ছোটোদের লকডাউন - Children Under Lockdown || Documentary
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- লকডাউনের করাল গ্রাসে সমাজ জীবন যেমন বিদ্ধস্ত তেমনি করুন অবস্থা শিশুদের পড়াশোনার। কেমন আছে আজকের শিশুরা? কিই বা ভাবছে তারা?
এইসব নানা কৌতূহল নিয়ে বানানো হল ডকুমেন্টরি "ছোটোদের লকডাউন"।
এতে ২৪ টা বাচ্চার ইন্টারভিউ নেওয়া হয়েছে যাদের বয়স ৪ থেকে ১৪। এই কাজটা করতে গিয়ে ছোটোদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। ছোটোদের ভালোবাসা ও প্রচুর মানুষ যারা ক্যামেরার পিছনে ছিলেন তাদের সহযোগিতা না পেলে এই কাজ করা কখনই সম্ভব হতো না।
কেমন হলো জানাবেন ভালো বা খারাপ। তাতে আগামী কাজের উৎসাহ বাড়বে। সবাইকে পাশে থাকার আহ্বান জানাই।
ধন্যবাদ।