কুরআনে কোথায় থামা যাবে আর কোথায় থামা যাবেনা আসুন জেনে নেই

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • ওয়াকফ অর্থ কোনো শব্দের শেষের অক্ষর কে সাকিন করে থামা আর দুই যবরযুক্ত শেষ অক্ষর হলে এক যবর করে এক আলিফ লম্বা করে থামা যা অনেক প্রকার।
    প্রসিদ্ধ কয়েকটি হচ্ছে এই-
    ১.ওয়াকফে লাযেম(م): তা ওই স্থানে হয় যেখানে থামা আবশ্যক। না থামলে অনেক সময় অর্থ বিনষ্ট হওয়ার আশংকা হয়।
    তার চিহ্ন হলো م এর উপর থেমে পর থেকে শুরু করবে এবং পূনরাবৃত্তি করবে না।
    ২.ওয়াকফে মুত্বলাক(ط): এখানে থামা উচিৎ। তার চিহ্ন ط এর উপরও থেমে পর থেকে শুরু করবে এবং পূনরাবৃত্তি করবে না।
    (৩) ওয়াকফে জায়িয(ج): এখানে থামা না থামা উভয়টি জায়িয। তার চিহ্ন ج এর উপর থেমে গেলে পর থেকে শুরু করবে।
    (৪) ওয়াকফে মুজাওয়ায( ز): এখানে থামা তো জায়িয কিন্তু না থামা উত্তম। তার চিহ্ন ز এই চিহ্ন যদি আয়াতের মধ্যখানে হয়।
    তবে এর উপর থামলে পূনরাবৃত্তি করা জরুরি। আর তা আয়াতের উপরে হলে এর উপর থামলে পূনরাবৃত্তি করবে না
    (৫) ওয়াকফে মুরাখখাস(ص): তার চিহ্ন হলো ص আর এটা ওয়াকফে মুজাওয়াযের মতো।
    প্রশ্ন: ز - ج - ط - م এবং ص ছাড়াও কোরআন মাজীদে আরো কয়েকটি চিহ্ন দেখা যায়। এগুলির মাঝে কি করতে হয়?
    উত্তর:
    (i) قِ - قف এ দুটির মাঝে থামা উচিৎ।
    (ii) وقفة - سكته এগুলোতে শ্বাস না ছেড়ে একটু থেমে সামনের দিকে পড়া উচিৎ।
    (iii) তিনটি তিনটি করে পাশাপাশি দুইটি চিহ্ন থাকে যেগুলিকে “মুআনাকা” বলা হয় এই দুটি থেকে কোনো একটির উপর থামা উচিৎ।
    প্রথমটিতে থামা যায়, দ্বিতীয়টিতেও থামা যায়, তবে একসাথে উভয়টিতে থামা যাবে না।
    (iv) لا, যেখানে لا লিখিত আছে সেখানে থামবে না, থেমে গেলে পূনরাবৃত্তি করতে হবে। আয়াতের মাঝে (لا)লাম থাকলে থামা যাবে না,আর যেসব ক্ষেত্রে লাম শেষে গোল চিহ্নের উপর থাকে তখন থামতে পারা যায়।
    (v) এসব চিহ্ন ছাড়া অন্যান্য চিহ্নগুলো যেখানে লাগানো হয়েছে صل - صلي ইত্যাদি। সেগুলোতে ইচ্ছা করলে থামতে পারবে, নাও থামতে পারবে।
    আর যেখানে উপরে নিচে দুটি চিহ্ন লিখিত থাকবে, সেখানে যেটি উপরে লিখিত সেটির উপর আমল করবে।
    প্রশ্ন: কোরআন মাজীদে সাকতা কতটি? এগুলোতে কি করতে হয়?
    উত্তর: কোরআন মাজীদে সাকতা চারটি:
    (i) সূরা কাহফের শুরুতে -قيما সাকতা عوجاً
    (ii) সূরা ইয়াসিনে - هذا সাকতা من مر قدنا
    (iii) সূরা ক্বিয়ামায় -راق সাকতা مَنْ
    (iv) সূরা মুতাফফিফীনে-ران সাকতা كلا بَلْ
    এই চার স্থানে শ্বাস ছাড়বে না; বরং একটু থেমে সামনের দিকে পড়তে থাকবে।
    প্রশ্ন: ওয়াকফ কোথায় করতে হয়?
    উত্তর: যে ব্যক্তি কোরআন শরীফের অর্থ জানে না সে যেন এমন সকল স্থানে ওয়াকফ করে যে সব স্থানে আলামত (চিহ্ন) লাগানো রয়েছে।
    এ চিহ্ন সমূহ থেকে যার যে হুকুম রয়েছে, সে অনুযায়ী আমল করবে। প্রয়োজন ছাড়া এবং অস্থানে (স্থান ছাড়া) ওয়াকফ করবে না।
    তবে আয়াতের মধ্যখানে শ্বাস শেষ হয়ে গেলে তা অপারগতা। অপারগতায় এমন হয়ে গেলে উচিৎ হলো,
    যে শব্দে থেমেছে ওই শব্দ থেকে বা তার আগ থেকে পূনরাবৃত্তি করে পরের শব্দের সাথে মিলিয়ে পড়া উচিৎ।
    এমন অপারগতার সময় খেয়াল রাখবে সে কোনো শব্দের মধ্যখানে যেন ওয়াকফ না হয়। বরং শব্দের শেষে যেন থামা হয়।
    প্রশ্ন: হারাকাতযুক্ত হরফের উপর কিভাবে ওয়াক্বফ করা উচিত?
    উত্তর: হারাকাতযুক্ত হরফে ওয়াকফ করার সময় তাকে সাকিন করতে হবে। কারণ হারাকাতের উপর ওয়াকফ করা ভুল।
    যেমন- اياك نَعْبُدُ এর মাঝে যদি ওয়াকফ করার প্রয়োজন হয় তবে د কে সাকিন করতে হবে। د এর পেশ উচ্চারণ করে ওয়াকফ করবে না।
    প্রশ্ন: শ্বাস না ছেড়ে শব্দের শেষে শুধু সাকিন করলেই কি ওয়াকফ হয়ে যায় এবং এরকম করা কি?
    উত্তর: শ্বাস না ছেড়ে শব্দের শেষে শুধু সাকিন করলেই ওয়াকফ হয় না।
    যেমন- اياك نستعينُ এর উপর ওয়াকফের সময় নুনকে সাকিন করে শ্বাস না ছেড়ে اهدنا الصراط المستقيم পড়া শুরু করে দিলে ওয়াকফ হয় না।
    এরকম করা ভুল। এথেকে বেচে থাকা উচিৎ।
    প্রশ্ন :আমার খাড়া যবর ওয়াকফ করার নিয়ম কি?
    উত্তর : আয়াতের শেষ শব্দটি খাড়া যবর দ্বারা শেষ হলে : ওয়াকফ করার ক্ষেত্রে কোন পরিবর্তন হবেনা , মিলিয়ে থামতে হবে।
    তবে আয়াতের শেষ শব্দটি খাড়া যের, উল্টা পেশ হলে ;সেই শব্দে থামতে হলে : খাড়া যের ,উল্টা পেশ সুকুন হরফে পরিণত হবে এবং এর পূর্বের হরফের সাথে মিলিয়ে উচ্চারণ হবে।
    لَّذِيْ جَمَعَ مَا لًا وَّعَدَّدَهٗ
    আল্লাযী জামা‘আ মা-লাওঁ‘ওয়া ‘আদ্দাদাহ।
    প্রশ্ন: যে শব্দের উপর ওয়াকফ করা হবে তার শেষে যদি যবরের তানভীন হয়। বা গোল তা (ة) হয়, তবে কিভাবে ওয়াকফ করতে হয়?
    উত্তর: যদি যবরের তানভীন হয় তবে ওয়াকফের অবস্থায় ওই তানভীনের জায়গায় আলিফে মাদ্দাহ পড়তে হয়।
    যেমন- افوجاً এর উপর ওয়াকফ করলে افوجاَ পড়তে হবে। আর فان كن نساءً এর উপর ওয়াকফ করলে نساءَا পড়তে হবে।
    যে শব্দের শেষে গোল তা হবে, ওয়াকফের সময় তাকে “হা” সাকিন পড়তে হবে। যেমন- اقيمو الصلوةَ কে ওয়াকফের সময় اقيمو الصلوةْ পড়তে হবে।
    প্রশ্ন: কোরআন মাজীদের কোনো কোনো শব্দের শেষে যে আলিফ লিখিত রয়েছে। এ সকল আলিফকে কি পড়তে হয়?
    উত্তর: কোরআনের শব্দ সমূহের শেষে লিখিত আলিফকে অধিকাংশ শব্দে পড়তে হয়।
    কিন্তু কয়েকটি শব্দ এমন আছে যে, এগুলোর আলিফ মিলিয়ে পড়াবস্থায় পড়তে হয় না। শুধু ওয়াকফের অবস্থায় পড়তে হয়।
    যেমন- الظنونا এবং انا এর মাঝে। আর কোনো কোনো শব্দ এমনও রয়েছে যে, এগুলোর আলিফ কোনো অবস্থায়ও পড়া হয় না।
    যেমন- لَاْ الي الجحيم- لَاْ الي الله - لَاْ اذبحنه অধিকাংশ কোরআন মাজীদে এ জাতীয় আলিফের উপর গোল চিহ্ন দেয়া হয়েছে।
    তিলাওয়াতের সময় সেদিকে খেয়াল রাখা জরুরী।
    Lesson y, Easy way Quran learning, easy way horof learning, Quran learning in Bangla, Bangla kayda, arbi kayda sekhar sohoj upay, arbi horof sekhar sohoj upay, Matro 1 ghontay Quran sikka, digital Quran sikka, sahih Quran sikka bangla, online quran, youtube quran, Quran for kids, Nurani kayda, arbi shikkha, quran learning for beginners, how to learn Quran in bangla, kayda, arbi kayda, makhraj,
    #LearnQuranBangla #LessonY

Комментарии • 83

  • @rabiulislamsumon2991
    @rabiulislamsumon2991 2 года назад +22

    আসসালামু আলাইকুম।
    খুব উপকৃত হলাম,আমার জন্য দোয়া করবেন আমি যেনো সঠিকভাবে কোরআন পড়তে পারি।এইরকম সুন্দর ভাবে ধারাবাহিকতার সাথে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️❤️❤️

  • @AAA_Islam
    @AAA_Islam Год назад +7

    মাশাআল্লাহ, আল্লাহ আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে কুরআন শিক্ষার তৌফিক দান করুন।

  • @yesno7322
    @yesno7322 Год назад +2

    আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিকট অসংখ্য শুকরিয়া, ভিডিওটা দেখে উপকৃত হলাম।

  • @MdAtikurislam-zc2se
    @MdAtikurislam-zc2se 5 месяцев назад +4

    আল্লাহ আমাদের সহি ভাবে কুরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন

  • @mdkabbo9539
    @mdkabbo9539 Год назад +4

    আজ থেকে আমি সঠিক ভাবে পরতে পারবো ইংশা আল্লাহ

    • @LessonYglobal
      @LessonYglobal  3 месяца назад

      ইনশাআল্লাহ্‌

  • @user-bi5nt3vy2m
    @user-bi5nt3vy2m 5 месяцев назад

    আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে উপস্থাপন

  • @isarulsksk7082
    @isarulsksk7082 2 года назад +2

    অনেক সুন্দর একটা কথা ভাই মাসআসললাহ

  • @user-nb4ol2mb4e
    @user-nb4ol2mb4e 4 месяца назад +1

    আপনি আরো এগিয়ে যান

  • @mdkabbo9539
    @mdkabbo9539 Год назад +1

    আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। আমিন

  • @mahfujaakhter9455
    @mahfujaakhter9455 Год назад +2

    Jajakumullahu khayer

  • @EenasMiniVlog
    @EenasMiniVlog Год назад +3

    কেউ মনে রাখতে চাইলে একটা chart বানিয়ে থামাতে হবে একদিকে আর থামাতে হবেনা অন্য দিকে লিখে practice করতে পারেন

  • @mdmasummdmasum9955
    @mdmasummdmasum9955 3 месяца назад

    ha allah apne ama k valo kore shekhar towfiq dan korun.

  • @SKABKTV
    @SKABKTV 2 месяца назад

    আসসালামুয়ালাইকুম সুন্দর পাঠদানের জন্য ধন্যবাদ

  • @user-vs3sv6fv3n
    @user-vs3sv6fv3n 3 месяца назад

    মাশাআল্লাহ

  • @emonahamed3423
    @emonahamed3423 Год назад +1

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @taibaaktartaiba374
    @taibaaktartaiba374 Год назад +1

    Mashaallah

  • @Sahossain1996
    @Sahossain1996 5 месяцев назад

    আপনাকে অনেক ধন্যবাদ

  • @onamikasenha4990
    @onamikasenha4990 Год назад

    অনেক ধন্যবাদ অনেক উপকার হলো

  • @mdbilalhossain7739
    @mdbilalhossain7739 6 месяцев назад

    মাশআল্লাহ

  • @mostshathiakter296
    @mostshathiakter296 Год назад

    khubi upokrito holam

  • @user-tb6ul3tx7o
    @user-tb6ul3tx7o 5 месяцев назад

    Alhamdulillah

  • @mdsabirul200
    @mdsabirul200 9 месяцев назад

    Alhamdolilah......

  • @mdkabbo9539
    @mdkabbo9539 Год назад

    আলহামদুলিল্লাহ

  • @user-oo5bo9ow2s
    @user-oo5bo9ow2s 7 месяцев назад +1

    আমি লম্বা শাস নিয়া আয়াত পরতে পারি না দম শেষ হয়ে যায় হুজুর আমি কি চিন্হের এমধ্যে একটু দম ছারতে পারবো নাকি পারবো না নাকি যেখানে চিহ্ন একদমে সেখানেই থামতে হবে

  • @ibrahimkhalil2961
    @ibrahimkhalil2961 8 месяцев назад

    Thanks❤

  • @rahimmohammad1401
    @rahimmohammad1401 5 месяцев назад

  • @user-dq2sb8ov6y
    @user-dq2sb8ov6y 9 месяцев назад

    ধন্যবাদ

  • @HossainAhaned-bk3jd
    @HossainAhaned-bk3jd Год назад

    Thank you

  • @user-bf5mm1io2c
    @user-bf5mm1io2c 7 месяцев назад

    ❤❤❤

  • @egdo-dj1yy
    @egdo-dj1yy Год назад +1

    Ami o aj theke valo kore porte par bo

  • @SamiaBegom-lu1dk
    @SamiaBegom-lu1dk 5 месяцев назад

    Kobe opokar hoesa dono bat. ❤❤
    কিন্তুু আমার একটা প্রশনো যে কুরআন শরীফ এর আয়াতে যদি না থামি তাহলে কি কুরআন শরীফ পড়া যাবে কি,,,,?,🤔 অমাকে একটু দয়া করে যানাবেন 😒🙏....laka bojta akto somosa hoeba /karon kibort a somosa

    • @LessonYglobal
      @LessonYglobal  3 месяца назад

      কিছু জায়গায় না থেমে পড়লে সমস্যা নেই

  • @AsanMolla-hj2xt
    @AsanMolla-hj2xt 7 месяцев назад

    Assalamuwlaikum
    Vai jan ata dada ypkarpalam

    • @LessonYglobal
      @LessonYglobal  3 месяца назад

      ওয়ালাকুম আসসালাম

  • @Nusrat_484
    @Nusrat_484 Год назад

    আসসালামু আলাইকুম কোরআন শরীফ চিহ্নটা হারিয়ে গিয়েছে আমি সব সময় যেভাবে পড়ে থাকি এখন আমি কোন সূরার কোন রুকুতে আছি এটা জানতে না পারার কারণে আমি নিয়মিত পড়তে পারছি না এখন আমি কি করবো

  • @TimNLynch
    @TimNLynch Год назад +21

    মনে থাকে না গুলিয়ে ফেলি😔

    • @the_meaning_of_islam
      @the_meaning_of_islam Год назад +2

      Amio😢

    • @abdullah92238
      @abdullah92238 8 месяцев назад +2

      আল্লাহ মনে রাখার তৌফিক দান করুক।আমিন।

    • @tawhid5570
      @tawhid5570 6 месяцев назад

      আমার একি অবস্তা

    • @mdreyad3074
      @mdreyad3074 6 месяцев назад +1

      ভুলে যাওয়াটা স্বাভাবিক তবে, যদি প্রতিদিন কুরআন পড়েন একেবারেই হিফজ হয়ে যাবে আর ভুলবেন না। গ্যারান্টি।

    • @SMCREATOR360
      @SMCREATOR360 5 месяцев назад

      Likhe ekta kagoj samne rekhe quran porben❤❤

  • @hasanmahamud5861
    @hasanmahamud5861 Год назад +1

    থামা মানে কি শ্বাস ছাড়তে ও নিতে হবে?

  • @jahadulmiya5791
    @jahadulmiya5791 5 месяцев назад

    Quran Sur kore porte parina dairik pori kisu hobo ki

  • @SabitMolla-mp9sn
    @SabitMolla-mp9sn 4 месяца назад

    আচ্ছা এই হরফ গুলো আয়াত এর শেষ এ থাকলে কি করনীয়

    • @LessonYglobal
      @LessonYglobal  3 месяца назад

      নিয়ম মেনে পড়তে হবে

  • @fariyajannat4356
    @fariyajannat4356 Год назад

    Ami sudho " lam alif"" a pore jai..ar Baki sob cinhote wakfo kore pori.ate ki Amar vul Hobe?? Plz reply me

  • @ffhazdyikl8599
    @ffhazdyikl8599 2 года назад

    সমস্যা হচ্ছে শুধু মিম আর লাম ছাড়া সব গুলোর নিয়ম মনে থাকে না কি করবো?

    • @LessonYglobal
      @LessonYglobal  2 года назад +2

      Koyekbar video ta dekhe then quran ber kore practice koren

    • @bandarbanbarmijmarket5349
      @bandarbanbarmijmarket5349 Год назад

      ​@@LessonYglobal আসসালামু আলাইকুম এটার কোনো বই আছে

  • @MDHalim-mk1mv
    @MDHalim-mk1mv 2 месяца назад

    ওয়াক্ফ করে পড়তে হবে নাকি

  • @NahidHasan-fp5nv
    @NahidHasan-fp5nv 11 месяцев назад +1

  • @NahidHasan-fp5nv
    @NahidHasan-fp5nv 11 месяцев назад

    মযভ

  • @saikulislam4720
    @saikulislam4720 Год назад

    আপনাকে অনেক ধন্যবাদ