কে এই টিপু সুলতান | Who is Tipu Sultan | Biography | Information |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • কে এই টিপু সুলতান | Who is Tipu Sultan | Biography | Information |
    টিপু সুলতান ১৯৭১ সালের ২৩ মে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়লিয়া ইউনিয়নের সরিষাডুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম তাহাজ উদ্দিন বিশ্বাস এবং মায়ের নাম রমেছা খাতুন। আমরা চার ভাই চার বোন। ভাইয়েদের দিক থেকে তৃতীয় আমি। তিনি নিজ গ্রাম সরিষাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, পাশের গ্রামের শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, চুয়াডাঙ্গা পৌর কলেজ থেকে এইচএসসি এবং মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজ থেকে বি.এ পাস করেন। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি আগ্রহী ছিলেন। স্বপ্ন ছিল লেখক হবেন।
    তিনি ১৯৯৪ সালের ১৭ ফেব্রুয়ারি চাকরির উদ্দেশ্যে ঢাকায় পাড়ি জমান। ঢাকায় যাওয়ার চার দিন পর ২২ ফেব্রুয়ারি নিউ ইস্কাটন রোডে একটি কোম্পানিতে চাকরি শুরু করেন। ১১ মাস ১০ দিন চাকরি করার পর সেতু অ্যাসোসিয়েটস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠা করেন। সেখানে সিসিটিভি ও টেলিকমিউনিকেশন ব্যবসা শুরু করেন। ব্যবসায়ীক জীবনে ব্যস্ততার মাঝেও ২০১৭ সালে তার প্রথম বই ‘রেলপথে বাংলাদেশ’ প্রকাশিত হয়।
    টিপু সুলতান দুটি বই লিখেছেন ও আটটি মানচিত্র তৈরি করেছেন। সেগুলো হলো- ভ্রমণ গাইড ‘রেলপথে বাংলাদেশ’, প্রতিটি ইউনিয়নের পৃথক ভৌগোলিক এলাকা ও গ্রামের সঠিক অবস্থান তুলে ধরে ‘কুষ্টিয়া জেলার মানচিত্র’, ‘মেহেরপুর জেলার মানচিত্র’, প্রতিটি উপজেলার পৃথক ভৌগোলিক এলাকা ও ইউনিয়নের সঠিক অবস্থান তুলে ধরে ‘বাংলাদেশ প্রশাসনিক মানচিত্র’, ৪০৫টি নদীর গতিপথসহ বাংলাদেশের নদ-নদীর মানচিত্র, ৪৬৬টি স্টেশনের নামসহ ‘রেলপথে বাংলাদেশ মানচিত্র’, গুরুত্বপূর্ণ স্থান ও ভবনের নামসহ ‘ঢাকা সিটির মানচিত্র’, ভারতের প্রতিটি প্রদেশের পৃথক ভৌগোলিক এলাকা, বিভিন্ন রাজ্যের রাজধানী, গুরুত্বপূর্ণ শহর, হাসপাতালের নাম, ঠিকানা, ই-মেইল ও টেলিফোন নম্বরসহ ‘ভারতের চিকিৎসা ব্যবস্থার মানচিত্র’, পৃথিবীর প্রতিটি দেশের পৃথক ভৌগোলিক এলাকা, রাজধানী ও প্রধান প্রধান শহরের নামসহ ‘পৃথিবীর মানচিত্র’ এবং ‘বোনাস’ (এনালাইসিস অফ ওয়ার্ড)।
    #tipusultan #bookfair #opentschool #biography #kushtia

Комментарии • 56

  • @AlamgirHussein-np4tm
    @AlamgirHussein-np4tm 7 месяцев назад +7

    টিপু সুলতান সাহেব কে আন্তরিক ধন্যবাদ। উনার মাধ্যমে একটি হলেও তো আমরা শিখতে পরছি। সুতরাং উনাকে ছোট করে দেখা উচিত নয়। আপনার প্রতি আমার শুভকামনা।

  • @im-the-remittance-fighter.4478
    @im-the-remittance-fighter.4478 7 месяцев назад +4

    টিপু সুলতান বাংলাদেশের রাষ্ট্রিয় সম্পদ///

  • @yousufali9757
    @yousufali9757 7 месяцев назад +6

    তার দীর্ঘায়ু কামনা করছি❤❤❤

  • @shuvoalmamun5022
    @shuvoalmamun5022 7 месяцев назад +4

    শ্যামপুর হাইস্কুল, এবং আমলা সরকারি কলেজ, এই দুজায়গা আমিও পড়েছি, উনি আমার পাশের গ্রামের বাসিন্দা। 🙂

  • @funbazar3419
    @funbazar3419 7 месяцев назад +7

    উনি অনেক ভালো এবং সৎ মানুষ আল্লাহ তাকে ভালো রাখুক 💜

  • @zrrahatkhan4366
    @zrrahatkhan4366 7 месяцев назад +14

    প্রথমে ভালো ছিলো ভাইরাল বেশি হওয়াতে অহংকারি হয়ে যায়।

    • @earid
      @earid 7 месяцев назад +2

      উনি একা মানুষ, এতো মানুষের চাপ নিতে পারতেসেন না 😢

    • @abrardaiyan4268
      @abrardaiyan4268 7 месяцев назад

      ​@@earid তিনি নিজে যদি চাপ নিতে না পারেন তাহলে অন্যকে হেনস্তা করেন কেন?

  • @ismailmurshid-mg7yv
    @ismailmurshid-mg7yv 7 месяцев назад +8

    তিনি একজন ভালো মানুষ।

  • @sheakhforid5462
    @sheakhforid5462 7 месяцев назад +51

    নিজেকে খুব জ্ঞানী ভাবে উনি, আর মানুষকে অপমান করে, এইটা খুব খারাপ বিষয়।

    • @fellmost6713
      @fellmost6713 7 месяцев назад +6

      এটায় তার অজ্ঞতার পরিচয়।

    • @sunjoytony4174
      @sunjoytony4174 7 месяцев назад +1

      Well said

    • @asad_chowdhury_18
      @asad_chowdhury_18 7 месяцев назад +4

      উনি তো বলে নাই যে উনি জ্ঞানী

    • @tourccs
      @tourccs 7 месяцев назад +2

      This is one kind of marketing strategy

    • @NajirUddin-y3p
      @NajirUddin-y3p 7 месяцев назад +1

      ভাই মানুষিক চাপ আছে মানুষটার উপর তাই মিরব্বি হিসেবে কমা করা ভালো

  • @mdsojibrana-dn3qc
    @mdsojibrana-dn3qc 7 месяцев назад +5

    1971 sal hoi kivabe jonmo

  • @user-lv8wk9hn6r
    @user-lv8wk9hn6r 7 месяцев назад +3

    এতো,,,, ইনফরমেশন কই পাইলেন,,???

  • @hasibulmondol629
    @hasibulmondol629 7 месяцев назад +2

    কূপমণ্ডূক।

  • @MahfujNayem
    @MahfujNayem 7 месяцев назад +3

    উনার বইয়ের ফরম্যাটগুলি অসাধারণ এবং ভোকাবুলারি গুলো শিখতে অনেক সহজ হয় আসলেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে সর্বোচ্চ মনে করি অথচ এগুলো শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা। কিন্তু বাস্তবে যোগ্য হওয়ার জন্য আমাদের এই শিক্ষাগুলো খুব কম কাজে লাগাতে পারি। কারণ আমাদের শিক্ষা দেওয়া হয় পরীক্ষায় ভালো মার্ক মানেই উচ্চ শিক্ষা। এতে যোগ্যতার খুব অভাব হয়। টিপু সুলতান স্যার যেসব বাংলা শব্দ জিজ্ঞেস করেন, যেমন- আসামী, প্রশংসা, শরীর ইত্যাদি এমন সহজ শব্দের বানান আসলেই এগুলো সাধারণ জ্ঞান হিসেবে হলেও শিক্ষার্থী ভাইদের জানা থাকবে এটা আশা রাখা কি জনগণের ভুল?
    অন্তত এগুলোও কি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী ভাইদের জানা থাকার কথা নয়?
    স্কুল, কলেজে এগুলো কি কোটি কোটি বার পড়া হয় নি?
    প্রাথমিক বিদ্যালয়ে পড়া হয় নি?
    এগুলোও সঠিক ভাবে না পারলে কি পড়লাম এতোদিন আর কিসের A+ পেলাম শিক্ষার্থীরা।
    উনার ধরা প্রশ্নগুলো আমরা কতটুকু শিক্ষাকে মূল্যায়ন করছি এবং নিজেরা যে শুধু শ্রেণি পাস করছি আর নামের আগে ডিগ্রি উল্লেখ করছি আর জাতির কাছে বাহ বাহ পাওয়ার জন্য ভাব জমাচ্ছি। আমরা যে বাঙালী হয়েও শিক্ষা প্রতিষ্ঠান পাস করেও নিজের ভাষায় মূর্খ তার প্রমাণ বের হয়ে যায় উনার সাধারণ প্রশ্নগুলো শুনেই এবং এতে নিজেরা কতটা অক্ষম প্রমাণ হয়ে যায়। এজন্য এই বয়স্ক লেখকের পেছনে লেগে যাই যা বাঙালী হয়েও খুব নিন্দিত কাজ। তবে যদি টিপু সুলতান স্যারকে অনুরোধ মূলক বাক্যে সম্মান করে কোনো পরামর্শ দিলে বা উনার আচরণে ভুল ধরিয়ে দিলে আশা রাখছি উনি কেন, পৃথিবীর যে কোনো সুস্থ মানুষ কথা রাখবেন বা সম্মানের সাথে গ্রহণ করবেন।
    আমাদের শিক্ষার্থী ভাইদের অক্ষমতা মেনে নিয়ে উনাকে অপমান করার চেষ্টা না করে উনাকে সম্মান করা উচিৎ এবং কোনো ভালো পরামর্শ দেওয়া প্রয়োজন মনে করলে সম্মানের সহিত সতর্ক করা উচিৎ। তা না হলে আমাদের পারিবারিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যর্থ। তাই নয় কি?
    আমরা একজন বয়স্ক মানুষের উপকারী বইয়ে দৃষ্টি না দিয়ে উনাকেই কিভাবে প্রশ্ন করে, হেনস্তা করে লাঞ্চিত করা যায়, এটা কি আমাদের পরিবার কিংবা আমাদের প্রাণ প্রিয় শিক্ষক এবং গুরুজনের দেওয়া উপদেশ?
    অথচ মা-বাবা এবং শিক্ষকবৃন্দ তাদের শরীরের পুরো শক্তি আমাদেরকে ভালো মানুষ বানানোর কারিগর হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করেছেন। তাদের সম্মানার্থে হলেও একজন মুরব্বি, বয়স্ক গুণী মানুষের পেছনে পড়া মূর্খ লোক এবং এইসকল অভদ্র সাংবাদিকদের হেনস্তা থেকে সুরক্ষিত করার চেষ্টা করি। এতে জাতি আমাদের শিক্ষাকে সুশিক্ষা হিসেবে মেনে নিবে এবং দেশের মানুষের সম্মান বাড়বে ইনশাআল্লাহ।

  • @SN-Media433
    @SN-Media433 7 месяцев назад +7

    যেখানে বোর্ড বইতে ভুলে ভরা সেখানে এই মানুষটিকে ধন্যবাদ এতো সুন্দর একটি বই বানানোর জন্য

  • @4aint
    @4aint 7 месяцев назад +2

    আপনার কন্টেন্ট গুলো অনেক অনেক সুন্দর এবং unique হয়, তবে সাউন্ড এর বেজ একটু কানে বেশি বাজে

  • @promathadhali4641
    @promathadhali4641 7 месяцев назад +2

    নিজের লেখা বই কথাটি ভুল তিনি ডিকশনারি থেকে সংগ্রহ করেন।

  • @SelimGazi-w5s
    @SelimGazi-w5s 7 месяцев назад +3

    Uni sotik bangla desh se pora lekhar ki obosta seta uni doriyr discen tnx

  • @raselurrahman9520
    @raselurrahman9520 7 месяцев назад +2

    মাল ধরা খেয়ে গেছে।

  • @Atik_Hasan2
    @Atik_Hasan2 7 месяцев назад +3

    নিজেই তো ইংরেজি পারে না, ডিকশনারি দেখে বই লিখলেই কি ঙ্গানী হওয়া যায়😂

  • @shafayetadit3412
    @shafayetadit3412 6 месяцев назад +1

    1971 🤨🤨

  • @DrShohann
    @DrShohann 7 месяцев назад +1

    বাংলাদেশেই এইসব পসিবল সবাই লেখক

  • @kmrafiquectg5290
    @kmrafiquectg5290 7 месяцев назад +6

    কাকুর চেহারা ছুরত দেখলে মনে হয় না তিনি বাঙ্গালী ও জন্ম ৭১ সালে ! দেখতে তো বয়স লাগে ৭০/৭৫ 😇😇

    • @ANcBUETIAN
      @ANcBUETIAN 3 месяца назад

      আপনি আগে আপনার চেহারা দেখেন তারপর বলিয়েন আমি কি বাঙালি নাকি এলিয়েন

  • @riyaislam6621
    @riyaislam6621 6 месяцев назад

    উনি খুব ভালো মনের মানুষ।

  • @KhanMezbahali620-ho7by
    @KhanMezbahali620-ho7by 7 месяцев назад +2

    1994 সালে সি সি টিভি?

  • @AshrafulIslam-ot7vj
    @AshrafulIslam-ot7vj 7 месяцев назад +2

    ১৯৭১ সালে জন্ম! আমি তো ভাবছিলাম ১৯৫০

    • @princeenxo1037
      @princeenxo1037 7 месяцев назад +1

      Same

    • @nasirmaster7921
      @nasirmaster7921 7 месяцев назад

      বাংলাদেশের মুক্তিযুদ্ধাদেরও বয়স উনার চেয়ে কম লাগে

  • @krishnamandal8403
    @krishnamandal8403 7 месяцев назад +3

    এই তো ইংরেজদের সস্তা চীনা কপি

    • @ANcBUETIAN
      @ANcBUETIAN 3 месяца назад

      আপনি হলেন আল্লাহ র বেয়াদব কপি

  • @officialhasib1832
    @officialhasib1832 7 месяцев назад +3

    আমি প্রথম ভিউ

  • @SamiulMintu
    @SamiulMintu 7 месяцев назад +1

    আমাদের শরিষডুলি তে বাড়ি

  • @SAEEMAmazing4M
    @SAEEMAmazing4M 7 месяцев назад

    Amar pasher grame bari

  • @AsikRana-c1c
    @AsikRana-c1c 7 месяцев назад +1

    নিজেকে যে বড় বলে,, বর সে নয়,,টিপু আামার এই প্রবাদের ভূল ধর

  • @matiarrahmanmatiar3985
    @matiarrahmanmatiar3985 7 месяцев назад

    Good

  • @MDArif-od7bs
    @MDArif-od7bs 7 месяцев назад +1

    সে ভুল দরিয়ে দেয় অপমানের কি আছে

    • @mdanowarhossen5451
      @mdanowarhossen5451 7 месяцев назад +1

      ভুল ধরিয়ে দেয় ঠিক আছে কিন্তু মানুষ কে ছোট করে কথা বলে। এখন কি বলবেন?

  • @bmia5790
    @bmia5790 7 месяцев назад +4

    এটা হলো মহা পাগল

  • @shahenshahkhurram711
    @shahenshahkhurram711 7 месяцев назад +2

    Uni Englishe batpari koren

  • @safayetshourov1374
    @safayetshourov1374 7 месяцев назад +3

    অসাধারণ ভাই

  • @AkkolAli-vv6qk
    @AkkolAli-vv6qk 7 месяцев назад

    আমি গজল গাই,,,,এই অধমকে একটু ভালোবাসা ও সাপোর্ট দিয়ে পাশে থাকবেন 🙏🙏

  • @fullhouse5052
    @fullhouse5052 7 месяцев назад +5

    হকার হকারই থাকে

    • @Shantovai33
      @Shantovai33 7 месяцев назад

      আপনার মন্তব্য এমন কেন???😢