আসলেই তাই, খুবই সহজ সাবলীল ভাবে বলে গেলেন, অহংকার নাই তার খ্যাতি বা জায়গা টা নিয়ে তিনি যা সেটাই তুলে ধরলেন, আর যে মানুষ বই ভালোবাসে তার বাড়ি তো সুন্দর হবেই সত্যি কথা শুনে গেলাম, 💜
আমি এই এপিসোড গুলা সব দেখেছি ,সব সেলিব্রেটির ভিতর কি অহংকার ,কিন্তু আজকের এই এপিসোড টা আমাকে মুগ্ধ করেছে,এক্টুও টেনে দেখি নি,নিজেকে খুব এটাচ করতে পেরছি,অসাধারন,❤️
সুব-ই সুন্দর । বন্যা মির্জাকে আমার এমনিতেই ভাল লাগে। তার বাড়িটার ও ঠিক তেমনি। বিশেষ করে রং নির্বাচনের ক্ষেত্রে সাদা রংএর ব্যবহার । সত্যই কথা আর রং দুটোই সিন্ধ করেছে।
কী যে চমৎকার! কী যে চমৎকার! উফ! অসাধারণ প্রাণের ছোঁয়া মাখা একটি বাড়ি। চঞ্চল চৌধুরী এবং বন্যা মির্জার বাড়ি দেখে তারা যে কতোটা রুচিশীল এবং নির্মল মানুষ তা বোঝা গেলো।
এই মহিলাকে আমার ছোটবেলা থেকেই অসম্ভব পছন্দ....ওনার বাচনভঙ্গিই আমাকে উদ্ভুদ্ধ করেছে শুদ্ধ বাংলা শিখতে এত সাধারণ করেও এত সুন্দর ভাবে ঘর সাজিয়েছেন,দেখেই চোখ জুড়িয়ে যায় ভালো থাকবেন,প্রিয় অভিনেত্রী
এত শ্বেত শুভ্র ঘর মনকে শান্ত করে তোলে তাই মনে হয় ওনারা দুজনে এত মার্জিত ও শান্ত। সাদা রং মনকে উদার করে তাই বোধহয় রাধাকৃষ্ণ, বুদ্ধদেব একজন ইসলাম ধর্মের মানুষের ঘরে সম্মান নিয়ে অধিষ্ঠিত।🙏🙏❤️
তারার বাড়ির অনেক গুলো এপিসোড দেখেছি।কিন্তু এতোটা মুগ্ধ কখনো হইনি। ঘরের প্রত্যেকটা জিনিসে রুচির ছাপ। আর কি দারুণ সুন্দর তার কথা বলার ভঙ্গি। আমরা সন্তুষ্ট হতে ভুলে গেছি। আপুর কথা শুনে বুঝলাম উনি খুব তৃপ্ত এবং সন্তুষ্ট। এটা হলে জীবনে আর কোনো কিছুই লাগেনা।
love the simplicity... now a days a satisfied soul is rare. ki shundor kore bollo amr thakbar jayga ache etai onek. ei ekta line ei tar jonno sob valolaga eshegeche
এই সিরিজটা অনেক ভালো লাগছে। নতুন কিছু জিনিস, তার ভেতর বন্যা মির্জার মত মানুষ গুলি মৌলিকতার ছোঁয়া মিশিয়ে দেন আমাদের মনে। পরিশেষে অপূর্ব আর আফরান নিশোর বাড়ি দেখতে চাই😗😙
প্রথম প্রথম যখন বন্যা মির্জার অভিনয় দেখছিলাম, একটু অন্যরকম লাগছিলো। নিজেকে কখনোই রংচং মেখে উপস্থাপন করতেন না।বরং কেমন পরিপাটি থাকতেন।চরিত্র অনুসারে সাধারণ পোশাক পরতেন।আর মেকাপের ব্যবহারও ছিলো অতি সাধারণ কিন্তু রুচিসম্মত। আর বাংলা উচ্চারণতো কথাই নেই।আসলে সবাই হয়তো বই পড়ার ফল। ভালো লাগলো।
কতো সুন্দর করে কথা বলেন। শুধু বাংলা ভাষায় কথা বলেছেন। একটা ইংরেজি ও বলেন নি। আমি মুগ্ধ হয়ে গেলাম 🥰 বাসা বেশী বড় না হলেও দেখে মনে হলো বাসার ভিতরে শান্তি আছে। অসাধারণ একজন মানুষ, অভিনেত্রী রুচিশীল পছন্দ ওনার।
কী যে ভালো লাগলো! কোন অহংকার নেই, বাড়াবাড়ি নেই, লোকদেখানো ব্যাপার নেই, নির্মল সুন্দর কথা।
Assalamualaikum apu bondu kore neba plz
Hum
এর জন্যই উনি বন্যা মির্জা।
অপি করিম, সুর্বণা মোস্তফা,তারিন, সুইটি,বিপাশা হায়াত,শমী কায়সার,বিজুরি বরকতু্উল্লাহ,শাহানাজ খুশি উনারাই বাংলাদেশের শিল্প জগৎ।
কি সুন্দর করে বললো আমার একটা থাকবার জায়গা আছে. এটাই অনেক বড়.
Khop sundor kotha,onk valo laglo,onk onoperona pelam...
Ai kothai besi valo lagse
কতো সুন্দর বাংলা বললেন , এখনের মত বাংলা ইংলিশ জগা খিচুরী না , বাসা কি দেখবো কথাই শুনলাম মনোযোগ দিয়ে :)
আসলেই তাই, খুবই সহজ সাবলীল ভাবে বলে গেলেন, অহংকার নাই তার খ্যাতি বা জায়গা টা নিয়ে তিনি যা সেটাই তুলে ধরলেন, আর যে মানুষ বই ভালোবাসে তার বাড়ি তো সুন্দর হবেই সত্যি কথা শুনে গেলাম, 💜
উনার স্বামী মানস চৌধুরী স্যারের কথা শুনলে আরো মুগ্ধ হতে হয় ! যেমন তার শব্দচয়ন তেমন তার বাক্যশৈলি! তার প্রত্যেকটা কথা যেন এক একটা কবিতা!
Ha amr kace onake valo lage
@@اتتلددزنم তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ
আমি এই এপিসোড গুলা সব দেখেছি ,সব সেলিব্রেটির ভিতর কি অহংকার ,কিন্তু আজকের এই এপিসোড টা আমাকে মুগ্ধ করেছে,এক্টুও টেনে দেখি নি,নিজেকে খুব এটাচ করতে পেরছি,অসাধারন,❤️
একটা দেখলাম চঞ্চল চৌধুরি আর একজন বন্যা মির্জা
খুবই রুচিশীল, একদম নির্মল পরিপাটি
তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ
আমাদের যাদের ৯০ এর দশকে জন্ম। ছোট বেলায় যাদের অভিনয় দেখে বড় হয়েছি তারা অভিনয়ে যেমন ভালো তেমনি মানুষ হিসেবেও ভালো কতো সিম্পল। অনেক ভালো লাগলো।
তখনকার নাটকগুলো মাঝে কেমন যেন আমাদের সমাজের জন্য লুকায়িত বার্তা থাকত। এখনকার নাটকগুলো কেমন যেন অর্থহীন হয়ে গেছে
Accha uni ki hindu??
She's so simple yaar and her expression, her language, her taste simply beautiful....amazing 😍
এত সুন্দর বাংলা ভাষায় কথা বললো মনে হলো এইতো আমার বাংলা ভাষা। আপু বাংলা আর ইরেজির জগাখিচুরি করে নাই এটা খুব ভালো লাগলো।
যাদেরকে সত্যিকার অর্থে অভিনেত্রী বলা যায়, তার মধ্যে এই এক জন ।
This is the best episode of tarar Bari till now
Anindita Habib Mohona, Khub beshi episode dekhini.. kintu Er theke bhalo Ar ki hote pare!
right
৯০ দশকের বা তারও আগের অভিনেতা , অভিনেত্রী কেন এখন আর অভিনয় করেন না 😩😩। শুদ্ধ উচ্চারণ, পরিমার্জিত ভাষা আরও কিছু শিখতে পারতাম।
৯০ দশকের শেষের দিকে উনার পদার্পণ এবং ২০০০ এর শুরুর দিকে অনেক জনপ্রিয় ছিলেন। 'আয়শা মঙ্গল" one of her favourite works.
@@RawnokSohail hmm right boleshen
ভীষণ ভালো লাগলো। বন্যা মির্জা মানে আমার কাছে এখনও একুশে টিভিতে বিবিক্তা নাটকটা। যে নাটকটা দেখবার পর বাধ্য হয়েছিলাম বন্যা মির্জা নাটকে এলেই একটু নড়েচড়ে বসতে।
These type of ppl i rlly miss now in our generation.. Intelligent & classy.. And loved the way how she speaks in pure bangla..MUCH RESPECT MAM❤
বন্যার কথাগুলি শুরু থেকে শেষ পযন্ত মুগ্ধ
হয়ে শুনছিলাম।
প্রতিটি কথায় আবেগ আর ভালোবাসা ছিল।
খুবই ভালো লাগলো।
মুগ্ধ হয়ে কথাগুলো শুনছিলাম...খুব রুচিশীল মানুষ। বন্যা মির্জাকে মানুষ হিসাবে এবং অভিনেত্রী হিসাবেও আমার খুব পছন্দ।
এত সুন্দর ভাষাশৈলী আর স্বর এর মুখোমুখি আমি কখনোই হইনি❤
সাদা আমার প্রিয় রং!!
সবকিছুই সাদা দিয়েই সাজানো দারুণ!!
শিমপলের ভিতর খুবি সুন্দর বাড়ি সত্যি অসাধারন তার উপর কথায় কোনো অংহকার কোনো মিথ্যা নেই
সুব-ই সুন্দর । বন্যা মির্জাকে আমার এমনিতেই ভাল লাগে। তার বাড়িটার ও ঠিক তেমনি। বিশেষ করে রং নির্বাচনের ক্ষেত্রে সাদা রংএর ব্যবহার । সত্যই কথা আর রং দুটোই সিন্ধ করেছে।
বন্যা মির্জার মধ্যদিয়ে আমাদের কুষ্টিয়ার ভাষাটা আরো সুন্দর করে মানুষের সামনে এসেছে ❤️❤️
গুছিয়ে সুন্দর করে কথা বলা মানুষ গুলো আমার খুব পছন্দের। খুব ভালো লাগ্লো মির্জা আপু কে
তবে বাড়ি কিন্তু শুধু থাকার জায়গা নয়।
বাড়ি মানে শত লক্ষ স্মৃতি, ভালবাসা, কেমন আলাদা একটা ভালবাসার অনুভূতি।
আমি বন্যা মির্জার কন্ঠের ভক্ত।
She is my dream women, l'm just speech less & the programme is just wonderful.
কথাগুলো শুনলাম আর মুগ্ধ হয়ে তাকে দেখলাম❤❤❤❤❤❤
Wow.
So realistic talking about home and of Bonna Mirza.Nowhere have any dramatic talk.Its beautiful.
সত্যিই মুগ্ধ হয়ে গেলাম,কি স্বচ্ছতা,কি সততা,কি সুন্দর কথামালা,পুরো ভিডিওটাই নিশ্চিতভাবে পজেটিভিটির পাশাপাশি অন্নেক মোটিভেশনাল🤲🤲🤲🤲❤️❤️❤️❤️❤️❤️
সেরা ছিলো এটা
তাহসান আর এটা বেস্ট ছিলো
তারার বাড়ি এই পর্বটি দেখানোর জন্য ধন্যবাদ |
কত সুন্দর উপস্থাপনা। সেই ছোট বেলার তারাগুলো আসলেই অসাধারণ ❤
আমার দেখা সেরা এপিসোড। কি সাবলীল! কি সুন্দর কথা! কত বই! আমি মুগ্ধ হয়ে গেছি উনার কথা শুনতে শুনতে।
অনেক ভালো লাগলো, অনেক শ্রদ্ধা জানাচ্ছি বন্যা মির্জা ও তার হাসবেন্ডকে।
The way of her taking is extraordinary ❤
She is look like Karina Kapoor 🥰😍😘
choto belai ami take karina kapor bole vul kortm
Right
Right
Valo boleshen
Sareen ur right dear look like karina 😍😍
The kind of class and Elegance this lady has noone even come close to that .
কী যে চমৎকার! কী যে চমৎকার! উফ!
অসাধারণ প্রাণের ছোঁয়া মাখা একটি বাড়ি।
চঞ্চল চৌধুরী এবং বন্যা মির্জার বাড়ি দেখে তারা যে কতোটা রুচিশীল এবং নির্মল মানুষ তা বোঝা গেলো।
Love her simplicity,, love her words, tune, everything ❤
সাধারণের মধ্যে অসাধারণ বললে ভুল হবে না ❤❤❤
বাংলায় কথা গুলো কত ভালো লাগছে 🙂🙂
I loved her voice and her talking style.
কতগুলো মুক্তার মত, মনে হয় যেন শুনেই যাই শুনেই যাই❤
পুরো বাড়ি তেই সাদা রং এর ব্যাপার টা সবচেয়ে আকর্ষণীয় লেগেছে
She is beautiful. I love her personality, speaking, and her house♥♥♥.
খুব সরলতা নিয়ে বাস্তবতা গুলো বললেন!!!আমার খুব পছন্দের মানুষ!! ভালো থাকুন সবসময়
এই মহিলাকে আমার ছোটবেলা থেকেই অসম্ভব পছন্দ....ওনার বাচনভঙ্গিই আমাকে উদ্ভুদ্ধ করেছে শুদ্ধ বাংলা শিখতে
এত সাধারণ করেও এত সুন্দর ভাবে ঘর সাজিয়েছেন,দেখেই চোখ জুড়িয়ে যায়
ভালো থাকবেন,প্রিয় অভিনেত্রী
She is look like Kareena kapoor khan.
আহা! কি বিনয়ী, কি রুচিশীলতা, কি কোমলতা! এমন হতে ইচ্ছা করে।😊
Two class people,their classy home, and lots of books. Getting a positive vibe. Love it.
কি সুন্দর ঝরঝরে বাংলা!
আর এখনকার অভিনেতা অভিনেত্রী দের যে কি ভাষা, বিচ্ছিরি একদম।
Akdom thik
Her talk, thought, simple home love it. 🤩💜
Thanx for tara r bari. Ami wait kori tomader episode gula r jonw.
রান্না ঘরে কফি বানাচ্ছে ওই ভদ্র লোক উনার কে.?
Excellent !!
Such a beautiful voice with elegant home decoration ❤️
Simplicity always best ❤️
এত শ্বেত শুভ্র ঘর মনকে শান্ত করে তোলে তাই মনে হয় ওনারা দুজনে এত মার্জিত ও শান্ত। সাদা রং মনকে উদার করে তাই বোধহয় রাধাকৃষ্ণ, বুদ্ধদেব একজন ইসলাম ধর্মের মানুষের ঘরে সম্মান নিয়ে অধিষ্ঠিত।🙏🙏❤️
She speaks so well 💞
তারার বাড়ির অনেক গুলো এপিসোড দেখেছি।কিন্তু এতোটা মুগ্ধ কখনো হইনি। ঘরের প্রত্যেকটা জিনিসে রুচির ছাপ। আর কি দারুণ সুন্দর তার কথা বলার ভঙ্গি। আমরা সন্তুষ্ট হতে ভুলে গেছি। আপুর কথা শুনে বুঝলাম উনি খুব তৃপ্ত এবং সন্তুষ্ট। এটা হলে জীবনে আর কোনো কিছুই লাগেনা।
মেহের আফরোজ শাওন ও চয়ানিকা চৌধুরীর বাড়ি দেখতে চাই।
খুবই ভালো লেগেছে। অনেক পরিপাটি ছিল আর একটা নিরবতা ছিল মনে হয়েছে চারপাশটা। সবচেয়ে যে বিষয়টা আমাকে মুগ্ধ করেছে তা হলো একগাদা বইয়ের সারি। 😍
Khub bhalo laglo dekhe
Very nice interior.....don't feel inferior...peace is very important & I hope peace in your home
এতো চমৎকার ভাষা শৈলী
মুগ্ধতা ছড়িয়ে গেলো 🌿
Awesome.....two person...chancol chowdhury & bona apu
অনেক সুন্দর কথাবার্তা ও অমায়িক উপস্থাপনা .... বাসায় অনেক বইও আছে ❤️❤️❤️❤️
Borna mirza amer sob somoy favourite.🥰🥰🥰🥰she has osam personality.
কণ্ঠটা অসাধারন লেগেছে
love the simplicity... now a days a satisfied soul is rare. ki shundor kore bollo amr thakbar jayga ache etai onek. ei ekta line ei tar jonno sob valolaga eshegeche
এটা সবচেয়ে সুন্দর পর্ব এপর্যন্ত
ছিমছাম, এবং তাকে দেখলেই নিরবতা শান্তি লাগে।
Khub vhalo laglo ❤️ kono acting nai simple nijeke present korece ❤️
আমার কাছে অনেক ভালো লাগছে । অনেক সহজ ভাবে থাকে। এটাই অনেকেই হয়তো পারবে না।
খুব সুন্দর ও ছিমছাম সাজানো বাড়ি। দেখেই কেমন শুভ্রতা ও স্নিগ্ধতার অনুভূতি জাগে।
এই সিরিজটা অনেক ভালো লাগছে। নতুন কিছু জিনিস, তার ভেতর বন্যা মির্জার মত মানুষ গুলি মৌলিকতার ছোঁয়া মিশিয়ে দেন আমাদের মনে। পরিশেষে অপূর্ব আর আফরান নিশোর বাড়ি দেখতে চাই😗😙
অসম্ভব রুচিশীল এবং পরিপাটি। কথায় কোন বারাবাড়ি নেই...ভিষণ ভালো লাগলো
পুরানো দিনগুলো এত ভাল লাগে💜💜
ওনাদের জন্যই
Ashadharon ,khub valo laglo
You are my favourite actor. How sweet . She is speaking proper bangla. Your house also so nice
একটাও ইংরেজি শব্দ ব্যবহার না করে পুরো কথাগুলো শেষ করেছেন আপনি, অসাধারণ। আর আপনার ঘর সেটাও আপনার কথার মতোই সুন্দর। ভালো থাকআেন প্রিয় অভিনেত্রী।😘😘😘
প্রথম প্রথম যখন বন্যা মির্জার অভিনয় দেখছিলাম, একটু অন্যরকম লাগছিলো।
নিজেকে কখনোই রংচং মেখে উপস্থাপন করতেন না।বরং কেমন পরিপাটি থাকতেন।চরিত্র অনুসারে সাধারণ পোশাক পরতেন।আর মেকাপের ব্যবহারও ছিলো অতি সাধারণ কিন্তু রুচিসম্মত।
আর বাংলা উচ্চারণতো কথাই নেই।আসলে সবাই হয়তো বই পড়ার ফল।
ভালো লাগলো।
কি সুন্দর করে কথা বলেন উনি! 💜
অসাধারণ খুব ভালো লেগেছে আপনার কথা শুনে আমি আমাকে উপলব্ধি করি
একসাথে এতগুলো বই কারো বাসায় থাকতে এই প্রথম দেখলাম, সত্যিই মুগ্ধ হয়েছি দেখে 👌
খুবই ভালো লাগলো, মনমুগ্ধকর কথাবার্তা
সুন্দর, ছিমছাম ।কোন বাহুল্য নেই। ভীষণ ভালো লেগেছে।
Episode gula khub valoi lagche❤❤❤
মাশা-আল্লাহ্,সবটুকু সুন্দর,তার চুলগুলোও♡
মানস স্যারের শিষ বাজিয়ে গান! দুজনের কথায় কি সুন্দর এক কোমল মুগ্ধতা 💜
Didi apnar ruchibodh dekhe mugdho hoye gelam. Apnar aavijatto, bagmita onoboddo laglo.
কতো সুন্দর করে কথা বলেন। শুধু বাংলা ভাষায় কথা বলেছেন। একটা ইংরেজি ও বলেন নি। আমি মুগ্ধ হয়ে গেলাম 🥰 বাসা বেশী বড় না হলেও দেখে মনে হলো বাসার ভিতরে শান্তি আছে। অসাধারণ একজন মানুষ, অভিনেত্রী রুচিশীল পছন্দ ওনার।
এতসুন্দর লাগলো আপুর কথা আর বাড়িটিও সৃজনশীলতায় ভরা। আমারো বই দিয়ে ঘর সাজাতে অনেক ভালো লাগে আপু
Sob theke sundor, simple tarar bari.....
Bhalo laglo dekhe.... She is a minimalist..... Simple
উফফ বাড়িটা দেখলেই বুঝা যায় কতটা রুচিশীল উনি।কত বই❤️। সবচেয়ে ভালো লেগেছে বুদ্ধ মূর্তিটা।আর প্ল্যান্টগুলো। ❤️যারা কবিতা আর বই ভালোবাসেন তাহাদের রুচিশীলতা এমনি হয়।❤️
ভবের হাট নাটকে সে কি দুর্দান্ত অভিনয় সবার। আফসোস এমন নাটক আর হবে না।
ভালো লাগলো মনে হলো স্নিগ্ধ সুন্দর বাংলা ভাষা
simple er moddhe khub gucano r deshio ekta ruchi dekhte pyci....khub vlo lgce
তারকা হলেও যে খুব সাধারণ বাড়িতে থাকা যায় এটাই তার প্রমান
simple bari bt khub nice nd goshalo...
amr khub valo legeche..
কথার সৌন্দর্যের গভীরতা যে এত হয় জানা ছিলনা❤️
খুব সুন্দর কবিতাটা পরলেন কথাগুলি শুনতে ও ভালো লাগলো ।শুদ্ধ বাংলা
Definition of maturity..
the way you speak sis I would listen all the day ..
love from Paris ..
Her house is simply beautiful n soothing
কি স্নিগ্ধ কথা বলার ধরন.. অসম্ভব সুন্দর এবং অমায়িক
কতো দেখে ফেললাম।❤
হিসেব নেই।💜
দেখেই যাই! 💛
I enjoyed seeing Bonnya Mirza's home after Tahsan's. I feel the calm because of simplicity.