ড. ইউনূস জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার, তাঁর প্রতি আচরণ চরম উদ্বেগজনক: মুখপাত্র ডোজারিক

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 фев 2024
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৪/ Source of the video is UN Web TV.
    নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সরকারের আচরণে জাতিসংঘ চরমভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক।
    বাংলাদেশে ড. ইউনূসের প্রতি সরকারের বিদ্বেষমূলক আচরণে উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে মুখপাত্র ডোজারিক বলেন, ড. ইউনূস জাতিসংঘের অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে যা ঘটছে, তা চরম উদ্বেগের।
    বৃহস্পতিবার ক্ষমতাসীন সরকারের সমর্থকদের ড. ইউনূসের গ্রামীণ অফিসসমূহ জোর করে দখলে নেওয়া প্রসঙ্গে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জানতে চান, "নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে বলেছেন, সরকার দলীয় লোকেরা তার সকল গ্রামীণ অফিসসমূহের দখল নিয়েছে। আপনি হয়তো জানেন যে, ড. ইউনূসের বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা দায়ের করেছে ক্ষমতাসীন সরকার। তাঁর এই আশঙ্কাজনক পরিস্থিতির বিষয়ে জাতিসংঘ মহাসচিব কী অবগত রয়েছেন?"
    জবাবে ডোজারিক বলেন, "বিষয়টি নিয়ে আমরা খুব ভালো করেই অবগত রয়েছি। আমি দ্যর্থহীন ভাবে আবারো বলতে চাই, মি. ইউনূস জাতিসংঘের কাছে খুব মর্যাদাবান একজন ব্যক্তি। তিনি জাতিসংঘের একজন অংশীদার হিসাবে বছরজুড়ে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন কর্মসূচীতে দূত হিসেবে অংশগ্রহণ করেন। মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাসটেইনঅ্যাবল ডেভেলপমেন্ট গোলসসহ সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলোতে তিনি সহযোগিতা করে থাকেন। ড. ইউনূসকে কেন্দ্র করে বাংলাদেশে যেসকল ঘটনা ঘটছে তা আমাদের চরমভাবে উদ্বিগ্ন করে তুলছে।"
    উল্লেখ্য, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ড. ইউনূস গ্রামীণ টেলিকমসহ আটটি প্রতিষ্ঠান দখল হওয়ার কথা তুলে ধরে বলেন, "আমরা ভয়ংকর পরিস্থিতিতে আছি। কারণ, আমাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক এখন নিজেদের মতো করে এসব প্রতিষ্ঠান চালাচ্ছে। ১২ ফেব্রুয়ারি থেকে গ্রামীণ ব্যাংক ভবনে তালা মেরে রেখেছে। নিজের বাড়িতে অন্য কেউ যদি তালা মারে, তখন কেমন লাগার কথা আপনারাই বলেন। তাহলে দেশে আইন-আদালত আছে কিসের জন্য?"
    জানা যায়, আজ সকাল সাতটার দিকে কিছু যুবক গ্রামীণ টেলিকম ভবনের সামনে এসে জড়ো হন। এ সময় কিছু নারী ঝাড়ু হাতে দিয়ে টেলিকম ভবনের সামনে পাঠানো হয় এবং তারা ড. ইউনূসের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
    ওই যুবকেরা সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গ্রামীণ টেলিকম ভবনের সামনে চেয়ারে বসে থাকেন। আবার কেউ মিছিল করেন। পরে তারা চলে যান। সকাল ১০টা থেকে অফিস সময় থাকলেও এ সময় গ্রামীণ পরিবারের কর্মীদের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে ওই যুবকেরা চলে গেলে গ্রামীণ টেলিকম ভবনের কর্মীদের কার্ড দেখে দেখে ভেতরে ঢুকতে দেওয়া হয়।

Комментарии • 55

  • @identityofallah
    @identityofallah 5 месяцев назад +7

    আল্লাহ্ তায়ালা আছেন আসমানে
    মহান আরশের উরধে সমুন্নত,
    সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
    কোথাও কিছু নেই আল্লাহ্র মতো।
    "নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। " সূরা আর-রাদ, ১৩:১১।
    ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন,
    ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন।

  • @isfatjahan9614
    @isfatjahan9614 5 месяцев назад +4

    জাতিসংঘ এখন উদ্বেগসংঘ হওয়ায় আমরা বিশ্ববাসী উদ্বিগ্ন।

    • @khamba705
      @khamba705 5 месяцев назад

      😃😃😃😃

  • @onlinemathhouse7690
    @onlinemathhouse7690 5 месяцев назад +7

    এরা উদ্বেগ জানাতে জানাতে ঘুমাই পড়ে। উদ্বেগসংঘ

  • @mdmoshiur5052
    @mdmoshiur5052 5 месяцев назад

    ধন্যবাদ স্যার ❤

  • @HumayunAhmed19
    @HumayunAhmed19 5 месяцев назад +3

    বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রম ভারত নিয়ন্ত্রিত। বাংলাদেশস্থ জাতিসংঘের ত্রিশ-চল্লিশটি প্রতিষ্ঠানের অধিকাংশের কান্ট্রি হেড ভারতীয় (উল্লেখ্য যে জাতিসংঘের নিয়মে যে দেশে, সে দেশের মানুষ কান্ট্রি হেড বা উচ্চ পদে থাকে না)।

  • @ruhetamanna2393
    @ruhetamanna2393 5 месяцев назад +2

    জাতিসংঘ আর অ্যামেরিকা কি এইসব বিবৃতি দিয়ে দিয়েই দায় সারবে? কাজের বেলায় তো দেখিনা......বিবৃতি দেয় বহুত, পদক্ষেপ নেয়ার বেলায় কোথাও নাই

  • @aliensamurai1010
    @aliensamurai1010 5 месяцев назад +5

    জাতিসংঘের এই ছাতার বিবৃতিতে কি যায় আসে?

  • @mojibulhoque1365
    @mojibulhoque1365 5 месяцев назад +3

    ধন্যবাদ মুশফিক ফজল আনসারি ভাই ও প্রিয় কনক সারোয়ার ভাই ।

  • @mdelias1159
    @mdelias1159 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HarvestHub23
    @HarvestHub23 5 месяцев назад +1

    বাংলা অনুবাদ আরো কেয়ারফুল করলে ভালো হয়। অনুবাদ অমিল বিদ্যমান

  • @aabiporrasel8005
    @aabiporrasel8005 5 месяцев назад

    Wonderful analysis!

  • @solemanmian7855
    @solemanmian7855 5 месяцев назад

    Nice 🙂 .

  • @mojammelpatwary9872
    @mojammelpatwary9872 5 месяцев назад +2

    আমার মনে হয় এই লোকটা এবং মিলার মুশফিকের প্রশ্নের উত্তর দিতেই জাতিসংঘে পড়ে আছে।

  • @moshfaqahmed9745
    @moshfaqahmed9745 5 месяцев назад +3

    As long as U.S.A. doesn't pause payment and enforce sanction on Bangladesh Army from top to bottom, kono lab nai.

  • @khaledbinnoor5406
    @khaledbinnoor5406 5 месяцев назад +12

    এরা শুধু বিবৃতিই দেয়, কিছুই করে না। দন্তহীন বাঘ।

  • @mintukhan2135
    @mintukhan2135 5 месяцев назад

    ❤️🌾🇧🇩🌾❤️🌾🇧🇩🌾❤️🌾🇧🇩🌾❤️🌾🇧🇩🌾❤️

  • @perfectrana5385
    @perfectrana5385 5 месяцев назад

    #$$

  • @m.a.k.mahmood3337
    @m.a.k.mahmood3337 5 месяцев назад +1

    UN and other partners uses lucid words to describe a situation. Bangladesh is a test case where seems all such lucidity losing its values to lucifer in the regime supported by neighborhood country. Need is to deal the matters in its entirety, setting aside lucidly worded diplomacy!

  • @nazrulislamnahid8604
    @nazrulislamnahid8604 5 месяцев назад +1

    There has no benefit just lose time and money

  • @farukchoudhury934
    @farukchoudhury934 5 месяцев назад

    Bangladesh does not care what others say.

  • @mdzakir5243
    @mdzakir5243 5 месяцев назад +1

    Out India out

  • @rashelahmed4215
    @rashelahmed4215 5 месяцев назад +1

    তোমাদের উদ্বেগে আপার কিছুই যায় আসে না।

  • @amerdesh.121
    @amerdesh.121 5 месяцев назад +2

    জাতিসংঘ এবং আমেরিকার উদ্বেগ শুধু শুধু উদ্বেগ শুধু উদ্বেগ এত উদ্বেগ কোত্থেকে আসে আর ভাল লাগে নাই উদ্বেগের কথা শুনতে শুনতে এতদিন ধরে উদ্বেগ শুনতেছে আর ভাল্লাগেনা

  • @arifur14311
    @arifur14311 5 месяцев назад +1

    ঠিক আছে...।মুড়ি খাই...।

  • @rakibabdussattar829
    @rakibabdussattar829 5 месяцев назад

    ড.মোহাম্মদ ইউনুস এর উপর দিয়ে ই যদি এমন হয় তবে সাধারণ জনগনের অবস্থা একবার ভাবুনতো

  • @Human70025
    @Human70025 5 месяцев назад +1

    Stop talking need action

  • @Boycott_Indian_Products
    @Boycott_Indian_Products 5 месяцев назад

    বিএনপির ভোটার, জামায়াতের ভোটার, চরমোনাই ভোটার এবং বাম ভোটার আপনাদের ব্যাক্তিত্বের প্রকাশ 🚫🇮🇳❌

  • @lailatarek8473
    @lailatarek8473 5 месяцев назад

    USA 🧑‍🦽 😡

  • @mohammaodalim7572
    @mohammaodalim7572 5 месяцев назад +1

    Only talk too much nothing action

  • @r...k3467
    @r...k3467 5 месяцев назад +1

    এইগুলা ভূয়া

  • @childlife5425
    @childlife5425 5 месяцев назад +1

    এদের ধনে মাল নাই উদ্বেগ জানানো ছাড়া।

  • @sadequemia3478
    @sadequemia3478 5 месяцев назад

    হাছিনার কিছুই করতে পাবেনা জাতিসংঘ আমেরিকা

  • @RExpress-MA
    @RExpress-MA 5 месяцев назад

    তোমরা খালি বিবৃতি দিতে থাকো।আমরা ইউনুস কে খেয়ে দেই🤣

  • @user-pd4eq9ol8m
    @user-pd4eq9ol8m 5 месяцев назад

    তাহলে, বাংলাদেশে হেরে গেল আমেরিকা।
    ভারতের কথা অনুসারে আমেরিকা চলবে। গোলাম মাওলা রনি সাহেবের সম্প্রতি ভিডিওতে তাই দেখলাম।
    আপনাদের ধারনা কি 😮?

  • @RozinaYasmin2944
    @RozinaYasmin2944 5 месяцев назад

    Dr. Younis, never think about Bangladesh independent & sovereign.

  • @eveningstandard24
    @eveningstandard24 5 месяцев назад +1

    হইছে কি তাতে!!! যা করতে পাড়েন করেন!!!!!

  • @superninja4794
    @superninja4794 5 месяцев назад +1

    যাত্রাসংঘ যাত্রাপালা ছাড়া আর কোন কিছু পারে?