বন্ধু বিনে প্রাণ বাঁচে না - দিতি দাসের ধামাইল গান Dithi Das Dhamail Bondhu Bine Pran Bachena 2023
HTML-код
- Опубликовано: 7 ноя 2024
- Ami Robona Robona Grihe Bondhu Bine Pran Bachena আমি রবনা রবনা গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচেনা
Singer: Dithi Das (দিতি দাস)
Lyrics & Tune: Radharaman Datta (রাধারমন দত্ত)
Dancer: Mou , Jerin, Prithi , Anjona , Soniya (জেরিন , মৌ , প্রীতি , অঞ্জনা , সনিয়া)
DOP: Juwel Islam & Kayesh (জুয়েল ইসলাম , কায়েস আহম্মদ)
Edit & Color: Tuhin Islam (তুহিন ইসলাম)
Light: Team MB Gallery (টিম এমবি গ্যালারি)
Direction: Mostaque Bahar (মোস্তাক বাহার)
Production: MB Gallery Production House - এমবি গ্যালারি প্রোডাকশন হাউজ। MB Gallery Official Song
আমি রবনা রবনা ঘরে বন্ধু বিনে প্রাণ বাঁচে না লিরিক্স গানের কথাঃ
আমি রবনা রবনা ঘরে বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা ঘরে বন্ধু বিনে প্রাণ বাঁচে না
না না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না ll
বন্ধু আমার চিকন কালা নয়নে লাইগাছে ভালা
বিষম কালা ধুইলে ছাড়ে না ll
ঘরে আছে কূলবধূ হস্তে লইয়া স্বরমধু
কি মধু খাওয়াইলা জানি না ll
ভাইবে রাধারমন বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
জ্বলছে আগুন আর তো নিভে না ll
Ami Robona Robona Grihe Bondhu Bine Pran Bachena Lyrics:
Ami Robona Robona Grihe Bondhu Bine Pran Bachena
Na Na Na Go Bondhu Bine Pran Baachena ll
Bondhu Amar Chikon Kala Noyone Laigache Bhala
Bhishom Kala Dhuile Charena ll
Ghore Aache kulobodhu Hoste Loiya Shoro Modhu
Ki Modhu Khawailo Janina ll
Vaibe Radharaman Bole Premanole Ongo Jole
Jolche Agun Arto Nivena ll
#Dhamail #DithiDas
Any Query:
Cell: 01767 661288
Email: mbgallerylink@gmail.com
In Association With:
** Helios Holding Co. Ltd. Japan Bangladesh (হেলিওস হোল্ডিং কো. লি. জাপান বাংলাদেশ)
by Abdul Malek Japani, Managing Director (আব্দুল মালেক জাপানি, ব্যবস্থাপনা পরিচালক),
** Seba Diagnostic Center, Chunarughat, Habiganj (সেবা ডায়াগনস্টিক সেন্টার, চুনারুঘাট, হবিগঞ্জ)
** Grameen Unnayan Foundation, Narapati, Chunarughat, Habiganj and (গ্রামীণ উন্নয়ন ফা্উন্ডেশন, নরপতি, চুনারুঘাট, হবিগঞ্জ)
** Dhamali Chunarughat (RUclips Channel: Dhamali BD / dhamalibd (ধামালি চুনারুঘাট)।
*** ধামাইল বা ধামালি গান ও নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনার প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। "ধামা" শব্দটি থেকে “ধামালি” বা "ধামাইল" শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারনা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান - নাচের আয়োজন করা হয় বলে একে "ধামাইল গান / নাচ" বলে। এই গান / নাচ বাংলাদেশের বৃহত্তর সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা) অঞ্চলের লোকসংগীত বা লোকনৃত্য হিসেবেই পরিচিত। বৃহত্তর সিলেট ছাড়াও এর পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার কিছু অংশে এবং ভারতের আসামের, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, শিলচর এবং ত্রিপুরা এলাকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।
এই গান / নাচের কিছু বিশেষত্ব রয়েছে; যেমন:
এটি নৃত্য সম্বলিত গান; অর্থ্যাৎ, এতে গানের তালে তালে নাচও হয়।
এটি কাহিনীমুলক পরিবেশনা; অর্থ্যাৎ, এতে এক একটি বিষয় / কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয়।
মঙ্গলিক আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র শুভ কোনো কাজের পূর্বে পরিবেশন করা হয়।
পুরুষ বর্জিত আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র স্ত্রী-সমাজেই সীমাবদ্ধ।
গিতটা অনেক সুন্দর লাগছে❤
onek sundor hoiece apnar gan ti aro valo valo gan amader maje diben
Just wooow 🎉
ভালোবাসা অবিরাম ❤
অনেক সুন্দর গান
খুব সুন্দর হয়েছে 🤟♥️
গীতটা অনেক সুন্দর ❤
WoW
খুব সুন্দর ঘন ভালো লাগলো ধন্যবাদ
Nici❤❤❤❤❤❤🌹🌹😛😛👌👌
Nice songs ❤❤❤❤❤❤
" Nice beautiful melody song and dancing song. "
কি সুন্দর প্রচেষ্টা কিন্তু এই সমস্ত সঙ্গীত 2024 এর পর কী দেখা যাবে ,
নাইছ
👍👍👍👍👍
Kub sundr❤❤❤❤❤❤❤❤❤ 1:05
Kubsunder❤❤❤
DARUN U DITHI❤❤❤❤❤❤❤❤❤MY DEAR
Very nice
Nice
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Bonding pran base na beautiful😍❤ and❤ the👍💯 😍
wow onek sondr hyece
very very nice
😊 3:19
Amar favourite song ❤❤
ILove you
Beautiful song
so nice.we love your song ❤❤❤❤❤❤
😮😮😮😮
Naice🎉🎉🎉🎉😮
❤❤❤❤❤
Veery veery Nice❤❤❤
🥰খুব সুন্দর
L)) ) l) মো) pl008 until lily NJ j I'm lele oi
wow
Amr samne biya ei gan sunram😊
Hunn🎉🎉
apnar gan sone parran jore gese
It is not marriage song. I remember writer and composer lyric of the song Radha Romon datta with great respect.
lyrics delicate all my listener's💚🇧🇩🇧🇩🇧🇩🙏🏿
কালার ঔ পিরিতে সখি গো সখি ঘটল দশম দশা।
জাতি কূলে দাগ লাগাইলাম করে ভালোবাসা গো।। ধুয়া।
সখি ঘটল দশম দশা।
বিশ্বাসের ঘরে তারে আমি গো সখি করিয়া ভরশা। ধু।।
সার হল দু চোখের জল বহে যমুনা শিব সাহা গো।। ধুয়া।
পাড়ার লোকে ঠাট্টা করে গো সখি কলঙ্কিনী বে দিশা। ধু।।
পরল না মোর কাম ভাসনা পাঁচে সর্বনাশা গো।।ধুযা।
বুক ভরা শ্মশানের চিতা গো সখি বলে বাউল মুকিম শাহ্। ধু।।
শ্যাম উদ্দেশ্যে রাইয়ার অঙ্গের বসন
কার শনে খেলব পাশা গো।। ধুযা।
সখি ঘটল দশম দশা।
কালার ঔ পিরিতে সখি গো সখি ঘটল দশম দশা।
জাতি কূলে দাগ লাগাইলাম করে ভালোবাসা গো।। ধুয়া।
কথা ও কণ্ঠস্বর,,, আমাতে,
বাংলাদেশে বসত করি আব্দুল মুকিম তালুকদার হল নাম,
সিলেট জেলা ফেঞ্চুগঞ্জ থানা নিজ ঘিলাছড়া মাইজ ভাগ মোর পাড়া গ্রাম।
সম্ভ্রান্ত জমিদার আমজদ আলি ( তালুকদার বাড়ি)
শ্রেণীমত সকলের কাছে সালাম আদাব প্রণাম নমস্কার প্রেম ও ভক্তি শুভেচ্ছা সহ ভালবাসা ও অভিনন্দন রইল সর্বস্তরের সর্বজন এর কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী ।
🐈🙀😎↩️
❤❤
অনেক সুন্দর লাগছে ❤❤
Koi amader sylhet er git er bhai o bunera amader j aro besi besi sylheti gan er damali git lage sundor sundor kotar lge bastob er mil😊koi apanara awka gan gawka amra sabscraibe korar lagi asi amra ottonto kusi😊😊apnara j ager gan tuliya dorsoin😊😊dorla jokon aro besi kri dorowka😊amrar dadi okol to gatat gesoin gi te amra ager gan paitam koi
Kub sundar
Very very good song
❤😢🎉😅😮😊
মন ছুয়ে গেছে
Tumar vobissot ujjol kamonay, santybag moulavibazar ,
Nice 🙂🙂🙂🙂🙂🙂🙂
💚
💖💖💖💖
খুব ভালো লাগছে আপনার গান গুনতে পেলাম
❤❤
Right❤
😅A a@a❤@@AnonnaPaul-m8v
❤❤nice song🎉
🥰🥰❤️❤️
Ato ghatiya geyechish go
নাইস
খুব সুন্দর ❤❤❤
Nice ❤❤
Very nice song 🎉
অনেক সুন্দর ❤❤❤
Nice song ❤❤
খুব সুন্দর
❤❤🎤
❤❤
💖💖💖
very nice
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤
❤
❤❤❤
❤❤❤❤
❤❤❤❤
❤❤❤❤