গীতগাউনি (Geet Gauni) - Documentary - Wedding song - Burdwan, jhumur, holdi
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- 'মুসলিম বিয়ের গান' লোকসংস্কৃতির এক সমৃদ্ধ ধারা।
পশ্চিমবঙ্গের বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার মুসলিম মেয়েরা বিয়ের আসরে হাতে ঢোল এবং পায়ে ঘুঙুর বেঁধে আসর মাতাতেন। গ্রামের সাধারণ ঘরের মহিলাদের দারা সৃষ্ট এই গানে যেমন মুসলিম সমাজের আর্থসামাজিক ও রাজনৈতিক চিত্র সুন্দরভাবে ধরা পরেছে তেমনি নরনারীর প্রেম-বিরহ, ব্যাথা- বেদনা, অভিমান, ঠাট্টা তামাশাও গানে প্রকাশ পেয়েছে। বর্ধমান জেলাতে বিয়ের আসরে যারা এই গীত পরিবেশন করেন তাদের বলা হয় "গীতগাউনি"l
আমরা বর্ধমান জেলার নবগ্রামে একটা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম এবং সেখানে একজন সুদক্ষ গায়িকার কাছ থেকে বিয়ের কিছু গীত শোনার ও আড্ডা দেওয়ার সৌভাগ্য হয়েছিল। ওই শিল্পী যিনি নিজে গান লিখেছেন ও সুরও করেছেন। তার কথায় বিষণ্ণতার সুর স্পষ্ট। "এখন এই গান আর কেউ গায় না, তলিয়ে যাচ্ছে এই গান।"।
যে সকল শিল্পীরা এই গীত রচনা করেছিলেন তাদের এই লুপ্তপ্রায় সংস্কৃতিকে সম্মান জানিয়ে আমাদের এই তথ্যচিত্রের নাম দিলাম "গীতগাউনি"।
ঝুমুর গান -
ঝুমুর খেলাইতে গেলাম লাউসা মায়ের বাড়ি
আর লাউসার মা লাগিয়ে দিলে দে দুমাদুম বাড়ি
ঝুমুর খেলব না রসিক না পেলে ঝুমুর খেলবো না।।
ঝুমুর খেলাইতে গেলাম লাউসা মায়ের ঘর
আর লাউসার মা তেরেমেরে লাগিয়ে দিলে চড়
ঝুমুর খেলবো না
রসিক না পেলে ঝুমুর খেলবো না।।
অদ্ভুত সুন্দর! এবং অতি দরকারি আর গুরুত্বপূর্ণ দলিল।
অনেক ধন্যবাদ। গানগুলো লিপিবদ্ধ আছে মনোয়ারা খাতুনের বই "মুসলিম বিয়ের গানে বাঙ্গালী মুসলিম সমাজ" ও অন্যান্য অনেক লেখকের বইয়ে। কিন্তু ঠিক মত documentary ভিডিও করা হয়নি। সেটা চেষ্টা করছি আমরা করার। এখানে যে গানগুলো ব্যবহার করা হয়েছে খুব শিগগির আমাদের ফেস বুক পেজ collective bioscope এ দেব।
Thank u anti apnar katha gulo mnn chuya galo apnar gan tao khub sundor lagcha
অনেক ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন আর পারলে শেয়ার করবেন।🌿😊
খুব ভালো, আমি মুগ্ধ। 🥰🥰🥰🥰
Thanks ❤️🙂
বাহ , বেশ ভালো লাগলো । আর ক্যামেরার কাজও খুব সুন্দর হয়েছে 👌👌
অনেক ধন্যবাদ দিদি। পাশে থেকো।☘️🌿❤️
দারুণ লাগলো। আরও শুনতে চাই।
ধন্যবাদ।
কলসি তোমার এমন ধর্ম
মাজলে ঘষলে সোনার বর্ন । অসাধারন । হয়ত কোনদিন এইগুলো বিলুপ্ত হয়ে যাবে । এত সুন্দর গান হারিয়ে যাবে !
হ্যাঁ তার জন্য চেষ্টা করছি সংগ্রহ করার।
দারুন লাগল জেসু । আরও এগিয়ে যা ।
ভালোবাসা অনেকখানি।
Bah khub vlo laglo
অনেক ধন্যবাদ।,🙏
সেরা হয়েছে ❤️
অনেক ধন্যবাদ। 🙏
Bah..khub valo hyeche
অনেক ধন্যবাদ। এটা নিয়ে বড় করে কাজ করার ইচ্ছা আছে।
দারুন হয়েছে
ধন্যবাদ।🙂
Darun 😊
Thanks 😃
Khub sundor ❤️
অনেক ধন্যবাদ।😃
Ei rokom ekta loko songiskriti poschim bonge ache janai chilo na.. somriddho holam.. darunnn...
চমৎকার ❤️😍😍
ধন্যবাদ।
আসলাম আলাইকুম বুবু জান। আপনাদের জন্য রইল অনেক শুভেচ্ছা ও মোবারকবাত । অনেক দিন পর আবার এই গান শুনতে পেলাম খুব ভালো লাগলো। আপনার ভালো থাকবেন সবাই আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ভালো রাখবেন এই দোয়া করি।🤲🤲♥️♥️🥇🥇👌👍
ওলয়ইকুমা সালাম। অনেক ভালো লাগলো আপনার এই শুভেচ্ছাবার্তা। ভালো থাকবেন আর শেয়ার করবেন অনেক মানুষকে । যাতে আমাদের এই লোকগান গীত বহু মানুষ শুনতে পারে।
খুব ভালো লাগলো
ধন্যবাদ।☘️🌿
Khub sundor prachesta
ধন্যবাদ।
❤বাহ খুব ভালো কাজ❤
ধন্যবাদ দাদা।🙏
Darun darun
Thank you so much..
অসাধারণ। আমাদের এলাকায় বিবাহ অনুষ্ঠানে এই একই রকম সংস্কৃতি চালু আছে।
অনেক ধন্যবাদ। হ্যাঁ বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ ইত্যাদি জেলা গুলোতে এখনও টিকে আছে। প্লিজ শেয়ার করবেন ভিডিও টা যাতে আমাদের লোক সংস্কৃতির সাথে অনেকের পরিচয় ঘটে।
পুরনো যুগের গীত আবার দেখতে পেয়ে অনেক খুশি হয়েছি এর পার্ট টু চাই❤❤❤❤
অনেক ধন্যবাদ।
Excellent
ধন্যবাদ।
Camera aar presentation er simplicity ta besh valo laglo
অনেক ধন্যবাদ। আরও ভালো করার চেষ্টায় আছি।🙂
Nice
Thanks.. please share
বীরভূম জেলায় কিছু কিছু গ্রামে এসব গান চালু আছে বর্তমান কলি যুগে ডিজে বক্স
একদম ঠিক। ভালো লাগল শেয়ার করবেন।
খুব ভাল কাজ
অনেক ধন্যবাদ।🍁
এনাদের সাথে যোগাযোগ করবো কীভাবে আমি এই গীত নিয়ে রিসার্চ করছি আমাকে একটু সাহায্য করলে খুব ভালো হতো
অনেক শুভকামনা আপনাকে এই বিষয় নিয়ে আপনি রিসার্চ করছেন। আসলে এনারা এখন আর গান করেন না ব্যক্তিগত কারণে। খুবই দুঃখিত।
আমার কাছে এই রকম কিছু গানের সংগ্রহ আছে ।
ঝুমুর খেলব না ,গানটির ডেসক্রিপশনে লিখে দিলে খুব উপকৃত হতাম ।
দিলাম। একটু দেখুন।
আমাদের গ্রামের ঢোলের আওয়াজ বিশাল আমাদের গ্রামের ঢোল এখনো চালু আছে জেলা মাদে বীরভূম
খুব ভালো লাগলো শুনে। চালিয়ে যেতে হবে লোকগানের এই সংস্কৃতি।