ভারতকে রেল ট্রানজিট দেয়া নিয়ে যা বললেন শেখ হাসিনা

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2024
  • #india #ট্রানজিট #bbcbangla
    ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের কোনও ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    সাম্প্রতিক ভারত সফরের বিষয়ে মঙ্গলবার সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন তিনি।
    “যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ। সেই সার্বভৌমত্ব রক্ষা ও স্বকীয়তা বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছি,” সংবাদ সম্মেলনে বলেন শেখ হাসিনা।
    বাংলাদেশের ভূ-খণ্ড ব্যবহার করে ভারতকে রেলযোগে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বিভিন্ন মহলে যে সমালোচনা হচ্ছে, সেগুলোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী।
    *******************************************
    বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
    এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল কন্টেন্ট। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
    আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
    ওয়েবসাইট: bbcbangla.com
    ফেসবুক: / bbcbengaliservice
    টুইটার: / bbcbangla
    #BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews

Комментарии • 487

  • @sotterpoth4767
    @sotterpoth4767 Месяц назад +124

    ভারতের ভিতর দিয়ে আমরাও নেপাল যেতে চাই।

    • @mrinmoy07
      @mrinmoy07 Месяц назад +3

      nope...chal...fot

    • @ranjitmalakrranjitmalakar2636
      @ranjitmalakrranjitmalakar2636 Месяц назад +6

      নেপাল সরকার সাথে কথা বলেন যদি দেয় নেপাল তা হলে ভারতের কোনো আপতি নাই

    • @ishan5014
      @ishan5014 Месяц назад

      নেপাল ভারতের ট্রেনকে ঢুকতে দেয় না । ওরা বাংলাদেশকে ঢুকতে দিবে?
      নেপাল ভারত একটাই ট্রেন লাইন আছে সেটাও ইংরেজ আমলে তৈরি ।

    • @blockerforfuture
      @blockerforfuture Месяц назад

      Nepal 2013 tei agree korechilo.
      India approval dey ni.​@@ranjitmalakrranjitmalakar2636

    • @KitKat-by3ej
      @KitKat-by3ej Месяц назад

      @ranjit সংবাদ পড়েন আপনি? নেপাল বাংলাদেশ স্বাধীনের আগে থেকে এই অঞ্চলের মধ্যে দিয়ে যোগাযোগের জন্য অনুরোধ করছে ভারতকে। মাত্র ২০ কিলোমিটার ভারত ট্রানজিট দেয়নি এখন পর্যন্ত।‌ যা সামান্য কিছু যেতে দেয় তার জন্য অনেক হয়রানি করে নেপালিদের। যান নেপালে সংবাদপত্র খুলে দেখেন, নেপাল বাংলাদেশের বন্দর ব্যবহার করতে চায় বলে ভারতের গায়ে আগুন জ্বলে গেছে

  • @jewelkhan4433
    @jewelkhan4433 Месяц назад +78

    ২৩ জুন ১৭৫৭
    ২৩ জুন ২০২৪
    কোন তফাৎ নাই! দু-সময়ই মিরজাফর

    • @lutfarrahman3365
      @lutfarrahman3365 Месяц назад +4

      23 June 1757, 23 June 2024
      Is it correct?

    • @jewelkhan4433
      @jewelkhan4433 Месяц назад +1

      @@lutfarrahman3365 right dear. it was typing mistake! thank you.

    • @imstokesofficial
      @imstokesofficial Месяц назад

      ​@@jewelkhan443323 Jun 1757 ki ??

  • @smrahman9904
    @smrahman9904 Месяц назад +68

    ভারতকে নিয়ে আপনার যত চিন্তা ভাবনা কিভাবে ভারতের উন্নয়ন আরো বেশি সম্ভব ,বাংলাদেশ নিয়ে কখনো ভেবেছেন এমনটা আপা?

    • @Donshihab1281
      @Donshihab1281 Месяц назад +2

      সঠিক

    • @easyway10
      @easyway10 Месяц назад

      আমরা জনগণ ভারত ও এ সরকারের প্রতারণায় বিদেশি সাপোর্ট চাই। বিশেষ করে যুক্তরাষ্ট্রের,

  • @mdripon7429
    @mdripon7429 Месяц назад +79

    আমি এ দেশের নাগরিক, আমি চাই না ভারতের কোন রেল লাইন বাংলাদেশের ভিতর দিয়ে না দেওয়ার অনুরোধ করছি

    • @pakhirchokhemanikganj1
      @pakhirchokhemanikganj1 Месяц назад +2

      অনুরোধ 😂😂😂😂

    • @rnhossaintv1996
      @rnhossaintv1996 Месяц назад

      আওয়ামী লীগ এর অপশাসন নিয়ে ভিডিও আপলোড করা খুব প্রয়োজন।​@@user-ix6yc6oq1e

    • @IamAvijitDey
      @IamAvijitDey Месяц назад

      Tor mar putkite 😂😂​@@user-ix6yc6oq1e

    • @A-K-bag-gt8wl
      @A-K-bag-gt8wl 23 дня назад

      1971 সালে ভারত পাশে না থাকলে তোমার এই অহংকার থাকত না সুখের দিন পেয়েগেলে মানুষ উপকারের কথা ভুলে যায় ৷

    • @rnhossaintv1996
      @rnhossaintv1996 20 дней назад

      ​@@A-K-bag-gt8wlভারত নিজের সার্থ হাছিলের জন্যই,দুই পাকিস্তানের ভিতর যুদ্ধ লাগিয়ে দিয়ে দুই পাকিস্তান কে আলাদা করে বাংলাদেশটাকে লুটে খাচ্ছে।
      সেই খবর কিছু গরুর বাচ্চাদের নাই।

  • @hmsak88
    @hmsak88 Месяц назад +32

    একে দেখলে এর কথা শুনলে ঘৃনা লাগে।

    • @abulkhairkhan2571
      @abulkhairkhan2571 Месяц назад +5

      পৃথিবীর কঠিনতম শাস্তি এর জন্য কম হবে। ওর ধ্বংস নিজ চোখে দেখে যেতে পারলে একটু শান্তি পেতাম।

  • @mdraselhaque4673
    @mdraselhaque4673 Месяц назад +41

    গত ১০০ বছর থেকে একই ধরনের কথা শুনে আসছি তিস্তা চুক্তি তিস্তা চুক্তি
    কিন্তু কোন কালও আর সেই চুক্তি হইলো না

    • @md.rajibhossain5081
      @md.rajibhossain5081 Месяц назад +1

      R hobeo na vai

    • @easyway10
      @easyway10 Месяц назад

      ভারতের নাম দেয়া হোক
      চুক্তি-বাটপার!

  • @user-gz8tc4ce2q
    @user-gz8tc4ce2q Месяц назад +33

    যেই দেশের প্রধানমন্ত্রী বিক্রি হয়ে যায় তাহলে দেশটা বিক্রি করায় বাকি থাকলো কোথায় 😢🤦‍♂️
    সেই ছোটবেলা থেকেই দেখে আসতেছি তিস্তা চুক্তি তিস্তা চুক্তি সেই চুক্তি আদৌ পর্যন্ত বাস্তবায়ন হবে কিনা জানি না 😢

  • @visaadvice9698
    @visaadvice9698 Месяц назад +12

    ইউরোপের দেশগুলোতে বিনা ভিসায় যাতায়াত করা যায়.... বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেদিন আমরা বিনা ভিসায় যাতায়াত করতে পরবো সেদিন বাংলাদেশ আর ভারতকে ইউরোপের সাথে তুলোনা করবেন......

    • @dmmahmud
      @dmmahmud Месяц назад

      এখানে কবি নিরব

  • @mdraselhaque4673
    @mdraselhaque4673 Месяц назад +41

    শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে নাই
    সাধারণ মানুষ বাংলাদেশকে বিক্রি করে দিছে 😂
    ভারত আমাদের কি ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে যে ভারতকে আমরা এত বড় ধরনের সুবিধা দিব ?

    • @visibleinvisible9715
      @visibleinvisible9715 Месяц назад

      Bokachhhoda varot theke utpadito ponno jodi toder moto goribder kache bikri na kore tahole to tora na khete peye morbire... varot theke jodi tata companyr truck gulo bikri na kore tahole toder k thele gari kore ponno ek jayga theke r ek jaygay nite hobe... 😂😂😂😂 shala madrasar hujur matha mota

    • @mrinmoy07
      @mrinmoy07 Месяц назад +1

      toder desh ke golam banabo 🤣🤣🤣🤣

  • @rrrbd2024
    @rrrbd2024 Месяц назад +8

    কলিজা ঠান্ডা হয়ে গেল, আহা, একবারে ডিপ ফ্রিজ হয়ে গেলাম। এত উন্নয়ন, এত স্বয়ংসম্পূর্ণ সবই তো ভারতের অবদান, ভারত খুব কাছের বন্ধু, মুক্তি যুদ্ধের বড় সাহায্যকারী, ভারত এত সাহায্য করছে আপা এক কাজ করেন দেশটা লিখিত করে ভারতকে দিয়ে আপনি অবসরে চলে যান।

  • @md.hasanzaman6507
    @md.hasanzaman6507 Месяц назад +24

    একজন প্রধানমন্ত্রী কিভাবে নির্ভেজাল অসত‍্য কথা বলে। তিনি কি পারবেন এই রেললাইনটা নেপাল ভুটান ও চীন পযর্ন্ত নিয়ে যেতে।

  • @user-rk8he5jj9k
    @user-rk8he5jj9k Месяц назад +16

    কিছু বলার ভাষা নেই। আমি সত্যিই নির্বাক।

  • @ghostspeaking8182
    @ghostspeaking8182 Месяц назад +26

    ট্রানজিট তো আনতে পারলে নাহ নানি।। 😂😂

  • @syedsultan4725
    @syedsultan4725 Месяц назад +11

    বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার উপযুক্ত একটা ট্রানজিট পাওয়া গেল না, ভারতের কি দরজা জানালা কিছুই নাই !! বিনা ঝামেলায় বাংলাদেশ টু নেপাল, বাংলাদেশ টু চায়না ট্রানজিট চাই।

  • @mahbuburrahman5873
    @mahbuburrahman5873 Месяц назад +17

    সার্বভৌমত্বের সঠিক ব্যাখ্যা চাই,আমরা ও একই রকমভাবে ভারতের রাস্তা ব্যবহার করে সরাসরি বাংলাদেশ থেকে গাড়ি যোগে নেপাল এবং ভূটান যেতে চাই!

  • @mollayousuf5618
    @mollayousuf5618 Месяц назад +16

    দেশ স্বাধীন করে বাংলাদেশ নাম দিয়ে কি লাভ। ভারত থাকলেই তো হতো

    • @mrinmoy07
      @mrinmoy07 Месяц назад

      toder desh ke golam banabo 🤣🤣🤣🤣

  • @motalebhossain7254
    @motalebhossain7254 Месяц назад +18

    লজ্জা থাকা উচিত,আমাদের গুলো ওই দেশ দিয়ে যেতে পারেনা কেনো?

  • @owahedowahed7051
    @owahedowahed7051 Месяц назад +17

    আপনি কি 1947 সালের ইতিহাস কি পড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বেরুবাড়ি আগারগাঁও করিমগঞ্জ বনগাঁও পঞ্চগড়ের ছিটমহল এইসব জায়গায় যে ভারত নিয়ে নিয়েছে এটা কি আপনি আর বাংলাদেশের সাথে যুক্ত করতে পারবেন

    • @mash02
      @mash02 Месяц назад

      বাংলাদেশ হিব্দু দেশ হলে পারত

  • @SarkerSamir-u1t
    @SarkerSamir-u1t Месяц назад +5

    দরজা বন্ধ করে বসে থাকবো না। কিন্তু আমরা তো ভারতের কোন বন্দর ব্যবহার করতে পারি না

  • @Jahidul_islam_official
    @Jahidul_islam_official Месяц назад +6

    রুখে দাও স্বাধীন দেশে ভারতের আধিপত্য।🇧🇩 ✊
    🇮🇳🚫

  • @topu1225
    @topu1225 Месяц назад +5

    এভাবে ভারতকে ট্রানজিদ দেওয়া একবারে ঠিক হয় নাই এর তীব্র নিন্দা জানাই

  • @MdKader-hk9kp
    @MdKader-hk9kp Месяц назад +6

    স্বৈরশাসকরা এভাবে ই বলে।

  • @livinglifewithsahriar812
    @livinglifewithsahriar812 Месяц назад +9

    লেন্দুপ দর্জির কথা খুব বেশি মনে পড়ে...

  • @MdAlamin-sp1pw
    @MdAlamin-sp1pw Месяц назад +4

    আমি সাধারণ নাগরিক দাবি যানাতে চাই, ভারত কে না দেয়া হোক

  • @asikulislam170
    @asikulislam170 Месяц назад +4

    বাংলাদেশের দরজা বন্ধ করে বসে থাকতে হবে না। কিন্তু আমরা কেন ভারতের মাটি ব্যবহার করে নেপাল বা ভুটান আমাদের Train নিতে পারি না? তারা কেন আমাদের তাদের ভূমি ব্যবহার করতে দেয় না?

  • @arifalam5156
    @arifalam5156 Месяц назад +4

    আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে ভারত এই ১৭ বছরে তারই নমুনা

  • @zihadhasan8019
    @zihadhasan8019 Месяц назад +3

    বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন ট্রানজিট এ ভারতের লাভ বেশি। বাংলাদেশের লাভ কোথায় হল আমরা সাধারণ জনগণ হিসাবে জানতে চাই।

  • @user-qy8xx9zf4t
    @user-qy8xx9zf4t Месяц назад +36

    নিতে তো পারিনা,,, দিয়ে আসলাম সব কিছু 😂😂😂

  • @newtrend17
    @newtrend17 Месяц назад +6

    মাননীয় প্রধানমন্ত্রী, ১৯৮৮ সালে চীন ও ভারতের জিডিপি ছিল সমান, আজকে কোথায় চীন আর কোথায় ভারত, আমরা আমাদের শিক্ষার জন্য আমরা ভাল শিক্ষকের খোঁজ করি এটাই স্বাভাবিক,, চীন ছাড়া এই প্রকল্প কেউ করতে পারবেনা। চীনের এখন এমন কিছু প্রযুক্তি আছে যা বিশ্বে আর কারো কাছে নাই।

  • @fazlulbari7394
    @fazlulbari7394 Месяц назад +3

    We want corridor for nepal inside the india

  • @mostakchowdhury266
    @mostakchowdhury266 Месяц назад +1

    নেপাল ও ভুটানের সাথে আমাদেরকেও ট্রানজিট সুবিধা দেয়া হোক।এক তরফা কেন হবে?ওরা যদি এশর্ত মেনে নেয় আমরাও নেবো।একতরফা তারা সুবিধা নেবে আমাদের দেবেনা এটা কোন ধরনের কথা!

  • @mdnasimislam7987
    @mdnasimislam7987 Месяц назад +2

    আমাদের প্রধানমন্ত্রীর মনে হয় না উনি বাংলাদেশি ,,, উনার কথাই তো মনে হয় না,,, সব সময় ভারতের পক্ষে কথা বলা,,উনাকে ভারতের পাঠিয়ে দিলেই হয়

  • @MostafizurRahman-yo8lx
    @MostafizurRahman-yo8lx Месяц назад +5

    গ্রামীন ব্যাংকের এমডি হিসেবে মুজিব কে দেখতে চাই 🤪

  • @platinumexportclothing
    @platinumexportclothing Месяц назад +2

    মাননীয় প্রধানমন্ত্রী ইউরোপ কান্ট্রির উদাহরণ দিচ্ছেন যে এক দেশের নাগরিক আরেক দেশে হরহামেশা যাওয়া আসা করে। ভারতকে আমাদের দেশের রাস্তা ব্যবহার করতে দিচ্ছেন পারলে ভারতের রাস্তা ব্যবহার করে দেখান তো?

  • @user-ml9fq5ql6o
    @user-ml9fq5ql6o Месяц назад +4

    বডার খুলে দিন আমরা ভারত থেকে কম দামে জিনিস ক্রয় করবো,আপনার মাথায় আল্লাায় একটু বুদ্ধি দিক

  • @user-gt3my2qk5c
    @user-gt3my2qk5c Месяц назад +2

    আমরা এই ধরনের সিদ্ধান্ত আমরা মানি না

  • @RakibulHasan-up5xg
    @RakibulHasan-up5xg Месяц назад +2

    আপনি দেশটাকে বিক্রি ই করে দিচ্ছেন। এইটা দেশের জনগণ সবাই জানে

  • @MdRaihan-sk1hp
    @MdRaihan-sk1hp Месяц назад +3

    নিজের দূষ ঢাকার জন্য হলে এই দেশ ঐ দেশের যুক্তি দেয়,, আবার অন্য কেউ যদি দেশের খারাপ দিক গুলা অন্য দেশের সাথে কম্পেয়ার করতে বলে তখন সে আবার বলে এটা বাংলাদেশ এটা ইউরোপ না,,,।

  • @mohammedfaisalbd1965
    @mohammedfaisalbd1965 Месяц назад +4

    তার গালের সাথে কেউ পারবে না

  • @mdforkanhossain9371
    @mdforkanhossain9371 Месяц назад +1

    একটা দেশ বিক্রি হবে। পরিমাণ ১৪৭৫৭০ বর্গ কিমি.
    বিনিময় চাই: ক্ষমতায় থাকার নিশ্চয়তা

  • @saadzakerin4348
    @saadzakerin4348 Месяц назад +2

    😂😂😂😅😅 হায় রে.......🤣🤣😂😂😅😅.... হাসানোর জন্য ধন্যবাদ PM..... আল্লাহ আপনার সহায় হউন 😅😅😅

  • @user-ml9fq5ql6o
    @user-ml9fq5ql6o Месяц назад +3

    হাসু হটাও দেশ বাঁচাও

  • @jahangirsiddique9522
    @jahangirsiddique9522 Месяц назад +10

    দেশপ্রেমিক হতে হলে মমতা দিদি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে❗

  • @yourbrand2346
    @yourbrand2346 Месяц назад +1

    তার কথাগুলো শুনে মনে হচ্ছে তিনি বাংলাদেশের না ইন্ডিয়ার প্রধানমন্ত্রী

  • @rhhossain
    @rhhossain Месяц назад +1

    আপনাদেরকে সম্মোহন করা হয়েছে যার কারনে দেশের জনগণের এত এত মানুষের কথাকে গুরুত্ব না দিয়ে আপ্নারা তাদের কথামতো তারা যা চায় তাই দিতে সম্মত হচ্ছেন। অথচ আপনাদের কে নেপাল ভুটানের সাথে যাওয়ার রাস্তাটুকু পর্যন্ত দিচ্ছেনা। আর কত?
    দেশের ৭০% মানুষ যেটা চায়না আপ্নারা ১০% মানুষ সেটাই করে দেখাচ্ছেন। তাহলে একে সম্মোহনই বলা হবে। যেটা অবিশ্বাস্য ব্যাপার।

  • @Jaihind8675
    @Jaihind8675 29 дней назад

    Sk. Hasina ji pronam apnake, apni khub boro moner manush er proman dilen, bharat Bangladesh bondhu jindabad, amra india ra apnake Bangladesh er pm chai all time.

  • @Didar007
    @Didar007 Месяц назад +2

    ট্রেনের ট্রানজিট দিয়ে বাংলাদেশ কেন শুল্ক নিবে না?

  • @user-su6ob7to5c
    @user-su6ob7to5c Месяц назад +2

    নেপালের সাথে রেল লাইন করা হউক।

  • @SumonAkndo-qd1zu
    @SumonAkndo-qd1zu Месяц назад

    ইন্ডিয়া আমাদের দেশ স্বাধীন করে দিয়েছে, কি যুক্তি। প্রধানমন্ত্রীর কথায় বুঝা যাচ্ছে আমাদের দেশে মুক্তিযোদ্ধারা স্বাধীনতার কোন অবদানই রাখেনি

  • @aboninoor3101
    @aboninoor3101 Месяц назад

    আমরা সড়ক বা রেলপথে নেপাল ভুটান যেতে চাই। বন্ধু দেশ ভারত আমাদেরকে সেই সুযোগ দিক। আপনি বললেই দেবে। প্লিজ ভারতকে বলুন মাননীয় প্রধানমন্ত্রী 🙏

  • @skforid5604
    @skforid5604 Месяц назад +1

    দেশটা ভারতকে দিয়ে দেন আপনি ভারতের মুক্ষমন্তী হয়ে যান।😅😅😅😅😅😅😅😅😅😅

  • @mrinmoy07
    @mrinmoy07 Месяц назад +2

    kanglu ra tele begune jolbe 🤣

  • @OhirGyantv
    @OhirGyantv Месяц назад

    শুধু একটাই কথা বলবো ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে বর্তমানে পড়ালেখা নাই বললে চলে এটা পরিপূর্ণ ওই দেশের দাদা বাবুদের প্রচেষ্টা

  • @MdSelimHossen-jz3uc
    @MdSelimHossen-jz3uc Месяц назад +5

    আজ একজন খন্দকার মুশতাকের বড় প্রয়োজন

  • @learningmathclub
    @learningmathclub Месяц назад

    কথা কিন্তু সত্য

  • @PradipkumarPradipkumar-zy4vn
    @PradipkumarPradipkumar-zy4vn Месяц назад +1

    Good leader.

  • @user-uq6hr5nb5w
    @user-uq6hr5nb5w Месяц назад

    আপনাকে অনেক ধন্যবাদ❤

  • @mdnurmohammad1785
    @mdnurmohammad1785 Месяц назад

    এত মানুষ মরে এই মানুষটা মরেনা কেন। জয় বাংলা।

  • @jahangirkabir3517
    @jahangirkabir3517 Месяц назад

    Why India is not giving transit to Bangladesh ?

  • @thisworldissobeautiful2278
    @thisworldissobeautiful2278 Месяц назад

    রেল ট্রানজিটে বাংলাদেশ যেন ন্যায্য মাশুল (Toll) পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
    বাংলাদেশ ভারতকে সুবিধা দেয়ায়, বাংলাদেশও তিস্তা পানিবণ্টনে সুবিধা আদায় করে নিতে হবে।

  • @AHMehediOfficial
    @AHMehediOfficial Месяц назад

    আপনি যে ইন্ডিয়ার দালা*ল সেটা ভালো করেই বুঝা যাচ্ছে..
    সত্যিকার অর্থে দেশকে ভালোবাসতে শিখুন।
    বাংলাদেশ সৃষ্টির আগ থেকেই তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে কথা চলতেছে..অথচ এখনো করা সম্ভব হয়নি একমাত্র ইন্ডিয়ার কারণেই।

  • @MdIsmail-xf6ch
    @MdIsmail-xf6ch Месяц назад

    স্লামালাইকুম সুন্দর সুন্দর খবর নিউজ দেয়ার জন্য ধন্যবাদ অভিনন্দন জানাই চ্যানেলকে 🌹🌹❤️❤

  • @shuvoalom8572
    @shuvoalom8572 Месяц назад

    ভারত চাইলো বাংলাদেশের মধ্যে দিয়ে উত্তর পূর্ব রাজ্যে গুলোর সাথে রেল লাইন তৈরি করবো হাসিনা সাথে সাথেই রাজি আর আমরা কত বছর ধরে বলে আসছি যে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে সাথে রেল লাইন তৈরি করবো এই প্রস্তাব দিয়ে আসছি ভারত তো না বলে আসছে

  • @khalilurrahmanshamim9965
    @khalilurrahmanshamim9965 Месяц назад

    ভারত কবে রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিল?
    ঐ সময় আপনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন?

  • @hasanzafrul6990
    @hasanzafrul6990 Месяц назад

    Agree with Pm..Bangladesh Zindabad..🌾🌾🇧🇩💙

  • @asitdas1786
    @asitdas1786 Месяц назад +2

    ইউরোপের ছোট ছোট দেশ, অথচ তারা কত ধনী। এখন কোন দেশ বেচে দেওয়া যায় না। যারা ঘোলা জলে মাছ শিকার করে তারা সাধারণ মানুষ কে ভুল বোঝায়।

  • @md.saidulislam4103
    @md.saidulislam4103 Месяц назад

    তাহলে বাংলাদেশকে কেন নেপালের জন্য ট্রানজিট দিচ্ছে না ভারত, কেন তিস্তার পানি বন্টনের সঠিক ভাগ পাচ্ছে না

  • @galaxycali
    @galaxycali Месяц назад

    Can you use India to go to Nepal? India will give us transit ??

  • @shahnewajmuhammadsorwar9589
    @shahnewajmuhammadsorwar9589 Месяц назад

    আমরাও ত্রিপুরার ভেতর দিয়ে শর্টকাটে সিলেট থেকে সাজেক যেতে চাই। ওরা কি পার্মিশন দিবে?

  • @taputalukdar
    @taputalukdar Месяц назад

    Thanks PM Sheik Hasina ❤

  • @RuhulAmin-vz4ql
    @RuhulAmin-vz4ql Месяц назад

    অনেক কষ্ট হয়

  • @arifhossain7693
    @arifhossain7693 Месяц назад

    তাহলে ভারতের বর্ডারটা আগে খুলে দিতে বলেন। আপনি দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করবেন তাতে আমাদের লাভটা কি?

  • @MohidulIslam-go6ik
    @MohidulIslam-go6ik Месяц назад

    ক্ষমতায় থাকতে বাপ মরছে এখন অর শখ জাগছে 😅

  • @alemran5588
    @alemran5588 25 дней назад

    যে যেমন সে তেমন কাজ ই করবে । আপনে সব কিছু খুলে দিবেন অথচ নেপাল ভুটান যাবার রাস্তাটা ভারত বন্ধ করে রেখেছে কেন ।

  • @engrmdlitonprodhan9521
    @engrmdlitonprodhan9521 Месяц назад

    মুক্তিযুদ্ধে আমাদের সাথে যুদ্ধ করেছেন, বিনিময় তারা কিছুই পায়নি । এখন দাদা বাবুদের জন্য খুবই খারাপ লাগে।
    আগে(1947) বিয়ে করলে নতুন বউকে ঠাকুরের কাছে দিতেন, এই দরজা (পেটিকোটের) কবে থেকে খোলা হবে জানাবেন কি ?

  • @user-pc2pu1op1l
    @user-pc2pu1op1l Месяц назад

    মাননীয় প্রধানমন্ত্রী জনগণের মতামত নেয়ার বা দেয়ার অধিকার নেই।

  • @bmsk-es9uw
    @bmsk-es9uw Месяц назад

    আল্লাহ তুমি রহমত কর

  • @mdparvezhossain_bd
    @mdparvezhossain_bd Месяц назад +1

    দিল্লির বান্দি

  • @mymunafardos
    @mymunafardos Месяц назад

    প্রশ্নটা এমন হওয়া উচিত ছিল দেশ বিক্রি করে কত টাকা পেলেন মাননীয় প্রধানমন্ত্রী

  • @ezioauditoredefirenze4494
    @ezioauditoredefirenze4494 Месяц назад

    বাংলাদেশের ট্রানজিট দেওয়ার বেপারে ভারত কেন দরজা বন্ধ করে বসে আছে?

  • @aticrahoman3960
    @aticrahoman3960 Месяц назад

    আমাদের দেশের কত পারসেন্ট মানুষ পেন্টি পরে তা জরিপ করা দরকার.

  • @kazirahman523
    @kazirahman523 Месяц назад

    আমরাও নেপাল ও ভুটানের ট্রানজিট চাই এটার কি হবে।

  • @aticrahoman3960
    @aticrahoman3960 Месяц назад

    Usa me , ইউরোপ কোন বডার নেই আমাদের কোন বডার থাকবে না. ইউনূসের কথা কেন আসলো ? নবেলের কথা কেনো আসলো ?

  • @freelife2346
    @freelife2346 Месяц назад

    ভারতের ভিতর দিয়ে নেপালে যেতে চাই , তখন বুঝব কেমন বন্ধু।

  • @asitdas1786
    @asitdas1786 Месяц назад +1

    নেপাল থেকে ত ভারতের গ্রিড ব্যবহার করে বিদ্যুৎ আসতেসে। ইউরোপের দিকে তো বর্ডার নাই। আমি জার্মানি থাকি। কখন বর্ডার পার হই বুঝিই না।

  • @createvideo3324
    @createvideo3324 Месяц назад

    ভারত কেন বাংলাদেশ কে ট্রানজিট ব্যবহার করতে দেয় না নেপালের সাথে সরাসরি ব্যবসা করার জন্য
    সত্য কথা হলো যে আপনি ৬-৯ কথা বলছে

  • @noBodyy983
    @noBodyy983 Месяц назад +1

    না তুমি পা ফাঁক করে বসে থাকবা ।

  • @mohammedjisan6071
    @mohammedjisan6071 Месяц назад

    মাননীয় স্পিকার'🙋 দেশের নাগরিকত্ব টা কি কোনো দেশে হস্তান্তর করা যাবে'⁉️🙏
    হোক না উগান্ডায় তাও সমস্যা নেই ,আর থাকতে ইচ্ছে করছে না!! এই হাসুর যন্ত্রণায়'🤮😭😭

  • @parvezhasan5197
    @parvezhasan5197 Месяц назад

    Where is our democratic leaders? ????

  • @abulhasnatjakir234
    @abulhasnatjakir234 Месяц назад

    বুঝেও যে বুঝেনা, তারে বুঝাইকে?? না বুঝে যে হু হু করে, তারে ভুতে ধরেছে?

  • @md.abusiddikurrahman2083
    @md.abusiddikurrahman2083 Месяц назад

    ভারতের সাথে পূর্বাপর অমিমাংসিত সমস্যাসমূহ সমাধান করে এ রেল কাভারেজ চুক্তি করলে ভালো হতে না ?

  • @PotolHasan
    @PotolHasan 26 дней назад

    ভারত বয়কট নয় ভারতীয় মডেলের গনতন্ত্র চাই ভারতীয় মডেলের গনতন্ত্র অন্যান্য ইসলামী দেশের শাসনতন্ত্রের চেয়েও উত্তম

  • @kajalkhan2039
    @kajalkhan2039 Месяц назад

    মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভারতের কাছ থেকে আমাদের দেশের জন্য কি আনছেন? ভারতকে সারাজীবন দিয়ে গেলেন এখন শুধু দেশটা দেওয়ার বাকি 😢

  • @user-nc6wx3ey5x
    @user-nc6wx3ey5x Месяц назад

    আপনি ভারত নিয়ে চিন্তা করেন। যখন নদীর পানি ছাড়ে ক্ষতি কার হয়? বন্যায় ডুবে যায়

  • @MdSalimullah-hu9wn
    @MdSalimullah-hu9wn Месяц назад

    Bandarer solk ki hasina debe,solkko ki no bharoth nilem

  • @akterhossain3299
    @akterhossain3299 Месяц назад

    বাংলাদেশ ভারতের উপর দিয়ে নেপাল ও ভুটান রেল লাইন চাই, দেখি পারেন কিনা দেখার বিষয়

  • @mtgloriyaanu7962
    @mtgloriyaanu7962 Месяц назад

    আপনার বাবা স্বাধীন করেছে আপনি পরাধিন করবেন। আর ভারত আমাদের চিকিৎসা জন্য ২ মাস ভিসা দিতে সময় নেয় আর আপনি বাহ্। আপনার এখন রেষ্ট এ যাওয়া দরকার

  • @sajidsajid33
    @sajidsajid33 Месяц назад

    khati se bujbe kemne??bosor bosor rail line er j obochoy hobe seta bujar gan tar nai

  • @md.arifhossain1839
    @md.arifhossain1839 Месяц назад

    আমি চাই ভারত আমার দেশে আসুক, রেল চালু করুক এটা চাই না।

  • @depression2056
    @depression2056 Месяц назад

    Ma sha allah good news for your country,