'আমার ব্যক্তিগত জীবনে কেউ হাত দিতে এলে সে ভুল করবে!' - Tota Roy Chowdhury | Feludar Goyendagiri

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии •

  • @siktadas1
    @siktadas1 4 дня назад +5

    এই ভদ্রলোক, মানে শ্রী টোটা রায় চৌধুরীকে আমি যদি তাঁর অভিনয় সত্ত্বা, তাঁর শিল্পী জীবন থেকে বার করে এনে দেখি, তাহলে বলব, অন্য সত্ত্বায়, উনি একজন অত্যন্ত উঁচু মাপের মানুষ, যার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনলে যে কোনো মানুষ তার কঠিন সময়ে চলার জন্য উপযুক্ত রসদ খুঁজে পাবেন। ওঁর জীবনশৈলীকে অনুসরণ করলে হতাশাগ্রস্ত মানুষ বা তা না হলেও, অনেকটা উপকৃত হবেন। কাউন্সেলিংয়ের কাজ করে যেন ওঁর কথা।আমি তাই টোটা স্যারের সমস্ত সাক্ষাৎকার শুনি, এবং প্রায় শুনেও ফেলেছি সবগুলো যা পেয়েছি। আমি উপকৃত হয়েছি। অভিনয় শিল্পে আমি এমন মানুষ আর দেখি নি। বহু প্রতিভাবান ,ওঁর বাকি গুণাবলীর কথা তো বাদই রাখলাম এখানে। টোটা স্যর, আপনাকে আরও বহুদিন দেখতে চাই অভিনয় শিল্পে। আমাদের অনেককিছু পাওয়ার আছে।
    আজকের সাক্ষাৎকারের পর ওনাকে প্রণাম জানালাম। কিন্তু এই কমেন্ট তো ওঁর কাছে পৌঁছবে না।

    • @PinkAuraVibes
      @PinkAuraVibes 3 дня назад +2

      Amar mone hoy uni somoyer onek aage ei industry te chole esechhilen. Onar moto sundar, handsome manush, with this kind of physical fitness, r tar sathe dance, proper hero material. Still ei industry onake properly use e korlo na.

  • @jagabandhumukherjee2986
    @jagabandhumukherjee2986 2 дня назад

    ইদানিং টোটা অভিনয় টা সুন্দর ভাবে রপ্ত করেছেন।

  • @manazirislam7856
    @manazirislam7856 2 дня назад

    বলিউডের যদি হৃতিক রোশন থাকে তাহলে টলিউডের আছে টোটা রায়চৌধুরী। ভদ্রলোককে ছোটোবেলা থেকে দেখছি। পুরোপুরি এভারগ্রিন 💚

  • @ShrabantikaBiswas
    @ShrabantikaBiswas 3 дня назад

    I miss both of you sreemoyi and Rohit sen, love you

  • @tapadiptapal6849
    @tapadiptapal6849 4 дня назад +1

    ❤️❤️❤️❤️❤️✨