যে চ্যানেল সলিমুল্লাহ খান স্যারকে দাওয়াত দেয় কোনো বিষয়ে আলাপ করতে সেই চ্যানেলের আর যাই থাকুক বা না থাকুক একটা শিক্ষিত রুচি আছে। স্যার আমাদের জাতীয় সম্পদ। স্যারকে আমরা বার বার দেখতে চাই।
স্যার এমন একজন মানুষ যে সব বিষয়ে জ্ঞান রাখে, অভিজ্ঞতা আছে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো বুকের পাটা আছে। তার প্রতিটি আলোচনা বাস্তব ও যুক্তিসংগত। তিনি আমাদের জাতীয় সম্পদ। তাকে আরও বেশিবেশি আলোচনা করার সুযোগ করে দিলে আমরা অনেক কিছু জানতে পারবো।
স্যারের কথার পাশাপাশি প্রশংসা করছি সম্মাননিয় উপস্থাপককে। উনি খুব নম্রভাবে স্যারের পুরো কথা গুরুত্ব দিয়ে শুনে গিয়েছে, মাঝে বা হাত দেননি। একজন ইন্টেলেক্টের সাথে এভাবেই প্রোগ্রাম করতে হয় যা এখনকার সিংহভাগ সঞ্চালক জানেন না।
স্যারের নিরপেক্ষতা ও সুস্থ দীর্ঘজীবন কামনা করি। সমাজ সংস্কারক হিসেবে স্যারকে আবির্ভূত হবার অনুরোধ করছি যার সুনির্দিষ্ট ভিশন থাকবে। মানুষ আলোর দিশা পাবেন।
আমরা প্রান্তিক জনপদের লোকজন টেলিভিশন, ফেসবুক, ইউটিবের কল্যাণে স্যারের মূল্যবান, জ্ঞানগর্ভ কথা শুনি,উপলব্ধি করি সমস্যার স্বরুপ ও সমাধান। তাই স্যারকে নিয়মিত আমাদের সামনে আনার ব্যবস্থা করতে অনুরোধ থাকল।পরিশেষে অযাচিত হস্তক্ষেপমুক্ত উপস্থাপনার জন্য উপস্থাপক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। স্যারের সুস্বাস্থ্য কামনা করছি।❤️❤️❤️
কিছু মানুষ আছে কিছু বুদদিজীবি আছে বাংলাদেশে,যাদেরকে মন থেকে শ্রদ্ধা করতে ইচ্ছে করে,যাদের মধ্যে প্রথম কাতারে আছেন স্যার ড. সলিমুললাহ খান, তাকে কখনো কখনো আমার মনেহয় একটি পরিপূর্ন লাইব্রেরি এবং সব প্রশ্নের আনসার….!!
অসাধারণ প্রতিভা। উনার সামনে চুপ করে বসে থাকা ছাড়া উপায় নাই, যেই লেভেলের আলোচনা করেন উপস্থাপক এর মাথার উপর দিয়া যায়। আমার ২ বার লাগে স্যার এর কথাগুলা বুঝতে। মাঝে মাঝে কয়েকবার শুনি তারপর অল্প বুঝি।
আমি কিন্তু অন্যরকম দেখেছি! অনেক লোক স্বনির্ভর হয়েছিল গ্রামীন ব্যাংকের ক্ষুদ্র ঋণ নিয়ে। হ্যাঁ, কিছু কিছু লোকের জন্য খুব খারাপ হয়েছিল; কিন্তু সেটা আমি মনে করি তাদের উদ্দেশ্য ঠিক ছিল না। কারণ, গ্রামীন ব্যাংকের উদ্দেশ্য ছিল ঋণটা নিয়ে লাভজনক কিছু করা, সেখানে যারা ঋণ নিয়ে খাবারের ব্যবস্থা করত তারাই বিপদে পড়েছিল। সেজন্য কিন্তু গ্রামীন ব্যাংককে দোষ দিলে হবে না।
আমরা যদি সলিমুল্লাহ স্যার এর মতো লোক আরো ডজনখানেক পেতাম আর তাদের নেতৃত্বে নিয়ে আসতাম অথবা তাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করতাম তবে এদেশ সত্যিই সোনার বাংলা হয়ে যেতো।
A great intellectual, Professor Salimullah khan, is undoubtedly a treasure of Bangladesh. His analyses of the existing situations are nothing but deep, informative and real. May he live long.
Dr. Salimullah Khan sir should train new generation to be an analyst like him. As he is a rare talent, he should pass his learning techniques, delivery techniques of knowledge. When he will not be among us(may Allah give him a longer life), new generation can be substitute of him to exercise intellectuality.
স্যারের কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনি । কিন্তু স্যারের চ্যানেলটাতে সাউন্ড কোয়ালিটি একটু দুর্বল , তাই উনার কথা শুনতে সমস্যা হয়। তাই অন্য কোথাও স্যারের টক শো দেখলেই বলা চলে ঝাপিয়ে পড়ি ৷ তাই উনাকে বেশি বেশি আমন্ত্রন জানানো হোক, এটাই অনুরোধ।
গত ১০ বছরে প্রচুর পরিমান ডাক্তার ইন্জিনিয়ার বাইরে চলে গেছে । হয়তো ২-৩ বছর পর আপনি লন্ডনে/ সিঙ্গাপুরে অপারেশন করতে গেলে দেখবেন আপনার সার্জন বাংলাদেশী। মেধাবী ধরে রাখার কোন সিস্টেম এই দেশে নাই।
নষ্টের পুনর্বাসন হচ্ছে । কষ্টের প্রবাসীর আয় ভন্ডেরা লুটেপুটে খায়। উৎপাদন মুখি কর্মসংস্থান মুখি প্রকল্প করতে হবে। শ্রমিকের শ্রম চুরি করে এখানে মালিকরা সম্পদ বাড়ায়। রাষ্ট্র এদের সহায়তা দেয়, কিন্তু শ্রমিকের ভাগ্য ফেরে না।
স্যার শিক্ষা মন্ত্রী হওয়া তো দূরের কথা, ভাইস চ্যান্সেলরও হতে পারেননি, পারবেনও না! কারণ তোষামোদি করা, সরকারের কাছে নতজানু হয়ে জীবন কাটানো; জ্বি হুজুর, জ্বি ম্যাডাম বলে চাকুরী আঁকড়ে ধরার মতো হীন মনমানসিকতা শ্রদ্ধেয়, প্রাজ্ঞ, বিজ্ঞ স্যার রপ্ত করতে পারেননি। জ্ঞান অর্জনের জন্য স্যারের লেকচার অতিব গুরুত্বপূর্ন, তাই বার বার শুনি। বিচিত্র এদেশে পন্ডিত, জ্ঞানী ব্যক্তিরা অবহেলিত, নয়তো জেলের ভিতর। আল্লাহ্ স্যারকে সুস্থ, সুন্দর নেক হায়াত দান করুন।
আমি অনেকদিন যাবৎ বলছি। প্লিজ আপনারা গার্মেন্টস নূন্যতম মজুরি 10 হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার করুন। ৪ কোটি মানুষ শান্তি পাবেন। এই কথা/ আন্দলোন সরকারকে বুঝিয়ে দিতে পারলেই হতো।
জীবনে প্রথম একজন লোক দেখলাম যিনি সাদাকে সাদা আর কালোকে কালো বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না🥰😍🫡। ধন্যবাদ ড. সলিমুল্লাহ খান স্যার জাতিকে নিয়ে আপনার সুদূরপ্রসারী ভাবনার জন্য।
আমাদের শিক্ষা বেবস্থায় সারাজীবন পড়ে জীবন সমবন্দে সত্যিকার অর্থে প্রয়োজনীয় কিছুই জানা জাবেনা।তবে স্যারের জীবন মুখি কয়েক আলোচনা শুনলে জীবনের পথচলার জন্য ভাবতে হবেনা।
বাংলাদেশে বিশ্ববিদ্যালয় নাম চায় সবাই। ভিতরে কিছু থাকে না। অর্ধশত সরকারি ও শতাধিক বিশ্ববিদ্যালয় আজ প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন গ্রাজুয়েট তৈরি করতে পারে না।।
আমদানি কমাতে হবে। তাতে চাহিদা সৃষ্টি হবে। সেটা মেটাতে উৎপাদনের জন্য কারখানা স্থাপন করতে হবে। তাতে কর্মসংস্থান সৃষ্টি হবে। এটা কি সরকার জানে না? বিদেশী সমর্থনের জন্য সরকার আমদানি বেশী করছে। কাজেই কর্মসংস্থানের জন্যই ফেয়ার ইলেকশন দরকার।
শাহজাহান আগ্রার তাজমহল বানিয়েছে ১৬৩১ সাল থেকে ১৬৪৮ সাল পর্যন্ত. একটা মাস্টারপিস ওয়ার্ক হিসাবেই আজো আছে। ঠিক একই সময়ে ১৬৩৬ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির জন্ম. এই স্থাপনা কি করেছে আমরা কি জানি? - ৩৩ জন প্রেসিডেন্ট - ৭ জন ভাইস প্রেসিডেন্ট - ২৭ জন প্রাইম মিনিস্টার - ৫২ জন সুপ্রিম কোর্ট বিচারপতি - ৪৯ জন পুলিৎজার বিজয়ী - ১৫০ জনের বেশি নোবেল বিজয়ী. উপমহাদেশের উন্নয়নের নমুনা হচ্ছে আমরা ভালবাসা আর কাঠামো দিয়ে জয় করব সারা পৃথিবী আর হ্যা এটাই আমরা।
স্যার সব সমস্যার সমাধান হলো রাজনৈতিক রাই দেশ চালান কোন স্টুডেন্টরা না সো রাজনীতিবীদ পরিবর্তন করতে হবে যোগ্য লোক আনায়ন করতে হবে তাহলে সমস্যার সমাধান হবে
যে চ্যানেল সলিমুল্লাহ খান স্যারকে দাওয়াত দেয় কোনো বিষয়ে আলাপ করতে সেই চ্যানেলের আর যাই থাকুক বা না থাকুক একটা শিক্ষিত রুচি আছে। স্যার আমাদের জাতীয় সম্পদ। স্যারকে আমরা বার বার দেখতে চাই।
সবাই উনার মতো গুনী মানুষের কদর বুঝবে কোনোদিন।
স্যার প্রশ্নের উত্তর কম দিতে পারে। তথ্য ফুলঝুরি আছে অনেক।
সম্পুর্ন সহমত
@@mazharulhasan প্রশ্নের উত্তর খুজে নিতে হবে;
@@mazharulhasan কোন প্রশ্নের উত্তর চান আপনি।
স্যারকে বার বার নিয়ে আসুন। আমাদের দেশের একজন মূল্যবান সম্পদ। আল্লাহ যেন তাঁকে দীর্ঘজীবি করেন।
আমার কাছে মনে হয়,বাংলাদেশে এই একজন মানুষই আছেন,জিনি দেশের সত্যগুলো এতো সহজ সোজাসাপ্টা ভাবে বলতে পারেন!!!!ধন্যবাদ প্রিয় মানুষটিকে
স্যার এমন একজন মানুষ যে সব বিষয়ে জ্ঞান রাখে, অভিজ্ঞতা আছে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো বুকের পাটা আছে। তার প্রতিটি আলোচনা বাস্তব ও যুক্তিসংগত। তিনি আমাদের জাতীয় সম্পদ। তাকে আরও বেশিবেশি আলোচনা করার সুযোগ করে দিলে আমরা অনেক কিছু জানতে পারবো।
স্যারের কথার পাশাপাশি প্রশংসা করছি সম্মাননিয় উপস্থাপককে। উনি খুব নম্রভাবে স্যারের পুরো কথা গুরুত্ব দিয়ে শুনে গিয়েছে, মাঝে বা হাত দেননি। একজন ইন্টেলেক্টের সাথে এভাবেই প্রোগ্রাম করতে হয় যা এখনকার সিংহভাগ সঞ্চালক জানেন না।
এতো গভীর আর সুন্দর আলোচনা শুধু sir ই করতে পারেন। ধন্যবাদ sir
স্যারের নিরপেক্ষতা ও সুস্থ দীর্ঘজীবন কামনা করি।
সমাজ সংস্কারক হিসেবে স্যারকে আবির্ভূত হবার অনুরোধ করছি যার সুনির্দিষ্ট ভিশন থাকবে। মানুষ আলোর দিশা পাবেন।
আমরা প্রান্তিক জনপদের লোকজন টেলিভিশন, ফেসবুক, ইউটিবের কল্যাণে স্যারের মূল্যবান, জ্ঞানগর্ভ কথা শুনি,উপলব্ধি করি সমস্যার স্বরুপ ও সমাধান। তাই স্যারকে নিয়মিত আমাদের সামনে আনার ব্যবস্থা করতে অনুরোধ থাকল।পরিশেষে অযাচিত হস্তক্ষেপমুক্ত উপস্থাপনার জন্য উপস্থাপক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। স্যারের সুস্বাস্থ্য কামনা করছি।❤️❤️❤️
কিছু মানুষ আছে কিছু বুদদিজীবি আছে বাংলাদেশে,যাদেরকে মন থেকে শ্রদ্ধা করতে ইচ্ছে করে,যাদের মধ্যে প্রথম কাতারে আছেন স্যার ড. সলিমুললাহ খান, তাকে কখনো কখনো আমার মনেহয় একটি পরিপূর্ন লাইব্রেরি এবং সব প্রশ্নের আনসার….!!
স্যারের,বিশ্লেষণ গুলো মন্ত্র মুগ্ধ হয়ে শুনেছি অনেক কিছু জেনেছি,বুঝেছি এবং সিদ্ধান্ত নেওয়ার পথ খুজে পেয়েছি।উনি আসলেই জিনিয়াস এবং সত্যিকারের বিশ্লেষক।
সুলিমুল্লাহ স্যার এমন এক ব্যক্তি যিনি পৃথিবীর সব কিছু নিয়ে কথা বলার জ্ঞান রাখে। আমি একদম নীরব হয়ে সব শুনলাম ♥
Sob toh bujlam kintu aai situation theke ki bhabe ber hoben tar disha koi
অসাধারণ প্রতিভা। উনার সামনে চুপ করে বসে থাকা ছাড়া উপায় নাই, যেই লেভেলের আলোচনা করেন উপস্থাপক এর মাথার উপর দিয়া যায়। আমার ২ বার লাগে স্যার এর কথাগুলা বুঝতে। মাঝে মাঝে কয়েকবার শুনি তারপর অল্প বুঝি।
এমন কিছু নয়।
তারা জানেন, বুঝেনও।
মানে, একজনের সীমা ই তার পরিচয়। এটা অনিবার্যতার মতন।
আসলে স্যারের কথা অনেক যুক্তি সংগত অনেক ভালো মানুষ এক কথায় বলতে আমাদের দেশের সমপত
সালাম সলিম উল্লাহ স্যার কে। ঊনি দেশের সম্পদ। ঊনাকে জাতীয় উন্নয়নে কাজে লাগানো উচিত।
স্যারের কথা সারাদিন শুনলেও মন ভরবে না। এতো সুন্দর করে কথা বলেন উনি যে, মুগ্ধ হয়ে শুধু শুনি। ❤️❤️❤️
গ্রামীণ ব্যাংক সম্পর্কে স্যার ভালো বলেছেন। ক্ষুদ্রঋণের নামের গ্রামের কতো মানুষকে যে গ্রামীণ ব্যাংক সর্বশান্ত করেছে, এইটা আমি নিজে দেখেছি।
আমি কিন্তু অন্যরকম দেখেছি! অনেক লোক স্বনির্ভর হয়েছিল গ্রামীন ব্যাংকের ক্ষুদ্র ঋণ নিয়ে। হ্যাঁ, কিছু কিছু লোকের জন্য খুব খারাপ হয়েছিল; কিন্তু সেটা আমি মনে করি তাদের উদ্দেশ্য ঠিক ছিল না। কারণ, গ্রামীন ব্যাংকের উদ্দেশ্য ছিল ঋণটা নিয়ে লাভজনক কিছু করা, সেখানে যারা ঋণ নিয়ে খাবারের ব্যবস্থা করত তারাই বিপদে পড়েছিল। সেজন্য কিন্তু গ্রামীন ব্যাংককে দোষ দিলে হবে না।
সহমত
কোন কোথা বলছেন
সলিমুল্লাহ খান স্যারের আলোচনা শোনা সত্যিই আনন্দদায়ক ।
বিশ্লেষণ অনেক সুন্দর হয়েছে স্যারের আমি অপেক্ষায় থাকি স্যারের সাক্ষাৎকার শোনার জন্য আশা করি পরবর্তী সাক্ষাৎকারটা হবে ইউক্রেন এবং রাশিয়া নিয়ে।
hfhg
সলিমুল্লাহ সাহেব পরিষ্কার সত্যকথা সুন্দরভাবে গুছিয়েবলেদেন তা বোঝা সহজ।
অন্যরা যা দুইঘণ্টাধরে বলেও বুঝাতেপারেননা ইনি তা পাঁচমিনিটে বলেদেন ! বহু শিক্ষণীয় মূল্যবান কথা।
আমরা যদি সলিমুল্লাহ স্যার এর মতো লোক আরো ডজনখানেক পেতাম আর তাদের নেতৃত্বে নিয়ে আসতাম অথবা তাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করতাম তবে এদেশ সত্যিই সোনার বাংলা হয়ে যেতো।
স্যার সবার শেষ কথাটা একেবারে নির্ভুল।
অদক্ষতা, অনেয়ায্যতা,
অনিশ্চয়তা, আমাদের অসফলতার মূল কারণ।
A great intellectual, Professor Salimullah khan, is undoubtedly a treasure of Bangladesh. His analyses of the existing situations are nothing but deep, informative and real. May he live long.
His analyses lacks logic, consistancy and his views on economy is flawed
@@rdxboyirfan4037 it's analysis, not analyses
স্যার কে ধন্যবাদ, সাথে আপনাদের কেও ধন্যবাদ। আপনাদের প্রোগ্রাম ভালো লাগে। দেখি। এগিয়ে যান।
স্যার আমাদের জন্য, দেশের জন্য জাতীয় সম্পদে পরিণত হয়েছেন।
দেশের বিদ্যমান যে অরাজকতা চলছে, স্যারের দিকনির্দেশনা, জ্ঞান নিয়ে এই পরিবেশের পরিবর্তন সম্ভব।
অসাধারণ বিশ্লেষণ স্যার।
আপনাকে ধন্যবাদ।
এই চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি স্যার আমন্ত্রণ জানানোর জন্য।
কর্মমুখী অর্থনৈতিক পরিবর্তন বনাম প্রযুক্তিমুখী অর্থনৈতিক পরিবর্তন দারুণ একটা পয়েন্ট
স্যারকে আল্লাহ দীর্ঘজীবী করুন
Dr. Salimullah Khan sir should train new generation to be an analyst like him. As he is a rare talent, he should pass his learning techniques, delivery techniques of knowledge. When he will not be among us(may Allah give him a longer life), new generation can be substitute of him to exercise intellectuality.
স্যারের প্রতি অনেক শ্রদ্ধা। এই রকম নিরেপক্ষ, সাহসি বিশ্লেষণের ক্ষমতা প্রফেসর সলিমুল্লাহ স্যারের আছে।অন্যরা শুধু সুবিধাবাদি।
স্যারের কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনি । কিন্তু স্যারের চ্যানেলটাতে সাউন্ড কোয়ালিটি একটু দুর্বল , তাই উনার কথা শুনতে সমস্যা হয়। তাই অন্য কোথাও স্যারের টক শো দেখলেই বলা চলে ঝাপিয়ে পড়ি ৷ তাই উনাকে বেশি বেশি আমন্ত্রন জানানো হোক, এটাই অনুরোধ।
গত ১০ বছরে প্রচুর পরিমান ডাক্তার ইন্জিনিয়ার বাইরে চলে গেছে । হয়তো ২-৩ বছর পর আপনি লন্ডনে/ সিঙ্গাপুরে অপারেশন করতে গেলে দেখবেন আপনার সার্জন বাংলাদেশী। মেধাবী ধরে রাখার কোন সিস্টেম এই দেশে নাই।
নষ্টের পুনর্বাসন হচ্ছে ।
কষ্টের প্রবাসীর আয়
ভন্ডেরা লুটেপুটে খায়।
উৎপাদন মুখি কর্মসংস্থান মুখি
প্রকল্প করতে হবে। শ্রমিকের শ্রম চুরি করে এখানে মালিকরা
সম্পদ বাড়ায়। রাষ্ট্র এদের সহায়তা দেয়, কিন্তু শ্রমিকের ভাগ্য ফেরে না।
Real educated person!
He is very diffrerent from others,deliverted intellectual speech which is attached to the issues,but the types of this man are rare...
স্যারকে দেশের শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চাই।
স্যার শিক্ষা মন্ত্রী হওয়া তো দূরের কথা, ভাইস চ্যান্সেলরও হতে পারেননি, পারবেনও না! কারণ তোষামোদি করা, সরকারের কাছে নতজানু হয়ে জীবন কাটানো; জ্বি হুজুর, জ্বি ম্যাডাম বলে চাকুরী আঁকড়ে ধরার মতো হীন মনমানসিকতা শ্রদ্ধেয়, প্রাজ্ঞ, বিজ্ঞ স্যার রপ্ত করতে পারেননি। জ্ঞান অর্জনের জন্য স্যারের লেকচার অতিব গুরুত্বপূর্ন, তাই বার বার শুনি। বিচিত্র এদেশে পন্ডিত, জ্ঞানী ব্যক্তিরা অবহেলিত, নয়তো জেলের ভিতর। আল্লাহ্ স্যারকে সুস্থ, সুন্দর নেক হায়াত দান করুন।
সহমত
আমি অনেকদিন যাবৎ বলছি। প্লিজ আপনারা গার্মেন্টস নূন্যতম মজুরি 10 হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার করুন। ৪ কোটি মানুষ শান্তি পাবেন। এই কথা/ আন্দলোন সরকারকে বুঝিয়ে দিতে পারলেই হতো।
সব কিছুর বেতন না বাড়িয়ে গার্মেন্টস বেতন বাড়ানো হোক
TBS কে অসংখ্য ধন্যবাদ, ভালো একটা প্রেগ্রাম আয়েজনের জন্য ।
স্যারকে অসংখ্য ধন্যবাদ, তার সুন্দর গঠনমুলক আলোচনার জন্য
মুগ্ধ হয়ে শুনি স্যারের কথাগুলো
সলিমুল্লাহ স্যার নিঃসন্ধেহে অনেক টেলেন্ট ♥ স্যারের জন্য ভালবাসা রইলো।
উনি একজন অমূল্য সম্পদ।
Great dr solimullah sir.
অসাধারণ বিশ্লেষণ।
জীবনে প্রথম একজন লোক দেখলাম যিনি সাদাকে সাদা আর কালোকে কালো বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না🥰😍🫡। ধন্যবাদ ড. সলিমুল্লাহ খান স্যার জাতিকে নিয়ে আপনার সুদূরপ্রসারী ভাবনার জন্য।
স্যার, কে আবার ও দাওয়াত দেওয়ার জন্য বিনীত অনুরোধ 🙏 রইল ।
তার সুস্বাস্থ্য কামনা করি।
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বল্লেন। ❤️
আপনি 100% সত্য বলেছেন স্যার। কিন্তু অন্যান্যর কেউই বলছেন না ...
জ্ঞানের আধার।
জাতীয় ভাবে কাজে লাগানো উচিত স্যার কে।
আমাদের শিক্ষা বেবস্থায় সারাজীবন পড়ে জীবন সমবন্দে সত্যিকার অর্থে প্রয়োজনীয় কিছুই জানা জাবেনা।তবে স্যারের জীবন মুখি কয়েক আলোচনা শুনলে জীবনের পথচলার জন্য ভাবতে হবেনা।
কারিগরি শিক্ষিত শ্রমীক এবং Engineer যদি বিদেশে পাঠানো যায় দেশ উন্নত হবে
ধন্যবাদ স্যারকে জনসাধারণে
কথা গুলো তুলে ধরা জন্যে
অবিরাম শ্রদ্ধা ভালোবাসা রইলো
সু প্রিয় শ্রদ্ধেয় সুফি দার্শনিক অধ্যাপক ডা সলিমুল্লাহ খান স্যারকে
🙏🌹💞🌅
বাংলাদেশে বিশ্ববিদ্যালয় নাম চায় সবাই। ভিতরে কিছু থাকে না। অর্ধশত সরকারি ও শতাধিক বিশ্ববিদ্যালয় আজ প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন গ্রাজুয়েট তৈরি করতে পারে না।।
সম্পূর্ণ ফালতু কথা
Eto dokko lok ta kon bal sirisse@@esamahmed4821
অসাধারণ আলোচনা।
University of Liberal Arts এ-পড়তে ইচ্ছে ছিলো যাস্ট সলিমুল্লাহ স্যারের জন্যই 🙂
স্যারের কথাগুলো যখনই শুনি সময় যে কিভাবে চলে যায় বুজায় যায় না। জীবদ্দশায় একজন মানুষ এত কিছু জানতে পারে স্যার কে না দেখলে বোঝায় যাবে না
Thanks for informational lecture
Sir is actually brilliant. Thanks TBS
স্যার আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দরভাবে বিষয় গুলো তুলে ধরার জন্য💖
স্যরের কথা গুলি মন চুইয়ে যাই
অসাধারণ বক্তব্য
শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থের উপর নজর দেওয়া বেশ জরুরি
Huge knowledge
সলিমুল্লাহ স্যারের মতো জ্ঞানী ও গুণী মানুষ আজকাল দেশে খুব বিরল।
স্যারের লেকচার শুনলে মনে হয় আমরা কিছুই জানিনা, অতি নগণ্য, দোয়া রইলো স্যারের জন্য
Comprehensive analysis. Thank you!
The great intellectual of Bangladesh,Professor Philosopher Dr. Salimullah khan Sir.....Thanks to TBS news
আমদানি কমাতে হবে।
তাতে চাহিদা সৃষ্টি হবে। সেটা মেটাতে উৎপাদনের জন্য কারখানা স্থাপন করতে হবে। তাতে কর্মসংস্থান সৃষ্টি হবে। এটা কি সরকার জানে না? বিদেশী সমর্থনের জন্য সরকার আমদানি বেশী করছে। কাজেই কর্মসংস্থানের জন্যই ফেয়ার ইলেকশন দরকার।
Sir is absolutely right.
BCS means POWER AND MONEY 💰
স্যার এক জন জীবন্ত কম্পিউটার, আমাদের জাতীয় সম্পদ, আল্লাহ তাকে সুস্থতা দান করুন।
MAY ALLAH SAVE AND PROTECT YOU DR.SALIMULLAH KHAN SIR
Sir, you are fantastic.
স্যারের কথা গুলো শুনলে মনে হয় শুনতেই থাকি
Very nice discussion .
Legend salute to you!
this host is a great listener.
Sir is always Brilliant 💖💖💖
আমার দেখা দেশের সেরা ব্যক্তিত্ব এই শতাব্দীর
স্যারের কথা থেকে অনেক কিছু শিখতে পারলাম
He explained very widely! Thank you so much!
Salimullah sir is our valuable asset
my god. this guy is so honest and straight..
স্যারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই🙂
সবার আগে প্রয়োজন জনসংখ্যা নিয়ন্ত্রণ
স্যারের ফ্যানক্লাব কি করা উচিৎ নয় অন্তত সব লেখা ও কথা যাতে এক জায়গায় পাওয়া যায় 😢😢
অসাধারণ লাগলো।
Sir........ Allah apnake onek din Amader majhe thakar towfique dan korun
আমাদের সবার প্রিয় স্যার সলিমুল্লাহ খান।
স্যার আজ আপনি চর্ম্য চক্ষু খুলে দিলেন।
স্যার সবসময় শ্রেষ্ঠ
বিনম্র শ্রদ্ধা স্যার।
Khub sundor explanation ❤
Salimullah Khan is a masterpiece. Alas! The nation can not utilise Him.
শাহজাহান আগ্রার তাজমহল বানিয়েছে ১৬৩১ সাল থেকে ১৬৪৮ সাল পর্যন্ত. একটা মাস্টারপিস ওয়ার্ক হিসাবেই আজো আছে।
ঠিক একই সময়ে ১৬৩৬ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির জন্ম. এই স্থাপনা কি করেছে আমরা কি জানি?
- ৩৩ জন প্রেসিডেন্ট
- ৭ জন ভাইস প্রেসিডেন্ট
- ২৭ জন প্রাইম মিনিস্টার
- ৫২ জন সুপ্রিম কোর্ট বিচারপতি
- ৪৯ জন পুলিৎজার বিজয়ী
- ১৫০ জনের বেশি নোবেল বিজয়ী.
উপমহাদেশের উন্নয়নের নমুনা হচ্ছে আমরা ভালবাসা আর কাঠামো দিয়ে জয় করব সারা পৃথিবী আর হ্যা এটাই আমরা।
The Business Standard becoming a brand ❤️
দেশের বিশ্ববিদ্যালয়গুলো কী করে, এদের কাজটা কী??
গবেষণা করমু,সুযোগ দেয়া হোক।
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর ৭৭৭ স্টেপ শিক্ষকের বেতন ২৫ মাস ধরে বন্ধ।
বিসিএস ক্যাডার, নন ক্যাডার, হুজু ফুজু, ২য় শ্রেণী, ৩য় শ্রেণীঃ" আমি সৎ জীবন যাপন করতে চাই"
আমিঃ 🤦♂️🤦♂️🤦♂️
স্যার সব সমস্যার সমাধান হলো রাজনৈতিক রাই দেশ চালান কোন স্টুডেন্টরা না সো রাজনীতিবীদ পরিবর্তন করতে হবে যোগ্য লোক আনায়ন করতে হবে তাহলে সমস্যার সমাধান হবে
অসাধারণ , কিভাবে বিশ্লেষণ করা যায় আর ? বাহ বাহ
অসাধারণ
Indeed a Highly fruitful discussions.