নারায়নগঞ্জের দাসেরগাঁওয়ের এস এস ক্যাটল ফামের্র স্বত্বাধিকারী মো. লুৎফর রহমান স্বপন ১৩ আগস্ট ২০২৩ তারিখে মৃত্যবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০২১ সালের জুলাই মাসে হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে তাঁর খামারের ওপর একটি প্রতিবেদন তুলে ধরেছিলাম। তিনি দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসে দেশে খামার গড়ে অনেক তরুণের কাছে হয়েছেন অনুপ্রেরণা। একজন সৃজনশীল কৃষি উদ্যোক্তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
কৃষকের ব্যার্থতার গল্প শুনার মতো কেউ নাই, শাইখ সিরাজ সাহেবও শুধু কৃষকের সফলতার গল্প বলেন, কষ্টের কথা বলতে বা শুনতে দেখি নাই। শহরে যেই ফুলকপি আমরা ৫০ টাকায় কিনি, কৃষক মাঠে সেটা মাত্র ৫টাকায় বিক্রি করে। এ বিষয়ে কিছু মিডিয়ায় নিউজ করা হলেও সিরাজ সাহেব সবসময় নিরব দর্শকের ভূমিকায় থেকেছেন।
অসাধারণ, খুব সুন্দর এই খামার টি একজন শিক্ষিত মানুষ যে এই সেক্টরে এত বড় বাজেটের টাকা ইনভেস্ট করবে জানা ছিল না দোয়া করি আল্লাহ যেন তার খামার টিকে সফল ভাবে পরিচালনা করার তৌফিক দান করেন।
ভাই আপনি যদি সৎ থাকেন লোকজন একসময় জানবে এবং বিশ্বাস করবে। তখন আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবেনা ইনশাআল্লাহ। পরিশ্রম করুন, সৎ থাকুন সফলতা আসবেই ইনশাআল্লাহ।
এই দেশে শিক্ষিত ৮০% কৃষক তৈরী হয়েছে শাইখ সিরাজের জন্য৷ দেশ তার অবদান কখনোই ভুলবে না। শাইখ সিরাজকে আল্লাহ আরো অনেক দিন আমাদের মাঝে বাচিয়ে রাখেন। তার মত লোক দেশের জন্য বড়ই প্রয়োজন।
ওনাকে দেখে চেয়ে থাকা ছাড়া আমাদের মতো সাধারণ ছেলেদের আর তেমন কিছুই করার নাই। কারণ, ওনি নিজেও ধনী এবং পারিবারিক ভাবেও বিত্তবান। তবুও ওনার প্রতি ভালোবাসা রইলো....!! আল্লাহ যেন ওনার খামারে বরকত দান করেন
প্রিয় শায়েক সিরাজ স্যারকে বাংলাদেশের কৃষি মিনিস্টার বানানোর জোড় দাবি জানাচ্ছি। কেননা আল্লাহ তায়ালার অনুগ্রহে তিনি বাংলার কৃষি কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তার প্রতি আমার দোয়া রইলো,,,,তার সকল ভিডিও আমি নিয়মিত দেখি বরিশাল থেকে,,,,,,,,,।
এই খামারের মালিক কে দেখে এবং উনার কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছে উনি একজন ভালো মনের মানুষ।উনার মতো মানুষরাই পারে আমাদের সমাজ কে পাল্টে দিতে।আর জনাব সাইখ সিরাজ আংকেল আপনার তো কোন তুলনাই হয় না।
৫৫৯. সালামের উত্তর শুনিয়ে না দেওয়ার ক্ষতি হযরতওয়ালা মুফতী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সালামের উত্তর শুনিয়ে দেওয়া ওয়াজিব। অনেককে দেখা যায় উত্তর শুনিয়ে দেয় না। হাত দিয়ে ইশারা করে বা মাথা নেড়ে উত্তর দেয়। কিন্তু এভাবে উত্তর দেওয়ার অনেক ক্ষতি আছে। ১. নিজের অহংকার বৃদ্ধি পায়, অন্যকে হেয় মনে হতে থাকে। ২. সালামদাতার অন্তরে কষ্ট দেওয়া হয়। আর কোন ব্যক্তিকে কষ্ট দেওয়া হারাম, কবিরাহ গুনাহ। শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক দা.বা. জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসা
লুৎফর রহমান স্বপন ভাইয়ের মেয়ের কথা শুনে আমার হৃদয় ভরে গেছে। আপুর মাঝে দেশপ্রেম দেখে আমি মুগ্ধ আসলে সবাই আমারা দেশকে ভালবাসি। কিন্তু কিছু অসাধু মানুষের জন্যই আমাদের দেশ এগিয়ে যেতে পারেনা। ধন্যবাদ শেখ সিরাজ স্যারকে।
@@043mehdi ইউরোপ আমেরিকা কৃষি দিয়ে অনেক উন্নত। ফলমুল শস্য উৎপাদন করে। জাপান ভর্তুকি দেয় কৃষিতে৷ আমার কথাটির তাতপর্য বুঝেন নি। সামান্য একটি যুদ্ধ হলে আমদানি রপ্তানি বন্ধ হয়ে দুর্ভিক্ষ তৈরি হয়ব।মরুভূমির দেশ দুবাই কাতার এরা বিশ্বের অন্যতম ধনি কিন্তু এই উন্নয়ন যেকোনো সময় ধসে পরতে পারে তাই তারাও গ্রীন হাউস পদ্ধতিতে ব্যপক খরচ করে কৃষি খাতে ইনভেস্ট করেছে।
@@greenmango7184 Read my comment again. I said 'Central Europe'. If you go to a central European supermarket, 90% products are imported. It's all written on the product label sticker, they don't hide it here.
@@043mehdiভাই সেন্ট্রাল ইউরোপের দেশ ইউকে, ফ্রান্স, থেকে প্রচুর ফলমুল রপ্তানি হয় আরব দেশগুলোতে। সুইজারল্যন্ড থেকে প্রচুর চিজ আসে।বিশ্বে মুক্ত বানিজ্য ও বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসের কারনে হয়ত অনেক দেশ থেকে আমদানি হয় ওখানেও। আরব দেশগুলোতে ভাল ব্রান্ডের সুপারশপের অধিকাংশ ফলমুল, মাংস, দুগ্ধজাত খাদ্য, শাকসবজি, প্যকেটজাত খাদ্য, ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে আসে।
সাইখ সিরাজ সাহেব কৃষি আলোর দিশারী এই বাংলাদেশে! স্বপন সাহেবকে আন্তরিক ধন্যবাদ কৃষি নিয়ে এই অসম্ভব উন্নয়নের ভাবনার জন্য! আপনারাই দেশের প্রকৃত সম্পদ! আপনার ছেলে ও মেয়েকে বিশেষ ধন্যবাদ দেশের প্রতি , কৃষির প্রতি অকৃত্রিম অনুভূতির জন্য! সবাইকে ধন্যবাদ!
ভারতের ত্রিপুরা থেকে বলছি শেখ সিরাজের এই প্রোগাম অনেক বছর থেকে দেখছি এত সুন্দর অনেক প্রতিভাবান এটা দেখে অনেক উপকার পেয়েছেন। সেলুট জানাই শেখ সিরাজকে বাংলাদেশের মানুষ এবং আমারও মনে রাখব।তবে হা বাংলাদেশের ইত্যাদি প্রোগাম টা ও আমাদের ভাল লাগে। নমস্কার।
স্যার, আমি আপনার শেষ বার্তাটি শুনে সত্যিই মুগ্ধ হয়েছি যা আপনি এখানে প্রদান করেছেন। এবং যিনি এই অসামান্য কাজটি করছেন তাকে অনেক ধন্যবাদ। জৈব কৃষি একটি সুস্থ ও রোগমুক্ত জাতি গঠনের পথ প্রশস্ত করে। ইদানিং মানুষ বোধহয় সততা পুরোপুরি ভুলে গেছে। তারা শুধু যে কোনো উপায়ে লাভের কথা ভাবে। এ কারণে মানুষ বারবার খাবারে ভেজাল দিচ্ছে যা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ৪০-এর পর প্রায় প্রতিটি মানুষই পুষ্টির অভাবে নানা রোগে আক্রান্ত হয়। অনাকাঙ্খিত রোগ প্রতিরোধে আমাদের খাবার টেবিলে সুষম খাবার যোগ করা উচিত।
নারায়নগঞ্জের দাসেরগাঁওয়ের এস এস ক্যাটল ফামের্র স্বত্বাধিকারী মো. লুৎফর রহমান স্বপন ১৩ আগস্ট ২০২৩ তারিখে মৃত্যবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০২১ সালের জুলাই মাসে হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে তাঁর খামারের ওপর একটি প্রতিবেদন তুলে ধরেছিলাম। তিনি দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসে দেশে খামার গড়ে অনেক তরুণের কাছে হয়েছেন অনুপ্রেরণা। একজন সৃজনশীল কৃষি উদ্যোক্তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
Innanillahi owa inna elaihi rajiun.
স্যার পোল্ট্রি খাত আজ বিলিনের পথে কিছু করুন স্যার
কৃষকের ব্যার্থতার গল্প শুনার মতো কেউ নাই, শাইখ সিরাজ সাহেবও শুধু কৃষকের সফলতার গল্প বলেন, কষ্টের কথা বলতে বা শুনতে দেখি নাই।
শহরে যেই ফুলকপি আমরা ৫০ টাকায় কিনি, কৃষক মাঠে সেটা মাত্র ৫টাকায় বিক্রি করে। এ বিষয়ে কিছু মিডিয়ায় নিউজ করা হলেও সিরাজ সাহেব সবসময় নিরব দর্শকের ভূমিকায় থেকেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ❤🖤💝
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ তায়ালা রব্বুল আলামীন তাকে বেহেশত নসিব করুন
প্রোগ্রাম টা খুব সুন্দর ছিল❤️❤️ যত বেশি শিক্ষিত মানুষ কৃষিতে আসবে দেশের কৃষির উন্নতি হবে ততো বেশি
🥰
Asbo akdin insallha akhon japan a aci ar computer 💻 ar dike takaite iccha kore na chokh betha kore .. krisi ke valo basi
@@rose1130 চলে আসেন ভাই
@@daudkhan5995 insallha brother asbo corona ta ses hok
Savabik hoy nai akhono …
SOB THEKE BESI OBODAN JARA MATHAR GHAM PAYE FELE MATHE KAJ KOREN
আল্লাহ তুমি আমাকেও এরকম একজন খামারি হিসেবে কবুল করেন
aminnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn
Amin
amin
আমিন
আমিন
অসাধারণ, খুব সুন্দর এই খামার টি একজন শিক্ষিত মানুষ যে এই সেক্টরে এত বড় বাজেটের টাকা ইনভেস্ট করবে জানা ছিল না দোয়া করি আল্লাহ যেন তার খামার টিকে সফল ভাবে পরিচালনা করার তৌফিক দান করেন।
আল্লাহ আমি প্রথম ছয়টা গাভী দিয়ে খামার শুরু করেছি তুমি আমাকে উনার মত বড় খামারি হিসাবে কবুল করেন আমিন
Ameen
ভাই আপনি যদি সৎ থাকেন লোকজন একসময় জানবে এবং বিশ্বাস করবে। তখন আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবেনা ইনশাআল্লাহ। পরিশ্রম করুন, সৎ থাকুন সফলতা আসবেই ইনশাআল্লাহ।
amin
Bortomane koyta ase vai?
ভাই এখন আপনার খামারে গরু কয়টা
মাশাআল্লাহ স্যারের আজকের প্রতিবেদনটি অনেক অনেক সুন্দর হয়েছে এবং লুত্ফুর রহমান ভাই একজন অনেক ভালো মানুষ, দোয়া রইল ভাই এগিয়ে যান।
আল্লাহ আপনাকে আরও বড় করুক। উনার মানসিকতা অনেক বড়।
আমিন
আমিন আমিন আমিন
এই দেশে শিক্ষিত ৮০% কৃষক তৈরী হয়েছে শাইখ সিরাজের জন্য৷ দেশ তার অবদান কখনোই ভুলবে না। শাইখ সিরাজকে আল্লাহ আরো অনেক দিন আমাদের মাঝে বাচিয়ে রাখেন। তার মত লোক দেশের জন্য বড়ই প্রয়োজন।
"আমাদের দেশে হবে সেই ছেলে কবে"
আজ একজন 'সেই' ছেলের দেখা পেলাম। হ্যাটস অফ!
মা শাহ্ আল্লাহ্
তিনি নিজেও খুব ভালো মানুষ।
তিনি তার সন্তানদেরও ভালো ভাবে বড় করেছেন।
এই লোকের কত অর্থ আছে
হইতো সে নিজেই জানেনা
তাও তার কথাই কোন রকম অহংকার প্রকাশ পায়নাই
আলহামদুলিল্লাহ
ওনাকে দেখে চেয়ে থাকা ছাড়া আমাদের মতো সাধারণ ছেলেদের আর তেমন কিছুই করার নাই। কারণ, ওনি নিজেও ধনী এবং পারিবারিক ভাবেও বিত্তবান। তবুও ওনার প্রতি ভালোবাসা রইলো....!!
আল্লাহ যেন ওনার খামারে বরকত দান করেন
আপনি কৃষি মন্ত্রী হলে আজকে বাংলাদেশ শতভাগ সাফল্য অর্জন করতো কৃষিতে। খুব আশা আপনাকে কৃষি মন্ত্রী হিসেবে দেখার। আল্লাহ আপনাকে ভালো রাখুন
যত গর্জে তত বর্ষে না।
সে ঠিক থাকতে পারবে না, বাকি মন্ত্রীরা ভালো থাকতে দিবে না।
Right
You are negative person
আমি একটা ফেইসবুক পেইজ খুলেছি যেটার নাম দিয়েছি এমন " শায়খ সিরাজকে কৃষি মন্ত্রি হিসেবে দেখতে চাই "
খামারের অনেক স্থানে(মাশা-আল্লাহ) লেখা দেখে ভাল লাগল।।।।
best of luck...
প্রিয় শায়েক সিরাজ স্যারকে বাংলাদেশের কৃষি মিনিস্টার বানানোর জোড় দাবি জানাচ্ছি। কেননা আল্লাহ তায়ালার অনুগ্রহে তিনি বাংলার কৃষি কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তার প্রতি আমার দোয়া রইলো,,,,তার সকল ভিডিও আমি নিয়মিত দেখি বরিশাল থেকে,,,,,,,,,।
একমত
Very good idea.
নারায়নগঞ্জ দাসের গাঁও কোন থানায় জিানতে আগ্রহী।
মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ফার্মটা আল্লাহ পাক ওনাকে আরও রহমত দান করুক। আমিন
এই খামারের মালিক কে দেখে এবং উনার কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছে উনি একজন ভালো মনের মানুষ।উনার মতো মানুষরাই পারে আমাদের সমাজ কে পাল্টে দিতে।আর জনাব সাইখ সিরাজ আংকেল আপনার তো কোন তুলনাই হয় না।
অসাধারণ একজন সুশিক্ষিত ব্যক্তির কৃষি খামার। শুভ কামনা রইল।
শাইখ সিরাজ স্যার একটি বাস্তব কথা বলেন তাই উনাকে ভালো লাগে।
আমার দেখা সব থেকে সুন্দর এবং গুছানো একটা ফার্ম।আল্লাহ যেন আমাকে এরকম একটা ফার্ম করার তাওফিক দান করেন।
আমীন
আমিন
@@itzsaimyt05 ধন্যবাদ
আপনার মতো আরও অনেক কিছু কিছু মানুষ আছে
যাদের জন্য আজ বাংলাদেশ বেঁচে আছে 😍🥰😘
হে আল্লাহ আপনি এই স্যারকে( ১৫০-বছর) হায়াত বাড়িয়ে দিন। উনাকে এবং পরিবারকে হেফাজতে রাখেন। আমিন
১৫০ বছর বাঁচার চেয়ে নেক হায়াত পাওয়া টা জরুরী! বার্ধক্যের কষ্ট অনেক কঠিন।
Amin💝
আমিন
Amin
@@allaboutbangladesh7964 ঈ
আল্লাহ পাকের চারটি রহমত
যা বেশীর ভাগ মানুষের পছন্দ নয়ঃ
১. কন্যা সন্তান ।
২. মেহমান ।
৩. বৃষ্টি ।
৪. রোগ বা অসুস্থতা ।
৫৫৯. সালামের উত্তর শুনিয়ে না দেওয়ার ক্ষতি
হযরতওয়ালা মুফতী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সালামের উত্তর শুনিয়ে দেওয়া ওয়াজিব। অনেককে দেখা যায় উত্তর শুনিয়ে দেয় না। হাত দিয়ে ইশারা করে বা মাথা নেড়ে উত্তর দেয়। কিন্তু এভাবে উত্তর দেওয়ার অনেক ক্ষতি আছে।
১. নিজের অহংকার বৃদ্ধি পায়, অন্যকে হেয় মনে হতে থাকে।
২. সালামদাতার অন্তরে কষ্ট দেওয়া হয়। আর কোন ব্যক্তিকে কষ্ট দেওয়া হারাম, কবিরাহ গুনাহ।
শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক দা.বা.
জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসা
সঠিক ।
লুৎফর রহমান স্বপন ভাইয়ের মেয়ের কথা শুনে আমার হৃদয় ভরে গেছে। আপুর মাঝে দেশপ্রেম দেখে আমি মুগ্ধ আসলে সবাই আমারা দেশকে ভালবাসি। কিন্তু কিছু অসাধু মানুষের জন্যই আমাদের দেশ এগিয়ে যেতে পারেনা।
ধন্যবাদ
শেখ সিরাজ স্যারকে।
@Mehnuma Mahzabin welcome
স্যার অনেক দিন পরে আপনার অনুষ্ঠান দেখলাম অনেক ভালো লাগলো
মাশাল্লাহ্ আল্লাহ্ উনার খামারে রহমত ও বরকত দান করুক ও শাইখ সিরাজ স্যার কে ধন্যবাদ ❤❤
খুব সুন্দর খামার। ইনশাআল্লাহ আমারও একরম খামার করার স্বপ্ন আছে।
আল্লাহ যেন কবুল করেন।
আপনার সাথে একমত।আধুনিক কৃষির অনুপ্রেরণা ও শিক্ষার মূল কারিগর স্যার আপনি।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
খুব ভালো লাগলো আমারো আশা আছে কিন্তু অর্থের অভাবে এতোটা পারবো না
অনেক দিন পরে নতুন প্রতিবেদন দেখে খুব ভালো লাগছে
ভাই সত্য কথা বলেছেন যে শাইখ সিরাজ স্যার অসাধারণ মাটির মানুষ
একটি দেশ তখনই উন্নত যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আর সেটা সম্ভব শিক্ষিত কৃষক দিয়েই।
wrong. Example: Central Europe. they import almost 90% foods
@@043mehdi ইউরোপ আমেরিকা কৃষি দিয়ে অনেক উন্নত। ফলমুল শস্য উৎপাদন করে। জাপান ভর্তুকি দেয় কৃষিতে৷ আমার কথাটির তাতপর্য বুঝেন নি। সামান্য একটি যুদ্ধ হলে আমদানি রপ্তানি বন্ধ হয়ে দুর্ভিক্ষ তৈরি হয়ব।মরুভূমির দেশ দুবাই কাতার এরা বিশ্বের অন্যতম ধনি কিন্তু এই উন্নয়ন যেকোনো সময় ধসে পরতে পারে তাই তারাও গ্রীন হাউস পদ্ধতিতে ব্যপক খরচ করে কৃষি খাতে ইনভেস্ট করেছে।
@@greenmango7184 Read my comment again. I said 'Central Europe'. If you go to a central European supermarket, 90% products are imported. It's all written on the product label sticker, they don't hide it here.
@@043mehdiভাই সেন্ট্রাল ইউরোপের দেশ ইউকে, ফ্রান্স, থেকে প্রচুর ফলমুল রপ্তানি হয় আরব দেশগুলোতে। সুইজারল্যন্ড থেকে প্রচুর চিজ আসে।বিশ্বে মুক্ত বানিজ্য ও বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসের কারনে হয়ত অনেক দেশ থেকে আমদানি হয় ওখানেও। আরব দেশগুলোতে ভাল ব্রান্ডের সুপারশপের অধিকাংশ ফলমুল, মাংস, দুগ্ধজাত খাদ্য, শাকসবজি, প্যকেটজাত খাদ্য, ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে আসে।
@mr sifat We were talking about first world nations, not the capability of super powers.
কুমিল্লা বুড়িচং থেকে সুন্দর একটা ভিডিও ধন্যবাদ ভাই
আমার বাবা ১টা গরু দিয়ে খামার সুরু করছিল
আলহামদুলিল্লাহ এখুন আমার বাবা খামার ৪ টিগরু আসাই আসি ৮টি কিনব ইন্সাল্লাহ❣️
আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। দোয়া ও শুভকামনা রইল।
প্রোগ্রামটা অসাধারণ ছিল ধন্যবাদ,, স্যার🙏🙏❤️আমি কাতার থেকে বলচি 🇧🇩🇶🇦
এই কাতার,, সালাম রে..
@@shykhseraj sir ami khamare kaj korte cai
@@debopriyodas7169 🙄😁😁😁
সাইখ সিরাজ সাহেব কৃষি আলোর দিশারী এই বাংলাদেশে! স্বপন সাহেবকে আন্তরিক ধন্যবাদ কৃষি নিয়ে এই অসম্ভব উন্নয়নের ভাবনার জন্য! আপনারাই দেশের প্রকৃত সম্পদ! আপনার ছেলে ও মেয়েকে বিশেষ ধন্যবাদ দেশের প্রতি , কৃষির প্রতি অকৃত্রিম অনুভূতির জন্য! সবাইকে ধন্যবাদ!
এই প্রতিবেদন টার অপেক্ষায় ছিলাম ধন্যবাদ
আমি ও ছিলাম
অনেক অনেক ভালো কাজ। মন জুড়ে গেল। আলহামদুলিল্লাহ।
আমার ও একটা অনেক বড় ইচ্ছা একটি গরুর খামার করবো গ্রামের বাড়িতে, ইনশাআল্লাহ হয়ে যাবে..💝
Same
মাশাল্লা খুব সুন্দর এইরকম উদ্যোক্তা বাংলার ঘরে ঘরে তৈরি হোক
মন জুড়িয়ে যায়,অসংখ্য ধন্যবাদ
জাযাকাল্লাহ খায়ের ওয়া আলসানুল
👉🧡যে ব্যাক্তি, ধোয্যশীল যে ব্যাক্তি, কর্মশীল সে কখনো অভাবী থাকে না। নিশ্চয়ই আল্লাহ্ তাকে সফলতা দান করেন আমিন।🧡👈
ভালো লাগলো, আগামিতে আল্লাহ যদি চায় হয়তো আমিও শুরু করবো
স্বপ্ন নিয়ে এগিয়ে চলছি,,,, দোয়া করবেন যেনো ইবাদত আর পরিশ্রমের মাধ্যমে সফল হতে পারি।
অনেক ভাল লাগল,বাবার মত মেয়ে ও একদিন অনেক বড মনের মানুষ হবে।দোয়া রইল।
আপনি কৃষি প্রসারে জাতীয় পুরষ্কার এর দাবিদার ❣️
মাসা আল্লাহ খুব ভালো লাগলো
অনেক বেশি ভালো লাগলো। মালয়েশিয়া থেকে এই লকডাউনে মধ্যে এইরকম একটা ভিডিও দেখে মনটা ভরে গেলো। অনেক অনেক ধন্যবাদ ❤️❤️❤️👌👌👌🤲🤲🤲
মালয়েশিয়া কোন জায়গায় থাকেন
❤❤❤❤❤আমি আপনার অনুষ্ঠানগুলোকে অনেক ভালোবাসি, সেই সাথে ভালবাসি আপনার নীতি-আদর্শকে, মহান আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক ❤❤❤❤❤
আমার প্রথম ভিও।অনেক সুন্দর। শাইখ সিরাজ,র,ই মানিক,বায়েজিদ মোড়ল এনারা প্রকৃত দেশপ্রেমিক নিবেদিত প্রাণ।।
জনাব লুৎপুর ভাই কে সেলুট দেশ এগিয়ে যাবে অনেকের কাজের স্থান কর্ম ব্যবস্থা হবেধন্যবাদ অবিন্ধন
মাশাআল্লাহ অপূর্ব আলহামদুলিল্লাহ আমিন
ভারতের ত্রিপুরা থেকে বলছি শেখ সিরাজের এই প্রোগাম অনেক বছর থেকে দেখছি এত সুন্দর অনেক প্রতিভাবান এটা দেখে অনেক উপকার পেয়েছেন। সেলুট জানাই শেখ সিরাজকে বাংলাদেশের মানুষ এবং আমারও মনে রাখব।তবে হা বাংলাদেশের ইত্যাদি প্রোগাম টা ও আমাদের ভাল লাগে। নমস্কার।
শেখ সিরাজ না!!!! শাইখ সিরাজ....😊
অনেক সুন্দর সুন্দর কথা বললেন স্যার
সাথে খামারে স্বত্বাধিকারীর ছেলে মেয়ে
আল্লাহ হেফাজত করুক আপনাদের সকলকে
বাংলাদেশের একজন ভালোবাসার মানুষের নাম শাইখ সিরাজ
হৃদ্বয় ছুয়েঁ যায়। স্যার।
গরুর মালিক এর কথা বলার ধরন দেখে আমি খুবেই মুগ্ধ হলাম। খুব সুন্দর মনের মানুষ।
মাশাল্লাহ। দেখে অনেক ভালো লাগলো।
মা শা আল্লাহ
ভাইটার উদ্যেগ অনেক ভালো এর ফলে অনেক মানুষের কর্মসংস্থান হলো
এমন খামারে গেলে যে কোন মানুষের মন ভাল হয়ে যাবে ।
মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে
আপনার জন্য শুভ কামনা রইল
বিশেষ করে শাইখ সিরাজ স্যার কে
শাইখ সিরাজ স্যারকে, কৃষি মন্ত্রী হিসেবে দেখতে চাই।
হয়তো হবেনা কেননা উনি তো সৎ মানুষ অার সৎ মানুষ বাংলাদেশের মন্ত্রী হওয়া বর্তমানে প্রায় অসম্ভব
সহমত পোষণ করছি।
@@shifuddinsalim7000 amio
সহমত
❤
আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার ব্যবসা-বাণিজ্য হেফাজত করুক আমিও যেন এরকম একদিন করতে পারি
আপনাকে সালাম জনাব শাইখ সিরাজ।আপনার কথা শুনলেই কান্না চলে আসে দেশের প্রতি আপনার অবদান ভেবে। ভালো থাকুন।
কলিজাটা ঠান্ডা হয়ে গেলো ঐ ভাই এবং তার সন্তানদের কথা শুনে
প্রকৃতি এবং প্রাণীদের কাছাকাছি থাকা যে কতটা আনন্দদায়ক তা ভাষায় প্রকাশ করা যায়না, অনুভব করা যায়।
বাংলার মাটি যেমন খাটি , শায়েক সিরাজ মানুষ টাও তেমনি খাটি । আপনাকে দীর্ঘ জীবি করুখ আল্লাহ ।
মা শা আল্লাহ
অসাধারণ সুন্দর বিশাল এক গরুর খামার।
?z
লুৎফর ভাই কে শ্রদ্ধা ও শুভেচ্ছা নিরন্তর, শাইখ সিরাজ সাহেব কে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা,,,,,
আনেক সুনদর আনুযঠান
উনি একজন সফল খামারি এবং সফল বাবা
Yeha
এর মাধ্যমে আমাদের দেশের কৃষি র ব্যাপক পরিবর্তন এসেছে আমিও ছোটখাটো একজন খামারি। আল্লাহ আপনাকে ভাল রাখুক। নেক হায়াত দান করুক। আমিন।
লোকটা প্রানী গুলাকে অনেক ভালোবাসে। প্রানী গুলাও লোকটাকে অনেক ভালোবাসে।
ঠিক বলেছেন
হুম
এটাই হলো কৃষি প্রধান বাংলাদেশের সৌন্দর্য। মন টা জুড়িয়ে যায়।
বিদেশের,, মাইরে--বাপ,,,,,💅,,মন চাই এহন ই যা-ই গা দেশে🏃🏃🏃
চেনেল আই এর একজন ব্যাক্তিকে ভালোবাসি, তিনি সবার ভালোবাসার মানুষ, তিনি সকল বিতর্কের উর্ধে, তিনি হলো শায়েখ সিরাজ
বাংলাদেশের ছাদবাগানের জনক হলো - শায়েখ শেরাজ। উনার দীর্ঘায়ু কামনা করছি।
আল্লাহ তুমি আমাকে এই রকম একজন খামারি হিসেবে কবুল করুন,,,, আমীন,,,,
Very good and praiseworthy initiative. May Allah long live Shykh Seraj and this farm owner. I do agree with Sannay Haque. Thanks a lot.
আলহামদুলিল্লাহ্ খুব সুন্দর একটি ফার্ম নিজেদের ডেভেলপ হওয়ার পাশাপাশি বহু লোকের কর্ম সংস্থান হয়েছে আল্লাহ্ পাক উনার কাজে বরকত দান করেন
Wow this was one of my fav show from this channel
For a moment I thought this firm is in Canada
Loved it
This guy is an amazing person , the
owner
মাসাললাহ্ জখন দেশের ভাল কিছো দেখি চখে পানি চলে আসে। অবিরাম ভাল বাসা দোয়া রইল আললাহ্ জেন সব সময় ভালো রাখে আমিন জেদ্দা থেকে
Alhamdulillah, 💗💖💞
সত্যি আপনার ভিডিও গুলো অসাধারন ইনসাল্লাহ আপনার ভিডিও গুলো জত দেখি দিন দিন এগুলার প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে
THANK YOU FOR EVERYTHING SHYKH SERAJ SIR
আমার আপুটাকে আমার কলিজার টুকরা করে দিলাম আল্লাহ আমার কলিজার টুকরা মত কথা বলেছ তুমি
Masha Allah, Congratulations ❤️
ভাই এর জন্য দোয়া রইলো এই সোনার বাংলায় এমন সোনার মানুষকে, বাচিয়ে রাখুন
মা শা আল্লাহ। আমি উনার খামারে যাবো ইনশাআল্লাহ। উনার পরামর্শ নিয়ে একটা খামার করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ
খুবই ভালো মনের মানুষ।।। আল্লাহ তাআলা ভালো রাখুক
বড় ও উদার মনের মানুষ❤️
স্যার আপনে একজন মানুষ
ভাই ছোট্ট ভাইটার পাশে একটু দারান কুরআন তিলাওয়াতের এবং গজলের ভিডিও বানাই,🙏🙏🥰🥰💝
ইনশাআল্লাহ
ভিক্ষুক মুক্ত ইউটিউব চাই ।
তোর মায়ের ছবি দেখা
Qur'an nia beybsha valo na...eta share bebsha.r moto...
আহারে কি ভাবে ভিক্ষা চায়,ভালো ভিডিও করলে পাবলিক এমনিতেই দেখবে ভিক্ষা চাওয়া লাগবে না।
মাশা আল্লাহ্ । অনেক ভালো লাগল। যেমন বাবা, তেমনি সন্তান । ♥️♥️♥️
My name is shahadat khan ,I am from India's Assam.I salute shaykh siraj sir.I am watching your video regularly.
Very nice
ভিডিওটি দেখে খুব ভালো লাগলো পরম শ্রদ্ধেয় শাইখ সিরাজ সাহেব ও খামারের মালিককে আন্তরিক অভিনন্দন।
আমার ও গরুর খামার করার ইচ্ছা সবাই দোয়া করিয়েন বর্তমানে বিদেশে আছি
স্যার, আমি আপনার শেষ বার্তাটি শুনে সত্যিই মুগ্ধ হয়েছি যা আপনি এখানে প্রদান করেছেন।
এবং যিনি এই অসামান্য কাজটি করছেন তাকে অনেক ধন্যবাদ।
জৈব কৃষি একটি সুস্থ ও রোগমুক্ত জাতি গঠনের পথ প্রশস্ত করে।
ইদানিং মানুষ বোধহয় সততা পুরোপুরি ভুলে গেছে। তারা শুধু যে কোনো উপায়ে লাভের কথা ভাবে। এ কারণে মানুষ বারবার খাবারে ভেজাল দিচ্ছে যা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ৪০-এর পর প্রায় প্রতিটি মানুষই পুষ্টির অভাবে নানা রোগে আক্রান্ত হয়। অনাকাঙ্খিত রোগ প্রতিরোধে আমাদের খাবার টেবিলে সুষম খাবার যোগ করা উচিত।
Very nice farm & a nice family. May Allah give him more success.
Lutfur Rahaman vai sotti apni onek valo manus. Allah apnake duniya o porokale sofolota dek.