আপনার আলোচনা এতটাই মূল্যবান যে, শুধু এই আলোচনা টুকু অন্তরে ধারণ করে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাতে পারলে আমরা ব্যক্তিগত, সামাজিক,ধর্মীয় ও রাষ্ট্রীয়ভাবে সুনিশ্চিত সফলতা অর্জন করতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দয়া করে লেবাস পরে ইসলামকে বিকৃত করবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- إن أصْحَابَ هذِه الصُّوَرِ يَومَ القِيَامَةِ يُعَذَّبُونَ، فيُقَالُ لهمْ: أحْيُوا ما خَلَقْتُمْ، وقالَ: إنَّ البَيْتَ الَّذي فيه الصُّوَرُ لا تَدْخُلُهُ المَلَائِكَةُ. নিশ্চয় এই প্রতিকৃতি নির্মাতাদেরকে (ভাস্কর, চিত্রকরদেরকে) কিয়ামত-দিবসে আযাব দেয়া হবে এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে, যা তোমরা ‘সৃষ্টি’ করেছিলে তাতে প্রাণসঞ্চার কর!' তিনি (সাঃ) আরও বলেছেন, যে ঘরে ছবি বা ভাষকর্য থাকে সেখানে (রহমতের) ফেরেশতা প্রবেশ করে না। -সহীহ বুখারী ২১০৫ (আরবী). সূত্রঃ আলেমদের জন্য dorar.net/hadith/sharh/20881
উনার সব কথা মনোযোগ দিয়ে শুনলাম একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে তার কথায় অনেক জোর রয়েছে সত্য কথা সবসময় জোরালো হয় অসম্ভব ভালো লাগছে সহমত পোষণ করছি
আমি মসজিদে যাবো,মন্দিরে যাবো, না মাজারে যাবো;আমার স্রষ্টাকে আমি কোথায় খুঁজবো, কিভাবে তাকে সন্তুষ্ট করব এটা একান্তই আমার ও আমার স্রষ্টার মধ্যকার ব্যাপার। আমার ঈমানের ফয়সালাকারী একমাত্র আমার আল্লাহ। ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়। "নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। "
ভাই ভন্ডামি বাদ দেন। দিলেন কোরআনের আয়াত, ' আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। " আবার বলতেছেন মসজিদে না, মন্দিরে না, মাজারে স্রস্টা খুজবেন সেটা আপনারা আর স্রস্টার ব্যাপার। ওই যে কোরআনে আল্লাহ বলেছেন, দ্বীন ইসলাম (অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা) ছাড়া আর কোন কিছুকে কখনো গ্রহণ করা হবে না। ভাই যদি কোরআনের আয়াত দেন তাহলে কোরানের সবকিছু মেনে নিয়েন।। আর যদি নিজের খেয়াল খুশি মতন চলেন তাহলে কুরআনের আয়াত দেখিয়ে ভন্ডামি করার দরকার নেই।।
সৈয়দ তৌফিক হাসান আপনার কাথা ঠিক তবে, আল্লাহ নবীকে এক আল্লাহ কে মানার দাওয়াত দিতে বলেছেন কিন্তু জোর করে পালন করাতে বলেন নাই। আল্লাহ অন্য ধর্মের লোকদের ও তাদের দেব-দেবীকে কটু কথা বলতে নিষিদ্ধ করেছেন। আল্লাহ আরো বলেছেন যদি।তোমরা বিনা কাবণে।আক্রান্ত হও তাহলে সংগঠিত হয়ে দ্বিগুণ খমতা।নিয়ে তাদের প্রতি প্রতিশোধ নাও। কোরান অপরের কাছ থেকে শুনলেও নিজে পাঠ করে সত্য মিথ্যা যাচাই করে পালন করবেন।
হে গুণীজন আমি একজন সনাতন ধর্মাবলম্বী, আপনাকে আমার শ্রদ্ধাভাজন প্রণাম 👃 আমি আপনার চিন্তা ভাবনা কে ভীষণ ভালোবাসি আমি আপনাকে সভ্যতার প্রতীক হিসেবে বিবেচনা করি তাই আপনার জন্য আমার প্রার্থনা আপনি সর্বদা সুস্থ-দীর্ঘায়ু লাভ করুন। ❤
এসব মাজারের ব্যাপারটি আপনারা আমার প্রিয় পাগলেরা কোথায় পেলেন? এমন কাজ তো নবীজির ওফাতের দু'শ তিনশ হিজরির মধ্যে হয়নি! তাহলে আপনারা এটা যে কোনো এক শয়তান জালিম ইসলামের শত্রুরা কাছে থেকেই পেয়েছেন, তাতে সন্দেহ পোষণ না করা কি আমার জন্য ভুল হবে না?
রাষ্ট্রের অস্তিত্ব জনগণ দ্বারা সীমানা বেষ্টিত একটি ভূখণ্ড। তার অধিবাসী যেকোন ধর্মের বা ধর্ম বিশ্বাসী হতে পারে যা রাষ্ট্র বিজ্ঞানের কথা, একথার মর্ম উপলব্ধি না করতে পারলে কামড়াকামড়ি করুন!
তাহলে রাষ্ট্রের কোনো ভাষাও নাই, কারণ রাষ্ট্রের তো কোনো জিহ্বা নাই । বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কিন্তু দেশ সবার, সবাই সমান অধিকারে দেশে বাস করবে। উনার ইসলাম সম্পর্কে জ্ঞান অনেক কম
বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহার সাহেব এর জ্ঞানগর্ভ আলোচনা ও রাষ্ট্রীয় ব্যবস্থায় সকল ধর্মের মানুষের সহ-অবস্থান সম্পর্কে যে মূল্যবান মতামত প্রদান করলেন তা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।
😂04:20 Video সুশীলের ঘরে টেনে দেখেন শ্রীকৃষ্ণের মূর্তি! "কতক মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশে অজ্ঞতাবশতঃ অবান্তর কথাবার্তা (গান-বাঁজনা) ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা-বিদ্রূপ করে। ওদের জন্যই আছে অবমাননাকর শাস্তি।" [📗Quran Shura Luqman 31/06🟩] "আমার উম্মাতের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হলে কিয়ামত পর্যন্ত আর অস্ত্রবিরতি হবে না। আমি আমার উম্মাতের ব্যাপারে অধিক ভয় করছি পথভ্রষ্ট নেতৃবৃন্দের। অচিরেই আমার উম্মাতের কোন কোন গোত্র বা সম্প্রদায় মূর্তি পূজায় লিপ্ত হবে এবং আমার উম্মাতের কতক গোত্র মুশরিকদের সাথে যোগ দিবে। অচিরেই কিয়ামতের নিকটবর্তী সময়ে ত্রিশজন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। তাদের প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। আমার উম্মাতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হয়ে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, মহান আল্লাহর চূড়ান্ত নির্দেশ (কিয়ামত) না আসা পর্যন্ত। তাদের বিরুদ্ধবাদীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না।" {📚Sunan Abi-Dawud:4252a} {📚Sunan Ibn-Madha:3592} {📚Sunan Ibn-Madha:2229} মাজার ভাঙ্গা* Islamic State এর অন্যতম বৈধ কাজ! but Bangladesh Islamic state নয়!
ফরহাদ মজহার বলেছেন, রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না। রাষ্ট্র কি নামাজ-কোরআন পড়তে পারে? ধর্ম থাকে মানুষের। আমার প্রশ্ন, রাষ্ট্রের ভাষা থাকে কেন? রাষ্ট্র কি জিহ্বা ও মুখ দ্বারা কথা বলতে পারে? ভাষা তো থাকে মানুষের৷ 😂 এই ভদ্রলোক যে 'এসলাম' নিয়ে আবির্ভূত হয়েছেন, তা এ জাতির জন্য নয়া ফিতনা।
উনার সম্পর্কে কতটুকু ধারনা আছে আপনার,,আপনি কি মানুষটাকে কখনো দেখেছেন নিজ চোখে,,মিশেছেন কখনো উনার সাথে,,বলে দিলেন হুটহাট উনার ইসলাম সম্পর্কে জ্ঞান নাই,,@@Funnyclub-f7d
তিনি বলেছেন, মাজারে পুজো করেনা। বুঝাতে চেয়েছেন, কোথাও সেজদা করে না। আমি বলবো, তিনি মাজারের ব্যাপারে অজ্ঞ! মাজারে গাজা সেবন থেকে শুরু করে সেজদাসহ সকল ধরনের কুফুরি কাজ চলে।
আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে।-সহীহ বুখারী হাদীস : ৫৫৯০ মুসনাদে আহমদের হাদীসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাকে মুমিনদের জন্য হিদায়াত ও রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং বাদ্যযন্ত্র, ক্রুশ ও জাহেলি প্রথা বিলোপসাধনের নির্দেশ দিয়েছেন।
উনাকে বিজ্ঞ হিসেবে খুব শ্রদ্ধা করি সম্মান করি উনি যে কোরআনের ব্যাপারে মন্তব্য করলেন কোরআন ওহী হবে দলিল হবে না এটা একটা ভুল ব্যাখ্যা কোরআনের অনেকগুলো গুন আছে এর মধ্যে কোরআনের একটা গুন কোরআন হচ্ছে ওহী আল্লাহর কালাম এবং কোরান হচ্ছে মুসলমানদের জন্য পথ প্রদর্শক হেদায়েতস্বরূপ এটাও একটা কোরআনের গুণ কোরআন হচ্ছে মুসলমানদের বিধি বিধান আইন কানুন এটাও একটা কোরআনের গুণ সিফাত কোরআনের দ্বারা মানুষের অন্তর আলোকিত হয় কোরআনের দ্বারা মানুষ আরো বিভিন্ন উপকার পেয়ে থাকেন এই সবগুলোই হচ্ছে কোরআনের গুণ শুধুমাত্র একটি গুণকে স্বীকার করে অন্য গুণগুলোকে অস্বীকার করা কোরআনকে অস্বীকার করার নামান্তর আল্লাহ আমাদের হেফাজত করুক সঠিক বুঝ দান করুক আমিন
@@GolamMowla-0173 এইখানে জন্মসূত্রে কেউ আছে বাংলা ভাষা ছাড়া।। কিন্তু ধর্ম সুত্রে বিভিন্ন ধর্মের লোকজন আছে তাই রাষ্ট্র ধর্ম না হলেও রাষ্ট্র ভাষা থাকা বাঞ্চনীয়।। আপনাকে রিপ্লে দিয়েও লাভ নাই।। এসব বুঝার মত বিবেক আপনার নাই।। ধন্যবাদ।
ঠিক ❤❤❤। উনি যে, দিল্লির গোলাম বা দিল্লির স্বার্থ এর কথা বলছেন, যদি উনার কথা মতো কাজ আমরা করি, আর সেই প্রজাতির নামে মুসলমান হই, তাহলে তো আলাদা মুসলিম মুলক এর কোন প্রয়োজন ই ছিল না, ১৯৪৭, এমন করলে তো ভারত থেকে আলাদা হওয়াই বৃথা।
কোরআন হেদায়ত বাণী৷ আপনে যদি মুমিন হন তাহলে আপনার জন্যে আইন | তবে আপনার ব্যাখ্যার সাথে কারো দ্বিমত হতেই পারে | এত এব আপনি জোর জবরদস্তি ও ভাংচুর করতে পারেন না |
ভাই কুরআন এসেছে গোটা মানবজাতির উপর । দলিল বলে ছোটো করব কেনো ? আপনি পড়েন বোঝেন , কারণ বুঝে পড়ার তাগিদ আছে । আর হাদীস এইসব মানুষের হাতে এবং ভালো মন্দ বুঝে লিখছেন , এইটা মানদণ্ড হতে পারে কিন্তু মানতেই হবে এমন কোনো মত নাই । একেক জন একেকটা কিতাব পছন্দ করেন কিন্তু কিতাব এর মধ্যে আমাকে যেইটা ভালো লাগে সেইটাই প্রচার করি , অন্য জায়গায় অন্য কিছু লেখা আছে ঐটা প্রচার করলে আমার ভাত বন্ধ হবে 🙂 -#আসলে আমরা ধর্মের জন্য রাজনীতি করি না , ধর্মকেই রাজনীতি বানায়ে ফেলছি ।
ফরহাদ মজহার বলেছেন, রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না। রাষ্ট্র কি নামাজ-কোরআন পড়তে পারে? ধর্ম থাকে মানুষের। আমার প্রশ্ন, রাষ্ট্রের ভাষা থাকে কেন? রাষ্ট্র কি জিহ্বা ও মুখ দ্বারা কথা বলতে পারে? ভাষা তো থাকে মানুষের৷ 😂 এই ভদ্রলোক যে 'এসলাম' নিয়ে আবির্ভূত হয়েছেন, তা এ জাতির জন্য নয়া ফিতনা।
Farhad Mazhar sir, you are absolutely right, salute to you and your views and your comment regarding destroying Mazar Sharif. These are the evil acts of ultra religious thugs and their propaganda against the freedom of religious practice.
ভাঙচুর ও বিশৃংখলাসৃষ্টিকারীদের নিয়ন্ত্রন করতে না পারাটা একটা প্রধান সমস্যা, এখন পর্যন্ত না পারাটা দুর্বলতার বহি:প্রকাশ । যে কোন সিদ্ধান্ত নিতে দেরী করলে ফলাফল বিরূপ হবে। বিদ্যূতের বিষয়টি তদন্ত করে দ্রুুত ব্যবস্থা নিতে হবে।
When Muhammad of Makkah He used to talk about guidance in a soft tone. When he migrated to Madinah, he was forced to the path of guidance using muscle power.
ফরহাদ মাজার সাহেবকে আপনি প্রশ্ন করবেন একজন আলেম যদি প্রচলিত আইন বিষয়ে বক্তব্য দেয় এটা কি উনি মানবেন? যদি না মানেন তাহলে উনি যে কথাগুলো এখানে বলছেন ধর্ম নিয়ে, সেগুলো কতখানি যুক্তিযুক্ত। ধর্মের জায়গায় সবাই পন্ডিত হয়ে যায় আর ওনাদেরকে ধরলে তখন সাবজেক্ট বাই সাবজেক্ট
আলেমের মন জালেম হইলে কি করবেন৷ সূফীদের অলিদের গালি দেন। তাদের দেখছেন অন্যের হক মাইরা খাইতে। কাওরে গালি দিতে। তারা তাদের ধ্যান খেয়ালে থাকে। জগতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আপনারা কোন কারনে তাদের সাথে সত্রুতা করতে যান।
এরকম উদার মনের মানুষ দেশে যত বেশী থাকবে, দেশ ততই শান্তিপূর্ণ থাকবে। ভালো থাকুক আমাদের বাংলাদেশ! ❤
আপনার আলোচনা এতটাই মূল্যবান যে, শুধু এই আলোচনা টুকু অন্তরে ধারণ করে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাতে পারলে আমরা ব্যক্তিগত, সামাজিক,ধর্মীয় ও রাষ্ট্রীয়ভাবে সুনিশ্চিত সফলতা অর্জন করতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক মানুষ দেখেছি যাদের জড়িয়ে রাখার মতন কোন কাপড় ছিলো না,
অনেক কাপড় দেখেছি যা যাদের জড়িয়ে রেখেছিলো তারা মানুষ ছিলো না।
- জালাল উদ্দিন রুমী (রহঃ)
দয়া করে লেবাস পরে ইসলামকে বিকৃত করবেন না
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
إن أصْحَابَ هذِه الصُّوَرِ يَومَ القِيَامَةِ يُعَذَّبُونَ، فيُقَالُ لهمْ: أحْيُوا ما خَلَقْتُمْ، وقالَ: إنَّ البَيْتَ الَّذي فيه الصُّوَرُ لا تَدْخُلُهُ المَلَائِكَةُ.
নিশ্চয় এই প্রতিকৃতি নির্মাতাদেরকে (ভাস্কর, চিত্রকরদেরকে) কিয়ামত-দিবসে আযাব দেয়া হবে এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে, যা তোমরা ‘সৃষ্টি’ করেছিলে তাতে প্রাণসঞ্চার কর!' তিনি (সাঃ) আরও বলেছেন, যে ঘরে ছবি বা ভাষকর্য থাকে সেখানে (রহমতের) ফেরেশতা প্রবেশ করে না।
-সহীহ বুখারী ২১০৫ (আরবী).
সূত্রঃ আলেমদের জন্য
dorar.net/hadith/sharh/20881
❤❤❤❤
উনার সব কথা মনোযোগ দিয়ে শুনলাম একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে তার কথায় অনেক জোর রয়েছে সত্য কথা সবসময় জোরালো হয় অসম্ভব ভালো লাগছে সহমত পোষণ করছি
wow
আজকেই ১ম আমি ওনার বক্তব্য শুনলাম। অসাধারণ প্রজ্ঞা ওনার। কারো মাথা ব্যথা হলে মাথাই কেটে ফেলতে হবে মাজার ভাঙা তারই উদাহরণ।
সেম আমিও ভাই
Labanon jindabad
হিন্দুরা মুর্তি পুজারি আর আপনারা করব পুজারি,, দুইটার মধ্যে কোন পার্থক্য নাই
কবর পুজা করতে হলে নিজেকে মুসমান নয় হিন্দু নাবি করেন❗
হি ন্দুরা মুর্তি পুজারি আর আপনারা কবর পুজারি,, দুইটার মধ্যে কোন পার্থক্য নাই!!
রাষ্ট্রের ভাষা তো হয়!!??
আমি মসজিদে যাবো,মন্দিরে যাবো, না মাজারে যাবো;আমার স্রষ্টাকে আমি কোথায় খুঁজবো, কিভাবে তাকে সন্তুষ্ট করব এটা একান্তই আমার ও আমার স্রষ্টার মধ্যকার ব্যাপার। আমার ঈমানের ফয়সালাকারী একমাত্র আমার আল্লাহ।
ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়। "নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। "
সেলুট বস্❤❤
সীমালঙ্ঘন তো আপনি ই করে ফেলছেন।মন্দির তো শির্কের জায়গা।মসজিদ ঈমানের যায়গা।যেখানে আল্লাহর গোলামি করা হয়।
রাষ্ট্রের অবশ্যই ধর্ম আছে,,
ভাই ভন্ডামি বাদ দেন।
দিলেন কোরআনের আয়াত, ' আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। "
আবার বলতেছেন মসজিদে না, মন্দিরে না, মাজারে স্রস্টা খুজবেন সেটা আপনারা আর স্রস্টার ব্যাপার।
ওই যে কোরআনে আল্লাহ বলেছেন, দ্বীন ইসলাম (অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা) ছাড়া আর কোন কিছুকে কখনো গ্রহণ করা হবে না।
ভাই যদি কোরআনের আয়াত দেন তাহলে কোরানের সবকিছু মেনে নিয়েন।।
আর যদি নিজের খেয়াল খুশি মতন চলেন তাহলে কুরআনের আয়াত দেখিয়ে ভন্ডামি করার দরকার নেই।।
সৈয়দ তৌফিক হাসান আপনার কাথা ঠিক তবে, আল্লাহ নবীকে এক আল্লাহ কে মানার দাওয়াত দিতে বলেছেন কিন্তু জোর করে পালন করাতে বলেন নাই। আল্লাহ অন্য ধর্মের লোকদের ও তাদের দেব-দেবীকে কটু কথা বলতে নিষিদ্ধ করেছেন। আল্লাহ আরো বলেছেন যদি।তোমরা বিনা কাবণে।আক্রান্ত হও তাহলে সংগঠিত হয়ে দ্বিগুণ খমতা।নিয়ে তাদের প্রতি প্রতিশোধ নাও। কোরান অপরের কাছ থেকে শুনলেও নিজে পাঠ করে সত্য মিথ্যা যাচাই করে পালন করবেন।
হে গুণীজন আমি একজন সনাতন ধর্মাবলম্বী, আপনাকে আমার শ্রদ্ধাভাজন প্রণাম 👃 আমি আপনার চিন্তা ভাবনা কে ভীষণ ভালোবাসি আমি আপনাকে সভ্যতার প্রতীক হিসেবে বিবেচনা করি তাই আপনার জন্য আমার প্রার্থনা আপনি সর্বদা সুস্থ-দীর্ঘায়ু লাভ করুন। ❤
খুব সুন্দর বলেছেন ভাই
অসাধারণ অসাধারণ
আমিন
যারা মাজার শরিফ ভাংচুর করেছে ও লুটপাট করেছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনতে হবে 🙏
এসব মাজারের ব্যাপারটি আপনারা আমার প্রিয় পাগলেরা কোথায় পেলেন? এমন কাজ তো নবীজির ওফাতের দু'শ তিনশ হিজরির মধ্যে হয়নি! তাহলে আপনারা এটা যে কোনো এক শয়তান জালিম ইসলামের শত্রুরা কাছে থেকেই পেয়েছেন, তাতে সন্দেহ পোষণ না করা কি আমার জন্য ভুল হবে না?
কবর পুজারি😂😂
@@Yanur_Munshi😡😡😡😡😡
@@gurusishshotv5192 মূর্খ
হি ন্দুরা মূর্তি পু জারি আর আপনারা কবর পুজারি দুইটার মধ্য পার্থক্য কোথাই!
আপনার কথার প্রত্যেকটা লাইনের গুরুত্ব রয়েছে। অবশ্যই আমাদের আপনার কথাগুলো থেকে শিক্ষা নেয়া উচিত। ❤
অনেক ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর করে মাজারের সম্মান দিয়ে কথা বললেন।
আমার মতে যারা এই প্রজন্মের তাদের মধ্যে এমন ধারনা খুব কম ,আপনাকে ধন্যবাদ মূল্যবান আলোচনার জন্য অনেক কিছু জানতে পারলাম।
মানুষ বেঁচে থাকে জীবন্ত মানুষের মধ্যে❤❤
সম্পূর্ণ বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ
আপনি একেবারেই সঠিক বলেছেন।রাষ্ট্রের কোন ধর্ম নেই।
ধর্ম যার যার রাষ্ট্র সবার।
ধর্ম যার যার। উৎসব তার তার। রাষ্ট্র সবার
রাষ্ট্রের অস্তিত্ব জনগণ দ্বারা সীমানা বেষ্টিত একটি ভূখণ্ড। তার অধিবাসী যেকোন ধর্মের বা ধর্ম বিশ্বাসী হতে পারে যা রাষ্ট্র বিজ্ঞানের কথা, একথার মর্ম উপলব্ধি না করতে পারলে কামড়াকামড়ি করুন!
তাহলে রাষ্ট্রের কোনো ভাষাও নাই, কারণ রাষ্ট্রের তো কোনো জিহ্বা নাই ।
বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কিন্তু দেশ সবার, সবাই সমান অধিকারে দেশে বাস করবে।
উনার ইসলাম সম্পর্কে জ্ঞান অনেক কম
তাহলে রাষ্ট্রের ভাষা থাকে কেন? রাষ্ট্রের কি জিহ্বা ও মুখ আছে? রাষ্ট্র কি কথা বলতে পারে?
@@tafsirulquran2958 ঠিক বলেছেন
চমৎকার বিশ্লেষণ। রাষ্ট্রের কোন ধর্ম নেই, ধর্ম হলো মানুষের। ❤
তাহলে রাষ্ট্রের ভাষা কি করে হয়?
- ভাষা ব্যাতিত প্রশাসনিক, অফিসিয়াল কাজ করা সম্বব না। Dhormo না থাকলে ও সমস্যা নাই@@Mohiuddinn-i3i
@@englishexpert1989বিশ্বের বহুদেশেই রাষ্ট্র ভাষা নেই, আপনি যে সব কাজের কথা বলছেন ওগুলোর জন্য দাপ্তরিক ভাষা থাকাই যথেষ্ট।
@@Abdulkader-sq3qo - দাপ্তরিক ভাষাই rastro ভাষা। আর বাংলাদেশ মানে বাঙালীদের দেশ
@@englishexpert1989 মাথায় প্রবলেম আছে??গুগল করেন আগে।
আসলে আমরা জ্ঞান অর্জন না করে লাফাই, 😢অবশ্যই জ্ঞান দিয়ে বিচার করা উচিত, চিন্তা করা উচিত, জ্ঞানী মানুষ হওয়া উচিত।
বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহার সাহেব এর জ্ঞানগর্ভ আলোচনা ও রাষ্ট্রীয় ব্যবস্থায় সকল ধর্মের মানুষের সহ-অবস্থান সম্পর্কে যে মূল্যবান মতামত প্রদান করলেন তা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।
জ্ঞানী মানুষের কথা শুনলেও জ্ঞান অর্জন করা যায়।
স্যার, সালাম জানাই। অনেক শান্তি পেলাম। আপনার মতো একজন সত্যিকারের মানুষ আছে এই দেশে, অবাক হলাম।
❤❤ অসাধারণ আলোচনা। যারা মাথার সম্বন্ধে সঠিক জ্ঞান জানেন না তারাই মজার ভাঙতে যায়।।❤❤❤
আলোচনা টা শুনলাম,খুবই ভালো লাগলো।কথাগুলো ঘটন মূলক। আজ আমারা এধরনের ব্যাক্তিদের কদর করতে শিখিনি।
সেই রকমের একটা সুন্দর আলোচনা ❤
খুব সুন্দর আলোচনা করলেন গটন মুলক ও আদর্শিক আলোচনায় মুগ্ধ আমি।
কথা শুনে খুব ভাল লাগলো কারন তার কোথায় মানবিকতা ও দেশ প্রেম আছে।
একেবারে সঠিকভাবে ব্যাখ্যা দিলেন, ধন্যবাদ।
অনেক মূল্যবান আলোচনা। ধন্যবাদ ফরহাদ মাজার স্যারকে।
চমতকার আলোচনা, সকল সেমিনারে তুলে দরার জন্য আহবান রহিলো।
যুক্তি ভিত্তিক সত্য আলোচনা
স্যার আপনি অনেক কিছু বুঝাইছেন অসংখ্য ধন্যবাদ অনেক কিছু জানতে পারছি খুশি হয়ে গেছি আপনার কথাগুলো শুনে সত্যি অসাধারণ 💝
ফরহাদ মাজহারের বক্তব্য সঠিক,
অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন স্যার জ্ঞানী লোকের কথা শুনলেও ভালো লাগে ধন্যবাদ আপনাকে।
সময়োপযোগী খুব সুন্দর আলোচনা করেছেন।
অত্যন্ত সুন্দর আলোচনা এবং জ্ঞান অর্জন করার মতো আলোচনা
খুব ভালো লাগলো আপনার কথা শুনে
এতদিন শুধু উনার নাম শুনেছি এই প্রথম উনার বক্তব্য শুনলাম। অসাধারণ, জ্ঞানী ব্যাক্তি। এরকম জ্ঞানী ব্যাক্তি বাংলাদেশে ২য়টি নেই মনে হচ্ছে।
😂04:20 Video সুশীলের ঘরে টেনে দেখেন শ্রীকৃষ্ণের মূর্তি!
"কতক মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশে অজ্ঞতাবশতঃ অবান্তর কথাবার্তা (গান-বাঁজনা) ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা-বিদ্রূপ করে। ওদের জন্যই আছে অবমাননাকর শাস্তি।"
[📗Quran Shura Luqman 31/06🟩]
"আমার উম্মাতের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হলে কিয়ামত পর্যন্ত আর অস্ত্রবিরতি হবে না। আমি আমার উম্মাতের ব্যাপারে অধিক ভয় করছি পথভ্রষ্ট নেতৃবৃন্দের। অচিরেই আমার উম্মাতের কোন কোন গোত্র বা সম্প্রদায় মূর্তি পূজায় লিপ্ত হবে এবং আমার উম্মাতের কতক গোত্র মুশরিকদের সাথে যোগ দিবে। অচিরেই কিয়ামতের নিকটবর্তী সময়ে ত্রিশজন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। তাদের প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। আমার উম্মাতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হয়ে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, মহান আল্লাহর চূড়ান্ত নির্দেশ (কিয়ামত) না আসা পর্যন্ত। তাদের বিরুদ্ধবাদীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না।"
{📚Sunan Abi-Dawud:4252a}
{📚Sunan Ibn-Madha:3592}
{📚Sunan Ibn-Madha:2229}
মাজার ভাঙ্গা* Islamic State এর অন্যতম বৈধ কাজ! but Bangladesh Islamic state নয়!
বিকৃত ভাবে ইউরোপের দর্শন মেনে ইসলামের দর্শন মিশ্রিতকরে নতুনভাবে ইসলামের দর্শন বানানো বিদয়াত ও শিরকের দিকে নিয়ে যাবে.....
একদম সঠিক কথা বলছেন ভাই
বিনম্র শ্রদ্ধা ও সালাম
জনাব ফরহাদ মাজহার স্যার আপনকে🙏
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি 🙏
মাশাল্লাহ খুব সুন্দর আলোচনা করছেন মনোমুগ্ধকর।
কি অসাধারণ জ্ঞানী মানুষ, মুগ্ধ হলাম, সমৃদ্ধ হলাম। প্রণাম জানাই 🙏
ধন্যবাদ অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য
খুবি গুরুত্বপূর্ণ কথা!
যারা জোরা জুরী করে তাড়া ধর্মের না!
ধন্যবাদ এমন একটি সুন্দর আলোচনা করার জন্য।
আপনার বক্তব্য শুনে মুগ্ধ হলাম।প্রকৃত জ্ঞানী আপনে
ওলি-আউলিয়াদের বাংলাদেশ এ মাজার ভাংচুর লুটপাট হামলা ও অগ্নিসংযোগ, খুবই নিন্দনীয় কাজ,
Majare gean bajna korar karone hamla hoyce . Eni vol backha korcen.
সময়োপযোগী সুন্দর ও যুক্তিসঙ্গত বক্তব্য ❤
মজাহারের ঘোষণা মাজার ভাঙা চলবে না
উনি কতটা ভন্ডামি করেছেন,, রাষ্ট্র যখন তার দ্বায়িত্ব পালন না করে, তখন জনগণ তার দ্বায়িত্ব নিজের হাতে নেয়৷ ।
ইসলামে গানবাজনা হারাম, ছাগল।।৷
ইসলাম সম্পর্কে উনার জ্ঞান নেই ..! তবে এইভাবে মাজার ভাঙ্গার বিষয়ে আমিও একমত নই ..যদিও ইসলামে মাজারের কোন অস্তিত্ব নেই!
ফরহাদ মজহার বলেছেন, রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না। রাষ্ট্র কি নামাজ-কোরআন পড়তে পারে? ধর্ম থাকে মানুষের। আমার প্রশ্ন, রাষ্ট্রের ভাষা থাকে কেন? রাষ্ট্র কি জিহ্বা ও মুখ দ্বারা কথা বলতে পারে? ভাষা তো থাকে মানুষের৷ 😂
এই ভদ্রলোক যে 'এসলাম' নিয়ে আবির্ভূত হয়েছেন, তা এ জাতির জন্য নয়া ফিতনা।
উনার সম্পর্কে কতটুকু ধারনা আছে আপনার,,আপনি কি মানুষটাকে কখনো দেখেছেন নিজ চোখে,,মিশেছেন কখনো উনার সাথে,,বলে দিলেন হুটহাট উনার ইসলাম সম্পর্কে জ্ঞান নাই,,@@Funnyclub-f7d
আপনি কথাগুলো চমৎকার যুক্তিসঙ্গত,
খুব চমৎকার একটা আলোচনা এ সকল মানুষের এদেশের আমাদের খুবই পরোয়জন
অসাধারণ সত্য ও সুন্দর বলেছেন
খুব ভালো লাগলো কথাগুলি,মন দিয়ে শুনলাম।❤️❤️❤️
চমৎকার সময় উপযোগী বিশ্লেষণ সেমিনার করে উনাকে এই বক্তব্য গুলা মানুষের মাঝে প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো
Ha ha😂
সুন্দর আলোচনা । এই কথাগুলোই হেদায়েতের জন্য যথেষ্ট ।
অনেক সুন্দর আলোচনা ❤
চমৎকার আপনার বিশ্লেষণ
সুন্দর আলোচনা
কথা গুলো ১০০% খাটি এবং ইসলাম ধর্মের মূল আদর্শ তুলে ধরছেন।
কোরআন কি মুসলিমের জন্য শেষ কথা নয়? কোরআন কি আইন নয়?
@@mozammalhaque9191উনার কথাগুলো আরেকবার ক্লিয়ার ভাবে শুনুন তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
তিনি বলেছেন, মাজারে পুজো করেনা। বুঝাতে চেয়েছেন, কোথাও সেজদা করে না। আমি বলবো, তিনি মাজারের ব্যাপারে অজ্ঞ! মাজারে গাজা সেবন থেকে শুরু করে সেজদাসহ সকল ধরনের কুফুরি কাজ চলে।
আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে।-সহীহ বুখারী হাদীস : ৫৫৯০ মুসনাদে আহমদের হাদীসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আল্লাহ তাআলা আমাকে মুমিনদের জন্য হিদায়াত ও রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং বাদ্যযন্ত্র, ক্রুশ ও জাহেলি প্রথা বিলোপসাধনের নির্দেশ দিয়েছেন।
ঠিক বলেছেন ভাই সত্য কথা আলহামদুলিল্লাহী তাআলা
এ মানুষটাকে ভুল বুঝেছিলাম । আজকের আলোচনায় ওনার প্রজ্ঞা, মেধা, মনন, যুক্তি, সরল সত্য বলার সাহস ওনার প্রতি শ্রদ্ধা ও সন্মান মুগ্ধতার সাথে প্রকাশ করছি ।
ফরহাদ মজহারের রুমে সরস্বতীর প্রতিমা 😍😍😍😍😍
😂😂😂😂😂😂
জোকার সাপ মিথ্যা কেন বলেন। অবশ্য আপনার মত লোকেদের মিথ্যাই মূল হাতিয়ার।
মূর্তি পুজারি এবং কবর পুজারি দুই দিকই আছে😂😂
সত্যি ওনার আলোচনা গুলো যুক্তি আছে।
জনাব ফরহাদ মোজাহার সাহেবের আজকের বক্তব্য ঠিক আছে ধন্যবাদ আপনাকে
সঠিক কথা বলেছেন।
বাহ চমৎকার বলেছেন। এসবই প্রকৃত জ্ঞান। ❤️
গুরুত্বপূর্ণ কথা বলেছেন
চমৎকার আলোচনা ❤।
এখন আমাদের ঐক্য দরকারন
বিভক্ত না❤️❤️
সঠিক কথা, সুন্দর কথা,সত্যের কথা। চিত্তাকর্ষণ উপস্থাপন।
অসাধারণ কথা গুলো সুন্দর ❤❤
কিছু পড়ালে করলেই নিজেকে সব জান্তা মনে করেন। আপনি ইসলাম সম্পর্কে আগে জানুন, তারপর এমন জ্ঞানী জ্ঞানী ভাব দেখাবেন
উনাকে বিজ্ঞ হিসেবে খুব শ্রদ্ধা করি সম্মান করি উনি যে কোরআনের ব্যাপারে মন্তব্য করলেন কোরআন ওহী হবে দলিল হবে না এটা একটা ভুল ব্যাখ্যা কোরআনের অনেকগুলো গুন আছে এর মধ্যে কোরআনের একটা গুন কোরআন হচ্ছে ওহী আল্লাহর কালাম এবং কোরান হচ্ছে মুসলমানদের জন্য পথ প্রদর্শক হেদায়েতস্বরূপ এটাও একটা কোরআনের গুণ কোরআন হচ্ছে মুসলমানদের বিধি বিধান আইন কানুন এটাও একটা কোরআনের গুণ সিফাত কোরআনের দ্বারা মানুষের অন্তর আলোকিত হয় কোরআনের দ্বারা মানুষ আরো বিভিন্ন উপকার পেয়ে থাকেন এই সবগুলোই হচ্ছে কোরআনের গুণ শুধুমাত্র একটি গুণকে স্বীকার করে অন্য গুণগুলোকে অস্বীকার করা কোরআনকে অস্বীকার করার নামান্তর আল্লাহ আমাদের হেফাজত করুক সঠিক বুঝ দান করুক আমিন
আপনার সম্পর্কে জানি না কিন্তু আপনার মাজার সমর্থনের উপর ভিত্তি করে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ।
মাজার ভাঙ্গা চলবে না
যারা মাজার ভেঙেছে তাদেরকে আইনের আওতায় এনে সাজা দেওয়া হোক
খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি আজকেই তাঁর বক্তব্য শুনলাম, সত্যিই অনেক জ্ঞানী মানুষ, তাঁর বক্তব্য শুনে শ্রদ্ধা বেড়ে গেল।
সবাই মানুষ যারা মন্তব্য করছেন এখানে নির্দিষ্ট ধর্মের মানুষ নেই। খুব ভাল লাগল
ফরহাদ মজহার সাহেব এতো বিচক্ষণ এতো জ্ঞানী ব্যক্তি আগে জানতাম না।ধন্যবাদ আপনাকে।
wow
এত বিচক্ষণ যে ইসলাম সম্পর্কে ন্যুনতম জ্ঞান নেই। গান বাজনা হারাম একথাই জানেন না।
উনি সময়ের বড় ফিতনা
কেমন গ্যানী ভাই? আপনি ইসলাম কতটুকু জানেন? যে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন? ২/১ টা বই পড়ে কি ইসলামি পন্ডিত হওয়া যায়?!
@@asadulkarim9787 কোরআনে ভুল আছে অনেক
অসাধারণ আলোচনা🧡✨
খুব সুন্দর বিশ্লেষণ
আমি ধন্য হয়েছি, আপনার কথা শুনে।
এই মুরুব্বি যে বিষয়গুলো তুলে ধরেছেন তাহা শুধু জ্ঞাণী ব্যক্তিগনই বুঝতে পারবে। কারন তার কথাগুলো যুক্তি সংগত।
তার জোরপূর্বক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের কোনো ধর্ম হয় না সঠিক।
আমি এই জিনিস টাই আমি আমার সহকর্মী দের বুঝাতে পারিনা।।। ধর্ম রাষ্ট্রের হতে পারেনা ধর্ম হয় মানুষের।। মানুষের জীবন কে সঠিক পথে চালাতে।
😂😂😂😂 লেজ কাটা শেয়াল
রাষ্ট্র ভাষা হয় কেমনে তাইলে রাষ্ট্র কথা বলে?
@@GolamMowla-0173 এইখানে জন্মসূত্রে কেউ আছে বাংলা ভাষা ছাড়া।। কিন্তু ধর্ম সুত্রে বিভিন্ন ধর্মের লোকজন আছে তাই রাষ্ট্র ধর্ম না হলেও রাষ্ট্র ভাষা থাকা বাঞ্চনীয়।। আপনাকে রিপ্লে দিয়েও লাভ নাই।। এসব বুঝার মত বিবেক আপনার নাই।। ধন্যবাদ।
@@spsarkarakashবাংলাদেশে বাংলাভাষী ছাড়াও অনেক ভাষার মানুষ বসবাস করে। তারপরও রাষ্ট্রভাষা বাংলা। সুতরাং রাষ্ট্র ধর্ম হতে বাধা কোথায়?
@@GolamMowla-0173 রাষ্ট্র ভাষা না, রাষ্ট্রীয় ভাষা হয়, রাষ্ট্রীয় কাজ কোন ভাষায় হবে সেটা। রাষ্ট্র যদি সেকুলার হয়, তাহলে তার ধর্মের কাজ কি?
গুরুত্বপূর্ণ আলোচনা
কোরআনের কথাই শেষ কথা। আপনি বেশি বুঝতে গিয়ে পথভ্রষ্ট।
আমারা আল্লাহর গোলাম
ঠিক ❤❤❤।
উনি যে, দিল্লির গোলাম বা দিল্লির স্বার্থ এর কথা বলছেন, যদি উনার কথা মতো কাজ আমরা করি, আর সেই প্রজাতির নামে মুসলমান হই, তাহলে তো আলাদা মুসলিম মুলক এর কোন প্রয়োজন ই ছিল না,
১৯৪৭, এমন করলে তো ভারত থেকে আলাদা হওয়াই বৃথা।
কোরানের শেষ কথা কি?
আপনি ৫০১ নাম্বার রুমের শায়খের ভক্ত
কোরআন এ কোথায় লেখা আছে রাষ্ট্রর ধর্ম ইসলাম ই হতে হবে?
@@fairoozsadaf3450
তাহলে কোরআনের আইন দিয়ে দেশ চালাবেন কিভাবে? ভন্ডামি বাদ দিয়ে আলোতে আসুন।
ভালো চিন্তার মানুষ বেঁচে আছে বিধায় এখনও পৃথিবী টিকে আছে।।❤❤❤
মনোমুগ্ধকর আলোচনা শুনলাম বাস্তব তুলে ধরেছেন,
যেটা মনে চাইলো বলে দিলাম, বাহ্ কি যুক্তিবীদ!!!
হ্যা আপনার যুক্তি আপনে বলতে পারেন। তবে উগ্রপন্থা আপনি ছড়াতে পারেনা।
মদিনার বাদশাহ কাছে ফতোয়া নেন এবং ইজরায়েল ভারতকে আবার ১৫ বছর সুযোগ দেন তাহলেই আপনার মনে আশা পুরণ হবে।
অসাধারণ আলোচনা
🌷🍀🙏🌹❤💚
ফরহাদ মাজহার সাহেব সঠিক যুক্তি উপস্থাপন করেছেন।
উনি বার বার বলিতেছেন কোরআন কোন দলিল না এর মানে কি,কোরআন হচ্ছে মুসলমানের পুর্নাঙ্গ জীবন বিধান এটা উনি মানতে নারাজ। উনি কিভাবে মুসলমান হন????????
কোরআন হেদায়ত বাণী৷ আপনে যদি মুমিন হন তাহলে আপনার জন্যে আইন | তবে আপনার ব্যাখ্যার সাথে কারো দ্বিমত হতেই পারে | এত এব আপনি জোর জবরদস্তি ও ভাংচুর করতে পারেন না |
রাইড বলেছেন 👌
আপনে কিভাবে মুসলমান, ব্যাখ্যা করতে পারবেন যদি কিছু মনে নাহ করেন।বলেন আমি এই এই পালন করি যার জন্য আমি মুসলমান?
ভাই কুরআন এসেছে গোটা মানবজাতির উপর ।
দলিল বলে ছোটো করব কেনো ? আপনি পড়েন বোঝেন , কারণ বুঝে পড়ার তাগিদ আছে ।
আর হাদীস এইসব মানুষের হাতে এবং ভালো মন্দ বুঝে লিখছেন , এইটা মানদণ্ড হতে পারে কিন্তু মানতেই হবে এমন কোনো মত নাই ।
একেক জন একেকটা কিতাব পছন্দ করেন কিন্তু কিতাব এর মধ্যে আমাকে যেইটা ভালো লাগে সেইটাই প্রচার করি , অন্য জায়গায় অন্য কিছু লেখা আছে ঐটা প্রচার করলে আমার ভাত বন্ধ হবে 🙂
-#আসলে আমরা ধর্মের জন্য রাজনীতি করি না , ধর্মকেই রাজনীতি বানায়ে ফেলছি ।
P
বাহ অপুর্ব চমৎকার আলোচনা অনেক কিছু জানলাম মারহাবা দয়াল বাবা বেদম শাহ আল জাহাঙ্গীর
রাষ্ট্রের কোন ধর্ম হতে পারে না কারণ একটা রাষ্ট্রে সব ধরনের মানুষ বসবাস করে সবারই অধিকার আছে
তাহলে ৯৫% মুসলমানরা জঙ্গলের আইনে রাষ্ট্র চালাবে!
ফরহাদ মজহার বলেছেন, রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না। রাষ্ট্র কি নামাজ-কোরআন পড়তে পারে? ধর্ম থাকে মানুষের। আমার প্রশ্ন, রাষ্ট্রের ভাষা থাকে কেন? রাষ্ট্র কি জিহ্বা ও মুখ দ্বারা কথা বলতে পারে? ভাষা তো থাকে মানুষের৷ 😂
এই ভদ্রলোক যে 'এসলাম' নিয়ে আবির্ভূত হয়েছেন, তা এ জাতির জন্য নয়া ফিতনা।
তা রাষ্ট্রের কিভাবে ভাষা থাকে রাষ্ট্রের কীভাবে রটা সংগীত থাকে ?
@@ismailHossain-ln9ln ঠিক বলেছেন
আপনি সঠিক কথা বলছেন রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না।রাষ্ট্র সবার❤❤
তাই কেউ মাজার ভাঙতে পারে না
আপনাকে সাধুবাদ জানাচ্ছি সকল প্রাণী সুখী হোক
Farhad Mazhar sir, you are absolutely right, salute to you and your views and your comment regarding destroying Mazar Sharif. These are the evil acts of ultra religious thugs and their propaganda against the freedom of religious practice.
ভাঙচুর ও বিশৃংখলাসৃষ্টিকারীদের নিয়ন্ত্রন করতে না পারাটা একটা প্রধান সমস্যা, এখন পর্যন্ত না পারাটা দুর্বলতার বহি:প্রকাশ । যে কোন সিদ্ধান্ত নিতে দেরী করলে ফলাফল বিরূপ হবে। বিদ্যূতের বিষয়টি তদন্ত করে দ্রুুত ব্যবস্থা নিতে হবে।
লিবারেল মুসলিম হিসেবে ফরহাদ মাজহারকে ইদানিং ভালোই লাগে।
জ্ঞানগর্ভ আলোচনা, ধর্মান্ধের মগজে ঢুকবেনা এই কথা।
ধর্মটা আগে বুঝেন
তুমি ধর্ম খুব বুজো তাই তোমার লেবাস এমন,
ঠিক
@@abdulalim8204 আপনি কি আমাকে বললেন ধর্ম বুঝার কথা???
@@Muslim1234-k7t হুম,আলেমদের তুমি ধর্ম বেশী বুজো তাই বলছি
দাদুর এই কথাগুলো বুঝার জন্য একজন মানুষের 12 বছর কমপক্ষে 12 বছর সাধনা করতে হবে তারপরে এই কথাগুলো বুঝবে
When Muhammad of Makkah He used to talk about guidance in a soft tone. When he migrated to Madinah, he was forced to the path of guidance using muscle power.
ফরহাদ মাজার সাহেবকে আপনি প্রশ্ন করবেন একজন আলেম যদি প্রচলিত আইন বিষয়ে বক্তব্য দেয় এটা কি উনি মানবেন? যদি না মানেন তাহলে উনি যে কথাগুলো এখানে বলছেন ধর্ম নিয়ে, সেগুলো কতখানি যুক্তিযুক্ত। ধর্মের জায়গায় সবাই পন্ডিত হয়ে যায় আর ওনাদেরকে ধরলে তখন সাবজেক্ট বাই সাবজেক্ট
আলেমের মন জালেম হইলে কি করবেন৷ সূফীদের অলিদের গালি দেন। তাদের দেখছেন অন্যের হক মাইরা খাইতে। কাওরে গালি দিতে। তারা তাদের ধ্যান খেয়ালে থাকে। জগতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আপনারা কোন কারনে তাদের সাথে সত্রুতা করতে যান।
মূল্যবান আলোচনা করেছেন ধন্যবাদ , আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিক। আমিন।