আল্লাহ তো মনে করতো সূর্য পৃথিবী র চার পাশে ঘুরে,নিজে যদি সৃষ্টি করতো পৃথিবী কে তাহলে জানতে পারলো না সূর্য এর অবস্থান বাতেলা মেরে লাভ নাই।বিজ্ঞান পর নাহলে মূর্খই থাকতে হবে।
@@aloksarkar7304 " করুনাময় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন যিনি মানুষকে সৃষ্টি করেছেন অতঃপর মানুষকে কথা বলতে শিখিয়েছে চন্দ্র সূর্য তার নির্দেশে চলে চাঁদের ক্ষমতা নাই সূর্য অতিক্রম করা সূর্যের ক্ষমতা নাই চাঁদকে অতিক্রম করা এরা প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে ঘুরে বেড়ায়" আল কোরআন সূরা আর রাহমান পবিত্র কুরআনের 1450 বছর আগেই উল্লেখ করা হয়েছে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র বা নিজ নিজ কক্ষপথে ঘুরে বেড়ায় এই কোরআন যদি সর্বশক্তিমান আল্লাহ ভিন্ন অন্য কারো কাছ থেকে অবতীর্ণ হত তাহলে এত বিজ্ঞানসম্মত কথা থাকতে পারত না।
@@romjanchowdhury619 @₹ @₹ @₹ বিগত বেশ কয়েক বছর ধরে মুসলিমরা কোন ও মুল্যবান তথ্য ও তত্ত্ব আবিষ্কার করতে পারে নাই, মুসলমানেরা ঘুরে ফিরে ১৪০০ বছর আগের ৭ম শতাব্দীর অন্দ্বকার যুগে আটকে থাকার কথা বলে এবং যারা যারা অন্দ্বকার যুগে ফিরে যেতে চায় না তাদের বিরুদ্ধে জেহাদ করে। ১) বাগদাদ পতন : ২) স্পেন পতন : খ্রিস্টানরা স্পেনের লাইব্রেরীগুলো দখল করে, তারা অনেক গুরুত্বপূর্ণ বই লুণ্ঠন করে নেয়, মুসলমানদের ইসলাম ধর্ম সম্পর্কের বই গুলো পার্শ্ববর্তী নদী ও সমুদ্রে ফেলে দেয়, আবার ইসলাম ধর্মের অনেকগুলো বই আগুনে জ্বালিয়ে ধ্বংস করে ফেলে। ধ্বংস করে দেওয়া বইগুলোর বেশিরভাগই ইসলামী ধর্মীয় পুস্তক ছিলো । আর যেগুলো তারা নিজেদের আওতায় নিয়ে যায়, সেগুলো মূলতঃ বিজ্ঞান, গণিতবিদ্যা, রসায়ন, ভূগোল ও ইতিহাস বিষয়ক গবেষণাধর্মী পুস্তক ছিলো যেগুলো কিছু সংখ্যক মুসলিম পণ্ডিত জ্ঞানসাধনা, গবেষণা ও কঠোর পরিশ্রম করে আহরণ করেছিলেন । ওইসব মুসলিম মনীষীরা কোরান পড়ে জ্ঞান আহরণ করে নাই। আরবের ইসলামী সভ্যতা এর সময় বেশীরভাগ মুসলমান পন্ডিত নাস্তিক ছিলেন । কারণ কোরানে গুরুত্বপূর্ণ কোন ও তত্ত্ব ও তথ্য নাই। তারা স্বতন্ত্র গবেষণার মাধ্যমে আবিষ্কার এর কাজ করেছেন। কোরান শরিফ বইটি বৈজ্ঞানিক ভুলে ভরা একটা বই। এখন থেকে যত মসজিদ নির্মাণ করা হবে তাদের মুখ ওয়াশিংটন ডিসি এর দিকে তাক করানো থাকতে হবে।।
@@romjanchowdhury619 ¥ _ ¥ _ ¥ _ ¥ করোনা কোভিড -১৯ প্রমাণ করে দিয়েছে ইশ্বর, আল্লাহ, গড ভুয়া । মন্দির, মসজিদ বন্ধ। গির্জা, গুরোদোয়ারা, প্যাগোডা বন্ধ। হজ পালন বন্ধ। শুধুমাত্র বৈজ্ঞানিক হাসপাতাল খোলা। যারা বলেন বিজ্ঞান এসেছে ধর্মগ্রন্থ থেকে তারা আসলে পাগল ।।
আনুমানিক ধারণা করে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন, তবে তাদের গবেষণা করতেই হবে এই জন্য যে আমাদের স্রস্টা যিনি তিনি বলেছেন সব কিছুই মানুষের জন্য সৃষ্টি করেছেন, তাই তিনি বলেছেন তোমরা আমার সৃষ্টি নিয়ে ভাব,চিন্তা কর গবেষণা কর। স্রস্টার এই নির্দেশ পালনে বিজ্ঞানীরা যারপর নাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে আমার মনে হয় তিনি খুবই আনন্দ পাচ্ছেন। যেমন সন্তানের কৃতিত্বে পিতামাতা আনন্দিত হয়। বিজ্ঞানীদের অবিরাম প্রচেষ্টা, সাধনা, গবেষণা বিফল হবে বলে আমার মনে হয় না। একদিন না একদিন হয়তো তারা মহাকাশের অনেক কিছুই জেনে ফেলবে। সেই অপেক্ষায় আছি আমরা দর্শকেরা। তারা একদিন সফল হবেই।
গুহাজ্ঞানী কুপমণ্ডকেরা সব যায়গাতেই আছে। ইহুদি নাসারার মোবাইল ইন্টারনেট ফেইসবুক ইউটিউবেও গাদাগাদি করে। ধর্মগ্রন্থে তো আছে মানুষ পৃথিবীর সীমাই অতিক্রম করতে পারবে না ( সূরা আর রাহমান, আয়াত 33; 55/33) । এখন দূর মহাকাশে যাচ্ছে। ধর্ম পড়ে আছে সাড়ে চৌদ্দশত বছর আগে। এখন শুধুমাত্র বার্তা পৌঁছাতে বিশাল বপুর 600 ডানাযুক্ত জিবরাঈলের প্রয়োজন হয় না। সেকেন্ডে পৌঁছে যায় শতকোটি বার্তা পৃথিবীতে গ্রহ থেকে গ্রহান্তরে ( আলোর গতিত), অন্য সৌরজগতে। পৃথিবীর বাইরে কয়েক মাইল পরে বায়ুমন্ডল হাল্কা হতে হতে আর নেই। তখন জিবরাঈল কিসের ওপর ভর দিয়ে লক্ষ কোটি আলোকবর্ষ পার হতো!! ডানার সেখানে কাজটা কি!!
বলদ সৃষ্টি কর্তা বলতে কি বোঝায়? যারা বিগ ব্যাং থিওরী ( Big Bang Theory ) বুজে না তারাই সৃষ্টিকর্তা ও আল্লাহ ছাড়া আর কিছু বুঝে না। ধর্মান্দ্ব । ধর্ম ব্যবসা কর । ভালো কাজে সময় ব্যবহার করা শিখ । বিবর্তনবাদের তত্ত্ব নিয়ে পড়াশুনা কর, তাহলে বুঝতে পারবে তুই কোথা থেকে এসেছিস । ( Theory of Evolution)। সৃষ্টি কি জিনিস সেটা বুজতে পারবে।।
একটা কথা আপনাকে মনে করিয়ে দিই,যখন কেয়ামত সংঘটিত হবে তখন "মহান আল্লাহর" এই সৃষ্টির সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তাই নতুন পৃথিবীর কথা চিন্তা না করে হাশরের ময়দানে "মহান আল্লাহর" সামনে হিসাব কি দিব সেটা চিন্তা করাই উত্তম।
ওরা এলিয়েন খোঁজে না। এলিয়েন তো আমরাই কারণ বেহেশত হতে আল্লাহ্ আদম (আঃ) কে (যার থেকে আমরা)নামিয়ে দিয়েছেন পৃথিবীতে। সত্য হলো ওরা ফেরেস্তা সহ আল্লাহ্ কে খোঁজে- যুদ্ধের জন্য(নাউজুবিল্লাহ)।ওরা জানে না আমার মহান মালিক মহান আল্লাহ্ সর্বশ্রেষ্ট মহাপরিকল্পনাকারী। আল্লাহর সমকক্ষ কেউ নেই। হে আল্লাহ্ আপনি আমাদের ঈমানের সাথে হেদায়েত দান পূর্বক হেফাজত করুন।আমিন
আমার ভাই মিঠুন এখনো জমিনের উপর এত খালি জায়গা আছে। আমি পুরা বিশ্বের কথা বলি না। শুধু সৌদি আরবের কথা বলছি এখানে এত জায়গা খালি আছে আরো পাঁচ হাজার বছর এরা যদি প্রটেকশন দেয়। তাও পুরা খালি থাকবে। রিয়াদ থেকে মক্কা যাইতে 700 কিলোমিটার শুধু মরুভূমি শুধু বাপনা গাছ আর কিছুই নেই।।
মহান আল্লাহ পৃথিবী কে সৃষ্টি করেছেন মানুষের বসবাসের জন্য এছাড়া আকাশের বায়ুমন্ডলে যত গ্রহ নক্ষত্র আছে চাঁদ সূর্য এবং কি লক্ষ কোটি গ্রহ তারা যা এখন বিজ্ঞান দেখছে সব আল্লাহর লীলা খেলা যা বোঝার ক্ষমতা মানুষের নেই আল্লাহ মহান আল্লাহ হুয়াকবার l
কেয়ামত কখন হবে কেউ বলতে পারে না, তাই বলে বিজ্ঞানীদের গবেষণা থেমে যাবেনা। আমরা যেমন বেঁচে থাকার জন্য নানা রকম কাজ করে থাকি, বিজ্ঞান ও তাদের কাজ চালিয়ে যাবেন।
Khubi sundor video ..khubi sundor voice but but...bro amar eto din er experience e mone hoyechhe manush prithibi te first eseche aar eta chhara aar kothau Tara bachar upai nei
টাইটান হচ্ছে শনি গ্রহের একটা উপগ্রহ। ভিডিওটি শুনে অনেক অজানাকে জানতে পারলাম, অনেক ধন্যবাদ আপনাকে। ততক্ষণ আমরা অপেক্ষায় থাকবো, ড্রাগন ড্রোন পাঠানোর পর যে সমস্ত তথ্য উপাত্ত পাব।
ভালো মা , খারাপ মা, কোন ও কোন পরিবারে ডাইনিসম সন্ত্রাসবাদী মা আছেন , আর আদর্শবান বেহেস্তী মা ও আছেন । পরিবারের মহিলাদের কুবুদ্ধি এবং প্ররোচনায় ভাইদের মধ্যে ঝগড়া হয়।
অন্য গ্রহে বসবাসের কথা কুরআনে বলেন নাই সুতারাং অন্য গ্রহ তে প্রাণের অস্তিত্ব পাওয়া অসম্ভব কারণ কোরআনে আল্লাহ মানুষের দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন কিভাবে কাটাবে কি করতে হবে সবকিছুই আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন।
মানুষ ওখানে ওই ঠান্ডায় স্বাভাবিকভাবে কোনদিন বাচতে পারবে না। কৃত্রিমভাবে কিছুদিন হয়তো থাকতে পারে। তারপর চাষবাস কিভাবে হবে ওখানে??? মানুষ খাবে কি??? রান্নাবান্না কিভাবে হবে????
ভালো মা , খারাপ মা, কোন ও কোন পরিবারে ডাইনিসম সন্ত্রাসবাদী মা আছেন , আর আদর্শবান বেহেস্তী মা ও আছেন । পরিবারের মহিলাদের কুবুদ্ধি এবং প্ররোচনায় ভাইদের মধ্যে ঝগড়া হয়।
যারা টাইটানিক ও হিরো আলমের সাথে তুলনা করে, তাদের ভাবনা যে কত ছোট তা বলার অপেক্ষা রাখে না। সবাইকে মনে রাখতে হবে, যে ফেসবুক নিয়ে আপনি সারা পৃথিবী কে তথা বিশ্ব মন্ডল কে দেখছেন, এটা বিজ্ঞানের আবিষ্কার। আর সমস্ত কিছুই বিজ্ঞানী সাধিত করেছে।
মানুষ কে জিন গত পরিবর্তন সাধন করতে হবে। মানুষের অক্সিজেন প্রয়োজন বেঁচে থাকার জন্য । মানুষ কে এমন ভাবে তৈরী করতে হবে- যাতে শ্বাস কার্যে নাইট্রোজেন বা অন্য কোন গ্যাস ব্যবহার করে বাঁচতে পারে ।
কয়েকটি জায়গায় আমার বলার সময়ে ভুল হয়েছে, তার জন্য দুঃখিত।
১২ কিলোমিটার,......
It’s ok Vaiya🙂
ওকে ভাইয়া কোন সমস্যা নেই
Kono ashubidha nei 💖💖
না না কোনো ব্যাপার না🙂🙂
"তিনি সেই মহান আল্লাহ যিনি পৃথিবীকে বাসযোগ্য করে সৃষ্টি করেছেন" আল কোরআন
আল্লাহ তো মনে করতো সূর্য পৃথিবী র চার পাশে ঘুরে,নিজে যদি সৃষ্টি করতো পৃথিবী কে তাহলে জানতে পারলো না সূর্য এর অবস্থান বাতেলা মেরে লাভ নাই।বিজ্ঞান পর নাহলে মূর্খই থাকতে হবে।
@@aloksarkar7304 " করুনাময় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন যিনি মানুষকে সৃষ্টি করেছেন অতঃপর মানুষকে কথা বলতে শিখিয়েছে চন্দ্র সূর্য তার নির্দেশে চলে চাঁদের ক্ষমতা নাই সূর্য অতিক্রম করা সূর্যের ক্ষমতা নাই চাঁদকে অতিক্রম করা এরা প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে ঘুরে বেড়ায়" আল কোরআন সূরা আর রাহমান পবিত্র কুরআনের 1450 বছর আগেই উল্লেখ করা হয়েছে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র বা নিজ নিজ কক্ষপথে ঘুরে বেড়ায় এই কোরআন যদি সর্বশক্তিমান আল্লাহ ভিন্ন অন্য কারো কাছ থেকে অবতীর্ণ হত তাহলে এত বিজ্ঞানসম্মত কথা থাকতে পারত না।
@@romjanchowdhury619 @₹ @₹ @₹
বিগত বেশ কয়েক বছর ধরে মুসলিমরা কোন ও মুল্যবান তথ্য ও তত্ত্ব আবিষ্কার করতে পারে নাই, মুসলমানেরা ঘুরে ফিরে ১৪০০ বছর আগের ৭ম শতাব্দীর অন্দ্বকার যুগে আটকে থাকার কথা বলে এবং যারা যারা অন্দ্বকার যুগে ফিরে যেতে চায় না তাদের বিরুদ্ধে জেহাদ করে।
১) বাগদাদ পতন :
২) স্পেন পতন : খ্রিস্টানরা স্পেনের লাইব্রেরীগুলো দখল করে, তারা অনেক গুরুত্বপূর্ণ বই লুণ্ঠন করে নেয়, মুসলমানদের ইসলাম ধর্ম সম্পর্কের বই গুলো পার্শ্ববর্তী নদী ও সমুদ্রে ফেলে দেয়, আবার ইসলাম ধর্মের অনেকগুলো বই আগুনে জ্বালিয়ে ধ্বংস করে ফেলে। ধ্বংস করে দেওয়া বইগুলোর বেশিরভাগই ইসলামী ধর্মীয় পুস্তক ছিলো ।
আর যেগুলো তারা নিজেদের আওতায় নিয়ে যায়, সেগুলো মূলতঃ বিজ্ঞান, গণিতবিদ্যা, রসায়ন, ভূগোল ও ইতিহাস বিষয়ক গবেষণাধর্মী পুস্তক ছিলো যেগুলো কিছু সংখ্যক মুসলিম পণ্ডিত জ্ঞানসাধনা, গবেষণা ও কঠোর পরিশ্রম করে আহরণ করেছিলেন ।
ওইসব মুসলিম মনীষীরা কোরান পড়ে জ্ঞান আহরণ করে নাই।
আরবের ইসলামী সভ্যতা এর সময় বেশীরভাগ মুসলমান পন্ডিত নাস্তিক ছিলেন ।
কারণ কোরানে গুরুত্বপূর্ণ কোন ও তত্ত্ব ও তথ্য নাই।
তারা স্বতন্ত্র গবেষণার মাধ্যমে আবিষ্কার এর কাজ করেছেন। কোরান শরিফ বইটি বৈজ্ঞানিক ভুলে ভরা একটা বই।
এখন থেকে যত মসজিদ নির্মাণ করা হবে তাদের মুখ ওয়াশিংটন ডিসি এর দিকে তাক করানো থাকতে হবে।।
@@khaliqurrahman9760 কোরআনে যে কোনো ভুল নাই সেটা আল্লাহ্ নাস্তিকদের দ্বারাই প্রমাণ করবেন আল্লাহ্ তা আগেই বলে দিয়েছেন।
@@romjanchowdhury619 ¥ _ ¥ _ ¥ _ ¥
করোনা কোভিড -১৯ প্রমাণ করে দিয়েছে ইশ্বর, আল্লাহ, গড ভুয়া ।
মন্দির, মসজিদ বন্ধ।
গির্জা, গুরোদোয়ারা, প্যাগোডা বন্ধ।
হজ পালন বন্ধ।
শুধুমাত্র বৈজ্ঞানিক হাসপাতাল খোলা।
যারা বলেন বিজ্ঞান এসেছে ধর্মগ্রন্থ থেকে তারা আসলে পাগল ।।
কোন গ্রহ থেকেই মানুষ এর জন্ম হয়নি
আল্লাহ পৃথীবি তৈরি করেছে শুধু মানুষ এর জন্য
এবং প্রথম মানুষ এখানেই পাঠান!😊
Pagla mal kotha kar
Allah boro bal chireche🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
মাদ্রাসাছাপ😂😂😂
Kono দেবতা বা কোনো আল্লাহ সিসটি করেনি ওকে ,তাই বাজে বলিস না
আনুমানিক ধারণা করে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন, তবে তাদের গবেষণা করতেই হবে এই জন্য যে আমাদের স্রস্টা যিনি তিনি বলেছেন সব কিছুই মানুষের জন্য সৃষ্টি করেছেন, তাই তিনি বলেছেন তোমরা আমার সৃষ্টি নিয়ে ভাব,চিন্তা কর গবেষণা কর। স্রস্টার এই নির্দেশ পালনে বিজ্ঞানীরা যারপর নাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে আমার মনে হয় তিনি খুবই আনন্দ পাচ্ছেন। যেমন সন্তানের কৃতিত্বে পিতামাতা আনন্দিত হয়। বিজ্ঞানীদের অবিরাম প্রচেষ্টা, সাধনা, গবেষণা বিফল হবে বলে আমার মনে হয় না। একদিন না একদিন হয়তো তারা মহাকাশের অনেক কিছুই জেনে ফেলবে। সেই অপেক্ষায় আছি আমরা দর্শকেরা। তারা একদিন সফল হবেই।
আমরা আর কোথাও বসবাস করতে পারবোনা পৃথিবী ছাড়া কারণ আল্লাহ পৃথিবীকে প্রাণীর জন্য বানিয়েছেন সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন এবং সবকিছু শেষ করে দেবেন
গাধা
😂😂😂
গুহাজ্ঞানী কুপমণ্ডকেরা সব যায়গাতেই আছে। ইহুদি নাসারার মোবাইল ইন্টারনেট ফেইসবুক ইউটিউবেও গাদাগাদি করে। ধর্মগ্রন্থে তো আছে মানুষ পৃথিবীর সীমাই অতিক্রম করতে পারবে না ( সূরা আর রাহমান, আয়াত 33; 55/33) । এখন দূর মহাকাশে যাচ্ছে।
ধর্ম পড়ে আছে সাড়ে চৌদ্দশত বছর আগে। এখন শুধুমাত্র বার্তা পৌঁছাতে বিশাল বপুর 600 ডানাযুক্ত জিবরাঈলের প্রয়োজন হয় না। সেকেন্ডে পৌঁছে যায় শতকোটি বার্তা পৃথিবীতে গ্রহ থেকে গ্রহান্তরে ( আলোর গতিত), অন্য সৌরজগতে। পৃথিবীর বাইরে কয়েক মাইল পরে বায়ুমন্ডল হাল্কা হতে হতে আর নেই। তখন জিবরাঈল কিসের ওপর ভর দিয়ে লক্ষ কোটি আলোকবর্ষ পার হতো!! ডানার সেখানে কাজটা কি!!
হুমমম আল্লাহ কেবল ধর্মান্ধদেরই সৃষ্টি করেছে।
😝😝😝😝 Byaas.... Shuru Hoye Gelo....
সর্বশক্তিমান আল্লাহ কি সুন্দর করে সব সেট করে দিয়েছেন পৃথিবীতে সুবাহানাল্লাহ
Tor Allah er gustir gud mari khanki magi🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Tora ay sob video dekhar joggo na
Aye jonnoi bokachoda der dhormo theke scientist hoy na, terrorist hoy
@@lvfitness4792 Toder Allah amar bal er joggo na, 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
বলদ
সৃষ্টি কর্তা বলতে কি বোঝায়?
যারা বিগ ব্যাং থিওরী ( Big Bang Theory ) বুজে না তারাই সৃষ্টিকর্তা ও আল্লাহ ছাড়া আর কিছু বুঝে না।
ধর্মান্দ্ব । ধর্ম ব্যবসা কর । ভালো কাজে সময় ব্যবহার করা শিখ । বিবর্তনবাদের তত্ত্ব নিয়ে পড়াশুনা কর, তাহলে বুঝতে পারবে তুই কোথা থেকে এসেছিস । ( Theory of Evolution)।
সৃষ্টি কি জিনিস সেটা বুজতে পারবে।।
সবই ঠিক কিন্ত মানুষ শুধুমাত্র পৃথিবীতেই আছে ইহা ই সত্য
অন্য গ্রহ খুজার পেছনে টাকা না খরচ করে যদি আমাদের এই পৃথিবীর পেছনে খরচ করত তাহলে আমাদের পৃথিবীর আবহাওয়া অনেক বদলে যেত
আপনার ভিডিও দেখতে অনেক ভালো লাগে
Darun Dada, video ta Informative. 👍
Titan holo Saturn Planet er upagraha
আমি কেন জানিনা আপনার ভিডিও গুলো আমার কাছে অনেক ভালো লাগে
আপনার ভিডিও গুলো দেখে অনেক কিছু জানতে পারছি ,, আপনি অনেক সুন্দর ভিডিও তৈরি করেন।।।
সেই ছোটবেলা থেকে শুনছি নাসা এই পেয়েছে ঐ পেয়েছে , পাওয়ার এই খবর শুনতে শুনতে একদিন মরে যাবো তবুও কিছু পাবে না হয় তো ।
একটা কথা আপনাকে মনে করিয়ে দিই,যখন কেয়ামত সংঘটিত হবে তখন "মহান আল্লাহর" এই সৃষ্টির সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তাই নতুন পৃথিবীর কথা চিন্তা না করে হাশরের ময়দানে "মহান আল্লাহর" সামনে হিসাব কি দিব সেটা চিন্তা করাই উত্তম।
যা মরে যা, শহিদ হয়ে যা।
তোর জন্য বেহেস্তে লাল ফুটো ওয়ালা ৭২ হুর অপেক্ষা করছে।
দাদা আপনার নতুন ভিডিওর অপেক্ষায় থাকি ভালবাসা রইল ফারাক্কা থেকে❤️❤️❤️
খুব সুন্দর গল্প দাদা খুব ভালো লাগলো
টাইটান শনি গ্রহের উপগ্রহ, যেটা আপনি ভিডিওতে বলেই দিয়েছেন, আবার বোকার মত বলছেন যে আজকের প্রশ্ন, টাইটান কোন গ্রহের উপগ্রহ? মেজাজটা কেমন লাগে?
ভিডিও টা কেমন দেখেছেন,সেইটা পরিক্ষা করার জন্য এই প্রশ্ন
বলতে বলতে পাগল হয়ে যায় আর কি
নাসা আর হিরো আলম একই মুদ্রার এপিঠ ওপিঠ। ব্যাপক বিনোদন দিতে পারে। কিয়ামতের আগ পর্যন্ত নাসা শুধু গ্রহ উপগ্রহতে জীবনের অস্তিত্ব খুঁজে পাবে।
দারুণ ভাই কথা গুলি ভালো
পবিত্র কুরআন এ মানুষ এবং জ্বিন জাতির কথা উল্লেখ অাছে।
Allah = হিরো আলোম = বতা নবী
বখওয়াস করবেন না প্লিজ।
আপনাদের ভাগ্যে বিজ্ঞানচর্চা নেই।আছে শুধু ওসব মূর্খ আহাজারি,আদনানদের চর্চা
ওরা এলিয়েন খোঁজে না। এলিয়েন তো আমরাই কারণ বেহেশত হতে আল্লাহ্ আদম (আঃ) কে (যার থেকে আমরা)নামিয়ে দিয়েছেন পৃথিবীতে। সত্য হলো ওরা ফেরেস্তা সহ আল্লাহ্ কে খোঁজে- যুদ্ধের জন্য(নাউজুবিল্লাহ)।ওরা জানে না আমার মহান মালিক মহান আল্লাহ্ সর্বশ্রেষ্ট মহাপরিকল্পনাকারী। আল্লাহর সমকক্ষ কেউ নেই।
হে আল্লাহ্ আপনি আমাদের ঈমানের সাথে হেদায়েত দান পূর্বক হেফাজত করুন।আমিন
আপনি একটি অর্গানিক যুগের কথা উল্লেখ করলেন যার ফর্মুলা C3H2. এর structure কি রকম হতে পারে? জানার ইচ্ছা রইল।
এই গুলো সাধারণ মানুষের কাছে প্রতিবেদন ছাড়া আর কিছুই না,,
Right
হতে পাড়ে
Om Namah Shivay 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
আমার ভাই মিঠুন
এখনো জমিনের উপর এত খালি জায়গা আছে। আমি পুরা বিশ্বের কথা বলি না। শুধু সৌদি আরবের কথা বলছি
এখানে এত জায়গা খালি আছে
আরো পাঁচ হাজার বছর এরা যদি প্রটেকশন দেয়। তাও পুরা খালি থাকবে। রিয়াদ থেকে মক্কা যাইতে 700 কিলোমিটার শুধু মরুভূমি
শুধু বাপনা গাছ আর কিছুই নেই।।
মহান আল্লাহ পৃথিবী কে সৃষ্টি করেছেন মানুষের বসবাসের জন্য এছাড়া আকাশের বায়ুমন্ডলে যত গ্রহ নক্ষত্র আছে চাঁদ সূর্য এবং কি লক্ষ কোটি গ্রহ তারা যা এখন বিজ্ঞান দেখছে সব আল্লাহর লীলা খেলা যা বোঝার ক্ষমতা মানুষের নেই আল্লাহ মহান আল্লাহ হুয়াকবার l
1500 bochor age Islam dhormo prithibite eseche , r tora bolis Allah naki sob banieche. Asole egulo toder oshikkhar e porichoy
Titan. Yes definitely.We will be Titanisns
কেয়ামত কখন হবে কেউ বলতে পারে না, তাই বলে বিজ্ঞানীদের গবেষণা থেমে যাবেনা। আমরা যেমন বেঁচে থাকার জন্য নানা রকম কাজ করে থাকি, বিজ্ঞান ও তাদের কাজ চালিয়ে যাবেন।
আর কেয়ামত বলে কিছু হয় না।
best performance.... i like so much and already Share it to my friends.
টাইটান শনি গ্রহের উপগ্রহ
সন্দীপ চট্রগ্রাম বাংলাদেশ থেকে 😮
এই পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহে কেউ কোনদিন বাস করতে পারবে না জীবিত থাকতে, বিজ্ঞান চ্যালেঞ্জ।☝️
Dada apnar video gule valo lage❤❤❤❤
আমার একটা প্রশ্ন ?
সব জিনিসের শৃষ্টি কনো না কনো মটেল দিয়ে হয় হাঁ না না?
আলোর শৃষ্টি কি দিয়ে??? আমাকে বলবেন দয়া করে।
বাকি টা পরে বলবো 🙏🙏🙏🙏
এত কষ্ট করে টাইটানে বাস করতে পারবোনা।
ঠিক! মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত পৃথিবীতেই বেশ স্বাচ্ছন্দে আছি। যদিও দুঃখ সুখ পালাক্রমে আসে!
টাইটান শনির উপগ্রহ
কিন্তু দাদা, টাইরানে রুটি রান্না করার জন্য আগুন জ্বালাবেন, তখন তো পুরো টাইটানই আগুনে পুড়ে যাবে।
অবশ্য টাইটানে রুটি বানা্নোর জন্য আটা ই নেই!
O my God ebar ki hobe
মহান আল্লাহর ই কুদরত সব কিছু
joy sree ram
Very nice & interesting. শনি =Satern ভাইস planet Titen.
A satelite of Saturn
টাইটান "শনি" নামক গ্রহের উপগ্রহ
ভালো লাগলো ধন্যবাদ ❤❤
শনি গ্রহের উপগ্রহ হচ্ছে টাইটেন 🖤🥀💝
Khubi sundor video ..khubi sundor voice but but...bro amar eto din er experience e mone hoyechhe manush prithibi te first eseche aar eta chhara aar kothau Tara bachar upai nei
Titan is a natural satellite of 'Saturn'
শনি গ্রহের উপগ্রহ
টাইটান হচ্ছে শনি গ্রহের একটা উপগ্রহ। ভিডিওটি শুনে অনেক অজানাকে জানতে পারলাম, অনেক ধন্যবাদ আপনাকে। ততক্ষণ আমরা অপেক্ষায় থাকবো, ড্রাগন ড্রোন পাঠানোর পর যে সমস্ত তথ্য উপাত্ত পাব।
পৃথিবীর এমন কিছু জায়গা আছে সেখানে মানুষ শুট করতে পারছে না আর কোথায় মঙ্গল আর টাইটান।
Space science 👌👌
First time apnar first video dekhlam vaiya.....valo laglo😇❤️🥀
ভালো মা , খারাপ মা,
কোন ও কোন পরিবারে ডাইনিসম সন্ত্রাসবাদী মা আছেন ,
আর আদর্শবান বেহেস্তী মা ও আছেন ।
পরিবারের মহিলাদের কুবুদ্ধি এবং প্ররোচনায় ভাইদের মধ্যে ঝগড়া হয়।
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
নতুন ভিডিও পেয়ে অনেক খুশি,,,,
আল্লাহ্ না চাইলে কখনো পারবে না ইনশাল্লাহ।
Dada dhanna baad,onek kichhu jante parlam.
Darun chilo.....
দাদা আপনার voice টা একটু কম কেন।sound বাড়িয়ে দিয়ে শুনতে হয়।
অন্য গ্রহে বসবাসের কথা কুরআনে বলেন নাই সুতারাং অন্য গ্রহ তে প্রাণের অস্তিত্ব পাওয়া অসম্ভব কারণ কোরআনে আল্লাহ মানুষের দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন কিভাবে কাটাবে কি করতে হবে সবকিছুই আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন।
বিজ্ঞানের জয় হোক, জয়তু বিজ্ঞান।
😂😂😂🤣🤣
জয় বীজ্ঞান
শনি
Soni
খুব সুন্দর হয়েছে ধন্যবাদ
মানুষ ওখানে ওই ঠান্ডায় স্বাভাবিকভাবে কোনদিন বাচতে পারবে না। কৃত্রিমভাবে কিছুদিন হয়তো থাকতে পারে। তারপর চাষবাস কিভাবে হবে ওখানে??? মানুষ খাবে কি??? রান্নাবান্না কিভাবে হবে????
আপনি একটি ভুল তথ্য দিলেন । টাইটান উপগ্রহটি তার মুল গ্রহ শনি থেকে 12 কিলোমিটার দুরে নয় বরং 1.2 মিলিয়ন কিলোমিটার দুরে ।
হাঁ উনি ভুল বলেছেন। ১২ ( বারো) লক্ষ কিলোমিটার দূরে আছে।
Good information. No satan
The Satern.yes definitely we will be Titanians.
এই কারনেই আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন
হয়, এই খুশিতে আমরা সবাই ক্ই চিল্লাইয়া চোদোনাআলহা 😆😆😆
প্রেত্যেক দিনই এখানে সেখানে জেবন খুঁজে পায় নাসা,তাও ভাসা ভাসা😛🤪😜😝🤑
খুব গুছিয়ে মনহারি করে বলতে পারেন। শুনতে সুখ হয়। ভিডিওর কোয়ালিটিও ভালো। সব নিয়ে সুন্দর।
টাইটান শনির উপগ্রহ।
আচ্ছা পৃথিবী থেকে টাই টানের দুরত্ব কত?
আমরা অবশ্যই শনির উপগ্রহ টাইটানে বসবাস করতে পারব।
Moha akash super bideo
So interested.
Excellent informative presentation. I am a chemist and intend to find out more about C3H2
Nice Mind Blowing
এমন মহাকাশ যান বানাতে হবে মানুষ নিয়ে খুব দ্রুত মহাবিশ্বে যেতেরপারে মানুষ।
really excellent explore you 🇧🇩🇧🇩
Saturna
Soni. Groho
যাই হউক না কেনো আল্লাহ্ দয়া না করলে কোনো কিছুই হবে না,কোনো প্রাণ ই টিকবে না। 🥰🥰🥰
Love from India 🇮🇳❣️ keep it up bro ❤️🍀
game VtcnHzgxm🇦🇼🇦🇷🛫
Titane pran ashambhab amon chintadhara bad dile sabcheye bhalo habe.
ভাল লাগল খুব ।
আবার আজকে দেখলাম, শুনলাম। এসব কি একবার দেখে শেষ হয়!
ঈশ্বরের তৈরি জিনিস মানুষের দ্বারা খুঁজে পসওয়া সম্ভব না।
ঈশ্বর কেবল একটাই জায়গা বানিয়েছেন আমাদের জন্য ত পৃথিবী।
Super Vaiya
শনি গ্রহের উপগ্রহ অজয়। ভব😊
টাইটানে তো THANOS থাকে😃
টাইটানে সুপারম্যান আছে।
ভাই আপনিতো টাইটেলেই উওর দিয়েছেন,😁😭😍
To good bro
ভালো মা , খারাপ মা,
কোন ও কোন পরিবারে ডাইনিসম সন্ত্রাসবাদী মা আছেন ,
আর আদর্শবান বেহেস্তী মা ও আছেন ।
পরিবারের মহিলাদের কুবুদ্ধি এবং প্ররোচনায় ভাইদের মধ্যে ঝগড়া হয়।
যারা টাইটানিক ও হিরো আলমের সাথে তুলনা করে, তাদের ভাবনা যে কত ছোট তা বলার অপেক্ষা রাখে না। সবাইকে মনে রাখতে হবে, যে ফেসবুক নিয়ে আপনি সারা পৃথিবী কে তথা বিশ্ব মন্ডল কে দেখছেন, এটা বিজ্ঞানের আবিষ্কার। আর সমস্ত কিছুই বিজ্ঞানী সাধিত করেছে।
শনি গ্রহের উপগ্রহ টাইটান
মানুষ কে জিন গত পরিবর্তন সাধন করতে হবে। মানুষের অক্সিজেন প্রয়োজন বেঁচে থাকার জন্য । মানুষ কে এমন ভাবে তৈরী করতে হবে- যাতে শ্বাস কার্যে নাইট্রোজেন বা অন্য কোন গ্যাস ব্যবহার করে বাঁচতে পারে ।
ভাইয়া আপনার একটা কথা আমি মেনে নিতে পারলাম না কেনো আল্লাহ যা চান তাই পান
স্লিপিং চেম্বার নিয়ে কোনো ভিডিও দিলে খুশি হতাম
Nice vedio
ঐটা াঅনেক কঠীন কাজ
খুব ভালো লাগলো সুন্দর করে বুঝিযে বলার জন্য ধন্যবাদ
এত সুন্দর গল্প এরা কি সুন্দর করে সাজিয়ে বলে
এতদিন মঙ্গলকে নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছিল। এখন শনির উপগ্রহ টাইটানকে নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। আগে কিছু লোক টাইটানে বসবাস শুরু করুক পরে আমরা যাব।
Science project should purify education and humanity in the people of universe.
টাইটান" উপগ্রহের বসবাস শনি গ্রহে।
আপনিই তো ভিডিওর উপরে লিখেছে টাইটানে পুরান আছে কিন্তু ভিডিওর ভিতর সেই পুরান গেল কোথায়?
তাহলে কিভাবে এখানে সফলভাবে বসবাস করবেন? এককোটি বছর পরই আমরা বেঁচে থাকলে টাইটানে বসবাস করব। ধারণা আর বাস্তবতা এক নয়। ধন্যবাদ।
Titan shoni groher opogroho
গাধা গ্যাস এর গ্রহে রকেটের আগুন নিয়ে রকেট কিভাবে ভূপাতিত হবে। পাবলিক কে গাধা বানাও। বসতি স্হাপন না করে জ্বালানির চাহিদা পুরোন করতে হবে।
YOU ARE DONKEY
টাইটান শনিগ্রহের উপ গ্রহ
মন্তব্য হলো এই যে পৃথিবী থেকে যে ড্রোন টাইটানে পাঠাবে কিছু গুলমের বীজ বা বৃক্ষের বীজ পাঠিয়ে পরীক্ষামূলক ভাবে রোপন যায় না কি