দক্ষিণডিহি গ্রামে বেড়াতে এসে মৃণালিনী দেবীকে দেখে পছন্দ করেছিলেন বিশ্বকবি || Rabindranath Tagore

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 867

  • @arkadip1515
    @arkadip1515 2 года назад +115

    ভারতে বসে বাঙালির ঐতিহ্য দেখা এক অসাধারণ অনুভূতি। ধন্যবাদ 🙏❤️🙏

    • @মনবুঝেনা-ফ৬র
      @মনবুঝেনা-ফ৬র 2 года назад +11

      আসেন একদিন বাংলাদেশে আমাদের কে দেখে যান

    • @shakilraj9534
      @shakilraj9534 2 года назад +3

      Ami ke tomar bondhu hota pari

    • @Popcorn0211
      @Popcorn0211 2 года назад +2

      Cityscape vai . Na jene history na pore kotha bolo na. Manush k vul tortho deo na request thaklo 🙏

    • @manturamnaskar6967
      @manturamnaskar6967 2 года назад +1

      ​@@মনবুঝেনা-ফ৬র পিণ্ hi. Hiii bp bhul.

    • @krishnadutta6182
      @krishnadutta6182 Год назад +1

      8p
      😊

  • @MrBiplabB
    @MrBiplabB 2 года назад +69

    অপূর্ব , অসাধারণ | রবীন্দ্রনাথ ঠাকুরের দুর্লভ ছবিগুলি দেখে মন ভরে গেলো | বাংলাদেশ সরকার এই অমূল্য সম্পদ যে ভাবে সংরক্ষন করে রেখেছেন তা প্রশংসনীয়

  • @santanumukherjee9865
    @santanumukherjee9865 2 года назад +19

    বিশ্বকবি রবীন্দ্রনাথ এর শ্বশুরবাড়ির সম্পর্কে বিশেষ করে তেমন কিছু তথ্য পাওয়া যায় না। আজ জানতে পারলাম। জরাজীর্ণ অবস্থা থেকে উদ্ধার করে এটিকে সুন্দর ভাবে জনসাধারণের জন্যে দেখার ব‍্যবস্থা করে হয়েছে সেটি অত্যন্ত প্রশংসনীয়। শতমুখে সাধুবাদ জানালেও সেটি কম হবে। খুব ভালো লাগল। 🙏🙏

  • @SENIZ.XPLORER
    @SENIZ.XPLORER 2 года назад +93

    একজন ভারতীয় বাঙালির কাছে এটা অনেক বড়ো জিনিস । এরকম প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

    • @HasanRaihan
      @HasanRaihan 2 года назад +5

      দুনিয়ার সব বাঙালির কাছে এটা অনেক বড়ো জিনিস ।

  • @shampabanerjee1478
    @shampabanerjee1478 2 года назад +5

    অসাধারণ অনুভূতি। কলকাতা থেকে ওখানে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আপনার কাছে আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ এতো সুন্দর একটি বিষয়ে পরিবেশন করার জন্য। আপনার অনুভূতি দিয়ে আমি অনুভব করলাম আর মন এক অনাবিল আনন্দে ভরে গেল। তাই অসংখ্য ধন্যবাদ । অনেক শুভকামনা রইল।

  • @RahulSharma-sj1dl
    @RahulSharma-sj1dl 2 года назад +50

    দাদা কলকাতা এসে জোড়াসাঁকো আর শান্তিনিকেতন নিয়ে ভিডিও বানাও।
    Love from Kolkata

  • @sbsourish3728
    @sbsourish3728 2 года назад +43

    খুলনায় এসেছেন জেনে ভাল লাগলো। খুলনা শহরের পাশেই আরেকটি ঐতিহাসিক স্থান রয়েছে। ভরত রাজার দেউল। এটা যশোরের কেশবপুর উপেলার ভরত ভায়না গ্রামে। এখানেও ডকুমেন্টরি তৈরি করতে পারেন।

  • @tapasdey2664
    @tapasdey2664 2 года назад +6

    রবীন্দ্রনাথ ঠাকুরের শশুর বাড়ির এই ভিডিও টা খুব সুন্দর এবং দেখে আমাদের খুবই ভাল লাগল। এই ভিডিও আপলোড করার জন্য সুমন বাবুকে ধন্যবাদ।

  • @kalyanbhattacharya6787
    @kalyanbhattacharya6787 2 года назад +17

    রবীন্দ্রনাথ ঠাকুর যে সত্যি সত্যি বিশ্ব কবি সেটা আর একবার মনে হলো। আপনার এই প্রয়াস টি সত্যি খুব ভালো লাগলো। বাঙালি হিসাবে খুবই গর্বিত লাগছে।

    • @Alquranoxygen
      @Alquranoxygen 2 года назад

      ব্রিটিশদের চাটুকারি করতো।
      তাই বিশ্ব কবি।
      লিগ্যাল বিশ্ব কবি নজরুল ভাই।

  • @hasantutor9472
    @hasantutor9472 2 года назад +78

    সালাউদ্দিন সুমন ভাই এর 1 Million সাবস্ক্রাইব এর জন্য কে কে খুশি হয়েছেন। লাইক দিন।congratulations sumon vai❤️🌹

  • @satuhaque464
    @satuhaque464 2 года назад +66

    আহা দেশের কত কিছুই না অদেখা রয়ে গেছে। আপনার ক‍্যামেরার চোখ দিয়ে দেখে কিছুটা হলেও সেই দেখার সাধ মেটে। ভালোবাসা নেবেন প্রিয়...💐

    • @rafiulfact
      @rafiulfact 2 года назад +1

      😍

    • @soro4634
      @soro4634 2 года назад +6

      আমিও আগে বাংলাদেশের ইতিহাস জানতাম না। সুমন ভাইয়ের ভিডিও গুলো দেখে জানতে পেরেছি 🙂🙂🙂🙂🙂🙂🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @nowcookbangla
      @nowcookbangla 2 года назад +3

      Right

    • @aamarmaa2715
      @aamarmaa2715 2 года назад

      @@soro4634 I; ttfm I

  • @kalpanadas5507
    @kalpanadas5507 2 года назад +8

    অসাধারণ ভিডিও I আপনার মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দেখতে পেলাম I আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤🙏

  • @subrotoroy1661
    @subrotoroy1661 2 года назад +13

    অসাধারণ দাদা, নমস্কার আমি ইন্ডিয়া থেকে বলছি। অনেক ধন্যবাদ। আইস রবি ঠাকুরের শ্বশুরবাড়ি দেখতে পারলাম। এমন ঐতিহ্যের দেখাবেন অনুরোধ রইল।

  • @Manikruidas-l2h
    @Manikruidas-l2h 2 месяца назад +1

    আপনার প্রচেষ্টা আমাদের মানসিক শান্তির উৎস।
    আপনাকে অশেষ ধন্যবাদ, সুমন বাবু।

  • @akborkhan5607
    @akborkhan5607 2 года назад +9

    রবীন্দ্র নাথের শশুর বাড়ী যে বাংলাদেশে তা আমার মত অনেকেরই অজানা। কিন্তু প্রচার করা মানা,কি অদ্ভুত নিয়ম নিতি আমাদের দেশে।

    • @akborkhan5607
      @akborkhan5607 2 года назад +1

      @Processor 12th Gen Core i9 তথ্যটা সঠিক হলে তো অনেক অজানা তথ্য জানা হলো।ধন্যবাদ।

  • @RajuMandal-se2mr
    @RajuMandal-se2mr 2 года назад +19

    ধন্য তুমি রবি ঠাকুর
    ধন্য তোমার নাম
    তোমার গর্বে গর্বিত আমরা
    জানাই তোমায় শতকোটি প্রনাম।
    খুব সুন্দর লেগেছে। ধন্যবাদ। সুস্থ থাকুন সবাইকে সুস্থ থাকুন এই কামনা করি🙏

  • @manishadas2608
    @manishadas2608 2 года назад +5

    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে আপনি দেখালেন এবং তাঁর শ্বশুর বাড়িটি সম্ধন্ধে বোঝালেন তাতেকরে এপার বাংলা ও ওপার বাংলা মিলেমিশে একাকার হয়ে গেলো।আমরা এপার বাংলা র মানুষ, রবি ঠাকুরের প্রতি আপনাদের ভালবাসা দেখে আপ্লুত। ❤️

  • @বাংলাফানিমিডিয়া-ম৯ট

    ভাই আপনার মাধ্যমে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য আরো সুন্দর ভাবে জানতে পারি,,, আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা 💞

  • @nabarunchakraborty7387
    @nabarunchakraborty7387 2 года назад +18

    আমাদের বাড়ী কলকাতার আশেপাশে। সেই হিসাবে আমার প্রিয় কবির শ্বশুরবাড়ি ! আপনার অসাধারণ নিবেদনের জন্য আপনাকে অভিনন্দন !

    • @nabarunchakraborty7387
      @nabarunchakraborty7387 2 года назад +1

      @Processor 12th Gen Core i9 আচার্য প্রফুল্লচন্দ্র রায় খুলনা জেলায় জন্মেছিলেন।

  • @tinnisamazinglife88
    @tinnisamazinglife88 2 года назад +9

    গ্রামটির ছবি সত্যিই সুন্দর। চোখ জুড়িয়ে যায়। আপনার জন্য কতো অজানা ইতিহাস জানতে পারছি। কুর্নিশ জানাই আপনার পরিশ্রমকে🙏🙏। কলকাতা থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

  • @sandipbasu3795
    @sandipbasu3795 2 года назад +15

    এক মিলিয়ন স্মরনীয় হয়ে রইল এই অসাধারণ এপিসোডে।
    ধন্যবাদ সুমন ভাই, এগিয়ে চলুন।

  • @vbtktr
    @vbtktr Год назад +8

    Thank you for showing the village. This is my ancestral village. My great grand father left village long before 1947 to study law in Kolkata. After that he settled in Gaya(BIhar). Thank you for your deep research about those period. I close my eye and try to imagine those days. Many museums don't allow to take photograph or make videos. Its very common. Museums publish brochure/catalogs of the exhibits they have and sell them at high price, its their source of income. Which is then used to maintain the museum and it's staff. Please don't be upset, the ticket seller was just doing his duty. Thanks to Bangladesh government for restoring this historic place.

  • @obaidurrahman9852
    @obaidurrahman9852 2 года назад +19

    ভাই, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে ❤️❤️
    ১০ লক্ষ মানুষের বিশাল এক পরিবারের জন্য।

  • @s.sarkar3392
    @s.sarkar3392 2 года назад +4

    অসাধারণ সৌন্দর্য চারিদিকে, ঐতিহাসিক মূল্য এই বাড়ির অমূল্য। আপনাকে ধন্যবাদ।

  • @R7O6U8N6A2
    @R7O6U8N6A2 2 года назад +48

    আমদের গ্রাম। প্রতিবছর মে মাসের ৮-১০ তারিখ কবিগুরুর জন্মদিন উপলক্ষে জাতীয় মেলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে

  • @newwanderer714
    @newwanderer714 2 года назад +6

    দাদা, আমি আপনার প্রত্যেকটি চলমান তথ্য চিত্রের নিয়মিত দর্শক। আপনার প্রত্যেকটি ভাষ্য সরলতার সৌন্দর্য গুনে আমার হৃদয় স্পর্শ করে। সে চরকাশিমপূর হোক বা দক্ষিণডিহি। আবেগ, ভালোবাসা ভালোলাগার ছোঁয়ায় পাথরেও যেন ফুল ফোটে। ইতিহাসকে ও যেন বর্তমানের আঙ্গিনায় দেখতে পাই! ভালো থাকবেন। ইতি pupils builder(You Tube) West Bengal. India.

  • @fashionfoodzone7061
    @fashionfoodzone7061 2 года назад +3

    আপনার প্রচেষ্টা কে সাধুবাদ জানাই। আপনি আমাদের ঘরে বসেই আপনার সাথে নিয়ে যান যেখানে হয়তো সশরীরে আমরা যেতে পারবো না।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

  • @brojenbasak484
    @brojenbasak484 2 года назад +4

    সুমন ভাই, আবার একটা প্রাচীন ঐতিহ্য কে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। কলকাতা থেকে তোমার গুণমুগ্ধ একজন।

  • @fmasideviewbangla1247
    @fmasideviewbangla1247 2 года назад +6

    রবিন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি আপনার মাধ্যমে দেখতে পেলাম। সত্যি অসাধারণ অনুভুতি। আপনাকে ধন্যবাদ।

  • @sandipdas746
    @sandipdas746 2 года назад +1

    সম্মানীয়, সালাউদ্দিন দা, আপনার ভিডিও দেখে আপ্লুত হই, চমৎকৃত হই। আমি পঃবঃ থেকে নিয়মিত দেখি। রবীন্দ্র নাথের শ্বশুর বাড়ির অজানা অকথিত অনেক তথ্য পেলাম। এমন মনীষীদের সুন্দর ভিডিও অবশ্যই দেবেন। আপনি সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ, সন্দীপ দাস, কালীনগর ডায়মন্ড হারবার, চব্বিশ পরগনা,দঃ,পঃ বঃ।

  • @sarbaridas8411
    @sarbaridas8411 2 года назад +2

    যিনি ভিডিও দেখালেন তার প্রতি রইলো ধন্যবাদ ও শুভেচ্ছা । আর গুরুদেবের কে প্রনাম।🙏♥️

  • @cbentertainment2884
    @cbentertainment2884 2 года назад +7

    *সালাউদ্দিন ভাই মানেই নতুন কিছু! ভাই আপনার এই কেমেরার মাধ্যমে আমি আমার দেশের বিভিন্ন জায়গার ইতিহাস সংস্কৃতি বলতে যে সব স্থান আছে তা আমি কখনো ও না গেলে আপনার কেমেরার মাঝে তা দেখতে পাচ্ছি,, ধন্যবাদ ভাই ভালোবাসা অবিরাম আপনার প্রতি ❤️❤️❣️*

  • @koushikdas7808
    @koushikdas7808 2 года назад +62

    ধন্যবাদ বাংলাদেশ সরকার কে এইরকম রবীন্দ্র স্মৃতি বিজড়িত স্থান সংস্কার করার জন্য। ভালোবাসা অবিরাম।❤️💞❤️

  • @পল্লিররান্নাঘর

    অসাধারণ। আমি ফুলতলা থেকেই বলছি। আমাদের এখানকার এক ঐতিহ্য বিশ্বকবি রবিন্দ্রনাথের শশুর বাড়ি। আমি গর্বিত আমি এখানকার সন্তান। আপনার ভিডিও সত্যিই আমার খুব পছন্দের।

    • @mstnila5561
      @mstnila5561 2 года назад +1

      Ar take aro onek besi sundur amader kushtiar robindro khuthibari

    • @SubolKantiDey
      @SubolKantiDey 2 года назад +1

      রবি অথবা সোমবার খোলা থাকে এটি? জানাবেন দয়া করে।

  • @fankar-e-azammohammedrafi.9180
    @fankar-e-azammohammedrafi.9180 2 года назад +3

    অনেক ধন্যবাদ, ভাইজান। আপনি আমার অনুরোধটি রেখেছেন। আমি খুলনার অধিবাসী।

  • @511rishi
    @511rishi 2 года назад +2

    Oshadharon laglo aapnar ei blog ta. Khub e emotional hoye porlam. Khub e ashar ichcha roilo Bangladesh e... Aar khulna te... 🙏

  • @alokkatham5355
    @alokkatham5355 2 года назад +3

    অসাধারন উপহার দিলেন সুমন বাবু । অসংখ্য ধন্যবাদ ।

  • @ভাঙ্গামন-ভ৭জ
    @ভাঙ্গামন-ভ৭জ 2 года назад +25

    আপনার পুরাতন ভিডিও গুলা দেখতেছিলাম দেখতে দেখতে আপনার নতুন ভিডিওর নোটিফিকেশন চলে আসলো 🤗🤗🤗

  • @biswajeetchatterjee1962
    @biswajeetchatterjee1962 2 года назад +2

    সুমন ভাই,তোমাকে কি ভাবে যে ভালোবাসা জানাবো তা ভেবে পাচ্ছিনা,আমি ভারত থেকে দেখছি ,কতো রকম আর কতো ধরনের অজানার সন্ধান জে তুমি তোমার ভিডিওর মাধ্যমে দিয়ে থাকো তার তুলনা হয়না,বিশেষ করে দেখতে দেখতে বিরক্তির কোনো অবকাশ থাকেনা,তুমি একটা জিনিস ঠিক বলেছো স্পর্শকাতর বিষয়ে ফটোগ্রাফির অনুমতি নাও মিলতে পারে কিন্ত এই ক্ষেত্রে,সত্যিই আশ্চর্য্য ব্যাপার,আর একটা কথা যেটা না বললে অসম্পূর্ণ থাকে সেটা হলো তোমার প্রতিটা ভিডিওতে যে ব্যাক গ্রাউন্ড মিউজিকের ব্যাবহার করে থাকো সে গুলো প্রশংসার দাবি রাখে,বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এই ভবন টা কে সংস্কার করবার জন্য ।

  • @shyamalchakraborty6086
    @shyamalchakraborty6086 2 года назад +6

    আপনার মারফৎ বিশ্বকবির স্মৃতি বিজড়িত এই এলাকা এবং এইবাড়ি দেখার সুযোগ হল।অভিনন্দন রইল

  • @devbappa493
    @devbappa493 2 года назад +8

    দারুন লাগলো। আপনার ভিডিও গুলো দেখলেই মনে হয় " কতো অজানারে "। বাড়িটির নির্মাণশৈলী দেখে আমি নিশ্চিত যে এত মার্টিন এন্ড বার্ন কোম্পানির তৈরি

  • @myobservation587
    @myobservation587 2 года назад +12

    আপনি খুলনা যখন এসেছেন পিরোজপুর ও ঘুরে যাবেন। পিরোজপুর অনেক কিছু দেখার আছে। আর খুলনা রুপসার ওপারে রবী ঠাকুরের পিতৃ বাংশধরদের বাড়ি সেখানেও ঘুরে যাবেন আশা করি।

  • @কৃষিওকৃষকেরকথা

    অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আমাদের এলাকায় আসার জন্য। আমিও গিয়েছি। খুব সুন্দর জায়গা।

  • @mrrocky6964
    @mrrocky6964 2 года назад +3

    ভাইয়া আপনার উপস্থাপনা গুলো এতই সুন্দর যে প্রশংসা করার মতো আমি উপযুক্ত ভাষা পেলাম না। একরাশ ভালোবাসা রইলো।

  • @papiamili8185
    @papiamili8185 2 года назад +2

    আমি খুলনার মেয়ে কিন্তু জানতাম না এত সুন্দর একটা নিদর্শন আছে। ধন্যবাদ ভাইয়া

  • @debashismondal4604
    @debashismondal4604 2 года назад +2

    আপনার উপস্থাপনের ফলেই বিশ্ব কবির শশুর বাড়ী দেখার সুযোগ হলো। অনেক শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ বাংলাদেশ সরকারকে।

  • @sreenjaysen5451
    @sreenjaysen5451 2 года назад +1

    অসাধারণ সুমন ভাই। আপনার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

  • @siddharthamondal6860
    @siddharthamondal6860 2 года назад +2

    হৃদয় হতে আপনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি,❤️❤️❤️👍👍🙏🙏🙏

  • @aditidasgupta6749
    @aditidasgupta6749 2 года назад +6

    আহা কি অপূর্ব দৃশ্য গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ ,আমার মন ভোলায় রে

    • @sikhapatra4052
      @sikhapatra4052 2 года назад

      আচ্ছা আমি কবির অর্থাত মৃণালিনীদেবীর দক্ষিণ ডিহীর এই গ্রামে 10/1/2020 যাই আমার খুব ভালো লাগে আরো ভালোলাগে যে বাংলাদেশ সরকার এতো সুন্দর সংরক্ষণ করে রেখেছেন তবে এখানেই একটি দিঘী আছে নৌকা আছে যেখানে বসে কবি লিখতেন এবং যখন পরবে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে গানটি এখানেই বসে লিখেছেন।

  • @mukulchakraborty5989
    @mukulchakraborty5989 2 года назад +15

    Hi Salauddin again a lovely blog as all time.
    Congratulations for 10 lac subscribers.

  • @ratnabalisarkar8075
    @ratnabalisarkar8075 2 года назад +1

    ধন্যবাদ সালাউদ্দিন ভাই, আমাদের জীবন দর্শন আমাদের প্রাণ অনুভূতি রবীন্দ্রনাথ ঠাকুর--আমাদের কৃষ্টি ঐতিহ্য রবীন্দ্রনাথ ঠাকুর....... আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে অজানা তথ্য দর্শালেন যা ভাবাই যায় না।

    • @niharbasu6004
      @niharbasu6004 2 года назад

      আপনার নামের মধ্যেই একটা কাব্যিক ভাব আছে। আপনি কি কবিতা লেখেন?

  • @shajahanyounusshajahanmahm2282
    @shajahanyounusshajahanmahm2282 2 года назад

    অসাধারণ অনুভূতি এবং বর্তমান সরকারের এটি একটি প্রশংসনীয় উদ্যোগ ও প্রচেষ্টা বিশ্ব কবি রবীন্দ্রনাথ আমাদের বাঙ্গালী জাতি ও সংস্কৃতির ধারক ও বাহক।এবং আমাদের বাঙালী জাতির গৌরব।
    তাঁর স্মৃতি বিজরীত স্থান সংরক্ষণ করা টা জরুরি দরকার ছিল বলে আমরা মনে করছি।

  • @ajoykunduyoutubechannel5108
    @ajoykunduyoutubechannel5108 Год назад

    জয় গুরু জয় নিতাই
    রবীন্দ্রনাথ ঠাকুর কে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন।
    চোখ তাঁর গবেষণাগার দশ গুনে গড়া।
    কত ভাব রূপ গানে ছন্দে রয়েছে ধরা।।

  • @narayanmondal2951
    @narayanmondal2951 2 года назад +4

    সালাউদ্দিন ভাই চমৎকার এই ভিডিওটি বানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনি বলেছেন কবিগুরু অনেকবার এখানে এসেছেন এই কথাটির সত্যতা এখনো কেউ জোর দিয়ে প্রমান করতে পারেনি। তবে কথিত আছে উনি একবার খুলনাতে এসেছিলেন, আদালতে জমিদারীর সময়ের একটি মামলার কাজ সারতে। বিয়েটা পরিবারের অন্য সদস্যদের আলাপ আলোচনায় হয়েছিল।

  • @amitbhattacharya7779
    @amitbhattacharya7779 2 года назад +1

    অসাধারণ ভাই সুমন পশ্চিম বঙ্গ হুগলি থেকে

  • @sonjoymistri8897
    @sonjoymistri8897 2 года назад +2

    দাদা তুমি দীর্ঘজীবী হও,ঈশ্বর যেন তোমায় সারা জীবন সুস্তও ভালো রাখে।

  • @consciousnesswithkd3810
    @consciousnesswithkd3810 2 года назад

    অসাধারণ একটা ভিডিও উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ। এই সব ধরনের মনীষীদের নিয়ে আরো অনেক ভিডিও তৈরি করবার অনুরোধ রইলো। 👍

  • @shamimahmedrony60
    @shamimahmedrony60 2 года назад +4

    শুভকামনা রইলো আপনার জন্য এবং সেই সাথে আপনার সুস্বাস্থ্য কামনা করছি ❤️🤲🤲

  • @utpalbanerjee5538
    @utpalbanerjee5538 2 года назад +1

    এক অসাধারণ অনুভূতি। ধন্যবাদ 🙏

  • @hafizur00
    @hafizur00 2 года назад +15

    ভাই, আমার বাড়িও তো ফুলতলায়, আপনি কবে গেলেন ওখানে, আমিতো এক সপ্তাহ খুলনায় থেকে পাঁচ তারিখে ঢাকায় ফিরলাম, জানতে পারলে আপনার সাথে অবশ্যই দেখা করতাম, যাই হোক খুবই ভালো লাগলো নিজের এলাকার একটি ভিডিও দেখে, ধন্যবাদ ভাই।

  • @debapriyabiswas6974
    @debapriyabiswas6974 2 года назад +1

    অসাধারণ
    দারুণ সব স্মৃতি, অনেক কিছু জানলাম
    দেখলাম আপনার দরুন।
    ধন্যবাদ স্যার।

  • @tourtravel667
    @tourtravel667 2 года назад +3

    অসাধারণ একটি ভিডিও। আপনার মাধ্যমে আবারও নতুন একটি বিখ্যাত জায়গায় সঙ্গে পরিচয় ঘটল। ধন্যবাদ আপনাকে।

  • @apurbakumarroy1307
    @apurbakumarroy1307 2 года назад +7

    Absolutely magnificent video of Rabindranath Tagore 'father in law house in Khulna district of Dakshin Dihi village.The narration of video maker is really sincere and soulful. He has an immeasurable amount of love and reverence for the World Poet Rabindranath Tagore. Rabindranath Tagore married in the year 1883.His wife name is Mrinalini Devi. Everything of this museum are timeless and valuable. It's a great matter of happiness and joy that the video maker showing all photos of Rabindranath Tagore. Indeed a magnificent living history in front of our eyes. Sallauddun Simon is categorically a dedicated devotee of Rabindranath Tagore. Everything of the house is aesthetic.

  • @manashimoni5882
    @manashimoni5882 2 года назад +1

    আমার বাড়ি খুলনা জেলাতে
    আর আমিও একটু একটু রবীন্দ্রনাথের গান গাই শিখেছি।
    কিন্তু যাওয়া হয় নি
    আপনার মাধ্যামে দেখতে পেয়ে খুব ভালো লাগলো
    অনেক শুভকামনা রইলো।

  • @miraseal6941
    @miraseal6941 2 года назад

    সালাউদ্দিন সুমন ভাই আপনার উপস্থাপনা গুলি খুবই সুন্দর লেগেছে বিশ্বকবির শশুর বাড়ী দেখতে পেলাম খুব সুন্দর লাগলো নিজেকে ধন্য মনে করলাম ধন্যবাদ আপনাকে পাঠক নমস্কার নেবেন ❤️ 🙏

  • @asikurakash6066
    @asikurakash6066 2 года назад +10

    রবি ঠাকুর এবং কবি নজরুল বাংলার সম্পত্তি❤️❤️❤️

  • @safatsdiary8520
    @safatsdiary8520 2 года назад +9

    কৃতজ্ঞতা প্রিয় সুমন ভাই 💖

  • @amaderdesh1728
    @amaderdesh1728 2 года назад +8

    ঐতিহাসিক স্থান নিয়ে আপনার ভ্লগ গুলো সত্যিই খুব অসাধারণ । শিক্ষনীয় অনেক কিছু আছে । উপস্থাপনও খুব সুন্দর ।ঐতিহাসিক স্থান নিয়ে আরো বেশি বেশি ভিডিও বানাবেন এতে আমরা অনেক অজানা কে জানতে পারি ।

  • @shamimahmedrony60
    @shamimahmedrony60 2 года назад +3

    ভাই আপনি তো বাংলাদেশের অনেক পত্নতাত্বিক এবং বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছেন, আপনার কাছে আমার একটাই অনুরোধ সিলেটের রাজা গৌর গোবিন্দের বাড়ি এবং কিশোরগঞ্জের নীলগঞ্জ কবি চন্দ্রাবতীর বাড়ি, যাকে বলা হয় বিশ্বের প্রথম মহিলা কবি ষোড়শ শতাব্দীর। তাঁর বাড়ির ইতিহাস ঐতিহ্য তুলে ধরবেন। আপনি এর আগেও কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার কাদির জঙ্গল ইউনিয়নের ইশাখাঁর বাড়ি নিয়ে ভিডিও তৈরি করেছিলেন। খুবই ভালো হয়েছিল! আশা করছি কিশোরগঞ্জের ইত্যাদি অনুষ্ঠান দেখলে অনেক কিছুই জানতে পারবেন। শুভকামনা রইলো আপনার জন্য এবং সেই সাথে আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আরো দোয়া করছি যেন এটিই বাংলাদেশের একমাত্র চ্যানেল যেখানে কিনা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হয়। ভালোবাসা এবং শুভকামনা রইলো আপনার জন্য ❤️❤️

  • @arifmiah712
    @arifmiah712 2 года назад +2

    আপনার ভিডিও দেখতে দেখতে প্রকৃতির ও ইতিহাসে মুগ্ধ হয়ে বাংলায় মিশে যায়।

  • @nehadvlg9672
    @nehadvlg9672 Год назад +2

    জয় রাঁধে রাঁধে,, জয় মা,, জয় রবীন্দ্রনাথ ঠাকুর জয়❤❤

  • @etcetc1351
    @etcetc1351 8 месяцев назад

    দাদা আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে রবীন্দ্রনাথের শশুর বাড়ি দেখতে ফেলাম আমারও খুবই ভালো লেগেছে ।

  • @subrotoroy1661
    @subrotoroy1661 2 года назад +30

    বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ। এমন ঐতিহ্যকে আজও ধরে রেখেছে এবং সংরক্ষণ করে রেখেছে।

    • @sottiki
      @sottiki 2 года назад +1

      @Processor 12th Gen Core i9 Taader keo ki ekhono okhane thake? Pirali der keo thake okhane?

  • @gazibadiruzzaman400
    @gazibadiruzzaman400 Год назад

    ভাই সুমন আমি বহুদিন আগ থেকেই আপনার ঐতিহাসিক ভিডিও গুলো আমি নিয়মিত দেখি এবং দেখতে পছন্দ করি সাথে আপনার সাবলীল ভাষায়। অবাক বিষয় আমার বাড়ি দখখিনডিহী গ্রামে সামনের মাঠেই ফুটবল খেলতাম। আপনার বর্ননায় আজ রবিঠাকুরের শশুরবাড়ি আমার কাছে নতুন মাত্রা পেলো যেনো নতুন করে চিনলাম। অনেক ভালো লাগলো ধন্যবাদ

  • @mehebubalam9398
    @mehebubalam9398 2 года назад +2

    আপনি সাহশীকতার পরিচয় দিয়েছেন।
    এটা আমার কাছে খুব ভালো লাগলো।
    ইন্ডিয়া
    থেকে
    মেহেবুব আলাম

  • @armanislam3718
    @armanislam3718 2 года назад +3

    অভিনন্দন প্রিয় সালাহউদ্দিন সুমন ভাই। ১০ লক্ষ লোকের একটা পরিবার এখন আপনার সাথে।

  • @samirdutta7769
    @samirdutta7769 2 года назад +3

    I am very glad to see this, my mind is filled with joy. ... From Guwahati, Assam, India

  • @uzzalkumarbiswas4498
    @uzzalkumarbiswas4498 2 года назад +14

    ভাই আমার দেশের বাড়ি দক্ষিণডিহি গ্রামের পাশেই ভাটপাড়া গ্রামে । 🥰🥰🥰🥰🥰

  • @poranbabu96
    @poranbabu96 2 года назад +3

    Thanks boss.. for video.. and congratulations 🎆🎆 1 million

  • @anhuman2686
    @anhuman2686 2 года назад

    আমাদের উপজেলার প্রতিবেশি ফুলতলা উপজেলায় (বেজেরডাঙ্গা) এইটা, ২০১৯ সালে বৃষ্টির সময় গিয়েছিলাম, তখন মোবাইল ক্যামেরা দিয়েই বাড়ির ভেতরের ছবি তুলছিলাম কেও মানা করেন নি।😅😅 বাড়ি যদিও নতুন করে রেনোভেশন করে পর্যটকদের পরিদর্শনের উপযোগী করেছে, তাই পুরনো ঐতিহ্যবাহী কোন ফিল পাওয়া যাবে না, তবে দোতলার বারান্দা আর, আশেপাশের খোলামেলা মাঠের জায়গাটা খুব সুন্দর। 😍😍
    ধন্যবাদ এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

  • @parthamondal8207
    @parthamondal8207 2 года назад +25

    1 মিলিয়ন সাবস্ক্রাইব এর শুভেচ্ছা সুমন দা, এইভাবে দেশের ঐতিহ্য পূর্ণ স্থানগুলো আপনি দেখান, ❤️

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh 2 года назад +3

    সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ

  • @soumitraroy49
    @soumitraroy49 2 года назад +123

    রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজি নজরুল ইসলাম আমাদের ভারত-বাংলাদেশ উভয় দেশের ই সম্পদ। আমাদের গর্বের বিষয়।

    • @utsabbanerjee2770
      @utsabbanerjee2770 2 года назад +4

      Ei to October ei Bangladesh er jihadi ra narokiyo ottyachar chalalo. 2 mash gelo na, fer godo godo hoye gechen apnara...dekhun... attoghati jaati sadhe bole

    • @nivasarkarpaul303
      @nivasarkarpaul303 2 года назад

      @@utsabbanerjee2770 00000000099000000000000000000000009000909009090090000090000909099999000099000000099999900999099090999909999999999999999990

    • @amritakumar5343
      @amritakumar5343 2 года назад +1

      দূঃখ এর বিষয় , আমদের রাজ্যের উচ্চ মার্গের সঙস্কৃতি প্রেমী দের কাছে শুধু রবীন্দ্রনাথ আর নজরুল ছাড়া আর কেউ ঠাঁই পাননা ।

    • @MostafizurRahmanShikder-nh9dk
      @MostafizurRahmanShikder-nh9dk Год назад +2

      পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সম্পদ।

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 6 месяцев назад

      ​@@amritakumar5343information technology has affected the. Habits of reading.

  • @amzadhossain4863
    @amzadhossain4863 2 года назад +5

    বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুর যে খুলনার ফুলতলাতে বিয়ে করেছেন আপনার মাধ্যমে জানলাম।ভালো লাগলো। বাংগালীর অনেক সুন্দর সুন্দর ইতিহাস আছে কিন্তু আমরা তা সংরক্ষণ করি না।

  • @mdshohidulislam5066
    @mdshohidulislam5066 2 года назад +2

    রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি।
    পতিসর নিয়ে একটা প্রতিবেদন চাই❤

  • @SA-xv3kv
    @SA-xv3kv 2 года назад +1

    খুবই রোম্যান্টিক একটা জায়গা।
    দারুণ লাগলো ভিডিওটা... 🥰🥰

  • @onlyme9353
    @onlyme9353 2 года назад +3

    অসাধারন ধন্যবাদ

  • @sarkersaiful5122
    @sarkersaiful5122 2 года назад +4

    Thanks to the government for renovating this place. Enjoyed the episode Sumon bhai.

  • @ArifulIslam-xw7sw
    @ArifulIslam-xw7sw 2 года назад +18

    সিরাজগন্জ, শাহজানপুরে রাবিন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এসে ঘুরে যাবার দাওয়াত রোইলো,,
    রবিন্দ্রনাথ বাংলাদেশে আসলে, শাহজাদপুরে সব থেকে বেশি সময় কাটাতেন।
    এবং এখান থেকে তিনি ওনেক উপন্যস, কবিতা লিখেছেন।।

    • @abdullaputhia1056
      @abdullaputhia1056 2 года назад +3

      তার ভাগে সর্বশেষ শাহজাদপুরের জমিদারি স্থায়ীভাবে পড়েছিল

    • @jananishopnet7471
      @jananishopnet7471 2 года назад +1

      উনি একজন নিচ মনের মানুষ ছিলো।

    • @paulvlogs3826
      @paulvlogs3826 2 года назад +2

      @@jananishopnet7471 তোদের নিচ খারাপ মনের মানুষিকতা দূর কর। আর মনে রাখিস রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ মনের মানুষ ছিল। ওনি একজন বিশ্ব কবি। সম্মান দিয়ে কথা বলবি।

    • @jananishopnet7471
      @jananishopnet7471 2 года назад

      @@paulvlogs3826 ইতিহাস জানো?? অশিক্ষিত ছাগল কোথা কার!

    • @paulvlogs3826
      @paulvlogs3826 2 года назад

      @@jananishopnet7471 তোর লেখা দেখে বোঝা যায় তুই মানুষের বাচ্চা হতে পারিস না পশুর থেকে ও নিকৃষ্ট জাতি তুই।

  • @mdkhalidhasan9636
    @mdkhalidhasan9636 2 года назад +3

    স্বাগতম খুলনা তে ভাই আপনাকে।
    একটু যদি জানতে পারতাম যে আপনি খুলনাতে আসবেন।
    খুবই দেখা করার ইচ্ছা ছিল।
    আমার বাসা খুলনার দৌলতপুরে।
    যাওয়া সময় আমার বাসার সামনে দিয়েই গেলেন।
    ভাই খুলনাতে যখন এসেই পড়েছেন আমাদের দেশের আর এক বিখ্যাত কবি "মাইকেল মধুসূদন দত্তের বাড়ি "সাগরদাড়ি" থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল।

  • @eskay2261
    @eskay2261 2 года назад +1

    খুবই চিত্তাকর্ষক পরিবেশে সুন্দর একটি উপস্থাপনা।

  • @AminulIslam-mf7hb
    @AminulIslam-mf7hb 2 года назад

    এত সুন্দর ভিডিও উপহার দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ❤️

  • @gobindabarman4347
    @gobindabarman4347 2 года назад +1

    সত্যি খুব সুন্দর খুব ভালো লাগলো ❤❤

  • @tourwithrazib4836
    @tourwithrazib4836 2 года назад +6

    1 million এর শুভেচ্ছা ও অভিনন্দন রইলো প্রিয় ভাই।।।

  • @md.al-mamun3425
    @md.al-mamun3425 2 года назад +7

    আমি কিছুদিন আগে গিয়েছিলাম ওখানে
    ,আমার বাড়ি থেকে ৩৫ কিমি মাত্র,
    আপনি আসবেন এটা জানতে পারলে অবশ্যই আপনার সাথে দেখা করতাম।
    মিস করলাম😪

  • @soro4634
    @soro4634 2 года назад

    অপেক্ষায় ছিলাম নতুন ভিডিওর জন্য 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @krishnagupta7488
    @krishnagupta7488 2 года назад +1

    খুব ভালো লাগলো আপনার সাথে আমিও এই বাড়ীটী দেখার সুযোগ পেলাম। ভালো থাকবেন 💐🙏

  • @allinonebd1610
    @allinonebd1610 2 года назад

    দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দু'পা ফেলিয়া একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু আমার বাড়ির পাশে কিন্তু আমি কখনো যাইনি এপিসোড টি দেখে ভীষণ ভালো লাগছে অসাধারণ উপস্থাপনা এপিসোডটি দেখে ভীষণ ভালো লাগছে অসাধারণ উপস্থাপনা

  • @KunalChattopadhyay.
    @KunalChattopadhyay. 2 года назад +19

    দক্ষিণডিহি-তে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দেখবার ইচ্ছে ছিলো।আপনার জন্যে সে মানসদর্শন সম্ভব হলো।আপনার ভিডিও তুলতে গিয়ে যে হেনস্থা হতে হয়েছে তা আমি যথাস্থানে বেশ কড়া ভাষাতেই জানিয়েছি।আশা করি এই হেনস্থা আর কাউকে হতে হবে না।যদিও রবি ঠাকুর তাঁর শ্বশুরবাড়ির সাথে বিশেষ সুসম্পর্ক রেখেছিলেন,তেমনটা ইতিহাস বলে না।তিনি তাঁর শ্বশুরবাড়িকে কখনো মনে মনে জমিদারী সেরেস্তার কর্মীদের বাড়ি থেকে আলাদা করতে পারেননি।আর বিবাহের পরে ভবতারিনী আর কোনদিনই এ স্থানে আসতে পারেননি।এ ব্যপারে পড়ে দেখতে পারেন প্রশান্তকুমার পাল-এর রবিজীবনী।আপনার ফোটোগ্রাফি ও আবহসঙ্গীত ক্রমশ আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে।
    জানতে চাই রবীন্দ্র-মৃণালিনীর ভাষ্কর্যটি কার সৃষ্টি?
    আমার শুভেচ্ছা নেবেন।

  • @ratnasaha2778
    @ratnasaha2778 2 года назад +1

    Khub bhalo laglo historical place ta dekhe. Khub care nia maintain kara hoche. Many many thanks. Background music ta asadharan.