এক জোনাকি,দুই জোনাকি,তিন জোনাকি ওড়ে, তোমার লাগি বন্ধু আমার মন যে কেমন করে। এক প্রহর,দুই প্রহর,তিন প্রহর রাতি, তোমার লাগি বন্ধু আমার ঘরে জ্বলছে বাতি। এক পশলা,দুই পশলা,তিন পশলা ঝরে, তোমার লাগি বন্ধু আমার পরান কাঁপে ডরে। এক আশ্বিন,দুই আশ্বিন,তিন আশ্বিন গেল, তোমার লাগি বন্ধু আমার বসন এলোমেলো। এক পথিক,দুই পথিক,তিন পথিক আসে, তোমার লাগি বন্ধু আমার শিউলি ঝড়া মাসে। এক যৌবন,দুই যৌবন,তিন যৌবন যায়, তুমিই যদি ভুললে বন্ধু আমার কি উপায়?
কি মায়া মাখা অসাধারণ অভিনয় ও সামাজিক, সম্প্রতির আবহ নাটকে
সেরা নাটক
সেই আগের যুগের পাবনা ❤
Thanks for uploading
তখনকার মতো এতো সুন্দর নাটক আর হবে না
অসাধারণ নাটক
Onak sundor natok sotthi onak Valo lagca 2022 year a ai rokom natok dakhi na dakhi sudu prem r kicu nai oi natok gulata 😔😔😔😔
কি সুন্দর অভিনয়
এক জোনাকি,দুই জোনাকি,তিন জোনাকি ওড়ে,
তোমার লাগি বন্ধু আমার মন যে কেমন করে।
এক প্রহর,দুই প্রহর,তিন প্রহর রাতি,
তোমার লাগি বন্ধু আমার ঘরে জ্বলছে বাতি।
এক পশলা,দুই পশলা,তিন পশলা ঝরে,
তোমার লাগি বন্ধু আমার পরান কাঁপে ডরে।
এক আশ্বিন,দুই আশ্বিন,তিন আশ্বিন গেল,
তোমার লাগি বন্ধু আমার বসন এলোমেলো।
এক পথিক,দুই পথিক,তিন পথিক আসে,
তোমার লাগি বন্ধু আমার শিউলি ঝড়া মাসে।
এক যৌবন,দুই যৌবন,তিন যৌবন যায়,
তুমিই যদি ভুললে বন্ধু আমার কি উপায়?
which year?
❤