Ananta Mehedi Pata Dekhecho

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 1,7 тыс.

  • @MunmunMukherjee1
    @MunmunMukherjee1  3 года назад +1361

    ফিরতে চাওয়া এক প্রেমিকার চিঠি....কিছু অপেক্ষা অনুতাপ হয়েও ফেরে❤️....শুনবেন সবাই

    • @pallabdas802
      @pallabdas802 3 года назад +78

      দিদি তুমি না থাকলে আবৃত্তির সাথেও যে প্রেম করা যায় তা বোধহয় জানা হতো না 😊 দারুন দিদি ,অনেক ভালোবাসা নিও দিদি ।

    • @Nurbro12356
      @Nurbro12356 3 года назад +6

      Hmm didi

    • @nasimmahmud7167
      @nasimmahmud7167 3 года назад +11

      আমার সবথেকে প্রিয়,,, সেই ছোটবেলা থেকে💞💞💞
      আপনার কণ্ঠে শোনার পর যেনো ভালোলাগাটা আরো বেড়ে গেলো 💞💞💞

    • @Oishi7699
      @Oishi7699 3 года назад +2

      Obossoi

    • @pushpitabarman7982
      @pushpitabarman7982 3 года назад +3

      @@pallabdas802 ekdom e tai ❤

  • @anwarlimonofficial7654
    @anwarlimonofficial7654 3 года назад +22

    এই সময় এসে কবিতাটা শুনছেন কে কে দেখতে চাই

  • @zakariamodhu
    @zakariamodhu Месяц назад +3

    ম্যাডাম-আপনার কন্ঠে সত্যিই যাদু আছে।এর বেশি আসলেই কিছু বলার মত ভাষা খুঁজে পাচ্ছিনা।ধন্যবাদ আপনাকে।

  • @Engr.Shahin_Alom
    @Engr.Shahin_Alom 3 года назад +2

    অসাধারণ । প্রেমে পড়ে যাই বার বার

  • @aminabagum583
    @aminabagum583 3 года назад +207

    আমার খুব পছন্দের একজন আবৃত্তি শিল্পী আপনি। এতো চমৎকার ভাবে আবৃত্তি করেন মুগ্ধ হয়ে শুনি।

  • @bipashabera7837
    @bipashabera7837 3 года назад +92

    "যে গেছে সে যাক, স্মৃতি টুকুই তার থাক। "

  • @samsulkhan1782
    @samsulkhan1782 2 года назад +5

    প্রতিটি আবৃত্তির শব্দ যেন বুকের কলিজা গুলো ছিদ্র করে যাচ্ছে,,,
    সত্যি তীরের মত এসে বুকে লাগছে অনেক কষ্টে হৃদয় কাঁপছে,,
    স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে,, মনে পড়ে যাচ্ছে সেই শৈশবের কথাগুলো।

  • @pothharapothik3895
    @pothharapothik3895 3 года назад +16

    ১২বছর আগের কথা মনে পরে গেলো,এই কবিতাটা যে কত বার শুনছি,আল্লাহ খুব ভাল জানে,এই কবিতাটা যত বার শুনি বুকের গভিরে একটা চাপা কষ্ট অনুভব করি,যেখানেই থাকো....
    ভালো থেকো,ভালবাসা😍😥

  • @arpanparamanik9505
    @arpanparamanik9505 3 года назад +50

    প্রতিটা শব্দ যেন মনের গভীরতা কে ছুঁয়ে যায়। অদ্ভুত এক জাদু আছে দিদি তোমার প্রতিটা শব্দে।❤️❤️❤️

  • @ধ্রুবতারা-জ৪ট
    @ধ্রুবতারা-জ৪ট 2 года назад +5

    বাহ চমৎকার, জীবনের সুতোই যদি টান পড়ে কখনো, চলে এসো, বুক পেতে দেবো, আকাশ বানাবো, হাসনাহেনা ফুটাবো, মন ছুঁয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে,মিষ্টি করেআবেগ প্রকাশ করার জন্য ধন্যবাদ।

  • @karnabaidya681
    @karnabaidya681 3 года назад +46

    কেন যে এত ভালো লাগে, শুনতে শুনতে কখন যে মন ভার হয়ে দু-এক ফোটা জল চলে আসে, বুঝতেই পারিনা।।।
    অসাধারন ❤️

    • @danstartammy2574
      @danstartammy2574 3 года назад

      ruclips.net/video/T_lQCr6tiKo/видео.html

    • @bubinahmed8794
      @bubinahmed8794 3 года назад

      এটা আমার কবিতাটা আবৃত্তি। আমর কাছে এখনো কোন ভালো ভয়েজ রের্ক
      ডার নেই। তাই আমি আপনাদের সহযোগীতা কামনা করি।
      ruclips.net/video/tzN9oiiZcnI/видео.html

  • @radhabinodini5169
    @radhabinodini5169 Год назад +1

    Valobasa nironton ❤❤🎁🎁🎁🤝🤝🤝🤝

  • @Voice_of_Opu
    @Voice_of_Opu 3 года назад +133

    2010 সালের কথা মনে পড়ে গেল বাটন ফোনে এই কবিতাটা কতবার যে শুনেছি

    • @mottalebprodan5600
      @mottalebprodan5600 3 года назад +1

      Baton phone sunechilam

    • @hasansumon3422
      @hasansumon3422 3 года назад

      আমারো ঠিক তেমনটাই মনে হচ্ছিল

    • @MdAbir-wj9st
      @MdAbir-wj9st 3 года назад

      আপনার সাথে, মিলে গেলো

    • @mdabdullatif9660
      @mdabdullatif9660 3 года назад

      Same to u

    • @Manob_Jigasa
      @Manob_Jigasa 3 года назад

      যে শব্দ গুলো হয়তো কখনোই শোনেননি আপনি ruclips.net/video/YGNn2JPKHFk/видео.html

  • @vijay2015
    @vijay2015 Год назад +1

    আমার খুব ভালো লাগে

  • @subratadhar586
    @subratadhar586 3 года назад +26

    আমি কখনোই আবৃত্তি কে পছন্দ করতাম না, কিন্তু দিদি তোমার গলার আবৃত্তি শোনার পর, শুধু ভালোই নয়, আবৃত্তির প্রেমিক হয়ে গিয়েছি ❤❤❤

  • @rechargebanglatv6738
    @rechargebanglatv6738 3 года назад +2

    কি বলবো ভাষা খুঁজে পাইতেছি না। ফেলে আসা দিনে র কথা গুলো বার বার মনে করে দেয়।

  • @sudeshna9840
    @sudeshna9840 3 года назад +25

    তুমি আছো, তোমার আবৃত্তি আছে, তাই বোধ হয় কোথাও ভালোবাসাটা এখনো বেঁচে আছে, তোমার আবৃত্তি ভালোবাসা বাঁচিয়ে রাখে দিদিভাই❤️❤️❤️❤️

    • @mdmithun9970
      @mdmithun9970 3 года назад

      মনে মনে মিলন হলে ভালোবাসা হয়।তোমার আমার ভালোবাসা দুদিনেরি নয়।তুমি যে আমার পূর্নিমা রাত সোনালী সকাল। আকাশে আছে তারা এ বুকে তুমি।তুমি ছাড়া দিশেহারা একাকী আমি। জানোনা তুমি খুজেছি তোমায় আমি কতকাল

    • @mdmithun9970
      @mdmithun9970 3 года назад

      তুমি কি বিবাহিত কষট করে জানাও

  • @shankarmohanta3364
    @shankarmohanta3364 9 месяцев назад +2

    জীবনের অর্ধেক টা সময় পেরিয়ে গেছে তবুও কেন প্রেম কে এতো গভীর ভাবে উপলব্ধি করে আমার এই মন 😔😔😔আমি চাই না এতো আবেগপ্রবন হতে তবুও কেন কেন বারবার প্রেম এসে আমার মনের দরজায় কড়া নাড়ে, আমি জোর করে দরজা বন্ধ করে রাখি তবুও আমার মনের গভীরে কেন প্রেম বাসা বাধঁতে চায় 😔😔😔বলতে পারবে কেউ কেন এমন টা হয় 🤔🤔🤔🤔

  • @mistubabai9694
    @mistubabai9694 3 года назад +15

    এরকম অনন্ত যে কত সবার জীবন থেকে হারিয়ে গেছে বোধ হয় সংখ্যায় প্রকাশ করা যাবে না।।🌼💔

    • @BolakaNir
      @BolakaNir 2 месяца назад

      আমার কবিতা শোনার আহবান জানাছি,
      আমিও লিখি, আবৃত্তি গুলো শুনবেন,🥰

  • @amritaguin5869
    @amritaguin5869 3 года назад +50

    এক অনবদ্য কণ্ঠস্বর , এক অনবদ্য কবিতা..... Thankful তোমার কাছে আমরা সবাই, এত সুন্দর প্রস্তাবনার জন্য😌

    • @sumitmondal02
      @sumitmondal02 3 года назад

      🌼🥀
      বড়ো গল্পঃ বা উপন্যাস খুব অল্প সময়ে শুনতে… #thesummarybangla
      😊😊

    • @laxmimodak2972
      @laxmimodak2972 2 года назад

      Osadharon laglo

  • @nasimmahmud7167
    @nasimmahmud7167 3 года назад +54

    আমার সবথেকে প্রিয়,,, সেই ছোটবেলা থেকে💞💞💞
    আপনার কণ্ঠে শোনার পর যেনো ভালোলাগাটা আরো বেড়ে গেলো 💞💞💞

    • @supriyosinha8969
      @supriyosinha8969 3 года назад

      ruclips.net/video/OdCdhVvb-Ww/видео.html

  • @farzanaaktermeghla858
    @farzanaaktermeghla858 3 года назад +24

    এভাবে ফিরে যাবার আকুলতা প্রকাশ করার ও ভাগ্য হয়তো সবার হয় না😔

  • @samirsarkar5520
    @samirsarkar5520 3 года назад +25

    এই জায়গাটা আর লাল টুকটুকে শাড়ি। আপনাকে সেরা লাগে।কখনো দেবী দুর্গার মতন লাগে।একটা অনুরোধ...একদিন খোঁপা বেঁধে তাতে লাল গোলাপ দেবেন...

  • @eclipsetonmoy6211
    @eclipsetonmoy6211 3 года назад +21

    প্রতিটি শব্দ উচ্চারন হওয়া মাত্রই যেন হৃদয়পটে তীরের মত বিদীর্ণ হয়ে লাগছিলো। অসাধারণ হয়েছে দিদি।

  • @dipikakar8904
    @dipikakar8904 3 года назад +5

    Darun laglo mam. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️sotti mehedi pata r moto amader life ta

  • @shorifmahamud8526
    @shorifmahamud8526 3 года назад

    Mukhe bole bujate parbona, osadaron

  • @teen_teen
    @teen_teen 3 года назад +16

    তোমার কবিতার এক একটা কথা হৃদয় ছুঁয়ে যায় দিদি❤️আমি তোমার প্রত্যেক টা কবিতা মন দিয়ে শুনি সত্যি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেও একটা আলাদা অনুভুতি আনে।😌খুব ভালো থেকো।। সুপ্রভাত🌞

    • @sumitmondal02
      @sumitmondal02 3 года назад

      🌼🥀
      বড়ো গল্পঃ এবং উপন্যাস খুব অল্প সময়ে শুনতে.…#thesummarybangla

  • @jewelhaider3725
    @jewelhaider3725 3 года назад

    Sob Dewale likhe dite icce kore tumr nam........................... just awesome!

  • @rakhiroychowdhuri5287
    @rakhiroychowdhuri5287 3 года назад +9

    অসাধারণ বললেও কম এ হবে, এমন আবৃতিপাঠ সত্যি মনকে অশ্রুনিষিক্ত উন্মাদনায় ভরে তুললো, আপনার প্রতিটি বাক্য যেন জীবন্ত আগ্নেয়গিরি র ন্যায় মনকে ক্ষত বিক্ষত করে তুললো, আমি আবৃতিটি শোনার পর একদম স্তন্ধ হয়ে গেলাম, কারণ এতো বেদনার পাহাড় উপচে পরলো মনে যে কণ্ঠই বিরোধিতা করতে শুরু করলো, তবে একটা কথাই বলবো আপনার এই মহাগুন যেন চিরন্তন রূপে প্রজ্জ্বলিত হয়ে থাকে যুগযুগান্ত ধরে!ধন্যবাদ নেবেন!!!🙏💚💖💚💖💚💖💚💖💚💖💚

  • @nayonroy163
    @nayonroy163 3 года назад

    ওয়াও দিদি আমি এক ক্ষুদ্র বেক্তি কি আর বলব সত্যি দিদি আপনে অসাধারন আর আবৃত্তিও করেন অসাধারন আপনার মত আর একটা বেক্তি ও আমি দেখি না 🙏🙏🙏

  • @rabindradas5633
    @rabindradas5633 3 года назад +7

    একরাশ মুগ্ধতা রেখে গেলাম আপনার আবৃত্তি শুনে ।
    হৃদয় ছোঁয়া লেখনী ।

  • @nipaakter3585
    @nipaakter3585 3 года назад

    Ki blbo, vasha nai, ai kobita sonle monta vari hye jai. Osadaron... Onar konte sonle mone hay oni nijei jen tar kono ongso.

  • @ashfak_0
    @ashfak_0 3 года назад +27

    "মেহেদী পাতা দেখেছো?
    উপরে সবুজ ভিতরে রক্তাক্ত লাল
    নিজেকে আজকাল মেহেদী পাতা মনে হয়"
    🧡

  • @diptamodak7393
    @diptamodak7393 Год назад +1

    খুব বেশি মন খারাপ হলে কবিতা শুনে কাঁদতে আসি।কবিতা যে কতটা শান্তি দেয় আমায়!
    .
    কবিতা আবৃত্তি মানেই মুনমুনদি 🙏

  • @souravmondal7385
    @souravmondal7385 3 года назад +6

    তোমার আবৃত্তি মন ছুঁয়ে যায় ।।
    চোখে জল প্রতি বার ই আসে ।।
    তুমি অসাধরণ অনবদ্য তুমি ❤️❤️

  • @sumiakhter2382
    @sumiakhter2382 3 года назад

    Sesh ta vison vabe mon chuye geche...etto vlo lage apnar abriti...roj sunte icche kore

  • @anntasarkar23
    @anntasarkar23 3 года назад +6

    🙏মুনমুনদেবী, আপনি কবিতার মাঝে যতবার অনন্ত বলেছেন ততবার আমার মনে হয়েছে, আমার দাদুর দেওয়া অনন্ত নামটি আমার সার্থক হয়েছে... সত্যিই বাস্তবে এমন মধুর কন্ঠে কেউ যদি আমাকে অনন্ত নামে ডাকে .... আমি পাগল হয়ে যাবো!!! মনে হবে প্রেমময়ী রাই কিশোরীজি আমাকে ডাকছেন। ভাল থাকবেন 💚💛💜💙🌷🌸🌷🌸🙏

  • @BolakaNir
    @BolakaNir 2 месяца назад

    অসাধারণ একটি লিখা,
    চমৎকার কন্ঠ মুন আপুর, আসলে আমার আপনার কবিতা এতো বেশি ভালো লাগে যা বলার ভাষা নেই🥰🥰

  • @piuofficial2984
    @piuofficial2984 3 года назад +7

    এত মায়া নিয়ে একমাত্র আপনি কবিতা গুলো বলতে পারেন দিদি ভাই।
    কি অসাধারণ, একজন সদ্য হাসিমাখা মুখ যদি মন দিয়ে কবিতা গুলো শোনে তাহলে তার মুখে টাও মলিন হয়ে যাবে।😊😘🥰🥀

  • @parvezahmed6631
    @parvezahmed6631 Год назад +2

    ক্ষতবিক্ষত করে দিলো হৃদয়কে ।
    এখনো তোমার অপেক্ষায় আছি প্রেম ।
    সুন্দর আবৃত্তি ।

  • @md.najmulislamnayeem8939
    @md.najmulislamnayeem8939 3 года назад +4

    বিচ্ছেদ যে কতটা যন্ত্রণাদায়ক তা এই কবিতাতেই বোঝা যায়!

  • @MdRahim-wo2uz
    @MdRahim-wo2uz 2 года назад +2

    গভীর রাতে যতই শুনি প্রতিটি শব্দ যেন বারবার আমার এই হৃদয় ছুয়ে যায় নিশি রাতে তোমার এই শব্দ শুনতে চায় মন বার বার

  • @somossaosomadhanerboiganikupae
    @somossaosomadhanerboiganikupae 3 года назад +25

    আপনাকে একদম দেবী দুর্গার মতো লাগে ❤️

  • @Bindu-nd6zf
    @Bindu-nd6zf 3 года назад

    ki osadaron abritti buker maje dakkha mere jay.......

  • @purbimodak3524
    @purbimodak3524 3 года назад +7

    আহা!! কী অভিব্যক্তি... কোথায় যে হারিয়ে যায় দিভাই তোমার কবিতায়... বলে বোঝাতে পারবো না... মিথিলা আর অনন্ত স্পষ্ট দৃশ্যমান হয়ে উঠলো দিভাই ❤️❤️

    • @supriyosinha6399
      @supriyosinha6399 3 года назад

      ruclips.net/video/OdCdhVvb-Ww/видео.html

  • @arbadsha02
    @arbadsha02 Год назад +2

    হৃদয় ছুয়ে গেল হে প্রিয় আবৃত্তিকার।❤

  • @vijaykairi340
    @vijaykairi340 3 года назад +26

    চোখ জল এসে গেল। অন্যা তোমার অপেক্ষায় থাকব। মিথিলার মত তুমি ও আসিও একদিন।

    • @supriyosinha6399
      @supriyosinha6399 3 года назад

      ruclips.net/video/OdCdhVvb-Ww/видео.html

    • @bubinahmed8794
      @bubinahmed8794 3 года назад

      এটা আমার কবিতাটা আবৃত্তি। আমর কাছে এখনো কোন ভালো ভয়েজ রের্ক
      ডার নেই। তাই আমি আপনাদের সহযোগীতা কামনা করি।
      ruclips.net/video/tzN9oiiZcnI/видео.html

    • @sikhahalder9636
      @sikhahalder9636 Год назад

      Valo কিনা বলতে পারবো না,আমি চেষ্টা করতে পারি আপনাকে

    • @sikhahalder9636
      @sikhahalder9636 Год назад

      ​@@bubinahmed8794 আমি চেষ্টা করতে পারি আপনাকে সাহায্য করে জন্য

  • @susmitasarkar6899
    @susmitasarkar6899 Год назад

    কবিতাটি প্রথম শুনলাম।রক্তাক্ত হলাম মেহেদী পাতার মতোই।অসাধারণ লাগে আপনার প্রতিটি আবৃত্তি।খুব ভালো থাকুন।

  • @ImUS7_
    @ImUS7_ 3 года назад +10

    আবৃত্তি অসাধারণ আর তার সাথে আপনার গলার জাদু। Just অসাধারণ আপনার আবৃত্তি পাঠের style টি। মন ছুঁয়ে যায়❤️❤️❤️

    • @supriyosinha8969
      @supriyosinha8969 3 года назад

      ruclips.net/video/OdCdhVvb-Ww/видео.html

  • @riajuddintalukder490
    @riajuddintalukder490 8 месяцев назад

    আগে কতবার যে এই আবৃত্তি শুনেছি তার কোন হিসেব নেই। আজ আবারও এগারো বছর পর আমার এই প্রিয় আবৃত্তিটা আবারও আবৃতিটি শুনতে এলাম কেন জানিনা!। এক কথায় অসাধারণ ❤

  • @shankardas7680
    @shankardas7680 3 года назад +5

    দিদি খুবই ভালো হয়েছে।
    ঈশ্বর আপনাকে ভালো রাখুক।
    আপনি ভালো থাকুন দিদি।
    ধন্যবাদ।

  • @biswajitbiswas2698
    @biswajitbiswas2698 3 года назад

    অসাধারণ আমার মনে হয় এই কবিতা অন্য কারো মুখেই এত ভালো হতে পারবে না। গায়ের লোম সব সবগুলো যেন দাঁড়িয়ে গেছে তোমারি এই কবিতা। সত্যি স্যালুট জানাই তোমাকে।

    • @supriyosinha6399
      @supriyosinha6399 3 года назад

      ruclips.net/video/EAWbcjoD_Sc/видео.html

  • @TheLeafyPeace
    @TheLeafyPeace 3 года назад +5

    আপনার গলার স্বরে আলাদাই একটা অনুভুতি, আলাদাই একরাশ অবাধ কষ্টের আনাগোনা, অনেক জীবন্ত ❤️ অনেক ধন্যবাদ দিদি।

    • @sumitmondal02
      @sumitmondal02 3 года назад

      🌼🥀
      বড়ো গল্পঃ এবং উপন্যাস খুব অল্প সময়ে শুনতে.…#thesummarybangla

  • @secret_b
    @secret_b 3 года назад +1

    ঘুমহীন রাতগুলোতে তোমার কবিতা শুনেই আবারও স্বপ্ন দেখি কখনও বা কান্নায় সব চাওয়া - পাওয়ার হিসাবগুলো সব ধুইয়ে দিই।
    তোমার কন্ঠে জাদু আছে মুনমুন দি,, শত লক্ষ যোজন দূরে থেকেও অনুভব করি সবকিছু ।
    ভালো থেকো .... ❤

  • @voiceofesha8251
    @voiceofesha8251 3 года назад +10

    আবৃত্তির মাঝে হারিয়ে গিয়েছিলাম ❤❤

  • @KOBITARSHONGSHAR
    @KOBITARSHONGSHAR 3 года назад

    কিছু কিছু কষ্ট লাল হয়ে থাকে মেহেদী পাতার মত , আবৃত্তিতে মুগ্ধ দিদি ভাই,

  • @mhnajilblog7782
    @mhnajilblog7782 3 года назад +6

    আপনার কবিতাগুলো রিদয় ছুঁয়ে যায়❣️সবটুকু বিচ্ছেদের স্বাধ নেওয়া যায়,,,।
    love From 🇧🇩

    • @danstartammy2574
      @danstartammy2574 3 года назад

      ruclips.net/video/T_lQCr6tiKo/видео.html

  • @jahanarasultana7183
    @jahanarasultana7183 Год назад +1

    খুব সুন্দর

  • @ramtanusatapathi4536
    @ramtanusatapathi4536 3 года назад +3

    আপনার আবৃত্তি শুনলে ,বারবার এটাই মনেহয় যেন সব চরিত্র কাল্পনিক হলেও আপনি বাঁচিয়ে তোলেন কণ্ঠের জাদুতে। আর এটা ও ভাবি কেন আমি কবিতা লিখতে- লিখতে মাঝে মাঝে পাষাণ হয়ে যাই। আজকে আবার একটু উদ্দীপনা পেলাম। নমস্কার।

  • @jhbejoy5315
    @jhbejoy5315 3 года назад

    অনেক আগে সুনেছি। ঠিক কবে সুনেছি তা মনে নেই কিন্তূ সেই দিনের কথা খূভ মনে পরছে

  • @umarkaahini5690
    @umarkaahini5690 3 года назад +6

    সত্যি খুব সুন্দর। তোমার কবিতা গুলো মনে হয় আমার জন্যে লেখা। আমার মত প্রত্যেকটা মেয়ের জন্য লেখা।

  • @নিত্যনতুনকালেশন

    অসাধারণ দিদি

  • @amitdas3947
    @amitdas3947 3 года назад +6

    কবিতা অনেক শুনেছি মুনমুন দিদি ! কত ছন্দে , কত সুরে , কত ভঙ্গিমায় । কই তােমার মত তাে কেউ পারেনা । তুমি আবৃত্তি করলে যেন তুমি না , স্বয়ং কবিতাই নিজেকে বর্ণণা করে যায় ।♥️♥️
    দিদি একটা ছোট্ট রিপ্লাই এর অপেক্ষায়...🙏

    • @MunmunMukherjee1
      @MunmunMukherjee1  3 года назад +2

      ভালো থাকুন

    • @amitdas3947
      @amitdas3947 3 года назад

      @@MunmunMukherjee1 ধন্যবাদ দিদি❤️

  • @peusarkar19
    @peusarkar19 2 года назад

    প্রত্যেকটি শব্দ ,প্রত্যেকটি ভাষা এমনকি তোমার মুখে উচ্চারিত প্রত্যেকটি বর্ণ ও যেনো আমাকে বারংবার আপ্লুত করে দেয়।। তোমার এই কন্ঠস্বর সত্যিই অসাধারণ।।

  • @meghamukherjee4556
    @meghamukherjee4556 3 года назад +4

    Asadharon ❤

  • @shopnobalika3352
    @shopnobalika3352 3 года назад

    আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা এটা এই কবিতাটা আমার খুব ভালো লাগে

  • @md.yeasin5269
    @md.yeasin5269 3 года назад +6

    আপনাকে আমি বরাবরই অনেক ভালবাসি, আপনার প্রতিটা কবিতা আমার মনের খোরাক হয়ে আসে আমার কাছে, আপনার সুস্বাস্থ্য কামনা করি সব সময়....

    • @supriyosinha6399
      @supriyosinha6399 3 года назад

      ruclips.net/video/OdCdhVvb-Ww/видео.html

  • @abdulkuddussikder7796
    @abdulkuddussikder7796 2 года назад

    অসাধারণ আবৃতি জ্ঞান সম্পন্ন শ্রুতিমধুর কন্ঠে যে কবিতা আবৃতি করে কবিতা প্রেমিকদের মন খুব সহজে জয় করতে পারে সে নিশ্চয়ই মুনমুন মুখার্জি। 💝💝

  • @SHYAMALBANDYOPADHYAY
    @SHYAMALBANDYOPADHYAY 3 года назад +4

    অপূর্ব, আপনার কণ্ঠে কবিতা কথা বলে, অনায়াসে হেঁটে বেড়ায় অনুভূতির অঙ্গনে। দারুন লাগলো।

  • @nusratparvin4290
    @nusratparvin4290 3 года назад +1

    অসাধারণ মনটা ভিতর থেকে কেমন যেন হয়ে গেল 💐💚💚💚💚💐💞

  • @subhokarmakar3165
    @subhokarmakar3165 3 года назад +5

    এয় সুন্দর মেঘলা সকালে, আপনার আবৃত্তি সকাল টা মধুর করে দিল।।👌🏻👌🏻

  • @realanik4383
    @realanik4383 Год назад +1

    সেই ২০০৬ কিংবা ২০০৭ সালের কথা তখন টাচস্ক্রীন মোবাইল এভেলএভেল ছিলো না। কলার টিউনে শুনে নিজের মোবাইলেও কলার টিউন সেট করে রেখেছিলাম।
    এখন ২০২৩ আবার শুনতেছি। তোমরাও শুনো অসাধারণ কবিতা।।

  • @Raima_Sen186
    @Raima_Sen186 3 года назад +7

    আপনার আবৃত্তি সত্যি অসাধারণ ❤

  • @farzanaalamritu2870
    @farzanaalamritu2870 3 года назад +2

    ছোটবেলা থেকেই কবিতা আমাকে টানে যতটা উপন্যাস, গল্প টানে৷ কিন্তু কেনো জানি আপনার কবিতা আমাকে খুব টানে৷ ভালো থাকবেন দিদি 🥰🥰

  • @nandaacharjee7246
    @nandaacharjee7246 3 года назад +4

    অসাধারণ
    আপনার কন্ঠে আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে যাই

  • @subhramahanty9832
    @subhramahanty9832 3 года назад

    Apnar abritti sunte amar khub bhalo lage .aj ai abritti ta sunlam .
    Aj o khub bhalo laglo .

  • @SalmaAkter-zf5jw
    @SalmaAkter-zf5jw 3 года назад +2

    সৃষ্টিকর্তা কেন যে, এত বিচ্ছেদ উপহার দেয় মানুষকে নাহলে সত্যি সত্যি হয়তো সুন্দর সংসার হতো কিছু মানুষের।
    সংসার জীবনের সবচেয়ে বড় রঙ্গমঞ্চ।

    • @SalmaAkter-zf5jw
      @SalmaAkter-zf5jw 3 года назад

      @RAKESH Paul chowdhury কুষ্টিয়া

    • @sumitmondal02
      @sumitmondal02 3 года назад +1

      @@SalmaAkter-zf5jw 🌼🥀
      বড়ো গল্পঃ বা উপন্যাস খুব অল্প সময়ে শুনতে… #thesummarybangla
      😊😊

  • @basarbasu273
    @basarbasu273 3 года назад

    কয়েকশ বার শুনেছি তবুও নতুন লাগে, আর যখনই শুনি আমার শরীরের লোমগুলো দাড়িয়ে যায়,, চোখের জল চলে আসে, কি এমন আছে তোমার এই পরিবেশনে, অজান্তেই প্রত্যেকের হারিয়ে যাওয়া প্রিয় মানুষ এর কল্পনায় হারিয়ে গেছে, ঠিক আমার মতই

  • @gourangapaul3141
    @gourangapaul3141 3 года назад +5

    অসাধারণ মুদ্ধ করা কণ্ঠ ‌‌‌‌‍মনে দাগ কেটে যায়

  • @স্নিগ্ধারায়

    প্রতিটি শব্দ যেনো হৃদয় কে স্পর্শ করে দিয়ে গেল 😌

  • @rahibulislam9620
    @rahibulislam9620 3 года назад +30

    কিছু বলার নেই ।
    জীবনটা সত্যিই এমন😔

  • @cirokut_kabbovasa_hasansardar
    @cirokut_kabbovasa_hasansardar 3 месяца назад

    কি অসাধারণ আবৃত্তি ❤
    আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম।

  • @sangitabanerjee7351
    @sangitabanerjee7351 3 года назад +3

    অসাধারণ অসাধারণ ❤️❤️

  • @bcamirkhan2520
    @bcamirkhan2520 3 года назад

    অনেক বছর আগে থেকেই কথা গুলো সুনছিলাম , কিন্তু আজকে তো মানুষ টাকে দেখলাম, অসাধারণ একটি ভিডিও ,জিবনে কতো দিন শুনছিলাম মনেও নেই

  • @kajalghosh6375
    @kajalghosh6375 3 года назад +6

    Excellent voice
    Excellent expression
    Excellent delivery of words
    Excellent emotions
    Excellent cordial attitude
    More and more

    • @supriyosinha8969
      @supriyosinha8969 3 года назад

      ruclips.net/video/OdCdhVvb-Ww/видео.html

  • @binayabhikkhu1383
    @binayabhikkhu1383 3 года назад +1

    চমৎকার আবৃত্তি, খুব মুগ্ধ হয়ে শুনছি।

  • @kobirhosen7619
    @kobirhosen7619 3 года назад +6

    তুমি নেই বলে আমি আজ বড় একা হয়ে আছি। শুন্যতা আমাকে কতটা যন্ত্রনা দেয় তা শুধু আমিই বুজি। কাউকে বুজতে দেই না কখনো আমি ভালো নেই। আজ নিজেকে এতটাই দূরে নিয়ে গেছি তোমার থেকে, যেন তুমি আমাকে চাইলেও আর পাবে না।

    • @atikhasan3163
      @atikhasan3163 2 месяца назад

      Whst,s wrong l have done with you mithila

  • @nababalimondol8781
    @nababalimondol8781 3 года назад

    অনেক ভালো লাগা ও ভালবাসার কবিতা

  • @ShailaBzaman
    @ShailaBzaman 3 года назад +5

    অনেক ভালোলাগা, ভালোবাসা 💖

  • @AnantaKrRoy-hx9mh
    @AnantaKrRoy-hx9mh 3 года назад

    অসাধারণ একটি কবিতা।আমার নাম ও অনন্ত ।কিন্তু এত সুন্দর আবৃত্তি জীবনে প্রথম।একনাগাড়ে প্রায় 20 বার শুনলাম একাকী ঘরে গভীর রাতে।

  • @PIKACHU-ee9em
    @PIKACHU-ee9em 3 года назад +8

    তোমার ভাবনার সীমানায় কখন‌ও কি আমাকে দেখা যায়?🙂
    ~
    তাহলে তুমি কেনো আমার ভাবনার সীমানা জুড়ে
    ঘুড়ে বেড়াও?🖤🥀

  • @sikdersohel7337
    @sikdersohel7337 3 года назад

    আবো বেশী আবেগ দবকার ছিলো । লিজা চৌধুরীর আবৃতি অসাধারন ছিলো ।

  • @tanmaymandal4183
    @tanmaymandal4183 3 года назад +4

    বাচনভঙ্গিটা সত্যিই অসাধারণ।♥️♥️

    • @danstartammy2574
      @danstartammy2574 3 года назад

      ruclips.net/video/T_lQCr6tiKo/видео.html

  • @amitavachowdhury5974
    @amitavachowdhury5974 9 месяцев назад

    বলার ভাষা পেলাম না। শুধু একটাই কথা “অসাধারণ"
    কবিতাটি আমার ভাষায় হতে পারতো "নীলাঞ্জনা"

  • @afrinkhatun6904
    @afrinkhatun6904 3 года назад +3

    অসাধারণ। শব্দ গুলি আবেগময় যেন অনন্য অনুভূতি বয়ে আনছে

  • @pratitighosh529
    @pratitighosh529 3 года назад

    Mon vore gelo ❤️❤️

  • @debalinamondal5770
    @debalinamondal5770 3 года назад +8

    Outstanding heart touching voice and excellent background music uff just amazing ❤❤

    • @supriyosinha6399
      @supriyosinha6399 3 года назад

      ruclips.net/video/OdCdhVvb-Ww/видео.html

  • @shubhabose1192
    @shubhabose1192 9 месяцев назад +1

    অসাধারণ। আমারো মনের কথাগুলো তোমার মুখে শুনে মনে হলো আমি বলছি যাকে বলতে চাই সে কী শুনতে পাচ্ছে?

  • @saima1616
    @saima1616 3 года назад +23

    আমরা যাকে ভালোবাসি তাকে না পাওয়ায় বোধহয় ভালো। না পাওয়ার মধ্যে ভালোবাসা অনুভব করা যায় সারা জীবন। আর পেয়ে গেলে সবাই তার যত্ম করে না।

  • @arifahmadiqramunshi8488
    @arifahmadiqramunshi8488 2 года назад

    😊😊😊😊 ki bolbo Vasa nei to ki6u oshadharon ❤️❤️❤️