Shyamol Chhaya | Bangla Movie | Riaz | Humayun Faridi | Shaon | Tania Ahmed

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Cast : Meher Afroz Shaon, Riaz, Humayun Faridi, Swadhin Khosru
    Ahmed Rubel, Monir Khan Shimul, Tania Ahmed, Challenger Ejazul Islam, Faruk Ahmed, Jesmine Parvez, Shobnom Shahid
    Rahmat Ali, Syed Akhtar Ali, Shamima Nazneen, Hosne Ara Putul Moli Sarkar Moli Sarkar, Maliha
    Producer : Impress Telefilm
    Story : Humayun Ahmed
    Director : Humayun Ahmed
    Music by : Moksud Jamil Mintu
    Cinematography : Anwar Hossain
    Edited by : Atiqur Rahman Mollick

Комментарии • 2,7 тыс.

  • @Farihaa-uw9vr
    @Farihaa-uw9vr 11 месяцев назад +74

    এই ১ ঘন্টা ৫০ মিনিট যা দেখেছি যা অনুভব করেছি
    গত ১২ বছর পাঠ্যপুস্তক পড়েও তা অনুভব করতে পারিনি।
    শেষ দৃশ্যে মনের অজান্তে কেঁদেছি।❤

    • @AbuSufian-me5jw
      @AbuSufian-me5jw 5 месяцев назад

      আবার যেনো দেখতে পারেন তাই লিংক দিলাম

  • @mdmuzahid966
    @mdmuzahid966 2 года назад +245

    মুভি টা শুয়ে শুয়ে দেখছিলাম আর চোখ দিয়ে পানি গড়ায় পড়ছিল। শ্রদ্ধা জানাই সেসব শহীদদের যাদের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশে পেয়েছে। I love you bangladesh ❤️🥰❤️

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @user-rn4tn4oi7u
    @user-rn4tn4oi7u 10 месяцев назад +171

    কি বাঘা বাঘা অভিনেতা। কি সাবলীল অভিনয়। যত বার সিনেমা টা দেখি আগের চেয়ে বেশি ভালো লাগে। নি:সন্দেহে হুমায়ুন স্যার এর শ্যামল ছায়া বাংলা সিনেমা ইতিহাসের অনবদ্য এক সৃষ্টি।

    • @user-zp6ur3lw7b
      @user-zp6ur3lw7b Месяц назад

      এদের থেকেও আমাদের বাংলাদেশে ভালো অভিনেত্রী আছে শেখ হাসিনা শ্রেষ্ঠ অভিনেত্রী হাজার ছাত্র-ছাত্রী জীবন নিলাম কি লাভ হলো বাংলাদেশ স্বাধীন করে 😢😢

    • @user-zp6ur3lw7b
      @user-zp6ur3lw7b Месяц назад

      এদের থেকেও আমাদের বাংলাদেশে ভালো অভিনেত্রী আছে শেখ হাসিনা শ্রেষ্ঠ অভিনেত্রী হাজার ছাত্র-ছাত্রী জীবন নিলাম কি লাভ হলো বাংলাদেশ স্বাধীন করে 😢😢

    • @shakilbhuiyan1229
      @shakilbhuiyan1229 Месяц назад

      ​@@user-zp6ur3lw7b এক কথায় হূমায়ন স্যার এর সব নাটক টেলিফিল্ম অনবধ্য

  • @arifurrahmanayash8663
    @arifurrahmanayash8663 8 месяцев назад +44

    আজকে ৫২ তম বিজয় দিবসের দিন দেখলাম হুমায়ূন স্যারের এই অমর সৃষ্টি ❤। সত্যি এমন নির্মাণ শ্রদ্ধেয় হুমায়ূন স্যারের দ্বারাই সম্ভব । স্যারের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরো বেড়ে গেলো ❤️।
    দেশের পরিস্থিতি যাইহোক না কেন দিনশেষে দেশটা আমারই 😌🇧🇩

    • @syedtariqhossainjah2121
      @syedtariqhossainjah2121 8 месяцев назад

      এ সিনেমার মাধ্যমে তখনকার সময় যে হিন্দু~মুসলিমদের যে একে অন্যের প্রতি সহানুভূতি ছিল, শ্রদ্ধা, ভালবাসা ছিল। তাই তিনি বুঝাতে চেয়েছেন। যা এখনকার সময় নেই....

  • @monirhossain-hl5rg
    @monirhossain-hl5rg 6 месяцев назад +27

    আহা আমার স্বাধীনতা। কত রক্ত, কত ত্যাগ। যাদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আল্লাহ সবাইকে মাফ করুক।মুভিটা দেখে চোখগুলা ভিজে গেলো।আমাদের একজন হুমায়ূন আহমেদ ছিলো।কত অনন্য সৃষ্টি তার। আল্লাহ তাকেও মাফ করুক৷ খুব মিস করি হুমায়ুন স্যারকে।কোনদিন সামনে থেকে দেখিনি তাও অন্তর থেকে উনার প্রতি এতটা টান অনুভব করি।উনি উনার সৃষ্টি দিয়েই বেচে থাকবেন আমাদের মাঝে। ভালো থাকুন হুমায়ুন স্যার সেই দোয়া করি।

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад +1

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @mdjohurul1857
    @mdjohurul1857 Год назад +421

    সিনেমা করতে দেশবিদেশ যেতে হয়না একটি নৌকায় যথেষ্ট ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যার কে

    • @RaselSheikh-jg4lg
      @RaselSheikh-jg4lg 11 месяцев назад +2

      যথার্থ বলেছেন ভাই

    • @user-pl4dn1pn4z
      @user-pl4dn1pn4z 6 месяцев назад +3

      এই মন্তব্য টা অসাধারণ ছিলো,,

    • @afshinbutterfly
      @afshinbutterfly 6 месяцев назад +1

      এখানেও হুমায়ুন আহমেদ স্যার কতো বড় মাপের লেখক বুঝতে বাকি নেই❤❤

    • @faisalmahmud2650
      @faisalmahmud2650 6 месяцев назад

      )}???​@@user-pl4dn1pn4z

  • @tustidas709
    @tustidas709 2 года назад +66

    অনেকদিন পর হুমায়ুন আহমেদ স্যার এর অমর এই সৃষ্টি দেখলাম। বিশেষ করে শেষ এর দৃশ্যটা দেখে বুকের ভিতর হু হু করে উঠল " ওই দেখ আমাদের বিজয় পতাকা" চোখের জল আর ধরে রাখতে পারলাম না একই সাথে বুকটা গর্বে ভরে যাচ্ছিল। যুদ্ধ দেখি নি তবে মনের গভীর থেকে "৭১ "এর অনুভূতি অনুভব করতে পারছি। অনেক ভালোবাসি আমার বাংলাদেশ কে।আর এই দেশের জন্য যারা যারা প্রান দিয়েছেন সেই বীর যোদ্ধাদের প্রতি জানাই শ্রদ্ধা ও শত কোটি প্রনাম ♥♥♥

    • @tutuladhikary8322
      @tutuladhikary8322 5 месяцев назад

      Same obosta vai..potaka..oi dakho potaka❤️❤️❤️😭😭😭

  • @liakatroni2616
    @liakatroni2616 Год назад +286

    ছোটবেলায় যখন এই মুভি গুলো টিভিতে দিত তখন খুব বিরক্ত লাগত।এখন এই মুভি গুলো খুঁজে খুঁজে দেখি❤১০/০৯/২০২৩

    • @nilimahinakash2154
      @nilimahinakash2154 7 месяцев назад

      aktai dito
      barbar ai karone birokto lagto

    • @Zahirulislam2February2024
      @Zahirulislam2February2024 6 месяцев назад

      আমিও ভাই

    • @masudmondal3645
      @masudmondal3645 5 месяцев назад

      kotha sotto ami india theke dhakchi Dr ajaj ar Faruk Ahmed er jnnno ami vdo dhaki

    • @musfiqshanta8828
      @musfiqshanta8828 5 месяцев назад +1

      ekdom true vai.

    • @user-lr4oy4kk5x
      @user-lr4oy4kk5x 5 месяцев назад

      ভাই এইটাই আমি আরো আমার ভাইরে বলতেছিলাম

  • @ahmed_emon_official
    @ahmed_emon_official Год назад +51

    শেষ পর্যায়ে এসে পতাকার দৃশ্য,,🇧🇩,,গাল বেয়ে চোখের পানি পরতে শুরু করলো,,শরিরের লোমগুলো দাড়িয়ে গেল,,৩০ লক্ষ শহিদের প্রতি রইলো আমার বুকভরা ভালোবাসা,,,,জয় বাংলা🇧🇩

  • @digiplanet1341
    @digiplanet1341 5 месяцев назад +339

    2024 সালেও এসে কারা কারা দেখছেন, লাইক দিয়ে যান

  • @kazalsd6104
    @kazalsd6104 3 года назад +789

    যুদ্ধ দেখিনি, কিন্তু আমি যেন সবটা অনুভব করতে পারলাম। শেষে বিজয় উল্লাসে চোখের কোণটা ভিজে উঠল। 💚
    ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি মাতৃভূমি 🇧🇩

    • @nobitabro1176
      @nobitabro1176 2 года назад +2

      😣

    • @RafiqulIslam-hl3cm
      @RafiqulIslam-hl3cm 2 года назад +16

      সত্যি নাটকের লাস্টে এসে যখন বলল আমাদের পতাকা, তখন যানি কেমন মনের ভিতর একটা নারা দিয়ে উটলো,ভালোবাসি প্রিয় মাতৃভূমি কে🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️

    • @samiulsami3616
      @samiulsami3616 2 года назад

      @@nobitabro1176 34hira3

    • @rafiqueislam8629
      @rafiqueislam8629 2 года назад

      ঠিক বলেছেন ভাই

    • @misssumisarkar8545
      @misssumisarkar8545 2 года назад

      thik bolcen vai

  • @jannatmisty8419
    @jannatmisty8419 2 года назад +159

    রাত জেগে একা একা কাদলাম,, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কারী দের আল্লাহ জান্নাত দান করেন,, আর কিছু লিখতে পারছি না 😢😢😢

    • @zahid94
      @zahid94 Год назад

      আমিন

    • @BinodonChannel-pd4gi
      @BinodonChannel-pd4gi Год назад

      উম্মা

    • @md.nasifhossain2694
      @md.nasifhossain2694 Год назад

      আমিও কাঁদছি।

    • @ayash.mahmud.asad3
      @ayash.mahmud.asad3 6 месяцев назад

      Jader vitor valo akta Mon ase tader bahir jototai kharap hok tater ontor kadbei

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @B-yf1tc
    @B-yf1tc 2 года назад +2468

    "একজন হিন্দু মেয়ের সম্ভ্রম বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন একজন মাওলানা, আবার রোজা রাখা অবস্থায় কোরআন পাঠরত একজন মুসলিম মায়ের উপর ছায়ার ব্যবস্থা করলেন এক হিন্দুর ছেলে"... ভেতরটা কেঁপে উঠল। ❤️

    • @fahadbinalam9709
      @fahadbinalam9709 2 года назад +134

      জানিনা আপনার ভেতরটা কেন কেপে উঠলো, কিন্তু এইটা ই আমাদের বাংলাদেশের চিত্র।

    • @redoxreaction5323
      @redoxreaction5323 2 года назад +7

      @@fahadbinalam9709 চিত্র না ছাই। আপনারা কি জিনিস ভাই যেই দেশেই যান ঝামেলা করেন কোরআন নিজেরা রাখেন আর দোষ দেন অন্যের নামে। Airport এ আপনাদের প্যান্ট খুলে check করা হয় bomb 💣 আছে নাকি ।কাফেরের স্ত্রী কন্যা তো গণিমতের মাল। বালের ইসলাম

    • @Xwarrior-dl4kz
      @Xwarrior-dl4kz 2 года назад

      Koshto lagey jokhon dekhi ai desh ta ke kichu beiman ra lutey khacche. Iccha hoy tader ke guli Kore shesh Kore dei. Arek ta juddho Kori amra. Ayn nijer haat e tuley nei. Desh ke bachai. Desh er maati ke bachai.

    • @onthego5507
      @onthego5507 2 года назад +2

      @@redoxreaction5323 আপনি যা বলেছেন তা নিছকই শুনে বলা।নিজে যাচাই করুন,শোনা কথায় চিলে নিয়েছে শুনে চিলের পেছনে না দৌড়ে আগে কান জায়গায় আছে কিনা চেক করেন।যাচাই না করে শোনা কথায় বিশ্বাস করে নিজেকে মূর্খ প্রমাণ করবেন না ভাইজান।😊

    • @redoxreaction5323
      @redoxreaction5323 2 года назад +10

      @@onthego5507 আরো আছে জাস্ট এই কয়টা দিলাম

  • @kawsaralom5216
    @kawsaralom5216 Год назад +19

    যুদ্ধ দেখিনি তবে যতবার মুভিটা দেখি ততবারই দেখতে ইচ্ছে করে হুমায়ূন আহমেদ স্যারকে অনেক ধন্যবাদ মুভিটিতে সত্যিই যুদ্ধ স্পটগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে।

  • @ITZ-BLACK-444-YT
    @ITZ-BLACK-444-YT Год назад +22

    কতো সুন্দর ভাবে এতো অল্প সময়ে র মধ্যেই পুরো যুদ্ধটা অনুভব করলাম,,,,,সত্যি হুমায়ুন স্যারের মতো আর কেউ হবে না,উনি একজনই

  • @user-gh6kx6rj5e
    @user-gh6kx6rj5e 3 года назад +626

    বিশ্বমানের চলচ্চিত্র তৈরি করতে সবাইকে "কিস্ট্রফার নোলান" হতে হয় না। এক ভালো গল্প আর একটা হুমায়ূন আহম্মেদই যথেষ্ট। ❤

    • @Abir761
      @Abir761 3 года назад +4

      জ্বী ভাইয়া..

    • @red_rose_tv-4729
      @red_rose_tv-4729 2 года назад +2

      একজন নাস্তিক কি জানেন তার অস্তিত্ব কি??

    • @merazmiah3131
      @merazmiah3131 2 года назад +9

      কি রকম কথা ভাই এটা ? আর্টিস্টের কাজ কে সম্মান করতে শেখেন । কিসের মধ্যে কি!

    • @Priophakhi
      @Priophakhi 2 года назад +1

      জ্বি ভাইয়া ঠিক বলেছেন।

    • @peupapia9348
      @peupapia9348 2 года назад +2

      একজনের দ্বারা কখনো বিশ্বমানের চলচ্চিত্র হয় না। অভিনয়শিল্পীদের ও ভূমিকা অতুলনীয় 😊

  • @salimsuton3162
    @salimsuton3162 3 года назад +97

    ওনারা মুক্তিযোদ্ধা মা।ওনাদের সালাম দাও।
    কথাটা শুনেই কেন যে চোখ দিয়ে গড়গড় করে পানি চলে আসলো।

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @masudsonar9763
    @masudsonar9763 3 года назад +39

    বড়ই মধুমাখা লিখা হে হুমায়ূন আহমেদ..... আপনারে মনে রখবে বাংলার মানুষ যত দিন এই বাংলায় সৃর্য উদিত হবে, জানি আমি ও থাকবো না একদিন এই পৃথিবীতে ২০২১ -৭-২৫..দোয়া করবেন আামর জন্য যদি কারো নজরে আসে😍😍😍😍😍😍😍

  • @rahidulislamrahid9594
    @rahidulislamrahid9594 Год назад +23

    ভালবাসি প্রিয় জন্মভূমিকে। এই ছবিটির মধ্য দিয়ে পরবতী প্রজন্ম বুঝতে পারবে মুক্তি যোদ্ধা কে। হুমায়ুন স্যার আপনি সত্যিই মহান।

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @MasumthedEcent
    @MasumthedEcent Год назад +13

    ছোট থাকতে যখন দেখছিলাম তখন কিছুই বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম যে এটা কি এক মাস্টারপিস ছিল! হুমায়ুন আহমেদ স্যারের প্রতি অজস্র শ্রদ্ধা। আল্লাহ তাকে জান্নাতি করুক।

  • @sadiakabir9389
    @sadiakabir9389 2 года назад +49

    হুমায়ুন আহমেদ💙
    কখনও হাসতে হাসতে গড়াগড়ি দিতে হয়,,,কখনও কান্না চেপে রাখাই খুব কষ্ট হয়ে পড়ে,,বুকের ভেতর চাপা কষ্ট লাগে,,দেশের প্রতি নতুন করে ভালোবাসা জেগে ওঠে,,কি সুন্দর কি সচ্ছ

  • @NorthExploreBD
    @NorthExploreBD 2 года назад +189

    যদি দেশপ্রেম সামান্যও থাকে তাহলে শেষের 1:46:10 অংশ থেকে দেখার পর চোখ দিয়ে পানি ঝরবেই।।
    স্যালুট শহীদদের ও বীর মুক্তিযোদ্ধাদের ❤

    • @bewithnoor1524
      @bewithnoor1524 Год назад +2

      Amio kedechi aita dekhar por

    • @zafrinarozario2124
      @zafrinarozario2124 Год назад +1

      Goosebumps bhai ekdom!🙂

    • @RanaGameZone23
      @RanaGameZone23 Год назад +1

      Out of controll e chilam....চোখের পানি আটকাতে পারিনি 😢😢😢😢

    • @tanjil806
      @tanjil806 Год назад +1

      amio nijeke control korte parchina

    • @atifalamridoy8629
      @atifalamridoy8629 Год назад +1

      আমিও

  • @rakibfitness3967
    @rakibfitness3967 3 года назад +29

    আমি জখন ইস্কুলে পিটিতে দারাইতাম তখন জাতিয়ো সংগীত ভালো ভাবে গাইতাম না । পতাকা ভালো ভাবে ছেলুট করতাম না । কিন্তু আজ এই ছবির শেষের সিনে বাংলাদেশের পতাকা দেখে মুক্তিযোদ্ধা দের কথা মনে পরে গেল আর আমার চোখ দিয়ে একা একাই পানি ঝরে পারছিল । আর এই প্রথম আমি কান্না করছি আর পতাকাকে ছেলুট দিয়ে হাত টা কপালে অনেক খন ধরে রাখছি 😭😭😭😥😥😢😢😢😭😭😭😭😭😭

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @ArifulIslam-rb4kw
    @ArifulIslam-rb4kw 7 месяцев назад +15

    নিস্তব্ধ রাত, একটা হুমায়ুন আহমেদ এর গল্প আর মনের অজান্তে চোখের কোন বেয়ে গড়িয়ে পড়া কয়েক ফোটা পানি।😥😥

  • @valobasitomay.3571
    @valobasitomay.3571 11 месяцев назад +14

    একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা সবার প্রিয় হুমায়ূন ফরিদী স্যার।

  • @Glaxy79
    @Glaxy79 2 года назад +16

    কতবার যে এই সিনেমাটি দেখলাম তবুও দেখতে ভালো লাগে, বিশেষ করে রিয়াজ এবং হুমায়ুন ফরিদী স্যারের অভিনয় এতো চকমৎকার হয়েছে। আললাহপাক ফরিদী স্যারকে জান্নাতবাসী করুন। এবং রিয়াজ আবারও সিনেমায় ফিরে আসুক।

  • @mahfujurrahman3188
    @mahfujurrahman3188 2 года назад +306

    ২০২২ সালেও যেন ১৯৭১ এর ফিল পাচ্ছি।
    আমাদের একজন হুমায়ুন আহমেদ ছিলেন। ❣️

    • @MDMamun-uv2jd
      @MDMamun-uv2jd 2 года назад

      মাত্র দেখা শুরু করলাম মুভিটা

    • @rabeabasririta9134
      @rabeabasririta9134 2 года назад

      আমিও

    • @mdnasirulislamnasir3405
      @mdnasirulislamnasir3405 Год назад +3

      আমি ত ২৩ শালে আসলাম দেখতে😇😇

  • @tuseralom2556
    @tuseralom2556 2 года назад +12

    আমি ভাবি একজন দর্শনার্থী কিভাবে এত সুন্দর অভিনয় করে ।। ( চ্যালেন্জার) হুমায়ূন আহমেদ এর এক অনন্য সৃষ্টি।।
    একটা নৌকা নিয়ে সুপার ডুপার হিট একটা ছবি।। স্যার হুমায়ুন আহমেদ এর দ্বারাই সম্ভব ।।

  • @nisunisu070
    @nisunisu070 Год назад +9

    বীর মুক্তিযোদ্ধা রা আমাদের দেশের সূর্যসন্তান। তাঁদের জন্য আমরা আজ এই স্বাধীন দেশে বাস করতে পারছি,খাচ্ছি-দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি। স্যালুট সকল মুক্তিযোদ্ধাদের❤️💚

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

    • @nisunisu070
      @nisunisu070 5 месяцев назад

      @@rozariosd thik bolechen apni.

  • @rakibul1506
    @rakibul1506 6 месяцев назад +8

    সিনেমা করতে দেশবিদেশে যেতে হয়না একটি নৌকায় যথেষ্ট ধন্যবাদ হুমায়ূন আহমেদ স্যার কে।❤

  • @user-ub5iv3ic9m
    @user-ub5iv3ic9m 3 года назад +203

    আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি।যারা এই মাতৃভূমি আমাদের কে দিয়ে গেছেন তাদের ঋণ আমরা কোনো কিছু দিয়ে শেষ করতে পারবো না তাদের প্রতি রইলো হাজার হাজার সালাম।🇧🇩🇧🇩🇧🇩

    • @ayeshasworld5042
      @ayeshasworld5042 3 года назад

      🥰

    • @assupto4333
      @assupto4333 3 года назад

      @@ayeshasworld5042 ❤️

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @FootballTukiTaki-pj8vn
    @FootballTukiTaki-pj8vn 2 года назад +41

    "ওনারা মুক্তযোদ্ধা,মা,ওনাদের সালাম করো"This line stole my heart.

  • @naymurrahamandurjoy1638
    @naymurrahamandurjoy1638 2 года назад +23

    দুই বছর আগে আপলোড দেয়া অসাধারণ একটি মুভি কিন্তু এটার ভিউ মাত্র তিনশত আটত্রিশ হাজার! আমাদের দেশের মানুষদের রুচিবোধ এরকম!!!!!!!! একদিন হয়তো এই মুভিটা কয়েক মিলিয়ন ভিউ অতিক্রম করবে ।তবে সেটা হতে কয়েক বছর লেগে যাবে।

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @marziasuchi4449
    @marziasuchi4449 7 месяцев назад +4

    ১৯৭১ সালে যুদ্ধ দেখিনি, কিন্তু এই মুভিটা দেখে বারবার মনে হইতাছিলো এইটাই হয়তো বাস্তবে যুদ্ধ হইতাছে, অনুভব করতে পারলাম স্বাধীনতা যুদ্ধের বিজয়ের আনন্দ,, শহীদের ত্যাগ,,, শ্রদ্ধা জানাই শহীদের,, "আমার প্রিয় জন্মভুমি বাংলাদেশকে ভালোবাসি"

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @MusicWorld-ym9em
    @MusicWorld-ym9em 9 месяцев назад +3

    এমন হৃদয়গ্রাহী সিনেমা শুধুমাত্র হুমায়ুন স্যার এর দ্বারাই বানানো সম্ভব।মুভির শেষ অংশ দেখে গায়ের লোম দাঁড়িয়ে গেলো।সত্যি কত মহান আত্মত্যাগ এর ইতিহাস লুকিয়ে আছে আমাদের বিজয় এ...❤

  • @Bdlover-24
    @Bdlover-24 2 года назад +40

    বাবা এবং মামা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের কাছ থেকে যুদ্ধের অনেক গল্প শুনেছি এই সিনেমা দেখার পর সে সময়ের সকল বাঙালিদের জন্য চোখে পানি চলে আসলো। মনে হচ্ছিল বাস্তবতায় যুদ্ধকে দেখছি যদিও যুদ্ধ এর থেকে ভয়াবহ ছিলো। তখন যদি আমার জন্ম হতো এবং যুদ্ধে যাবার মত বয়স হতো তাহলে আমিও মুক্তিযুদ্ধে যেতাম । আজ থেকে শপথ নিলাম আজীবন দেশের মানুষের কষ্ট লাঘবে কাজ করে যাবো।

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

    • @noorislam6033
      @noorislam6033 5 месяцев назад

      thank you vai

  • @sohidulislam184
    @sohidulislam184 3 года назад +41

    পুরো চবিটা দেখে নিরবে কেদেছি কিন্তু শেষ সিন পতাকাটি দেখে হু হু করে উচ্চ শব্দে কেদে উঠলাম😥। লালা সালাম তোমাদেরকে।

  • @jpnour4457
    @jpnour4457 2 года назад +22

    রাত ১.২ বাজার পড়ে ঘুম না আসলে ইউটিউবে গুরে গুরে কিছু ভালো না লাগলে 😞
    তহন দেশের মুভি এগুলো দেখী আর দেশটারকে অনেক মিস কর পবাসে বসে😭😭😭

  • @hasinajahan4658
    @hasinajahan4658 Год назад +18

    এমন কি কেউ‌ থাকতে পারে পতাকা ওড়তে দেখে (1:46:07) যার চোখে পানি আসেনি কিংবা লোম খাড়া হয়নি!
    যাদের হৃদয়ে ভাষার জন্য এতো অসম্ভব ভালোবাসা থাকে তারা কি কখনো হারতে পারে!❤ 💚

  • @jakirn5620
    @jakirn5620 Месяц назад +3

    সিনেমাটা দেখার পর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান হাজার গুণ বেড়ে গেল সত্যি তাদের ত্যাগ অসামান্য!ধন্যবাদ হুমায়ূন আহমেদ স্যারকে।

  • @paprighosh1941
    @paprighosh1941 3 года назад +367

    ভবিষ্যৎ প্রজন্ম জানবে আমাদের একজন হুমায়ুন আহমেদ স্যার ছিলেন। আমাদের মতো তারাও একদিন এই কাজগুলো দেখে অঝোরে কাদবে। স্বাধীনতার জন্য বলিদান দেওয়া মানুষগুলোকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। জয় বাংলা 🇧🇩

  • @radowanislam4179
    @radowanislam4179 2 года назад +85

    1:26:02 মিনিট-
    'আমরা সবাই মাদবর। কিন্তু সময়ে একজনের বেশি মাতবর থাকা ঠিক না। এখন থেইকা আমি-ই মাতবর।'

    • @greenbd9004
      @greenbd9004 2 года назад

      ❤️❤️

    • @syedmarwan8069
      @syedmarwan8069 2 года назад +4

      দ্যা G.O.A.T হুমায়ুন ফরিদী

    • @al-hannasi5745
      @al-hannasi5745 5 месяцев назад

      দুই হুমায়ুন একজায়গায় হইয়া আগুন ধইরা গেসে

    • @al-hannasi5745
      @al-hannasi5745 5 месяцев назад +2

      রিয়াজ
      হুমায়ুন ফরিদী
      আহমেদ রুবেল
      স্বাধীন খসরু
      এজাজ আহমেদ
      ফারুক আহমেদ
      সেরাদের মিলনমেলা

  • @user-zu4uk3tz5c
    @user-zu4uk3tz5c 3 года назад +276

    এই সৃষ্টিগুলো সংরক্ষণ করা উচিত। মনের গভীর থেকে ফিল করা যায় একাত্তরের অনুভূতি

    • @raselkarim2731
      @raselkarim2731 3 года назад

      No tension. Has been uploaded in RUclips.

  • @taskinulislam9227
    @taskinulislam9227 Год назад +43

    ২০২৩ সালের মধ্যে বা পড়ে যারা দেখছেন অবশ্যই হাজিরা দিয়ে যাবেন

  • @KARABIKUMARIMEDHA
    @KARABIKUMARIMEDHA 11 месяцев назад +4

    শুধুমাত্র হুমায়ুন আহমেদ স্যার ছাড়া স্বাধীনতার এই অসম্ভব সুন্দর অনুভূতি ফুটিয়ে তোলা অসম্ভব।
    যতবারই এই মুভি দেখে একই আবেগে চোখ দিয়ে জল পরে।

  • @IbrahimKhalil-qw1ux
    @IbrahimKhalil-qw1ux 3 года назад +53

    মুক্তিবাহিনী যদি জানতো স্বাধীনতার পর দেশ এর এই অবস্থা হবে তাহলে এত কষ্ট করে কোন দিন এই দেশ স্বাধীন করতো না।

  • @adibaimroznill8643
    @adibaimroznill8643 Год назад +24

    এসব মুভি সংরক্ষণ করে রাখা দরকার যেন প্রজন্মের পর প্রজন্ম আমাদের এই বাংলাদেশের গুরুত্ব বুঝতে পারে,,, যেই জ্ঞান বই দিয়েও আয়ত্ত করতে পারে নি❤️

  • @mdosmanali5248
    @mdosmanali5248 Год назад +7

    ক্লাস ১১-১২ শুনেছিলাম হুমায়ুন আহমেদ স্যার বলে নাস্তিক....কিন্তু তার নাটক,উপন্যাস পড়ে দেখে তার অনেক বড় ভক্ত হয়েগেছি..তার নির্মিত এই সিনেমা টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিনেমা..মন ছুয়ে গেছে..

  • @syedtariqhossainjah2121
    @syedtariqhossainjah2121 8 месяцев назад +4

    ফারুক আহমেদ ও ডাঃ এজাজ ও রিয়াজ এই সিনেমায় একটা নতুন মাত্রা যুক্ত করেছেন 👌

  • @banglareviewsandtutorials2179
    @banglareviewsandtutorials2179 Год назад +8

    পতাকা দেখো বাংলাদেশের পতাকা!!! জীবনে প্রথম পতাকাকে অনুভব করলাম। সত্যি চোখ ভিজে গেছে কান্না চেপে রাখতে পারলাম না।

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

    • @rafiqulislam-gz2mu
      @rafiqulislam-gz2mu 5 месяцев назад

      ২০১০ সালে দেখছিলাম

  • @foysalmahmud1620
    @foysalmahmud1620 3 года назад +252

    কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আমি নিজেই ওখানে উপস্থিত। আহ্ কত মানসম্মত মুভি নাটক ছিল আমাদের। এখন নাটক ফাটক দেখলে মনে হয় ওরা আমাদের সাথে ফাজলামি করছে।
    সর্বশেষ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই

  • @nurmohammadrokib6249
    @nurmohammadrokib6249 2 года назад +29

    সেই ছোটবেলায় সাদা-কালো টিভিতে ছবিটা দেখছিলাম,আজ এতগুলো বছর পর আবার দেখছি, আশ্চর্য ভালো লাগে এত বছরেও কমে নি! বরং আজ আরো বেশি ভাল্লাগছে❤️

  • @voboghureadnan5850
    @voboghureadnan5850 2 года назад +4

    অনুভূতির সবটা ছুঁয়ে গেল।
    কি চমৎকার নির্মাণ, কি অসম্ভব সুন্দর সৃষ্টিকর্ম!
    খুব গর্ব করে বলতে ইচ্ছা করে- বিশ্বমানের চিত্র নির্মাতা একজন হুমায়ূন আহমেদ ছিল আমাদের।💗💗
    একজন হিন্দু মেয়ের সম্ভ্রম বাঁচাতে একজন মাওলানা ঝাপিয়ে পড়ল। অন্যদিকে একজন তিলাওয়াতকারী নারীর ছাঁয়ার ব্যবস্থা করলেন একজন হিন্দু যুবক। কী অপূর্ব মানবিকতা। যেন মুভি নয়, বাস্তবের থেকে অধিক বাস্তব চিত্র।

  • @ExHonu
    @ExHonu Год назад +7

    যুদ্ধ না দেখেও যুদ্ধকে যে মন থেকে অনুভব করা যায়।যুদ্ধের ভয়াবহতা দেখে যে চোখে পানি আসে, তা একমাত্র মনে হয় হুমায়ুন স্যারের জন্যই সম্ভব হয়েছে।

  • @sibbirahmed2866
    @sibbirahmed2866 Год назад +5

    আমার এবং আমার দলের সবার প্রাণের বিনিময় হলে ও জেনও এই মেয়টা যেন বেঁচে যায়, what a line boss

  • @user-ys5vp8hy2l
    @user-ys5vp8hy2l 3 года назад +52

    এই মাস্টারপিস গুলোকে যাদুঘরে সংরক্ষন করা উচিৎ। প্রজন্মের পর প্রজন্ম এই ছবিটি দেখবে আর মুক্তিযুদ্ধের সেই ভয়াবহতা অনুভব করতে পারবে। এই ছবিটা দেখার পর তাদের ও হয়ত চোখের কোণে অশ্রু জমবে ঠিক আমার মতো.........

  • @arifulhasan4203
    @arifulhasan4203 2 года назад +31

    মুভিটা অনুভুতিতে ভরা
    কখনো কেঁদেছি
    কখনো হেঁসেছি
    কখনো স্তম্ভিত হয়েছি
    হুমায়ুন আহমেদ স্যার এজন্যই অন্যরকম সৃষ্টি শীল মানুষ।

  • @nausaadzaman1805
    @nausaadzaman1805 Год назад +35

    ছোটবেলায় প্রথম যখন সিনেমাটি দেখি, চিনতেই পারি নি এটা রিয়াজ! ক্যারিয়ারের পিক পয়েন্টে রিয়াজ হিরোয়িক চরিত্র ছেড়ে বাস্তবসম্মত চরিত্রে অভিনয় করেছে, সত্যিই প্রশংসাদায়ক। তাও অত্যন্ত ভাল অভিনয় করেছে। নিঃসন্দেহে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ডিজার্ভ করে।

  • @ElmaAkter-uj1sr
    @ElmaAkter-uj1sr Год назад +3

    মুক্তিযুদ্ধের সময় না থেকেও মুক্তিযুদ্ধের অসাধারণ অনুভূতি পেলাম মনে হচ্ছিল যেন আমিও তাদের সাথে নৌকায় আছি। সবাই কমেন্ট করছিল চোখের পানি আটকাতে পারেনি আমি ভেবেছিলাম কি এমন মুভি যে চোখ ভিজিয়ে ফেলতে পারে।কিন্তু মুভিটা দেখার পর সত্যি কেদে ফেলেছি।
    ধন্যবাদ সকল অভিনেতা ও হুমায়ুন ফরিদি কে এতো সুন্দর মুভি আমাদের উপহার দেওয়ার জন্য।

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @mdrabbaniislam3565
    @mdrabbaniislam3565 9 месяцев назад +3

    কত কষ্টই না করতে হয়েছে একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার জন্য, আমি বাস্তবে তো যুদ্ধ দেখিনি, তবে এই সিনেমা গুলো দেখলে বুঝা যায়, কত নির্যাতন,কত কষ্ট, কত অত্যাচার সর্য্য করতে হয়েছে,, ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি বাংলাদেশ আমার অহংকার ❤️

  • @mdfokhrulhasan
    @mdfokhrulhasan Год назад +9

    কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি।
    এমন বাস্তব চরিত্রটাকে এমনভাবে ফুটিয়ে তোলা হুমায়ুন স্যার ছাড়া কারো পক্ষে সম্ভব না।
    ভালোবাসি স্যার আপনাকে।
    একেকটা শিল্পীকে যেনো রঙ্গধুলির তুলির মতো সাজিয়ে তুলেছেন।
    পুরোটা নাটক মনে হচ্ছিলো আমি ঐ যায়গায় উপস্থিত।
    জয় বাংলা

  • @iyi_edit_Z
    @iyi_edit_Z Год назад +35

    41:30
    এজাজ:- "মওলানা সাব, আমারেও একটা ফু দেন,,, আমার নিজের ইঞ্জিনও নষ্ট" 🤣🤣🤣
    ফারুক:- "ওস্তাদ রে ডবল ফু দেন" 🤣🤣🤣🤣
    Ejaj আর Faruq স্যার,, দুজনেই হাসানোর মানুষ 😆

  • @masaotamaki2051
    @masaotamaki2051 2 года назад +6

    যতো এরকম মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক/ মুভি দেখি তত আমার এই দেশ,এই দেশের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসা বেড়ে যায় । আমার বাংলাদেশ সত্যি অনেক ভালোবাসি তোমায়

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @AbdulHakim-nk7lp
    @AbdulHakim-nk7lp 5 месяцев назад +2

    কতবার দেখছি মনে নাই আবার চলে এলাম দেখতে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহিদ দের প্রতি শ্রদ্ধা। মহান আল্লাহ তাদের কে জান্নাত দান করুক আমিন।

  • @sadmanzaman9309
    @sadmanzaman9309 2 года назад +20

    সিনেমার শেষে আমাদের পতাকা দেখি শরীরের ভেতর একটা কাপুনি দিয়ে উঠলো। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা আজ বাংলাদেশ পেয়েছি। মনে হচ্ছে যদি যুদ্ধ হতে পারতাম, তাহলে ইতিহাসের পাতায় আমিও একজন মুক্তিযোদ্ধা হতে পারতাম। সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তারা যেন জান্নাত বাসি হয় এটাই আমার প্রার্থনা।

    • @mdkawsarahamed9201
      @mdkawsarahamed9201 2 года назад

      Mashlllha kotha sone valo laglo thanks dadu

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @bikrommojumder2277
    @bikrommojumder2277 3 года назад +82

    অসাধারন,মুক্তি বাহিনীর এই ঋণ কখনো শোধহবার নয়

  • @rajsarker8678
    @rajsarker8678 2 года назад +117

    "ওই দেখো আমাদের বিজয় পতাকা" 🇧🇩
    এই কথাটা শুনে মনের অজান্তেই চোখের কোনে জল চলে এলো 🥺🥰

  • @Nahida_Sultana_Muna.
    @Nahida_Sultana_Muna. 5 месяцев назад +1

    এক নৌকা বাঙালির প্রতিচ্ছবি। খুব গর্ব হয় আমি একজন বাঙালি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান।
    আমাদের একজন হুমায়ুন আহমেদ ছিলেন।চোখের পানি বাধ মানছে না 😭😭😭

  • @saifulislam-ho6qd
    @saifulislam-ho6qd Год назад +2

    চোখের কোণায় পানি চলে আসলো।। দেশ-মাতৃকার টানে যারা জীবন দিয়েছেন তাদের বিনম্র সালাম। স্যালুট, প্রয়াত হুমায়ুন আহমেদ স্যার।

  • @mdsojibhossain2534
    @mdsojibhossain2534 2 года назад +23

    কত না দুঃখে কষ্টে অর্জন আমাদের এ স্বাধীনতা। কত মা হারিয়েছে তার ছেলে,কত বধূর সিঁথির সিদুর গেছে মুছে, কত বোন আর পায়নি খুজে ভাইকে। এখনও কত মা অপেক্ষা করে আছে তার ছেলে আসবে ফিরে 💔💔

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @hasanmeherab9881
    @hasanmeherab9881 2 года назад +35

    এই সিনেমার অন্যতম টার্নিং পয়েন্ট ছিলো মওলানা সাহেবের যুদ্ধে চলে যাওয়া 🥺

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @md.raselhossen4393
    @md.raselhossen4393 3 года назад +27

    একজন খাটি মুসলমানের মুক্তিযুদ্ধের সময়ের অবদান সঠিকভাবে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ শ্রদ্ধেয় হুমায়ুন স‍্যার। ধন‍্যবাদ শ‍্যামল ছায়ার সকল টিম মেম্বারকে।
    জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ দীর্ঘজীবি হউক। আমিন

    • @redoxreaction5323
      @redoxreaction5323 2 года назад +1

      kahini tao hindu musloman khujenl

    • @nishumishu1790
      @nishumishu1790 6 месяцев назад

      Ki je poira ache Khali dhormo niya
      Ki hoiche Muslim Muslim juddh o hoilo
      Dhormo jat pat bad den akhon enough is enough

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @AkashKhan-oh3qe
    @AkashKhan-oh3qe Год назад +5

    দু হাজার তেইশ এসে মুভিটা আবার দেখলাম শেষ মুহুর্তে শুধু একটা শব্দই মাথায় আসছে,
    জয় বাংলা

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @PlabonDhar-jp8tl
    @PlabonDhar-jp8tl 4 месяца назад +1

    গায়ের পশম দাঁড়িয়ে গেল ছবিটি দেখে।যেন সত্যি সত্যি মুক্তিযুদ্ধ দেখলাম এরকম অনুভব হয়েছে 😢😢।

  • @rummanislam3535
    @rummanislam3535 Год назад +8

    ২০০৬ সালে বিটিভিতে দেখেছিলাম অসাধারণ একটা ছবি।ছবিটির শেষ দৃশ্যে চোখের পানি ধরে রাখতে পারি নি

  • @iyi_edit_Z
    @iyi_edit_Z Год назад +19

    শেষ টা দেখে,,,, চোখে পানি আসবে না,,,, এমন কেউ নেই হয়তো 🙂💜
    হুমায়ূন আহমেদ স্যার 💜💜💚💚💚🙂 সত্যিই বাঙালির একজন তুলনাহীন মানুষ,,,,,,,এভাবে দৃশ্য গুলো তুলে ধরেছে 😊

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

  • @sagornobel3154
    @sagornobel3154 3 года назад +22

    হাজার সালাম সকল মুক্তিযোদ্ধার প্রতি।💞💕

  • @adhoraborsha
    @adhoraborsha 8 месяцев назад +18

    যখন ছোট ছিলাম এই মুভি গুলো দেখলে বিরক্ত লাগতো😫
    কিন্তু এই বয়সে এসে সার্চ দিয়ে দিয়ে দেখি 😭
    চির অম্লান এই মুভি গুলো..🇧🇩🇧🇩

    • @opurborobin6500
      @opurborobin6500 6 месяцев назад

      right

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে

    • @AbuSufian-me5jw
      @AbuSufian-me5jw 5 месяцев назад

      আবার যেনো দেখতে পারেন তাই রিপ্লে দিয় রাখলাম

  • @tonmaysarkerpritom4426
    @tonmaysarkerpritom4426 Год назад +3

    সিনেমা করতে দেশ বিদেশে যেতে হয় না। একটা ভালো গল্প আর একটা নৌকায় যথেষ্ট।দৃষ্টান্ত প্রমাণ দিয়েছে হুমায়ূন আহমেদ স্যার, শ্যামল ছায়া টেলিফিল্ম এর মাধ্যমে

  • @md.alam5887
    @md.alam5887 2 года назад +9

    অনেকদিন পর মূভিটা অাবার দেখে মন ভরে গেল। হিন্দু মুসলমান বাংলার সন্তান।
    অসংখ্য ধন্যবাদ পরিচালক হুমায়ুন আহমেদ ও ছবির সকল কলাকুশলী ও অভিনেতাদের ❤️

  • @mdsofikulislamsofik6006
    @mdsofikulislamsofik6006 3 года назад +22

    আমি একজন বাঙ্গালী হয়েও এতদিন পরে এই টেলিফিল্ম টা দেখলাম,যা আমার উচিত ছিল অনেক আগে দেখার।যুদ্ধের সময় ছিলাম না বটে,,তবে অনুভূতি টা আজ আবার একবার বুজলাম, আপনাকে স্যালুট স্যার, আপনি ওপারে অনেক ভালো থাকেন দোয়া করি।

  • @tanjibahmedsumon8309
    @tanjibahmedsumon8309 3 года назад +14

    আমার প্রিয় একজন মানুষ হুমায়ুন আহমেদ এমন কোনো নাটক বা মুভি নেই যে আমি দেখি নায় সব গুলো দেখা শেষ আর এক কথায় অসাধারণ হইছে এই মুভিটা... তার সাথে জানায় হাজারো সালাম যারা আমাদের বাংলা ভাষার জন্য জীবন দিয়ে ছিলো... 🇧🇩

  • @Nillnilasha
    @Nillnilasha Год назад +11

    প্রতিটি দৃশ্য গায়ে কাঁটা দেয়ার মতো। শেষ দৃশ্যে যখন পতাকাকে সম্মান জানানোর সাথে গানটি বেজে উঠে শরীরের লোম দাঁড়িয়ে গেছে, চোখের পানি আটকাতে পারিনি। ধর্ম বর্ন নির্বিশেষে একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া সত্যিই অসাধারণ❤️🇧🇩❤

  • @shanuwazmiah4748
    @shanuwazmiah4748 Год назад +6

    ০২৩ এসেও স্বাধীনতার অনুভবতা পাচ্ছি। ধন্যবাদ সকল অভিনেতা এবং হুমায়ন আহমেদ স্যারকে। ❤

  • @syedmarwan8069
    @syedmarwan8069 2 года назад +4

    হুমায়ুন আহমেদের মাস্টারপিস এই সিনেমা।
    হুমায়ুন ফরিদীর অসাধারণ অভিনয় এবং তার উপস্থিতি জাস্ট মন কেড়ে নিল।

  • @thedateexpired8311
    @thedateexpired8311 2 года назад +10

    শেষ টা যেন চোখের পানি এনে দিল,😢😢
    এইতো আমার দেশ,এই আমার মায়ের রক্তে রক্তাক্ত আমার সোনার বাংলাদেশ, ❤️

  • @paponsutradhar1634
    @paponsutradhar1634 2 года назад +4

    অতি চমৎকার একটা দৃশ্য যেখানে দেখানো হয়েছে লাখো শহীদের রক্তের লাখো নারীর সম্ভ্রম এর বিনিময়ে স্বাধীন বাংলাদেশের পতাকা।
    ধন্যবাদ হুমায়ূন স্যার পরপারে ভালো থাকবেন❤️

  • @saymaarif1768
    @saymaarif1768 Год назад +12

    মুভির শেষের দৃশ্যগুলো দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। আসলে এই মুভি যারা যারা দেখতে এসেছেন আমার কাছে মনে হয় তারা সবাই দেশ প্রেমিক।

  • @azadahmed3221
    @azadahmed3221 9 месяцев назад +5

    অভিনয়ে কি পরিমান সারল্যতা, নির্মাণে কি পরিমাণ খেয়াল, বিন্দু থেকে বিন্দু পর্যন্ত চুল পরিমান ভুল ধরার সুযোগ নেই , নির্মাণ শৈলী ও অভিনয় দক্ষতায়, সবকিছু যেন মনে হচ্ছে আমার সামনেই ঘটছে, অবাক বিস্ময়ে বিস্মিত না হয়ে পারিনা, কি ভাষায় প্রকাশ করবো সে ভাষা আমার জানা নেই,,,❤❤❤

  • @JamirUddinBhuiyan
    @JamirUddinBhuiyan 2 года назад +10

    কোন শব্দ খুজে পেলাম না, যা সবার আগে মাথায় আসলো -"অসাধারণ "

  • @gouriroy1178
    @gouriroy1178 3 года назад +445

    শতকোটি প্রনাম ,🙏,আহা রে কেন ভারত বাংলাদেশের কাটা তার সৃস্টি হলো,,আহ্ কেন জন্মাইনি ওই সুদুর দুরের কালে,, শত কোটি প্রনাম আমার ও প্রিয় হুমায়ূন আহমেদ 🙏🙏

  • @jewelrana6066
    @jewelrana6066 2 года назад +10

    হুমায়ুন আহম্মেদ স্যারের জন্য দোয়া করি আল্লাহ্ যেন তার জিবনের ভুল ভ্রান্তি ক্ষমা করে জান্নাত দান করেন আমিন,,,,,তার লেখা নাটক,টেলিফিল্ম খুবি ভালো লাগে এ যেন কোন অভিনয় নয় বাস্তব মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা

  • @nusratnipu1997
    @nusratnipu1997 4 месяца назад +2

    পুরো মুভিটাই দারুন।তবে শেষের ৩০ মিনিট just mind blowing.... With হুমায়ুন ফরিদীর entry....amazing

  • @user-xd8ym7jz2m
    @user-xd8ym7jz2m 2 месяца назад

    মাওলানা সাহেব আপনি একজন খাঁটি মানুষ, এই কথাটাই মহা সত্যি। চোখের পানি টলমল করতেছিলো কথাটা যখন শুনছিলাম 🥲🥰

  • @MdRasel-sq6xj
    @MdRasel-sq6xj 2 года назад +7

    কি সুন্দর নিখুঁত অভিনয় দিয়ে সত্যকে তুলে ধরার চেষ্টা🖤🖤শ্রদ্ধা ও দোয়া বাংলা মায়ের বীর মুক্তি যোদ্ধাদের প্রতি🖤🖤

  • @jakiajannatjiya2146
    @jakiajannatjiya2146 2 года назад +30

    মাওলানা আর বোরকা পরা মেয়ের ভালোবাসা দেখে অনেক ভালো লাগলো,,,,

  • @user-mw7rm3sv1o
    @user-mw7rm3sv1o 2 года назад +12

    আহ কি আবিস্কার
    চ্যালেঞ্জার এই নাটকে A+
    Golden A+ Humayun Faridi

  • @somoyer_konthoshor
    @somoyer_konthoshor Год назад +3

    মুক্তিযুদ্ধের যতো সিনেমা দেখেছি, সব থেকে সেরা সিনেমা এটা। হুমায়ুন আহমেদ বেঁচে থাকুক এর মধ্যে দিয়ে। আসুন সবাই দেশকে ভালোবাসি, সামনে আবারও শত্রু আঘাত করলে, বুক পেতে দেবার মানসিকতা রাখি। আল্লাহ্ আমার দেশকে রক্ষা করো, আমীন।

  • @user-bl7ic5ob3m
    @user-bl7ic5ob3m 6 месяцев назад +54

    ২০২৪ এসে কারা দেখতেছেন...

  • @mahfujtraveler5571
    @mahfujtraveler5571 2 года назад +5

    এত সুন্দর একটি সিনেমা তাও ভিউ নেই ব্যাপারটা দুঃখ জনক।এমন সিনেমা হয়তো আর তৈরি হবে না, এক কথা অসাধারন।

    • @rozariosd
      @rozariosd 5 месяцев назад

      কিন্তু এখন তো পাকিস্তান প্রেমের অনেক ছড়াছড়ি আপনার দেশে