আমি নিজে একজন থিয়েটার অভিনেতা হয়ে,এই জিনিস টা ভীষণ ভাবে relate করতে পারি। এটাই একটা অভিনেতার জীবন, এটা সত্যি একটা acting masterclass, অনেক সমৃদ্ধ হলাম... আর আমি এই কমেন্ট এর মাধ্যমে অরুণাভ দা বা সুদীপ্তাদির কাস্টিং এজেন্সি যদি চোখে পরে, কারণ অনেক দিন, অনেক প্রোডাকশন হাউস, অনেক সিরিয়ালের প্রোগ্রামার দিয়েও ultimately কোনো ফল হচ্ছে না। কোনো অডিশন বা প্রোফাইল লাগলে জানান,আমি অপেক্ষায় রইলাম। আর সুদীপ্তা দিকে award show তে কে এই ভাবে অপমানিত করলো,তার নাম টাকি প্রকাশ্যে আনা যেতে পারে ??
নিজের দৃষ্টিভঙ্গির প্রতি কি ভীষণ clarity মানুষটার ❤... ভালো থাকবেন ম্যাম, আরো অভিনয় দেখতে চাই আপনার... এবং ঋতুপর্ণ ঘোষ কে নিয়ে যা বললেন খুব ভালো লাগলো❤
এত সাবলিল অথচ শিক্ষনীয় কথোপকথন শুনে মুগ্ধ হলাম ও সমৃদ্ধ হলাম। একজন ভালো অভিনেতার কাজের পিছনে কত যত্ন , মনোনিবেশ ও শিক্ষার প্রয়োজন তা এমন ভাবে আগে বুঝিনি। এই শিক্ষা একজন দর্শক হিসাবে আমাকেও শেখালো কেমন ভাবে একটা অভিনয় কে দেখতে হবে। সুদিপ্তা আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা, ওর dedication towards her work আমাকে মুগ্ধ করল।ওর প্রচেষ্টা সার্থক হোক্, এই শুভ কামনা করি। আপনার এই অনুষ্ঠানটি আমি প্রায় দেখি, খুবই ভাললাগে আপনার সন্চালনা।🙏
অরুণাভ দাদা, এইরকম আরও বেশি বেশি গুণী মানুষদের নিয়ে এসে আমাদেরকে সমৃদ্ধ করবেন! শুধু আলাপ নয়, সাথে এরকম অভিনয়ের বিষয়ে গভীর আলোচনাও থাকবে। আমরা যারা "অভিনয়ে বাঁচতে চাই", তারা যাতে এসব শ্রবণ করেও সমৃদ্ধ হই। এরকম আরও গুণী অভিনেতা-অভিনেত্রীদের থেকে অভিনয় পাঠ নিতে চাই।🙏
1 hr onwards absolute masterclass. First time 2 bar comment korte badhyo holum. Brilliant! R kono interviewees eto bhalo acting intricate details divulge kore na.Khaskhabor er Didimoni. Godspeed 🙏
Insecurity... Insecurity... Insecurity...সুদীপ্তা এতটাই উচ্চমানের অভিনেত্রী তার সাথে স্ক্রিন শেয়ার করলে দর্শক বা ফ্যান হারানোর রিস্কটা কেউ নিতে পারেননি বা এখনো পারেন না তাই এত রিজেকশন...অত্যন্ত dominating actress.. কিন্তু কেয়ার অফ স্যার এ শাস্বত দার সাথে অভিনয় প্রতি অভিনয় টা দারুন জমে ছিল....তাই শাস্বত দার সাথে একটা জয়েন্ট পড়কাস্ট দেখতে চাই...(সুদীপ্তা) ..অনুরোধ রইল
Aita sudhu ekta podcast na .. amar jonno aaro onek kichu.. You are never too late .. kotha ta jodi sotti hoye .. Sudipta Dir class join korar sapno dekha shuru korlam aaj theke Thank you Soul Connection team for such amazing podcasts
Sudipta debi, somosya hocche je bangla cinema and theatre er sathe rajniti emon otoproto bhabe jorie geche je apni jotoi bhalo talent toiri korun na keno, seta jol ei jabe, ba hoeto bollywood and south e giye kamal korbe like Jishu Sengupta who was and is still neglected by Tollywood but accepted with open arms in the other tollywood!! Chesta ta khub e bhalo kintu 800 theke neme jkhn 80 ta hall hoeche poschimbonge r setake ba film industry and its infra ke thik korar icche nei tokhn ei khatnir daam kotota paben sondeho ache! Jai hok Arunabha babu, r ekta osadharon podcast shunlam!! Khub e interesting tothyo r insights pelam and hats off to the initiative Sudipta has taken!! Hopefully she will reach newer heights with bengali as well as indian cinema and theatre!!
অসাধারণ আড্ডা। কতো কিছু জানিনা। দূর্দান্ত লাগলো। কলকাতা তে থাকলে এখুনি যোগাযোগ করতাম অভিনয় শেখার জন্য। খুব ভালো থাকবেন আপনারা। অনেক শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।❤
Just vaba jay na . Aami ki dekhlam ki shunlam ! Osadharon ekta interview . Sudipta aamar ekjon moner dik theke kacher manus . O oboshyoi aamake chene na . Tate aamar ki ? Thanks for the post . Khub valo theko sudipta and. Arunava. God bless you both .
Thanks for the enriching podcast. We got to learn about many aspects of acting. Got to know about different aspects of Ritu Da. I have something to say that one of the important parts of Sudipta Mam's life was her participation in Bigg Boss. It would have been great if that chapter was covered. Anyway no issues overall the episode was great. Best wishes. Thank you Arunava Sir and Sudipta Mam for the podcast. Arunava Sir you were great with your anchoring skills. Keep up the good work. We the audience are there to support the podcast. Love you all!
Straight forward kotha ekmatro Valo manushra bole Dada ❤❤❤. VALO thako DADA Sudipta didi keo anek dhanyabad Apnar acting skills is Just awesome ❤❤❤ Thank You 🙏 #RESPECT WE ALL LOVE YOU TOO ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ANEK DHANYABAD
গত বছর এমন একটা সময়ে কলকাতা ছাড়তে হলো, যখন সবে বিনোদিনী অপেরা অভিনয় শুরু হচ্ছে। কত বড় miss যে হলো। কবে নিজের শহরে ফিরবো, কবে নাটকটা দেখতে পাবো, আদৌ পাবো কিনা, কে জানে ! সুদীপ্তা চক্রবর্তী is a sensation ❤
অরুনাভ দা, আপনার প্রত্যেকটি পডকাস্ট দেখছি এবং এই এতো লম্বা সময় ধরে এই গুণী মানুষদের সাথে এমন আড্ডা দেখতে দেখতে মনে হচ্ছে আমিও সেই আড্ডার একটা অংশ, যেন সামনে বসে দেখছি, আর কোথা দিয়ে যেন এক দেড় ঘন্টা কেটে যাচ্ছে। মন খারাপ থাকলে আপনার এই পডকাস্ট দেখি আর মন ভালো হয়ে যায়। আপনার সঞ্চালনা এতো মার্জিত, সুন্দর, শান্ত, আপনি নিজে এতো গুণী শিল্পী, এতো সুন্দর লিসনার, সবটা খুব ভালো লাগছে।
Loved the episode! Wishing Sudipta loads of success in her new endeavours and hope that the Bengali Film and Television Industry start having a budget for casting directors.
Raj Chakraborty is a big name in our industry but this podcast helps me to understand the facts that makes the man bigger and at the same time help me to learn many things. His struggle and confidence is incomparable. Thank You Sondesh.tv for making such podcast.
অয়ন বন্দ্যোপাধ্যায় কে দেখার আর্জি জানালাম,এই প্রজন্মের অভিনেতা দেরও ওনার থেকে অনেক কিছু শেখার আছে......আর আপনার অনুষ্ঠান নিয়ে তো কিছু বলার নেই খুবই অসাধারণ অনুষ্ঠান।
হঠাৎ করেই ভিডিওটির সাজেশন এলো, দেখতেও শুরু করে দিলাম। বিনোদিনীর প্রসঙ্গ যখন উঠলো ঘড়িতে ৪.১৫। কিছুদিন আগে দেখেছিলাম নাটকটি মঞ্চস্থ হবে। খুলে ফেললাম থার্ডবেল। মধুসূদন মঞ্চে ৬ টার শো। এরপর আর কিছুই নয়, টিকিট কেটেই বাসে চেপে পড়া। যানজট কাটিয়ে মধুসূদন মঞ্চে যখন পৌছালাম শেষ বেলটা পড়লো। এখন প্রশ্ন হতেই পারে, এই ভিডিও কমেন্ট এ এসব লেখার কারণ কি? কারণ কিছুই বিশেষ নয়, ভিডিওটি না দেখলে নাটক দেখার তাগিদটা ঠিক অনুভব করতাম না।
যে কথা টি যে কারণে ই হোক উনি বললেন না বা ভুলে গেলেন।সেটি হল "" ঘরেফেরা"" নাটক টি শিবপুর পাবলিক লাইব্রেরির হলে প্রিমিয়ার শো হয়ে ছিল। তারপরে ছিল প্রয়াত শ্রদ্ধেয় শিল্পী ও নাট্যকার, পরিচালক অজতেশ বন্দোপাধ্যায়ের নানারঙের দিনগুলি নাটক অভিনীত হয়েছিল ( ঐ নাটক টা ওনার জীবনের শেষ অভিনয়, তারপরেই দুর্গাপুজোর মহাষ্টমী তে উনি প্রয়াত হয়েছিলেন) । ঐ নাটক টি মঞ্চস্থ হবার আগে ঐ শিশুটিকে RECOGNISE করেছিলেন "" ও যদি নাটককরে, বাংলা নাট্যজগত এক প্রতিভাময়ী নাট্যকর্মী পাবে"" । আজ তা সত্য, । ----------------------------
আমি নিজে একজন থিয়েটার অভিনেতা হয়ে,এই জিনিস টা ভীষণ ভাবে relate করতে পারি। এটাই একটা অভিনেতার জীবন, এটা সত্যি একটা acting masterclass, অনেক সমৃদ্ধ হলাম... আর আমি এই কমেন্ট এর মাধ্যমে অরুণাভ দা বা সুদীপ্তাদির কাস্টিং এজেন্সি যদি চোখে পরে, কারণ অনেক দিন, অনেক প্রোডাকশন হাউস, অনেক সিরিয়ালের প্রোগ্রামার দিয়েও ultimately কোনো ফল হচ্ছে না। কোনো অডিশন বা প্রোফাইল লাগলে জানান,আমি অপেক্ষায় রইলাম। আর সুদীপ্তা দিকে award show তে কে এই ভাবে অপমানিত করলো,তার নাম টাকি প্রকাশ্যে আনা যেতে পারে ??
পড়ার ফাঁকে দেখতে শুরু করছিলাম টাইমলাইনে এলো কখন যে দেড় ঘন্টা পেরিয়ে গেল বুঝতে পারলাম না। আমার খুব প্রিয় একজন অভিনেত্রী ❤
Recipe for Creativity as explained so concisely
---------------------------------------------------------------------------
1. Prochur Porasona
2. Sensitive Mon
3. Jibon ke dekhar chokh
4. Bhetore khub kosto
She is extremely underrated in films. I think this from many days. Thanks for her interview.
অনেক অনেক দিন পর সুদীপ্তা কে দেখে ওর কথামালা শুনে বেশ ভালো লাগলো। ও আমার খুউব ফ্যাভরিট একজন।❤
নিজের দৃষ্টিভঙ্গির প্রতি কি ভীষণ clarity মানুষটার ❤... ভালো থাকবেন ম্যাম, আরো অভিনয় দেখতে চাই আপনার... এবং ঋতুপর্ণ ঘোষ কে নিয়ে যা বললেন খুব ভালো লাগলো❤
প্রতিটি এপিসোড ই সমৃদ্ধ হওয়ার মতো। আর পাঁচটা interview থেকে একদমই আলাদা, অতিথি দের ভিন্ন দিক সময় নিয়ে তুলে ধরা... এটা চলতে থাকুক স্যার
আমাদের প্রত্যেক বার এতোটা এনরিচ করার জন্য আপনাকে ও গোটা টিমটি'কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ❤🙏 (!)
অসাধারণ এক ব্যক্তিত্ব, দুজনের বার্তালাপ খুব ভালো লাগলো, ❤
অম্বরীশ ভট্টাচার্য কে আড্ডাতে দেখার আর্জি জানালাম, মাথায় রাখবেন অরুনাভ দা😊
খুব দুর্দান্ত একজন অভিনেত্রীর অসাধারণ এবং স্বাভাবিক ভাবে বলা নিজের কিছু কথা
এই ইন্টারভিউ দেখার পর আমার মন চঞ্চল হয়ে উঠেছে। অসাধারণ ইন্টারভিউ, আমি মুগ্ধ।
অনন্য একটা interview যা একই সাথে শেখার এবং উপভোগ্য। সম্মানীয়া অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী কে আমার আন্তরিক শুভকামনা জানাই। ❤❤❤❤❤
এত সাবলিল অথচ শিক্ষনীয় কথোপকথন শুনে মুগ্ধ হলাম ও সমৃদ্ধ হলাম। একজন ভালো অভিনেতার কাজের পিছনে কত যত্ন , মনোনিবেশ ও শিক্ষার প্রয়োজন তা এমন ভাবে আগে বুঝিনি। এই শিক্ষা একজন দর্শক হিসাবে আমাকেও শেখালো কেমন ভাবে একটা অভিনয় কে দেখতে হবে।
সুদিপ্তা আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা, ওর dedication towards her work আমাকে মুগ্ধ করল।ওর প্রচেষ্টা সার্থক হোক্, এই শুভ কামনা করি।
আপনার এই অনুষ্ঠানটি আমি প্রায় দেখি, খুবই ভাললাগে আপনার সন্চালনা।🙏
অরুণাভ দাদা, এইরকম আরও বেশি বেশি গুণী মানুষদের নিয়ে এসে আমাদেরকে সমৃদ্ধ করবেন! শুধু আলাপ নয়, সাথে এরকম অভিনয়ের বিষয়ে গভীর আলোচনাও থাকবে। আমরা যারা "অভিনয়ে বাঁচতে চাই", তারা যাতে এসব শ্রবণ করেও সমৃদ্ধ হই। এরকম আরও গুণী অভিনেতা-অভিনেত্রীদের থেকে অভিনয় পাঠ নিতে চাই।🙏
1 hr onwards absolute masterclass. First time 2 bar comment korte badhyo holum. Brilliant! R kono interviewees eto bhalo acting intricate details divulge kore na.Khaskhabor er Didimoni. Godspeed 🙏
অত্যন্ত প্রয়োজনীয় এবং খুব ভালো সাক্ষাৎকার।
Insecurity... Insecurity... Insecurity...সুদীপ্তা এতটাই উচ্চমানের অভিনেত্রী তার সাথে স্ক্রিন শেয়ার করলে দর্শক বা ফ্যান হারানোর রিস্কটা কেউ নিতে পারেননি বা এখনো পারেন না তাই এত রিজেকশন...অত্যন্ত dominating actress.. কিন্তু কেয়ার অফ স্যার এ শাস্বত দার সাথে অভিনয় প্রতি অভিনয় টা দারুন জমে ছিল....তাই শাস্বত দার সাথে একটা জয়েন্ট পড়কাস্ট দেখতে চাই...(সুদীপ্তা) ..অনুরোধ রইল
This is pure GOLD. I never had an idea that she is such a well versed and knowledgeable actress. Thank you for the Podcast.
আমার ওনাকে এতো ভালো লাগে কি বল বো, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
Aita sudhu ekta podcast na .. amar jonno aaro onek kichu..
You are never too late .. kotha ta jodi sotti hoye .. Sudipta Dir class join korar sapno dekha shuru korlam aaj theke
Thank you Soul Connection team for such amazing podcasts
দারুন পছন্দের অভিনেত্রী কে আজ আপনারা এনেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। উনি যে উদ্দোগ নিয়েছেন অভিনেতা তৈরি করার জন্য, তাকে স্যালুট জানাই।
প্রথম কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনের জন্য অরুণাভ দা। ❤️
পজিটিভিটি ছড়াক চারপাশে
Casting co. bhishan joruri chhilo. Thanks SCCC . Amader moto jara chaiche acting kore akta jaygay pouchote tader sobar tarof thk anek dhonnobad❤🙏
Darun laglo ei adda ta... Bhishon bhishon inspiring. Thank you so much.
Thank you so much! 🙏🏼🙂
এতো ভালো আড্ডা.... আড্ডা ও মনে এত রেশ রেখে যেতে পারে! দু'বার তিনবার.... বারবার শুনছি...
Sudipta debi, somosya hocche je bangla cinema and theatre er sathe rajniti emon otoproto bhabe jorie geche je apni jotoi bhalo talent toiri korun na keno, seta jol ei jabe, ba hoeto bollywood and south e giye kamal korbe like Jishu Sengupta who was and is still neglected by Tollywood but accepted with open arms in the other tollywood!! Chesta ta khub e bhalo kintu 800 theke neme jkhn 80 ta hall hoeche poschimbonge r setake ba film industry and its infra ke thik korar icche nei tokhn ei khatnir daam kotota paben sondeho ache! Jai hok Arunabha babu, r ekta osadharon podcast shunlam!! Khub e interesting tothyo r insights pelam and hats off to the initiative Sudipta has taken!! Hopefully she will reach newer heights with bengali as well as indian cinema and theatre!!
ধন্যবাদ অনেক। এত গুনী সমৃদ্ধ একজন মানুষ কে আনার জন্য অনেক ধন্যবাদ। দেখা শুরু করলাম পুরো episode টি 🙏।
Thank u so much. Dekhe janaben kemon laglo. ❤
অসাধারণ আড্ডা। কতো কিছু জানিনা। দূর্দান্ত লাগলো। কলকাতা তে থাকলে এখুনি যোগাযোগ করতাম অভিনয় শেখার জন্য। খুব ভালো থাকবেন আপনারা। অনেক শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।❤
Just vaba jay na . Aami ki dekhlam ki shunlam ! Osadharon ekta interview . Sudipta aamar ekjon moner dik theke kacher manus . O oboshyoi aamake chene na . Tate aamar ki ? Thanks for the post . Khub valo theko sudipta and. Arunava. God bless you both .
She is so simple and jolly....আড্ডা টা আমরা আড়াল থেকে দেখছি...
Khub sundor ebong sposto kothate ekti osadharon adda👌
Sudipta ma'am, khubi talented ekjon manush.. Onake amra aro onek bibhinno choritre dekhte chai... ❤ Noti Binodini Opera ( theatre)dekhle to onar theke chokh feranoi jabe na... Etotaiiii mugdho koreche sokolke... Noti Binodini ke to dekhini kintu Sudipta ma'am er performance er modhe diye onake dekhte payechi...
Arunabha da thank you.. Bhalo laglo.... Aantorik conversation.... Bolchhi ki.. Aage je kharaj da.. Chiranjeet da ke niye conversation kore chhile.. Maane kono prokitir poribeshe... Ebong pashapashi bose... Sei gulo beshi bhalo lege chhilo....... Ekta anurodh... Poran da ke niye eso... Tini bachcha theke buro sobbar priyo... Bhari mojar manush.... Please... Aanbe toh ??? Opekkhay thaklam.... Bhalo theko... 💓💓🙏.
Ki bhalo ek monograhi ekta interview. Khub valo laglo. Khub pochonder manush Sudipta❤
Thanks for the enriching podcast. We got to learn about many aspects of acting. Got to know about different aspects of Ritu Da. I have something to say that one of the important parts of Sudipta Mam's life was her participation in Bigg Boss. It would have been great if that chapter was covered. Anyway no issues overall the episode was great. Best wishes. Thank you Arunava Sir and Sudipta Mam for the podcast. Arunava Sir you were great with your anchoring skills. Keep up the good work. We the audience are there to support the podcast. Love you all!
Straight forward kotha ekmatro Valo manushra bole Dada ❤❤❤. VALO thako DADA
Sudipta didi keo anek dhanyabad
Apnar acting skills is Just awesome ❤❤❤
Thank You 🙏
#RESPECT
WE ALL LOVE YOU TOO ❤❤❤❤❤❤❤❤❤❤❤
ANEK DHANYABAD
গত বছর এমন একটা সময়ে কলকাতা ছাড়তে হলো, যখন সবে বিনোদিনী অপেরা অভিনয় শুরু হচ্ছে। কত বড় miss যে হলো। কবে নিজের শহরে ফিরবো, কবে নাটকটা দেখতে পাবো, আদৌ পাবো কিনা, কে জানে !
সুদীপ্তা চক্রবর্তী is a sensation ❤
অরুনাভ দা, আপনার প্রত্যেকটি পডকাস্ট দেখছি এবং এই এতো লম্বা সময় ধরে এই গুণী মানুষদের সাথে এমন আড্ডা দেখতে দেখতে মনে হচ্ছে আমিও সেই আড্ডার একটা অংশ, যেন সামনে বসে দেখছি, আর কোথা দিয়ে যেন এক দেড় ঘন্টা কেটে যাচ্ছে। মন খারাপ থাকলে আপনার এই পডকাস্ট দেখি আর মন ভালো হয়ে যায়। আপনার সঞ্চালনা এতো মার্জিত, সুন্দর, শান্ত, আপনি নিজে এতো গুণী শিল্পী, এতো সুন্দর লিসনার, সবটা খুব ভালো লাগছে।
Onek dhonyobaad Bhai! Khub bhalo laglo tomar comment ta pore! Bhalo thako. soul connection er sathe thako! ❤❤❤
@@Sondeshtv অবশ্যই থাকবো দাদা।
এই প্রথম পুরোটা দেখলাম, শুধুমাত্র ওনার মত একজনের জন্য।
ধন্যবাদ সুদীপ্তা কে আনার জন্য।❤
Podcast a sotti kotha bolar sahosh sobar thakena ❤❤❤
RESPECT for both of you.
Thank You 🙏
Wishing Sudipta all the best for her new endeavours. These are very essential for the Bengal film industry
Ei episode ta bar bar dekhi...its such a candid discussion 😊
অসম্ভব ভালো লাগলো। আপনাদেরকে আমার শ্রদ্ধা।
ভীষণ ভাল লাগল। আরও একবার ওনার কথা শোনার সুযোগ করে দেবেন।
Darun laglo gota conversation ta . Jemon dokhyo abhinetri temni sundor guchiye kotha bolen.
Kub Sundar hoche podcast gulo... Kub valo lage ..
Wish list taklo -
Saswato Chatterjee
Parambrata Chatterjee
Neel Mukherjee
Ambarish Bhattacharya
Mir Afshar Ali
Anirban Bhattacharya
Exactly amaro wishlist 🎉
Loved the episode! Wishing Sudipta loads of success in her new endeavours and hope that the Bengali Film and Television Industry start having a budget for casting directors.
Organic conversation! Internal conflict darun describe ed by Sudipta, kudos to you!
Vison valo laglo...asadharon avinetri o manus...smmridhdha holam
Dev k ana tough jni ... But tobuo bolbo ekbar jdi ante paren 🫠 .. btw thank u for this podcast ... Just love it ❣️
Akdom e please anben na. Wavelength ta elomelo hoye jabe
Obhineta anchen anben.. But hero anben na please
Eta interview noi puro golpo dadu r asor🎉🎉❤❤❤❤
স্টেজ এবং ক্যামেরায় অভিনয় বিষয়ক আলোচনা খুব ভাল লেগেছে।
একটা master piece episode এটা
This interview has a special power to engage viewers 1.5 hrs … without skipping a single second
Thank you so much. ❤️
Khub somriddho holam ai podcast onusthan sune.
Fantastic. Want to see Tamal Chakraborty (Son of Mahua Roychowdhury)
দারুন আলাপচারিতা শুনলাম, খুব ভালো লাগলো।
Vishon Sikhkhamulok, khub valo laglo ❤️
খুবই, খুবই ভালো লাগলো।
অসাধারণ অসাধারণ অসাধারণ
এই অভিনেত্রী টি যে কত উচ্চমানের সেটা উনি বার বার প্রমান করেছেন ۔۔۔বাড়িউলি দেখে আমার ওনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে ۔۔۔
Proti ti episode khub bhalo , apni egiye jan dada anek anek episode anun .
Somehow I had missed this episode. Absolutely wonderful
দুর্দান্ত কিছু করছেন।
সত্যি দারুন।।
অনেকটা সমৃদ্ধ হলাম।
একটি সেকেন্ড ও skip না করে টানা দেড় ঘন্টা দেখার পরও মনে হল আরেকটু কিছুক্ষণ চললে ভালো হত, সত্যিই সমৃদ্ধ হলাম
অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।
অসাধারণ একটা পডকাস্ট দেখলাম। অনেক ধন্যবাদ।
Thank you so much! Do subscribe for more such episodes.
খুব ভালো এপিসোড। shared with my all actor friends..
Thank you so much. And don't forget to subscribe. Love team Sondesh.tv.
Sudipta ' tumi egiye jao
APARNA- Lake gardens
ভীষণ সমৃদ্ধ হচ্ছি
খুব দরকারী একটা আলোচনা
খুব ভালো লাগছে ❤
Dhonyobaad. ❤
Excellent, both anchor and the interviewee
Raj Chakraborty is a big name in our industry but this podcast helps me to understand the facts that makes the man bigger and at the same time help me to learn many things. His struggle and confidence is incomparable. Thank You Sondesh.tv for making such podcast.
অসাধারণ ভালো লাগলো
Very enrichful.
Really a masterclass with a masterpiece ❤
অয়ন বন্দ্যোপাধ্যায় কে দেখার আর্জি জানালাম,এই প্রজন্মের অভিনেতা দেরও ওনার থেকে অনেক কিছু শেখার আছে......আর আপনার অনুষ্ঠান নিয়ে তো কিছু বলার নেই খুবই অসাধারণ অনুষ্ঠান।
Darun episode…. Chandril Bhattacharya r sathe ekta episode chai… Jome Jabe….
Interesing interview, having many psychological perspectives
Darun interview. Kudos
হঠাৎ করেই ভিডিওটির সাজেশন এলো, দেখতেও শুরু করে দিলাম। বিনোদিনীর প্রসঙ্গ যখন উঠলো ঘড়িতে ৪.১৫। কিছুদিন আগে দেখেছিলাম নাটকটি মঞ্চস্থ হবে। খুলে ফেললাম থার্ডবেল। মধুসূদন মঞ্চে ৬ টার শো। এরপর আর কিছুই নয়, টিকিট কেটেই বাসে চেপে পড়া। যানজট কাটিয়ে মধুসূদন মঞ্চে যখন পৌছালাম শেষ বেলটা পড়লো।
এখন প্রশ্ন হতেই পারে, এই ভিডিও কমেন্ট এ এসব লেখার কারণ কি? কারণ কিছুই বিশেষ নয়, ভিডিওটি না দেখলে নাটক দেখার তাগিদটা ঠিক অনুভব করতাম না।
সত্যি ই দুর্দান্ত!
অসাধারণ episode
Excellent close up.sudipta you are extraordinary.
দূর্দান্ত লাগলো । চমৎকার কথা বলেন মানুষটি। অভিনয়তো আছেই... আর প্রশ্ন গুলো দারুন ছিল। জমজমাট আড্ডা। ❤❤
Oshombhob vhalo Lage amr onar acting, shundoor conversation
Firstly, Guest ke dekhei bisal khusi holam, secondly Duration ta dekhe aro khushi holam,
Baki ta dekhe bujhe morme niye janabo
khub valo laglo...
Sudipta my all time favourite actor , personality
Khub valo laglo
দারুণ হয়েছে! ❤
Durdanto ❤❤❤
বেশ ভালো লাগলো 😊
বরাবর সুদীপ্তা একজন intelligent actress .এতদিনে ঠিক জায়গা পেলো বলা ভালো নিজে তৈরি করলো।
Heart touching❤
আপনার প্রোগ্ৰাম ভালো লাগে, অনেক সেলিব্রেটির জীবনের অনেক কিছু জানতে পারি,,,
Interesting discussion👌
👌🏻 এখনও..
নাটক.. নাটক... নাটক.. চাই...
যে কথা টি যে কারণে ই হোক উনি বললেন না বা ভুলে গেলেন।সেটি হল "" ঘরেফেরা"" নাটক টি শিবপুর পাবলিক লাইব্রেরির হলে প্রিমিয়ার শো হয়ে ছিল।
তারপরে ছিল প্রয়াত শ্রদ্ধেয় শিল্পী ও নাট্যকার, পরিচালক অজতেশ বন্দোপাধ্যায়ের
নানারঙের দিনগুলি নাটক অভিনীত হয়েছিল ( ঐ নাটক টা ওনার জীবনের শেষ অভিনয়, তারপরেই দুর্গাপুজোর মহাষ্টমী তে উনি প্রয়াত হয়েছিলেন) । ঐ নাটক টি মঞ্চস্থ হবার আগে ঐ শিশুটিকে RECOGNISE করেছিলেন "" ও যদি নাটককরে, বাংলা নাট্যজগত এক প্রতিভাময়ী নাট্যকর্মী পাবে"" ।
আজ তা সত্য, ।
----------------------------
Bhalo laglo❤
Vison valo laglo 😊
Sunchi aar hariye jachchi ❤❤❤