সিরাজুল আলম খান শুধুমাত্র ছাত্র দের মাঝে জনপ্রিয় ছিলেন,যেমন ছিলেন তোফায়েল আহমেদ,আসম রব,নুরে আলম সীদ্দিকি, আব্দুল কুদ্দুস মাখন সহ অনেকেই।তবে পুরো বাঙালি জাতি কে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আমি একজন সাধারন বাংলাদেশী নাগরিক। জনাব মান্নার কথা শুনে আমি এই লেখা লিখতে বসলাম। কেউ যদি উপর দিকে থুথু ফেলে সেটা নিজের গায়েই লাগে মান্না সাহেব একি কথা বললেন ৫০ বছর পরে। এত বড় মিথ্যা কথা এই ৫০ বছর পর কেন বললেন আজ আওয়ামী লীগে নাই এইজন্য মিথ্যার বলারও একটা কোয়ালিটি থাকে। শেখ মুজিব বঙ্গবন্ধু উপাধি অনেক আগেই পেয়েছিলেন কারণ মানুষ তাকে ভালোবাসতো এই ভালোবাসা থেকেইতাকে বাংলার বন্ধু বলা হত স্বাধীনতার আগে একমাত্র বঙ্গবন্ধুর উপরেই আস্তা রাখা যেত আপনার মত বেঈমানের উপর আস্থা রাখতে পারে নাই বাংলার জনগণ । ৭৫ এর ১৫ ই আগস্ট এর আগে বঙ্গবন্ধুকে অনেকেই সতর্ক করেছিলেন বঙ্গবন্ধুর আত্মবিশ্বাস কে ভাঙতে পারে নাই। উনি যদি ভীতু হতেন পরিবারের সকল সদস্যকে বিদেশে পাঠিয়ে দিতে পারতেন।কিন্তু ছিল তার আত্মবিশ্বাস তাই তিনি জীবন দিয়েছেন তাও পালিয়ে যান নাই । গো বন্ধু আপনাদের মত পচা লোক ছিলেন না ২৫ শে মার্চ বঙ্গবন্ধু পালিয়ে গেরিলা যুদ্ধে যোগ দিবেন বঙ্গবন্ধু একজন নেতা বঙ্গবন্ধু কেন পালাবেন। এসব সস্তা কথা ৫০ বছর পরে না বলে তখন আপনি বঙ্গবন্ধুকে প্রশ্ন করতেন যে 25 শে মার্চ আপনি কেন ধরা দিলেন পাকিস্তানি বাহিনীর হাতে আপনিও তো আওয়ামী লীগ ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন কেন সেদিন প্রশ্ন করেননিবঙ্গবন্ধুকে । আজকে সস্তা কথা বলে নিজেকে ছোট করবেন নাকারণ এখন ইতিহাস জানা অনেক সহজ হয়ে গিয়েছে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় সবই আমরা দেখি এবং শুনতে পায়। আজ আপনি বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছেন এটা আপনার মত মানুষের করা কি উচিত ছিল। কারণ বঙ্গবন্ধুর কাছের বন্ধু ছিল বেইমান মুস্তাক আহমেদ আপনিও আওয়ামী লীগের খুব কাছের লোক ছিলেন তাই বেইমান মিরজাফররা যুগে যুগে থাকবেই। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনার মত বেঈমান চিনে ফেলেছিলেন বলেই আপনি আজ আওয়ামী লীগে নেই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি এই জাতীয় বেঈমানদের চিনে ফেলেছিলেন বলেই আজ আপনার বাবার নামে বিভিন্ন কুৎসা রটিয়ে বেড়ায়
এত প্রশ্ন আপনার মাথায় নিয়েও আপনি ১৯৯১ সালে আওয়ামী লীগে যোগদান করেছিলেন এবং পরবর্তীতে দলের সাংগাঠনিক সম্পাদক হয়েছিলেন। এরপর পদ না পেয়ে দল ত্যাগ করেছিলেন। আপনি কেন এত প্রশ্ন মাথায় নিয়েও আওয়ামী লীগে যোগদান করেছিলেন আগে এই একটি প্রশ্নের উত্তর দেন??
@@kawsarsam6665 প্রবাসী মানে কি? তারা তো ভারত পাকিয়ে গিয়েছিল জিয়ার রহমান ওসমানীর সাথে যোগাযোগ করে বলেছিলেন আপনি ভারতে পলাতক আওয়ামিলীগ নেতা দের বলেন তারা যেন বিশ্বের সাপোর্ট আদায় করে।
@@morshedbhuiyan7940 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার (যা মুজিবনগর সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল জনগনের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন। ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধযুদ্ধ শুরু হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী সংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং এই যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী রাষ্ট্র ভারতের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জন ত্বরান্বিত হয়।
CHOTOLOK DER HATEE TAKA CHOLE JAWAA TE GOTA BANGLADESH ER SOMAJ BEBOSTHA DHONGSHER DAR PRANTE SOB HASU DIDI R UPOHAR INDIA'N RAJAKAR MUKTO BANGLADESH CHAI . AAMEEN
মান্না ভাই, কথার মূর্ছনা আর শব্দের ব্যন্জঞায় এতক্ষণ হাবুডুবু খাচ্ছিলাম। সত্যি আপনি বাংলাদেশের হাতে গুনা সুবক্তাদেরই একজন, সমালোচনায় একজন জীবন্ত কথা শিল্পী যেভাবে তিনি কথকের কথাটিকে হুবহু তার লেখনীতে তুলে ধরে যার তুলনায় মহাকাশ জয় অতি ক্ষুদ্র, এক কথায় গদ্যময়। আজ সে কথা শুনতে শুনতে বিদেশ বিভুঁইয়ে গভীর নিদ্রার প্রস্তুতি নিচ্ছি জানিনা কতটা সফল হবো।
এদের নোংরামির কারণেই বঙ্গবন্ধুকে ৭৫ এ জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু কেন ২৫ মার্চ পালান নাই তার ব্যাখ্যা বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আরো অনেকের লেখায় উঠে এসেছে। বঙ্গবন্ধু সেদিন পালালে পাকিস্তান বহির্বিশ্বে অধিক জুড়েসুরে প্রচার করে বেড়াতো যে, বঙ্গবন্ধু ভারতের ইন্দনে দেশ ভাঙ্গনের ষড়যন্ত্র করে ভারতে পালিয়েছে এবং সে একজন বিচ্ছিন্নতাবাদী। বঙ্গবন্ধু সবকিছু বিবেচনা করেই অসীম সাহসিকতার সাথে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে না পালিয়ে, নিজ বাসভবনে অবস্থান করেছেন। এরা তো আসলে জ্ঞানপাপী মূর্খ, অনেক কিছু বুঝেও প্রতিহিংসাবশত অভিনয় করে।
মান্না ভাই আসলে বাঙালি অনেক বুদ্ধিমান। মনে করুন বঙ্গবন্ধু পালিয়ে গেলেন এখন কি হবে? বঙবন্ধু একজন গনতান্ত্রিক আন্দলোনের নেতা।বিভিন্ন সময়ে জেলে গেলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন এবং রাজধানীর প্রানকেন্দ্রে বঙবন্ধুর বসবাস। উনি না পালিয়ে বর্ং জেলে যাওটাই উচিত ছিল। বঙবন্ধু আপনার মতো পিগমি নয়। আপনার মতো পিগমি হলে ইদুরের গর্তে পালানোকে বিরত্ব মনে করতেন। রাষ্ট্রীয় রাজনীতি তে সক্রিয় এক মহীরুহ চাইলেই সবকিছু বলতে, পালাতে বা সামরিক শক্তি প্রয়োগ করতে পারেন না। লেনিন,মাও সেতূং কখনো ক্ষমতায় ছিলেন না, উনারা গনতন্ত্র মানতেন না ওনাদের পাকিস্তানের তুলনা হয় না। কারন ওসব দেশের গনতান্ত্রিক পদ্ধতি ও ছিল না। পাকিস্তান তথা ভারতবর্ষ British রলে অভিজ্ঞ। বঙবন্ধুকে সময়ে সমঝোতা, সময়ে আন্দৌলন, সময়ে আপোষ মিমাংসা করতে হতো। যেটি লেনিন,মাও সেতুং করতে হয়নি। এক্ষেএে বঙবন্ধু লেনিন মাওদের চাইতে বেশি পপুলার। যে কাজটি বঙ্গবন্ধু করেছেন সেটি আপনাকে,আসম রবকে ও ভাসানী, ফজলুল হককে অথবা সিরাজুল আলম খানকে বা অন্য কোন বড় নেতাকে দিয়ে হত না। কারন বঙ্গবন্ধু কে দেশের মানূষ লিডার হিসেবে বিশ্বাস করতো। বঙ্গবন্ধু মানুষের ভালোবাসা পেয়েছিলেন। উনাকে পালাতে হয়নি কখনো। গনতান্ত্রিক পরিবেশে সেটি অর্জন করা অনেক কঠিন। পৃথিবীতে বিরল। আমেরিকান, লেনিন, চার্চিল, ওনাদের তুলনায় বঙবন্ধু অনেক অংশে উপরে, নীচে নয়। আপনি বা আপনারা অক্লান্ত পরিশ্রম করেও বঙবন্ধু হতে পারতেন না।হয়তো সমালোচনার ভাষা খুজতে পারবেন, ছিদ্রনুসন্ধানী কৌতূহলী লৌকের কথা বঙ্গবন্ধু কানে নিলে বাংলাদেশের মানুষের কোনো উদহারন দেয়ার মতো লোক থাকত না এখন। আপনি নিজেই বলুন আপনি কি বঙ্গবন্ধু র তুল্য। কিন্ত মুখে আপনি বঙ্গবন্ধুর উপরে। এটা নিরহ বাঙালি র ঘৃনিত গোপন মেয়েলী স্বভাব। আপনাদের মতো অনেক হিজড়া ইদুর আর ইদুরনী আছে। সমস্ত বাঙালি হাজার বছর বিপ্লবের ধান্ধা করেছে কিন্ত হাজার বছরে বঙ্গবন্ধুর মতো একজনও বলেনি,জয়বাংলা। যার কন্ঠকে সাড়ে সাত কোটি একযোগে ভালবাসত। তথাকথিত আপনাদের কথায় বীর বাঙালি অস্রধরো একথা বলতো না। ইতিহাসে এমন বঙ্গবন্ধুরাই পারে ইতিহাসের পাতা উল্টাতে। হয়তো চাওয়া পাওয়ায় মিল অমিল থাকতে পারে। না পাওয়াতে আপনারা ব্যথিত। বনচিত বাঙালি সেদিন শেখ মুজিব কে পেয়ে ছিলো সবচাইতে খুশী। পিছনে দরজায় সিরাজুল আলম ও ছিলেন সেই সাথে মুশতাকরা। অনেকে না পাওয়ার দলে ভিরেছিলেন। মানে স্বার্থবাজ। কিন্ত ততকালীন সাড়ে সাতকোটি বাঙালির এতো চাওয়া ছিলনা, ছিলো মুক্তির আকানখা। হাজার বছরের আকাখা ছিলো মুক্তিলাভ। এতদিন ধরে বাঙালি একজনকে খুজেছিলো যার কথায় নিজের জীবনকে বিলিয়ে দেয়া যায়। সেটিই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আপনি নন। বঙ্গবন্ধু র ভুল ছিল যে তিনি আপনাদের মতো পিছনের দরজার লোকদের চিনেন নি। ভালোবেসে ক্ষমতাশালী করেছিলেন আর দশজন মানুষের মতোই। সরলতাকে আপনারা দুর্বল হাতিয়ার বানিয়েছেন। সিরাজুল আলম হতে পারেন স্বধীনতার রুপক, বিপ্লবের planner, বঙ্গবন্ধু কে ঘৃনাকারী কিন্ত উনি বঙ্গবন্ধু নন। বঙ্গবন্ধু একাই একশ। কাউকে মুল্যায়ন করার ও যোগ্যতা থাকতে হয়, সেই যোগ্যতা থাকতেও না করার হীনমন্যতা অনেকেরই আছে। বঙ্গবন্ধু ও একজন মানুষ কৃতিত্ত্বের পাশাপাশি ভুল, ব্যর্থতা থাকতেই পারে। হীনমন্য রাজনৈতিক ব্যক্তিত্বরা পাশে থাকলে ব্যর্থতাই থাকবে বেশী। বাঙালির গর্ব করার একজনই আছেন আর তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান।
সবকিছু মেড ইন কুত্তালীগের BAL বন্ধু। রাতের ভোট শেষ না হতেই আবার বলতেছস ক্ষমতা আমার চাই। কুত্তালীগ! যদি মজিবরের চরিএ যদি ভালো হত তাহলে তার চুন্নী বেটি তাহাজ্জদী মুনাফিকের রাতের ভোটের দরকার হতনা। তোরাদেশটারে ধ্বংস করে দেশ থেকে পালানোর স্বপ্ন দেখেছিস কারন তোরা ইতর তোরা মজিবরের অবৈধ চোর সন্তান মুনাফিক।
মুজিব থেকে বংগবন্ধু বানাইছেই নিউক্লিয়াস, আর সিরাজুল আলম খান.. 😂😂 ৬২-৭১ সালের মধ্যে মুক্তিযুদ্ধের পটভূমি সাজানো, ছাত্র-শ্রমিক, কৃষক থেকে শুরু করে সকল সাধারনের মাঝে স্বাধীন দেশের চিন্তা ছড়িয়ে দেয়া, যারা ৯মাস সম্মুখ সমরে ছিল,জীবন বাজি রেখেছে, বিভিন্ন সেক্টর কমান্ডার গন, নাম না জানা অসংখ্য শহীদ গন তাদের কে স্মরন করেন... সবার নাম যপেন, শুধু মুজিবের যপ না করে। একটা মুক্তিযুদ্ধ, একটা স্বাধীনতা খালি এক মুজিব ৭মার্চের সিরাজুল আলম খানের একটা লিখিত ভাষন দিয়ে, কঠিন মূহুর্তে নিজেকে স্বেচ্ছায় কারাবরন করে পুরোযুদ্ধ কালীন ছিলেন পাকিস্থানে.. এই মুক্তিযুদ্ধ কে নেতৃত্ব্য দিবেন,কিভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করে,কিভাবে দেশ স্বাধীন হবে এরকম কোন কিছুই করে যান নাই। উনিই এখন জনক হয়ে গেছে, আর সেই মুক্তিযুদ্ধের পটভূমি রচনা করছে, সবার মাঝে মুক্তিযুদ্ধের, স্বাধীনতার চিন্তা ছড়িয়ে দিয়েছিল যারা জীবন বাজি রেখে সরাসরি যুদ্ধ করেছে,তাদের কেই বাদ দিয়ে খালি একজনকে নিয়েই আছেন.. কি রকমের হিপোক্রেট আপনারা.. আর ইতিহাস খালি একজনই আপনাদের কাছে।। এইটায় মাথায় আসে না আপনাদের..
বিচ্ছিন্ন যদি না হতে চাইবেন তবে ওই নয় মাস পাকিস্তানের কারাগারে আটক থাকলেন কেন? আটক থেকেও কেন পাকিস্তানের সাথে থাকার পক্ষে একটা কথাও বললেন না। কেন ভুট্টাে ইনিয়ে বিনিয়ে কনফেডারেশন করে হলেও যুক্ত থাকার ইচ্ছে করলে তিনি রাজী হলেন না?
আপনার মতো লোকজন আছে বলেই আমরা নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে বুঝতে পারছি না, আল্লাহ মাফ করুক আপনারা যারা নিজেদের সার্থকে চরিত্রাত্র করার জন্য একেক সময় একেক কথা বলেন তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সত্যি কারের ইতিহাস আমরা পাবো ইনশাআল্লাহ।
এদের নোংরামির কারণেই বঙ্গবন্ধুকে ৭৫ এ জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু কেন ২৫ মার্চ পালান নাই তার ব্যাখ্যা বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আরো অনেকের লেখায় উঠে এসেছে। বঙ্গবন্ধু সেদিন পালালে পাকিস্তান বহির্বিশ্বে অধিক জুড়েসুরে প্রচার করে বেড়াতো যে, বঙ্গবন্ধু ভারতের ইন্দনে দেশ ভাঙ্গনের ষড়যন্ত্র করে ভারতে পালিয়েছে এবং সে একজন বিচ্ছিন্নতাবাদী। বঙ্গবন্ধু সবকিছু বিবেচনা করেই অসীম সাহসিকতার সাথে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে না পালিয়ে, নিজ বাসভবনে অবস্থান করেছেন। এরা তো আসলে জ্ঞানপাপী মূর্খ, অনেক কিছু বুঝেও প্রতিহিংসাবশত অভিনয় করে।
বংগবনধূকে যারা ভারত নিয়ে যেতে চেয়েছিলেন সে রাতে। বংগবনধূ বলেছিলেন যে, আমি mass Leader. তাই আমি পালাতে পারিনা। আমি আজ মারা গেলে ও ইতিহাস, বেচে থাকলে ও ইতিহাস। আমার ভাগ্য ইতিহাস এর উপর ছেড়ে দাও। এরপর সবাই কাঁদতে কাঁদতে ভারত চলে গেল।
এদের নোংরামির কারণেই বঙ্গবন্ধুকে ৭৫ এ জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু কেন ২৫ মার্চ পালান নাই তার ব্যাখ্যা বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আরো অনেকের লেখায় উঠে এসেছে। বঙ্গবন্ধু সেদিন পালালে পাকিস্তান বহির্বিশ্বে অধিক জুড়েসুরে প্রচার করে বেড়াতো যে, বঙ্গবন্ধু ভারতের ইন্দনে দেশ ভাঙ্গনের ষড়যন্ত্র করে ভারতে পালিয়েছে এবং সে একজন বিচ্ছিন্নতাবাদী। বঙ্গবন্ধু সবকিছু বিবেচনা করেই অসীম সাহসিকতার সাথে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে না পালিয়ে, নিজ বাসভবনে অবস্থান করেছেন। এরা তো আসলে জ্ঞানপাপী মূর্খ, অনেক কিছু বুঝেও প্রতিহিংসাবশত অভিনয় করে।
আপনার বক্তব্য শুনে এটা পরিষ্কার আগামী ৫ হাজার বছর ধরেও আমাদের ইতিহাস বিনির্মান হবে না । আমাদের জ্ঞানপাপীরা নানা কারনে তাদের ব্যক্তি মতামত দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছে করছে এবং করবে।
এদের নোংরামির কারণেই বঙ্গবন্ধুকে ৭৫ এ জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু কেন ২৫ মার্চ পালান নাই তার ব্যাখ্যা বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আরো অনেকের লেখায় উঠে এসেছে। বঙ্গবন্ধু সেদিন পালালে পাকিস্তান বহির্বিশ্বে অধিক জুড়েসুরে প্রচার করে বেড়াতো যে, বঙ্গবন্ধু ভারতের ইন্দনে দেশ ভাঙ্গনের ষড়যন্ত্র করে ভারতে পালিয়েছে এবং সে একজন বিচ্ছিন্নতাবাদী। বঙ্গবন্ধু সবকিছু বিবেচনা করেই অসীম সাহসিকতার সাথে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে না পালিয়ে, নিজ বাসভবনে অবস্থান করেছেন। এরা তো আসলে জ্ঞানপাপী মূর্খ, অনেক কিছু বুঝেও প্রতিহিংসাবশত অভিনয় করো।
মান্না ভাই আর কিছু না পারলে ও ১০ টাকায় চা সিংগারা খাওয়াতে পারি। আরও পারি রাষ্ট এর অর্থ ব্যয় করে মানব পতাকা বানানো, নাম ফলক বদল করতে, প্রায় ২ বছর ব্যাপি মহান জন্মদিন পালন করতে। যেখানে আমজনতা অংশ নিতে পারে না। সুন্দর আলোচনা করার জন্য ধন্যবাদ।
ভাত ও ভোটের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা ছিল বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র। স্বাধীনতা-উত্তর এযাবত কালে এবং স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির সময়ে সেগুলো উপেক্ষিত কেন?
যে দেশের প্রধান বিরোধী দল স্বাধীনতাবিরোধী সে দেশে নির্বাচনের প্রয়োজন নেই। ভোট দেয়া মানে যে দেশের উন্নয়নের জন্য কাজ করবে তাকে নির্বাচিত করা। দেশের উন্নয়ন হচ্ছে। জীবনে তো অনেক ভোট দিয়েছি কি লাভ হয়েছে? আগে স্বাধীনতাবিরোধী শক্তি কে দমন করতে হবে তারপর ভোট, গনতন্ত্র নিয়ে ভাবা যাবে।
@@kawsarsam6665 ক্যাসিনো কান্ড, বালিশ কান্ড, পর্দা কান্ড, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, বিদেশে অর্থ পাচার, গুম, খুন, ধর্ষণ, দিনের ভোট রাতে করা এ অপকর্মগুলো আওয়ামী লীগ করছে। এরা স্বাধীনতার পক্ষের শক্তি?
@@mozammelhaque975 ২০০১-২০০৬ স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতের আমল। এক মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ করতে পারেনি বরং আঃলীগ যা রেখে গিয়েছিল তা থেকে কমে গিয়েছিল। ২০০১-- ৪৩০০ মেগাওয়াট ২০০৯---৩২০০ মেগাওয়াট বর্তমান ২৫০০০+মেগাওয়াট। বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে পুরো বাংলাদেশ। ২০০১ সালে আলীগ ক্ষমতা হস্তান্তরের সময় বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল ৪ হাজার ৩শ’ মেগাওয়াট। অথচ ২০০৯ সালে আবার যখন ক্ষমতা গ্রহণ করে তখন পায় মাত্র ৩ হাজার ২শ’ মেগাওয়াট। অর্থাৎ বিএনপি-জামায়াতের দুঃশাসনে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১১শ’ মেগাওয়াট কমে গিয়েছিল। বিএনপি-জামায়াতের দুঃসহ দিনগুলোতে মানুষকে ১০ থেকে ১২ ঘন্টা লোডশেডিংয়ের যন্ত্রনা ভোগ করতে হতো। বিদ্যুতের জন্য আন্দোলন করতে গিয়ে কানসাটে মানুষকে প্রাণ দিতে হয়েছে।
এদের নোংরামির কারণেই বঙ্গবন্ধুকে ৭৫ এ জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু কেন ২৫ মার্চ পালান নাই তার ব্যাখ্যা বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আরো অনেকের লেখায় উঠে এসেছে। বঙ্গবন্ধু সেদিন পালালে পাকিস্তান বহির্বিশ্বে অধিক জুড়েসুরে প্রচার করে বেড়াতো যে, বঙ্গবন্ধু ভারতের ইন্দনে দেশ ভাঙ্গনের ষড়যন্ত্র করে ভারতে পালিয়েছে এবং সে একজন বিচ্ছিন্নতাবাদী। বঙ্গবন্ধু সবকিছু বিবেচনা করেই অসীম সাহসিকতার সাথে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে না পালিয়ে, নিজ বাসভবনে অবস্থান করেছেন। এরা তো আসলে জ্ঞানপাপী মূর্খ, অনেক কিছু বুঝেও প্রতিহিংসাবশত অভিনয় করে।
মাওলানা ভাষানী, সিরাজুল আলম খান সহ স্বাধীনতার ভীত রচনাকারীদের সম্পর্কে সম্পুর্ন ইতিহাস জাতি জানতে চায়! কারো মনগড়া ইতিহাস পড়ে কাউকে মহামানব মানতে আমরা নতুন প্রজন্ম রাজি নই!
ইতিহাস একাত্তর যারা দেখেছে, তারা জানে। আপনারা না জানলে বা জেনে না মানলে কিছু আসে যায়না। সবাই জানে ও মানে বলেই যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল একাত্তরে এবং মুজিবের ৭ ই মার্চের ভাষণ ও জয়বাংলাই ছিল সবার শ্লোগান। মান্না সাহেব কেন একাত্তরে যুদ্ধে যাননি, তা কি বলেছেন? অথচ উনি শেখ হাসিনার দেওয়া সাংগঠনিক সম্পাদকের পদে আসীন হয়েছিলেন। শেখ হাসিনার অনেক দোষ আছে, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে অসত্য বক্তব্য সঠিক নয়। শেখ মুজিব একজনই,হাজার বছরেও আর সে নেতা জন্ম হবে কিনা সন্দেহ আছে।
জনাব মান্না বর্তমান সময়ে আপনিই সুর পরিবর্তন করে নতুন সুরে গাইছেন আর যারা স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধুর বিপক্ষে আন্দোলনে সক্রিয় ছিল তাদের থেকে সঠিক ইতিহাস জাতি কি করে পাবে? এরপর খেয়াল করেছি যারা আওয়ামীলীগ থেক সুবিধা বঞ্চিত হয়েছে, বিতাড়িত হয়েছে তারা সবাই এখন নতুন ইতিহাস বর্নণা করে যাচ্ছে। সুতরাং এই ইতিহাস বিকৃত হতেই থাকবে।
যেই টা সত্য সেই টা তিতা হলেও বলার সাহস থাকতে হবে। যিনি ২৭ তারিখ হরতাল দিতে পারে। সেই তিনি কি ভাবে ২৫ তারিখ তাদের ভাষায় সাধীনতার ঘোসনা দিল।মেজর জিয়া জীবনে একটা ভুল করছে আর তা হলো সেকেনট টাইম আওমি নেতাদের অনুরোধে সাধীনতার ঘোসনা পএে মুজিব সাহেব কে জড়ানো। এটাই মেজর জিয়ার ভুল।
চরম বাস্তবতার প্রশ্ন। যদিও বংগ বন্ধু শেষ মূহুর্ত পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, আলাদা স্বাধীন বাংলাদেশ কল্পনাও করেননি। তিনি যা বলেছিলেন সেগুলি রাজনৈতিক কৌশলগত ছিল।
স্বাধীনতার 50বছর পর আজ বংগ বন্ধুর নৌকা প্রতীকের পক্ষ ও বিপক্ষের অনুপাত কত।বিপক্ষর অনুপাত যদি বেশি হয় অথবা সমান হয় তাহলে কেন? দায় কার সমস্যা কোথায় এবং প্রতিকার কি?
এদের নোংরামির কারণেই বঙ্গবন্ধুকে ৭৫ এ জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু কেন ২৫ মার্চ পালান নাই তার ব্যাখ্যা বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আরো অনেকের লেখায় উঠে এসেছে। বঙ্গবন্ধু সেদিন পালালে পাকিস্তান বহির্বিশ্বে অধিক জুড়েসুরে প্রচার করে বেড়াতো যে, বঙ্গবন্ধু ভারতের ইন্দনে দেশ ভাঙ্গনের ষড়যন্ত্র করে ভারতে পালিয়েছে এবং সে একজন বিচ্ছিন্নতাবাদী। বঙ্গবন্ধু সবকিছু বিবেচনা করেই অসীম সাহসিকতার সাথে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে না পালিয়ে, নিজ বাসভবনে অবস্থান করেছেন। এরা তো আসলে জ্ঞানপাপী মূর্খ, অনেক কিছু বুঝেও প্রতিহিংসাবশত অভিনয় করো।
আমি মান্না সাহেবের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি , খুব ভাল লেগেছে, আমি তাকে ধন্যবাদ আর সালাম জানাই। আমি সাধারণত বুদ্ধিজীবী বক্তাদের উপস্থাপনা শুনি, কিন্তু বিশ্বাস করি না, মনে হয় তারা ভাড়া করা এবং মিথ্যা বলে। কিন্তু জনাব মান্নার বক্তব্য বিশ্বাস করলাম। মনে হল প্রতিটি কথা সত্য। আমি ঐ সময়কার ঘটনাবলির মধ্যে একটা শূন্যস্থান পাই, কিছুতেই মিলাতে পারছিলাম না। পাকিস্তানের যে শক্তিধর দল শেখ মুজিবুর রহমানকে আনতে গিয়েছিল,রাতের গভীরে, তাদের একজনের সাথে কথা বলার সুযোগ হয়েছিল তার মূল কথা, তিনি রাতের খাবার শেষ করে ওদের জন্য অপেক্ষায় ছিলেন । মুখে ছিল পাইপ। একটা সুটকেস ও গুছানো ছিল। তাদের আগমনের পর কোন প্রতিবাদ করেননি। শুধু বলেছিলেন, ও তোমরা এসে গেছ। তার পর তিনি দাঁড়িয়ে গেলেন। এবং ধীরে ধীরে চলতে শুরু করলেন। মান্না সাহেবকে আবার ধন্যবাদ জানাই, সাহস নিয়ে সত্য কথা বলার জন্য। আ। আজিম
We need to know all the answers what Manna vai’s questions??? We need to know why India did agreements sign with Pakistani after war ? Why General Osmani was not there?? Why India say , that was the war (1971) between India and Pakistan and India won but Bangladesh Government doesn’t protest??? Lots of WHY and we need to know all the answers from the freedom fighters who are still alive. This is ours right and their responsibility !!!!!!
Yes, it was an artful bluff altogether. This address of Manna Bhai should be listened carefully, analyzed, circulated and young generation research and find out the truth. Dr Kamal should answer or write the truth before he dies.
I am the the witness of the 25 th March 1771 night at Rajarbag police STN.ALTHOUGH ALTHOUGH So Jamal and his company was alerting the public at 12 :30 Am with No Signal or declaration of Freedom of Bangladesh only I Heard the Great Declation of Bangladesh by the Great And only Honest Leader ZIAUR RAHMAN on 27 th March at 3:00 Am in Bashabo Area when I was fleeing from Dhaka to Demra Area on 2 hours Carfew break by Oak Army.I am the witness of the then Dhaka fight and I am a Freedom Fighter AND I AM STILL ALIVE.ALHAMDULILLAH.
মান্না মুক্তিযুদ্ধের ইতিহাসের ই পর্যন্ত জানেনা।। মান্না সবসময় নিজেকে আলোচনায় রাখার জন্য বিতর্কিত বক্তব্য দিয়ে থাকেন আগে থেকেই । মান্নার রাজনৈতিক জন্ম বা উত্থান ১৯৭৫ এর অনেক পরে । বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ওয়াজেদ যখন মান্না দল থেকে বের করে দেয় তখন মান্না কে বলছিলো তোমাকে আওয়ামী লীগে পদ দিয়ে ছিলাম দল কে ভালো কিছু দিবে কিন্তু তুমি তো ভুয়া। তোমার মধ্যে কিছুই নাই । শুধু আছে নোংরামি ।। নোংরামি করে কখনো জনগণের ভালোবাসা পাওয়া যায় না এবং কাছেও যেতে পারবা না কখনো ।। বিপ্লবী ভালো অতি বিপ্লবী ভালো না।। এই হচ্ছে যোকার মান্না ।
🙏 ড. রেজা কিবরিয়া স্যার আপনাকে সবিনয় অনুরোধ করছি মালয়েশিয়ায় কর্মি পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষকে অনুরোধ অথবা চাপ দিন। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের গা ছাড়া ভাবের কারণে ২ লাখ কর্মি পাঠানোর বৈধ প্রক্রিয়াটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্যার আপনি সিরিয়াসলি কিছু করুন। সরকারের গা ছাড়ার ভাবের কারনে ইতিমধ্যে নিয়োগকর্তারা বিকল্প দেশ নেপাল/ফিলিপাইন এবং ভারত থেকে কর্মি নেয়ার চিন্তা করছে!!!🙏
BB Sheikh Mujib, his 2 sons, his son in law Wazed, none of the members of Sheikh family didn't join liberation war on ground & there is no martyr of Sheikh family during the liberation war
তাগদির বা ভাগ্য বলে একটা কথা আছে , যোগ্যতা এবং শ্রম দিয়ে কেউ প্রতিষ্টিত হতে পারে না । যদি সৃষ্টি কর্তা কাউকে সে খানে না দেখতে চাই। তাই তো হিংসা না করে সে গুলো মেনে নেওয়া বুদ্ধি মানের কাজ।
সিরাজুল আলম খান শুধুমাত্র ছাত্র দের মাঝে জনপ্রিয় ছিলেন,যেমন ছিলেন তোফায়েল আহমেদ,আসম রব,নুরে আলম সীদ্দিকি, আব্দুল কুদ্দুস মাখন সহ অনেকেই।তবে পুরো বাঙালি জাতি কে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Manna is the greatest liar.
সিরাজুল আলম খান ছিল,ছাত্র নেতাদের বস।
আপনাকে মানুষ চিনে। আপনি আওয়ামীলীগ থেকে বহিস্কার হয়ে মনের খোবে আবল-তাবল বলছেন ।
জনাব সিরাজুল আলম খান ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সেক্রেটারী।
সুএ আ স ম আ: রব
0
আমি একজন সাধারন বাংলাদেশী নাগরিক। জনাব মান্নার কথা শুনে আমি এই লেখা লিখতে বসলাম। কেউ যদি উপর দিকে থুথু ফেলে সেটা নিজের গায়েই লাগে মান্না সাহেব একি কথা বললেন ৫০ বছর পরে। এত বড় মিথ্যা কথা এই ৫০ বছর পর কেন বললেন আজ আওয়ামী লীগে নাই এইজন্য মিথ্যার বলারও একটা কোয়ালিটি থাকে। শেখ মুজিব বঙ্গবন্ধু উপাধি অনেক আগেই পেয়েছিলেন কারণ মানুষ তাকে ভালোবাসতো এই ভালোবাসা থেকেইতাকে বাংলার বন্ধু বলা হত স্বাধীনতার আগে একমাত্র বঙ্গবন্ধুর উপরেই আস্তা রাখা যেত আপনার মত বেঈমানের উপর আস্থা রাখতে পারে নাই বাংলার জনগণ । ৭৫ এর ১৫ ই আগস্ট এর আগে বঙ্গবন্ধুকে অনেকেই সতর্ক করেছিলেন বঙ্গবন্ধুর আত্মবিশ্বাস কে ভাঙতে পারে নাই। উনি যদি ভীতু হতেন পরিবারের সকল সদস্যকে বিদেশে পাঠিয়ে দিতে পারতেন।কিন্তু ছিল তার আত্মবিশ্বাস তাই তিনি জীবন দিয়েছেন তাও পালিয়ে যান নাই । গো বন্ধু আপনাদের মত পচা লোক ছিলেন না ২৫ শে মার্চ বঙ্গবন্ধু পালিয়ে গেরিলা যুদ্ধে যোগ দিবেন বঙ্গবন্ধু একজন নেতা বঙ্গবন্ধু কেন পালাবেন। এসব সস্তা কথা ৫০ বছর পরে না বলে তখন আপনি বঙ্গবন্ধুকে প্রশ্ন করতেন যে 25 শে মার্চ আপনি কেন ধরা দিলেন পাকিস্তানি বাহিনীর হাতে আপনিও তো আওয়ামী লীগ ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন কেন সেদিন প্রশ্ন করেননিবঙ্গবন্ধুকে । আজকে সস্তা কথা বলে নিজেকে ছোট করবেন নাকারণ এখন ইতিহাস জানা অনেক সহজ হয়ে গিয়েছে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় সবই আমরা দেখি এবং শুনতে পায়। আজ আপনি বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছেন এটা আপনার মত মানুষের করা কি উচিত ছিল। কারণ বঙ্গবন্ধুর কাছের বন্ধু ছিল বেইমান মুস্তাক আহমেদ আপনিও আওয়ামী লীগের খুব কাছের লোক ছিলেন তাই বেইমান মিরজাফররা যুগে যুগে থাকবেই। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনার মত বেঈমান চিনে ফেলেছিলেন বলেই আপনি আজ আওয়ামী লীগে নেই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি এই জাতীয় বেঈমানদের চিনে ফেলেছিলেন বলেই আজ আপনার বাবার নামে বিভিন্ন কুৎসা রটিয়ে বেড়ায়
এসব নেতার এক এক সময় এক এক কথা বলে দেশের মানুষ কে বিভ্রান্তি করে।
বঙ্গবন্ধুর নির্দেশে দেশ স্বাধীন হয়েছিল। ❤🇧🇩🌏🎤
মুজিবের প্রস্তাব অনুযায়ী :পাকিস্তানিরা যদি স্বায়ত্তশাসন দিয়ে মুজিব কে প্রধানমন্ত্রী বানাত তাহলে আজও পরাধীন-ই থাকতে হত। এই ছিল উনার স্বপ্ন
ওরা জামায়াতের ঘনিষ্ঠ কমুউনিষ্ট নেতা ।
জেলে বসে দেশ স্বাধীন করছে😂😂😂
Haramjada dalal
৯ মাস জেলে বসে উনি দেশ স্বাধীন করেছেন!
আর দেশের সকল মানুষ ঘাস কেটেছেন!
এত প্রশ্ন আপনার মাথায় নিয়েও আপনি ১৯৯১ সালে আওয়ামী লীগে যোগদান করেছিলেন এবং পরবর্তীতে দলের সাংগাঠনিক সম্পাদক হয়েছিলেন। এরপর পদ না পেয়ে দল ত্যাগ করেছিলেন। আপনি কেন এত প্রশ্ন মাথায় নিয়েও আওয়ামী লীগে যোগদান করেছিলেন আগে এই একটি প্রশ্নের উত্তর দেন??
এসকল লোক চিরদিন জাতিকে বিভক্ত করে রেখেছে
লেনিন, মাওসেতুং, চে গুয়েভারার চেয়ে বঙ্গবন্ধু কেন ছোট নেতা?
@karimfarabi8464 আমি পড়েছি
এখন কত রকম কথা শুনি, ৫৩ বছর লাগলো তোমাদের এসব বুঝতে?
লেনিনের রুশ বিপ্লবের পরে কেন রাশিয়াতে one party system হ’য়েছিল, বলেন না কেন?
আজ নীরদ সি চৌধুরীর বিখ্যাত বই ‘আত্মঘাতী বাঙালী’ র কথা বার বার মনে হচ্ছে !
ইতিহাসের সত্যহলো ৭১ এ মান্না ২২-২৩ বছরের বয়সী হলোও মুক্তিযুদ্ধি যায়নি...
সত্যি কথা তিতা হয়। কিন্তু উপকারী।
নিমপাতার মতো। ধন্যবাদ নেতা।
ধন্যবাদ আপনাকে আমাদেরকে অবগত করার জন্য ২৫শে মার্চ নিয়ে
অসাধারণ চরম সত্য কথা।প্রতিটা শব্দ প্রতিটি উচ্চারণ অনুসরণ অনুকরণ সব জাতীয় নেতাদের করা উচিত।আল্লাহ আপনাকে নেক হায়াতে তয়াবা নসিব করুক।
⁰⁰⁰⁹0⁰⁰⁰
তাহলে প্রবাসী সরকারের বিরুদ্ধে কথা কেন যে তারা ভারত পালিয়েছে। আসলে শেখ মুজিব কে বির্তকিত করার জন্যই এ সব কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করা।
বাইনচোদ সালা গেনপাপি
@@kawsarsam6665 প্রবাসী মানে কি? তারা তো ভারত পাকিয়ে গিয়েছিল জিয়ার রহমান ওসমানীর সাথে যোগাযোগ করে বলেছিলেন আপনি ভারতে পলাতক আওয়ামিলীগ নেতা দের বলেন তারা যেন বিশ্বের সাপোর্ট আদায় করে।
@@morshedbhuiyan7940 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার (যা মুজিবনগর সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল জনগনের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন। ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধযুদ্ধ শুরু হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী সংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং এই যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী রাষ্ট্র ভারতের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জন ত্বরান্বিত হয়।
বাঘের বাচ্চা কখনো পালায় না
অসাধারণ দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব মান্না ভাই।
মান্না ভাই আসলেই একজন বড় নেতা তা নাহলে এখন কি কেউ ছাগল চরিয়ে বেড়ায়?
CHOTOLOK DER HATEE TAKA CHOLE JAWAA TE GOTA BANGLADESH ER SOMAJ BEBOSTHA DHONGSHER DAR PRANTE
SOB HASU DIDI R UPOHAR
INDIA'N RAJAKAR MUKTO BANGLADESH CHAI . AAMEEN
@@ahmedfarid7717 ১০০% সঠিক কথা বোলেছেন, 👍
উনিতো দশটার বেশি ভোট পায় না, কিভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব হলো ?
চলুন আমরা দেশ প্রেমিকের সংজ্ঞাটাই পাল্টে ফেলি।
মান্না ভাই, কথার মূর্ছনা আর শব্দের ব্যন্জঞায় এতক্ষণ হাবুডুবু খাচ্ছিলাম। সত্যি আপনি বাংলাদেশের হাতে গুনা সুবক্তাদেরই একজন, সমালোচনায় একজন জীবন্ত কথা শিল্পী যেভাবে তিনি কথকের কথাটিকে হুবহু তার লেখনীতে তুলে ধরে যার তুলনায় মহাকাশ জয় অতি ক্ষুদ্র, এক কথায় গদ্যময়। আজ সে কথা শুনতে শুনতে বিদেশ বিভুঁইয়ে গভীর নিদ্রার প্রস্তুতি নিচ্ছি জানিনা কতটা সফল হবো।
এদের নোংরামির কারণেই বঙ্গবন্ধুকে ৭৫ এ জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু কেন ২৫ মার্চ পালান নাই তার ব্যাখ্যা বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আরো অনেকের লেখায় উঠে এসেছে। বঙ্গবন্ধু সেদিন পালালে পাকিস্তান বহির্বিশ্বে অধিক জুড়েসুরে প্রচার করে বেড়াতো যে, বঙ্গবন্ধু ভারতের ইন্দনে দেশ ভাঙ্গনের ষড়যন্ত্র করে ভারতে পালিয়েছে এবং সে একজন বিচ্ছিন্নতাবাদী। বঙ্গবন্ধু সবকিছু বিবেচনা করেই অসীম সাহসিকতার সাথে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে না পালিয়ে, নিজ বাসভবনে অবস্থান করেছেন। এরা তো আসলে জ্ঞানপাপী মূর্খ, অনেক কিছু বুঝেও প্রতিহিংসাবশত অভিনয় করে।
তিনি যখন আওয়ামী লীগ করতেন তখন এসব প্রশ্ন করতেন ?
মান্না ভাই আসলে বাঙালি অনেক বুদ্ধিমান। মনে করুন বঙ্গবন্ধু পালিয়ে গেলেন এখন কি হবে? বঙবন্ধু একজন গনতান্ত্রিক আন্দলোনের নেতা।বিভিন্ন সময়ে জেলে গেলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন এবং রাজধানীর প্রানকেন্দ্রে বঙবন্ধুর বসবাস। উনি না পালিয়ে বর্ং জেলে যাওটাই উচিত ছিল। বঙবন্ধু আপনার মতো পিগমি নয়। আপনার মতো পিগমি হলে ইদুরের গর্তে পালানোকে বিরত্ব মনে করতেন। রাষ্ট্রীয় রাজনীতি তে সক্রিয় এক মহীরুহ চাইলেই সবকিছু বলতে, পালাতে বা সামরিক শক্তি প্রয়োগ করতে পারেন না। লেনিন,মাও সেতূং কখনো ক্ষমতায় ছিলেন না, উনারা গনতন্ত্র মানতেন না ওনাদের পাকিস্তানের তুলনা হয় না। কারন ওসব দেশের গনতান্ত্রিক পদ্ধতি ও ছিল না। পাকিস্তান তথা ভারতবর্ষ British রলে অভিজ্ঞ। বঙবন্ধুকে সময়ে সমঝোতা, সময়ে আন্দৌলন, সময়ে আপোষ মিমাংসা করতে হতো। যেটি লেনিন,মাও সেতুং করতে হয়নি। এক্ষেএে বঙবন্ধু লেনিন মাওদের চাইতে বেশি পপুলার। যে কাজটি বঙ্গবন্ধু করেছেন সেটি আপনাকে,আসম রবকে ও ভাসানী, ফজলুল হককে অথবা সিরাজুল আলম খানকে বা অন্য কোন বড় নেতাকে দিয়ে হত না। কারন বঙ্গবন্ধু কে দেশের মানূষ লিডার হিসেবে বিশ্বাস করতো। বঙ্গবন্ধু মানুষের ভালোবাসা পেয়েছিলেন। উনাকে পালাতে হয়নি কখনো। গনতান্ত্রিক পরিবেশে সেটি অর্জন করা অনেক কঠিন। পৃথিবীতে বিরল। আমেরিকান, লেনিন, চার্চিল, ওনাদের তুলনায় বঙবন্ধু অনেক অংশে উপরে, নীচে নয়। আপনি বা আপনারা অক্লান্ত পরিশ্রম করেও বঙবন্ধু হতে পারতেন না।হয়তো সমালোচনার ভাষা খুজতে পারবেন, ছিদ্রনুসন্ধানী কৌতূহলী লৌকের কথা বঙ্গবন্ধু কানে নিলে বাংলাদেশের মানুষের কোনো উদহারন দেয়ার মতো লোক থাকত না এখন। আপনি নিজেই বলুন আপনি কি বঙ্গবন্ধু র তুল্য। কিন্ত মুখে আপনি বঙ্গবন্ধুর উপরে। এটা নিরহ বাঙালি র ঘৃনিত গোপন মেয়েলী স্বভাব। আপনাদের মতো অনেক হিজড়া ইদুর আর ইদুরনী আছে। সমস্ত বাঙালি হাজার বছর বিপ্লবের ধান্ধা করেছে কিন্ত হাজার বছরে বঙ্গবন্ধুর মতো একজনও বলেনি,জয়বাংলা। যার কন্ঠকে সাড়ে সাত কোটি একযোগে ভালবাসত। তথাকথিত আপনাদের কথায় বীর বাঙালি অস্রধরো একথা বলতো না। ইতিহাসে এমন বঙ্গবন্ধুরাই পারে ইতিহাসের পাতা উল্টাতে। হয়তো চাওয়া পাওয়ায় মিল অমিল থাকতে পারে। না পাওয়াতে আপনারা ব্যথিত। বনচিত বাঙালি সেদিন শেখ মুজিব কে পেয়ে ছিলো সবচাইতে খুশী। পিছনে দরজায় সিরাজুল আলম ও ছিলেন সেই সাথে মুশতাকরা। অনেকে না পাওয়ার দলে ভিরেছিলেন। মানে স্বার্থবাজ। কিন্ত ততকালীন সাড়ে সাতকোটি বাঙালির এতো চাওয়া ছিলনা, ছিলো মুক্তির আকানখা। হাজার বছরের আকাখা ছিলো মুক্তিলাভ। এতদিন ধরে বাঙালি একজনকে খুজেছিলো যার কথায় নিজের জীবনকে বিলিয়ে দেয়া যায়। সেটিই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আপনি নন। বঙ্গবন্ধু র ভুল ছিল যে তিনি আপনাদের মতো পিছনের দরজার লোকদের চিনেন নি। ভালোবেসে ক্ষমতাশালী করেছিলেন আর দশজন মানুষের মতোই। সরলতাকে আপনারা দুর্বল হাতিয়ার বানিয়েছেন। সিরাজুল আলম হতে পারেন স্বধীনতার রুপক, বিপ্লবের planner, বঙ্গবন্ধু কে ঘৃনাকারী কিন্ত উনি বঙ্গবন্ধু নন। বঙ্গবন্ধু একাই একশ। কাউকে মুল্যায়ন করার ও যোগ্যতা থাকতে হয়, সেই যোগ্যতা থাকতেও না করার হীনমন্যতা অনেকেরই আছে। বঙ্গবন্ধু ও একজন মানুষ কৃতিত্ত্বের পাশাপাশি ভুল, ব্যর্থতা থাকতেই পারে। হীনমন্য রাজনৈতিক ব্যক্তিত্বরা পাশে থাকলে ব্যর্থতাই থাকবে বেশী। বাঙালির গর্ব করার একজনই আছেন আর তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান।
সবকিছু মেড ইন কুত্তালীগের BAL বন্ধু। রাতের ভোট শেষ না হতেই আবার বলতেছস ক্ষমতা আমার চাই। কুত্তালীগ! যদি মজিবরের চরিএ যদি ভালো হত তাহলে তার চুন্নী বেটি তাহাজ্জদী মুনাফিকের রাতের ভোটের দরকার হতনা। তোরাদেশটারে ধ্বংস করে দেশ থেকে পালানোর স্বপ্ন দেখেছিস কারন তোরা ইতর তোরা মজিবরের অবৈধ চোর সন্তান মুনাফিক।
খুব সুন্দর ভাবে যথার্থ মূল্যায়ন করেছেন, ধন্যবাদ।
মুজিব থেকে বংগবন্ধু বানাইছেই নিউক্লিয়াস, আর সিরাজুল আলম খান.. 😂😂
৬২-৭১ সালের মধ্যে মুক্তিযুদ্ধের পটভূমি সাজানো, ছাত্র-শ্রমিক, কৃষক থেকে শুরু করে সকল সাধারনের মাঝে স্বাধীন দেশের চিন্তা ছড়িয়ে দেয়া, যারা ৯মাস সম্মুখ সমরে ছিল,জীবন বাজি রেখেছে, বিভিন্ন সেক্টর কমান্ডার গন, নাম না জানা অসংখ্য শহীদ গন তাদের কে স্মরন করেন... সবার নাম যপেন, শুধু মুজিবের যপ না করে। একটা মুক্তিযুদ্ধ, একটা স্বাধীনতা খালি এক মুজিব ৭মার্চের সিরাজুল আলম খানের একটা লিখিত ভাষন দিয়ে, কঠিন মূহুর্তে নিজেকে স্বেচ্ছায় কারাবরন করে পুরোযুদ্ধ কালীন ছিলেন পাকিস্থানে.. এই মুক্তিযুদ্ধ কে নেতৃত্ব্য দিবেন,কিভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করে,কিভাবে দেশ স্বাধীন হবে এরকম কোন কিছুই করে যান নাই। উনিই এখন জনক হয়ে গেছে,
আর সেই মুক্তিযুদ্ধের পটভূমি রচনা করছে, সবার মাঝে মুক্তিযুদ্ধের, স্বাধীনতার চিন্তা ছড়িয়ে দিয়েছিল যারা জীবন বাজি রেখে সরাসরি যুদ্ধ করেছে,তাদের কেই বাদ দিয়ে খালি একজনকে নিয়েই আছেন.. কি রকমের হিপোক্রেট আপনারা.. আর ইতিহাস খালি একজনই আপনাদের কাছে।। এইটায় মাথায় আসে না আপনাদের..
জাতি ফেরাঊনের কবল থেকে রক্ষা পেল, Alhamdulilla 😇
শেখ মুজিবের বিশ্বাস উনাকে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হলেও বানাবেন,কখনও শেখ মুজিব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে চায়নি।
বিচ্ছিন্ন যদি না হতে চাইবেন তবে ওই নয় মাস পাকিস্তানের কারাগারে আটক থাকলেন কেন? আটক থেকেও কেন পাকিস্তানের সাথে থাকার পক্ষে একটা কথাও বললেন না। কেন ভুট্টাে ইনিয়ে বিনিয়ে কনফেডারেশন করে হলেও যুক্ত থাকার ইচ্ছে করলে তিনি রাজী হলেন না?
বেঈমানী করে লাভ হবে না!
আপনার মতো লোকজন আছে বলেই আমরা নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে বুঝতে পারছি না, আল্লাহ মাফ করুক আপনারা যারা নিজেদের সার্থকে চরিত্রাত্র করার জন্য একেক সময় একেক কথা বলেন তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সত্যি কারের ইতিহাস আমরা পাবো ইনশাআল্লাহ।
অনেক সুন্দর। কিন্তূ দুর্ভাগ্য আপনি এই সত্য কথা গুলো এতদিন কেন বলেন নি।
হালুয়া রুটির ভাগ না পেলে যা হয় আর কি!
সত্য ইতিহাস চাই।
এই প্রশ্ন টা আমার ও... আজ পর্যন্ত তার জবাব পেলাম না....
মানুষকে ছোট করে কোনদিন বড় হওয়া যায় না। বড় হতে চাইলে চাইলে মানুষের গুনাবলী প্রশংসা করে বড় হওয়া
Mujib shadhinota chay ni
এত জেনে কিছুই হবে না। বংশানুক্রমে আওয়ামীলীগ ক্ষমতায় থাকবে। এরাই আসল ভারত রত্ন!!
@@mdsarowor2454 .
এদের নোংরামির কারণেই বঙ্গবন্ধুকে ৭৫ এ জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু কেন ২৫ মার্চ পালান নাই তার ব্যাখ্যা বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আরো অনেকের লেখায় উঠে এসেছে। বঙ্গবন্ধু সেদিন পালালে পাকিস্তান বহির্বিশ্বে অধিক জুড়েসুরে প্রচার করে বেড়াতো যে, বঙ্গবন্ধু ভারতের ইন্দনে দেশ ভাঙ্গনের ষড়যন্ত্র করে ভারতে পালিয়েছে এবং সে একজন বিচ্ছিন্নতাবাদী। বঙ্গবন্ধু সবকিছু বিবেচনা করেই অসীম সাহসিকতার সাথে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে না পালিয়ে, নিজ বাসভবনে অবস্থান করেছেন। এরা তো আসলে জ্ঞানপাপী মূর্খ, অনেক কিছু বুঝেও প্রতিহিংসাবশত অভিনয় করে।
মান্না মহান মুক্তিযুদ্ধের সময়কালে কোথায় ছিলেন?
*মাশাল্লাহ🌹 আলহামদুলিল্লাহ🌹 👉অনেক সুন্দর আলোচনা করেছেন✔️ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিন আমিন 🤲🤲🤲*
স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
বংগবনধূকে যারা ভারত নিয়ে যেতে চেয়েছিলেন সে রাতে। বংগবনধূ বলেছিলেন যে, আমি mass Leader. তাই আমি পালাতে পারিনা। আমি আজ মারা গেলে ও ইতিহাস, বেচে থাকলে ও ইতিহাস। আমার ভাগ্য ইতিহাস এর উপর ছেড়ে দাও। এরপর সবাই কাঁদতে কাঁদতে ভারত চলে গেল।
হা হা হা, আপনি এই লীগ মার্কা ইতিহাস কোয়াথ পাইলেন।
আমরা যে স্বাধীনতা যুদ্ধ করছি তা পরিকল্পিত ছিল না । সাধারন মানুষ যুদ্ধ মধ্যে ঠেলে দিয়ে মহান নায়েক সারেন্ডার ।
লোকটা যে নীতিহীন তা আবার প্রমাণ হলো।
বাংলদেশের সকল মানুষের মনের প্রশ্ন করেছেন।
এদের নোংরামির কারণেই বঙ্গবন্ধুকে ৭৫ এ জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু কেন ২৫ মার্চ পালান নাই তার ব্যাখ্যা বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আরো অনেকের লেখায় উঠে এসেছে। বঙ্গবন্ধু সেদিন পালালে পাকিস্তান বহির্বিশ্বে অধিক জুড়েসুরে প্রচার করে বেড়াতো যে, বঙ্গবন্ধু ভারতের ইন্দনে দেশ ভাঙ্গনের ষড়যন্ত্র করে ভারতে পালিয়েছে এবং সে একজন বিচ্ছিন্নতাবাদী। বঙ্গবন্ধু সবকিছু বিবেচনা করেই অসীম সাহসিকতার সাথে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে না পালিয়ে, নিজ বাসভবনে অবস্থান করেছেন। এরা তো আসলে জ্ঞানপাপী মূর্খ, অনেক কিছু বুঝেও প্রতিহিংসাবশত অভিনয় করে।
আপনার বক্তব্য শুনে এটা পরিষ্কার আগামী ৫ হাজার বছর ধরেও আমাদের ইতিহাস বিনির্মান হবে না । আমাদের জ্ঞানপাপীরা নানা কারনে তাদের ব্যক্তি মতামত দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছে করছে এবং করবে।
এদের নোংরামির কারণেই বঙ্গবন্ধুকে ৭৫ এ জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু কেন ২৫ মার্চ পালান নাই তার ব্যাখ্যা বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আরো অনেকের লেখায় উঠে এসেছে। বঙ্গবন্ধু সেদিন পালালে পাকিস্তান বহির্বিশ্বে অধিক জুড়েসুরে প্রচার করে বেড়াতো যে, বঙ্গবন্ধু ভারতের ইন্দনে দেশ ভাঙ্গনের ষড়যন্ত্র করে ভারতে পালিয়েছে এবং সে একজন বিচ্ছিন্নতাবাদী। বঙ্গবন্ধু সবকিছু বিবেচনা করেই অসীম সাহসিকতার সাথে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে না পালিয়ে, নিজ বাসভবনে অবস্থান করেছেন। এরা তো আসলে জ্ঞানপাপী মূর্খ, অনেক কিছু বুঝেও প্রতিহিংসাবশত অভিনয় করো।
আপনি সত্য কথা বলেছেন।
Shatte blar janne manna vaey kae thank u
সিরাজুল আলম খান কে একবার দেখতে চাই, দাদা ভাই লিখে যান প্লিজ, আমরা জানতে চাই, প্রজন্ম জানতে চায়।
মান্না ভাই সত্য বলার সাহস নেই আপনার মৃত্যুর সাথে সাথে আপনি হারিয়ে যাবেন ।
আমেরিকার, ইউরোপের পুলিশ, আইন বিভাগ স্বাধীন, জনগন আস্থা রাখতে পারে ।
আমার ভালো ই লাগছে কারণ যতবেশি বঙ্গবন্ধু নিয়ে আলোচনা হবে বঙ্গবন্ধু তত ই স্বর্ণের খাটে উপবিষ্ট হবেন।
অসাধারণ আলোচনা। ভাবনার উদ্দীপক।
সম্মানিত লিডার আপনার এই
বক্তব্যের জন্য স্যালুট ও
অভিনন্দন জানাচ্ছি!
মান্না ভাই আর কিছু না পারলে ও ১০ টাকায় চা সিংগারা খাওয়াতে পারি। আরও পারি রাষ্ট এর অর্থ ব্যয় করে মানব পতাকা বানানো, নাম ফলক বদল করতে, প্রায় ২ বছর ব্যাপি মহান জন্মদিন পালন করতে। যেখানে আমজনতা অংশ নিতে পারে না। সুন্দর আলোচনা করার জন্য ধন্যবাদ।
ভাত ও ভোটের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা ছিল বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র। স্বাধীনতা-উত্তর এযাবত কালে এবং স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির সময়ে সেগুলো উপেক্ষিত কেন?
যে দেশের প্রধান বিরোধী দল স্বাধীনতাবিরোধী সে দেশে নির্বাচনের প্রয়োজন নেই।
ভোট দেয়া মানে যে দেশের উন্নয়নের জন্য কাজ করবে তাকে নির্বাচিত করা। দেশের উন্নয়ন হচ্ছে।
জীবনে তো অনেক ভোট দিয়েছি কি লাভ হয়েছে?
আগে স্বাধীনতাবিরোধী শক্তি কে দমন করতে হবে তারপর ভোট, গনতন্ত্র নিয়ে ভাবা যাবে।
@@kawsarsam6665 ক্যাসিনো কান্ড, বালিশ কান্ড, পর্দা কান্ড, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, বিদেশে অর্থ পাচার, গুম, খুন, ধর্ষণ, দিনের ভোট রাতে করা এ অপকর্মগুলো আওয়ামী লীগ করছে। এরা স্বাধীনতার পক্ষের শক্তি?
@@mozammelhaque975 রাম ছাগল। মেগাপ্রক্লপে দূর্নীতি করলে সে প্রকল্প বন্ধ হয়ে যেত।
@@mozammelhaque975 ২০০১-২০০৬ স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতের আমল। এক মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ করতে পারেনি বরং আঃলীগ যা রেখে গিয়েছিল তা থেকে কমে গিয়েছিল।
২০০১-- ৪৩০০ মেগাওয়াট
২০০৯---৩২০০ মেগাওয়াট
বর্তমান ২৫০০০+মেগাওয়াট। বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে পুরো বাংলাদেশ।
২০০১ সালে আলীগ ক্ষমতা হস্তান্তরের সময় বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল ৪ হাজার ৩শ’ মেগাওয়াট। অথচ ২০০৯ সালে আবার যখন ক্ষমতা গ্রহণ করে তখন পায় মাত্র ৩ হাজার ২শ’ মেগাওয়াট। অর্থাৎ বিএনপি-জামায়াতের দুঃশাসনে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১১শ’ মেগাওয়াট কমে গিয়েছিল।
বিএনপি-জামায়াতের দুঃসহ দিনগুলোতে মানুষকে ১০ থেকে ১২ ঘন্টা লোডশেডিংয়ের যন্ত্রনা ভোগ করতে হতো। বিদ্যুতের জন্য আন্দোলন করতে গিয়ে কানসাটে মানুষকে প্রাণ দিতে হয়েছে।
@@mozammelhaque975 বিসমিল্লাহির রহমানির রহিম -----------
🎄কাজ সম্পন্ন এক্সপ্রেসওয়েঃ
১.)) ঢাকা -চট্টগ্রাম চার লেন
২.)) ঢাকা-এলেঙ্গা চার লেন(যমুনা সেতু পর্যন্ত)
৩.)) ঢাকা-মাওয়া
🎄কাজ চলমান এক্সপ্রেসওয়েঃ
১.)) ঢাকা -ময়মনসিংহ
২.)) ঢাকা -সিলেট
৩.)) এলেঙ্গা (যমুনা সেতু থেকে)- রংপুর
৪.)) পূর্বাচল এক্সপ্রেসওয়ে
৫.)) হাতিরঝিল-রামপুরা-আমুলিয়া-ডেমরা সড়ক চারলেন
🎄কাজ চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়েঃ
১.)) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
২.)) চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৩.)) আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
গোপন বিষয়গুলো না জানলে আমাদের আওয়ামী ইতিহাস বিশ্বাস করতে হবে।
এদের নোংরামির কারণেই বঙ্গবন্ধুকে ৭৫ এ জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু কেন ২৫ মার্চ পালান নাই তার ব্যাখ্যা বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আরো অনেকের লেখায় উঠে এসেছে। বঙ্গবন্ধু সেদিন পালালে পাকিস্তান বহির্বিশ্বে অধিক জুড়েসুরে প্রচার করে বেড়াতো যে, বঙ্গবন্ধু ভারতের ইন্দনে দেশ ভাঙ্গনের ষড়যন্ত্র করে ভারতে পালিয়েছে এবং সে একজন বিচ্ছিন্নতাবাদী। বঙ্গবন্ধু সবকিছু বিবেচনা করেই অসীম সাহসিকতার সাথে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে না পালিয়ে, নিজ বাসভবনে অবস্থান করেছেন। এরা তো আসলে জ্ঞানপাপী মূর্খ, অনেক কিছু বুঝেও প্রতিহিংসাবশত অভিনয় করে।
আওমিলীগের সঠিক ইতিহাস যে দিন মানুষ জানবে। সেদিন থেকে কেও আওমীলিগ করবে না।
জাতির কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ।
পরিবর্তন করতে পারবেননা কারন পরিবর্তন করার চেষ্টার সিষ্টেমে ভূল।
সিরাজুল আলম খান জিন্দাবাদ।
দালাল কাকে বলে দেখুন ?
Excellent
বিতর্ক করার জন্য মান্না সাহেব এই গুলো করছেন ।
এক নম্বর খবিশ, বলা যায় আজাজিল?।.
অনেক শ্রদ্ধা। শুভকামনা রইলো
মাওলানা ভাষানী, সিরাজুল আলম খান সহ স্বাধীনতার ভীত রচনাকারীদের সম্পর্কে সম্পুর্ন ইতিহাস জাতি জানতে চায়!
কারো মনগড়া ইতিহাস পড়ে কাউকে মহামানব মানতে আমরা নতুন প্রজন্ম রাজি নই!
াধীনতা যুদদের আগে সিরাজুল আলম খান দাদা ভাই ৭ই মারচের যে ভাষন লিখেছিলেন। সেই ভাষন টা মুজিব সাহেব পুরোপুরি পাট করেন নি। কিনতু কেন।বাকিটা বুঝে নিবেন।
ইতিহাস একাত্তর যারা দেখেছে, তারা জানে। আপনারা না জানলে বা জেনে না মানলে কিছু আসে যায়না। সবাই জানে ও মানে বলেই যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল একাত্তরে এবং মুজিবের ৭ ই মার্চের ভাষণ ও জয়বাংলাই ছিল সবার শ্লোগান।
মান্না সাহেব কেন একাত্তরে যুদ্ধে যাননি, তা কি বলেছেন? অথচ উনি শেখ হাসিনার দেওয়া সাংগঠনিক সম্পাদকের পদে আসীন হয়েছিলেন।
শেখ হাসিনার অনেক দোষ আছে, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে অসত্য বক্তব্য সঠিক নয়। শেখ মুজিব একজনই,হাজার বছরেও আর সে নেতা জন্ম হবে কিনা সন্দেহ আছে।
Thanks dear brother,we hope/want likethis every politician.
সিরাজুল আলম সম্পর্কে আমরা জানতে চাই কেন উনি নেপথ্যে থেকে গেলেন?
💞 ১৫ থেকে ২৩ পর্যন্ত আলোচনাটা ডাঃ কামাল সাহেব জানার কথা। কিন্তু বোবা ডাকাত বলেনা কেন?
জনাব মান্না বর্তমান সময়ে আপনিই সুর পরিবর্তন করে নতুন সুরে গাইছেন আর যারা স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধুর বিপক্ষে আন্দোলনে সক্রিয় ছিল তাদের থেকে সঠিক ইতিহাস জাতি কি করে পাবে? এরপর খেয়াল করেছি যারা আওয়ামীলীগ থেক সুবিধা বঞ্চিত হয়েছে, বিতাড়িত হয়েছে তারা সবাই এখন নতুন ইতিহাস বর্নণা করে যাচ্ছে। সুতরাং এই ইতিহাস বিকৃত হতেই থাকবে।
যেই টা সত্য সেই টা তিতা হলেও বলার সাহস থাকতে হবে। যিনি ২৭ তারিখ হরতাল দিতে পারে। সেই তিনি কি ভাবে ২৫ তারিখ তাদের ভাষায় সাধীনতার ঘোসনা দিল।মেজর জিয়া জীবনে একটা ভুল করছে আর তা হলো সেকেনট টাইম আওমি নেতাদের অনুরোধে সাধীনতার ঘোসনা পএে মুজিব সাহেব কে জড়ানো। এটাই মেজর জিয়ার ভুল।
সত্য কথা। আ।আজিম
মান্নার জীবনের সেরা ভাষণ। শাবাশ!
তথ্যবহুল অসাধারন একটা বতৃতা।
জীবনের একটি সময় পাগলামী করতে ভাল লাগে আর শুনতে আরো ভাল লাগে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল।
স্বাধীনতার ঘোষক একটা জ্ঞানপাপীদের প্রশ্ন।
Apito koto dalegelen akbaro manus vut diloa a 15:55 ar jana mate 5bar m p dar
চরম বাস্তবতার প্রশ্ন। যদিও বংগ বন্ধু শেষ মূহুর্ত পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, আলাদা স্বাধীন বাংলাদেশ কল্পনাও করেননি। তিনি যা বলেছিলেন সেগুলি রাজনৈতিক কৌশলগত ছিল।
আমার ওপশ্ন তাজউদ্দীন সাহেব সহ সবাই পালাতে পরলো উনি কেন পালালেন না
ডকটর কামাল হোসেনকে রিমানডে নিয়ে ডিম থেরাপি দিলে ২৫ মার্চ মুজিবের সত্য বেরিয়ে আসবে
He was the leader. He wanted to be arrested.
তোর মনে বিএনপি জামায়াতের আত্মা ভর করছে। মুজিব নিজে ওদেরকে মানে সহকর্মীদের গা ঢাকা দিতে বলেছিলো
তিনি ছিলেন অন্যের থেকে অনন্য তা না হলে ১৫ ই আগস্ট সেনাপ্রধান পালাতে বলেছিলেন উনি তো পালাবার চেষ্টাও করেন নাই একেই তো বলে বীর, মহানায়ক।
@@dipakbose2677 Why???
অরে মন্না,,, জৌবন তর বৃথা গেলো মানুষ হলি নারে,,,
মান্না ভাই একথা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক থাকা অবস্থায় কি মনে ছিলো না।।
No..........
উনি যদি এগুলো বলে আওয়ামী লীগে যোগ দিতেন তাহলে আপনি গালি দিতে পারতেন, কিন্তু এখন না। কারণ উনি হয়তো এখন বিষয়গুলো অনুধাবন করতে পারছেন বয়সের অভিজ্ঞতায়
৭ই মার্চ স্বাধীনতা র ঘোষণা দিয়েছেন শেখ মুজিবুর রহমান
সিরাজুল আলম খান ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট।
Sirajul alam khan is great
সবুজ বিপ্লব ইনশায়াল্লাহ হবেই জামায়াত ইসলামীর নেতৃত্বে। দেশের গণমানুষ তিলে তিলে ধীর ও সংহত গতিতে এগুচ্ছে।
Tanisha Anam, kon etihash a, ai kotha peyesen je, Shirajul Alom khan, varot er agent silo
ঘরে ঘরে দুর্গ না হলে দেশ স্বাধীন হতো না।পাগলা মান্না
উনি মনে হয় পাগল হতে দেরী নাই।
ভালবাসা বা অনুরাগ দিয়ে নয় প্রকৃত সত্যের আলোকে বিচার করুন কে স্বাধীনতার মহান নায়ক ?
স্বাধীনতার 50বছর পর আজ বংগ বন্ধুর নৌকা প্রতীকের পক্ষ ও বিপক্ষের অনুপাত কত।বিপক্ষর অনুপাত যদি বেশি হয় অথবা সমান হয় তাহলে কেন? দায় কার সমস্যা কোথায় এবং প্রতিকার কি?
এদের নোংরামির কারণেই বঙ্গবন্ধুকে ৭৫ এ জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু কেন ২৫ মার্চ পালান নাই তার ব্যাখ্যা বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আরো অনেকের লেখায় উঠে এসেছে। বঙ্গবন্ধু সেদিন পালালে পাকিস্তান বহির্বিশ্বে অধিক জুড়েসুরে প্রচার করে বেড়াতো যে, বঙ্গবন্ধু ভারতের ইন্দনে দেশ ভাঙ্গনের ষড়যন্ত্র করে ভারতে পালিয়েছে এবং সে একজন বিচ্ছিন্নতাবাদী। বঙ্গবন্ধু সবকিছু বিবেচনা করেই অসীম সাহসিকতার সাথে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে না পালিয়ে, নিজ বাসভবনে অবস্থান করেছেন। এরা তো আসলে জ্ঞানপাপী মূর্খ, অনেক কিছু বুঝেও প্রতিহিংসাবশত অভিনয় করো।
আমি মান্না সাহেবের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি , খুব ভাল লেগেছে, আমি তাকে ধন্যবাদ আর সালাম জানাই। আমি সাধারণত বুদ্ধিজীবী বক্তাদের উপস্থাপনা শুনি, কিন্তু বিশ্বাস করি না, মনে হয় তারা ভাড়া করা এবং মিথ্যা বলে। কিন্তু জনাব মান্নার বক্তব্য বিশ্বাস করলাম। মনে হল প্রতিটি কথা সত্য। আমি ঐ সময়কার ঘটনাবলির মধ্যে একটা শূন্যস্থান পাই, কিছুতেই মিলাতে পারছিলাম না। পাকিস্তানের যে শক্তিধর দল শেখ মুজিবুর রহমানকে আনতে গিয়েছিল,রাতের গভীরে, তাদের একজনের সাথে কথা বলার সুযোগ হয়েছিল তার মূল কথা, তিনি রাতের খাবার শেষ করে ওদের জন্য অপেক্ষায় ছিলেন । মুখে ছিল পাইপ। একটা সুটকেস ও গুছানো ছিল। তাদের আগমনের পর কোন প্রতিবাদ করেননি। শুধু বলেছিলেন, ও তোমরা এসে গেছ। তার পর তিনি দাঁড়িয়ে গেলেন। এবং ধীরে ধীরে চলতে শুরু করলেন। মান্না সাহেবকে আবার ধন্যবাদ জানাই, সাহস নিয়ে সত্য কথা বলার জন্য। আ। আজিম
কোন ছাত্রলীগ করল কিভাবে কুলাঙ্গারটা
We need to know all the answers what Manna vai’s questions??? We need to know why India did agreements sign with Pakistani after war ? Why General Osmani was not there?? Why India say , that was the war (1971) between India and Pakistan and India won but Bangladesh Government doesn’t protest??? Lots of WHY and we need to know all the answers from the freedom fighters who are still alive. This is ours right and their responsibility !!!!!!
Yes, it was an artful bluff altogether. This address of Manna Bhai should be listened carefully, analyzed, circulated and young generation research and find out the truth. Dr Kamal should answer or write the truth before he dies.
Pakistan objected to the surrender to the Mukti Bahini but they have agreed to surrender only to a legitimate army.
অনেক সত্য কথন
Congratulations for True talks purpose.
আপনি কেনো জানেন না।শেখ মুজিবুর রহমান বন্দী হয়েছিল কেনো। আপনি তখন কি করতেন??? আপনার ভুমিকা কি ছিলো। আমার তো আপনাকে নিয়ে প্রশ্ন আছে।
Monna SAB, well done.keep up your good work. We are with you. Leave in hope that our people nightmare will be over soon. Hussain Ahmed UK
নয় লক্ষ সদস্য হওয়ায় চেইঞ্জ টিভিকে অভিনন্দন
মান্না ভাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনি মুক্তি যুদ্দে কি করেছিলেন
আপনি মুক্তিযুদ্দা হলেন না কেন।
হালুয়া-রুটির ভাগ কম পড়লেই এমন কথাগুলো অবচেতন মনে মানুষ অাওড়ায়!
কোরবানি র গোস্ত হলে কেমন হয়।
অসাধারন।অনেক কিছু লেখার ছিল কিনতু লিখতে পাররনি।
যাক আজকে হইতে সিরাজুল আলম ও মান্না সাহে জাতির জনক।
ব্যারিষ্টার ফারাহ খানকে ধন্যবাদ।
Nice speech
বন্গবন্ধু ভারতের ব্যাপারে সন্দেহমুক্ত ছিলেন না। সিরাজুল আলম খান ছিলেন ভারতের সহযাত্রী।
I am the the witness of the 25 th March 1771 night at Rajarbag police STN.ALTHOUGH ALTHOUGH So Jamal and his company was alerting the public at 12 :30 Am with No Signal or declaration of Freedom of Bangladesh only I Heard the Great Declation of Bangladesh by the Great And only Honest Leader ZIAUR RAHMAN on 27 th March at 3:00 Am in Bashabo Area when I was fleeing from Dhaka to Demra Area on 2 hours Carfew break by Oak Army.I am the witness of the then Dhaka fight and I am a Freedom Fighter AND I AM STILL ALIVE.ALHAMDULILLAH.
By mistake I wrote 1771 will be 1971 March.Sorry !
@@MohammadRahmanKhosru ১৯৭১ এর স্থলে ১৭৭১ হয়েছে, তাতে কি, কথা তো সত্য। যাকে যেভাবে মূল্যায়ন সেভাবেই করতে হবে।
@@MohammadRahmanKhosru I know everything, what heppend then, You are right
আরো ৫০ বছর জাতিকে পিছিয়ে দেওয়ার ভাষন।
তুমি একটা খারাপ লোক তুমি সত্য যদি জানতে তবুও সত্য বলতে না নিজেরে পন্ডিত মনে কর।
বাংলাদেশের ইতিহাস যে সব বিকৃত সূত্র আপনার মত কিছু নেতা তুলেছেন বলে জাতি আজ দ্বিধা বিভক্ত।
মান্না ভাই আমার মনের প্রশ্ন গুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ
মান্না মুক্তিযুদ্ধের ইতিহাসের ই পর্যন্ত জানেনা।। মান্না সবসময় নিজেকে আলোচনায় রাখার জন্য বিতর্কিত বক্তব্য দিয়ে থাকেন আগে থেকেই । মান্নার রাজনৈতিক জন্ম বা উত্থান ১৯৭৫ এর অনেক পরে । বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ওয়াজেদ যখন মান্না দল থেকে বের করে দেয় তখন মান্না কে বলছিলো তোমাকে আওয়ামী লীগে পদ দিয়ে ছিলাম দল কে ভালো কিছু দিবে কিন্তু তুমি তো ভুয়া। তোমার মধ্যে কিছুই নাই । শুধু আছে নোংরামি ।। নোংরামি করে কখনো জনগণের ভালোবাসা পাওয়া যায় না এবং কাছেও যেতে পারবা না কখনো ।। বিপ্লবী ভালো অতি বিপ্লবী ভালো না।। এই হচ্ছে যোকার মান্না ।
সেখ মুজিব সেখ মুজিব সেখ মুজিন নেতা ছিলেন
যথা সময়ের যথাযথ আলোচনা।
🙏 ড. রেজা কিবরিয়া স্যার আপনাকে সবিনয় অনুরোধ করছি মালয়েশিয়ায় কর্মি পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষকে অনুরোধ অথবা চাপ দিন। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের গা ছাড়া ভাবের কারণে ২ লাখ কর্মি পাঠানোর বৈধ প্রক্রিয়াটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্যার আপনি সিরিয়াসলি কিছু করুন। সরকারের গা ছাড়ার ভাবের কারনে ইতিমধ্যে নিয়োগকর্তারা বিকল্প দেশ নেপাল/ফিলিপাইন এবং ভারত থেকে কর্মি নেয়ার চিন্তা করছে!!!🙏
বাটপারে কয়কি, তোর কথায় তোর চিন্তায় কাজ করবে।
শেখ সাহেব পাকিস্তান কে বিভক্ত করতে চায়নি।এটা বাস্তব ইতিহাস। ভারতের কিছু ক্রীতদাসের কারণে।
সত্যি কথা কী মান্না ভাই আপনাকে আমরা আগামী ৫০০ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে পেতে ভীষনভাবে আগ্রহী
মান্না সাহেব বঙ্গবন্ধুর বিরোধিতা করার জন্যই আপনি কথা বলছেন।
মান্না ভাই দারুণ বলেন। ❤️
সুন্দর কিছু শিখলাম।
I salute you sir, , you are absolutely right and great, may Allah Pak keeps you safe and blessed, Ameen.
মান্না একজন সুবিধাবাদী লোক, আওয়ামীলীগের পদ নিয়েছিলেন কেন?
এসো সবাই নিয়মিত সহি শুদ্ধ ভাবে আল কোরআন শিখি এবং পাঠ করি।
Siraj vai please write more about history of independence of Bangladesh
ভাই ৭১ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নাদুস নুদুস বডি নিয়ে আপনি কেন মুক্তিযুদ্ধে অংশ নেননি ? আগে নিজের কথা বলৃন।
BB Sheikh Mujib, his 2 sons, his son in law Wazed, none of the members of Sheikh family didn't join liberation war on ground & there is no martyr of Sheikh family during the liberation war
@@MdImranMajorকামাল জামাল ওরা কি অংশ নেয় নি ছাগল কোথাকার আগে জেনে নে
মান্না যদ্ধের সময় উপযুক্ত ছিল কিন্তু যুদ্ধে গেলনা কেন।
তাগদির বা ভাগ্য বলে একটা কথা আছে , যোগ্যতা এবং শ্রম দিয়ে কেউ প্রতিষ্টিত হতে পারে না । যদি সৃষ্টি কর্তা কাউকে সে খানে না দেখতে চাই। তাই তো হিংসা না করে সে গুলো মেনে নেওয়া বুদ্ধি মানের কাজ।
জয় অখণ্ড ভারত, জয় বাংলা। এটাই মেনে চলা উচিত!!?
আপনি কোথায় ছিলেন?