চলছে "মহা ডিবেট" আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক vs সজল রোশান !

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • আজকের বিশেষ আয়োজনে আমার সাথে রয়েছেন দুইজন প্রখ্যাত ব্যক্তিত্ব I
    জনাব আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
    তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যনরত আছেন I
    এবং বিশিষ্ট আলেমে দ্বীন এবং ওয়ায়েজ I
    রয়েছেন জনাব সজল রোশান
    বিশিষ্ট আলোচক ও অনলাইন একটিভিস্ট I
    প্রিয় দর্শক আজকের ডিবেট কাম আলোচনার
    প্রতিপাদ্য বিষয় : কোরআনের সরল পথ ও হাদিস মানার বাধ্যবাধকতা !
  • РазвлеченияРазвлечения

Комментарии • 8 тыс.

  • @biswajitdebnath1632
    @biswajitdebnath1632 Год назад +18

    আমি একজন হিন্দু। ভারত থেকে দেখলাম। আমি ইসলামকে বুঝতে চেষ্টা করি একজন মুসলমানদের মত করে। আমি একজন দার্শনিক মনোভাবাপন্ন মানুষ। দুজনেই খুব ভালো বলেছেন। এবং যখন যাকে শুনেছি তখন তাকে ঠিক বলে মনে হয়েছে। দুজনই অত্যন্ত ভালো বক্তা।

    • @md.shafiullahkhan7896
      @md.shafiullahkhan7896 Год назад +1

      Importance of Hadith in the light Holy Quran and verses of Quran.Our beloved Prophet in his recorded speach Bidai Haj is the open declaration to the community Muslim people and to all people in the world at large to people who are of believing of creator or Allah or one God. Right and wrong deeds of each Man kind is only known to Allah.

    • @md.shafiullahkhan7896
      @md.shafiullahkhan7896 Год назад

      This discussion between

    • @skyasinarafat5776
      @skyasinarafat5776 11 месяцев назад +2

      ইসলামের সুশীতল ছায়াতলে এসে নিজেকে জান্নাতবাসী করার জন্য অনুরোধ এবং আহ্বান করছি। ধন্যবাদ ❤

    • @biswajitdebnath1632
      @biswajitdebnath1632 11 месяцев назад +4

      @@skyasinarafat5776 দাদা দুঃখিত। আধ্যাত্বিক বিষয়ে হিন্দু ঋষি-মুনিরা যেভাবে ব্যখ্যা করেছেন তা এক কথায় অনবদ্য। আমি এটা ধর্মীয় প্রেক্ষিতে দেখিনি। দুই বাঙালি বক্তার বক্তব্য হিসেবে দেখেছি।

    • @ronyahmed5319
      @ronyahmed5319 10 месяцев назад

      আপনি কিছুই বুঝেন নাই। দুঃখিত

  • @shawkathassan7650
    @shawkathassan7650 3 года назад +90

    অসাধারণ একটা ডিবেট ছিল। সবার সংগ্রহে রাখা প্রয়োজন। এটা ভালভাবে বোঝার জন্য প্রথমত সজল রোশান এবং উনার ধর্মীয় বিশ্লেষণের কিছু ভিডিও উনার ফেবুক বা ইউটিউব চ্যানেল থেকে দেখে নেয়া প্রয়োজন। আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ উনাকে দ্বীনের একজন দায়ী হিসেবে কবুল করুক এবং সজল রোশান ভাইসহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।

    • @mdhannan9118
      @mdhannan9118 3 года назад +6

      সজল ভাইকে আল্লাহ্ দ্বীনের সঠিক বুজ দান করুন । আমিন।

    • @nurmohammad9326
      @nurmohammad9326 3 года назад +2

      মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।

    • @meherhridi419
      @meherhridi419 3 года назад +2

      জ্বী ভাইয়া,,নাহলে সহজে কেও সজল ভাইয়ের কথাগুলা বুঝতে পারবেনা!!

    • @malekmolla7407
      @malekmolla7407 3 года назад

      সুন্দর বলেছেন

    • @MdJosim-rt9fm
      @MdJosim-rt9fm 3 года назад +2

      আল্লাহ সালাত বা নামাজ পড়তে বলেছেন। কিন্তু নামাজ কোন সময় কোন ওয়াক্ত বা পড়ার নিয়ম কি রকম তা কোরআনে নাই। কিন্তু রাসুল সঃ তা বলেছেন। সেই অনুযায়ী আমরা নামাজ পড়ি।

  • @rajjosiddique7343
    @rajjosiddique7343 8 месяцев назад +7

    আমি সত্যিই অবাক, সজল স্যার কত ধৈর্যশীল। মহান আল্লাহ পাক সব সময় তার সহায় হোন।

  • @hanifhasan2943
    @hanifhasan2943 Год назад +107

    সজল রোশন ভাই অনেক কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করছে। আল্লাহ ভাইকে সঠিক ঈমানদার হিসেবে কবুল করুক।

    • @truefaith1718
      @truefaith1718 Год назад

      সুনান অাত - তিরমিজি
      হাদীস নং-৮৭৭
      পরিচ্ছদ -৪৯
      হজ্জ্ব অধ্যায়
      ইবনু আব্বাস হতে বর্ণিত,,,,,,,
      " হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতরণের সময় দুধের চেয়েও সাদা ছিলো,
      কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে দেয়।"
      অথচ সত্যিটা হচ্ছে,
      এই পাথর কালো হয়েছে আগুনে পুড়ে তাও আবদুল্লাহ্ ইবন জুবায়ের ( রাঃ) এর শাসনামলে।
      তখন গিলাফও পুড়ে ছাই হয়ে যায়।
      সেই থেকে মানুষের মুখে প্রচলিত,
      মানুষের পাপের কারণে এই পাথর কালো হয়েছে।
      আল্লাহ্ ছাড়া মানুষের গুনাহ্ মাফ করার আর কেউ আছে কি?
      কেউ যদি বিশ্বাস করে,
      এই পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে মানুষের পাপ শোষণ করে কালো হওয়ার তাহলে তো সেটা শিরক হয়ে যাবে।
      কারণ,
      আল্লাহ্ তাঁর গুনাহ মাফের ক্ষমতা কারোও সাথেই শেয়ার করেন না।
      যে বিষয়ে আল্লাহ্ কোনো প্রমাণ নাযিল করেন নাই তাঁর কিতাবে,
      সে বিষয়ে উজবেকিস্তানের নাগরিক ইমাম তিরমিজির লেখা হাদীসে বিশ্বাস এনে পরকাল ধ্বংস করবেন?

    • @rionsleep5176
      @rionsleep5176 Год назад +2

      Ki studies korche r se ki bujche.....and Allah' taake ki hikmot diche tar kotha'ee bujha jay ....., pagol akta !

    • @mdmofazzol8632
      @mdmofazzol8632 Год назад +3

      এক কাফের আরেক কাফের কে সমর্থন করতেছে, সজল কি জানে কুফুরি করা ছাড়া, তার তো প্রমান দেখতেছি আর শুনতেছি।

    • @zakirhossen1111
      @zakirhossen1111 Год назад

      সে সবই জানে , কিন্তু ভাব নিতাছে - ফেমাস হোয়ার জন্য । কোরানের মানে হাদীস মানে না , না মানো সমস্যা কি??? এই পাগল দুনিয়ার নেক আছে/

    • @Bilex-di7kc
      @Bilex-di7kc 6 месяцев назад

      ​@@mdmofazzol8632 সজল জাকির নায়েক এর চেয়েও বড় জ্ঞানী তার সাবসক্রাইবারদের কাছে

  • @biddutsheuly6451
    @biddutsheuly6451 3 года назад +21

    খুবই সময় উপযোগী একটা ডিবেট। আমি সজল রোশান ও আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এর অনেক ভিডিও আমি মনোযোগ দিয়ে শুনি। দুজনের কথায় আমাদের সত্য পথের সন্ধানের রাস্তা পাওয়ার উৎসাহ পাই । আল্লাহ দুজন কে হায়াতে তাইয়াবা দান করুন। তবে আমি কোরআন হাদিস, আল্লাহ, সঠিক সরল পথ অনেক খুঁজেছি, খুঁজেতে খুঁজেতে এক সময় আমি ক্লান্ত, ক্ষুদাত্র।মনের ক্ষুধায় অনেক পথে হেঁটেছি,অনেক কেঁদেছি। সজল রোশনে কথায় আমি সুরা ফাতিহার সরল পথ ও ইসলামের সুন্দর্রয্য বুঝার জন্য কোরআন বুঝে পড়ার আগ্রহ অনুভব করলাম। আল্লাহ আমাদের ক্ষমা করে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন

    • @musfaque
      @musfaque 3 года назад +1

      খুবই দুঃখজনক যে এতো দীর্ঘ সময় নিয়ে যে আলোচনা দেখলাম , সেখানে রাজ্জাক সাহেব বলেই ফেললেন যে কোরানে আপত্তিকর কথা আছে , কিন্তু হাদিসে নাই। এতে তিনি কি বুঝতে চাইলেন পরিষ্কার করলে ভালো হয়। আমি নিজ ভাষায় অনেকবার কোরান পড়েছি। এবং নিশ্চিন্তে বলা যায় রাজ্জাক সাহেব চরম শিরক এর কাজ করেছেন। উনার উচিত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়া।

    • @mirazislam070
      @mirazislam070 3 года назад

      ruclips.net/video/voZx3nHnzdw/видео.html রাহুল ভাই এর মুখ থেকে শুনুন সজল একজন মিথ্যাুক। খন্ডন

    • @TrueSeeker
      @TrueSeeker Год назад

      ঠিক

  • @computermail6554
    @computermail6554 2 года назад +55

    সহজ ভাইয়ের আলোচনায় ইসলামের মহিমা ফুটে উটেছে।
    ইসলাম তো এমন মার্জিতই হওয়ার কথা। নবিজী (সঃ) এমন ব্যবহার ও বিনয়ী হতেই বলেছেন। ধন্যবাদ সহজ ভাই।

    • @user-ju7xk6bc3i
      @user-ju7xk6bc3i Год назад +1

      R8

    • @kulsumsalam
      @kulsumsalam Год назад

      ​@@user-ju7xk6bc3iggggggggggggggggggggggggggggggggggggggggggggggffffffggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggffgggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggfffgggggggggggggggggggggggffffgggggggggfffffffffffffffffffggfffffffffffffffffffffgggggffffffffffffffffffffgfffffffggggggggfgggggggfffffffggffffffffffffffffgffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffcccccccccccccffffçccccccccccccççcccccccccccçcccccccccccccccçcccccccccçcccccccçcccccccçcc

    • @kulsumsalam
      @kulsumsalam Год назад

      Cccçccççcccccccccc

    • @jasimvlogs4779
      @jasimvlogs4779 9 месяцев назад

      সজল

    • @almaruf5275
      @almaruf5275 6 месяцев назад

      ইসলামের ব্যাপারে সজল সাহেব একজন নাবালক বলেই মনে হল।। উনার মনে যদি কোন প্রশ্ন আসে সেই ব্যাপারে আলেমদের সাথে বসে আলাপ-আলোচনা করা উচিত। উনার আরো জ্ঞান অর্জন করা উচিত। উনার মনে প্রশ্ন আসলো আর সেই গুলো প্রচার করা শুরু করল উনি আসলে কিছুই জানেনা কোরআন হাদিসের। উনি যেটা করছেন সেটা হচ্ছে বিভ্রান্তি ছড়াচ্ছেন।। 😢😢উনার উচিত কোরআন হাদিস ব্যাপারে পড়াশোনা করা আলেমদের সাথে যোগাযোগ করা।।

  • @forhadahmed519
    @forhadahmed519 10 месяцев назад +20

    হুজুরেরা ফতোয়া দিতে দিতে সহজ ইসলামকে কঠিন থেকে কঠিনতর করে ফেলেছে।

    • @shakibshakib5667
      @shakibshakib5667 6 месяцев назад

      Sala pagol

    • @sahedhossain251
      @sahedhossain251 5 месяцев назад

      কুরআনে নামাজ রোজা যাকাত হজ কথা বলা আছে অশ্লীলতার থেকে বাঁচার কথা বলা আছে উত্তম ব্যবহারের কথা বলা আছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা বলা আছে মাতা পিতার সাথে ভালো ব্যবহার সহ অনেক কিছু বর্ণনা আছে কিন্তু এইগুলা বাস্তবে কিভাবে নিজের জীবনে প্রয়োগ করব তা মোহাম্মদ সাল্লাহু সাল্লাম দেখাইয়াছেন। আমি অনেক চেষ্টা করেছি কোরআন হাদিস পড়ার এতে যা বুঝলাম হাদিস মানার দ্বারা মূলত কোরআনকেই পুরাপুরি মানা হয় সুন্দর ভাবে আর হাদিস ছাড়া কোরআনের এরকম অনেক হুকুম আছে যেগুলা মানতে গেলে মানুষ ঘুরপাক খাবে। সর্বোপরি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করি আল্লাহরই হুকুম মান্য করে। আল্লার এই দাসত্ব করি আর সমস্ত কাজ আল্লাহর এই সন্তুষ্টির জন্য করে। আমরা কোন ব্যক্তি এমনকি নবীর জন্য এবাদত করি না আল্লাহর সন্তুষ্টির জন্য করে।

  • @MrKajol-xw8sw
    @MrKajol-xw8sw Год назад +6

    আলহামদুলিল্লাহ্ দুজনের বিশ্লেষন খুবই তাৎপযপূর্ণ ও জ্ঞান গভীর আলোচনা। এখানে একটা বিষয় খেয়াল করলাম যে, আব্দুল্লাহ্ বিন আব্দুর রাজ্জাক সাহেব যখন কথা বলছেন তখন খুব মনোযোগি শ্রোতা হয়ে উপস্থাপক ও সজল রোশান শুনছেন কিন্তু সজল রোশান যখন বক্তব্য পেশ করছেন তখন আব্দুর রাজ্জাক ভাই অন্য কারোও সাথে আরোচনা করছেন বা তার থেকে কোন নোট নিচ্ছেন। কোন ডিবেটের তো এভাবে হয় না। আর আমি তো ভাই কোন আলেম নই তবুও কোরআনের আলোকে আমার যতটুকু জ্ঞান হয়েছে নবীর আনুগত্য মানেই আল্লাহ্’র আনুগত্য এটা কোন ক্ষেত্রে যখন কোন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহন করছেন তখন সেনাপতি কে হবেন, কিভাবে যুদ্ধ পরিচালনা করবে এটা নবী মুহাম্মাদ (সা:) নির্দেশ দিতেন সেটাকে মান্য করার কথা বলা হচ্ছে, এটা তো আল্রাহ্ ওহীর মাধ্যমে বলেননি এই ধরনের অনেক আনুগত্য যা কোরআনে বর্ণিত নাই কিন্তু প্রয়োজনে নির্দেশ দিয়েছেন, কোন কথা যদি সাহাবীরা জানতে চাইতো তা যদি কোরআনে না থাকতো তাহলে তিনি ওহীর মাধ্যমে যা জানতেন তাই বলতেন, তারপর এক যাত্রায় নবী (সাঃ) এর স্ত্রীকে নিয়ে অনেকে সন্দেহে অপবাদ দিয়েছিলেন সেই অপবাদের বিপক্ষেও আল্লাহ্ ওহী নাযিল করে জানাইয়া দিয়েছেন, আসলে কোরআনের সাথে সাংর্ষিক কোন হাদীস আমাদের মানা উচিত নয়।

    • @tajbirhossan8314
      @tajbirhossan8314 Год назад

      Eta apnr Qur'an hadith nie deep knowledge na thakar jonno eta mone hocce, Qur'an o sohi Hadith kokono birodi hote pare na, juge juge kono boro alem birodi bole nai,

    • @TrueSeeker
      @TrueSeeker Год назад

      ঠিক

  • @md.mehedihasan2238
    @md.mehedihasan2238 3 года назад +60

    আল-হামদুলিল্লাহ। দুজনের আলোচনাই খুব অর্থবহ হয়েছে। কোনো কাদা ছোড়াছুঁড়ি হয়নি। ভয়ে ছিলাম যে ইসলামের সৌন্দর্য নষ্ট হবে এই ডিবেটের মাধ্যমে। কিন্তু শুকরিয়া যে এরকম কিছুই হয়নি। আলোচনা মূলত এরকমই প্রফেশনাল হওয়া উচিত। সাগর ভাই, সজল ভাই এবং আব্দুল্লাহ ভাইকে অশংখ্য ধন্যবাদ এমন প্রাণবন্ত আলোচোনা উপহার দেয়ার জন্য।

    • @abdulmabud3415
      @abdulmabud3415 3 года назад

      Ameen

    • @abdullahalkhalid8706
      @abdullahalkhalid8706 3 года назад +6

      পবিত্র কুরআনকে অসম্মান করেছেন জনাব আব্দুল্লাহ

    • @abdullahpatwary9376
      @abdullahpatwary9376 3 года назад +1

      @green2reef খবরে হাদিস, গায়রে মাতলু হাদিসসহ অধিকাংশ হাদিস অস্বীকার করলেন সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান। আহলে হাদিস এবং সালাফিদের গালে জুতার বাড়ি মারলেন সৌদির এই নীতি নির্ধারনী ক্ষমতাধর ব্যক্তি।
      ruclips.net/video/xdP0VE_h_F8/видео.html

    • @siamchy
      @siamchy 6 месяцев назад +1

      😂😂

  • @rafiqulislam-ks2js
    @rafiqulislam-ks2js 2 года назад +54

    অনেক সুন্দর আলোচনা।
    যে যত বেশি অর্থ বুঝে কুরআন পড়বে! ততই জ্ঞানের গভীরে প্রবেশ করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে অফুরন্ত জ্ঞান ও সম্মানে সক্ষম হবেন। ইন-শা-আল্লাহ।

  • @beparyemon8904
    @beparyemon8904 Год назад +25

    আলহামদুলিল্লাহ আবদুল্লাহ ভাই সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ তাকে আরো কবুল করুক দ্বীনের জন্য ❤

    • @shamsulkhan4542
      @shamsulkhan4542 6 месяцев назад

      ইসলাম ধর্মের সজল রোশন এবং আহলে হাদিস সালাফি ধর্মের আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।কার জয় হবে? ইসলাম ধর্মের নাকি সালাফি ধর্মের?

  • @majbauddin7665
    @majbauddin7665 3 года назад +39

    আহলে হাদিস দের উপর আমার একটু এলার্জি আছে হয়তো ভবিষ্যতে ও থাকবে কিন্তু আব্দুল্লাহর জ্ঞান দেখে আমি এতটাই মুগ্ধ যে আমার তালিকায় হাতেগোনা যে কিছু মানুষ প্রিয় ব্যাক্তিত্বের স্থানে ছিল সেখানে আব্দুল্লাহ ও অন্তর্ভুক্ত হয়ে গেল

    • @mohammadmashudalam8219
      @mohammadmashudalam8219 3 года назад

      rightly bujar try korle kono allergy thakbe na InshaAllah...

    • @bsfagaming2794
      @bsfagaming2794 3 года назад +4

      কুরআন ও হাদীস নিয়ে লেখাপড়া করেন , এলার্জি চলে যাবে , ভালোবাসা তৈরি হবে ইনশাআল্লাহ।

    • @user-pg5bw3ii1k
      @user-pg5bw3ii1k 3 года назад +1

      @@bsfagaming2794 রাইট

    • @mdrabiul1569
      @mdrabiul1569 3 года назад

      @@bsfagaming2794 ঠিক

    • @ShakilKhan-gn5rv
      @ShakilKhan-gn5rv 3 года назад +4

      প্রিয় ভাই, এলার্জি একধরনের রোগ, আর প্রতিটি রোগের ঔষুধ প্রয়োজন। সালাফি মানহাজকে জানুন, প্রশ্ন করুন, উত্তর নিন। তার পর সিদ্ধান্তে আসুন। ধন্যবাদ। আল্লাহ আপনার জ্ঞানে বরকত দিক।

  • @muhammadal-amin2074
    @muhammadal-amin2074 3 года назад +40

    মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। ২ বার সময় শেষ হয়ে যাবার পরেও সাগর ভাই শাইখ আব্দুল্লাহ কে থমান নি। কেননা তার কথা বলার ফ্লো এবং তথ্যবহুল আলোচনা সত্যিই অবাক করার মত।
    আল্লাহ তুমি শাইখ আব্দুল্লাহ জ্ঞান ও প্রজ্ঞা আরও বাড়িয়ে দাও এবং তাকে ইসলামের জন্য কবুল করো আমিন।

    • @misbahchowdury4609
      @misbahchowdury4609 Год назад

      এদেশের গরু-ছাগল ?😁😅😆এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
      যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।

    • @বাংলারমুখbanglarmukh
    • @manirulislam8899
      @manirulislam8899 Год назад +1

      Right brother

  • @shamimamirza94
    @shamimamirza94 5 месяцев назад +6

    সজল ভাই এর ব্যাখ্খা এত তাৎপর্য পূর্ণ এবং তার উপস্থাপনা এত সাবলিল …
    আল্লাহ আমাদের সঠিক পথ দেখাও

    • @thinkingoo125
      @thinkingoo125 2 месяца назад

      কোরান (৩৩:৫০) : হে নবী (সা.)! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহরানা তুমি প্রদান করেছ; আর বৈধ করেছি আল্লাহ ফায় (বিনা যুদ্ধে লব্ধ) হিসেবে তোমাকে যা দান করেছেন তার মধ্য হতে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, তোমার মামার কন্যা ও তোমার খালার কন্যাকে যারা তোমার সঙ্গে হিজরাত করেছে। আর কোন মু’মিন নারী যদি নবীর নিকট নিজেকে নিবেদন করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় সেও বৈধ, এটা মু’মিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য যাতে তোমার কোন অসুবিধে না হয়। মু’মিনগণের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার তা জানা আছে। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
      কোরান(৭০:৩০) : তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত; এতে তারা নিন্দনীয় হবে না। [১] [১] অর্থাৎ, মানুষের যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য দুটি বৈধ মাধ্যম রেখেছেন। একটি হল স্ত্রী। আর দ্বিতীয়টি হল অধিকারভুক্ত ( যুদ্ধবন্দিনী অথবা ক্রীত )দাসী। বর্তমানে এই অধিকারভুক্ত দাসীর ব্যাপারটা ইসলামের নির্দেশিত কৌশল অনুসারে প্রায় শেষই হয়ে গেছে। তবে আইনগতভাবে এই প্রথাকে একেবারে এই জন্য উচ্ছেদ করা হয়নি যে, ভবিষ্যতে যদি এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, তাহলে অধিকারভুক্ত দাসী দ্বারা উপকৃত হওয়া যেতে পারে। মোট কথা ঈমানদারদের এটাও একটি গুণ যে, তাঁরা যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য ( উক্ত দুই মাধ্যম ছাড়া ) কোন অবৈধ মাধ্যম অবলম্বন করে না।
      এই দুটো ব্যাখ্যা আপনি পড়ুন ও চিন্তা করুন. সন্দেহ থাকলে বাড়িতে কোরান থাকলে সেটা নিয়ে নিজে পড়ুন. আপনি নিশ্চই কখনও চাইবেন না আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করুক. এটা উচিত নয় মনে হয় কারণ এতে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়. আমরা বনের পশু নয়, আমরা মানুষ,আমাদের নিজস্ব বোধবুদ্ধি আছে ,তাই আমরা নিজেদের সংযমে রাখতে পারি. কিন্তু যদি কোনো ধর্মগ্রন্থে এইরূপ কথা লেখা থাকে সেটা কি গ্রহণযোগ্য??? অনেকে বলবে এইসব সেই যুগের জন্যে ছিল এখন নেই. তবুও বলি - যেই যুগ হোক না কেনো। ধর্মগ্রন্থ তো সর্বদা এমন বিধান দেয় যা মানুষের উন্নতি করে ও সুস্থ ভাবে বাঁচতে শেখায়. ধর্মগ্রন্থ সর্বদা সকল মানুষ এর হয়ে কথা বলে ,কোনো নির্দিষ্ট জাতি বা সমপ্রদায়ের হয়ে নয়. এটা কি আপনি বুঝতে পারছেন ?? আমরা জানি যাহা স্বামীর তাহা স্ত্রীর. তাহলে ভোগ করার জন্যে স্ত্রী কি মূল্য দিতে হবে কেনো ?? যে মূল্য আমার কাছে আছে সেগুলোর ওপর অধিকার তো স্ত্রী এরও আছে. আপনি ভেবে দেখুন কোনো নারী কে ভোগ করার পর তাকে সেই মূল্য দিলে সেই নারীর পরিচয় কি হয়!!!! এইসব কি সামাজিক মূল্যবোধ এর বিরোধী নয়??? আপনি যদি সুস্থ মস্তিষ্কে ভেবে থাকেন ও নিজে বই খুলে পড়েন ও পড়াশুনো করেন তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন এই প্রত্যাশা রাখি. শুভকামনা রইলো.

  • @mdshahinalam9640
    @mdshahinalam9640 Год назад +12

    আলহামদুলিল্লাহ পুরা আলোচনা শুনলাম, আর গভীরভাবে অনুধাবন করলাম।দুজনই অনেক জ্ঞানের অধিকারী।
    অনেক কিছু শিখলাম ও জানলাম।।
    ধন্যবাদ সাগর ভাই

    • @truefaith1718
      @truefaith1718 Год назад

      সুনান অাত - তিরমিজি
      হাদীস নং-৮৭৭
      পরিচ্ছদ -৪৯
      হজ্জ্ব অধ্যায়
      ইবনু আব্বাস হতে বর্ণিত,,,,,,,
      " হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতরণের সময় দুধের চেয়েও সাদা ছিলো,
      কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে দেয়।"
      অথচ সত্যিটা হচ্ছে,
      এই পাথর কালো হয়েছে আগুনে পুড়ে তাও আবদুল্লাহ্ ইবন জুবায়ের ( রাঃ) এর শাসনামলে।
      তখন গিলাফও পুড়ে ছাই হয়ে যায়।
      সেই থেকে মানুষের মুখে প্রচলিত,
      মানুষের পাপের কারণে এই পাথর কালো হয়েছে।
      আল্লাহ্ ছাড়া মানুষের গুনাহ্ মাফ করার আর কেউ আছে কি?
      কেউ যদি বিশ্বাস করে,
      এই পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে মানুষের পাপ শোষণ করে কালো হওয়ার তাহলে তো সেটা শিরক হয়ে যাবে।
      কারণ,
      আল্লাহ্ তাঁর গুনাহ মাফের ক্ষমতা কারোও সাথেই শেয়ার করেন না।
      যে বিষয়ে আল্লাহ্ কোনো প্রমাণ নাযিল করেন নাই তাঁর কিতাবে,
      সে বিষয়ে উজবেকিস্তানের নাগরিক ইমাম তিরমিজির লেখা হাদীসে বিশ্বাস এনে পরকাল ধ্বংস করবেন?

  • @anismahmud9490
    @anismahmud9490 2 года назад +63

    আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই এর নেক হায়াত বাড়িয়ে দিক আল্লাহ। এতো অল্প বয়সে কতো সুন্দর করে উপস্থাপন করলেন কোরয়ান ও হাদিসের গুরুত্ব। মাশাল্লাহ ❤️

    • @truefaith1718
      @truefaith1718 Год назад

      তিরমিজি ৮৭৭ এ শির্ক আছে।

    • @nurulhoque3314
      @nurulhoque3314 11 месяцев назад

      আব্দর রাজ্জাক এতই জ্ঞানী তাইত সূরা মায়েদা ৪৪ নাম্বার আয়াত পরেনা। ধর্ম ব্যবসায়ী

    • @shamsulkhan4542
      @shamsulkhan4542 10 месяцев назад +1

      দোয়া করি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক যেন আরো সহিহ হাদিস লিখতে পরেন।

    • @MainulIslam-qs9di
      @MainulIslam-qs9di 7 месяцев назад

      ​@@shamsulkhan4542, হাদিস ও হাদিসের সংকলনের ইতিহাস সম্পর্কে তৃমি মিসকিন! ইসলাম সম্পর্কে কতটা জ্ঞান আছে তা প্রশ্ন সাপেক্ষ!

    • @jahanintl.academy9839
      @jahanintl.academy9839 4 месяца назад

      আবদুল্লাহর উচিত আরও একটা হাদিসের বই রচনা করা...........নাম হবে সহীহ আবদুল্লাহ ................ মার্কেটে ভালো চলবে কারণ এদেশে হাদিস ব্যবসায়ী জুব্বা পরা হুজুর দের বিশ্বাস করা পাবলিকের সংখ্যা বেশি

  • @mostafizur1597
    @mostafizur1597 3 года назад +85

    আলহাদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা।।প্রিয় সাগর ভাই ব্রাদার রাহুল এবং চর্মোনায়ের পীরকে একসাথে বসিয়ে এরকম একটা আলোচনা দেখতে চাই।।আমরা ইসলামের আসল সৌন্দর্য দেখতে চাই।।পীরদের বিভিন্ন কেরামতির গল্প শুনে বিধর্মিরা মুচকি হাঁসে।।আমরা ঈমান নিয়ে মরতে চাই।।

    • @pappusarker5201
      @pappusarker5201 3 года назад +2

      Hoile khuboi valo hoy.

    • @tahsinahmed6498
      @tahsinahmed6498 3 года назад +3

      Yess

    • @sabbirhossain588
      @sabbirhossain588 3 года назад +2

      Amio chai

    • @user-tc8fc6zs3z
      @user-tc8fc6zs3z 3 года назад +2

      ধর্ম ব্যবসায়ী সব মোল্লা তো হাদীস পন্থী। তাদের জড়ো করে কি লাভ?
      কুরআনে গভীর জ্ঞান আছে,এমন কারো কথা বলুন।

    • @musfaque
      @musfaque 3 года назад +8

      সজল সাহেব যে স্ট্যান্ডার্ডে কথা বলেছেন, বাক্য চয়ন করেছেন,
      সেটা বোঝার লেভেলে আবদুল্লাহ সাহেব যেতে পারেন নাই, এমনকি সঞ্চালক এর ও নেই।
      পুরোটা দেখেছি রাত জেগে। আবদুল্লাহ সাহেব শুধু তার সাজানো অধ্যায় বলে গেছেন। আর ডিবেট এর টপিক এ না থেকে বারবার এতদিন সজল সাহেব ভিডিও তে কি কি বলেছেন, বই এ কি কি লিখেছেন সেগুলো নিয়ে পূর্বলিখিত নোট পাঠ করে গেছেন।

  • @zahranislamtanzim4591
    @zahranislamtanzim4591 Год назад +36

    নিশ্চয়ই কোরআন পূর্ণাঙ্গ জীবনবিধান! একটি রাষ্ট্রের সংবিধান একটিই থাকে মুসলিম দের জন্য কোরআন সেই সংবিধান।

    • @AsRk..2024
      @AsRk..2024 Год назад

      সংবিধান এর ব্যাখ্যাও তো প্রয়োজন।

    • @arzone192
      @arzone192 Год назад

      @@AsRk..2024 কুরআন এমন একটা কিতাব, যেটা নিজে শয়নসম্পূর্ণ, যাহাকে ব্যাখ্যা করতে অতিরিক্ত কোন/কারো সাহায্যের দরকার নাই।
      সূরাঃ আল-আনকাবূত - ২৯:৪৯
      বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তাদের অন্তরে এ (কুরআন) স্পষ্ট নিদর্শন।[1] কেবল অনাচারীরাই আমার নিদর্শনকে অস্বীকার করে।

    • @HaqueCreation
      @HaqueCreation Год назад

      সব দল হাদীস নিয়ে গন্ডগোল

    • @nuraminsuza
      @nuraminsuza Год назад +2

      ​@@AsRk..2024 ব্যাখ্যা সংবিধান এর বাইরে নয়।

    • @fera24
      @fera24 5 месяцев назад

      সেই সংবিধান যার উপর নাযিল হয়েছে সে ছাড়া সে সংবিধান কে সবচেয়ে ভাল ব্যাখ্যা করতে পারে,??

  • @MdRubel-fq6nr
    @MdRubel-fq6nr Год назад +7

    পুরো বক্তব্য শুনছি অনেক ভালো লাগলো এইরকম ডিবেট আর চাই ইসলামকে জানবার বুজবার জন্য ধন্যবাদ সাগর ভাই এ রকম অনুষ্ঠান করার জন্য

  • @israfeelkhan6368
    @israfeelkhan6368 3 года назад +652

    আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কোরআন থেকেই প্রমাণ করেছেন, আলহামদুলিল্লাহ। শত শত রেফারেন্স আলহামদুলিল্লাহ। আমি অনেক বিতর্ক শুনেছি তবে এত রেফারেন্স সহ কোনোদিন শুনিনি।

    • @nurmohammad9326
      @nurmohammad9326 3 года назад +15

      মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।

    • @DoodleDoo
      @DoodleDoo 3 года назад +23

      Abdullah ekta sagol. O nijeke pondit mone kore kintu kisui jane na.

    • @mahossain9260
      @mahossain9260 3 года назад +38

      @@DoodleDoo এজন্যেই হাদীস অস্বীকারকারী সজল রোশন অসহায়ের মত আত্মসমর্পণ করেছে আলহামদুলিল্লাহ। শেষে না পেরে বলেছে ডিবেটে আসিনি আলোচনা করতে এসেছি। অসাধারণ জোক্স ছিল সেটা। 😂😂😂

    • @DoodleDoo
      @DoodleDoo 3 года назад +5

      @@mahossain9260 shudhu kuttar moto gheu gheu korlei debate jeta jay na

    • @mahossain9260
      @mahossain9260 3 года назад +21

      @@DoodleDoo হা হা এজন্যেই হাদীস অস্বীকারকারী সজল রোশন অসহায়ের মত আত্মসমর্পণ করেছে আলহামদুলিল্লাহ। শেষে না পেরে বলেছে ডিবেটে আসিনি আলোচনা করতে এসেছি। অসাধারণ জোক্স ছিল সেটা। 😂😂😂

  • @shakil4466
    @shakil4466 3 года назад +41

    সজল ভাইয়ের সব গুলো ভিডিও দেখেছি তার কথার যুক্তিগুলো বেশ ভাললাগে। আজকের পুরো ভিডিও দেখলাম এবং আব্দুল্লাহ ভাইয়ের কথা এই প্রথম শুনলাম সেই সাথে এইটা নিশ্চিত যে এমন গঠন মূলক আলোচনা এই প্রথম দেখেছি যেখানে, কোন তর্ক নেই । এমন আলোচনার ভিডিও আরো দিলে আমরা সবাই উপকৃত হইতাম।

    • @AbulKalam-rr5se
      @AbulKalam-rr5se 3 года назад +10

      সজল ভাই ভালো বলেছেন। হাদীস কুরআন শরীফ এর বিপক্ষে গেলে মানা যাবে না। পবিত্র কুরআন শরীফ সযংসম্পূর্ণ ধম'গ্রন্থ। সবাই ভালো থাকবেন।

    • @rowshonali7796
      @rowshonali7796 3 года назад

      আমার একটা প্রস্তাব, মৌলানা সাহেব ও আসিফ মহিউদ্দিন সাহেবের মধ্যে ডিবেটের আয়োজন করা যায় কিনা?

    • @saidurrahman3213
      @saidurrahman3213 2 года назад

      @1q11

    • @romjanmia8149
      @romjanmia8149 2 года назад

      999⁹⁰

    • @romjanmia8149
      @romjanmia8149 2 года назад

      Ì

  • @masudalam-ti4el
    @masudalam-ti4el Год назад +2

    অনেক দিন পরে ডিবেট দেখলাম মনোমুগ্ধকর। এতো সুন্দর দুজনার মইধ্যে বন্ডিংস ছিলো যা শ্রোতাদের কেও দেখার জন্য এবং বুঝার জন্য উৎসাহিত করেছে। হে আল্লাহ সকল নকল হাদিস নিপাত যাক সহি হাদিস প্রকাশ পাক।

  • @user-oq8vj5gh2z
    @user-oq8vj5gh2z Год назад +20

    সজল রোশনের আলোচনা শুনে মুগ্ধ হলাম। তথাকথিত হুজুররা এই আলোচনা থেকে কিছুু শিখা উচিত। হুজুরদের আলোচনা শুনলে মনে হয় ইসলাম ধর্মটা খুবই কঠিন ও জটিল। আর সজলের আলোচনা শুনে মনে হল ইসলাম আসলেই সহজ এবং সুন্দর ধর্ম।

    • @AsRk..2024
      @AsRk..2024 Год назад

      অনেক আলেম ই এরকম আছে যারা ইসলামকে কঠিন করে তোলেন।
      তবে কুরআন ও সহিহ হাদিস মানেন, এরকম আলেমের অভাব নাই।

  • @riponripat3386
    @riponripat3386 3 года назад +30

    আব্দুল্লাহ ভাইয়ের শব্দ চয়ন আর সৌজন্যতা দেখে অবাক হয়েছি আসলে যে যতটা জ্ঞানী সে ততটা ভদ্র
    সজল ভাইয়ের উচ্চতর রিসার্চ আর প্রশ্ন গুলোর কারনেই সঠিক বেঠিক ব্যাপার গুলো বুজতে পেরেছি।
    সাগর ভাই এই আলোচনাটাই আপনার সর্বকালের সেরা আয়োজন, এই রকম আরো আলোচনা চাই

    • @neelmoni8885
      @neelmoni8885 3 года назад +1

      @@irinpervin1254 eta kajer buyar oggota bukhari muslimer dost a koi?

  • @rajdhanee8623
    @rajdhanee8623 3 года назад +214

    ধন্যবাদ সাইফুর সাগর ভাই।
    আমার প্রিয় চ্যানেন ফেস দ্যা পিপলস জনগনের জন্য যত কল্যাণকর কাজ করে দিয়েছে সমস্ত টিভি চ্যানেলের সমস্টি তা দিতে পারে নি আলহামদুলিল্লাহ

    • @theholyquranandmodernscien1517
      @theholyquranandmodernscien1517 3 года назад +6

      💟রাইট ভাই, সাগর ভাইয়ের জন্য কান্না করে দোয়া করতে মন চাচ্ছে। আল্লাহ তায়ালা প্রান প্রিয় সাগর ভাইকে নেক হায়াত দান করা 💟

    • @hasiburrahman6273
      @hasiburrahman6273 3 года назад +3

      আসসালামুয়ালাইকুম
      সাগর ভাই হানাফী এবং সালাফি মধ্যে যে পার্থক্য সেই বিষয়ে একটি ডিবেট করতে পারলে আমাদের সবার উপকার হবে

    • @nurmohammad9326
      @nurmohammad9326 3 года назад +3

      মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।

    • @zahidhossain9166
      @zahidhossain9166 3 года назад

      @KAWSAR Ahmed ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল... বাংলায়ও দালাল, ইংরেজিতেও দালাল, হিন্দিতেও দালাল

    • @mahihasnatniloy9672
      @mahihasnatniloy9672 3 года назад

      @@irinpervin1254 নাম দেখে মুসলিম মনে হলেও, ইসকনের সদস্য, কোন সন্দেহ নেই

  • @romansomazder1296
    @romansomazder1296 Год назад +14

    আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আব্দুল্লাহ ভাইয়ের ইলম ও আমলের মধ্যে আরও বারাকাহ দান করুন!

  • @mdsharifulislam462
    @mdsharifulislam462 Год назад +17

    আজ দ্বিতীয় বার পূর্ণ শুনলাম, মাঝখান সিরিয়াল হিসাবে খণ্ডিত গুলো অনেক বার শুনেছি। ধন্যবাদ সজল কে আমি এখন কোরআন শুনি অর্থ সহ।

    • @raselahmedKamrul
      @raselahmedKamrul 5 месяцев назад

      দুইটা আয়াত পরিয়েন ১৪ নং সুরা আয়াত ৪। ১৯ নং সুরা আয়াত ৯৭

    • @Hauntedkausar
      @Hauntedkausar 3 месяца назад

      @@raselahmedKamrul আল-আনকাবূত ২৯ নং সুরার ৯৭ নং আয়াত কোথায় পেলেন ? আপনের কাছে ওহি মারফত পাঠানো হইছে নাকি ৯৭ নং আয়াত ?

  • @zahidulecho
    @zahidulecho 3 года назад +82

    আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা। এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য । এই অনুষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

    • @mahfuzurrahman974
      @mahfuzurrahman974 2 года назад

      Green2reef
      You didn’t get the discussion at all.

    • @mahfuzurrahman974
      @mahfuzurrahman974 2 года назад

      Ekhane alochona Hadeeth hadeeth er jaygay.
      Quran is a complete guide book for the muslim.
      Quran er biporit kono hadeeth cholbe na.
      Hadeeth ashchey after 200 years.
      Hadeeth collect hobar ager oi 200 bosor jara hadeeth er book pannai...tader tahole ki hobe?
      Etuku bujhlei bakita clear.
      Hadeeth hadeeth er jaygay.
      R Quran shobar upore.
      Un parallel!
      Shukran.

  • @Prokashika
    @Prokashika 3 года назад +375

    ফেস দ্যা পিপুলের ইতিহাসে সেরা গঠনমূলক অনুষ্ঠান❤️❤️

    • @pappusarker5201
      @pappusarker5201 3 года назад +7

      Yes.

    • @md.anowarparvej4007
      @md.anowarparvej4007 3 года назад +4

      Right

    • @kazisalim7630
      @kazisalim7630 3 года назад +3

      কুরআন আল্লাহর বাণী যা তার পয়গম্বর এর মাধ্যমে পৃথিবীতে তিনি পাঠিয়েছেন,, তাই তিনি কোরআনে পরিপূর্ণ ব্যাখ্যার প্রয়োজন বোধ করেননি,, কুরআন এবং পয়গম্বর এ দুটির মাধ্যমেই আল্লাহ পাক তার নিজেকে প্রকাশের যে উদ্যোগ সেটা পরিপূর্ণ করেছেন,, যেহেতু কোরানের মতোই পয়গম্বরও পাঠিয়েছেন,, কুরআন এবং পয়গম্বর দুই আল্লাহর নিদর্শন সুতরাং কুরআন এবং পয়গম্বর একই সূত্রে গাঁথা,, যে পয়গম্বর এর কোনো প্রয়োজন অস্বীকার করবে সে প্রকৃত অর্থে কুরআনকে অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করবে,, এইটা যারা বুঝবে না তাদের জ্ঞানের ঘাটতি সারা জীবন থেকে যাবে আর কোন ব্যাখ্যাই এর জন্য প্রযোজ্য নয়,,

    • @tarin2764
      @tarin2764 3 года назад

      Fathana

    • @msd805
      @msd805 3 года назад +2

      @@kazisalim7630 তারা কি বলছে, আপনি তার একলাইন ও বুঝেননি আর ১০ লাইন লিখে বসে আছেন।

  • @sadihasan8463
    @sadihasan8463 5 месяцев назад +2

    আমি একজন আহলে হাদীস, তবে সজল ভাই এর ধৈর্য, এবং গঠনমূলক আলোচনা শুনে আমি মুগ্ধ,। আমি ২ বার দেখলাম ৩+৩ ৬ ঘন্টা দেখেছি। আল্লাহ আপনার নেক হায়াত দান করুক।

  • @mdshahinalam9640
    @mdshahinalam9640 Год назад +11

    মাশাআল্লাহ চমৎকার আলোচনা। মনোযোগ অন্য দিকে সরানোর কোন রাস্তা পাচ্ছি না।
    ধন্যবাদ দুই জনকেই

    • @truefaith1718
      @truefaith1718 Год назад

      সুনান অাত - তিরমিজি
      হাদীস নং-৮৭৭
      পরিচ্ছদ -৪৯
      হজ্জ্ব অধ্যায়
      ইবনু আব্বাস হতে বর্ণিত,,,,,,,
      " হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতরণের সময় দুধের চেয়েও সাদা ছিলো,
      কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে দেয়।"
      অথচ সত্যিটা হচ্ছে,
      এই পাথর কালো হয়েছে আগুনে পুড়ে তাও আবদুল্লাহ্ ইবন জুবায়ের ( রাঃ) এর শাসনামলে।
      তখন গিলাফও পুড়ে ছাই হয়ে যায়।
      সেই থেকে মানুষের মুখে প্রচলিত,
      মানুষের পাপের কারণে এই পাথর কালো হয়েছে।
      আল্লাহ্ ছাড়া মানুষের গুনাহ্ মাফ করার আর কেউ আছে কি?
      কেউ যদি বিশ্বাস করে,
      এই পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে মানুষের পাপ শোষণ করে কালো হওয়ার তাহলে তো সেটা শিরক হয়ে যাবে।
      কারণ,
      আল্লাহ্ তাঁর গুনাহ মাফের ক্ষমতা কারোও সাথেই শেয়ার করেন না।
      যে বিষয়ে আল্লাহ্ কোনো প্রমাণ নাযিল করেন নাই তাঁর কিতাবে,
      সে বিষয়ে উজবেকিস্তানের নাগরিক ইমাম তিরমিজির লেখা হাদীসে বিশ্বাস এনে পরকাল ধ্বংস করবেন?

    • @shakibshakib5667
      @shakibshakib5667 6 месяцев назад

      Tarpor ki bujlen

  • @camerabazar5250
    @camerabazar5250 3 года назад +107

    সজল আর আব্দুল্লাহ এর মুচকি হাসিটা খুব ভালো লাগছে,,,,,এই আলোচনা সত্যি মুগ্ধ করেছে,,,,,
    আল্লাহ্‌ আমাদে সিরাতুল মুস্তাকিম দান করুন,,,,,

    • @ALLTIMEBD
      @ALLTIMEBD 3 года назад +10

      আব্দুল্লাহ ভাই মনোযোগ দিয়ে প্রশ্ন শুনেননি। উনি আসে পাশে কথা বলা আর হাসাহাসিতে একটু বেশি ব্যাস্ত ছিলেন।
      তাই সজন ভাইকে ভুল বুজেছে।

    • @mdrashelmdrashel5308
      @mdrashelmdrashel5308 3 года назад +7

      সজল ভাই আপনাকে অনেকে অনেক ধন্যবাদ আপনি কুরআন থেকে অনেক কিছু স্পষ্ট করে দিয়েছেন যদি কারো জ্ঞান থাকে তাহলে সে তার জ্ঞান এবং দলিল দিয়ে বুঝে নিবেন

    • @mrfoysal1879
      @mrfoysal1879 3 года назад +1

      @@ALLTIMEBD,
      সজল ভাইতো আপনার মতো এই অভিযোগ করেনি, তাহলে কেনো আসছেন এখানে বিভেদ তৈরি করতে।

    • @ALLTIMEBD
      @ALLTIMEBD 3 года назад

      @@mrfoysal1879 ভাই। এইমাত্র আমার কমেন্টস এর নিচে আপনি যেমন আপনার মতামত টা তুলে ধরলেন। তাতে কোনো সমস্যা হয়েছে আমার মনে হয় না। ঠিক তেমনি আমিও আর দশজনের মত আমার ব্যক্তিগত মতামত দিয়েছি.। তাতে আপনার কোথায় লাগলো?

    • @mrfoysal1879
      @mrfoysal1879 3 года назад +1

      @@ALLTIMEBD,
      না ভাই আমি আপনার মতলব তুলে ধরলাম মাত্র।

  • @djchannel8154
    @djchannel8154 3 года назад +18

    সজল রোশন স্যার কে আমি
    ২০১০ থেকেই চিনি।
    তিনি অনেক জ্ঞানী একজন মানুষ
    তার ট্রেনিং গুলো দুর দান্ত

    • @mirazislam070
      @mirazislam070 3 года назад

      ruclips.net/video/voZx3nHnzdw/видео.html রাহুল ভাই এর মুখ থেকে শুনুন সজল একজন মিথ্যাুক। খন্ডন

    • @lionking2606
      @lionking2606 2 года назад

      1:32:27 🔥 Nice answer

    • @truefaith1718
      @truefaith1718 Год назад

      @@mirazislam070
      তিরমিজি ৮৭৭ এ শির্ক বিদ্যমান

    • @misbahchowdury4609
      @misbahchowdury4609 Год назад

      @@mirazislam070 এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
      যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ.. - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।

  • @taposhmitra5849
    @taposhmitra5849 Год назад +7

    সজল রোশন সাহেবের অনেক আলোচনা শুনেছি। তাতে কখনও মনে হয়নি তিনি নাস্তিক বরং তিনি পূরো আস্তিক এবং উদার মানুষ, ধর্মিক মানুষই মনে হয়েছে। ধন্যবাদ সকলকে।

    • @TrueSeeker
      @TrueSeeker Год назад +1

      সঠিক বলেছেন

    • @mofazzalsabuj1013
      @mofazzalsabuj1013 Год назад

      জ্বি,,,, যেমন হিযবুত তাওহীদ এমাম সেলিও ও একজন বিশ্বাসী। কিন্তু তার পদ্ধতি অনুসরন করলে অনেক লাব, অনেকগুলো মেয়ে মানুষ পাবেন নামায রোজার দরকার নাই। দাঁড়ি ইসলামের মৌলিক বিষয় না, পর্দা করতে হবে না আরো ইত্যাদি ইত্যাদি সেরকম

  • @masattarmolla6732
    @masattarmolla6732 Год назад +8

    আল্লাহ তায়ালা বলেছেন,আমার কথা নয় এমন একটি কথাও যদি আমার নবী বলার চেষ্টা করিতেন,তাহলে আমি তাঁহার কণ্ঠনালী চিপে ধরতাম।

    • @mr.billah
      @mr.billah 10 месяцев назад

      রেফারেন্স দিলে ভালো হতো।

    • @user-zj6mo6ps6o
      @user-zj6mo6ps6o 7 месяцев назад +2

      সূরা হাক্কা আয়াত 45 46 47​@@mr.billah

  • @sanowarhossain4839
    @sanowarhossain4839 3 года назад +16

    আবদুল্লাহ ভাইয়ের আলোচনা, যুক্তি, পালটা প্রশ্ন দেওয়া দেখে আমি মুগ্ধ। যারা বলে এখানে আবদুল্লাহর বদলে অন্য কেউ থাকলে ভালো হতো তাদের বলি হাদিস বিষয় আবদুল্লাহ একজন বিশেষজ্ঞ।

    • @irinpervin1254
      @irinpervin1254 3 года назад +1

      Quran theke namaz ki vabe porben ta dylam. Magriber koto Rakat bukharite, muslim e nai. Mosjidul haram theke nite hobe. Please quran k ask na kore bukhari, muslim theke namajer rakat er number den . Sob rasul soman , no difference 4.(150-152,), 2.185. Mobile e long write difficult, by short writing very difficult to understand.but I am trying. Isa (as) is ramot for all human beings not limited in gottro. 19.21. Ibrahim (as) is emam for all human beings not limited people 2.124. R 2.125 e emmamoty korechen. Tini ki mather upore hat / hand tule namaz porten naki buke hat dye porten? Namez chilo. Onno nobi rasul der salat alada quran e kothai bola ase?Mohammad ph ta follow korechen. From 16.123. How could Mohammad Ph follow the religion of Ibrahim as . Ta quran e lekha nai. In short, stand, ruku sizda = 22.26. 4.202, 4.103.kibla 2:( 144-150), stand, 73.2, 26.218. How one can stand in front of Allah 20. 111(face down), hat badha, hat(hand) hanging sob e bukharider hadis e allow.( Musa as namaz 10.87, hand position by Allah, who like it. 4.77)To remove evil 16.98.recite 73.20, 29.45 recite from quran not from outside. Don't call any human being even nobi from 72.18 .Nioter ayat vule gechi. Recite sound 17.110.tagbir 17.111,29.45 , 6.19 if Allah ask u who is Akber, answer =Allah is akber, Allah akber. It means Allah is greater than being described. From 22.37 litakabirul=highest bola. Shura fatiha 15.87 with any shura 3.113 .ruku 2.125. 3.43 , 22.77,22 .25,22.26. Ruku is transition movement to sujud. Say shubvana robbial Al amin, as salamtu lirabbil alamin. like this . Number is not major issue. 56.78 . R o prochur tasbih ase. Ruku, sezda te Kew shura pore na. Allah k prosongsha kore. sizda= 15.98, 2.125, 96.19 .koi sezda 2 por por 26.219 . Boithok 5o.4o rakat 1, 2 and more bola ase quran e r mosjidul haram theke sobai namaz learn korbe.. quran er bahire hadis pore namaz onek moto birodh ase. Writing e kichu vul hote pare. Amin Kew k salat teach korchi na.just ayat dilam. Bukhari, muslim pore magrib kivabe porchen janaben.tader Kache magrib er rakat nai. Mosjidul haram 2. 125 theke pabo.

    • @islamictv5585
      @islamictv5585 3 года назад

      ‍আহলে কুরআন নামক দলটি মূলত খৃষ্টান মিশনারী।
      এদের প্রধান লক্ষ্য মুসলিমদেরকে রাসূল সাঃ এর হাদিস থেকে বিমুখ রাখা ও হাদিসের প্রতি কূটকৌশলে অনাস্থা তৈরী করা !
      তারা ভালো করেই জানে হাদিসগুলো কুরআনের খাদেম তাই হাদিস থেকে সরাতে পারলেই কুরআনের ভূল ব্যাখ্যা করে মুসলিমদেরকে খৃষ্টান বানানো সহজ হবে!
      এদের মিথ্যাচার হতে বাঁচুন,যার যার ঈমান হেফাজত করুন।
      ইসলাম=কুরআন+ রাসূল (সাঃ) এর সুন্নাহ ও হাদীস

    • @hossainmohammad2515
      @hossainmohammad2515 3 месяца назад

      SHUDU KURAN MANLE JADI KHRISTEN HAY, APOTTI NAI.

  • @mohammedrassel4533
    @mohammedrassel4533 3 года назад +42

    আমি দু'জনকেই রেগুলারলি পড়ি, শুনি এবং জানি। চমৎকার জ্ঞানী ব্যাক্তি উভয়েই। তাই,
    সত্যিই এটি একটি মহা ডিবেট। প্রিয় সাগর ভাই ও ফেস দ্যা পিপলকে ধন্যবাদ জানাই এমন সময়োপযোগী একটি বিষয় নিয়ে দারুণ এই ডিবেটটি আয়োজনের জন্য।

  • @razzaqmazumder4878
    @razzaqmazumder4878 9 месяцев назад +23

    মাশাআল্লাহ আবদুল্লাহ ভাই আপনার আলোচনা শুনার পর যে তর্কে লিপ্ত থাকবে সে পরিষ্কার পথভ্রষ্ট।

    • @Beagoodmuslim-kj8zf
      @Beagoodmuslim-kj8zf 7 месяцев назад

      Ami apner shatha infinity% Akmot..👍👍👍👍

    • @servicepointsrac8745
      @servicepointsrac8745 7 месяцев назад +1

      মানে হাদিসই আসল! তো পবিত্র কোরআন কি ?

    • @mollaabdul6526
      @mollaabdul6526 6 месяцев назад

      Abdullah was very aggressive to Shojol vai. Abdullah wanted to says, that hadith is greatest than Al-Quran.
      He wanted to prove it, that Shojol vai Doesn't believe hadith. But Shojol vai all time says i believe hadith. But i Don't believe those hadith which hadith conflict with Holy Quran.

    • @mollaabdul6526
      @mollaabdul6526 6 месяцев назад +1

      আব্দুল্লাহ পরিস্কারভাবে কোরআনকে বিভিন্ন অভিযোগের মাধ্যমে কোরআনকে অবমাননা করে যাচ্ছেন।

  • @sakifahmed6119
    @sakifahmed6119 Год назад +9

    আব্দুল্লাহ হুজুর বুঝতেই পারেন না যে কিছু মুখস্ত বিদ্যা দিয়ে এই মহা গ্রন্থ বুঝা অসম্ভব। বিশেষ করে সালাত এর আয়াত গুলো।

    • @AsRk..2024
      @AsRk..2024 Год назад +1

      হাদিস এর জ্ঞান বাদ দিয়ে, তাফসির বাদ দিয়ে কুরআনের সব আয়াত বোঝা যায় না।

    • @misbahchowdury4609
      @misbahchowdury4609 Год назад

      👍👍এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
      যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।

  • @azadsireducare5683
    @azadsireducare5683 3 года назад +537

    সজল রোশন সাহেবের ধৈর্য এবং ভদ্রতা এবং স্থিরতা আমাকে মুগ্ধ করেছে, আর যারা এখানে একটা বিশৃঙ্খলা বিবাদের আশা করছিলেন তাদেরকে হতাশ করেছে।

    • @m.k.8021
      @m.k.8021 3 года назад +113

      জি আলহামদুলিল্লাহ। সজল রওশন তার অজ্ঞতা প্রমানে উচ্চবাচ্য করে নি। ভদ্রতার সাথে নিজের অজ্ঞতাকে মেনে নিয়েছেন। তাই বিশৃঙ্খলা হয় নি আলহামদুলিল্লাহ।

    • @cosmictradeconcern6825
      @cosmictradeconcern6825 3 года назад +4

      👍👍👍

    • @Rakibulislam-mg3bb
      @Rakibulislam-mg3bb 3 года назад +55

      @@m.k.8021 অজ্ঞতার ব্যাপার আসলো কিভাবে???তিনি তার ধ্যান ধারণা থেকে কথা বলেছেন।পৃথিবীতে ৮৫০ কোটি মানুষদের মধ্যে ৬০০ কোটি অমুসলিম তার মানে তারা কি সবাই অজ্ঞ????

    • @aburubel8648
      @aburubel8648 3 года назад +37

      @@m.k.8021 ❌অাব্দুল্লা এর মতে,,,কোরঅান নাকি পরিপূর্ণ কিতাব নয়।
      But মহান অাল্লাহ বলেন,,,
      شَهِيدًا عَلَى هَـؤُلاء وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ
      সেদিন প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন বর্ণনাকারী দাঁড় করাব তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই এবং তাদের বিষয়ে আপনাকে সাক্ষী স্বরূপ উপস্থাপন করব।
      আমি আপনার প্রতি গ্রন্থ (কোরঅান) নাযিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্যে সুসংবাদ।।
      [সুরা নাহল - ১৬:৮৯]

    • @fakrulislampatwary5232
      @fakrulislampatwary5232 3 года назад +35

      সজল ভাই অনেক ভদ্র মানুষ

  • @mohammadshamim4456
    @mohammadshamim4456 3 года назад +145

    আব্দুল্লাহ,, যোগ্য বাপের যোগ্য সন্তান!
    আমাদের নতুন প্রজন্মের অহংকার!
    এগিয়ে যাও প্রিয় ভাই

    • @nurmohammad9326
      @nurmohammad9326 3 года назад +2

      মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।

    • @arafatramon3776
      @arafatramon3776 3 года назад +5

      আব্দুল্লাহ হুজুরের যুক্তিতে এটাই প্রমাণিত হয়েছে নাস্তিক বা বিধর্মীদের কোরআন নিয়ে অভিযোগ যুক্তিযুক্ত।তারা যে কুর আনকে বর্বর কোপাকুপি-চাপাতির গ্রন্থ বলে সেটা ঠিক আছে।শুধু কুরআন পড়ে কোন ননমুসলিম ইসলাম কে ভালবাসবে না।এজন্যই ইসলাম অন্যদের কাছে ঘৃনিত।তাহলে উপায় কি? কোর আনের সাথে হাদীস ও যোগ করে দিতে হবে।এগুলো কি মুসলিম রা মানবে?আব্দুল্লাহর মতে হাদীসে কোরআনের মত বর্বর কথা নাই।এভাবে কোরআনের অবমাননা করার পরেও লোকজন আব্দুল্লাহ কে বাহবা দিচ্ছে বুঝলাম না।

    • @rayhanmahmud6579
      @rayhanmahmud6579 3 года назад +1

      @@arafatramon3776 এক্সাক্টলি ভাই। অথচ কনভার্টেড মুসলিমদের মদ্ধে শুধু কুরআন পড়েই তাতে মুগ্ধ হয়ে মুসলমান হয়েছে তাদের সংখ্যাই বরং বেশি।

    • @rightorwrong2423
      @rightorwrong2423 3 года назад +3

      আব্দুল্লাহ সাহেব হাদিসের গ্রহনযোগ্যতা তুলে ধরতে গিয়ে আল্লাহ ও কোরানকে অবমাননা করলেন।

    • @musfaque
      @musfaque 3 года назад +3

      রাজ্জাক সাহেবের মতন তথাকথিত শিক্ষিত পাপীদের কারণে ইসলামকে নিয়ে মানুষ কটাক্ষ করে বা করার সুযোগ পায়। এই লোকগুলি ইসলাম ধর্মের প্রকৃত সৌন্দর্য ও রং নষ্ট করে দিয়েছে আর এদেরকেই অগুনিত মানুষ অন্ধভাবে অনুসরণ করে। দুঃখজনক

  • @Mehedi_2.7
    @Mehedi_2.7 11 месяцев назад +7

    sajal ভাইয়ের লেকচার খুবই ভালো লাগে।।

  • @mdshahinur7206
    @mdshahinur7206 10 месяцев назад +11

    আমরা নবীজির সঠিক হাদিস মানতে বাধ্য।

    • @sadminaziz665
      @sadminaziz665 9 месяцев назад +3

      আর সবচেয়ে সঠিক হাদিস তো কুরআন নিজেই।

    • @fera24
      @fera24 5 месяцев назад

      আমাদের এটাও মনে রাখতে হবে যে রাসূলের হাদিসও আল্লাহর বাণী,,কারণ আল্লাহ কোরআনে বলেছেন " আমি যা বলতে আদেশ করি নবি তাই বলেন"

  • @harunrashid124
    @harunrashid124 3 года назад +113

    ফেস দ্যা পিপুল অনুষ্ঠানের সর্বশ্রেষ্ঠ আলোচনা।মাওলানা সাহেব কে আল্লাহ দীর্ঘায়ু দান করুন্।আমিন।

    • @md.anowarparvej4007
      @md.anowarparvej4007 3 года назад +5

      Right

    • @farukazam7187
      @farukazam7187 3 года назад +1

      হুজুর এই ইসলামের অপপ্রচারকারীর সাথে আলোচনা করে লাভ নেই.

    • @englishinshort4626
      @englishinshort4626 3 года назад +2

      @@farukazam7187 কে অপপ্রচারকারী, ভাই?

    • @jahanintl.academy9839
      @jahanintl.academy9839 4 месяца назад

      আবদুল্লাহ পুরাই একটা অজাত................কোরআনের অপব্যাখ্যা দেয়..................ওরে লাগে জুতা দিয়ে পেটানো

  • @jasimuddinbrur6186
    @jasimuddinbrur6186 3 года назад +250

    খুবই অমায়িক ব্যবহার দুই জন কেউ কাউকে হেয় প্রতিপন্ন করা হয়নি আলহামদুলিল্লাহ ❤️❤️

    • @sakibhossain3761
      @sakibhossain3761 3 года назад +19

      এটাই সবচেয়ে ভাল লেগেছে। দুইজনই জ্ঞানী, ভদ্রলোক ও ভদ্রঘরের সন্তান।

    • @shuvoahmed8884
      @shuvoahmed8884 3 года назад +6

      এটাই আমাদের কাম্য ছিল

    • @md.touhidulislam5488
      @md.touhidulislam5488 3 года назад +5

      100% perfect comment on this debate @ jasin uddinbrur

    • @rmscreations7871
      @rmscreations7871 3 года назад +1

      সহমত

    • @gaziurrahman1623
      @gaziurrahman1623 3 года назад +4

      দুইজনই জ্ঞানী ব্যাক্তি ।

  • @birohirahad3438
    @birohirahad3438 Год назад +1

    আমিতো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের অনেক বক্তব্য শুনি। খুবই ভাল হয়েছে আমি এটা আশা করেছিলাম।
    সেইসাথে সজল রওশন ভাই কে ধন্যবাদ জানাই কারণ আপনি এই প্রশ্নগুলো না তুললে সঠিক উত্তর গুলো অনেকেরই জানা হত না। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই তো আমাদের আইকন । এগিয়ে যান দুর্বার গতিতে। দোয়া রইল আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে হেফাজত করুক আরো বেশি বেশি দ্বীনের খেদমত করার সুযোগ করে দিন। আমিন

  • @user-gz3bk3vo8y
    @user-gz3bk3vo8y 11 месяцев назад +2

    জাযাকাল্লাহ খায়ের অসাধারণ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইকে অসংখ্য মোবারকবাদ জানাই। তিনি অত্যন্ত সুন্দর ভাবে আলোচনা করেছেন।

  • @mosharefhossenkanak6142
    @mosharefhossenkanak6142 3 года назад +19

    আমার দেখা অন্যতম সেরার সেরা একটি আলোচনা অনুষ্ঠান,অনেক ধন্যবাদ সজল ভাইকে চমৎকার বিশ্লেষণ করার জন্য। ধন্যবাদ আব্দুল্লাহ ভাই কেও, আর বিশেষ করে সাগর ভাই কে ধন্যবাদ এতো চমৎকার আয়োজন করার জন্য 🙏, আমার মনে হয় এই আলোচনার পুরো বক্তব্য বুঝার জন্য ঠান্ডা মস্তিষ্কে বারবার দেখা উচিত।

  • @Orochiyashiro.
    @Orochiyashiro. 3 года назад +46

    এত সুন্দর একটা আয়োজন করার জন্য
    ফেস দ্যা পিপল কে আল্লাহ কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর থাকার তৌফিক দান করুন।

    • @rowshonali7796
      @rowshonali7796 3 года назад +1

      আমার একটা প্রস্তাব, মৌলানা সাহেব ও আসিফ মহিউদ্দিন সাহেবের মধ্যে ডিবেটের আয়োজন করা যায় কিনা?

    • @shahidurrahman235
      @shahidurrahman235 3 года назад +1

      সুন্দর আলোচনার জন্য উভায়কে আমার আন্তরিক অভিন্দন শুভেচ্ছা ও

    • @ZahidHasan-fb9pt
      @ZahidHasan-fb9pt 2 года назад +1

      @green2reef ঠিক বলেছেন

  • @shafiquehasan3113
    @shafiquehasan3113 2 месяца назад

    আব্দুল্লাহ ভাই এর আলোচনা শুনে মুগ্ধ হলাম।
    আল্লাহ, আব্দুল্লাহ ভাইকে আরও জ্ঞান গভীরতা দান করুক।আমিন❤

  • @meshbafaruktv8403
    @meshbafaruktv8403 7 месяцев назад +4

    অধিকাংশ লেবাসধারী আলেমগন অহংকারী কিন্তু আমি আব্দুল্লাহ সাহেবকে আমি অনেক ভালো আলেম জানতাম। আজ দেখলাম উনি ডিবেটে নিজে জিতবার জন্য সহজ ভাইকে প্রতারণার কথা বলেছেন কিন্তু সহজ ভাই ভদ্রলোকের মত উত্তর দিয়েছে। সেলুট সহজ ভাই।

  • @mdkotub9274
    @mdkotub9274 3 года назад +235

    এই চ্যানেলটা যে ইসলামের কতোটা উপকার করিতেছে আমাদের ধারণার বাইরে আল্লাহ তুমি সাগর ভাইকে উত্তম পতিদান দাও আমিন

    • @mdmosherrahman4933
      @mdmosherrahman4933 3 года назад +2

      সত্য বলেছেন

    • @islamictv5585
      @islamictv5585 3 года назад +6

      আহলে কুরআন অর্থাৎ হাদিস অস্বিকারকারী নামক দলটি মূলত খৃষ্টান মিশনারী।জাতি আজই ওদের প্রতারণা থেকে সচেতন হোন ও ঈমান হেফাজত করুন।

    • @nurmohammad9326
      @nurmohammad9326 3 года назад +1

      মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।

    • @md.ruhulalam2904
      @md.ruhulalam2904 3 года назад +1

      চমৎকার আলোচনা। দুজনকেই মোবারকবাদ।

    • @bdispr8120
      @bdispr8120 3 года назад +4

      আমাদের করণীয়, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে, কুরআনের ভুলে যাওয়া অংশকে হাই লাইট করার যে চেষ্টা সজল রোশান ভাই করেছেন, তা অপরিসীম গুরুত্বের। আলোচনায় হুজুর বেশ কিছু জিনিস পরিস্কার করেছেন বৈকি; কিন্তু এতে সজল ভাইয়ের মুল্যবান রিসার্সকে ঢেকে, গতানুগতিক বিশ্বাসকেই প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বর্তমান পরিস্থিতি বুঝে, সজল ভাইয়ের রিসার্সকে কাজে লাগানোর সৌভাগ্য দান করুন। আমিন। সবাইকে ঈদ মোবারক

  • @KaaL299
    @KaaL299 3 года назад +285

    সাগর ভাইকে শোভ কামনার সাথে হাজার সালাম জানাচ্ছি।এভাবেই ইসলাম উপরে উঠতে থাকবে।ইনশাআল্লাহ
    ফেস দ্যা পিপল জিন্দাবাদ

    • @KaaL299
      @KaaL299 3 года назад +2

      @@rasel.sarder সম্ভবতো সেই বুঝতে চাই।

    • @rubelsheikh613
      @rubelsheikh613 3 года назад +5

      @@rasel.sarder হাদিস সহী করল কে?

    • @nurmohammad9326
      @nurmohammad9326 3 года назад +1

      মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।

    • @mahbubmehedi6880
      @mahbubmehedi6880 3 года назад +2

      @@rasel.sarder আল্লাহর লানত এর পাকা বাশ পিছন দিয়ে ঢুকলেই বুঝবা আহলে কোরান কে ফেরকা নাম দেয়ার কত মজা।

    • @mahbubmehedi6880
      @mahbubmehedi6880 3 года назад

      @@rasel.sarder যদি তুই সত্য হয়ে থাকিস তাহলে আল্লাহ আমাকে, আর যদি আমি সত্য হয়ে থাকি তাহলে আল্লাহ যেন তোকে ধংস করেন।

  • @ismailhossainrihad
    @ismailhossainrihad 3 месяца назад

    যদিও ডিবেটটা আমি দেখেছি।তারপরও যত দেখি ততো মুগ্ধ হই, নতুন জিনিস জানতে পারি।
    আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের জ্ঞান আরো বাড়িয়ে দিন।আমিন।

  • @jos-kz8jq
    @jos-kz8jq Год назад +71

    আব্দুল্লাহ ভাইর কথা শুনে ঈমান আরও শক্তিশালী হল। আমরা হাদিস মানতে বাধ্য।

    • @truefaith1718
      @truefaith1718 Год назад

      সুনান অাত - তিরমিজি
      হাদীস নং-৮৭৭
      পরিচ্ছদ -৪৯
      হজ্জ্ব অধ্যায়
      ইবনু আব্বাস হতে বর্ণিত,,,,,,,
      " হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতরণের সময় দুধের চেয়েও সাদা ছিলো,
      কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে দেয়।"
      অথচ সত্যিটা হচ্ছে,
      এই পাথর কালো হয়েছে আগুনে পুড়ে তাও আবদুল্লাহ্ ইবন জুবায়ের ( রাঃ) এর শাসনামলে।
      তখন গিলাফও পুড়ে ছাই হয়ে যায়।
      সেই থেকে মানুষের মুখে প্রচলিত,
      মানুষের পাপের কারণে এই পাথর কালো হয়েছে।
      আল্লাহ্ ছাড়া মানুষের গুনাহ্ মাফ করার আর কেউ আছে কি?
      কেউ যদি বিশ্বাস করে,
      এই পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে মানুষের পাপ শোষণ করে কালো হওয়ার তাহলে তো সেটা শিরক হয়ে যাবে।
      কারণ,
      আল্লাহ্ তাঁর গুনাহ মাফের ক্ষমতা কারোও সাথেই শেয়ার করেন না।
      যে বিষয়ে আল্লাহ্ কোনো প্রমাণ নাযিল করেন নাই তাঁর কিতাবে,
      সে বিষয়ে উজবেকিস্তানের নাগরিক ইমাম তিরমিজির লেখা হাদীসে বিশ্বাস এনে পরকাল ধ্বংস করবেন?

    • @skmuzibur460
      @skmuzibur460 Год назад +1

      ঠিকই তো বলছেন কুরআন একটা হাদিস

    • @skyasinarafat5776
      @skyasinarafat5776 11 месяцев назад

      ঠিক ❤

    • @AbdullahilBaki-hu2gb
      @AbdullahilBaki-hu2gb 4 месяца назад

      রাজ্জাক সাহেব যা বলে তা বোঝা অনেক কঠিন এমন কঠিন করে কারণ ওনাদের ব্যাবসা বানিজ্য করা খুব সহজ।

  • @delwarhossain9029
    @delwarhossain9029 3 года назад +109

    দুজনের আলোচনা থেকে আমি উপকৃত হলাম। কোরআনে যা আছে তা তো মেনে চলবো সাথে হাদিসের সাহায্য নিবো যা সবার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ তা'য়ালা আমাদের সঠিক টা মেনে চলার তৌফিক দান করুন, আমিন !সজল ভাইকে ধন্যবাদ,স্বশিক্ষিত । আবদুল্লাহ ভাইকে ধন্যবাদ, ইসলামী পথে শিক্ষিত।

    • @nobelbaccukabirnillufar6983
      @nobelbaccukabirnillufar6983 3 года назад +1

      ঠিক

    • @hasanmofizurrahman9426
      @hasanmofizurrahman9426 3 года назад +1

      Sajol vi ke niye amio onk didha donde silam aj shob clear holo

    • @nazrulislamkabir5608
      @nazrulislamkabir5608 3 года назад +1

      আমি একমত।

    • @monicazaman2104
      @monicazaman2104 3 года назад +2

      মহান আল্লাহ পবিত্র কোরআনের বহু আয়াতে রাসূল সঃ কে মেনে চলার নির্দেশ দিয়েছেন | রাসূল সঃ তাঁর অনেক বাণীতে তাঁর উম্মাতকে কিভাবে পৃথিবীতে চলতে হবে এবং কিভাবে দৈনন্দিন জীবন পরিচালনা করতে হবে সে বিষয়ে উপদেশ দিয়ে গেছেন - যার নামই রাসূল সঃ এর হাদিস ؛ আর এসকল উপদেশ তিনি মহান আল্লাহর নির্দেশেই প্রদান করেছেন |মহান আল্লাহর অনুমোদন ছাড়া রাসূল সঃ কিছুই করেননি | রাসূল সঃ এর পবিত্র মুখ নিঃসৃত হাদিস যে মানবেনা তার পরিণতি সম্পর্কে মহান আল্লাহ নিম্নের আয়াত সমূহে বর্ণনা করেছেন - কাজেই, মিঃ সজল আসুন তর্কের খাতিরে তর্ক না করে মহান আল্লাহকে ভালোবেসে সত্যকে অনুধাবন করতে শিখি | আত্মম্ভরিতা পরিত্যাগ করি| মিঃ সজল, নিজের ভুল সংশোধন করে নিন সময় ফুরানোর আগেই| আখিরাতের নাজাতের কাছে দু - দশটা ভুল চিন্তার ফসল / বই পৃথিবী থেকে মুছে ফেলাটা এমন কিছুই নয় | আসুন নিচের আয়াত সমূহ অনুধাবন করি এবং নিজের চিন্তাধারা সংশোধন করি :
      সূরাঃ আন-নূর [24:63]
      لَّا تَجْعَلُوا۟ دُعَآءَ ٱلرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُم بَعْضًا قَدْ يَعْلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمْ لِوَاذًا فَلْيَحْذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِۦٓ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
      রসূলের আহবানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মত গণ্য করো না। আল্লাহ তাদেরকে জানেন, যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে। অতএব যারা তাঁর আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা এ বিষয়ে সতর্ক হোক যে, বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে।
      সূরাঃ আল-ইমরান [3:132]
      وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
      আর তোমরা আনুগত্য কর আল্লাহ ও রসূলের, যাতে তোমাদের উপর রহমত করা হয়।
      সূরাঃ আল-ইমরান [3:31]
      قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِى يُحْبِبْكُمُ ٱللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
      বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু।
      সূরাঃ আল-আনফাল [8:20]
      يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوْا۟ عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ
      হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ মান্য কর এবং শোনার পর তা থেকে বিমুখ হয়ো না।
      সূরাঃ আল-আহযাব [33:36]
      وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى ٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ ٱلْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدْ ضَلَّ ضَلَٰلًا مُّبِينًا
      আল্লাহ ও তাঁর রসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে, আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট তায় পতিত হয়।
      সূরাঃ আন-নূর [24:54]
      قُلْ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُم مَّا حُمِّلْتُمْ وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا۟ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ
      বলুনঃ আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্যে সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্যে তোমরা দায়ী। তোমরা যদি তাঁর আনুগত্য কর, তবে সৎ পথ পাবে। রসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টরূপে পৌছে দেয়া।

    • @monicazaman2104
      @monicazaman2104 3 года назад

      @@nazrulislamkabir5608 মহান আল্লাহ পবিত্র কোরআনের বহু আয়াতে রাসূল সঃ কে মেনে চলার নির্দেশ দিয়েছেন | রাসূল সঃ তাঁর অনেক বাণীতে তাঁর উম্মাতকে কিভাবে পৃথিবীতে চলতে হবে এবং কিভাবে দৈনন্দিন জীবন পরিচালনা করতে হবে সে বিষয়ে উপদেশ দিয়ে গেছেন - যার নামই রাসূল সঃ এর হাদিস ؛ আর এসকল উপদেশ তিনি মহান আল্লাহর নির্দেশেই প্রদান করেছেন |মহান আল্লাহর অনুমোদন ছাড়া রাসূল সঃ কিছুই করেননি | রাসূল সঃ এর পবিত্র মুখ নিঃসৃত হাদিস যে মানবেনা তার পরিণতি সম্পর্কে মহান আল্লাহ নিম্নের আয়াত সমূহে বর্ণনা করেছেন - কাজেই, মিঃ সজল আসুন তর্কের খাতিরে তর্ক না করে মহান আল্লাহকে ভালোবেসে সত্যকে অনুধাবন করতে শিখি | আত্মম্ভরিতা পরিত্যাগ করি| মিঃ সজল, নিজের ভুল সংশোধন করে নিন সময় ফুরানোর আগেই| আখিরাতের নাজাতের কাছে দু - দশটা ভুল চিন্তার ফসল / বই পৃথিবী থেকে মুছে ফেলাটা এমন কিছুই নয় | আসুন নিচের আয়াত সমূহ অনুধাবন করি এবং নিজের চিন্তাধারা সংশোধন করি :
      সূরাঃ আন-নূর [24:63]
      لَّا تَجْعَلُوا۟ دُعَآءَ ٱلرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُم بَعْضًا قَدْ يَعْلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمْ لِوَاذًا فَلْيَحْذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِۦٓ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
      রসূলের আহবানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মত গণ্য করো না। আল্লাহ তাদেরকে জানেন, যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে। অতএব যারা তাঁর আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা এ বিষয়ে সতর্ক হোক যে, বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে।
      সূরাঃ আল-ইমরান [3:132]
      وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
      আর তোমরা আনুগত্য কর আল্লাহ ও রসূলের, যাতে তোমাদের উপর রহমত করা হয়।
      সূরাঃ আল-ইমরান [3:31]
      قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِى يُحْبِبْكُمُ ٱللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
      বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু।
      সূরাঃ আল-আনফাল [8:20]
      يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوْا۟ عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ
      হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ মান্য কর এবং শোনার পর তা থেকে বিমুখ হয়ো না।
      সূরাঃ আল-আহযাব [33:36]
      وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى ٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ ٱلْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدْ ضَلَّ ضَلَٰلًا مُّبِينًا
      আল্লাহ ও তাঁর রসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে, আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট তায় পতিত হয়।
      সূরাঃ আন-নূর [24:54]
      قُلْ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُم مَّا حُمِّلْتُمْ وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا۟ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ
      বলুনঃ আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্যে সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্যে তোমরা দায়ী। তোমরা যদি তাঁর আনুগত্য কর, তবে সৎ পথ পাবে। রসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টরূপে পৌছে দেয়া।

  • @ashik000000000
    @ashik000000000 3 года назад +77

    মনে হচ্ছে আগামী বাংলার জাতীর নক্ষত্র আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক!

    • @jahangiralamchaudari2572
      @jahangiralamchaudari2572 3 года назад +4

      হতেও পারে !! তবে হাদিস বেচার ক্ষেত্রে!

    • @fahimbhuiyafahim.fahim.283
      @fahimbhuiyafahim.fahim.283 3 года назад +5

      @@jahangiralamchaudari2572 বড় মাপের ব্যবসায়ী হবেন আশা করা যায়।

    • @aklimanwar147
      @aklimanwar147 3 года назад +1

      হাদীস নিয়ে ব্যবসার শেষ নাই.....কথা শুনে মনে হচ্ছে হাদীসই ইসলামের সিলেবাস...how great !!! তাহলে The holy quran......!!!

    • @neyamatsumon
      @neyamatsumon 3 года назад

      @@jahangiralamchaudari2572 yes

    • @neyamatsumon
      @neyamatsumon 3 года назад

      @@fahimbhuiyafahim.fahim.283 yes

  • @obaidurrahman32
    @obaidurrahman32 Год назад +56

    আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস গুলো অবশ্যই মানতে হবে।

    • @truefaith1718
      @truefaith1718 Год назад

      সুনান অাত - তিরমিজি
      হাদীস নং-৮৭৭
      পরিচ্ছদ -৪৯
      হজ্জ্ব অধ্যায়
      ইবনু আব্বাস হতে বর্ণিত,,,,,,,
      " হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতরণের সময় দুধের চেয়েও সাদা ছিলো,
      কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে দেয়।"
      অথচ সত্যিটা হচ্ছে,
      এই পাথর কালো হয়েছে আগুনে পুড়ে তাও আবদুল্লাহ্ ইবন জুবায়ের ( রাঃ) এর শাসনামলে।
      তখন গিলাফও পুড়ে ছাই হয়ে যায়।
      সেই থেকে মানুষের মুখে প্রচলিত,
      মানুষের পাপের কারণে এই পাথর কালো হয়েছে।
      আল্লাহ্ ছাড়া মানুষের গুনাহ্ মাফ করার আর কেউ আছে কি?
      কেউ যদি বিশ্বাস করে,
      এই পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে মানুষের পাপ শোষণ করে কালো হওয়ার তাহলে তো সেটা শিরক হয়ে যাবে।
      কারণ,
      আল্লাহ্ তাঁর গুনাহ মাফের ক্ষমতা কারোও সাথেই শেয়ার করেন না।
      যে বিষয়ে আল্লাহ্ কোনো প্রমাণ নাযিল করেন নাই তাঁর কিতাবে,
      সে বিষয়ে উজবেকিস্তানের নাগরিক ইমাম তিরমিজির লেখা হাদীসে বিশ্বাস এনে পরকাল ধ্বংস করবেন?

    • @RabiolSk-tu6py
      @RabiolSk-tu6py Год назад +1

      No had is only kuran jindabad

    • @EEverGreen-hb6qq
      @EEverGreen-hb6qq Год назад

      আপনার কেনো মনে হলো না যে হাদিস মানতে হবে না,তার যদি হাদিস মানতেই হয় আপনার বক্তব্য কি সেই সাপেক্ষে?

    • @hossainmohammad2515
      @hossainmohammad2515 3 месяца назад

      sahi hadis kake bale?

  • @Ashraf-bd
    @Ashraf-bd Год назад +12

    দুজনের অভিজ্ঞতা অনেক। বাট সকলের কিছু না ভুল আছে। সেজন্যই তো মানুষ। তবে কুরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হাদিস মানতে হবে। আমার মতে সজলের এটাই মত। খুব সুন্দর।

  • @nizam33nizam96
    @nizam33nizam96 3 года назад +59

    মাশাল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন আব্দুল্লাহ বিন আব্দুরাজ্জাক,সাগর ভাইকে ধন্যবাদ যে আপনার অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে আসে কত নমনিয় ভদ্রতা বজায় রেখে কথা বলে আর কোন টকশোতে এই নিয়মটা দেখিনি

    • @mdkibrea376
      @mdkibrea376 3 года назад +1

      Sajal vai bodro manus

    • @alalmahmud196
      @alalmahmud196 3 года назад +1

      @@mdkibrea376 yes sajal Bhai is the best ❤️

    • @shuvoahmed8884
      @shuvoahmed8884 3 года назад +1

      আলোচনা এমনই হওয়া প্রয়োজন

    • @user-pf4cs6qd9c
      @user-pf4cs6qd9c 2 года назад

      @green2reef ভাই আল কুরআনের মধ্যেই নবী মোহাম্মদ এর উত্তম আদর্শ উল্লেখ আছে।
      সুরা মোহাম্মদ নামে পুরো একটা সুরাই আছে।
      আর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সকল নবী রাসুল আমাদের জন্য এক একটা এক একটা আদর্শ।
      আর আল-কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজেই। শত শত লক্ষ লক্ষ হাদিস আজকে আমাদের সমাজের জাল প্রমাণিত হয় তো আজ অব্দি শুনছেন কোরআনের একটা আয়াত জাল বা হাসান বাদ জয়ীফ যাই বলেন না কেন।
      এটা সম্ভব না আর আপনি কিভাবে মনে করেন যেটা হয়ে যাবে আর আপনার মনে করায় কি শেষ কথা। কোরআন সংরক্ষিত আছে লাওহে মাহফুজে যেখানে আল্লাহ তায়ালা বিশ্বস্ত ফেরেশতা জিব্রাইল আমিন কে দিয়েছে।
      নিশ্চয়ই কোরআনের হেফাজতকারী আল্লাহ পাক নিজেই।
      ভাই আপনার চিন্তা ধারণা ভালো তবে কোরআন পড়েন বুঝে পড়েন ভাই কারো পক্ষে বলেন না।নিজে বুঝে পড়েন
      সালাম

    • @user-pf4cs6qd9c
      @user-pf4cs6qd9c 2 года назад

      @green2reef ভাই এই হুকুম কে দিয়েছে
      আল্লাহ পাক দিয়েছেন।

  • @milonshahabuddin1686
    @milonshahabuddin1686 3 года назад +80

    এই দীর্ঘ আলোচনায় সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে সাগর ভাই এর ক্যান্ডিডেট সিলেকশন । দুইজন ই যোগ্যতাসম্পন্ন মানুষ। আমি ধন্যবাদ জানাই সাগর ভাই কে বিচক্ষণতার সাথে ক্যান্ডিডেট নির্বাচন করার জন্য । আলোচনা খুব ই সুন্দর এবং ফলপ্রসূ হয়েছে। বুদ্ধিমান মানুষ রা সঠিক দিক নির্দেশনা বের করতে পারবে বলে আমি বিশ্বাস করি।

    • @mohammadarifhasanbhuiyan9379
      @mohammadarifhasanbhuiyan9379 2 года назад +2

      সজলের যোগ্যতাটা কোথায় যেন?

    • @naturebd6577
      @naturebd6577 2 года назад

      ***Abdullah er achoron robotic o omarjito..ojothai hashe,,side e Kotha bole,,titkari Marka hasi..nijeke beshi gani Mone kore...ebong hudai normal reference DEI...tar vitor je faka ta bojha jai***

    • @misbahchowdury4609
      @misbahchowdury4609 Год назад

      @@mohammadarifhasanbhuiyan9379 এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
      যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।

    • @Bilex-di7kc
      @Bilex-di7kc 6 месяцев назад

      ​@@mohammadarifhasanbhuiyan9379 ইউটিউব মুহাদ্দেস

    • @PronySd-dd1ql
      @PronySd-dd1ql 5 месяцев назад

      ⁰⁰ all ¹¹​@@mohammadarifhasanbhuiyan9379

  • @বাংলারমুখbanglarmukh

    শাইখ আব্দুল্লাহ এই অল্প বয়সে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছেন। আল্লাহ ওনার অধ্যবসায়, পরিশ্রমকে কবুল করুন। আমিন❤️
    কুরআন যদি সত্যের পথ হয়, হাদীস হল সেই পথে চলার বাহন।
    কুরআন যদি জীবন বিধান হয়, রাসূলুল্লাহ হলেন সেই বিধানের একমাত্র ব্যাখ্যাকারী, পালনকারী।

  • @chanaullascreation
    @chanaullascreation Год назад +3

    সজল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাজাকাল্লাহ খায়ের

  • @kaziabdullah593
    @kaziabdullah593 3 года назад +117

    মাশাআল্লাহ সজল রোসান সাহেবের ধৈর্য ও ভদ্রতায় আমি মুগ্ধ ____ ২ জন কে ধন্যবাদ

    • @mofidulislam2566
      @mofidulislam2566 3 года назад +2

      Right brother

    • @bdispr8120
      @bdispr8120 3 года назад +7

      আমাদের করণীয়, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে, কুরআনের ভুলে যাওয়া অংশকে হাই লাইট করার যে চেষ্টা সজল রোশান ভাই করেছেন, তা অপরিসীম গুরুত্বের। আলোচনায় হুজুর বেশ কিছু জিনিস পরিস্কার করেছেন বৈকি; কিন্তু এতে সজল ভাইয়ের মুল্যবান রিসার্সকে ঢেকে, গতানুগতিক বিশ্বাসকেই প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বর্তমান পরিস্থিতি বুঝে, সজল ভাইয়ের রিসার্সকে কাজে লাগানোর সৌভাগ্য দান করুন। আমিন। সবাইকে ঈদ মোবারক

    • @kaziabdullah593
      @kaziabdullah593 3 года назад +1

      @@bdispr8120 Right

    • @sinfulbeliever8390
      @sinfulbeliever8390 2 года назад

      @@bdispr8120 যেই লোক কুরআনের অর্থ বুঝে ইংরেজি অনুবাদ থেকে, তাকে নিজের চুরান্ত নেতা হিসেবে নেওয়ার আগে একটু ভাববেন। এই লোক আমাদের ফাটল গুলোকে ব্যবহার করছেন এবং আলেমদের থেকে আলাদা করে আমাদের অনাথ বানাচ্ছেন। সজল ভাইকে আল্লাহ হেদায়েত দান করুন।

    • @enamulhaque1159
      @enamulhaque1159 2 года назад

      @@sinfulbeliever8390 ইংরেজি অনুবাদ থেকে শুনলে সমস্যা কি? আল্লাহ আপনাকে হেদায়াত দান করুন।

  • @md.ramjanali2336
    @md.ramjanali2336 3 года назад +139

    জীবনে প্রথমবারের মত এত সুন্দর একটি টকশো দেখলাম।
    আল্লাহ্ আমাদের সবাইকে সঠিক ইসলাম
    জানার ও মানার তৌফিক দান করুক। আমিন

    • @musfaque
      @musfaque 3 года назад +13

      সজল সাহেব যে স্ট্যান্ডার্ডে কথা বলেছেন, বাক্য চয়ন করেছেন,
      সেটা বোঝার লেভেলে আবদুল্লাহ সাহেব যেতে পারেন নাই, এমনকি সঞ্চালক এর ও নেই।
      পুরোটা দেখেছি রাত জেগে। আবদুল্লাহ সাহেব শুধু তার সাজানো অধ্যায় বলে গেছেন। আর ডিবেট এর টপিক এ না থেকে বারবার এতদিন সজল সাহেব ভিডিও তে কি কি বলেছেন, বই এ কি কি লিখেছেন সেগুলো নিয়ে পূর্বলিখিত নোট পাঠ করে গেছেন।

    • @mirajulbadvedionotveryimpo7588
      @mirajulbadvedionotveryimpo7588 3 года назад +6

      Borong bisoy ta ulto sajal ke aro parte hobe Abdullah er level e pouchete.

    • @abdullahalkhalid8706
      @abdullahalkhalid8706 3 года назад

      @@musfaque true

    • @fhkhan6283
      @fhkhan6283 3 года назад +2

      @@musfaque হেদায়াতের মালিক আল্লাহ। একটা ডিবেট দেখার পর যার অন্তরে বক্রতা আছে তাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন। তাই পথভ্রষ্টদের জন্য কোন কষ্ট পাওয়ার কিছু নেই। আমিও আপনার জন্য পাচ্ছি না।

    • @ninoboy2035
      @ninoboy2035 3 года назад

      @@musfaque Sorry mate Sojol vai paid wrong guy.

  • @munimsattar8137
    @munimsattar8137 Год назад +6

    মা শা আল্লাহ খুবই গঠনমূলক আলোচনা আল্লাহ সবাইকে সঠিক বুঝ দিক

  • @monglacementfactory1712
    @monglacementfactory1712 5 месяцев назад +1

    আমি সজল রোসন ভাইকেও ভালবাসি। তিনি অত্যান্ত জ্ঞানী ব্যক্তি। আমি তার জন্য হেদায়েতের দোয়া করি। আল্লাহ উনাকে কবুল করুক আমিন।

  • @shahadoathossain328
    @shahadoathossain328 3 года назад +73

    সজল ভাই এর জন্য শুভকামনা।।
    বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি
    কিন্তু ধর্মীয় জ্ঞান কম।।
    ড.খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রাহী)

    • @neyamatsumon
      @neyamatsumon 3 года назад +3

      সজল রোশানের কথা ১০০% যুক্তিসঙ্গত। আর আব্দুল্লাহ কুরআন বিমুখ।

    • @rajibsrajib1617
      @rajibsrajib1617 3 года назад +3

      Right মুসা আ: ঈসা আ: তাদের মৃত্যুর পর তাদেরকে অনুসরণ করার জন্য আসমানী কিতাব তাওরাত ও ইন্জিল ব‍্যাখ‍্যা করার ক্ষেত্রে যে হাদীস এসেছিল ছিল সেগুলোর নাম কি? আর হাদীস যদি নাই ছিল তাহলে তাওরা, ইন্জীল কিতাবের অনুসারীরা তাদের নবীদের অনুসরণ কিভাবে করত। করআনে দেখা যায় তারা মুলত আসমানী কিতাবের অনুসরণ করত। হাদীস অনুসরণ করতনা। আল্লাহ্ বনীইস্রাইলদেরকে বলছে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তাওরাত আনো এবং পড়ে দেখো। আল্লাহ্ হাদীস পড়তে না বলে তাওরাত পড়তে বলল কেন? যদি হাদীস বিধান হয়ে থাকে।

    • @sinfulbeliever8390
      @sinfulbeliever8390 2 года назад

      @@neyamatsumon উদাহরণ কি আর বিশ্বাস কি এটাই বুঝলেন না। আল্লাহ আপনাকে প্রজ্ঞা দান করুন।

    • @sultanahmedshakib1202
      @sultanahmedshakib1202 2 года назад

      @green2reef সালাম নিবেন। খুব ভালো লাগলো এখানে ও আপনার কমেন্ট এর জন্য।

    • @tajbirhossan8314
      @tajbirhossan8314 Год назад +1

      So funny, Abdullah jahangir sir rahimaullah nijei ei Hadith oshikar kari der vhul bolsen,

  • @alihasan-bs7mr
    @alihasan-bs7mr 3 года назад +57

    আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের প্রতি ভালবাসা আরো বেড়ে গেল । অনেক কিছুই জানতে পারলাম তার আলোচনায় ।।

    • @alihasan-bs7mr
      @alihasan-bs7mr 3 года назад

      @@irinpervin1254 আপনি মনে হয় লেকচারটা পুরো মনযোগ সহকারে শোনেন নি । আপনি কি কুরআনের ব্যাখ্যা করতে পারবেন । করলে কিসের ভিত্তিতে করবেন ? হয় শাব্দিক অর্থ নয়তো অন্য মুহম্মদ সাঃ এর ব্যাখ্যা নিতে হবে । যদি আপনি নিজেই সব জানতেন তাহলে তো আপনি নিজেই মুস্তাহিদ হতেন । আর কুরআনের ব্যাখ্যা কোন মুস্তাহিদ নিজে থেকে দেননি । মহানবী সাঃ এর কথাই সংকলিত হয়েছে হাদিসে ।।

    • @islamictv5585
      @islamictv5585 3 года назад +1

      ‍আহলে কুরআন নামক দলটি মূলত খৃষ্টান মিশনারী।
      এদের প্রধান লক্ষ্য মুসলিমদেরকে রাসূল সাঃ এর হাদিস থেকে বিমুখ রাখা ও হাদিসের প্রতি কূটকৌশলে অনাস্থা তৈরী করা !
      তারা ভালো করেই জানে হাদিসগুলো কুরআনের খাদেম তাই হাদিস থেকে সরাতে পারলেই কুরআনের ভূল ব্যাখ্যা করে মুসলিমদেরকে খৃষ্টান বানানো সহজ হবে!
      এদের মিথ্যাচার হতে বাঁচুন,যার যার ঈমান হেফাজত করুন।
      ইসলাম=কুরআন+ রাসূল (সাঃ) এর সুন্নাহ ও হাদীস

    • @alihasan-bs7mr
      @alihasan-bs7mr 3 года назад

      @মুহাম্মদের গনিমতের মাল নাউজুবিল্লাহ । আল্লাহ আপনাকে সহীহ বুঝ দান করুন ।। আল্লাহ আপনাকে মানুষের বানানো ধর্ম ছেড়ে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করুন

    • @alihasan-bs7mr
      @alihasan-bs7mr 3 года назад

      @@islamictv5585 যাযাকাল্লাহ খাইরান ।।

  • @KamrunNaharJoly-vt1gc
    @KamrunNaharJoly-vt1gc Месяц назад

    দু,জনেই গবেষণা মূলক দক্ষ আলোচক। পুরাটাই শুনলাম। অনেক অজানা বিষয় ভানতে পারলাম। এমন অনুষ্ঠান আরো দেখতে চাই। সকলের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন।

  • @itechengineeringco.ltd.4593
    @itechengineeringco.ltd.4593 Год назад +4

    সজল ভাই ও আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ যে, তারা দুজন আমাদেরকে সুন্দর একটি বিতর্ক উপহার দিলেন যার মাধমে আমরা অনেক কিছু শিখলাম।

  • @md.saifulislampranto2943
    @md.saifulislampranto2943 3 года назад +155

    মাশাআল্লাহ যাজাকাল্লাহ খাইরান।আল্লাহ আমাদের তৌফিক দেন কুরআন & সহীহ হাদীস জানা +মানা।
    আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের প্রতি ভালবাসা আরো বেড়ে গেল । অনেক কিছুই জানতে পারলাম তার আলোচনায় ।।

    • @nurmohammad9326
      @nurmohammad9326 3 года назад +1

      মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।

    • @zahidhossain9166
      @zahidhossain9166 3 года назад

      @@irinpervin1254 ruclips.net/video/sZGkDg1daHE/видео.html

    • @misbahchowdury4609
      @misbahchowdury4609 Год назад

      এদেশের গরু-ছাগল ?😁😅😆এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
      যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।

  • @mariyamislamikchannelhamdn2830
    @mariyamislamikchannelhamdn2830 3 года назад +119

    আমি ভারত থেকে বলছি,একে অপরকে কাফের কুফুর ফতওয়া না দিয়া কুরআন হাদিসের আলোকে মূল‍্যবান আলোচনা করেছেন মাশআল্লহ খুব সুন্দর আলোচনা , সাধারণ মানুষ ছাড়াও কিছু ফতোয়া বাজ আলেমদের লখ‍্যভেদ আলোচনা।

  • @alaminkhan4562
    @alaminkhan4562 11 месяцев назад +8

    জ্ঞানী, চিন্তাশীল মানুষদের সজল রওশন ভাই চিন্তার খোরাক দিয়েছেন।

  • @user-jf1rn7du7g
    @user-jf1rn7du7g Год назад +15

    সজল ভাই অনেক সুন্দর করে কোরানের কথা বুজিয়ে দিয়েছেন।

  • @ofbijoy1408
    @ofbijoy1408 3 года назад +70

    এখানে বিচারক যেহেতু আম জনতা ...সজল ভাই প্রথমেই বলছে এখানে কোন আবাহনি মহামেডন ম্যাচ হচ্ছেনা এখানে আমরা আলোচনা করবো অজানা কে জানবো ।আমার কাছে আলোচনা টা বেশ ভালো লাগলো ✅আলোচনা খুব গঠন মুলক ছিল ।সত্যি কথা বলতে এর আগে এত সুন্দর আলোচনা কখনো শুনিনি ।অনেক অজানা কে জানতে পারলাম ।মাশাআললাহ ।আল্লাহ আপনাদের দুইজনকে নেক হায়াত দান করুন ।

    • @rajibsrajib1617
      @rajibsrajib1617 3 года назад +8

      # সহি মুসলিম 2821 আমি তোমাদের জন্য এমন এক জিনিস রেখে যাচ্ছি। তোমরা তা দূঢ়ভাবে আকড় ধরলে পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহ্র কিতাব।

    • @norinbintekhorshed5296
      @norinbintekhorshed5296 Год назад

      .

  • @goldenagrofarm.4313
    @goldenagrofarm.4313 3 года назад +14

    অসংখ্য ধন্যবাদ, সাগর ভাইকে। ধন্যবাদ, আব্দুল্লাহ ভাইকে এবং সেই সাথে ধন্যবাদ সজল ভাইকেও। দোয়া করছি , আপনাদের এই জ্ঞান আল্লাহ পাক কবুল করে নিন এবং ইসলামের প্রচার ও প্রসারে আপনাদের আবদান আরও বেশি প্রয়োজন। শেষ কথা , বিভেধ বিরোধ নয়, সুস্থ আলোচনাই পারে প্রকৃত সমাধান। আমার জীবনে এই প্রথম দীর্ঘ প্রায় তিন ঘন্টার অধিক কোন লাইভ সম্পুর্ন উপভোগ করতে পারা।

  • @samdaduhaque6907
    @samdaduhaque6907 Год назад +3

    দুজনেই চমৎকার আলোচনা করেছেন। খুব ভালো লাগলো, এভাবে ই জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক।

  • @AsRk..2024
    @AsRk..2024 Год назад +16

    আব্দুল্লাহ ভাইয়ের পয়েন্টগুলো সত্য, যুক্তিযুক্ত।
    সজল ভাইয়ের কথা বলার ধরণ অসাধারণ। তবে যুক্তি ভোতা।

    • @truefaith1718
      @truefaith1718 Год назад

      সুনান অাত - তিরমিজি
      হাদীস নং-৮৭৭
      পরিচ্ছদ -৪৯
      হজ্জ্ব অধ্যায়
      ইবনু আব্বাস হতে বর্ণিত,,,,,,,
      " হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতরণের সময় দুধের চেয়েও সাদা ছিলো,
      কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে দেয়।"
      অথচ সত্যিটা হচ্ছে,
      এই পাথর কালো হয়েছে আগুনে পুড়ে তাও আবদুল্লাহ্ ইবন জুবায়ের ( রাঃ) এর শাসনামলে।
      তখন গিলাফও পুড়ে ছাই হয়ে যায়।
      সেই থেকে মানুষের মুখে প্রচলিত,
      মানুষের পাপের কারণে এই পাথর কালো হয়েছে।
      আল্লাহ্ ছাড়া মানুষের গুনাহ্ মাফ করার আর কেউ আছে কি?
      কেউ যদি বিশ্বাস করে,
      এই পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে মানুষের পাপ শোষণ করে কালো হওয়ার তাহলে তো সেটা শিরক হয়ে যাবে।
      কারণ,
      আল্লাহ্ তাঁর গুনাহ মাফের ক্ষমতা কারোও সাথেই শেয়ার করেন না।
      যে বিষয়ে আল্লাহ্ কোনো প্রমাণ নাযিল করেন নাই তাঁর কিতাবে,
      সে বিষয়ে উজবেকিস্তানের নাগরিক ইমাম তিরমিজির লেখা হাদীসে বিশ্বাস এনে পরকাল ধ্বংস করবেন?

    • @বাংলারমুখbanglarmukh
      @বাংলারমুখbanglarmukh Год назад

      ঠিক। শাইখের কোন যুক্তির উত্তর দিতে পারেন নি।

    • @skyasinarafat5776
      @skyasinarafat5776 11 месяцев назад

      ঠিক বলেছেন ❤

    • @rajonkhan5299
      @rajonkhan5299 3 месяца назад

      ফালতু কথা কম বলেন

  • @tusharuae5743
    @tusharuae5743 3 года назад +210

    আব্দুল্লাহর বোঝানোর ক্ষমতা দেখে অবাক হলাম।জাযাকাল্লাহু খায়রান।

    • @nurmohammad9326
      @nurmohammad9326 3 года назад +8

      মুফাস্সিল ইসলাম ও ব্রাদার রাহুলের ডিবেট দেখতে চাই।

    • @DoodleDoo
      @DoodleDoo 3 года назад +5

      Abdullah ekta sagol. O nijeke pondit mone kore kintu kisui jane na.

    • @islamicmemes9767
      @islamicmemes9767 3 года назад +8

      @@DoodleDoo আপনার থেকে বেশি জানে তো। এজন্য তিনি পন্ডিত হয়ে গেছেন তাই না। আপনি পাগল এবং গিবত কারি।

    • @tusharuae5743
      @tusharuae5743 3 года назад +4

      @@DoodleDoo ভাই আপনি কেমন মুসলিম!এত বড় আলেমকে গালি, মিথ্যা অপবাদ দিতে দিদাবোধ করলেন না?

    • @tusharuae5743
      @tusharuae5743 3 года назад

      @@islamicmemes9767 কীভাবে গীবতকারি হলাম?

  • @md.mominulislam8580
    @md.mominulislam8580 3 года назад +31

    আলহামদুলিল্লাহ সহীহ হাদিস যে অস্বীকার করার কোন উপায় নেই তা ভালভাবে আল্লাহ আবদুল্লাহ ভাইকে দিয়ে বুঝিয়ে দিয়েছেন ।

    • @islamictv5585
      @islamictv5585 3 года назад +2

      ‍আহলে কুরআন নামক দলটি মূলত খৃষ্টান মিশনারী।
      এদের প্রধান লক্ষ্য মুসলিমদেরকে রাসূল সাঃ এর হাদিস থেকে বিমুখ রাখা ও হাদিসের প্রতি কূটকৌশলে অনাস্থা তৈরী করা !
      তারা ভালো করেই জানে হাদিসগুলো কুরআনের খাদেম তাই হাদিস থেকে সরাতে পারলেই কুরআনের ভূল ব্যাখ্যা করে মুসলিমদেরকে খৃষ্টান বানানো সহজ হবে!
      এদের মিথ্যাচার হতে বাঁচুন,যার যার ঈমান হেফাজত করুন।
      ইসলাম=কুরআন+ রাসূল (সাঃ) এর সুন্নাহ ও হাদীস

    • @misbahchowdury4609
      @misbahchowdury4609 Год назад

      @@islamictv5585 এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
      যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।

    • @mdmofazzol8632
      @mdmofazzol8632 Год назад

      ​@@islamictv5585এটাই সঠিক কথা এটা খ্রিস্টান ও ইহুদিদের কাজ। এক একথায় কাফেরদের

  • @rafizaman5857
    @rafizaman5857 Год назад +15

    সজল ভাই এর স্টেটমেন্ট স্পষ্ট এবং সহজ❤

  • @user-uq5ji2cf2t
    @user-uq5ji2cf2t 10 месяцев назад +10

    আল্লাহ্ যেন আব্দুল্লাহ ভাই কে নেক হায়াত দান করেন। ইসলামের একজন দাঈয়ী হিসাবে কবুল করেন। তার জন্য মন থেকে দোয়া করি।।❤❤

    • @shajadaalam3335
      @shajadaalam3335 2 месяца назад

      আবদুল্লাহ কিছুই জানে না। ভুয়া

  • @tanvirrobin9617
    @tanvirrobin9617 3 года назад +35

    এই আলোচনার সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে, এখানে কেউ কারো বক্তব্যের মধ্যে কথা ঢুকায়নি। কোন চিল্লাপাল্লা, ঝগড়াঝাটি হয়নি। যার যার এনালাইসিস অনুযায়ী বিশ্বাস নিয়ে আছে।

  • @latifbepary8738
    @latifbepary8738 2 года назад +28

    চমৎকার , গঠনমূলক আলোচনা । সজল ভাই চমৎকার করে কথা বলছেন এবং যুক্তিগুলো খুবই ভালো । কোরান মেনে চলতে হবে এটাই সত্য ।সব হাদিস ছহি নয়। এতো লম্বা আলোচনা এই প্রথম শুনলাম

  • @rakibsarkar1714
    @rakibsarkar1714 11 месяцев назад +9

    সজল রোশান ভাই
    কে সামনে এগিয়ে যাওয়ার জন্য দোয়া রইলো❤

  • @user-dl3oj3je5c
    @user-dl3oj3je5c 6 месяцев назад +2

    সজল রসন ভাই আপনাকে ধন্যবাদ আপনার প্রতিটি কথা আমার খুব ভালো লাগে এবং শ্রদ্ধা করি আপনার

    • @mamunmamunmondol5594
      @mamunmamunmondol5594 5 месяцев назад

      পুরোটা না শুনে ভক্ত হওয়া ঠিক না ভাই

  • @nasirahmed3408
    @nasirahmed3408 3 года назад +12

    মাশাহ আল্লাহ আনেক সুন্দর আলোচনা করেছেন মাওঃআব্দুর রাজ্জাক সাহেব। আল্লাহ উনাকে নেক হায়াত দান করোক আমিন।আর এত সুন্দর আয়োজন করার জন্য ফেইছ দা পিপলকে ধন্যবাদ।

    • @aeaynulhaque2346
      @aeaynulhaque2346 3 года назад

      ওনার নাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক

  • @SeaborgiumMdSamsulIslam
    @SeaborgiumMdSamsulIslam 3 года назад +88

    মহান আল্লাহ
    আব্দুল্লাহ ভাইয়ের ইল্ম আরোও বৃদ্ধি করুন আমিন

    • @samsulbd7603
      @samsulbd7603 3 года назад

      আমিন

    • @smzinnat410
      @smzinnat410 3 года назад

      আমিন

    • @musfaque
      @musfaque 3 года назад +3

      খুবই দুঃখজনক যে এতো দীর্ঘ সময় নিয়ে যে আলোচনা দেখলাম , সেখানে রাজ্জাক সাহেব বলেই ফেললেন যে কোরানে আপত্তিকর কথা আছে , কিন্তু হাদিসে নাই। এতে তিনি কি বুঝতে চাইলেন পরিষ্কার করলে ভালো হয়। আমি নিজ ভাষায় অনেকবার কোরান পড়েছি। এবং নিশ্চিন্তে বলা যায় রাজ্জাক সাহেব চরম শিরক এর কাজ করেছেন। উনার উচিত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়া।

    • @mrfoysal1879
      @mrfoysal1879 3 года назад

      @@musfaque,
      ভাই আপনি রাজ্জাক ভাইয়ের কথা বুঝতে পারেননি, ভিডিওটা আবার দেখেন।

    • @taslimaakter5196
      @taslimaakter5196 3 года назад

      Ji, Abdullah shaheb obosshoi quran somporkey aapottikor kotha bolechhen. Video ti thanda mathai dekley je keo bujhte parben. Era ki Yazid er onushari? Na holey Quran e hotta kortey bolar Ayat chhara tar chokhey aar kichhui porlo na ken?

  • @mojibsaeed8961
    @mojibsaeed8961 5 месяцев назад +3

    মাশাল্লা অসাধারণ আলোচনা করেছেন খুব ভালো খুব ভালো লাগলো ধন্যবাদ সজল রোশানি কে ধন্যবাদ

  • @md.mujiburrahman3639
    @md.mujiburrahman3639 Год назад +1

    চমৎকার আলোচনা হয়েছে। বিদগ্ধ উভয় আলোচক এবং সঞ্চালককে আন্তরিক ধন্যবাদ। কত মার্জিত এবং সহনশীলভাবে আলোচনা হতে পারে 'ফেস দ্য পিপল' এর এই পর্বটি তার উৎকৃষ্ট উদাহরণ। মহান আল্লাহ পাক আমাদের সবার মঙ্গল করুন। আমিন।

  • @mahbubrahman4001
    @mahbubrahman4001 Год назад +3

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দিনি ভাই শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হুজুর আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন

  • @itsolution6451
    @itsolution6451 3 года назад +220

    অসাধারণ একটি ডিবেট হইছে। আবদুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ আবদুল্লাহ ভাইকে হায়াতে তইয়্যেবা দান করেন। আমিন

    • @purposeofname9794
      @purposeofname9794 3 года назад +11

      @মুহাম্মদের গনিমতের মাল
      তোর এড্রেস দে, আমি তোকে কোপাইতে চাইই প্লিজ 😊😊

    • @purposeofname9794
      @purposeofname9794 3 года назад +5

      @মুহাম্মদের গনিমতের মাল তোর জন্ম হয়েছে শয়তানের বীর্যে

    • @Zaman.M1984
      @Zaman.M1984 3 года назад +1

      @@purposeofname9794
      কিরে ভাই সব সময় কুপা কুপির মন মানসিকতা কেন ভাই। উনি বললেই কি সব হয়ে যাবে?

    • @purposeofname9794
      @purposeofname9794 3 года назад +6

      @@Zaman.M1984
      ভাই যেমন কুকুর তেমন মুগুর
      এদেরকে তো হাতের কাছে পাওয়া যায় না
      অনলাইনেই পাওয়া যায়
      গালাগাল এসবই এদের জন্য উপযুক্ত

    • @mdtarique8291
      @mdtarique8291 3 года назад +1

      তোর জন্মটা কাল্পনিক জগাখিচুড়ী ধর্ম থেকে নিশ্চিত।

  • @MahmudulHasan-yq1mv
    @MahmudulHasan-yq1mv 3 года назад +125

    মাশাআল্লাহ... আবদুল্লাহ ভাইয়ের কথাগুলো সত্যিই অসাধারণ ছিলো... সজল ভাইও ভদ্রলোক... আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক পথে থাকার তৌফিক দান করুন..

    • @sahimaafrin7622
      @sahimaafrin7622 2 года назад +2

      @green2reef রাইট বলেছেন। আল্লাহু আমাদের এইসব ফিতনা থেকে রক্ষা করুক।

    • @naturebd6577
      @naturebd6577 2 года назад

      ***Abdullah er achoron robotic o omarjito..ojothai hashe,,side e Kotha bole,,titkari Marka hasi..nijeke beshi gani Mone kore...ebong hudai normal reference DEI...tar vitor je faka ta bojha jai***

    • @rofiqulislam3875
      @rofiqulislam3875 2 года назад

      @green2reef সজল রোশন এর লাভ কি বলতে চান

    • @misbahchowdury4609
      @misbahchowdury4609 Год назад

      এদেশের গরু-ছাগল ?😁😅🤣এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
      যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ.. - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।

  • @muhammadshahin758
    @muhammadshahin758 4 месяца назад

    পুরোটা শুনেছে
    দু'নো জনই স্ব স্ব অবস্থান থেকে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন।
    খুবই ভালো লাগলো।।
    গালাগালি না করে এমন রেফারেন্স ভিত্তিক আলোচনায় শ্রেয়।।।
    ধন্যবাদ সঞ্চালক সহ সবাইকে।

  • @shamsulhaque9157
    @shamsulhaque9157 Год назад +5

    সত্য এসেছে মিথ্যা বাতিল ,সত্যের সাথে মিথ্যা কোনোও দিন টিকবেনা ইনসাআল্লাহ।

  • @abujafor9768
    @abujafor9768 2 года назад +115

    আমি মুগ্ধ হয়ে গেলাম দুজনের আলোচনা শুনে দুজনেই অনেক সুন্দর আলোচনা করেছেন, দুজনেই খুব সুন্দর ভদ্রতা বজায় রেখেছেন , আল্লাহ তায়ালা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে অনেক সুন্দর জ্ঞান দান করেছেন, হে আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে আরো অনেক সুন্দর উচ্চ জ্ঞান দান করো , আল্লাহ তুমি সজল ভাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করো, এত সুন্দর আলোচনা আমরা আরো চাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ

  • @TheHasibKamal
    @TheHasibKamal 2 года назад +15

    আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা। অনেক কিছু জানতে পারলাম। দুইজনে অনেক ভাল বলেছেন। মহান আল্লাহ বলেছেন তোমরা কোরআনের যতটুকু বোঝ ততটুকু মানো। সুতরাং কুরআনকে ভালোভাবে বুঝতে চাইলে অবশ্যই সহি হাদিসের সহায়তা নিতে হবে।

  • @farukahamed9259
    @farukahamed9259 Год назад +65

    আমরা কোরআনও মানবো সহীহ হাদীসও মানবো। মুসলিম হিসাবে এর বাহিরে যাওয়ার সুযোগ নেই।

    • @misbahchowdury4609
      @misbahchowdury4609 Год назад

      এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
      যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।

    • @truefaith1718
      @truefaith1718 Год назад

      সুনান অাত - তিরমিজি
      হাদীস নং-৮৭৭
      পরিচ্ছদ -৪৯
      হজ্জ্ব অধ্যায়
      ইবনু আব্বাস হতে বর্ণিত,,,,,,,
      " হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতরণের সময় দুধের চেয়েও সাদা ছিলো,
      কিন্তু আদম সন্তানের পাপ এটিকে কালো করে দেয়।"
      অথচ সত্যিটা হচ্ছে,
      এই পাথর কালো হয়েছে আগুনে পুড়ে তাও আবদুল্লাহ্ ইবন জুবায়ের ( রাঃ) এর শাসনামলে।
      তখন গিলাফও পুড়ে ছাই হয়ে যায়।
      সেই থেকে মানুষের মুখে প্রচলিত,
      মানুষের পাপের কারণে এই পাথর কালো হয়েছে।
      আল্লাহ্ ছাড়া মানুষের গুনাহ্ মাফ করার আর কেউ আছে কি?
      কেউ যদি বিশ্বাস করে,
      এই পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে মানুষের পাপ শোষণ করে কালো হওয়ার তাহলে তো সেটা শিরক হয়ে যাবে।
      কারণ,
      আল্লাহ্ তাঁর গুনাহ মাফের ক্ষমতা কারোও সাথেই শেয়ার করেন না।
      যে বিষয়ে আল্লাহ্ কোনো প্রমাণ নাযিল করেন নাই তাঁর কিতাবে,
      সে বিষয়ে উজবেকিস্তানের নাগরিক ইমাম তিরমিজির লেখা হাদীসে বিশ্বাস এনে পরকাল ধ্বংস করবেন?

    • @NirabPress-sz7tr
      @NirabPress-sz7tr Год назад +3

      ঠিক ভাই।

    • @hridoyhasanjoy797
      @hridoyhasanjoy797 10 месяцев назад +2

      যারা মঞ্চে বক্তব্য দিয়ে টাকা কামায়

    • @EnlightenedDeen235
      @EnlightenedDeen235 10 месяцев назад

      যারা দেশ সেবার নামে মাইনে নেয়?@@hridoyhasanjoy797

  • @rockyvai6404
    @rockyvai6404 4 месяца назад

    এতো সুন্দর আলোচনা এর আগে আমি শুনিনি❤ ফেসবুকের একটা কাটিং ভিডিও দেখে এই আলোচনা শুনতে এসেছিলাম, আলহামদুলিল্লাহ প্রশংসনীয় আলোচনা, পুরোটাই শুনলাম ,আব্দুল্লাহ ভাই সেরা, মন থেকে আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া রইল❤