Это видео недоступно.
Сожалеем об этом.

এবার মধুবনের গো*পন প্র*তারণা হাতেনাতে ধরল ভোক্তা অধিকার | Daily Issues | Vokta odhikar | Modhuban

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июл 2023
  • #daily_issues #vokta_odhikar #Modhuban #মধুবন
    রুটি ও কেক তৈরিতে মেশানো হচ্ছে মেয়াদোত্তীর্ণ চকলেটের বার। এছাড়া পেঁপের মধ্যে ইন্ডাস্ট্রিতে ব্যবহারের রং মিশিয়ে চেরি ফল বানিয়ে তা দেওয়া হচ্ছে কেকের মধ্যে। নেই ট্রেড লাইসেন্স। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমতি না নিয়েই নিজেদের মতো করে বেকারী পণ্য তৈরি করে বাজারজাত করছে। মোড়কে উৎপাদনের মেয়াদ ও উত্তীর্ণের মেয়াদের কোনো তথ্যও দেওয়া নেই।
    এতো সব আইন ভঙ্গ করে নিজেদের মতো করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল হট বেকারী নামের একটি প্রতিষ্ঠান।
    সোমবার রাজধানীর রামপুরা কাঁচা বাজার এলাকার এই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
    অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।
    অভিযানে দেখা যায়, দীর্ঘদিন আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া চকলেটের বড় বার ব্যবহার করা হচ্ছে বেকারীর বিভিন্ন খাদ্যপণ্যে। বেকারী পণ্যের ভেতরে পেঁপের মধ্যে ক্ষতিকর রং মেশিয়ে চেরি ফল বানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া বেকারী পণ্য বানানোর জন্য বিএসটিআই বা সরকারি কোনো সংস্থার কাগজপত্র নেই। পণ্যের মোড়কে কোনো তথ্য না দিয়েই বিভিন্ন বেকারী পণ্য তৈরি করছিল হট বেকারী নামের এই প্রতিষ্ঠান।
    এসব অগণিত অপরাধ আমলে নিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে অপরাধী স্বাব্যস্ত করে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং জনসম্মুখে মেয়াদোত্তীর্ণ চকলেট ও পেঁপে দিয়ে তৈরি চেরি ফল ধ্বংস করা হয়।
    পাশে মধুবন নামের আরও একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর। সেখানে দেখা যায়, মিষ্টির মেয়াদ একদিন আগে হলেও নতুন মিষ্টির সঙ্গে একই তারিখ দিয়ে বিক্রি করা হচ্ছে। এই অপরাধে মধুবনকেও ভোক্তা-অধিকার আইন ২০০৯ অনুসারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
    অভিযানের বিষয়ে মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালানো হয়। এখানে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে হট বেকারীকে ২০ হাজার টাকা এবং বনফুলকে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে দুই ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এমন অপরাধ করলে তাদেরকে আরও বড় ধরনের শাস্তির আওতায় আনা হবে।
    চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
    চ্যানেল লিংক: / dailyissuesbd
    এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
    ফেসবুক পেইজ লিংক: Daily Issues
    Contact us: banglapatrika24@gmail.com
    #vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

Комментарии • 246

  • @atiarrahman3457
    @atiarrahman3457 Год назад +118

    দশ হাজার টাকাতো ওদের আধা সেকেন্ডের ইনকাম। ২ লাখ টাকা জরিমানা করা উচিৎ ছিল।

  • @md.abdulghani6556
    @md.abdulghani6556 Год назад +34

    কেউ বাচাতে পারবে না। কারণ দোকানদার তার চরিত্র বদলাচ্ছে না। একদম সীলগালা করে বন্দ করে দেয়া উচিৎ। কেউ তো ভয় করেনা।

  • @shafiqurrahman9439
    @shafiqurrahman9439 Год назад +16

    এসব অভিযান পরিচালনা জন্য সমস্ত কতৃপক্ষেকে অসংখ্য ধন্যবাদ, ♥️♥️♥️♥️♥️♥️

  • @mdHuq
    @mdHuq Год назад +14

    ওদের ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া উচিত ছিল এবং একই সাথে ৫ লক্ষ টাকা জরিমানা করা দরকার ছিল, অনাদায়ে আরও ২ বছরের বিনা স্রম কারাদণ্ড প্রদান করা হোক।

  • @MdSabuj-yk2qr
    @MdSabuj-yk2qr Год назад +11

    যেখানেই যায় শুধু সর্তক করে দেয়। আপনারা কি সর্তক ছাড়া আর কিছু করতে পারেন না? এমন শাস্তি দেন যেন জীবনে আর কোন দিন এমন অপরাধ করার সাহস না পায়।

  • @nasrinsultana768
    @nasrinsultana768 Год назад +13

    স্যর , আপনার মত৷ শত৷, শত, স্যর আমাদের দেশকে দুর্নীতি থেকে বাঁচতে পারে বে , ধন্যবাদ ❤

  • @rupannath782
    @rupannath782 Год назад +40

    নিজের কষ্টের কামাই দিয়ে ভেজাল খাদ্য পেটে দিচ্ছি এটাই আমাদের অভ্যাস

    • @MdHossan-ef8mo
      @MdHossan-ef8mo Год назад +1

      অভ্যাস না বদাভ্যাস

    • @zhumanakamal4511
      @zhumanakamal4511 11 месяцев назад +1

      বয়কট করেন.. এইসব না খেয়ে ওদেরকে শাস্তি দেয়া উচিত

  • @nasimahossain6161
    @nasimahossain6161 Год назад +12

    মিষ্টি কখনো ফ্রিজ হয় না সব সময় বাসি একটি দুর্গন্ধ থাকে মিষ্টির মধ্যে যতবার কিনেছি একই অবস্থা

  • @musefahmed6383
    @musefahmed6383 Год назад +9

    মধুবন এখন কদুবন মিষ্টি হয়েছে।😁😁🤔🤔

  • @Kaal.user-fk1us2un5l
    @Kaal.user-fk1us2un5l 7 месяцев назад +3

    স্যার আপনারা মানুষকে গুনাহ করা থেকে বাঁচাচ্ছেন।বর্তমানের সেরা কাজটা আপনারা করতেছেন।❤❤

  • @shineislam01
    @shineislam01 Год назад +10

    ঠিক ২ লাক টাকা জরিমানা করা উচিত

  • @haiderjewel7032
    @haiderjewel7032 Год назад +1

    খুবই দুখের বিষয় 😢😢

  • @shahinahmed6881
    @shahinahmed6881 Год назад +34

    দশ লাখ জরিমানা আর মালিক কে দুই বছর জেল দিন ওর বাপ সহ ঠিক হয়ে যাবে

    • @abdalhossen3479
      @abdalhossen3479 Год назад

      এত করা করি হলে বুক্তার ইনকাম বন্দ হয়ে যাবে

    • @zaberhussain8001
      @zaberhussain8001 Год назад

      Right

    • @masumiqbal7314
      @masumiqbal7314 Год назад

      Ata na korle kono kisu thik hobenah

  • @mohammedsazzadhossain8714
    @mohammedsazzadhossain8714 Год назад +5

    ওদের ব্যবসা বন্ধ করে দেওয়া উচিৎ। এসব ছোট খাটো জরিমানা করে কোন লাভ নাই।

  • @jabidiqbal9514
    @jabidiqbal9514 Год назад +5

    যে কোন একজন অফিসার কথা বলেন...

  • @dtigcomm9581
    @dtigcomm9581 Год назад +4

    Current supply sell for regular normal price.
    Previous supply may sell 50% discount. Don't need to mix old with new,,

  • @mdamirhossain1424
    @mdamirhossain1424 Год назад +5

    ১০ হাজার টাকা জরিমানা করা মানেই দুনামবারি আরো করো।।

  • @mohammadkamruzzaman3710
    @mohammadkamruzzaman3710 Год назад +3

    ওদের দোকান গুলো বন্ধ করে দেওয়া হোক।

  • @RuhulAmin-ft7vw
    @RuhulAmin-ft7vw Год назад +2

    ধন্যবাদ স্যর

  • @qwqw7449
    @qwqw7449 Год назад +18

    স্যার এদেরকে উচিৎ শিক্ষা দেন।

    • @prityrose9254
      @prityrose9254 Год назад

      Gura khawya player ... ara thik hobe na

  • @AbdusSalam-hl3zw
    @AbdusSalam-hl3zw Год назад

    ❤❤❤ dhonnobad sir k

  • @azmirshah6485
    @azmirshah6485 Год назад +1

    দাম যেভাবে লেখা থাকে মেয়াদ সেভাবে লিখে রাখতে হবে

  • @architectmunawarhabibtuhin5350
    @architectmunawarhabibtuhin5350 Год назад +2

    এদের কঠিন শাস্তি দেওয়া উচিত হালকা শাস্তি তে কাজ হবেনা

  • @humayunkabir6758
    @humayunkabir6758 7 месяцев назад

    দৃষ্টান্ত মূলক জরিমানা করতে হবে। এসব অল্প জরিমানায় এদের কিছু হবে না।

  • @user-dm7zv4yr1e
    @user-dm7zv4yr1e Год назад +2

    দোকান টি সিল তালা ঝুলিয়ে দেন তার পর 50লাখ টাকা জরিমানা করা উচিত। এবং আইনের আওতায় আনা উচিত।

  • @arikamahbuth7605
    @arikamahbuth7605 Год назад +3

    প্যাকেট সহ মিষ্টি ওজন করে দাম নেই, এটা ওনাদের মাথা ব্যাথ না, প্যাকেট মিষ্টির দামে বিক্রি করে মানুষকে ঠকাচ্ছে এই বিষয়ে কোনো কথা নাই কেনো?

  • @MizanSharif
    @MizanSharif Год назад

    প্রিয় ভোক্তা অধিকার কর্মকর্তা বৃন্দ,
    এস এস সি পরিক্ষার রেজাল্টের দিন দেখবেন। সব মিস্টিতে ফাংগাস পরা। রেজাল্টের এক মাসে আগের থেকে ফরমালিন দিয়ে মিস্টি সংরক্ষন করতে শুরু করে। ফর্মালিন সত্ত্বেও মিস্টিতে ফাঙ্গাস পরে।

  • @Shoaieb-wm9is
    @Shoaieb-wm9is Год назад +2

    ময়মনসিংহের কোন দোকানেই মিষ্টির ডেইড নেই। এবং প্যাকেটের ওজন মিষ্টির দামে বিক্রি হয়।

    • @adnan143234
      @adnan143234 Год назад

      আরে ভাইরে ভাই! ময়মনসিংহের কথা আর কি বলবো। কি পরিমাণ দাম বাড়াইসে মিস্টির আর মান যে কি পরিমাণ খারপা করসে।

  • @mdferdousnislam7832
    @mdferdousnislam7832 Год назад

    সবইতো সেই আমরাই

  • @MdjalalSikder-qx5db
    @MdjalalSikder-qx5db 11 месяцев назад

    ভাই বাজারটা নিয়ন্তন করেন এ গুলো গরিবের উপকারে আসেনা বাজারটা ধরেন সবাই দোয়া করবে,,,

  • @rumeltangilur1079
    @rumeltangilur1079 Год назад +3

    Main criminal ( shop owner)
    Big punished him.

  • @user-rg4fd3ki1c
    @user-rg4fd3ki1c Год назад +3

    আমি আশ্চর্য হই যে, এই মানুষগুলো কিভাবে হিসাব দিবসে আল্লাহর মুখোমুখি হবে, একদল চোর!

  • @VoiceArtist1970
    @VoiceArtist1970 Год назад +1

    ভোক্তা অধিকারের নতুন এই লোকটা বেশি কথা বলে।
    Disgusting 😮

  • @videoviralcontent13
    @videoviralcontent13 Год назад

    স্যার এদের আরো বড় সাস্তি দেওয়া উচিত ছিল

  • @MasudRana-cl3lj
    @MasudRana-cl3lj Год назад +2

    কম টাকা জরিমানা করে ওদের আরো উৎসাহিত করা হচ্ছে। ওদের মিনিমাম ৫ লক্ষ টাকার উপরে জরিমানা করার দাবি জানাচ্ছি।

  • @sirajulislam-wn9oy
    @sirajulislam-wn9oy Год назад +2

    এদেরকে সাস্তির আওতায় আনুন,নতুবা সোজা হবে না।

  • @s.m.zahangiralamrony4360
    @s.m.zahangiralamrony4360 Год назад

    Tasty treat এর কেকের দোকানে পরীক্ষা করুন। বেশিভাগ সময় ওদেরকে কেক নষ্ট থাকে।

  • @halimabegum9586
    @halimabegum9586 2 месяца назад

    স্যার আরও কঠিন সাজা দেয়া হউক

  • @samtalukder9252
    @samtalukder9252 Год назад +1

    Deser dukandar ba karigor cook tader exp date ba hygiene bishoy kono idea nai. Tai tader shorker odine trading kore shop er certificate ba hygiene permit fee nie dewa.

  • @hitleR2663
    @hitleR2663 11 месяцев назад

    এই গুলো প্রতিটা মিষ্টির দোকানে করে। তারা দই তারিখ দেয় তিন দিন পরে তারিখ চলে যাওয়ার পর আবার স্টিকার লাগায় যেটা আমার চোখের সামনে হইছে সিলেট মৌলভীবাজার স্বাদ এন্ডং কো প্রতিষ্ঠানে। স্বাদে অভিযান করে অনেক অনিয়ম পাবেন

  • @user-nm9bi9id1l
    @user-nm9bi9id1l Год назад

    দোকানদার ফুটফুটে সুন্দর

  • @SonyaJaber-de4eo
    @SonyaJaber-de4eo Год назад

    ধর

  • @baharullah5070
    @baharullah5070 Год назад

    এরকম সর্বত্র ই চলছে তো চলছে সর্বত্র ই মহোৎসব।

  • @mohammadoyahi2736
    @mohammadoyahi2736 Год назад

    এ ভাবে বাংলাদেশের সব জায়্গায় দেখতে যান আমাদের অনুরোধ কাউ কে চার দিবেন না।

  • @user-iv9sc3dk7q
    @user-iv9sc3dk7q Год назад

    দেশের মাজে চালের দাম চিনির দাম তৈলের দাম কাচামালের দাম।এগুলো চোখে পড়ে না।মিষ্টির দোকান চোখে পড়ছে যা

  • @mansurbillah6403
    @mansurbillah6403 Год назад

    তাহলে মিষ্টি আগের দিনেরটা আর বিক্রি হবে না।

  • @AliAhmed-qp7nt
    @AliAhmed-qp7nt 4 месяца назад

    মানুষের আস্থা কোন কোম্পানি রাখতে পারে না, কারণ এদেশে প্রতিটি জায়গায় দূর্নীতি অনিয়ম হচ্ছে।

  • @habibullahmezbah1547
    @habibullahmezbah1547 Год назад

    অল্প জরিমানাতে ওরা উৎসাহিত হয় বড় কারসাজি করতে।

  • @yzone2009ctg
    @yzone2009ctg Год назад

    চট্টগ্রামে হামদ্ কে আইনের আওতায় আনা উচিত মুধ ২নং ওজন কম চকবাজার চট্টগ্রাম

  • @atiqmd
    @atiqmd Год назад

    গত মাসে মিস্টি কিনে মনে হল বাসি মিস্টি দিয়েছিল।আজকে ভিডিও দেখে কনফার্ম হলাম।

  • @salmanal-hasan1262
    @salmanal-hasan1262 Год назад

    এই কাজটা বাংলাদেশে সব দোকান করে থাকে....

  • @freevalobasaselimhasan2702
    @freevalobasaselimhasan2702 Год назад

    আসসালামুলাইকুম স্যার কুমিল্লা দাউদকান্দি গৌরীপুর বাজারে মোরে জতে মিষ্টির দোকানে এরকম চিটিং করে।

  • @RPGzen
    @RPGzen 11 месяцев назад

    এরা কোনোদিন ঠিক হবেনা।

  • @fakhrul123456
    @fakhrul123456 Год назад

    ভোক্তা অধিদ্পতর এর এক জন কথা বললে ভাল হয়।

  • @dwaipayansarker795
    @dwaipayansarker795 Год назад +2

    মানুষ টাকা দিয়ে চোখবন্ধ করে গু কিনবে ও খাবে। তবু্ও এসব ব্যবসায়ীকে প্রশ্ন করতে পারবে না। বাঙালি 😂😂😂

  • @sadikul_
    @sadikul_ Год назад +1

    দুজন ম্যাজিস্ট্রেট হলে সমস্যা

  • @habibpt7950
    @habibpt7950 11 месяцев назад +1

    অবিলম্বে এই বেবসা গুলো সিল গালা করা হইক ধন্যবাদ

  • @afzal3195
    @afzal3195 Год назад

    এই দোকান সিলগৈলৈ করা দরকার ছিল । খাদ্য দ্রব্য নিয়ে ভেজাল কোন ভাবেই মানা যায় না ।

  • @readmia1046
    @readmia1046 Год назад

    স্যার, হোগায় বারি দেন

  • @abuzohakhandaker4575
    @abuzohakhandaker4575 11 месяцев назад

    আরে ভাই, ওই মধুবনের তৈরী মিষ্টি এবং অন্যান্ন সামগ্রী মোটেই উতকৃষ্ট নয়। মানুষ যে কেন খায় ?

  • @morsadaslam8265
    @morsadaslam8265 Год назад +1

    উনাকে ৫ টাকা জরিমানা করা হোক এগুলো কোন জরিমান জরিমানা এমন করা উচিত জীবনের সকল আয় রোজগার একটার পিছনে ব্যয় হয়ে যায়

  • @farhadhossain8172
    @farhadhossain8172 Год назад

    এদের কে ধরে জরিমানা করা হউক যাতে করে আর কোনদিন এ কাজ করতে সাহস না করে ধন্যবাদ ভোক্তা অধিকার ধন্যবাদ

  • @moyindipu8487
    @moyindipu8487 Год назад

    প্যাকেট সহ ওজন দিয়ে মিস্টির দামে প্যাকেট বিক্রি করে জনগনদের ঠকিয়ে আসছে বহুদিন ধরে মিস্টি ব্যবসায়িরা। দয়াকরে এই ব্যপারে সোচ্চার হয়ে জনগনকে উদ্ধার করুন ।

  • @drnahidhasan7891
    @drnahidhasan7891 Год назад

    সব হুজুর ২ নম্বর

  • @user-ke6lm7dd5j
    @user-ke6lm7dd5j 11 месяцев назад

    স্যার,আপনি রাঘব বোয়ালকে ধরুন,রাজ

  • @ShahidulIslam-mi9oh
    @ShahidulIslam-mi9oh Год назад

    মধুবন 😱😱😱😱😱

  • @rukaiyarukaiya9902
    @rukaiyarukaiya9902 8 месяцев назад

    ওফফফফফফ!!! ওদের ৫ লাখ টাকা জরিমানা করেন 😡😡

  • @mdanowar314
    @mdanowar314 11 месяцев назад

    সুূদু জরিমানা করলে হবেনা ওদের কে কঠিন সাজা দিতে হবে আর ওদের দোকান বন্দ করে দেন

  • @belalhossain7557
    @belalhossain7557 Год назад

    প্রথমে এদের মালিক কে জেলে পাঠানো উচিত

  • @zomiderazad2018
    @zomiderazad2018 Год назад

    হয় নাই! কমপক্ষে ১ লক্ষ টাকা জরিমানা করা উচিৎ ছিল! জরিমানার টাকা তো পদের ৩০মিনিটের ইনকাম!

  • @user-ou2qx5mz6r
    @user-ou2qx5mz6r 8 месяцев назад

    আপনার কাছে র জন্য ধন্যবাদ কিন্তু আমারা সব ব্যাবসাই চোর কয়জনকে ধরবেন

  • @SaEef877
    @SaEef877 4 месяца назад

    very disappointing ! 😮

  • @r2kgaming6996
    @r2kgaming6996 Год назад

    Hi

  • @jalaluddin8834
    @jalaluddin8834 3 месяца назад

    Testy treat a obijan calan fast

  • @nusaibafatiha7815
    @nusaibafatiha7815 Год назад

    জনাব মেরুদন্ড যদি সত্যিই শক্ত থাকে তবে কর্পোরেট মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখান।

    • @alientertainment985
      @alientertainment985 Год назад

      কর্পোরেট মাফিয়া বলতে কাদের বুঝাচ্ছেন?

  • @shafiqurrahman4562
    @shafiqurrahman4562 Год назад

    মধুবন অনেক পুরানো প্রতারক, আমি চট্টগ্রামের কথা বলছি, সম্ভবত একই মধুবন । কারণ প্যাকেটের কালার ও একই।

  • @zakirhossain8088
    @zakirhossain8088 6 месяцев назад

    কবে আমরা ভালো লোকের সঙ্গ পাবো।হর হামেশাই এই সকল খবর দেখি।

  • @akshaadfeni3341
    @akshaadfeni3341 Год назад +1

    মানুষ তো খাওয়া বন্ধ করে না।

  • @moshiurrahman1314
    @moshiurrahman1314 Год назад

    বরিশাল পোর্ট রোড মাছ বাজারের কিছু মাছ ব্যাবসায়ী ওজন ও দামে প্ররতনা করেন।

  • @mdsamimuddin3047
    @mdsamimuddin3047 Год назад

    বড বড দোকান গুলাকে কম টাকা জরি পানা করেন আর ছোট দোকান গুলাকে বেশি জরি পানা করেন

  • @kamrozzaman4137
    @kamrozzaman4137 Год назад +1

    নতুন অফিসারটা ছাগলের মত কথা বলে। একজন একটা কথা বলতেছে তাকে বলতে দিন তার মধ্যে আপনি কথা বলেন কি জন্য?

  • @mirhasan3642
    @mirhasan3642 Год назад

    চুনুপুটি ধরেই এনারা চাকরি জীবন পার করে দিলেন।

  • @David-he1ni
    @David-he1ni 9 месяцев назад

    Greatest lie," sweets smell off for 3days",will they ever keep Without fridge!!! How we'll know if it's off, no way.

  • @efat449
    @efat449 Год назад

    At least 5 lac taka compensation for weight discrimination

  • @savioquiah3381
    @savioquiah3381 7 месяцев назад

    Bhai mistir dokan Baad dia kacha Bazar ar dike takan, akhon o to kono kisur daam komaite parlen na. Amra moddho bitto manus onk kosto hoi apnader bhuya report gula dekha

  • @user-uw7ks4iz3z
    @user-uw7ks4iz3z 3 месяца назад

    Sir doa kore amader rajbari jaben please please

  • @shibbir2009
    @shibbir2009 Год назад

    দ ই টার খোঁজ নিন। সকল মিস্টির দোকান এমনকি ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড থেকেও পঁচা দ ই বিক্রি করেছে

  • @yfggvh
    @yfggvh Год назад

    ডাইরেক সিল গারা করে দেন

  • @sheikhrialuddin
    @sheikhrialuddin Год назад +2

    ভোক্তা হিসেবে আপনি প্রতারিত হলে কমেন্ট করে জানান

    • @Createptc
      @Createptc Год назад +1

      প্রতারিত হতে হতে মানায় নিছি।
      এখন প্রতারিত না হলে অস্বাভাবিক লাগে।

    • @NadimKm-zp5rj
      @NadimKm-zp5rj Год назад

      1:53

    • @adnan143234
      @adnan143234 Год назад

      ​​@@Createptcএকজাক্টলি!
      গত ১ বছর ধরে কতবার বংগবন্ধু হাইটেক সিটি সংলগ্ন কালিয়াকৈর বাজারের অসংখ্য অনিয়ম প্রতারণা নিয়ে কতশত বার এই ভোক্তা অধিকার,৯৯৯এ অভিজোগ প্রেরণ করলাম। কিন্তু কিছুই হয় না।এটাও নির্বাচনের আগে আগে ব্লগিং ছাড়া আর কিছুই না।
      এই কালিয়াকৈরে সিলিন্ডার গ্যাস রাখে সরকারী রেট থেকে ২০০-২৫০টাকা বেশি। কখনো ৩০০টাকাও বেশি। মিস্টির দোকানগুলোতে তো ডাকাতি পুরো! প্যাকেটের ওজন ১৭০গ্রাম! যেখানে মিস্টির দাম মিনমাম ২৯০-৩৫০টাকা কেজি। প্যাকেটের ওজনের অনিয়মের কথা বলতে গিয়ে যে কতবার হেনস্তা আর অপমানের স্বীকার হইসি।আল্লাহই জানেন। এইসব অসৎ ব্যবসায়ীদের বিচার তো ইনশাআল্লাহ হবেই,কিন্তু যাদের এই দুনিয়াতে দায়িত্ব ছিল বিচার করার তারা কি পার পেয়ে যাবে মনে হয়?!

    • @millathossainvlog374
      @millathossainvlog374 Год назад

      দেশের প্রতিটি শহরে মিষ্টির কার্টন সহ ওজন দেয় ।।।।। এটার কোন সলিউশন হয়না কেন?

  • @AbdulHigh-hw8cm
    @AbdulHigh-hw8cm Год назад

    Amar bashay onekbar onek bashi gondajukta misti paysi konodin compline karine next time sida pitybo inshaallah.

  • @user-bp3xr4qh9b
    @user-bp3xr4qh9b Год назад

    মধুবনের মালিক খুব অহংকারী।বড় জরিমানা করা হোক।

  • @MdHossan-ef8mo
    @MdHossan-ef8mo Год назад

    মিষ্টি না খাইলে এমন কি

  • @MDAbdurRahaman-vw7ee
    @MDAbdurRahaman-vw7ee 11 месяцев назад

    o hocce awamilig manus noy

  • @savioquiah3381
    @savioquiah3381 7 месяцев назад

    Misti ki amader daily food

  • @mohammodrayhan6027
    @mohammodrayhan6027 Год назад

    😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @spicyzskraba8566
    @spicyzskraba8566 Год назад

    এত কম টাকা জরিমানা করা ঠিক না ওদের ৫ মিনিটেই ১০/১২ হাজার টাকা সেল হয়ে যায়

  • @nurmuhammad44
    @nurmuhammad44 Год назад

    মানুষের কাছ থেকে হাজার-লক্ষ টাকা জরিমানা করা হয় সেটা কোথায় ব্যয় করা হয়? জানার জন্য প্রশ্ন৷

  • @ruhulamin-zn5ht
    @ruhulamin-zn5ht Год назад +1

    আপনি সিরাজগঞ্জ ফুট ভিলেজ যান নাা কেন

  • @masudrakib5780
    @masudrakib5780 Год назад

    এনা দের জরিমানা দেখলে হাসি আসে

  • @mamunhossain1018
    @mamunhossain1018 Год назад

    ভোক্তা অধিকার অভিযান করে নাকি ফাজলামি করে!! ১০ হাজার ২০ হাজার টাকা এগুলা ওদের কাছে খুবই সামান্য ব্যাপার। অন্যায় পেলে হয় বড় একাউন্ট জরিমানা করেন না হয় সীলগালা করে দেন তা না হলে ওরা কখনোই ঠিক হবে না। এগুলা শুধু শুধু লোক দেখানো অভিযান আর কিছুই না।