একটি ফিলিস্তিনি বাচ্চা আর একটি ইজরাইলি বাচ্চা জন্মের সময় বদলে যায় । The Other Son Movie Explain

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 916

  • @mhsiddik1899
    @mhsiddik1899 Год назад +297

    দেখতে দেখতে দুচোখ বেয়ে পানি পড়ছে🥹🥹

    • @BijoyDe-qr7lc
      @BijoyDe-qr7lc Год назад

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @startenglishtoday3756
      @startenglishtoday3756 Год назад +8

      😢

    • @johirulislam8845
      @johirulislam8845 Год назад

      ​@@startenglishtoday3756😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @jidan4264
      @jidan4264 Год назад

      ​@@startenglishtoday3756😢দ

    • @samimazad3115
      @samimazad3115 7 месяцев назад +1

      😢😓🧕🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸

  • @afrozaakhi7067
    @afrozaakhi7067 Год назад +150

    দেখতে দেখতে অনেক কান্না করেছি,,, কত অত্যাচারীত হচ্ছে ফিলিস্তিনিরা,,, আল্লাহ তাদের সহায় হোক

  • @mdmonsur2532
    @mdmonsur2532 Год назад +152

    গল্প টা সত্যি অসাধারণ 😢😢 আল্লাহ আপনি ফিলিস্তিনের মানুষদের হেফাজত করুন 🤲🤲

    • @BTSArmy-g2m
      @BTSArmy-g2m 7 месяцев назад

      আমিও BTS army

  • @আব্দুর-রহিম
    @আব্দুর-রহিম Год назад +523

    লজ্জার বিষয় কয়েকদিন হলো আমার ফিলিস্তিনি ভাই বোনদের কথা ভুলেই গিয়েছিলাম আপনার এই ভিডিও টি আমাকে আমার ফিলিস্তিনি ভাই বোনদের কথা স্বরণ করিয়ে দিল😢😢
    ধন্যবাদ আপনাকে। সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ আর হেফাজতে রাখুক।

    • @cinetubebangla
      @cinetubebangla  Год назад +24

      ❤️

    • @marjiyamostafakamal7453
      @marjiyamostafakamal7453 Год назад

      কয়েকদিন ধরে এই পৃথিবীর এত নিষ্ঠুরতা ওদের উপর যা হচ্ছে এইসব দেখে আমার মন চাচ্ছে পৃথিবী ছেড়ে চলে যায় আমার এই পৃথিবীতে বাঁচার কোন ইচ্ছা নাই এত নিষ্ঠুর পৃথিবীতে ..🐷🇮🇱🐷🇮🇱💩🇮🇱💩🇮🇱🐷🇮🇱💩🇮🇱🐷🇮🇱💩🇮🇱🐷🐖🐷🇮🇱🇮🇱🇮🇱💩💩💩🇮🇱🇮🇱🐷🐷🐷🐷💩💩💩💩💩

    • @sanzidahuq4982
      @sanzidahuq4982 Год назад +4

      Aamin

    • @sahibasiddikaahmed9004
      @sahibasiddikaahmed9004 Год назад +10

      Apne vulleo amar choke bar bar dekha dei shei choto choto bachcha gulor mrito deho 🥺🥺

    • @আব্দুর-রহিম
      @আব্দুর-রহিম Год назад

      @@sahibasiddikaahmed9004 🥺

  • @MdHumayan-c5p
    @MdHumayan-c5p Год назад +76

    এটা শুধু মুভি না । ফিলিস্তিনিদের প্রতি চিরকাল ভালোবাসা থাকবে

  • @jakirhossin656
    @jakirhossin656 Год назад +70

    সত্যি বলতে মুখে কিছু বলার ভাষা নেই। কষ্টে ভোকটা ফেটে যায়। বাট কিছু করতে পারি না। অনেক কষ্ট লাগে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য। দোয়া করি আল্লাহ যেন ওদের হেফাজতে রাখেন।😭😭😭😭

    • @AbcXyz-ek6re
      @AbcXyz-ek6re Год назад

      যারা নিহত হয়েছেন তারা ৭২ হুর নিয়ে আনন্দে আছে। আপনার নিজের চিন্তা করুন৷

  • @nusratjahannila2552
    @nusratjahannila2552 Год назад +229

    একটা মুসলিম দেশে বাস করেও কোথায় ফিলিস্তিনকে সমর্থন করবে তা না কোক স্টুডিওর গান প্রমোশন করছে।
    মুভিটা অসাধারণ ছিলো😢।সবাইকে ফিলিস্তিনদের পাশে দাড়ানো উচিৎ ❤️।
    #Freepalestine

    • @cinetubebangla
      @cinetubebangla  Год назад +4

      ❤️❤️

    • @Mariamgolpo
      @Mariamgolpo Год назад +1

      @@cinetubebangla ❤️❤️🤲

    • @priyaroy414
      @priyaroy414 Год назад

      যে ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে ভালোবাসে না তাঁরাই অমানুষ।

    • @mehrimarammu7391
      @mehrimarammu7391 Год назад

      ❤️❤️

    • @Radhedas9477
      @Radhedas9477 Год назад

      😂😂

  • @আব্দুর-রহিম
    @আব্দুর-রহিম Год назад +26

    আপনার মুভি বাছাই সবচেয়ে ইউনিক। সুশীল মানসম্মত আর হৃদয় ছুয়ে যাবার মতো মুভিগুলাই প্রাধান্য পায় আপনার চ্যানেলে, নতুন করে কিছু বলার অপেক্ষা রাখেনা। আপনি ভিডিও দেবেন আর সেটা হৃদয়ের গভীর পর্যন্ত পৌছাবেনা এরকমটা এখন পর্যন্ত হয়নি আর কখনো হবেও বলে আমার মনে হয় না একটা বিশ্বাস জমে গেছে আপনার প্রতি।
    আপনার জন্য দোয়া আর ভালোবাসা রইল প্রিয় ভাই❤❤

  • @nasrinmun
    @nasrinmun Год назад +29

    এই মুভির কাহিনী শুনে অঝোর ধারায় কেঁদেছি.... আল্লাহ, দয়া করুন সেই অসহায় মানুষদের, নিষ্পাপ হয়েও যারা প্রতিদিন মৃত্যু যন্ত্রণা ভোগ করছে....

  • @hasinakhatun8857
    @hasinakhatun8857 Год назад +62

    হৃদয় টা কষ্টে কেপে কেপে ওঠে প্যালেস্টাইন এর কথা শুনলে।অধিক বলার কোনো ভাষা নেই।🥺

  • @litonshah4311
    @litonshah4311 Год назад +24

    আসলে movie টি দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি, দুই পরিবারের হৃদয় ভাঙ্গা ও গড়ার সময়ের মধ্যে, আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। মুভিটা দেখে আমার মনে হলো, আমরা একই স্রষ্টার সৃষ্টি, দুনিয়াতে জম্ম নেওয়ার পর সব কিছু যেন ওলটপালট হয়ে যায়। এই মুভিটা দেখে মনে হল , সবচেয়ে বড় বিষয় হলো একজন, আরেক জনকে সম্মান করা, ভালবাসা ও মেনে নেওয়া অনেক জরুরী।

  • @ashfaqueuddin8455
    @ashfaqueuddin8455 Год назад +82

    অনেক ভালো লাগলো,এমন একটি মুভি। পৃথিবীতে প্রতিটি শিশু মুসলিম হিসেবে জন্ম গ্রহণ করে, কিন্তু পরিবেশ প্রেক্ষাপটে সেই ধর্মের হয়ে যায়। আসলেই অভাগা ইযরাঈলীরা যদি বুঝতো তাহলে এতো রক্তের হোলি খেলা চলত না। পৃথিবীটা সুন্দর থাকতো।

    • @smartzoon7094
      @smartzoon7094 Год назад +3

      জাকির নায়েকের মুরিদ😂

    • @AliHamza-kj7uc
      @AliHamza-kj7uc Год назад

      আমার তো মনে হয়,ইসরাইলিরা একটা মহাব্যর্থ উন্মাদ জাতি।কি চরম শাস্তিই না এদের কপালে আছে❗

    • @imammahadi0101
      @imammahadi0101 4 месяца назад

      আমি মনে করি প্রতিটি শিশু মানুষ হয়ে জন্ম নেয়।

    • @ashfaqueuddin8455
      @ashfaqueuddin8455 4 месяца назад

      ​@@smartzoon7094কি করে বুঝলেন, জাকির নায়েকের মুরিদ? আসলে মূর্খের সাথে তর্কে জড়িয়ে লাভ নেই। শুধু উপদেশ রইল আল - কুরআন বুঝার জন্য, অথবা যারা সঠিকভাবে বুঝেন, তাদের সংস্পর্শে যাওয়ার জন্য।

    • @ashfaqueuddin8455
      @ashfaqueuddin8455 4 месяца назад

      ​@imammahadi0101আপনি তো বলেছেন, আপনি মনে করেন যে, প্রতিটি শিশু মানুষ হয়ে জন্ম গ্রহণ করে। আর আমি আমার মনে করা বা ব্যক্তিগত মত দিয়ে বলিনি যে, প্রতিটি শিশু মুসলমান হয়ে জন্ম গ্রহণ করে কিন্তু পরিবেশ প্রেক্ষিতে সে সেই ধর্মের হয়ে যায়। তাই, অনুরোধ এবং উপদেশ রইল, হয় আপনি আল-কোরআন বুঝায় চেষ্টা করুন না হয় যিনি বা যারা আল-কোরআন সঠিকভাবে বুঝতে সক্ষম তাদের সংস্পর্শে যান। ধন্যবাদ।

  • @SaydulIslam-y6y
    @SaydulIslam-y6y Год назад +57

    হে আল্লাহ তুমি সকল ফিলিস্তিনি মুসলিমকে হেফাজত করো আমিন

    • @akhibagum4414
      @akhibagum4414 Год назад +2

      Aamin,summa Aamin.Aamin Ya Rabbul Alamin.

  • @kushikushi9940
    @kushikushi9940 Год назад +11

    খবই হৃদয় বিদারক ঘটনা। সত্যি এটা দেখে আসলেই চোখের পানি ধরে রাখা সম্ভব না। আল্লাহ যেন আমার সকল ফিলিস্তিনি মানুষদের হিফাজত করে 🥺🥺🥺🤲🤲🤲🤲🤲🤲🤲🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪 🇦🇪

  • @nasrinakter4172
    @nasrinakter4172 Год назад +48

    আহারে অসহায় মাজলুম ফিলিস্তিনি ভাইদের জিবনে ইজরায়েল একটা অভিশাপ। আল্লাহ আমাদের মুসলিম ফিলিস্তিনের ভাই বোনকে সাহায্য করুন আমিন

  • @nurkarim8028
    @nurkarim8028 Год назад +7

    আহা কি সুন্দর গল্প একদম মন ছুয়ে গেলো.....বাস্তব যদি এমন হতো❤।

  • @mdmannanctg2920
    @mdmannanctg2920 Год назад +15

    অনেক ভালোবাসা ফিলিস্তিনি,,,😢😢😢😢😢

  • @sharminrukaiya9626
    @sharminrukaiya9626 Год назад +32

    অযথাই কান্না আসছিল বারবার,,, অদ্ভুত এক দুঃখ ছুঁয়ে যাচ্ছিল,,,

  • @nowshadmiah1866
    @nowshadmiah1866 4 месяца назад +1

    হৃদয় টা ছিন্ন ছিন্ন হয়ে যায়,,, ভাষা হারিয়ে ফেলছি 😭😭😭😭

  • @mdafzalhossain5404
    @mdafzalhossain5404 Год назад +16

    ফিলিস্তিন নিয়ে আরও সিনামা সংক্ষেপ করুন। আরও দেখতে চাই
    ফিলিস্তিনিদের সম্পর্কে আরও জানতে চাই
    তাদের জন্য আরও কাঁদতে চাই
    আরও কিছু তো সম্ভব হচ্ছে না

  • @fatemaakter7941
    @fatemaakter7941 Год назад +4

    তোমার জন্য অনেক দোয়া করি ভাই। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন।
    তুমি তো হাত দিয়ে পার না অন্যায়ের বিরুদ্ধীতা করতে। তুমি কন্ঠ দিয়ে পার।আমাদেরকেও জাগ্রত করে দেও।

  • @Orangs9
    @Orangs9 Год назад +20

    মুভিটি যতক্ষণ দেখেছি অনবরত চোখের পানি পড়েছে আটকাতে পারিনি। 😓😓

  • @s.mabdulmabud
    @s.mabdulmabud Год назад +10

    সবার উপরে মানবিক ধর্ম‌ই মানুষের ধর্ম।
    সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নাই।।
    আল্লাহু আকবর।

  • @ambiakazy4959
    @ambiakazy4959 Год назад +27

    একদম বিচ্ছ্রি রকমের ইমোশনাল গল্প, যা দেখে শুধু কান্নাই করেছি। আর ফিল করার চেষ্টা করেছি, একটা মানুষ ১৮ বছের ধরে যাদের কে পরিবার ভেবেছে। হঠাৎ যদি জানতে পারে তারা তাদের পরিবার না। তখন একটা মানুষের অন্তরের মধ্যে কি চলতে থাকে 😭😭

  • @minijunior001
    @minijunior001 Год назад +22

    গল্পটা অসাধারণ। জোসেফ তার ঠিকানা খুঁজে পেয়েছে, কিন্তু ইয়াসিন কি করেছিল তা তো বলা হয়নি। সে কি তার বাবা-মার কাছে ফিরে গিয়েছিল? নাকি সে ফিলিস্তিনে থেকে গিয়েছিল।

  • @aminurrahman7911
    @aminurrahman7911 Год назад +61

    আল্লাহ সকল ফিলিস্তিনিদের হেফাজত করুক 🤲🤲

  • @ashiskarmakar6703
    @ashiskarmakar6703 Год назад +2

    সত্যি ........ 🙏আপনার বানানো গল্প গুলো দেখলে আমার চোখ বেয়ে শুধু পানি পড়তে থাকে। 😔😭😢😢😢 সত্যি অসাধারণ............ 🙏🙂❤️❤️

  • @moksadulislam686
    @moksadulislam686 9 месяцев назад +4

    ফিলিস্তিন আমার কলিজা যেখানে অনেক নবী রাসুল জন্ম হয়েছে আর আমার প্রান প্রিয় ভাই বোনরা বাস করে আল্লাহ্ তুমি তাদের হেফাজত করো আমিন।

  • @shaynasera
    @shaynasera Год назад +8

    আমার নিজেরও একটা তিন বছরের বেবি, যখন ওকে খাওয়াতে যাই আদর করি তখন যত ইন্টারনেটের ভিডিওর দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে আর সহ্য করতে পারিনা চোখের পানি গড়িয়ে পড়ে।

  • @ZaraKhan-xl7fz
    @ZaraKhan-xl7fz Год назад +11

    ভিডিও দেখার পুরোটা সময় ফিলিস্তিনের জন‍্য চোখের পানি ঝরেছে।😢😢😢😢😢😢

  • @md.shafiqulislamsiddique6292
    @md.shafiqulislamsiddique6292 Год назад +2

    সুন্দর মুভী , খুব ভালো । জীবন খুবই রহস্যময় । এক আল্লাহ সব মানুষ সৃষ্টি করেছেন । তারা ভিন্ন ভিন্ন ধর্ম পালন করে ভিন্ন হয়ে যায় । অস্ত্র তৈরী করে মানুষ হত্যা করে যা গ্রহনযোগ্য নয় ।আপনাকে ধন্যবাদ ।

  • @user-mysunrodela
    @user-mysunrodela Год назад +5

    অসাধারণ মুভি চোখের পানি চলে আসলো,,🇸🇦🕋🇵🇸🕌🥰💪🤲🕊️👈

  • @MehEdi-h4b
    @MehEdi-h4b Год назад +4

    ভাইয়া এরকম ফিলিস্তিনি মুভি আরো চাই❤❤❤

  • @Rainbow-Explainer
    @Rainbow-Explainer Год назад +22

    আল্লাহ ফিলিস্তিনি ভাইবোনদের সাহায্য করো 😢😢

  • @mdhossainali6885
    @mdhossainali6885 Год назад +1

    অসাধারণ একটি গল্প, আমার কান্না চেপে ধরে পুরো ভিডিও ক্লিপটি দেখলাম, জাযাকাল্লাহ্ খায়রান

  • @akhinaseem9960
    @akhinaseem9960 Год назад +13

    আল্লাহ ফিলিস্তিনর সাথে থাকবে ই ইনশাআল্লাহ ✌

  • @jannatulferdousi-z1n
    @jannatulferdousi-z1n Год назад +4

    সত্যি চোখে পানি ধরে রাখতে পারি নি
    অনেক সুন্দর মুভি। দেখে অনেক ভালো লাগলো❤

  • @sksikenderalam7168
    @sksikenderalam7168 Год назад +5

    গল্পের উপস্থাপন কারীকে অনেক ধন্যবাদ। রিয়ালিস্টিক । মানবতার কথা। অশ্রুসিক্ত কথা। ভাষায় প্রকাশ করা যায় না।

  • @sharminsalim7869
    @sharminsalim7869 7 месяцев назад +1

    চোখের পানি ধরে রাখতে পারছি না.. অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সিনেমার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য

  • @Samin-14y
    @Samin-14y Год назад +11

    আমি এক মুহুর্তের জন্য ফিলিস্তিন কে ভুলিনা। আমার আন্তর্জাতিক মাধ্যম গুলোতে তাদের জন্য লেখা অব্যাহত থাকবে আল্লাহ যতদিন কবুল করেন।

  • @AlamgirRinqo
    @AlamgirRinqo Год назад +2

    চোখে জল চলে আসছে , আমার জীবনের সেরা গল্প মনে হচ্ছে সত্যি অসাধারণ 😢😢 আল্লাহ আপনি ফিলিস্তিনের হেফাজত করুন আমিন 🤲🤲

  • @Mdsolaiman-t1b
    @Mdsolaiman-t1b Год назад +5

    হে আললাহ , তুমি ফিলিস্তিনের মুসলিম ভাই ও বোনদের সাহায্য করুন
    আমিন ।।।

  • @Secrettalk-w8i
    @Secrettalk-w8i 9 месяцев назад +5

    চোখে পানি চলে এসেছে , আমাদের নবীজি ফিলিস্তিনিদের জন্য দোয়া করে গেছেন।

  • @SumaiyaSultana-zy3ct
    @SumaiyaSultana-zy3ct Год назад +4

    গল্পটা সত্যি অনেক অসাধারণ হয়েছে ❤❤

  • @MahmudHossain-q4f
    @MahmudHossain-q4f Год назад +2

    মনের অজান্তে চোখের পানি বেরিয়ে গেল চাপা একটা কস্ট বুকের ভিতর আছড়ে পরলো আপন জন হারানো কি জারা তা বোজা গেল আর এই অবস্থা শবাই বুঝতে পারলে কস্ট থাকতো না আল্লাহ ফিলিস্তিন সহ সবাইকে হেফাজত করুন আমিন ।

  • @BD-23
    @BD-23 Год назад +5

    ভাই অনেক কষ্ট লাগছে মুভিটা দেখে সত্যি
    ফিলিস্তিনী ভাইদের জন্যে আমরা কিছুই করতে পারি নাই।😢😢😢

  • @zhumur90
    @zhumur90 Год назад +1

    খুব বেশি সুন্দর লাগ্লো ভাইয়া সত্যিই খুব অসাধারণ হয়েছে আপনার বলাটাও ভাইয়া❤।

  • @akhinaseem9960
    @akhinaseem9960 Год назад +15

    আল্লাহ ফিলিস্তিনর সাথে থাকে ইনশাআল্লাহ

  • @MdOmorfaruk-sh1ko
    @MdOmorfaruk-sh1ko Год назад +6

    ঘটনা যাই হোক চোখের পানি যতই গড়াক তবুও ফিলিস্তিন স্বাধীন হোক।

  • @jeoarin
    @jeoarin Год назад +9

    গত এক মাস ধরে ফিলিস্তিনের সাথে ইজরাইলের যে মুমূর্ষ অবস্তা চলছে তা নিয়ে কি আর বলবো। আমরা শুধু facebook instagram বিভিন্ন সাইডে এসব অবস্থা দেখি এবং কিছুক্ষণ পর তা আবার ভুলে যাই

  • @Shadin-jl8rw
    @Shadin-jl8rw Год назад +2

    অনেক ভালো হয়েছে ভাই পরবর্তী ভিডিওটা একটু তাড়াতাড়ি দেবেন ❤❤

  • @razumastan
    @razumastan Год назад +6

    ফিলিস্তানের জয় হবে ইনশাল্লাহ ❤❤❤

  • @MDARIFULISLAMRABBI-l3q
    @MDARIFULISLAMRABBI-l3q Год назад +4

    “সে মুমিন নয়, যে নিজে পেট পূরে খায় আর পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে।” [বায়হাকী]
    - হযরত মুহাম্মদ (সাঃ)

  • @snehacreation3097
    @snehacreation3097 Год назад +8

    মুভিটি দেখার পর ২মিনিট থেকে ভাবছি আমি কি লিখবো কমেন্টে আসলে আমি ভাষাহীন। ভাইয়া আপনাকে অনেক অনেক শুকরিয়া এই মুভিটা এক্সপ্লেইন করার জন্য 😢😢

  • @tahminalovely9336
    @tahminalovely9336 Год назад +1

    অনেক সুন্দর মুভিটা দেখতে আমার খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া ❤

  • @azmiakter104
    @azmiakter104 Год назад +14

    অনেক মুসলিম এখনো ফিলিস্তিনিদের ব্যাপারে উদাসীন অথচ মুসলমানদের এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন

  • @rxraisterjunior
    @rxraisterjunior Год назад +1

    vaiya arokom akta movi dawar Jonno Apnake Thanks❤❤

  • @josnaakter6605
    @josnaakter6605 Год назад +4

    বিডিওটি দেখে কান্না থামাতে পারেনি 😢😢😢

  • @raigelgaming9007
    @raigelgaming9007 Год назад +2

    চোখের পানি ধরে রাখতে পারি নি।। 😢😢

  • @yeameansweety2936
    @yeameansweety2936 Год назад +4

    ভাই কান্নায় দুই চোখ বিজে গেছে 😢😢😢😢😢😢

  • @golammostafa2691
    @golammostafa2691 Год назад +1

    মুভি টা অসাধারণ ছিল। ফিলিস্তিনের প্রতি ভালোবাসা আরও একধাপ বেরে গেলো।

  • @MDAshrafOuddinBokl-hi8oz
    @MDAshrafOuddinBokl-hi8oz Год назад +2

    এক কথায় এই মুভিটা অসাধারণ।❤

  • @hope_jannat
    @hope_jannat Год назад +1

    Hridoy chiye gelo vai❤❤

  • @Jannatkh-p9d
    @Jannatkh-p9d Год назад +5

    আল্লাহ্ আমাদের ফিলিস্তিনিদের সাহায্য করুক 😭😭😭

  • @mystereo10
    @mystereo10 Год назад +4

    আল্লাহ নিজের হাতেই ফিলিস্তিনি মুসলিমদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ মজলুমদের দোয়া দ্রুত কবুল করেন।

  • @samiruhul3051
    @samiruhul3051 Год назад +1

    অসাধারণ কাহিনি। মন ছুয়ে গেলো

  • @Bondhon4313
    @Bondhon4313 Год назад +6

    গাঁ শিউরে উঠেছে এই movie দেখে😢

  • @nazwa1245
    @nazwa1245 Год назад +2

    আপনার মুভি গুলা মন ছুয়ে যাই,বরাবরের মতোই অসাধারণ❤❤

  • @Butterfly-o1h
    @Butterfly-o1h Год назад +3

    শুধু এইটুকুই বলতে চাই মানুষ কতটা অকৃতজ্ঞ হতে পারে তা ইসরায়েলিদের দেখেই বুঝা যায় । যাই হোক অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে তুলে ধরার জন্য❤

  • @shaheenaruni2899
    @shaheenaruni2899 Год назад

    Thanks Aponak Amon sundor akta vedeo bananor Jonno Felisthin or Israel judho bondho hole khub Khushi hotam

  • @shortvideoeditor24
    @shortvideoeditor24 Год назад +3

    অসাধারণ মুভি 🇵🇸😭

  • @MdNayem-ro3id
    @MdNayem-ro3id Год назад +1

    এক কথায় বলতে অসাধারণ 🥰🥰🥰

  • @mdlabib-zy6qv
    @mdlabib-zy6qv Год назад +5

    আলহামদুলিল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মানুষকে রক্ষা করুন আমিন

  • @BTS-Army-76
    @BTS-Army-76 Год назад +1

    golpo ta shotti mon chuye jaoyar moto 💜r apnar last er kotha gulo ekdom right chilo🙂 it's our Bangladesh 💔

  • @sumiakhter599
    @sumiakhter599 Год назад +3

    ভাই রে ' কি করে তোমাকে বোঝাবো Allahr এই দুনিয়াই সব কিছুই আজব ছবিটা দেখে বুকের ভেতোরেফেটে গিয়েছে " ভালো থাকো ভাই

  • @nazrulislam-ex9wt
    @nazrulislam-ex9wt 9 месяцев назад

    হৃদয় বিদারক ছবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তুমি ফিলিস্তিনিদের হেফাজত করো।

  • @FarhanaAjmi
    @FarhanaAjmi Год назад +4

    আল্লাহ সকল ফিলিস্তিনি দের হেফাজত করুক

  • @MursalimMallick-h6f
    @MursalimMallick-h6f 6 месяцев назад +1

    শেরও মুভি আপডেট করো আপনার কন্ঠে শুনতে চাই এই মুভিটা একটি সত্য ঘটনা নিবেদিত মুভি🙏🙏❤

  • @ismetajahan
    @ismetajahan Год назад +4

    দেখতে দেখতে দুই চোখ দিয়ে পানি জরছিলো❤❤❤

  • @MdShahadat-c1v
    @MdShahadat-c1v Год назад

    খুব ভালো লাগলো ধন্যবাদ, মানুষের জন্য মানুষের মাঝে ভালো বাসা সৃষ্টি করা উচিত,

  • @karimvlog5381
    @karimvlog5381 Год назад +3

    আল্লাহ ফিলিস্তিনের মানুষের সাথে আছেন, ইনশাআল্লাহ

  • @Mr_editor765
    @Mr_editor765 Год назад +1

    অনেক ভালো লাগলো ❤ সত্যিই মনে থাকবে সারাজীবন ❤ আপনার কাছে একটা অনুরোধ করবো দয়া করে রাখবেন। কথা গুলো একটু আওয়াজ করে বা যোরে বলবেন প্লিজ 🙏 । ইনশাআল্লাহ এগিয়ে যান ধন্যবাদ আপনাকে ❤

  • @MDSohrabAliHowlander
    @MDSohrabAliHowlander Год назад +5

    এটাই মানুষ ও মানবতার প্রকৃত চিত্র।মাতৃত্ব বা পিতৃত্বের মাঝে কাঁটাতার কোন বাধা নয়।তাহলে বাধাটা কী? ধর্ম না রাজনীতি? অজুহাত না ভণ্ডামী, না অন্যকিছু।

  • @JoynalAbedin-c9q
    @JoynalAbedin-c9q Год назад +1

    সত্যিই মুভিটি অসাধারণ। সত্যি সত্যিই এই দুই পরিবারের মত যদি ফিলিস্তিন ও ইসরায়েলের সম্পর্কটা এমনি হতো তাহলে আজ আমাদেরকে আর কোন শিশু বা মা বাবার লাশ দেখতে হতো না।হে আল্লাহ আপনি সমস্ত নিহত ফিলিস্তিনি ভাই বোনদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন।তাদেরকে আপনি জান্নাতের আলা মাকামে আসিন করুন।আমিন

  • @taebayeasminmeem3737
    @taebayeasminmeem3737 Год назад

    আপনাকে ধন্যবাদ। এমন সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য।

  • @Tigerum
    @Tigerum Год назад +4

    As a human, I love this movie very ! Actually if we judge by humbleness, I I promised everyone in the Palestinian always be humble ❤. But they does not like to slavery to other. Allah may save them endgame them endgame 🎉🎉🎉

  • @MehediHasan-jq6cy
    @MehediHasan-jq6cy 3 месяца назад

    ভাইয়া এরকম ফিলিস্তিনের মুভি গুলো আরো দেখতে চাই ❤❤❤

  • @Jorna-nj1gc
    @Jorna-nj1gc Год назад +5

    আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করুন আমিন

  • @seyamahmed3459
    @seyamahmed3459 Год назад +1

    মনের অজান্তেই চোখের পানি বাঁধা মানছিলোনা

  • @skbadsha04
    @skbadsha04 Год назад +2

    এক কথায় অসাধারণ❤😢

  • @jerinaayat383
    @jerinaayat383 11 месяцев назад

    এতো সুন্দর একটা Movie explain করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ❤। আমার কাছে তো অনেক ভাল লেগেছে। But ফিলিস্তিনের মানুষদের আল্লাহ্ তাআলা সাহায্য করুক

  • @abdullahalamin6907
    @abdullahalamin6907 Год назад

    আপনার বাংলা ডাব্লিং অনেক ভালো হয়েছে। আমি আপনার এই ভিডিওটি শেয়ার করেছি।

  • @care.bangla
    @care.bangla 6 месяцев назад

    ভালো লাগলো। অনেক ধন্যবাদ ♥️

  • @sumayashimu8606
    @sumayashimu8606 Год назад

    Onk emotional akta movie, thank u very much amn akta movie explaine korar jonno

  • @nusratjahanmridula4432
    @nusratjahanmridula4432 Год назад

    Apni khb e vlo. Mohan Allah paak apnr upor rahmat borson koruk. Amin❤❤

  • @KidsStorybyBanhi
    @KidsStorybyBanhi Год назад

    চমৎকার এই ভিডিওটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

  • @kaisernazahmed8981
    @kaisernazahmed8981 Год назад +2

    THE STORY AND PRESENTING VOICE IS VERY MUCH MIND BLOWING . ALLAH IS GREAT

  • @taifurahmed8418
    @taifurahmed8418 Год назад +2

    কান্না আসলো ফিলিস্তিনিদের জন্য 😢😢😢😢😢😢😢

  • @Sumona-s7h
    @Sumona-s7h Год назад

    apnar movie explenation onek sundor❤❤..apnar pottek ta vedio heartfull❤

  • @aldin2822
    @aldin2822 Год назад +2

    I really liked the story bro.🥰
    The story is really amazing 😢😢. May Allah protect the people of Palestine 🤲🤲