Egg freezing of a women ? Teenage (11-19) Girls problems | Gynaecologist Dr.Basudeb Mukherjee

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 1,7 тыс.

  • @supriyarupartho1229
    @supriyarupartho1229 3 года назад +4

    সত্যি আপনার মতো মানুষ আমার পাশে থাকলে আমি ধন্য হয়ে যেতাম গল্প করতে পারতাম ।আমার একটা বাবু আছে ।আমি বাংলাদেশ থেকে বলছি ।আমার বয়স ২৫ বছর তবুও আশির্বাদ করি আপনি ভালো থাকুন

  • @indranisen8594
    @indranisen8594 Год назад +9

    dr BD মুখার্জী র পরামর্শ সমাজের সকল মহিলাদের কাছে প্রেরণা। আমার খুব প্রিয় একজন শ্রদ্ধার মানুষ। অনেক ভালোবাসা জানাই। সুস্থ শরীর কামনা করি।

  • @trishnaray5205
    @trishnaray5205 3 года назад +128

    আপনার আলোচনা, স্বর,বাচন ভঙ্গী,খুবই প্রেরনা মূলক, অন্ততঃ কথাগুলো আগ্রহী মা ও তার পরিবার যদি মেনে চলে তবেই সফল মাতৃত্ব সহজ হয়।আপনাকে প্রনাম।

  • @mayudasgupta2902
    @mayudasgupta2902 3 года назад +36

    অসাধারণ লাগল ওনার কথাগুলি। ভীষণ সুন্দর ভাবে হাসিখুশি ভাবে মন খুলে কথা বললেন ।উনি খুব বড় মাপের docter... এরকম docter দেখলে মনে আর কোন চিন্তা থকেনা

  • @rohinimini9661
    @rohinimini9661 3 года назад +7

    কি সুন্দর করে কথা বলেন উনি! ছোটবেলায় উনার অভিনয় দেখে মুগ্ধ হতাম! আজ হলাম উনার ডাক্তারি বিদ্যা দেখে!

    • @bidishamandal8790
      @bidishamandal8790 3 года назад

      Oooo...ak e manush ...ami tohh tyy vabchhi duto manush kikore same to same hoii dekhte

    • @yeasminakter651
      @yeasminakter651 3 года назад

      আমিও মুগ্ধ হলাম

  • @somahazra6198
    @somahazra6198 3 года назад +27

    আপনি এত ভালো অভিনয় করেন 😄 আবার ডাক্তারবাবু💖 আপনি এত ভালো কী করে💖

  • @sarkarsusmita5361
    @sarkarsusmita5361 3 года назад +44

    আমি ভীষণ উপকৃত হলাম ডাক্তার বাবু।অনেক ধন্যবাদ আপনাকে ।আপনি ভালো থাকুন ও সুস্থ থাকুন ।

    • @suchisdailyvlog6883
      @suchisdailyvlog6883 3 года назад +2

      Amar 1st baby apnar kache hoeche,2nd baby o apnar haate hole vison khushi hotam. Vison valo manush apni sir 🙏

    • @rupaligoswamibhattacharya9881
      @rupaligoswamibhattacharya9881 3 года назад +5

      ওনার চেম্বার কোথায় এবং ওনার ফোন নং টা দেবেন অনুরোধ। খুব উপকার হয়। দেখাতে চাই।ওনার ফিস কিরকম।

    • @bibeakanandajana4282
      @bibeakanandajana4282 3 года назад +3

      উনি C M R I তে patient দেখেন।উনার ছেলে ও একজন বড়মাপের Gynecologist Dr. Basab Mukherjee

    • @healthcare7683
      @healthcare7683  3 года назад +1

      @@rupaligoswamibhattacharya9881 CMRI Dhakuria te chember

    • @PallabiRoy1999
      @PallabiRoy1999 3 года назад

      Unar daser bari amr gram a

  • @sujatachandra3185
    @sujatachandra3185 3 года назад

    ডাক্তার বাবু প্রথমে ই আপনাকে প্রণাম জানাই। এতদিন আপনাকে অভিনেতা হিসেবে ই চিনেছি। কিন্তু আজ আপনার এই অমূল্য উপদেশ বহূ মেয়েকে অনেক না জানা তথ্য জানতে সাহায্য করবে। তাদের মনে র অনেক অন্ধকার দূর হয়ে যাবে। আপনাকে আমার তরফ থেকে জানাই একরাশ শুভেচ্ছা। ভালো থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।

  • @rajashreebasu2820
    @rajashreebasu2820 3 года назад +81

    ডাক্তারবাবু আপনার কথা অমৃত সমান, শেষ হয়ে গেলেও দীর্ঘদিন তার আবেশ থেকে যায়। প্রার্থনা করি আপনি খুব ভাল থাকুন আর সবাইকে ভাল রাখুন। প্রণাম নেবেন 🙏

  • @sriparnabanerjee4813
    @sriparnabanerjee4813 3 года назад +8

    ভীষন ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম। খুব দরকার ছিল। উনি অভিনয় এতো সুন্দর করেন রে মনেই হয় না অভিনয় করেছেন। প্রনাম জানাই ওনাকে।

  • @মেফ্লাওয়ার
    @মেফ্লাওয়ার 3 года назад +35

    উনি অভিনেতা না? আবার ডাক্তার ও।স্যালুট স্যার

    • @panchamibanik7120
      @panchamibanik7120 3 года назад +4

      Sir apnar katha gulo khubi vlo laglo vlo thakben apni

    • @piyalipalsarkar1784
      @piyalipalsarkar1784 3 года назад +4

      Khub boro maper Dr. Amar chhele bohu treatment er por Dr babur hatei hoyechhe...khun bhalo manush uni

    • @fatemajannat9439
      @fatemajannat9439 3 года назад +4

      Serial e unake doctor r character e dekchi.but real life e doctor eta jantam na.unbelievable 😍😍🥰🥰. From Bangladesh

    • @diptamitra9574
      @diptamitra9574 3 года назад

      @@piyalipalsarkar1784 uni kothay bosen?

    • @chandanamondal9451
      @chandanamondal9451 3 года назад

      @@piyalipalsarkar1784 uni kothay bosen. Onek daktar dekhiye chi bacha hoche na.unake dekhate chai.

  • @pujaroy-xq4yj
    @pujaroy-xq4yj 12 дней назад +1

    Amader soubhagya je emon ekjon Dr amra peyechi 🙏

  • @tandramondal9657
    @tandramondal9657 3 года назад +7

    আমি ছোটো থেকে বুদ্ধি হবার পর ডাক্তার বাবুর অভিনয় দেখেছি এখানে আকাশ নীল সিরিয়ালে।তারপর জানতে পারি উনি একজন ডাক্তার। যখন জানতামনা যে উনি একজন ডাক্তার বাবু তখনও ওনাকে খুব পছন্দ করতাম আর ডাক্তার বাবু জেনে আরো শ্রদ্ধা বেড়ে যায়। আর আজ ওনার প্রোগ্রাম দেখে অনেক কিছু জানতে পারলাম ভালো লাগলো। আগেও ওনার প্রোগ্রাম দেখেছি বেশ উপকৃত ও শিক্ষনীয়। ডাক্তার বাবুকে আমার সশ্রদ্ধ প্রণাম 🙏জানাই।ভালো থাকুন সুস্থ থাকুন।

  • @tanmoyguha8732
    @tanmoyguha8732 3 года назад +33

    অনেক ধন্যবাদ ডাক্তার বাবু ওরফে খুব স্বনামধন্য একজন অভিনেতা কে। খুব গুরুত্বপূর্ণ এই তথ্য টা জানতে পেরে অনেক নতুন কিছু জানতে পেরে ভাল লাগলো। আপনার দীর্ঘায়ু কামনা করি

  • @kekachatterjee2401
    @kekachatterjee2401 3 года назад +19

    Doctor mukherjee অসংখ্য ধন্যবাদ।
    যেমন একজন শিল্পী হিসেবে আমার খুব প্রিয় তেমন আপনার উপদেশ মা এদের খুব প্রয়োজন।

  • @moumitadasnaskar3359
    @moumitadasnaskar3359 3 года назад

    অামি নিজে খুব কাছ থেকে দেখেছি, ভালো Dr, অার বন্ধুর মতো কথা বলেন,খুব ভালো মানুষ, অামার মা কে দেখতেন।অাপনি ভালো থাকুন🙏

  • @suprovhashreya668
    @suprovhashreya668 3 года назад +12

    চমৎকার আলোচনা। যেমন গুণী অভিনেতা তেমন গুণী ডাক্তার

  • @belaparui8889
    @belaparui8889 3 года назад +1

    আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছে গিয়ে আমার মেয়ে ভালো হয়েছে ডাক্তারবাবু আপনি আমাদের কাছে ভগবানের মতো

  • @anushuaroy7054
    @anushuaroy7054 3 года назад +10

    কি সুন্দর ভাবে গুছিয়ে বললেন 😊 অনেক কিছু স্পষ্ট হলো। ধন্যবাদ ডাক্তার বাবু 🙂

  • @monidipapatra9941
    @monidipapatra9941 3 года назад

    অনেক কিছু জানাও গেলো। ডাক্তারকে আমার খুব ভালো লাগে। কথা বলার ধরন খুব সুন্দর।

  • @murrayrohomanreve4436
    @murrayrohomanreve4436 3 года назад +18

    আপনার আন্তরিকতা দেখে খুব ভালো লাগলো স্যার।এরকম মন মাইন্ড ডক্টর সবাই যদি হতো তাহলে অনেক রুগী মানসিক শান্তি পেতো।রোগ কে জয় করতো ভয় করতো না।বাংলাদেশ থেকে দেখছি আপনার অনুষ্ঠান। আপনার অভিনয় যেমন দক্ষ তেমন চিকিৎসা। আলহামদুলিল্লাহ ভালো থাকবেন স্যার শুভকামনা রইল আপনার জন্য।

  • @amritakahar1513
    @amritakahar1513 3 года назад

    Dr.Basudeb Mukherjee Onar 6ele Basob Mukherjee er present 6ilam ami..khub valo manus onara....

  • @shrijahalder1
    @shrijahalder1 3 года назад +5

    2001 a ami jonmechilm BD Mukherjee r hat a at CMRI 😊
    Dekhe vlo laglo onake

  • @Zoro-j1q
    @Zoro-j1q 3 года назад

    আসলেই অনেক কিছুই জানলাম।খুব ভালো লাগল কথাগুলো। যে ভুল ধারনা ছিল তা ভাঙ্গল

  • @aryash21
    @aryash21 3 года назад +17

    ভীষণ সুন্দর ভাবে বোঝালেন Dr. বাবু,

  • @kaberigoswami3851
    @kaberigoswami3851 3 года назад +3

    আমার খুব পছন্দের ডাক্তার বাসুদেব মুখোপাধ্যায়ের এই মনোগ্রাহী আলোচনাটিতে সমৃদ্ধ হলাম।ওনার স্বাভাবিক অভিনয় আমার খুব ভাল লাগে আর ডাক্তারবাবু রূপে তার আলোচনা আমাকে মুগ্ধ করল।

  • @yeasminakter651
    @yeasminakter651 3 года назад +5

    স্যার ভালো থাকবেন। আপনার অনেক অভিনয় দেখেছি, জানতাম না আপনি একজন ডাঃ। খুব ভালো লাগল।

  • @madhurimamandal9201
    @madhurimamandal9201 3 года назад +5

    ডাক্তারবাবু খুব ভালো। at the of 20 I have Irregular periods ... তার চিকিৎসা য় আমার সেই problem আর হয়নি।আজ আমি একজন মা। অনেক ধন্যবাদ আপনাকে।

    • @gspriyacreative
      @gspriyacreative 3 года назад +1

      Ma'am sir outdoor kothai aktu bolben

    • @dustumisti2103
      @dustumisti2103 2 года назад

      Outdoor kothai bosen dc. Babu ..pls bolun..Amaro irregular period prblm..

  • @sumonaakter5304
    @sumonaakter5304 3 года назад +11

    আমি ভীষন উপকৃত হলাম। অনেক কিছু জানতে পারলাম। স্যার এর জন্য দোয়া রইলো আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। স্যার এর কথা গুলো মনে গেথে গেল। একজন pregnancy মহিলা স্যার এর কথা শুনে অনেক সুস্থতা অনুভব করবে। ভালোবাসা রইল স্যার। বাংলাদেশ থেকে।

  • @uditimukherjee9755
    @uditimukherjee9755 3 года назад +1

    sotti e j bola hoy akta katha, doctor amon hoben j tnake dekhle o tnar katha sunlei patient ordhek shushtho hoe uthbe, apnake dekhe o apnar katha sune thik sei onivuti e holo. Khub e motivational. Bhalo thakben doctor, pranam neben.

  • @tanwighosh3779
    @tanwighosh3779 3 года назад +11

    খুব ভালো অভিনেতা তেমনি ভালো ডাক্তার।

  • @bulamanna2904
    @bulamanna2904 2 года назад +1

    ডাক্তারবাবু আপনার অভিনয়টা খুব ভালো লাগে

  • @piyalikarmakar4331
    @piyalikarmakar4331 3 года назад +12

    Sir, সত্যি আপনি আমার জীবনে ভগবান।
    আপনার চিকিৎসায় আজ আমি একটা তিন বছরের মেয়ের মা।
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    • @somarudra14388
      @somarudra14388 3 года назад

      উনি কোথায় বসেন একটু বলবেন দয়া করে ????
      তাহলে খুব উপোকার হবে । কি ভাবে যোগাযোগ করা যাই ?বলবেন দয়া করে 🙏

    • @sksirajul7934
      @sksirajul7934 3 года назад +1

      Dr er adress din

    • @piyalikarmakar4331
      @piyalikarmakar4331 3 года назад +4

      Amr puro treatment and amr laparoscopy O.T. korechilen uni.
      Kolkatay onek jaygay onar chember ache.
      Tobe ami dekhiye chhilam ,
      The calcata research institute ( CMRI ) Iqbalpur diamond harbar kolkata.
      Apni online booking korte paren, ba okhane giyeo hoyto name likhiye dekhate paren.
      Ami online booking kortam.

    • @healthcare7683
      @healthcare7683  3 года назад +2

      @@sksirajul7934 AMRI HOSPITAL DHAKURIA,KOLKATA

    • @somarudra14388
      @somarudra14388 3 года назад

      @@piyalikarmakar4331 ধন্যবাদ

  • @anjumanara1166
    @anjumanara1166 3 года назад +1

    কী সুন্দর আপনার কথা ডাক্তার। আমি মুগ্ধ।

  • @somasanyal1306
    @somasanyal1306 3 года назад +11

    ভীষণ ভীষণ ভালো লাগলো ডাক্তার বাবুর আলোচনা।

  • @sagarikadas6649
    @sagarikadas6649 3 года назад

    উনি খুবই ভালো মানুষ, আমি বর্তমানে ওনার চিকিৎসাধীন।

  • @MdAbir-zd9qq
    @MdAbir-zd9qq 3 года назад +4

    বাংলাদেশ থেকে,তার মন ভালো তার সব কিছুই ভালো, ভালো থাকবেন সবসময়

  • @shilpadebgupta2145
    @shilpadebgupta2145 Месяц назад

    আপনাকে যত দেখি শ্রদ্ধা তত বারে, আমি আপনাকে একবার দেখিয়েছি আবার যাব

  • @lazygirl762
    @lazygirl762 3 года назад +7

    এককথায় অসাধারণ ডাক্তার,, প্রণাম নেবেন স্যার🙏

    • @lazygirl762
      @lazygirl762 3 года назад

      @Maliha Aktar Kolkata te CMRI Hospital

  • @moumitaduttabhattacharya4478
    @moumitaduttabhattacharya4478 2 года назад

    আপনার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে।

  • @suklaslife
    @suklaslife 3 года назад +5

    ভালো থাকবেন স্যার,আপনাকে woodlands এ সামনা সামনি দেখেছি আপনি সত্যিই এক অনবদ্য ব্যক্তিত্ব ও প্রিয় অভিনেতা

  • @supriyamaji8620
    @supriyamaji8620 3 года назад +19

    খুব ভালো লাগল অনেক কিছু
    জানতে পারলাম ধন‍্যবাদ ডাক্তার বাবু
    ভাল থাকবেন।
    🙏🙏

  • @umaghosh3330
    @umaghosh3330 3 года назад

    অসাধারণ ।প্রণাম আপনাকে।আমি একজন গ্রামে কাজ করা ASHA কর্মী আপনার মূল্যবান কথাগুলি খুব ভাল লাগল। 🙏

  • @munawarsultana7991
    @munawarsultana7991 3 года назад +19

    খুব ভালো লাগলো। প্রিয় অভিনেতাকেও মিস করি।তবে আলোচনা অনেক বেশি মূল্যবান। ধন্যবাদ

  • @asmita_bhattacharrjee
    @asmita_bhattacharrjee 2 года назад

    ভীষণ সুন্দর বক্তব্য ডাক্তার বাবুর, বলার ভঙ্গি, বোঝানোর চেষ্টা, এতো সুন্দর বলে বোঝানোর নয়, ভীষণ ভালো লাগলো এরকম একটা ভিডিও দেখে। অনেক কিছু জানতে পারলাম। ডাক্তার বাবুর আরো ভিডিও দেখার আগ্রহ রইলো। 🙂❤️

  • @MonjuMondal-y6s
    @MonjuMondal-y6s Год назад +6

    এইটা কোথায়? আমি স্যারকে দেখাতে চাই।প্লিজ বলুন। কিকরে যোগাযোগ করা যাবে।

  • @raziaalvinahoque5067
    @raziaalvinahoque5067 3 года назад

    আমার মায়ের মেনোপজ এর সময়ে নানা জটিলতার সময়ে সেই ১৯৯৭ সাল থেকে আজ অবধি ডাঃ বাসুদেব মুখার্জীর উপদেশ নির্দেশ মেনে ১/২ টি ঔষধ সেবন করে আল্লাহ্‌র অশেষ রহমতে সুস্থ-নিরাপদ জীবন যাপন দৈনন্দিন কাজ করছেন। আল্লাহ্‌ উনাকে এভাবেই সুস্থ রাখুন, মানব সেবায় নিয়োজিত রাখুন!

  • @DrTajnuva
    @DrTajnuva 3 года назад +20

    Sir 😍😍,,i also want to be a gynecologist,,, আমি আপনাকে শুধু অভিনেতা হিসেবে জানতাম কিন্তু ডক্টর দেখে আপনা আপনি শ্রদ্ধা চলে আসল।

    • @swopnosisty792
      @swopnosisty792 2 года назад

      Sir আমাকে একটু হেল্প করলে ভালো হয় ।আমার ইউটাসে টিউমার আছে ছোট্ট আর সুগার আছে তাই মিসগারেজ হচ্ছে ।ডাক্তার টিউমার জন্য এমন হচ্ছে বলছে না সুগার জন্য এমন হচ্ছে আমি চেষ্টা করছি কিন্তু যা চাইছে তা আসছে না।আমি খাওয়ার আগে ইনসুলিন নিই তবু।এখন আমি কি করব বলে দিন দয়া করে এটা আপনার কাছে আমার অনুরোধ রইল ।

  • @debanitabhattacharya4168
    @debanitabhattacharya4168 3 года назад +1

    আমার ২ই কন্যাই Dr. BDM এর হাতে । আমি happy । খুব ভালো চিকিৎসক ।

    • @sanchitabiswas123
      @sanchitabiswas123 3 года назад

      Onar chamber kothai? R uni ki rokom nei delivery te

    • @pushpo_garden
      @pushpo_garden 14 дней назад

      দিদি আপনার কাছে আমার একটা অনুরোধ ডাক্তার বাসুদেব মুখার্জি নম্বর টা দেবেন

  • @nibeditasenkarmakar4207
    @nibeditasenkarmakar4207 3 года назад +3

    অনেক অজানা তথ্য জানতে পারলাম ডাক্তারবাবু।🙏 অনেক ধন্যবাদ আপনাকে।🙏

  • @malotinaskar7422
    @malotinaskar7422 3 года назад +1

    ডাকতার বাবু আপনি যেমন খুব বড়মাপের ডাকতার তেমনি খুব বড়মাপের অভিনেতা।আপনাকে আর অভিনয় করতে দেখতে পাচ্ছিনা ভীষনভাবে আমরা আপনাকে মিস করছি।

  • @goltazbegum672
    @goltazbegum672 3 года назад +6

    বিনম্র শ্রদ্ধা , কৃতজ্ঞতা প্রিয় ডাক্তার।
    অসাধারণ সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা , আসলেই আমাদের সবার জানা দরকার।

  • @bappabanerjee487
    @bappabanerjee487 3 года назад +1

    Right dr.....todays mele infertility is a big problem.i am suffering from this.some years ago, i was ur patient.....akhono ma hote pari ni.asa chare diyachi.......Abosoi ata amar badluk....dr.babu akjon khub valo manus.

  • @nirupamamodak8337
    @nirupamamodak8337 3 года назад +21

    খুব ভালো লাগলো আপনার কথা গুলো স্যার । এবং উপকৃত হলাম। ভালো থাকবেন আপনি। আপনার অভিনয় খুব ভালো লাগে। ♥️❤️

    • @pujaroy8372
      @pujaroy8372 3 года назад +1

      Jader 30years opore jara every day drink kore tader pregnancy kemon hobe

  • @debjanisantra9185
    @debjanisantra9185 3 года назад +1

    ভীষন ভালো লাগলো ওনার কথাগুলো শুনে, অনেকের উপকার হবে।

  • @somapal118
    @somapal118 3 года назад +7

    আপনার কথা গুলো মন ছুঁয়ে গেল। আপনি ভালো থাকবেন।

    • @minaroy167
      @minaroy167 3 года назад

      Khub khub valo laglo

  • @jabbarhossain2313
    @jabbarhossain2313 Год назад

    আলহামদুলিল্লাহ উনার কথা গুলো সত্যি অনেক সুন্দর 🥰

    • @nefajaddinsekh530
      @nefajaddinsekh530 9 месяцев назад

      Doctor ar phone number ta pele khub upokar petam ....

  • @jharnarana9537
    @jharnarana9537 3 года назад +3

    অনেক সহজ সরল করে বোঝালেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

  • @happychakma6089
    @happychakma6089 2 года назад +1

    ডাক্তার বাবু নমস্কার, আপনার কথা গুলো অনেক সুন্দর আপনার দীর্ঘায়ু কামনা করি অনেক অনেক ভালো থাকেন❣️❣️❣️🙏🙏🙏

  • @NEETURPRITHIBI
    @NEETURPRITHIBI 3 года назад +13

    আমি জানিনা , কোনো ভাবেই আপনার যোগাযোগ করা যায় কি না , তবে আমি খুবই কষ্ট নিয়ে আপনার উদ্দেশে বলছি, আমার বিয়ে হয়েছে ৮ বছর , আমি এখনো মা হতে পারিনি , কিভাবে যোগাযোগ করবো যদি একটু বলতেন , তাহলে হয়তো আমার মত মেয়ের মুখে একটু হাসি ফুটতো, আমিও মাতৃত্বের স্বাদ পেতে পারতাম , আমি আপনার কাছে ট্রিটমেন্ট নিতে চাই , দয়া করে একটু জানাবেন

    • @suchitachowdhury8643
      @suchitachowdhury8643 3 года назад +1

      Apni RUclips saheli channel ti follow kore dekhte paren okhane pregnancy related onek tips dai asha kori upokrito hoben 😊

    • @BadBoy-lp5pj
      @BadBoy-lp5pj 3 года назад

      Kolkata udland a উনি বসেন

    • @bubaitutun2369
      @bubaitutun2369 3 года назад

      Uni jaanbajare bosen.

    • @ABOKASHEDEBJANI
      @ABOKASHEDEBJANI 3 года назад

      AMRI

    • @ABOKASHEDEBJANI
      @ABOKASHEDEBJANI 3 года назад

      AMRI HOSPITAL, DHAKURIA Description box dekho Nitu

  • @sharmilabasak7919
    @sharmilabasak7919 3 года назад +1

    বড় ভালো লাগে ডাক্তার বাবুকে। ওনার কথা শুনলে মনে শান্তি আসে। ওনার যোগাযোগ নম্বর পেলে ভালো হয়।প্রণাম নেবেন।

    • @healthcare7683
      @healthcare7683  3 года назад

      AMRI DAKURIA

    • @riyaroy4090
      @riyaroy4090 9 месяцев назад

      ​@@healthcare7683doctor Babu ki ekhono ei hospital ei Bose please janaben

  • @anaaryanaary9938
    @anaaryanaary9938 3 года назад +20

    আশীর্বাদ রইলো স্যার।।। অনেক সাহস পেলাম❤❤❤দোয়া করি আপনি সুস্থ থাকুন আর এভাবে নতুন নতুন ভিডিও দিন

  • @beautibiswas2897
    @beautibiswas2897 2 года назад

    ণমস্কার।আপনার কথাগুলো এতবেশি ভাল লাগল যে আপনার প্রতি রইল শত কোটি প্রনাম।

  • @payel9651
    @payel9651 3 года назад +21

    The way he is talking, just wow.. It's so peaceful, charming, and his smile while talking.. Just speechless 🙏🙏🙏🙏🙏🙏🙏 .Long live sir 🙏

  • @mangalasantra90
    @mangalasantra90 3 года назад +1

    Really good programme. Nomoskar doctor babu

  • @rupalisarkar9425
    @rupalisarkar9425 3 года назад +4

    মিসক্যারেজ কেন হয়? জরায়ুর মুখের সেলাই নিয়ে একটা আলোচনা হলে উপকার হতো।

  • @raipaul1178
    @raipaul1178 3 года назад +1

    Kotha gulo suna mon vora galo ❤️ jamon sundor ovinoy Tamni kotha gulo 🥰❤️

  • @parichitaghosh4223
    @parichitaghosh4223 3 года назад +5

    Amar age 39,, amar concieve korte chai,, si nie dr. Mukharjee r snge kotha bolte chai.... Please help korun...🙏😒

  • @jollyjarin7946
    @jollyjarin7946 Год назад +2

    এই মানুষ টা এত্তো ভালো, আপনার কথা গুলো শুধু শুনতেই ইচ্ছা করে স্যার 👌🏻আপনার কথা শুনে মনটাকে শান্ত করতে পারলাম 😢 ১০ বছর হয়ে গেছে baby হচ্ছে না 😥 আপনার কথা শুনে মনে শক্তি পেলাম 🌸💕❤️🤍

  • @suchitramalik1121
    @suchitramalik1121 3 года назад +31

    স্যার মেয়েদের সব থেকে বড় অসুবিধা হচ্ছে মাসিক নিয়ে.... সেটা নিয়ে যদি কিছু বলেন তাহলে খুব ভালো হয়

  • @meughosh280
    @meughosh280 3 года назад +1

    Apni anek boro mapeer ovineta...apni ekjon chikitshok...khub bhalo thakben

  • @debjanikhankundu3244
    @debjanikhankundu3244 3 года назад +11

    খুব, খুব ভালো লাগলো।এই ধরণের আলোচনা আরও হলে ভালো হয়।

    • @baishaligupta6021
      @baishaligupta6021 3 года назад +1

      Thank you doctor babu anek ojana janlam🙏🙏🙏🙏

  • @sumitabhattacharjee1301
    @sumitabhattacharjee1301 2 года назад

    Dr:babu r kotha sune ami abhibhuto...ato sundor ..mon chuye gelo ...pronam janai dr : babu k

  • @আমারপৃথিবী-ল২ভ

    পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এ ভুগছি আমি।বিয়ের ১২ বছরেও মা হতে পারিনি।বিয়ের প্রথম বছরে আমার এবোরশন হয়ে যায়।তারপরে আর কনসিভ করিনি।আমার কি সন্তান আসবে?
    আমি কি মা হতে পারবো?

    • @yeasminkhatun9564
      @yeasminkhatun9564 3 года назад

      Amar o polisitic overy ache ,ata niye akta video dite Perle vlo hoto

    • @Nawrinpervin
      @Nawrinpervin 2 месяца назад

      Don't worry..amr o sm chilo dctr dakhi thik hoye akhn ami 5yr bbyr ma

  • @poojadas2023
    @poojadas2023 3 года назад +1

    Khub valo laglo...onek ta upokar holo , onek kichu bojao gelo....emon aro vedio create kora uchit ...Dr. Babu k abar chai notun kono video niya....

  • @parnadas7270
    @parnadas7270 3 года назад +14

    খুবই informative ভিডিও। ভীষণ ভালো লাগল, অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।☺️☺️

  • @somotolchannel9697
    @somotolchannel9697 2 года назад +1

    সেলুট দাদা, কথার মধ্যে প্রান আছে ❤️❤️

  • @runarunkumar5173
    @runarunkumar5173 3 года назад +3

    বেশ ভালো শিক্ষনীয় তথ্য।

  • @rupachakraborty2245
    @rupachakraborty2245 3 года назад +1

    Ami ekjon dui meyer ma Ami kritanga onar kache .rei chaneler kache.onek kichui janlam. 🙏🏻🙏🏻🙏🏻

  • @avaahmed6619
    @avaahmed6619 3 года назад +25

    আমার বয়স ৪২ আমি কি মা হতে পারব? জানাবেন প্লিজ।।

    • @rinkuchatterjee82
      @rinkuchatterjee82 3 года назад +5

      Of course.. Keno noi?? Agekaar dine to 48 obdhi baby hoto.. Tahole ekhon hobe na keno??

    • @Moon-oc7ol
      @Moon-oc7ol 2 года назад

      @@rinkuchatterjee82 Sotti ki tahole j maximum lok bole 40 er por baby howr khomota chole jay?

    • @mousumikarmakar2554
      @mousumikarmakar2554 2 месяца назад

      Ki kore unar sathe jogajog korbo plz help me ?????

  • @parinitamukherjee2297
    @parinitamukherjee2297 2 года назад

    Apnar kotha sune khub positive houa jai

  • @mominulislam4586
    @mominulislam4586 3 года назад +8

    অনেক সুন্দর ভাবে বুঝানোর জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ

  • @mitramukherjee9941
    @mitramukherjee9941 3 года назад

    apnar kotha shune mone onek vorsha pelam.ato shundor kore bojhalen apni , onek kichu proshno r uttor poriskar hoye gelo.
    eirokom vabe onekei bojhate chan na ba bojhate paren na.
    Onek general physician medicines bujhiye bolen na. Onara bolen--" eto bojhar kono proyojon nei." Dactarbabu apnake janai
    osonkhy dhonybad.
    Valo thakben,susthoú thakben.

  • @tanmoykumar8650
    @tanmoykumar8650 3 года назад +12

    অনেক ধন্যবাদ ডাক্তার বাবু আপনার মুল্যবান আলোচনার জন্য 🙏🏼 ঈশ্বরের কাছে আপনার সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করি ।

  • @pujadey9327
    @pujadey9327 3 года назад +1

    Vision valo laglo Dr Babur boktobo gulo janta para,,,,onkk Kichu janta parlam,,

  • @bipashadas8265
    @bipashadas8265 3 года назад +7

    , ovarian cyst and fibroid nia akta vedio banaben

  • @rabindranathsarkar7475
    @rabindranathsarkar7475 4 месяца назад

    ভীষনই ভালো বক্তা।

  • @tumpahowlader6010
    @tumpahowlader6010 3 года назад +4

    শিয়ালদহের কাছাকাছি আপনার ঢেম্বার কোথায়,দয়াকরে ডাক্তারবাবু জানাবেন।।

  • @priyankadebnath8988
    @priyankadebnath8988 3 года назад +2

    Amr sontan onar r onar chheler hathe hoyeche...dr. Basudev sir dr. Basab sir amr kache vogoban...onara sakkhi amr maa howar sei omulyo muhurter....

  • @piyalimandal4501
    @piyalimandal4501 3 года назад +5

    Sir Berhampore e apni clinic open korun ..Amra Berhampore basi ra khub upokrito hobo. ..

  • @sagarikabid85
    @sagarikabid85 3 года назад +1

    Apnake onk valo lage Dr....as a human....abong apni ato sundor kore sob kichu bujhiye bollen I think er por onk ma sotorko thakben....onk kichu janlam.....apni acting o khub valo koren...apnar kotha bolar style o khub valo ....apni sotti khub valo manush.....namaskar

  • @i_urja4183
    @i_urja4183 3 года назад +11

    So humble he is....

  • @shahanajparvin5193
    @shahanajparvin5193 3 года назад +1

    অসাধারণ সাক্ষাৎকার দেখলাম
    অনেক কিছু শিখলাম।
    ধন্যবাদ দিলে অসম্মান হবে।
    অনেক অনেক শ্রদ্ধা ভরে সম্মান জানাচ্ছি।
    আপনার দীর্ঘায়ু কামনা করছি

  • @karabibiswas4830
    @karabibiswas4830 3 года назад +3

    খুব ভালো লাগলো কথাগুলো। অনেক informative।মনে Positivity বাড়ায় । অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে।😊

  • @niveditabarman1132
    @niveditabarman1132 3 года назад +1

    Khub valo laglo.....uni ki sundor golper chole sobkichu amader moto mayeder impotant tothyogulo bujhiye dilen......arokom ro akta episod chai onr kach thek.....karon akhono anek kichui amder ojana thek gache.......

  • @aparnaghosh9632
    @aparnaghosh9632 3 года назад +10

    ইউট্রাস যদি একটু নীচের দিকে নেমে আসে তাহলে মা হওয়া কী সম্ভব ।?আমার একটি চৌদ্দ বছরের মেয়ে আছে।

  • @tahrimasultana4414
    @tahrimasultana4414 2 года назад

    এক কথায় অসাধারণ ডাক্তার সাহেবের সাক্ষাৎকার। শুভ কামনা সারের জন্য।

  • @banasreechakraborty9976
    @banasreechakraborty9976 3 года назад +11

    Durdanto alochona!!! Mugdho hoye shunlam, anek kichhu jante pere bhishon bhalo laglo , daktar babu k ashangkhya pronam

  • @Clecktosh
    @Clecktosh 3 года назад +1

    Apner Kotha gulo Mon chuye gelo,khub Valo laglo,d.r babu ovarian cyst nea ekta video korben pls.🙏🙏

  • @tanusreesasmal6977
    @tanusreesasmal6977 3 года назад +3

    ধন্যবাদ ডাক্তারবাবু... আমি কী 42 age এ 2nd time মা হতে পারি?