক কথা বলেছেন। তবে তার পরিবার তাকে ভালবাসা দিয়ে তার বাকি জীবনটা সুখে শান্তিতে বসবাস করে যেতে পারে সেই ব্যবস্থা করা কারণ তিনি যদি টাকা না দিতেন তাহলে তার স্ত্রীর পক্ষে এত কিছু করা সম্ভব হত না।
ওনার জীবন গল্পে উনি সারাটা জীবন নিজেকে নিয়েই ব্যস্ত ছিলেন।সেখানে ওনার বাবা মা ভাই বোন পরব্রতীতে ওনার স্ত্রি ছেলে মেয়ে কারও ব্যেপারে কোন দায়িত্ববোধ বা কমিটমেন্ট কিছুই ছিলো না।উনি সারাটা জীবন ওনার মন যা চায় তাই করেছেন।একটা ছন্নছাড়া জীবন।উনার পরিবার ওনাকে ত্যাগ না করলে ওনার সন্তানরাও নষ্ট হয়ে যেতো।
আমার ভীষণ খারাপ লাগলো তবে ভদ্রলোক নিজের ভুল বুঝতে পেরেছে ন মহান রাব্বুল আলামীন ওনাকে হেদায়েত ও হেফাজত করুন। ওনার এখনো সময় আছে তওবা করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন শুনে খুব ভালো লাগলো। দোয়া করি মহান রাব্বুল আলামীন ওনার স্ত্রী ও সন্তানদের ওনার কাছে ফিরিয়ে দিন । আমীন!!
আপনার একটা ভিডিও দেখলাম, এ ভব পিরিতের ফল। কিন্তু কমেন্ট বক্স টা অফ। অসাধারণ পজিটিভ, সুন্দর একটা গল্প। অসম্ভব কে সম্ভব করার গল্প। পাশে থাকার, সাপোর্ট করার গল্প। ভীষণ ভাল লাগল। ভালোকে বিশ্বাস করতে পারলাম। সেই ভিডিওটার কমেন্ট বক্স টা খুলে দেয়া উচিত ছিল আপনাদের। আমরা দর্শক হিসেবে সুন্দর আশাবাদী জিনিস দেখতে চাই। সত্যি কথা বলতে ফালতু মানুষের কথা গল্প শুনতে আমাদেরো ভাল লাগে না। বিষাক্ত মানুষের গর্ব ভরা কথা শুনে আমাদের মনেও বিষ বাষ্প জমা হতে থাকে। সোশাল একটা ইফেক্ট ফেলে। শেয়ার পজিটিভ, আপনার সন্তান ও এই সমাজ এ থাকবে৷ ভাল কিছু এনে দেখান, মানুষ ভাল টা বিশ্বাস করবে। ভালোর দিকেই সব আগাবে❤
সত্যি তো জীবন নাটকের চেয়েও নাটকীয়। এই গল্পের মূল ম্যাসেজ হলো- খারাপ অভ্যাসের ফলাফল বরাবরই খারাপ হয়। অঢেল টাকা আয় করলেও খারাপ অভ্যাস থাকলে সব শেষ হয়ে যায়। অধিক সোজা টাইপের ও পরোপকারী মানুষ হওয়াও সঠিক নয়।
ভুল থেকে মানুষের প্রকৃত শিক্ষা গ্রহণ করে আপনার জন্য দোয়া রইল আল্লাহ যেন আপনাকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করেন আমীন
ধন্যবাদ সত্য কথাগুলো স্বীকার করার জন্য। আমাদের প্রত্যেকের জীবনে এক একটি ঘটনা আছে কেউ সাহস করে বডি কেউ বলে না। আল্লাহ আপনাকে হেফাজত করুক আপনি সুস্থ হয়ে উঠুন। দোয়া করি আপনার পরিবার যেন আপনার পাশে দাঁড়ায় ।আপনার পরিবারের কাছে অনুরোধ থাকবে আপনার প্রতি তারা যেন সদয় হয়।
আল্লাহ্ আপনার হেদায়েত নসিব করুক।
পুরো অবাক করার মত একটা গল্প। অবিশ্বাস্য এবং খুবই ক্ষতিগ্রস্ত।
Life learning history, Thanks for telling truth. We have to careful. ❤❤❤
বরকত ভাই ভালো থাকবেন সবসময় দোয়া করি আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন আপনি ফ্যামিলিতে চলে যান আমার বিনিত অনুরোধ থাকবে আপনার ফ্যামিলি কাছে তাকে সুযোগ দেওয়া উচিত
সত্যিই অসাধারণ দুর্ধর্ষ ❤
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। এক কথায় দুর্ধর্ষ দরুন ।
কিবরিয়া ভাই খুব সুন্দর উপদেশ দিয়েছেন।
হটাৎ ঘুমানোর আগে গল্পটা সামনে সালো আর আমি থান্ডার্ড হয়ে শুনলাম।
আল্লাহ তায়ালা আপনাকে সঠিক বুঝ দান করুন সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন অনেক অনেক দোয়া রইলো আপনি পারবেন আবার চেষ্টা করুন
Kipra Bhai আজ কের স্টরি আপনারা দুজন একদম ঠিক আছেন। কিন্তু যে শুনবে মন ভালো হয়ে যাবে।শেষ এ অনেক অনেক কিছু শিখলাম।thank you 🙏🙏🙏
এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ।
অপ্রিয় হলেও সত্য, দিন শেষে ভাল থাকবেন দোয়া রহিল ❤
মানুষ একবার ভুল করে, যে বারবার ভুল করে সেটা ভুল না সেটা অপরাধ। আপনি অপরাধী
@@SalmaAhmed-su9ug ভুল কেউ ইচ্ছাকৃত করেনা,একটা ভুল যে কেউ একবারই করবে তেমনি কোনো কথা হতে পারে না।
Sundor.
Bastob jibon onek kothin.
R kicu bolar nay vai.
Vai alla apnak valo rakhun.
হায়রে ভাই! কিছু বলার নাই!!
জীবনের এমন কিছু ভুল আছে যার কখনও ক্ষমা হয় না, আর শুধরে নেওয়াও যায়না। এত বড় পৃথিবী এত ছোট হয়ে যায় যেন একটা নোংরা টয়লেট। আর তখন কোটি কোটি টাকা সন্মান কোনোটাই কাজে আসে না। মৃত্যুই মুক্তির একমাত্র পথ। আমাদের মতো মানুষদের আল্লাহ যেন ডেকে নেন কারন আমি আমার শেষটা সুন্দর দেখতে চাই। l am sorry allaho and I love you so much please......আমি আপনার কাছে যেতে চাই এবার আমার ডাক আসবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার দোওয়া কবুল করেন।
Oshadaron akti gulpo sonlam ajker ai gulper maddome onek kicho sikhar ache
I love your voice ND the way u speak, may Allah bless u son
লিখার জন্য কিছুই খুজে পাচ্ছি না আমি অবাক সাথে হতবাগ ❤
Valor laglo emon Ekta honest sikarotty
আমার মনে হয় ওর ফেমেলি তাকে শেষ একটা সুযোগ দিতে পারে,যদিও ও জীবনে তার ফেমেলিকে সময় দিতে পারে নি।
আমি মনে করি তার পরিবারের কি পরিমাণ ত্যাগ করেছে সেটা সে এখনও ফিল করতেই পারে না। তার কোন রাইটস নাই তার পরিবারের ভুল ধরিয়ে দেয়ার।
@@mohammedimranakhand9847right
Take Respect , Legends never die
কি কমেন্ট করব বুঝতেই পারছিনা...মানুষটার প্রতি কি আমার সহানুভূতি দেখানো উচিত নাকি তার স্ত্রীর জায়গা থেকে তাকে চিন্তা করে খুব বেশি ঘৃণা করা উচিত আমি জানিনা...এই মানুষটা যে কি মেধাবী তা আমি তার কর্মের দ্বারাই বুঝতে পারছি একটা কোম্পানির কান্ট্রি হেড হওয়া চারটে কথা না...যেহেতু আমার কিছুটা এক্সপেরিয়েন্স আছে বায়িং হাউসে কাজ করার। যাইহোক, ব্যক্তি জীবনে উনি যে কি পরিমাণ আনলাকি তা বলে বোঝানোর উপায় নাই ওয়াইফ এর সাথে ভালো সম্পর্ক করতে পারল না...অন্যদিকে ভালো কোন মেয়ের দেখা পেল না।একটা মানুষ যখন সাকসেস হয় তখন যদি তার লাইফে কোন মেয়ে আসে বুঝতে হবে কেন আসতেছে আমার বউ বাচ্চা থাকার পরও। এখানে তার ওয়াইফের ও দোষ নাই এই মানুষটা কত কষ্ট করছে সেই জানে। আজকের এপিসোড থেকে অনেক কিছু শেখার আছে যদি কেউ শিখতে চায়। আমি লোকটার সামনের জীবন ভালো কাটুক সেটাই দোয়া করি। জানিনা কেন উনার জন্য আমার খুব খারাপ লাগছে এত আপস এন্ড ডাউন তার লাইফে। আল্লাহ তাকে ভাল রাখুক তার পরিবারের সাথে যেন একবার দেখা হয় সে দোয়া করি 🙏
Allah amader shobaike hedayet er pothe otut thakar towfik daan korun... ameen
Vaia,
Amee monee koree aponar samortho asee.
Somvob holee Hajj koren.
Allah Aponar moner Akangkha/khida mitaia debeen.
AMEN.
Drugs, Adultry & HoneyTrap - yet a meaningful autobiography with an important message!
জীবনে যা কিছুই ঘটুক শেষে পরিবারের -ই আপন স্ত্রী, সন্তানের কাছে ফিরে আসতে -ই হয়। খারাপ সব কিছুই মিথ্যা বলে প্রমাণিত। দেখে আসছি,দেখছি....!!!
Excellent man ❤ মাল্টি ট্যালেন্টেড ❤
সুবহানাল্লাহ
আল্লাহ ভাইটিকে ধৈর্য ধারণ করার, সিরাতাল মুস্তাকিমের পথে চলা সহজ করে দিন এবং দুনিয়ায় ও আখিরাতে কল্যাণ দান করুন। আমিন
আল্লাহ যেনো কিবরিয়া ভাইকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন
Onek kisu sikhte parlam ajke ai jibon kahini theke
উনার কর্মের ফল উনি পেয়েছেন। এখন উনাকে তাবলিগে পাঠাইয়া আল্লাহওয়ালা হওয়ার পরামর্শ দেন।
আপনার কথা সঠিক। একমত।
ওনার সব কিছু এখন এলোমেলো। সর্বপ্রথম ওনাকে বিয়ে দিতে হবে, তারপর বাকি কাজ।
Onakay aami shab shonaar poray o Salaam janai. Ja bujhlam manushta khoob dukho payachhen. Uni cheshta korlay aabar paarben to stand up. My blessings.
উনি স্ত্রীকে দোষ দিচ্ছেন, আমিও উনার স্ত্রীকে দোষ দিচ্ছি কারণ উনার স্ত্রীর উচিত ছিল উনার নামে প্রতারণার মামলা করা কিন্তু উনি সেটা করেননি।
তাই উনার স্ত্রী আমার কাছে দোষী!
Onar wife sontaner kotha vebei kore chen noyto manuser kache hat pat te hoto
পুরো গল্পটা শুনলাম খুব মনোযোগ দিয়ে এবং বুঝলাম। তাতে মনে হলো আসলে আপনার জীবনের পারপাসটা হলো, কিছু মানুষের জীবনে আপনার অবদানই ছিল সৃস্টি কর্তার উদ্দেশ্য। যেমন আপনার মিমেস, মেয়ে দুটা এবং আপনার ব্যাবসায়িক অংশীদার ইত্যাদি। এই অবদানের শেষের দিকে আপনি রিক্ত শূন্য। যা বললাম তা ভেবে চিল করা উচিত এবং ধন্যবাদ দেন মহান স্রস্টা কে যে আপনাকে এমন কাজের জন্য মনোনীত করেছেন। তবে আপনার মা বাবা ভাইদের কথা আর আসেনি।
আপনি আবারও বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন জনাব।ইনশাআল্লাহ আপনি এগিয়ে চলেন।আমিন।
Kebria RJ, cool video keep it up
Really good advice for me from UK
Amra dua করি Allah swt amader কে and unake nek bandader kata re shamil korun, ameen, ro বলব unar poribar unar pashe eshe daran, Allah khoma করতে parle apni keno parben না.
May Allah help u..ami apnar jibonta sukhi hok abr valo kichu hok.❤❤
Thanks kebria vai