মাওয়া ঘাটের হাঁক-ডাক, ব্যস্ততা আর আনন্দ-বেদনা এখন শুধুই স্মৃতি || মাওয়া ঘাটের মজার ইলিশ || Mawa Ghat

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • পদ্মা সেতুর কারণে নতুন সম্ভামবনার দ্বার উন্মোচিত হয়েছে। ফেরীতে পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি মিলেছে মানুষের। গতি এসেছে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে।
    ব্যস্ত ফেরীঘাট হওয়ার কারণেই দীর্ঘদিন ধরে পরিচিত নাম মাওয়া ঘাট। মাওয়া ঘাটের পদ্মার ইলিশের স্বাদ নেননি, এই পথে চলাচল করা এমন মানুষ পাওয়া মুশকিল। হাঁক, ডাক আর যানবাহন পারাপারে ব্যস্ত ঘাটটি এখন কী অবস্থায় আছে? পদ্মা সেতু উদ্বোধনের পর আসবো আসবো করে, আজ রওনা দিয়েই ফেললাম। মাওয়া ঘাটের বর্তমান অবস্থা তো দেখাবোই, সেই সাথে মজা করে ইলিশও খাবো।
    Contact :
    sumonmcj@yahoo.com
    #mawa_ghat #hilsa

Комментарии • 563