কবিগুরু সম্পর্কে অনেক অজানা তথ্যবহুল ঘটনা জানতে পারলাম। তাঁর বিশ্বজোড়া খ্যাতি থাকলেও তাঁর হৃদয়ে এতো বেদনার ক্ষতর কথা আমি জানতাম না। তাঁর জীবনের এই ব্যথার কথা জেনে মর্মহত। প্রত্যাশা করি এমন আরও এপিসোড দেখার। ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা উপস্থাপক ও চ্যানেলকে।
আজ আমার দুঃখের বোঝা কিছুটা কমলো, কারণ আমার চাইতেও দুঃখের জীবন কারো ও ছিল ,আছে,হয়ত বা থাকবে।তাই দুঃখের সমস্ত বোঝা গুলো কে কাধে তুলে ,হাসি মুখে চলতে শুরু করলাম জীবনের শেষ সীমা রেখাটার দিকে ।।
কবিগুরু রবি ঠাকুরের তিন কন্যার স্বামীদের অজানা তথ্য গুলো না জানা-ই ভালো ছিল। আমার ধারনা ছিল তিনি সারাজীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে কাটিয়েছে। মেয়ে জামাইদের কারনে কবিগুরুর জীবনের বড় একটা সময় কষ্টকর অধ্যয়ের মধ্যে অতিবাহিত হয়েছে এটা জেনে খুবই মর্মাহত হয়েছি।
কবি গুরুর বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। জানতে পারলাম যে, একজন অসাধারণ ব্যাক্তির নিজস্ব জীবন কত দুখের হতে পারে। কত সহ্যশক্তি থাকলে, একটি মানুষ এত দুখ সহ্য করতে পারে, তা কবি গুরু ই দেখিয়ে গেছেন। তাঁর চরণে সশ্রদ্ধ প্রনাম জানাচ্ছি।
বড়ই হৃদয়বিদারক ,করুন কবির এই অপমান অসম্মান এবং দুঃখ বেদনার ভান্ডার, যা জীবিত থাকতে কবির পাওয়ার কথা ছিল না। আরো বেশি ভাবে লেখা আছে সুজিত কুমার সেনগুপ্তের "রবীন্দ্রনাথ ও কালো মেঘের দল" এই বইটি পড়লেও চোখে জল আসবে আমাদের!
কবির প্রতি আমার অন্তরের গভীর শ্রদ্ধা রেখেই বলছি, কবি সঙসার জীবনে পুরোপুরি ই ব্যর্থ ছিলেন। তা না হলে দূরদর্শিতা র অভাবে অমন হীরের টুকরো জামাই বাছেন? আর মেয়েদের জীবন ও ছারখার হয়ে যায়। ছেলে মেয়েরা ও তাদের মায়ের অকালমৃত্যু হয়। এই সব মানতে বড় কষ্ট হয়। সবসময় অদৃষ্টের দোহাই দিলে চলে না। এসব ঘটনা থেকে আমাদের ও শিক্ষা নেওয়া উচিত, যাতে আমাদের এমন দুর্দশা না হয়। 🙏🙏🙏🙏🙏
At least বড় আর ছোট জামাই এর ঘটনা গুলো সত্যি । Net এ অনেক রেফারেন্স আছে। But মেজো জামাই এর ব্যাপারে বিশেষ কিছু খুজে পেলাম না। আর minor marriage ? আপনার নিজের ঠাকুমা বা তার মায়ের কত বছর বয়সে বিয়ে হয়েছিল ? তাহলে তো আগেকার দিনের সব বাঙালিকে জেলে যেতে হতো।
একটা ছোট্ট কথা, বেলা ও শরৎ শ্রীরামপুর নয়, ডিহি শ্রীরামপুর রোডে থাকতেন। এই জায়গাটা মধ্য কলকাতার পার্ক সার্কাসের কাছাকাছি। রবীন্দ্রনাথ অসুস্থ বেলা (বেলি) কে দেখতে এখানেই আসতেন।
সত্যি উনি বার বার ভূল করেছেন... নিজের মেয়েদের উচ্চ শিক্ষিত করে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করলে বরং হয়তো তিনি সফল হতেন......!..এতটা লেখনী শক্তি এতোটা মানুষ এর অন্তর বর্ণনা করেও তিনি মানুষ চিনতে পারেননি...!এতো ছোটোতে বিয়ে দেওয়া কখনোই উচিত হয় নি তাঁর...!তাঁর ভূলে তিনি ও তাঁর মেয়েরা সারাজীবন কষ্ট আর অপমানিত হয়েছিল...!
We sll know the insult a pirali brahmin had to put up with. ALL THEIR LIFE TaGORES REMAINED AT THE MARGIN OF HINDU SOCIETY BUT CONTRIBUTED THE HIGHEST.
আঘাত না পেলে মনের থেকে রক্তের খরন হয় না , মনের ব্যাথা র জন্যই ওঁনার লেখায় দুঃখ ,আবেগ ও ভালবাসার কথার কথা এসেছে ,এত আবেগ আছে বলেই তাঁর গান ও কবিতা আমাদের প্রাণ ও মন ছুঁয়ে গেছে । সবার মনেই দুঃখ ও কষ্ট আছে বলেই আমরা কবির অন্তরের সাথে মিশে গেছি । এক আত্মা না হলে অনুভব করা যায় নাতাই প্রতি গান ....... নীরবে ,টিভিতে
Most of the great and famous men suffered a lot in their lives, but our most respected favorite Rabindra Nath suffered most.very painful. He was an angel. So he has the strength to tolerate all sufferings . thanks for the post
এতো যন্ত্রণাও কারো ভাগ্যে থাকে! তাও আবার কবি গুরু রবীন্দ্রনাথের জীবনে। খুবই কষ্ট লাগলো এই কুলাঙ্গারদের কথা শুনে। হে গুরুশ্রেষ্ঠ তোমার সৃষ্টি চিরকাল অম্লান থাকবে প্রতিটি মানুষের হৃদয়ে।
ঈশ্বর সব সময়ই আমাদের আশিস দেন যে সয় সে রয় ,তাই আমাদের প্রাণের রবীন্দ্রনাথের গান ও কবিতা তাঁকে পৃথিবীতে এত সন্তানদের মনের মধ্যে সারা দিন বাঁচিয়ে রেখেছেন,সেটা তাঁর কষ্টের সহ্য জন্য ই। প্রণাম কবির শ্রীচরণে ......চিরদিন থাকুন সবার সাথে .....হে মহান কবি 🙏🙏🙏🙏
আমার ক্ষুদ্র জ্ঞান ও অবগতি থেকে বলছি, এই পৃথিবীতে দুঃখ-কষ্ট ছাড়া কোনো প্রতিভাধরের প্রতিভার বিকাশ ঘটে নি। সারা দুনিয়ার ইতিহাস সাক্ষী। সে তুলনায় মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃখ-কষ্ট ছিল অনেক কম । কবিগুরুর প্রতি আমি শ্রদ্ধাশীল।
অথচ উনি নিজেই রচনা করেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। শুধুমাত্র নিজেই দুঃখ পেলেন না, মেয়েটার জীবনটাকে একেবারে তছনছ করে দিলেন।
আমি আজ মাত্র একবার শুনলাম। ইচ্ছা আছে আরো অন্তত ১০ বার শুনবো তারপর চেষ্টা করে দেখবো কোন মন্তব্য লিখতে পারি কিনা। এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু ভাবার এবং গবেষণা করার মত অনেক উপাদান বিদ্যমান রয়েছে বলে মনে করি। আমি তো আকাশ থেকে পড়লাম । আপনি যা বলেছেন আমি তার বিন্দুবিসর্গও তো জানতাম না। মাথাটা কেমন যেন চক্কর খেয়ে গেল। আপনাকে সাবস্ক্রাইব করেছি লাইক করলাম। ধন্যবাদসহ লন্ডন থেকে সেলিম বলছিলাম। ভালো থাকবেন।
আপনার সদয় মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এটি রবীন্দ্রনাথের জীবনের একটি স্বল্পচর্চিত অধ্যায়। ঘটনাগুলি দুঃখজনক হলেও সর্বৈব সত্য। আপনাদের ভালোবাসার থেকে অনেক উৎসাহ লাভ করলাম।
কবি প্রচুর জ্ঞানে ভরপুর থাকলেও ওনার বাস্তব জীবনের জ্ঞান খুব অল্শ ছিল,ব্রাম্ভসমাজে মেয়েদের স্বাধীনতা থাকলেও উনি ওনার মেয়ে বউকে কোন স্বাধীনতা দেননি।উনি ওনার ভালোলাগাকে জীবনে বেশি গুরুত্ব দিয়েছেন বলেই ওনাকে এই অসহনীয় দুঃখ পেতে হয়েছিল।
Apnar bastab buddhi eto beshi je.....sei jug samparke apnar dharona khubi kom.....tai ektu history porlei bujhte parben sei jug ar ei jug duto sampurna alada.......sei juge ei juger moto eto adhunikata chilo na.....tobe kichu samaje meyeder sadhinata thakleo puro samaj takhono meyeder sampurna shadhinata dei ni.....ar amader kabiguru chinta dharai adhunik holeo takeo sei samajer niyam mene cholte hoyechilo.....tai ekhane kabigurur kono dosh nei......ok....dosh samajer.....valo kore history jene tarpore kobiguruke blame korben.....ajatha tar name mitthye dosharop korben na....ok..
বিশ্বকবির এই অপমানজনক ও অসহ্য যন্ত্রণা দায়ক হৃদয়বিদারক কাহিনী শুনে আমি খুবই মর্মাহত হলাম যা তাঁর মত মহান ব্যক্তির পক্ষে অকল্পনীয় তাকে আমি আমার অন্তরের শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা জানাই
বিশ্বনন্দিত কবি রবীন্দ্রনাথের ব্রহ্মভাবনা ও পারিবারিক জীবনের এ যন্ত্রণা সত্যিই জানা ছিলো না, হয়তো অনেকেই জানেন না। এত অন্তরজ্বালা নিয়ে তিনি যে বিশাল সৃষ্টি সম্ভার রচনা করেছিলেন তা অনন্য বৈশিষ্ট। তাঁর তুলনা শুধুই তিনি এক ও অদ্বিতীয়. প্রনাম জানাই।
কবিগুরু প্রনাম।ভীষন কষ্ট হচ্ছে। উনার মতো একজন মহামান্য পৃথিবীর শ্রেষ্ট কবি মহামানব কে আপন জনেরা এতো কষ্ট দিল কি ভাবে। ওরা তিনজনই অসুর জামাতা।আমার বিবেক বলছে মন বলছে।
Biswa kobi Rabindranath Tagore r eto koster jibon sune ami hotobak hy gelam , abng se juger somaj babosthau j vison kharap chilo setau bojha jai r sorbo pori Nari ra sorbokaler aboheler Patra hy eseche tau bojha jai ,ei somaj babostha ke ami ghrina kori ei j Narir proti otacher,Sc,St manusder proti otacher ,ei somaj babotha ter jonoi to Biswakobi Rabithakur k eto dukho kosto Pete hyche ,ekhono ei somaj babostha ter birat kichu unnoti hy ni .Rabi Thakur k janai koti koti pronam.
কবির জীবন যে খুবই চরম কষ্ট এবং দুঃখের ছিল তা আমি বহুবার পড়েছি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ভালো মানুষ মানে সরল হাদয়ের মানুষ যখন দঃুখ পায় তখন তার পরীক্ষা নেওয়া হয় সংসার অসার কাজেই . প্রেম ভালোবাসা আনন্দ মানুষের জন্য সীমত থাকা ভালো আর বাকীটা ঈশ্বরের চরনে অর্পন করা উচিৎ আমরা তা করিনা তাই তো এত যন্ত্রণা সহ্য করতে হয় ধন্যবাদ পাঠক নমস্কার নেবেন ❤️ 🙏
আমরা মানি না মানি কিন্তু জীবনের অভিশাপ বলে একটা কথা আছে সেটা একদম সত্যি।বাস্তব জীবনে যেখানে আমরা এই মানুষটাকে আকাশের মত ভাবি সেখানে এই কথাটা সত্য;যে তিনি একজন পিতা ।তাই তিনি সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে ;অমানুষের হাত থেকে মেয়ের অব্যাহতি চেয়েছিলেন তাই এই জানোয়ার থেকে যমকে দেওয়া সহজ মনে করেছিলেন আমাদের জীবনে র প্রতি পরতে পরতে তিনি জড়িয়ে আছেন থাকবেন।তিনি আমার প্রানে র ঠাকুর ।প্রনতি জানাই তাকে ।আমার হৃদয়ে যেমনি ছিলে তেমনি থাকো কবি ।
কেন যে এত মুক্ত পুরুষ হয়ে নাবালিকা মেয়েদের উনি বিয়ে দিয়েছিলেন, ওনার তো আরো মেয়েদের শিক্ষিত করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা উচৎ ছিল এই মর্মান্তিক যাতনা ও পেতে হতো না তাহলে
Thakur barir chhele-meyeder songe sei samoy keu bibah dite chaito na kenona thakur barike ek ghare kora hoyechhilo. Hoy to sei karonei asahai kabi emon aaptti janak baina mene nite badhyo hoyechhilen.
জানিনা এই সমস্ত কথা সত্য কিনা। যদি হয়, তাহলে সত্যিই খুবই করুন এবং অত্যন্ত দুঃখজনক। কবির এত কষ্ট সহ্য করা যায় না। পুরো ভিডিওটা নেতিবাচক। খুব কষ্ট করে দেখতে হলো।
অবশ্যই সত্য। সুজিত কুমার সেনগুপ্তর "রবীন্দ্রনাথ ও কালো মেঘের দল" বই টি পড়তে পারেন। Net এও যেকোনো site check করে নিতে পারেন। নিঃসন্দেহে খুবই কষ্টদায়ক ঘটনা, কিন্তু সত্য।
শুনেছি সততা প্রবন মানুষ সুখে থাকেন। শুনেছি কবিগুরু বেদকে কবিতা গানের আকারে লিখতেন। তাঁর ছিল অগাধ ধর্ম প্রীতি। কিন্তু তাঁর জীবন তো অনেক কষ্টকর ছিল। আগেও শুনেছি। মানুষের যশ খ্যতির চেয়ে একটা সুখের জীবন অতি গুরুত্বপূর্ণ।
খুব সুন্দর বলেছেন। যত কোমল হৃদয়, যত সৎ বা ভালো মানুষ হবেন, ভোগান্তি তার ই বেশী হয়। এরকমটা ই তো বেশি দেখা যায়। যত ই তত্ত্ব কথা বলা হোকনা কেন। রবীন্দ্রনাথ ঠাকুর এর মতো মানুষকেও দুঃখ ছেড়ে যেতে পারেনি
No, he loved Ved, so he loved all the kushankskars ( superstitions) of the Ved, as Brahma raped Swarasati as all the sanatana gods and goddess having fight rape and sex with each other. He believed men must mistreat wives and must burn widows with dead husbands. That's why each time he chose bad men for his daughters, nor did he let his daughters have a say in their marriages. All those sayambar things are just good bedtime stories merely, not reality.
Kichhu bolar nei, sudhu bolbo Iswar jakey anek den tar theke bahungun tar thekey niye O nyan, eta amar dirghadiner avigyata. Tai, ashcharya hoyetow holam na. Sudhu kichhu jantey parlam. Apnakey anek dhanyabad. Keep writing like this and enrich us. Thank you.
পুরাটা শুনতে পারলে ভালো হত। কবির জীবনে যদি এতোটা দূর্বিসহ হয় তাহলে আমরা কি ভাবে আমরা চলবো।তার মেয়েদের সুখের জন্যই কবি এতো কিছু করেছেন। পত্যোক বাবা মা সন্তানের জন্য এটাই করেন।কবি ব্যর্থ হয়েছেন, আর আমরা তো কিছুই ন।প্রনাম কবিকে।
সত্যি কোনো মানুষের জীবনে এত দুঃখ থাকে? ভগবান করুক যেনো এমন দুঃখ কোনো মানুষের জীবনে না আসে। হে সর্বশক্তিমান, তুমি এই মানুষটার অস্তিত্বকে রক্ষা করো, সময় এনার অস্তিত্বকে যেনো গ্রাস না করতে পারে।🙏🙏🙏
এত খারাপ জামাই হতে পার তা ভাবতেই পারি না ।কবি তো মানুষ নন তাই তিনি সহ্য করতে পেরেছে ন । ওরা তো নিজেদের ই অপমান করেছেন । নিজেরে করিতে গৌরবদান , নিজেরে কেবল ই করি অপমান । কথাটা এসব লোকের জন্য ই প্রযোজ্য ।প্রণাম কবিগুরু ।
যতই বেদনাদায়ক হোক, সম্পূর্ন উপস্থাপনার প্রত্যেকটি শব্দ সত্য। যদিও ঘটনাগুলি স্বল্প প্রচারিত। কিন্তু দয়া করে গুগল বা অন্য কোথাও search করে দেখে নেবেন। যদি কোনো বই বা সাইট এর reference লাগে তো জানাতে পারেন স্বচ্ছন্দে।
কবিগুরু সম্পর্কে অনেক অজানা তথ্যবহুল ঘটনা জানতে পারলাম। তাঁর বিশ্বজোড়া খ্যাতি থাকলেও তাঁর হৃদয়ে এতো বেদনার ক্ষতর কথা আমি জানতাম না। তাঁর জীবনের এই ব্যথার কথা জেনে মর্মহত।
প্রত্যাশা করি এমন আরও এপিসোড দেখার।
ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা উপস্থাপক ও চ্যানেলকে।
আজ আমার দুঃখের বোঝা কিছুটা কমলো, কারণ আমার চাইতেও দুঃখের জীবন কারো ও ছিল ,আছে,হয়ত বা থাকবে।তাই দুঃখের সমস্ত বোঝা গুলো কে কাধে তুলে ,হাসি মুখে চলতে শুরু করলাম জীবনের শেষ সীমা রেখাটার দিকে ।।
কবিগুরু রবি ঠাকুরের তিন কন্যার স্বামীদের অজানা তথ্য গুলো না জানা-ই ভালো ছিল। আমার ধারনা ছিল তিনি সারাজীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে কাটিয়েছে। মেয়ে জামাইদের কারনে কবিগুরুর জীবনের বড় একটা সময় কষ্টকর অধ্যয়ের মধ্যে অতিবাহিত হয়েছে এটা জেনে খুবই মর্মাহত হয়েছি।
কবি গুরুর বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। জানতে পারলাম যে, একজন অসাধারণ ব্যাক্তির নিজস্ব জীবন কত দুখের হতে পারে। কত সহ্যশক্তি থাকলে, একটি মানুষ এত দুখ সহ্য করতে পারে, তা কবি গুরু ই দেখিয়ে গেছেন।
তাঁর চরণে সশ্রদ্ধ প্রনাম জানাচ্ছি।
রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনে শুধু দুঃখ, যন্ত্রনা আর আঘাত। তবে তাঁর অতিমানবীয় সহ্যশক্তির পরিচয়ও আমরা বারংবার পেয়েছি।
আজ আর নিজের কষ্টকে কষ্টই মনে হচ্ছে না,,,এমন একজন অসাধারণ মানুষের নির্মম দূঃখের কাহিনী শুনে,,,,,,,
আজ যেনো কবি গুরুর🙏সহ্য শক্তি সম্পর্কে যেনে নীজের সহ্যশক্তি ও কিছু টা বেড়ে গেলো
Akdom 100/khati Katha. Ato kasta lanchchana sadharan manuser karma noi. Jogi manus chara sambhab noi. Kimba hoito sajhya korte korte manus airokom hoye jai. Kabir ta jante parchi kasta lagche. Ajo ageo ai ghatana ghate jai agochare.
বড়ই হৃদয়বিদারক ,করুন কবির এই অপমান অসম্মান এবং দুঃখ বেদনার ভান্ডার, যা জীবিত থাকতে কবির পাওয়ার কথা ছিল না। আরো বেশি ভাবে লেখা আছে সুজিত কুমার সেনগুপ্তের "রবীন্দ্রনাথ ও কালো মেঘের দল" এই বইটি পড়লেও চোখে জল আসবে আমাদের!
P000⁰p0⁰
রবি ঠাকুরের মত এত শক্তিশালী লেখকের পারিবারিক জীবন যে এত দুঃখ কস্টময় ছিল তা শুনে খুবই মর্মাহত হলাম।
সত্যিই খুব দুঃখজনক ।
খুব কষ্ট পেলাম।
@@radhikaraynandita9189 😊😊
😢😔🙏💗💐💐💐..
"কাঁদালে তুমি মোরে".. .
কবির হৃদয়বিদারক যন্ত্রণায়
আমরাও অশ্রুসিক্ত।
"আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো।"
কবিগুরু রবীন্দ্রনাথের নিজের ভাষাতেই বলেছেন। আমরা সত্যকে অস্বীকার করি তাই সত্যের কাছেই পরাজিত হই, উনার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
Diganto bistrito protibha thaka sotte o biswa barenyo Kobi ke eto ta kasto pete hoyeche ...mon ta nirab hoye gelo.. ki nidarun nioti.
যার খ্যাতি বিশ্বব্যপি তিনি জীবদ্দসায় এতো কষ্ট ভোগ করেছেন শুনে খুব কষ্ট পেলাম ।
এতো কষ্ট পেয়েছিলেন বলেই তিনি এতো ভালো উপন্যাস লিখতেন। সবার জীবনেই কিছু না কিছু কষ্ট থাকে সে কবি হোক অথবা সাধারন মানুষ
"আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো।"
এটাই হয়ত নিয়তি। অনেক বড় বড় মনীষীদের জীবনের আরেকটি দিক থাকে কষ্টে ভরা।
দাদা আপনাকে অনেক ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে এই অজানা কথাগুলো সবাইকে জানিয়ে দেওয়ার জন্য নমস্কার দাদা ভালো থাকবেন
কবিগুরুর এই অমানবিক ইতিহাস দ্বারা আল্লা আমাদের কি শিক্ষা দিলেন তা বোধগম্য নহে।
কবির প্রতি আমার অন্তরের গভীর শ্রদ্ধা রেখেই বলছি, কবি সঙসার জীবনে পুরোপুরি ই ব্যর্থ ছিলেন। তা না হলে দূরদর্শিতা র অভাবে অমন হীরের টুকরো জামাই বাছেন? আর মেয়েদের জীবন ও ছারখার হয়ে যায়। ছেলে মেয়েরা ও তাদের মায়ের অকালমৃত্যু হয়। এই সব মানতে বড় কষ্ট হয়। সবসময় অদৃষ্টের দোহাই দিলে চলে না। এসব ঘটনা থেকে আমাদের ও শিক্ষা নেওয়া উচিত, যাতে আমাদের এমন দুর্দশা না হয়। 🙏🙏🙏🙏🙏
Hi
.
At least বড় আর ছোট জামাই এর ঘটনা গুলো সত্যি । Net এ অনেক রেফারেন্স আছে। But মেজো জামাই এর ব্যাপারে বিশেষ কিছু খুজে পেলাম না। আর minor marriage ? আপনার নিজের ঠাকুমা বা তার মায়ের কত বছর বয়সে বিয়ে হয়েছিল ? তাহলে তো আগেকার দিনের সব বাঙালিকে জেলে যেতে হতো।
ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো.... সুর হারালেম অশ্রুধারে হায় গো....😢😧🙏
আপনার comment টাই শ্রেষ্ঠ। 🙏
একটা ছোট্ট কথা, বেলা ও শরৎ শ্রীরামপুর নয়, ডিহি শ্রীরামপুর রোডে থাকতেন। এই জায়গাটা মধ্য কলকাতার পার্ক সার্কাসের কাছাকাছি। রবীন্দ্রনাথ অসুস্থ বেলা (বেলি) কে দেখতে এখানেই আসতেন।
ভুল বলার জন্য দুঃখিত এবং সঠিক তথ্য জানাবার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আরো সতর্ক হবো।
😢😢 সত্যি কি মর্মান্তিক
দিদি ভাইয়ের কাজ্যাকালাপের সঙ্গে দারুন মিল পাওয়া যায়।
সত্যি উনি বার বার ভূল করেছেন... নিজের মেয়েদের উচ্চ শিক্ষিত করে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করলে বরং হয়তো তিনি সফল হতেন......!..এতটা লেখনী শক্তি এতোটা মানুষ এর অন্তর বর্ণনা করেও তিনি মানুষ চিনতে পারেননি...!এতো ছোটোতে বিয়ে দেওয়া কখনোই উচিত হয় নি তাঁর...!তাঁর ভূলে তিনি ও তাঁর মেয়েরা সারাজীবন কষ্ট আর অপমানিত হয়েছিল...!
একদম সত্যি। উনি ই তো ওনার গল্পের নায়িকা দের শিক্ষিত ও প্রতিবাদী হতে বলেছিলেন। তবে কেন ওই ভাবে এত আদরের মেয়ে গুলো কে sath তাড়াতাড়ি বিয়ে দিলেন
00000000000
@@rinkieghosh3782 eta silo tokonkar niom
You r right absolutely right
We sll know the insult a pirali brahmin had to put up with. ALL THEIR LIFE TaGORES REMAINED AT THE MARGIN OF HINDU SOCIETY BUT CONTRIBUTED THE HIGHEST.
আঘাত না পেলে মনের থেকে রক্তের খরন হয় না , মনের ব্যাথা র জন্যই ওঁনার লেখায় দুঃখ ,আবেগ ও ভালবাসার কথার কথা এসেছে ,এত আবেগ আছে বলেই তাঁর গান ও কবিতা আমাদের প্রাণ ও মন ছুঁয়ে গেছে । সবার মনেই দুঃখ ও কষ্ট আছে বলেই আমরা কবির অন্তরের সাথে মিশে গেছি । এক আত্মা না হলে অনুভব করা যায় নাতাই প্রতি গান ....... নীরবে ,টিভিতে
নিভিতে আমরা যুক্ত থাকি কবির সাথে
ধন্য হলো এ জীবন মোর এই কবির গানে মিশে ।
রবীন্দ্রনাথের গানকে অন্তরে ভালবেসে ।
আপনি ঠিকই বলেছেন madam,
তাইতো কবি লিখেছেন
"আমার এ ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে,
আমার এ দীপ না জ্বালালে
দেয় না কিছুই আলো।"
কবির সম্পর্কে আরো জানতে চাই
অসাধারণ বক্তব্য উপস্থাপিত করলেন আপনি। সমৃদ্ধ হলাম।
অনেক ধন্যবাদ ম্যাডাম।
Most of the great and famous men suffered a lot in their lives, but our most respected favorite Rabindra Nath suffered most.very painful. He was an angel. So he has the strength to tolerate all sufferings . thanks for the post
Eto kosto peyechhilen tai bodh hoy eto monimuktor sristi hoechhilo
Thanks for your comments madam. This was probably the most painful chapter in his personal life.
তিনজন জামাই সৎ পাত্র!! জেনে খুব কষ্ট পেলাম! সম্ভবত ভাগ্যের নির্মম পরিহাস!☹️☹️
এতো যন্ত্রণাও কারো ভাগ্যে থাকে! তাও আবার কবি গুরু রবীন্দ্রনাথের জীবনে। খুবই কষ্ট লাগলো এই কুলাঙ্গারদের কথা শুনে। হে গুরুশ্রেষ্ঠ তোমার সৃষ্টি চিরকাল অম্লান থাকবে প্রতিটি মানুষের হৃদয়ে।
🙏
P0
@@jayantichatterjee5474
Byp
কবির অনেক কষ্ট ছিল অথচ তাঁর অসাধারণ সৃষ্টি তাঁকে ঈশ্বরের স্হানে পৌঁছে দেয়
ঈশ্বর সব সময়ই আমাদের আশিস দেন যে সয় সে রয় ,তাই আমাদের প্রাণের রবীন্দ্রনাথের গান ও কবিতা তাঁকে পৃথিবীতে এত সন্তানদের মনের মধ্যে সারা দিন বাঁচিয়ে রেখেছেন,সেটা তাঁর কষ্টের সহ্য জন্য ই। প্রণাম কবির শ্রীচরণে ......চিরদিন থাকুন সবার সাথে .....হে মহান কবি 🙏🙏🙏🙏
সব অপরাধ আর অপমান এক দিকে আর ঈশ্বরের আশীর্বাদ আর ভালোবাসা আর একদিকে। রবীন্দ্রনাথ বেচে থাকুন আমাদের মনের গভীরে।
আমার ক্ষুদ্র জ্ঞান ও অবগতি থেকে বলছি, এই পৃথিবীতে দুঃখ-কষ্ট ছাড়া কোনো প্রতিভাধরের প্রতিভার বিকাশ ঘটে নি। সারা দুনিয়ার ইতিহাস সাক্ষী। সে তুলনায়
মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃখ-কষ্ট ছিল অনেক কম । কবিগুরুর প্রতি আমি শ্রদ্ধাশীল।
কবি সম্পর্কে অজানা তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এই মুহূর্তে কবির একটি গানের লাইন মনে পড়ছে, "আমি জেনে শুনে বিষ করেছি পান "।
বাঃ, খুব সুন্দর লিখেছেন madam.
এত কষ্ট হলো যে পুরোটা শুনতে পারলাম না। 😥তবে অবাক হয়ে ভাবি তিনি এ ভুলগুলো করেছিলেন কেন?
Vul hoye jai jibon a. Asole anek dokkho lok o vul kore,,, he isshor amr praner kobi k ato kosto kore jete hoyese....
Nijer sontan to hoye jay
অথচ উনি নিজেই রচনা করেছেন
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।
শুধুমাত্র নিজেই দুঃখ পেলেন না, মেয়েটার জীবনটাকে একেবারে তছনছ করে দিলেন।
Onar moto lokra all time onno der gyan diye beran
He was man of double standard. Himself an evil man, that's why each time he chose an evil man as his son in law.
আমি আজ মাত্র একবার শুনলাম। ইচ্ছা আছে আরো অন্তত ১০ বার শুনবো তারপর চেষ্টা করে দেখবো কোন মন্তব্য লিখতে পারি কিনা। এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু ভাবার এবং গবেষণা করার মত অনেক উপাদান বিদ্যমান রয়েছে বলে মনে করি। আমি তো আকাশ থেকে পড়লাম । আপনি যা বলেছেন আমি তার বিন্দুবিসর্গও তো জানতাম না। মাথাটা কেমন যেন চক্কর খেয়ে গেল। আপনাকে সাবস্ক্রাইব করেছি লাইক করলাম। ধন্যবাদসহ লন্ডন থেকে সেলিম বলছিলাম। ভালো থাকবেন।
আপনার সদয় মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এটি রবীন্দ্রনাথের জীবনের একটি স্বল্পচর্চিত অধ্যায়। ঘটনাগুলি দুঃখজনক হলেও সর্বৈব সত্য।
আপনাদের ভালোবাসার থেকে অনেক উৎসাহ লাভ করলাম।
এতো দুঃখ পেয়ে ছিলেন বলেই হয়তো এতো বড়ো কবি হতে পেরেছিলেন আগুনে পুড়ে সোনা যেমন খাঁটি হয় আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে
"আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো "
ঘাত প্রতিঘাতের মধ্যে রচিত হয়েছে অমর রচনা।সেই কারণেই তিনি আমাদের প্রানের কবি,লহ পোরোনাম।
Ofcourse dear
বিশ্ব কবির এমন দুঃখের কাহিনী জেনে আরও কষ্ট পেলাম, কারণ উনার সাহিত্যের জগৎ আমাদের কে সর্বদা বাঁচিয়ে রেখেছে
বিশ্ব বরেণ্য কবির জীবন খুব দুঃখের ছিল,তাইতো তার গান,কবিতা, ও সব লেখার সঙ্গে নিজেদের একাত্ম করে দেওয়া যায়।কবিকে জানাই প্রণাম।🙏🙏🙏
"আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো।"
আপনার প্রতিবেদনটি শোনার পর কবির ছবির দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। ভাবছিলাম সত্যিই কি উনি মানুষ রুপে জন্মেছিলেন নাকি মনুয্যশরীর ধারী অন্য কেউ ছিলেন !!?
উপস্থাপনা খুব ভালো ।
ধন্যবাদ ম্যাডাম।
বেশ ভালো লাগলো।সত্যি ভাবাই যায় না।তার মতো এত বড় মানুষের কপালে কিনা এত দুর্ভোগ।আসলে সবই ভাগ্যের নির্মম পরিহাস।
সত্যিই তাঁর মতো ব্যক্তিও এত পারিবারিক যন্ত্রনা সহ্য করেছেন ভাবলে কষ্ট হয়।
মন ভারাক্রান্ত হয়ে গেল।
না কোনো কস্ট বা অনুশোচনা নয়। সব কিছু মানুষের কর্মফল।
ধন্যবাদ বাবা জীবনদের ।তবে এটা থেকে মনে হয় মেয়েরা তখন কার দিনে ছিল বড় উপেক্ষিত ।
অসাধারণ দাদা পরবতী এ রকম আরো চাই নমস্কার
অনেক ধন্যবাদ। আপনাদের এই মন্তব্যগুলি থেকে পরিশ্রম করার উৎসাহ পাই।
কবি প্রচুর জ্ঞানে ভরপুর থাকলেও ওনার বাস্তব জীবনের জ্ঞান খুব অল্শ ছিল,ব্রাম্ভসমাজে মেয়েদের স্বাধীনতা থাকলেও উনি ওনার মেয়ে বউকে কোন স্বাধীনতা দেননি।উনি ওনার ভালোলাগাকে জীবনে বেশি গুরুত্ব দিয়েছেন বলেই ওনাকে এই অসহনীয় দুঃখ পেতে হয়েছিল।
Apnar bastab buddhi eto beshi je.....sei jug samparke apnar dharona khubi kom.....tai ektu history porlei bujhte parben sei jug ar ei jug duto sampurna alada.......sei juge ei juger moto eto adhunikata chilo na.....tobe kichu samaje meyeder sadhinata thakleo puro samaj takhono meyeder sampurna shadhinata dei ni.....ar amader kabiguru chinta dharai adhunik holeo takeo sei samajer niyam mene cholte hoyechilo.....tai ekhane kabigurur kono dosh nei......ok....dosh samajer.....valo kore history jene tarpore kobiguruke blame korben.....ajatha tar name mitthye dosharop korben na....ok..
@@sudhangsukumardas1920 আপনার মতো অসংখ্য জ্ঞানীতে ভর্তি এই বঙ্গভূমি। তাই তো বঙ্গের এই হাল🤣🤣। গর্বেই ফুলে থাকুন ফানুস হয়ে 🤣🤣।
আপনি কোনরকম পড়াশোনা না করেই একজন মহাপুরুষের সম্বন্ধে মন্তব্য করলেন। আপনি অপরাধ করেছেন।
বিশ্বকবির এই অপমানজনক ও অসহ্য যন্ত্রণা দায়ক হৃদয়বিদারক কাহিনী শুনে আমি খুবই মর্মাহত হলাম যা তাঁর মত মহান ব্যক্তির পক্ষে অকল্পনীয় তাকে আমি আমার অন্তরের শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা জানাই
বস্তুত, কবির সন্তানভাগ্য অতিশয় বেদনাদায়ক ।
আজকে অনেক অজানা তথ্য জানতে পারলাম অনেক অনেক ধন্য বাদ।
বিশ্বনন্দিত কবি রবীন্দ্রনাথের ব্রহ্মভাবনা ও পারিবারিক জীবনের এ যন্ত্রণা সত্যিই জানা ছিলো না, হয়তো অনেকেই জানেন না। এত অন্তরজ্বালা নিয়ে তিনি যে বিশাল সৃষ্টি সম্ভার রচনা করেছিলেন তা অনন্য বৈশিষ্ট। তাঁর তুলনা শুধুই তিনি এক ও অদ্বিতীয়. প্রনাম জানাই।
ঘটনাগুলি অত্যন্ত দুঃখজনক হলেও সর্বৈব সত্য।
Asadharon. Anek kichu Janlam.
কিছু লিখতে পারলাম না ,এত কষ্ট তারপর ও তিনি বিশ্বকবি
কবি, সাহিত্যক, অভিনেতা হওয়া এক জিনিস আর বাস্তবতা ভিন্ন জিনিস। # সুযোগ সন্ধানী আর বাটপার ছিল, আছে, থাকবে,😢😢😢😢😢😢😢😢
বাস্তব জীবনের এত ভুল সিদ্ধান্তের জন্যই তিনি কষ্ট পেয়েছেন।
Apni je kaj suru korechhen seta kore jan
কবিগুরু প্রনাম।ভীষন কষ্ট হচ্ছে। উনার মতো একজন মহামান্য পৃথিবীর শ্রেষ্ট কবি মহামানব কে আপন জনেরা এতো কষ্ট দিল কি ভাবে। ওরা তিনজনই অসুর জামাতা।আমার বিবেক বলছে মন বলছে।
কবিগুৰু কে প্ৰণাম। ভীষণ যন্ত্ৰণাদায়ক কাহিনী 🙏🏿
কল্পনা সেনগুপ্তা বৰুৱা।
অসম
@@kalpanasenguptabaruah5180 l
বিশ্বজযী কবি এত worthless মেযেজামাইগুলো কীভাবে পেযেছিলেন ভাবতে অবাক লাগে!
সংসার জীবনে কবি গুরুর এত কষ্ট, দুঃখ, অপমানের কথা জেনে মন প্রাণ দুঃখার্ত হয়ে গেল।
এত অপমান জনক শর্তে
কবি মেয়ের বিয়ে দিলেন কেনো ?
রবীন্দ্রনাথ যদি এতো দুঃখ ও এতো আনন্দ না পেতেন তাহলে আমরা হয়তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে পেতাম না ।
মজার ভিডিও। মন দিয়ে শুনলাম। ধন্যবাদ প্রিয়।
Biswa kobi Rabindranath Tagore r eto koster jibon sune ami hotobak hy gelam , abng se juger somaj babosthau j vison kharap chilo setau bojha jai r sorbo pori Nari ra sorbokaler aboheler Patra hy eseche tau bojha jai ,ei somaj babostha ke ami ghrina kori ei j Narir proti otacher,Sc,St manusder proti otacher ,ei somaj babotha ter jonoi to Biswakobi Rabithakur k eto dukho kosto Pete hyche ,ekhono ei somaj babostha ter birat kichu unnoti hy ni .Rabi Thakur k janai koti koti pronam.
কবির জীবন যে খুবই চরম কষ্ট এবং দুঃখের ছিল তা আমি বহুবার পড়েছি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ভালো মানুষ মানে সরল হাদয়ের মানুষ যখন দঃুখ পায় তখন তার পরীক্ষা নেওয়া হয় সংসার অসার কাজেই . প্রেম ভালোবাসা আনন্দ মানুষের জন্য সীমত থাকা ভালো আর বাকীটা ঈশ্বরের চরনে অর্পন করা উচিৎ আমরা তা করিনা তাই তো এত যন্ত্রণা সহ্য করতে হয় ধন্যবাদ পাঠক নমস্কার নেবেন ❤️ 🙏
N just.
No CT
খুব সুন্দর এবং তথ্যসমৃদ্ধ উপস্থাপনা ।
অনেক জানলাম ,ভালো লাগলো
Anek dhanyabad.
এতো কষ্ট কি ভাবে একজন মানুষের থাকে? একটা ছেলে ও নাই। মেয়ের জামাগুলো ভালো হলোনা। এটাই নিয়তি। মানুষ সর্ব সুখে সুখি হয়না।
হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়লো🥲
সত্যিই তাঁর মতো প্রতিভাশালী এক ব্যক্তির এই অবস্থার কথা ভাবলে মান ব্যথায় ভরে ওঠে।
আমরা মানি না মানি কিন্তু জীবনের অভিশাপ বলে একটা কথা আছে সেটা একদম সত্যি।বাস্তব জীবনে যেখানে আমরা এই মানুষটাকে আকাশের মত ভাবি সেখানে এই কথাটা সত্য;যে তিনি একজন পিতা ।তাই তিনি সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে ;অমানুষের হাত থেকে মেয়ের অব্যাহতি চেয়েছিলেন তাই এই জানোয়ার থেকে যমকে দেওয়া সহজ মনে করেছিলেন
আমাদের জীবনে র প্রতি পরতে পরতে তিনি জড়িয়ে আছেন থাকবেন।তিনি আমার প্রানে র ঠাকুর ।প্রনতি জানাই তাকে ।আমার হৃদয়ে যেমনি ছিলে তেমনি থাকো কবি ।
Chonndro
Chondro
নতুন করে মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে কিছু জানলাম। একই সাথে খবই মর্মাহত হলাম।😢😢
সত্যিই মর্মাহত হবার মতই ঘটনা।
ভাগ্যের বিরম্বনা থেকে তাহলে কাহারো মুক্তি নেই!!!!
কেন যে এত মুক্ত পুরুষ হয়ে নাবালিকা মেয়েদের উনি বিয়ে দিয়েছিলেন, ওনার তো আরো মেয়েদের শিক্ষিত করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা উচৎ ছিল
এই মর্মান্তিক যাতনা ও পেতে হতো না তাহলে
Uni baira joto boro boro kotha boluk likhuk na kano....bastob jibon somporkke onar kono dharonai cilona.....ta na hola e din dekte hotona
বাংলার দুই মহান কবি দুঃখ কে অবলম্বন করে সারাটি জীবন কাটিয়েছেন।
দুই মানে আরো একটি কে??
কবির নজরুল ইসলাম
ঠিকই বলেছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপরেও video বানাবার ইচ্ছা আছে।
ধন্যবাদ।
@@jana-ajana-banglasei jonyei Kazi Nazrul er r ek nam "Dukhu Mia".
ঘটনা গুলো খুউব মনোকষ্টোকর।মনটা খারাপ হলো।
মানুষ টিকে বোঝা ক্ষমতা আমাদের মধ্যে নেই, বিশাল এক সমুদ্র 🙏🙏🙏
একদম ঠিক ম্যাডাম।
Ekdom thik bolechen
একদম সঠিক বলেছেন।
আমার মনে হয় কবির উচিত ছিলো মেয়ে দের এতো তাড়াতাড়ি বিবাহ না দিয়ে উচ্চ শিক্ষা দেয়া , তাহলে খুব সুন্দর হতো ।
The way you expressed your self is amazing!as if you felt what the great poet had gone through!
Thank you so much !! As a blind fan of his literary creations, I also felt deeply pained.
Asadharon post.
অনেক ধন্যবাদ ম্যাডাম।
সুন্দর আলোচনা
বিশ্ব কবির এতো ভুল মেনে নেয়া যায় না।
সে সময় কি ছেলের এতো অভাব ছিল যে এতো এতো পন দিয়ে মেয়েদেরকে এতো অল্প বয়সে বিয়ে দিতে হবে।
Thakur barir chhele-meyeder songe sei samoy keu bibah dite chaito na kenona thakur barike ek ghare kora hoyechhilo. Hoy to sei karonei asahai kabi emon aaptti janak baina mene nite badhyo hoyechhilen.
একদম সঠিক তথ্য দিয়েছেন আপনি। ধন্যবাদ।
কবির অনেক অজানা তথ্য জানতে পেরে মন দুঃখে ভরে গেলো। নিয়তি কে মেনে নিতে হবে সকলকে।
স্যার, যতই বেদনাদায়ক এবং অল্পচর্চিত হোক, এই কঠিন যন্ত্রনা কবিকে সইতে হয়েছিল নীরবে।
প্রদীপের নিচের অন্ধকার টা যে এত ঘন ছিল রবীন্দ্রনাথের জীবনের সেটা জানা ছিল না।
সুন্দর উপস্থাপন ।
অনেক ধন্যবাদ। সকলের ভালো লাগলে পরিশ্রম সার্থক বলে মনে হয়। 🙏
@@jana-ajana-bangla ভালো থাকবেন ।
অসাধারণ । অনেক অজানা বিষয়ে জানতে পারলাম । নমস্কার
নমস্কার এবং ধন্যবাদ।
ভাই, " নমস্কার " এই শব্দের প্রকৃত অর্থ কি হবে কেউ জানাবেন কি?
অনেক কিছু জানা গেলো।
অনেক ধন্যবাদ ম্যাডাম।
জানিনা এই সমস্ত কথা সত্য কিনা। যদি হয়, তাহলে সত্যিই খুবই করুন এবং অত্যন্ত দুঃখজনক। কবির এত কষ্ট সহ্য করা যায় না। পুরো ভিডিওটা নেতিবাচক। খুব কষ্ট করে দেখতে হলো।
অবশ্যই সত্য। সুজিত কুমার সেনগুপ্তর "রবীন্দ্রনাথ ও কালো মেঘের দল" বই টি পড়তে পারেন। Net এও যেকোনো site check করে নিতে পারেন। নিঃসন্দেহে খুবই কষ্টদায়ক ঘটনা, কিন্তু সত্য।
তোমার জন্য মন খারাপ লাগে কবিগুরু! আমরা যে তোমায় বড্ড ভালোবাসি!
এই বাঙলা মোটামুটি সব কিছু বুঝতে পারে।
তবে শেষ টা ???
এই করুণ কাহিনী আমি জানতাম আপনি সুন্দর করে সাজিয়ে বললেন ,ধন্যবাদ।
শুনেছি সততা প্রবন মানুষ সুখে থাকেন। শুনেছি কবিগুরু বেদকে কবিতা গানের আকারে লিখতেন। তাঁর ছিল অগাধ ধর্ম প্রীতি। কিন্তু তাঁর জীবন তো অনেক কষ্টকর ছিল। আগেও শুনেছি। মানুষের যশ খ্যতির চেয়ে একটা সুখের জীবন অতি গুরুত্বপূর্ণ।
খুব সুন্দর বলেছেন। যত কোমল হৃদয়, যত সৎ বা ভালো মানুষ হবেন, ভোগান্তি তার ই বেশী হয়। এরকমটা ই তো বেশি দেখা যায়। যত ই তত্ত্ব কথা বলা হোকনা কেন। রবীন্দ্রনাথ ঠাকুর এর মতো মানুষকেও দুঃখ ছেড়ে যেতে পারেনি
No, he loved Ved, so he loved all the kushankskars ( superstitions) of the Ved, as Brahma raped Swarasati as all the sanatana gods and goddess having fight rape and sex with each other. He believed men must mistreat wives and must burn widows with dead husbands. That's why each time he chose bad men for his daughters, nor did he let his daughters have a say in their marriages. All those sayambar things are just good bedtime stories merely, not reality.
মন ব্যাথায় ভারাক্রান্ত হয়ে গেলো।
সত্যিই খুব দুঃখজনক ঘটনা। তবে সর্বৈব সত্য।
The video is really UNIQUE. Keep it up please. Thanks 🙏
Thank you so much.
Excellent information thanks 👌
Welcome sir.
Kichhu bolar nei, sudhu bolbo Iswar jakey anek den tar theke bahungun tar thekey niye O nyan, eta amar dirghadiner avigyata. Tai, ashcharya hoyetow holam na. Sudhu kichhu jantey parlam. Apnakey anek dhanyabad. Keep writing like this and enrich us. Thank you.
Anek dhanyabad. Parishram sarthak bole mone hochche.
পুরাটা শুনতে পারলে ভালো হত। কবির জীবনে যদি এতোটা দূর্বিসহ হয় তাহলে আমরা কি ভাবে আমরা চলবো।তার মেয়েদের সুখের জন্যই কবি এতো কিছু করেছেন। পত্যোক বাবা মা সন্তানের জন্য এটাই করেন।কবি ব্যর্থ হয়েছেন, আর আমরা তো কিছুই ন।প্রনাম কবিকে।
সত্যি কোনো মানুষের জীবনে এত দুঃখ থাকে? ভগবান করুক যেনো এমন দুঃখ কোনো মানুষের জীবনে না আসে। হে সর্বশক্তিমান, তুমি এই মানুষটার অস্তিত্বকে রক্ষা করো, সময় এনার অস্তিত্বকে যেনো গ্রাস না করতে পারে।🙏🙏🙏
পৃথিবীতে ভালো মানুষের কপালে এমনই হয়
অন্তর যদি পরিচ্ছন্ন না হয় বিশ্বাস যযদি সৃষ্টি কর্তায় না থাকে তবে সব কিছুতে ওলট পালট কান্ড ঘটে!
এত খারাপ জামাই হতে পার তা ভাবতেই পারি না ।কবি তো মানুষ নন তাই তিনি সহ্য করতে পেরেছে ন । ওরা তো নিজেদের ই অপমান করেছেন । নিজেরে করিতে গৌরবদান , নিজেরে কেবল ই করি অপমান । কথাটা এসব লোকের জন্য ই প্রযোজ্য ।প্রণাম কবিগুরু ।
আমাদের কষ্ট এর কাছে কিছু নয়😢😢
Sir akjon popular, respected, great person hte gele hajar bipod perote hay 🧐🧐🧐😭😭my favourite poet Rabindranath Tagore 👌🏻👌🏻👌🏻👌🏻He is in my heart 👌🏻👌🏻
Very true madam.
একেবারে ঠিক। নানান বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারাটাই মহৎ লক্ষ্যে পৌঁছানোর পথ।
এতো কষ্ট কবির ভাগ্যে ছিল ভাবা যায় না
ভাষ্যকারের ভাষ্য যদি সত্যিই সঠিক হয়, তাহলে বিষয়টা অতি বেদনাদায়ক ও দুঃখজনক।
যতই বেদনাদায়ক হোক, সম্পূর্ন উপস্থাপনার প্রত্যেকটি শব্দ সত্য। যদিও ঘটনাগুলি স্বল্প প্রচারিত। কিন্তু দয়া করে গুগল বা অন্য কোথাও search করে দেখে নেবেন। যদি কোনো বই বা সাইট এর reference লাগে তো জানাতে পারেন স্বচ্ছন্দে।
এ ত দুর্ভাগ্য ছিল।কবির যিনি আ জ ও আমাদের সাথী,হন তার মর্মস্পর্শী সংগীত এর মাধ্যমে
সত্যিই ম্যাডাম, খুব দুঃখজক ছিল কবির কন্যাদের বিবাহিত জীবন।
very proud n intetesting characteristic character of the superior community .
জীবনটাই এরকম, কেউ যানেনা কবে ,কথায়, কিরকম মনবেদনা আমাদের জন্য অপেক্ষা করছে।
সত্যিই জীবন বড়ই অনিশ্চিত ।
ধন্যবাদ
মেয়ের বিয়ে দেবার আগে বাবা ও মা বা অভিবাবক দের খুব সতর্ক থাকা প্রয়জন কারণ এদের সিদ্বান্ত একটি মেয়ের জীবন নষ্ট করে দিতে পারে।
বিয়ের আগে বোঝা যায় না, বিয়ের পর আসল চেহারা বেরিয়ে আসে। খোঁজ খবর অবশ্যই নেয়া উচিত, কিন্তু সত্যি টা কম ই বোঝা যায়
@@Bima-dl6qz thik bolechen....kintu meyeder eto kom boyoshe biye na dilei Valo hoto....Ar bekar Jamai na anlei bodh hoy ei durvaggo boite hoto na....
K