@@PialyKunduOfficial তোমার মাথায় সাফল্যেের পুষ্প বৃষ্টি হবে একদিন । তোমরা আমাদের কতো হাসাও ( কিছু কাঁদালেও সেটা স্বাস্থ্যের জন্য ভালো) , আমাদেরও তো তোমাদেরকে হাসানোর চেষ্টা করা উচিত । শুধু কথায় নয় । নানাভাবে ও কৌশলে । আমি শিল্পীদের শুধু শুনিনা, study -ও করি। নিজের জন্য নয়। একেবারে অপরিচিত কিছু শিল্পীও আমার শ্রুতি ও study র আওতায়। মূলত ওদের ভালোর জন্য। এরা তো অনেকেই আমাদের সন্তান তুল্য। গান করতে না পারলেও হাজারো গান শুনে ওদের সামান্য হলেও মন্তব্য দ্বারা সহায়তা করতে পারি। ভগবানের কাছে তো ঋণী আমরা মানুষ হিসেবে পাঠানোর জন্য। কেঁচোও তো ভগবান করতে পারতো। আমি " ফাটাফাটি " মার্কা শ্রোতা বা রিয়েলিটির মতো স্তাবক নই। বেশি কথা বলে মূল্যবান সময় নষ্ট করলাম কি মা ?
মানবেন্দ্র মুখোপাধ্যায় এর সেরা গান টি শুনতে খুব ভাল লাগছে পিয়ালী দেবী ভগবান আপনার কন্ঠে সুর দিয়েছেন সুরের সাধনা করে আপমি অনেক উন্নতি করে হেন আপনার কন্ঠে গান শুনে মুগ্ধ আমি আপনাকে আমার শ্রদ্ধা নিবেদন করছি
পিয়ালী আমি মানব বাবুর গান সামনে বসে শোনার সৌভাগ্য হয়েছে। আজ আমি ৭৭ তোরে দাড়িয়ে । গান ভালোবাসি। গায়ক নই আমি। তোমার গান ভালো লেগেছে। রেকর্ডিং এত ইকো হচ্ছে , সাবধানে রেকর্ডিং কোরো। এগিয়ে চলো।
🥀 এটা আমার জীবনের সোনা গান গুলোর মধ্যে বোধহয় সবচেয়ে সেরা। এটা তুলনাহীন। এই গানটা একজনের খুব প্রিয় ছিলো। কিন্তু সেই যে ছেড়ে গেছে না ফেরার দেশে, তা আমার এখনো জানা নেই। তাই এই গানটা শুনতে শুনতে আমার চোখ দুটো ভিজে যায়। এটা একটি অতিমানবিক গান। গানটি এখানে আপনি দারুন ও অসাধারণ দরদ দিয়ে গেয়েছেন, শুনে আমি অত্যন্ত মুগ্ধ হলাম।🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
আজাকের পর থেকে তোমাকে তোমার মন মুগ্ধকর কন্ঠ সহ আমার ছোট্র হৃদয়ে যায়গা করে দিলাম *******বেচে থাকো আমাদের নয়নের মনি হয়ে ***ছোট্র মনিকে বলছি ভুলে যেওনা --নষ্ঠ করনা এত সুন্দর মায়াবী কন্ঠ***তোমার শিক্ষক এবং তোমার প্রতি আমার আর্শিবাদ রইলো
যথেষ্ট কঠিন গান। কিন্তু তোমার অসাধারণ গায়কী আর কন্ঠস্বর সব কিছু ছাপিয়ে আমাদের মুগ্ধ করেছে। আরো অনেক বড় হও। আরো বড় প্ল্যাটফর্ম পাও। অনেক নাম হোক। অবশ্য শুধু নামের জন্যে নয়, গান গেয়ে যতদিন নিজে আনন্দ পাবে, ততদিন যারা তোমার গান শুনবে তারাও মুগ্ধ হবে। সেখানেই তোমার সার্থকতা। আশীর্বাদ রইলো।
বোন, তোমার গান খুবই ভালো লাগে। খুব দরদ মাখা। একেবারে হৃদয় ছুঁয়ে যায়। আমি তোমাকে একটা পরামর্শ করব সেটা হল, একটু তাল ধরে গাইলে রেকর্ড করা শিল্পীরাও হার মানবে তোমার কন্ঠের কাছে।
প্রফেসর মো. আবু নছর ভূঁঞা পিয়ালী তোমার গানের সঙ্গে প্রাণের সংযুক্তি গীতিময়তাকে প্রীতিময়তায় পরিণত করে। সঙ্গীত ভুবনে তোমার নাক্ষত্রিক আগমনে আমরা পুলকিতো হচিছ।
You have captured the true essence of the words of this eternal love song. Noticed that you have more views than the original by the great Manabendra Mukherji. Congratulations!
আবারো শুনলাম। আবারো মুগ্ধ হলাম। আপনার এ গানটি শুনলে যেমন মনটা ভরে যায়, তেমনি খুব শান্তি পাই এর ভিউ সংখ্যা দেখে। সেই সাথে কষ্টটাও বেড়ে যায় অনেক। প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই চ্যানেলের সেই সোনালী দিনগুলি যেন আবার ফিরে আসে, অচিরেই..
খুব খুব সুন্দর করে , দরদ দিয়ে আবেগ ভরে গেয়েছ,,,, সঞ্চারিতে এসে আরো মন টানলো,,,আসাধারণ গানটি তে। কি ছিল সেই সময়,,,আজ আমাদের এত কষ্ট কেন,,,ওই গান গুলো গাইতে গেলে?
আমি লোকগীতি শিল্পী swapna chakraborty র একসময়ের তবলা বাদক। তুমি নীপূন ও নিখুঁত ভাবে গান টি পরিবেশন করেছো, খুব ভালো লাগলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার সঙ্গীত জীবনের সাফল্য। 🙏🙏
If our mind are called the rivers your songs are mild waves on it and we have no other option but to listen your songs with soulfully .God bless you my son .
আমি এত যে তোমায় ভালো বেসেছি তবু মনে হয় সে যেন গো কিছু নয় কেন আরো ভালো বেসে যেতে পারে না হৃদয়? …………………………………………………… তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে উঠে ঐ তোমার অধরে ওগো যে হাসির মধু মায়া ফুটে ঐ তারাই অভিমান বুঝে না আমার, বলে, তুমি তো আমায় ভালোবেসেছো। শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়? তুমি তো জানো না ওগো তোমার প্রাণের ঐ সুরের কাছে আমার গানের বানী আহত পাখির মত লুটাইয়া আছে তবুও এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পড়ালে যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে তারাই এ দীনতা টুকু দেখে না আমার বলে তুমি তো আমায় ভালোবেসেছো শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়? ….…………... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
The song is really impressive to touch a bereaved heart. Extraordinary voice! Go ahead with originality. Blessing for the better perfection in coming days.
Echo effect তো থাকতেই হবে। তা না হলে আরো dull sound লাগবে। মনে রেখো এই গানকেই public বেশি পছন্দ করেছে। কারন শ্রুতি মধুর হয়েছে বলেই। সেটা গান উপস্হাপনার উদ্দেশ্য।
কিছু দিন পরেই পরেই আপনার গাওয়া এই গান টি শুনি , মন ভরে না , আরো আরো শুনতে ইচ্ছা করে , অপূর্ব নিবেদন , জীবনে কোন দিন শূজুক হলে আপনার কাছে লাইভ শুনবো এই গান টি
মানবেন্দ্র মুখোপাধ্যায় কণ্ঠে গাওয়া এই গান শ্রুতিমধুর কিন্তু গাওয়া মনে হয় বেশ কঠিন। সুর অক্ষুন্ন রেখে অপূর্ব সুন্দর করে গেয়েছ। এগিয়ে চলো মা। শুভেচ্ছা রইল
Anek baro jaigay ar bodhoy jaoa hobe naa.. ami je gaan gai sei gaan akhon kar projanmo sone naa.. tai ai ghore bosei gaite hobe.. ak kale anek chestar poreo sike chhereni.. tai akhon ai soi ☺️
@@PialyKunduOfficial বর্তমানে RUclipsও মনে হয় বড় platform. নিজের ১০০% চেষ্টা থাকলে সাফল্য আসতে বাধ্য বলে জানি ৷ আপনিও খুব ভালো গান করেন তাই সাফল্য আসতে বাধ্য ৷
I have never heard/realised such a perfect tunning and emotion during singing such famous classical song after our beloved /respected and great singer Sri Manabendra mukhopadhyaji. May God bless you.
Please share and subscribe my channel if you like my song 😀👍🎼🎧
Khub bhalo geyechis re maa. Bhishon bhalo laglo
@@mahaswetaganguli6146 anek dhanyobaad 🙏☺️
@@anitadatta1303 porlam.. bes hoyeche.. apnara sobai aro hasun.. ei amader chaoa ☺️
@@PialyKunduOfficial তোমার মাথায় সাফল্যেের পুষ্প বৃষ্টি হবে একদিন । তোমরা আমাদের কতো হাসাও ( কিছু কাঁদালেও সেটা স্বাস্থ্যের জন্য ভালো) , আমাদেরও তো তোমাদেরকে হাসানোর চেষ্টা করা উচিত । শুধু কথায় নয় । নানাভাবে ও কৌশলে । আমি শিল্পীদের শুধু শুনিনা, study -ও করি। নিজের জন্য নয়। একেবারে অপরিচিত কিছু শিল্পীও আমার শ্রুতি ও study র আওতায়। মূলত ওদের ভালোর জন্য। এরা তো অনেকেই আমাদের সন্তান তুল্য। গান করতে না পারলেও হাজারো গান শুনে ওদের সামান্য হলেও মন্তব্য দ্বারা সহায়তা করতে পারি। ভগবানের কাছে তো ঋণী আমরা মানুষ হিসেবে পাঠানোর জন্য। কেঁচোও তো ভগবান করতে পারতো। আমি " ফাটাফাটি " মার্কা শ্রোতা বা রিয়েলিটির মতো স্তাবক নই। বেশি কথা বলে মূল্যবান সময় নষ্ট করলাম কি মা ?
@@PialyKunduOfficial "দিন তো গেলো সন্ধ্যা হলো, পার করো আমারে " প্রজন্মের লোকেরাই এ গানের শ্রোতাদের অন্তত অর্ধেক হবে।
মানব সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কার সংগীত। জন্মান্তর ব'লে যদি কিছু থেকে থাকে, আমি যেন এই গানশোনার জন্য বার বার বাঙালী হয়ে জন্ম নেই।
Akdom sotti katha.. songeet hochhe Iswar er daan.. amra bhagyabaan je er ros ashwadon korte pari ☺️🙏
Oh thanks your speech
I also, agree with you
এত সুন্দর বললেন খুব ভালো লাগলো সত্যিই তাই।
Speech less salute you
বিখ্যাত শিল্পীর জনপ্রিয় গানটি অপূর্ব দক্ষতায় কণ্ঠে তুলেছ ! অলংকারগুলো পর্যন্ত ভুল হয়নি ! আশির্বাদ রইলো তোমার প্রতি ৷৷
Anek anek dhanyobaad. Gaan guli sune songe thakben 🙏☺️
@@PialyKunduOfficial সুরের মৃদু স্বরে ভালো হলো মম প্রাণ !
দারুন গেয়েছেন। শুভেচ্ছা রইল...
khub sundor
মানবেন্দ্র মুখোপাধ্যায় এর সেরা গান টি শুনতে খুব ভাল লাগছে পিয়ালী দেবী ভগবান আপনার কন্ঠে সুর দিয়েছেন সুরের সাধনা করে আপমি অনেক উন্নতি করে হেন আপনার কন্ঠে গান শুনে মুগ্ধ আমি আপনাকে আমার শ্রদ্ধা নিবেদন করছি
Thank you
নিখুঁত গায়কি।ভাষা হারিয়ে ফেলছি কি লিখবো শুধু বলবো অসম্ভব আর অসম্ভব সুন্দর গায়কি। তৃতীয় কমেন্টস।ভালো থাকুন সর্বদা।
Thank you
পিয়ালী আমি মানব বাবুর গান সামনে বসে শোনার সৌভাগ্য হয়েছে।
আজ আমি ৭৭ তোরে দাড়িয়ে ।
গান ভালোবাসি। গায়ক নই আমি।
তোমার গান ভালো লেগেছে।
রেকর্ডিং এত ইকো হচ্ছে , সাবধানে
রেকর্ডিং কোরো।
এগিয়ে চলো।
গলা কাপছে প্রচুর,,
পিয়ালী যেন বর্তমানের চাকচিক্যময় গানের জগৎ থেকে দূরে থাকে এই প্রার্থনা করি। অপূর্ব গায়কী। অনেক আদর জানালাম।
🙏🙏
খুব ভালো লাগলো পিয়ালী। তোমার সব গানই খুব ভালো লাগে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।
ধন্যবাদ অশেষ
এতো সুন্দর একটি গান শুনলাম।এতো সুরেলা কণ্ঠ তুমার। মনভরে গেল। অনেক শুভেচ্ছা রইল
অনেক ধন্যবাদ 🙏😀
🥀 এটা আমার জীবনের সোনা গান গুলোর মধ্যে বোধহয় সবচেয়ে সেরা। এটা তুলনাহীন। এই গানটা একজনের খুব প্রিয় ছিলো। কিন্তু সেই যে ছেড়ে গেছে না ফেরার দেশে, তা আমার এখনো জানা নেই। তাই এই গানটা শুনতে শুনতে আমার চোখ দুটো ভিজে যায়। এটা একটি অতিমানবিক গান। গানটি এখানে আপনি দারুন ও অসাধারণ দরদ দিয়ে গেয়েছেন, শুনে আমি অত্যন্ত মুগ্ধ হলাম।🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
চমৎকার অলংকারে সজ্জিত পরিবেশন। মোহিত হলেম দিদি।
কি বলব যত শোনছি ততই অবাক হচ্ছি, এত সুন্দর করে আজ পর্যন্ত কেউ গাইতে পারেনি এই গান টা। তুমি গাইলে দিদি
আজাকের পর থেকে তোমাকে তোমার মন মুগ্ধকর কন্ঠ সহ আমার ছোট্র হৃদয়ে যায়গা করে দিলাম *******বেচে থাকো আমাদের নয়নের মনি হয়ে ***ছোট্র মনিকে বলছি ভুলে যেওনা --নষ্ঠ করনা এত সুন্দর মায়াবী কন্ঠ***তোমার শিক্ষক এবং তোমার প্রতি আমার আর্শিবাদ রইলো
Anek anek dhanyobaad 🙏☺️
পিয়ালী মা চমৎকার গেয়েছো, অনেক বড় হও আশির্বাদ করি।
যথেষ্ট কঠিন গান। কিন্তু তোমার অসাধারণ গায়কী আর কন্ঠস্বর সব কিছু ছাপিয়ে আমাদের মুগ্ধ করেছে। আরো অনেক বড় হও। আরো বড় প্ল্যাটফর্ম পাও। অনেক নাম হোক। অবশ্য শুধু নামের জন্যে নয়, গান গেয়ে যতদিন নিজে আনন্দ পাবে, ততদিন যারা তোমার গান শুনবে তারাও মুগ্ধ হবে। সেখানেই তোমার সার্থকতা। আশীর্বাদ রইলো।
এটা সকল মানুষের চলমান যৌবনের ও অস্তাচলগামী বয়সের স্মৃতিতে গাঁথা প্রেমানুভুতির অনন্ত বেদনার গান !
M
আজ পিয়ালীর গানগুলো শুনে মনের একঘেয়েমি ও অবসর সময় সুন্দর ভাবে অতিবাহিত করছি। গানগুলোর নিজস্বতা ও স্বকীয়তায় পিয়ালীর গান শুনলে মনটা আনন্দে ভরে যায়। ভালো লাগে।
Thank you
*খুব দরদ দিয়ে গাইলে গো, খুব দরদ দিয়ে গাইলে..... মুগ্ধ আমি। তোমাকে অনেক ধন্যবাদ এত ভাল কালজয়ী গান শোনানোর জন্য।*
Anek dhanyobaad 🙏☺️
Very very nice
পিয়ালি তুমি আমাকে তোমার একজন গুণমুগধ শ্রোতা করে তুলেছ। অল্প কয়েকদিনেই তোমার ভক্ত হয়ে উঠেছি। please keep it up & God bless you Pialy.
ধন্যবাদ অনেক 😀
খুব সুন্দর পিয়ালি তোমার কন্ঠ মধুর ভান্ডার অপূর্ব সুন্দর ভাষা নেই গেয়ে যাও একদিন সফল হবেই ……
বোন, তোমার গান খুবই ভালো লাগে। খুব দরদ মাখা। একেবারে হৃদয় ছুঁয়ে যায়। আমি তোমাকে একটা পরামর্শ করব সেটা হল, একটু তাল ধরে গাইলে রেকর্ড করা শিল্পীরাও হার মানবে তোমার কন্ঠের কাছে।
🌷❤️🌺🌹💐
UNFORGETTABLE EVERGREEN ROMANTIC SONG BY YOUR BEAUTIFUL MAGNIFICENT VOICE CONGRATULATIONS B N G 11 10 22 GUTEN A BEND 9 30 PM
প্রতিটি গান ই অসাধারণ গেয়েছেন। অপূর্ব
খুব সুন্দর গেয়েছো
এতো দরদী কন্ঠে বাংলা গান পরিবেশন! বহুদিন পর শুনলাম। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই।
Anek dhanyobaad 🙏😀
@@PialyKunduOfficial 👌👌
প্রফেসর মো. আবু নছর ভূঁঞা
পিয়ালী তোমার গানের সঙ্গে প্রাণের সংযুক্তি গীতিময়তাকে প্রীতিময়তায় পরিণত করে। সঙ্গীত ভুবনে তোমার নাক্ষত্রিক আগমনে আমরা পুলকিতো হচিছ।
পিয়ালী দেবী ভগবান আপনার কন্ঠে সুর দিয়েছেন আমরা তা উপভোগ করছি।এক ই গান বারবার শুনছি। দয়াকরে আমার অনুরোধের গান গুলো গাইবেন।
আমি রোজ এই গানটা শুনি ভীষণ ভালো লাগে দারুন সুন্দর কন্ঠ অপূর্ব সুন্দর ধন্যবাদ ম্যাডাম ।
আমার প্রিয় গান। যেভাবে গানটি গেয়েছেন, কোনো কথা হবে না। খুব ভালো লেগেছে। হৃদয়ে আঘাত করেছে। অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ
মন মুগ্ধ করার মত কন্ঠ, এগিয়ে চলো শুভ কামনা রইলো।
Dhanyobaad anek 🙏☺️
আহা! অপূর্ব গেয়েছেন আপনি। আপনার গান খুব পছন্দ করি। ভালো থাকুন সংগীত কে সংগীত করে। 🙏🏻❤️
অসাধারণ! শ্রুতি মধুর! হৃদয়কে আলোরিত করে।
পিয়ালী, নিজের গলায় অরিজিনাল ট্রাক ধরার অনবদ্য প্রয়াসের জন্যে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা❤ খুউব খুউব ভাল লেগেছে❤
কিছু ই বলার নেই। এত দরদ দিয়ে কি করে গান... অসাধারণ
আহা আহা সুরের পবিত্র তরঙ্গে আর অভিব্যক্তির ভাব তুলিকায় কী এক অপূর্ব বিষাদ অনুভব সঞ্চারি ভাব চিত্রাঙ্কন ! সুরের কী এক জীবন্ত শব্দ ক্যানভাস !
প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছি না দিদিভাই ❤
Anek dhanyobaad 🙏☺️
মানবেন্দ্র মনোমুগ্ধকর গান পিয়াল দিদির খুব চমৎকার পরিবেশন করায় বাংলাদেশ থেকে অসংখ্য শুভেচছা।
অশেষ ধন্যবাদ
You have captured the true essence of the words of this eternal love song. Noticed that you have more views than the original by the great Manabendra Mukherji. Congratulations!
মোঃহেলাল উদ্দিন
khub bhalo geyecho. ganer proti tomar onek bhokti. onek bhalobasa roilo.
Thank you
হৃদয় ছুয়ে যায় গান শুনে, অসাধারণ ❤️❤️❤️
JATABAR EI GAAN SHUNI, HRIDAY ROMANCHITA HOY. PREMER MADHURI ANUBHAV KORI. ❤❤❤❤❤
Thanks a lot
My favorite song of my favorite singer. Never thought I will like someone else singing it, but I loved ur singing! Thank u, keep up the great work!
Many thanks for ur comment 🙏☺️
আমার অত্যন্ত প্রিয় শিল্পী শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া এটি একটি অসাধারণ কালজয়ী গান। তুমি গানটা অত্যন্ত দরদ দিয়ে দারুণ ভালো গেয়েছো। গানটা শুনে মন ভরে গেলো।❤️
ধন্যবাদ
সুর একটি প্রাকৃতিক প্রতিভা । উত্তপ্ত মরুতে যেন শীতল হাওয়া
এ প্রজন্মের কন্ঠে কালজয়ী গান গুলো অত্যন্ত দরদ দিয়ে গিয়েছো।কন্যা সমতুল্য হলেও তোমাকে স্যালুট। চালিয়ে যাও। ❤❤❤
ধন্যবাদ অনেক
এককথায় অসাধারণ। এত দিন পর কেন এই গানটি আমার নজরে এল সেটাই বুঝতে পারলাম না। মন ভাল হয়ে গেল ❤
আমার তো মনে হয় পিয়ালীর গাওয়া কালজয়ী এ গানটির ভিউ সংখ্যা একদিন কুড়ি লক্ষ ছাড়িয়ে যাবে ।
Right
একমাত্র সুরই পারে মানুষকে রুপময় জগৎ থেকে অরুপের জগতে নিয়ে যেতে আপনার কণ্ঠে গান শুনতে শুনতে মনে হচ্ছে সেখানেই যেন পৌঁছে গেলাম ৷
এ গান শুনে আমার বিমুগ্ধতার শেষ নেই!
অসাধারণ লিখেছিস ওঁর সম্পর্কে,, সত্যি ই বলেছিস এদেশে নজরুল সঙ্গীত নিয়ে তেমন আগ্রহ দেখি না, যতটা দেখি অন্য দের গান নিয়ে অপার আঁতলামো
Pialy, your voice is heart touching...Lots love for you !
Many thanks 🙏☺️
Pialy, take care yourself...Thank you too !
আবারো শুনলাম। আবারো মুগ্ধ হলাম। আপনার এ গানটি শুনলে যেমন মনটা ভরে যায়, তেমনি খুব শান্তি পাই এর ভিউ সংখ্যা দেখে। সেই সাথে কষ্টটাও বেড়ে যায় অনেক। প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই চ্যানেলের সেই সোনালী দিনগুলি যেন আবার ফিরে আসে, অচিরেই..
God gifted voice take care
সত্যি অপুর্ব মনে যেন চলে যায় সঙ্গীতের সুরে যেন তোমার মাঝে সেই শিল্পী রা আবার এসেছে ফিরে
ধন্যবাদ অনেক
তোমার গান শোনা টা আমার নেশায় পরিনত হয়েছে
Tomra na sunle amar ki hobe 😃😃
এরকম দরদ দিয়ে গান অনেক দিন শুনিনি। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আশীর্বাদ থাকল।
Thank you
I think you deserve much more bigger platform. It will definitely happen!
Jani na.. hole khub bhalo.. na holei ai bes achi.. apnara sunchen to amar gaan ☺️🙏
@@PialyKunduOfficial যতদিন সুস্থভাবে বেঁচে থাকবো আর মস্তিষ্ক সচল থাকবে ততদিন পর্যন্ত শোনার ইচ্ছা।
আমার একটি প্রিয় গান। কী সুন্দর গাইলে তুমি।
অসাধারণ
Anek anek dhanyobaad ☺️🙏
@@PialyKunduOfficial ii.
যে গান শুনে বড়ো হয়েছি সেগুলো তোমার গলায় এমন প্রাণ পায় কীভাবে ভেবেই পাই না।শিল্পী হিসাবে এটাই তো সার্থকতা ।❤
ধন্যবাদ অনেক
Your singing is fill with love that touch hearts. That's why we wait to hear. Keep yourself going ahead.
Many many thanks. Please do share the songs with ur near ones ☺️🙏
খুব ভালো গেয়ে যাও আরো
কিছু পরিবর্তন করতে হবে
ধন্যবাদ
খুব খুব সুন্দর করে , দরদ দিয়ে আবেগ ভরে গেয়েছ,,,,
সঞ্চারিতে এসে আরো মন টানলো,,,আসাধারণ গানটি তে।
কি ছিল সেই সময়,,,আজ আমাদের এত কষ্ট কেন,,,ওই গান গুলো গাইতে গেলে?
আমি লোকগীতি শিল্পী swapna chakraborty র একসময়ের তবলা বাদক। তুমি নীপূন ও নিখুঁত ভাবে গান টি পরিবেশন করেছো, খুব ভালো লাগলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার সঙ্গীত জীবনের সাফল্য। 🙏🙏
Anek anek dhanyobaad 😀🙏
সুরের নব যাত্রায় পিয়ালী গাও আরো গাও / শুনবো সবে আজ, নড়বোনা এক পা-ও ।
অসাধারণ গেয়েছ পিয়ালী, মনে হয় তোমার সৃষ্টিই হয়েছে গান গাওয়ার জন্য আহ! কিযে কন্ঠ বিধাতা তোমায় দিয়েছেন। ধন্যবাদ পিয়ালী।
If our mind are called the rivers your songs are mild waves on it and we have no other option but to listen your songs with soulfully .God bless you my son .
Thank u ☺️🙏
অপূর্ব। অসাধারণ বললেও কম বলা হবে।এতটা হৃদয় দিয়ে গান কিভাবে গাও।❤❤
খুব সুন্দর
Dhanyobaad 🙏☺️
দিদি আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো 💝💝💝, বাংলাদেশ থেকে।
ধন্যবাদ
আমি এত যে তোমায় ভালো বেসেছি
তবু মনে হয় সে যেন গো কিছু নয়
কেন আরো ভালো বেসে যেতে পারে না হৃদয়?
……………………………………………………
তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে উঠে ঐ
তোমার অধরে ওগো যে হাসির মধু মায়া ফুটে ঐ
তারাই অভিমান বুঝে না আমার, বলে, তুমি তো আমায় ভালোবেসেছো।
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়?
তুমি তো জানো না ওগো তোমার প্রাণের ঐ সুরের কাছে
আমার গানের বানী আহত পাখির মত লুটাইয়া আছে
তবুও এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পড়ালে
যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে
তারাই এ দীনতা টুকু দেখে না আমার
বলে তুমি তো আমায় ভালোবেসেছো
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়?
….…………... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
অসম্ভব ভালো গেয়েছেন দিদি। আপনার এই গানটি শরীরে অদ্ভুত এক শিহরণ জাগায়, অনাবিল প্রশান্তিতে মন ভরে যায়। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
একমত
রেকর্ডিং ভালো হচ্ছে না৷ আগের গানেও সেইম হয়েছে। ইকো এফেক্ট ভালো লাগছে না।
Tai ki? Tahole echo kom debo.. karon kono effect chhara sound khub kom aschilo.. tahole echo komiye compression besi korbo.. er porer ta sune janaben please
The song is really impressive to touch a bereaved heart. Extraordinary voice! Go ahead with originality. Blessing for the better perfection in coming days.
খুব সুন্দর লাগলো।
Darun
Echo effect তো থাকতেই হবে। তা না হলে আরো dull sound লাগবে। মনে রেখো এই গানকেই public বেশি পছন্দ করেছে। কারন শ্রুতি মধুর হয়েছে বলেই। সেটা গান উপস্হাপনার উদ্দেশ্য।
আহা, দরদী শিল্পী মানবেন্দ্র মুখার্জীর এই অসাধারণ জনপ্রিয় গানটি তোমার মধুর কণ্ঠে আবার শুনে সত্যিই মনটা ভড়ে গেল। আশা করি নিজেকে সুস্থ রেখে এইরকম চিরকালীন গানগুলিকে তোমার যাদুকরী কণ্ঠে আমাদের কাছে উপস্থাপিত করবে। রাত্রিকালীন শুভেচ্ছা নিও।💐💐💐
Anek anek dhanyobaad
এ গান শুধু শ্রুতিকে নয় আত্মাকেও স্পর্শ করেছে !
খুব সুন্দর গেয়েছ পিয়ালী , আরও আরও সমৃদ্ধ হোক তোমার সংগীত জীবন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হও ❤❤
🙏🙏
অতীতে ফিরে যেতে বাধ্য করলো এই নষ্টালজিক সুর ও অনবদ্য গায়কী। keep it up
Dhanyobaad afuraan ☺️🙏
কিছু দিন পরেই পরেই আপনার গাওয়া এই গান টি শুনি , মন ভরে না , আরো আরো শুনতে ইচ্ছা করে , অপূর্ব নিবেদন , জীবনে কোন দিন শূজুক হলে আপনার কাছে লাইভ শুনবো এই গান টি
অনেক ধন্যবাদ
যারে বলে ভালবাসা তারে বলে পূজা। বৈষ্ণব কবির এই উক্তি আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনার কণ্ঠে গান শুনতে শুনতে বিশ্বাস টা আরও দৃঢ় হল।
🙏🙏
অসাধারণ গাইলে বোন। হৃদয় ছুঁয়ে গেল তোমার অপার গায়কি!
মানবেন্দ্র মুখোপাধ্যায় কণ্ঠে গাওয়া এই গান শ্রুতিমধুর কিন্তু গাওয়া মনে হয় বেশ কঠিন। সুর অক্ষুন্ন রেখে অপূর্ব সুন্দর করে গেয়েছ। এগিয়ে চলো মা। শুভেচ্ছা রইল
অনেক ধন্যবাদ
অসাধারণ ! অপূর্ব!! চমৎকার!!! তোমার প্রতিটি গানই শুনলাম যা প্রাণ স্পর্শ করে।।
Dhanyobaad
উফফ অসাধারণ, কোনকিছু বলার নাই, কী দরদ কি আবেগ দিয়ে গাওয়া,খুব ভালো লেগেছে
ধন্যবাদ
এত দরদ দিয়ে গাইছ অভিভূত হলাম অনেক বড়ো হও আশীর্বাদ রইল
বিখ্যাত এই কালজয়ী গান খুব সুন্দর উপস্থাপন করেছ। আবেগের গান। এই ধরণের গান তুমি চমৎকার পরিবেশন করো। দিনে দিনে তোমার গানের অনেক উন্নতি দেখে আনন্দ হচ্ছে।
অ--পূ----র্ব!!! প্রতিটি সুর গলায় এত সুন্দর লেগেছে!! আবার সেই একই কথা বলব, আপনাকে অনেক বড় জায়গায় দেখতে চাই।
Anek baro jaigay ar bodhoy jaoa hobe naa.. ami je gaan gai sei gaan akhon kar projanmo sone naa.. tai ai ghore bosei gaite hobe.. ak kale anek chestar poreo sike chhereni.. tai akhon ai soi ☺️
@@PialyKunduOfficial বর্তমানে RUclipsও মনে হয় বড় platform. নিজের ১০০% চেষ্টা থাকলে সাফল্য আসতে বাধ্য বলে জানি ৷ আপনিও খুব ভালো গান করেন তাই সাফল্য আসতে বাধ্য ৷
@@prabirkumardas6803 hyan.. tobe akhon chesta kore jabo.. foler asha korina.. hole bhalo, naholeo bhaloi achi ☺️
@@PialyKunduOfficial your assertion of frustration shown here makes me sorrowful ---- ma never lose heart , go ahead happily .
In one word it is flawless. Excellent. মানব বাবু বেঁচে থাকলে তোমাকে অনেক আশীর্বাদ করতেন। আশীর্বাদ করি আরো অনেক বড়ো হও।
Anek dhanyobaad 🙏☺️
এ গান আমার সত্তাকে আবেশিত করে দেয়। এতো ভালো সুরে কি করে গাইলে মা। আর কেউ গায়নি এতো ভালো করে।
পিয়ালী তোমার কন্ঠে মা সরস্বতীর বাস, তুমি এই ভাবে এগিয়ে চলো, আমার তো আর হলো না, ভগবান তোমার মঙ্গল করুন।
🙏
চমৎকার মুগ্ধ হলাম।বার বার শুনতে মনে চায়।
বাংলাদেশ থেকে শুনছি।
অশেষ ধন্যবাদ
একেবারে হৃদয় উজাড় করে গানটি গেয়েছ সত্যিই যার কোন তুলনাই হয়না।
অশেষ ধন্যবাদ 🙏
বাংলা আধুনিক গানের সম্ভারে একটি অন্যতম শ্রেষ্ঠ গান । অসাধারণ গেয়েছ ।গানটির যোগ্য মর্যাদা দিয়েছ । তোমার ভাল হোক।
Anek dhanyobaad.. akdom thik bolechen.. eti gaaner akti mile folok ☺️
I have never heard/realised such a perfect tunning and emotion during singing such famous classical song after our beloved /respected and great singer Sri Manabendra mukhopadhyaji.
May God bless you.
Many many thanks
অসাধারণ লাগল এই গান দিদিভাই। তোমার অসাধ্য কিছুই নেই। চেষ্টাকরছ খুবই ভাল। ভগবান তোমার মঙ্গল করুক।
শিল্পী কে অভিনন্দন। গীতিকার গানের কথা যা লিখেছেন সেভাবে গাওয়া উচিত। সে যেন গো কিছু নয় এর জায়গায় এ যেন গো কিছু নয় হবে।
অনেক ধন্যবাদ
এত ভালো গাইলে তো আমরা অরিজিনল গায়ক কে ভুলে জাবো ,অসাধারন নিবেদন।
Ki sanghatik.. ekdom naa 😀🙏
সত্যিই মনে হলো বোন তুমি সবটা দিয়ে গেয়েছ। গায়ে কাটা দেয়৷ এত ভালো করে অন্য কেউ এই কালজয়ী গানটা গাইতে পারে জানা ছিল না।
সুর, তাল, লয়-সহ চমৎকার পরিবেশনা!
অভিনন্দন ও শুভকামনা নিরন্তর!
অনেক ধন্যবাদ
তুমি হৃদয় থেকে গানটি করেছো তাই গানটি হৃদয়কে ছুয়ে যায়। আরও এমন গান উপহার দেওয়ার জন্য অনুরোধ রইলো।
Anek anek dhanyobaad 🙏☺️
মানবরেন্দ্র এই গান ধরতেন মাঝখানে সে সময় জলসা তে কারো চলাফেরা নিষেধ ছিল । আজ সে স্বাদ আবার পেলাম । ধন্যবাদ ।
Sei rakom kichu gaan gaichi abar.. paben taratari
@@PialyKunduOfficial "আশায়, আশায় রইব আমি/ শুনবো যে তোমার গানখানি/ জুড়াবে তবে প্রাণখানি/ আশায় আশায় রইব আমি
💝👌💝👌💝👌💝👌
👉গানটি শুনে হৃদয় কেঁপে ওঠে। কী সুরের লহরী!দারুণ ম্যাডাম দারুণ....
Thanks
আমার প্রিয় একটা গান
অসাধারণ খেয়েছেন,
অসংখ্য ধন্যবাদ আপনাকে -এতো সুন্দর উপহার দেয়ার জন্য।
Anek dhanyobaad
@@PialyKunduOfficial গানের প্রেমে পড়ে গেছি
এ প্রজন্মের মেয়ে হয়েও পুরানো দিনের গানকে ভালোবেসে এত সুন্দর করে প্রকাশ করেছ। অনেক অনেক ধন্যবাদ।
Dhanyobaad