যদি জীবনটা এমন হতো নিজের একটা ঘর আছে, ঘরের জন্যে মায়াও আছে। কিন্তু সেই মায়ার বাধন ছেড়ে বেড়িয়ে পড়েছি প্রকৃতির হাতছানিতে। দূর দেশের কোনো পাহাড়ের পাদদেশে কাটিয়ে দিচ্ছি দিনেরপর দিন।কোথাও ফেরার তাগিদ থাকবে না থাকবে না মানুষ আর প্রযুক্তির কোলাহল।শুধু আমি আর প্রকৃতি।
সুবহানাল্লাহ যতই দেখি শুধু মুগ্ধ হয় মহান রবের প্রতি কৃতজ্ঞ মাথাটা নত হয়ে আসে আর বলতে ইচ্ছে করে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি তাহলে কত সুন্দর সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আপনার মাধ্যমে সুন্দর দৃশ্য গুলো দেখতে পাচ্ছি❤
প্রথমেই ধন্যবাদ জানাই কারণ এতক্ষণ প্রায় ৩/৪ ঘন্টা বিদ্যুৎ ছিলো না এমনেই প্রচুর রাগ হচ্ছিল মাত্র কারেন্ট আসছে কিন্তু তারপও মন শান্ত হচ্ছে না। ওয়াইফাই কানেক্টেড করা মাত্র ই আপনার ভিডিও নোটিফিকেশন চলে আসে। তাই এখন এই ভিডিওটা দেখতে পেরে একটু সস্তি ফেলেছে আমার মনে।💙💙💙💙 সালাউদ্দীন ভাই মানেই অসাধারণ চমৎকার কিছু তুলে ধরা।
সালাউদ্দিন ভাই আপনি যদি পুরো ইন্ডিয়া ঘোরেন তাহলে আপনাকে বিশ্বের আর কোনো দেশ ঘোরা লাগবে না। আমাদের ভারতবর্ষে কি নেই! আমি একজন ভারতীয় হয়ে নিজেকে গর্বিত মনে করি। I love my india ❤️❤️🇮🇳🇮🇳🇮🇳
@@mdrashedbepary3341 আপনি দেখুন পৃথিবীর অন্যান্য দেশে যা আছে আমাদের ভারতের প্রাকৃতিক সৌন্দর্য তার থেকে আসাকরি বেশি আছে। আপনি এক দেশে পাহাড় পর্বত মালভূমি সমভূমি সাগর মহাসাগর হ্রদ জঙ্গল কি নেয় সেইটা একবার মেনশন করে বলুন আমাদের দেশে ওই জিনিসটা নেয়।🇮🇳🇮🇳🇮🇳❤️❤️
নাগাল্যান্ডের এমন সৌন্দর্য্য দেখব আপনার তৈরি ভিডিওতে যেন আমার কল্পনাকে হার মানিয়েছে। (প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের নীলাভূমি জুকো ভ্যালি) এগিয়ে যান ভাই আমরা আছি আপনার সাথে।
আপনার ভিডিয়ো যতই দেখি, ততই মুগ্ধ হই। বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আপনি নতুন RUclipsr-দের জন্য যে টিপস দিয়েছিলেন, সেই অনুপ্রেরণা আমাকে পথ চলতে সাহায্য করছে। 💞💞
প্রিয় সুমনভাই , আমি ভারতীয় l.আমি ও আমার হাজব্যান্ড আপনার ব্লগ নিয়মিত দেখি l খুব ভালো লাগে l আপনি খুব সুন্দর আমাদের দুই পারের বাংলা ভাষায় কথা বলেন l আপনি খুব প্রকৃতি প্রেমিক এবং মানবতায় ভরপুর একটি মানুষ l প্রসঙ্গত জানাই , আমার হাজব্যান্ড কর্মসূত্রে বহুবার নাগাল্যান্ডে ডিমাপুরে যেতেন l আপনি ভীষণ তথ্যবহুল আর আনকমন অসাধারণ ভিডিও আপলোড করেন l মানুষ হিসাবেও আপনাকে ভালো লাগে আমাদের l ধন্যবাদ দেবোনা l আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই l সুস্থ আর দীর্ঘজীবী হোন l
ভাই আসসালামুয়ালাইকুম,, কেমন আছেন আশা করি ভালো আছেন,,, আপনার এই কষ্টের ভিডিও দেখার পরে,, আপনার আগের আদম পাহাড়ে ওঠার ও নামার সময় এর কষ্টের কথা মনে পড়ে গেল,,আপনি ঐ আদম পাহাড়ে মত এ পর্ব টিতেও অনেক অনেক কষ্ট করেছেন,,, ভাই আপনার সব সময়ই মঙ্গল কামনা করি,, আল্লাহ পাক আপনাকে দীর্ঘ আয়ু দান করুন,,, আমিন।
সুমন ভাই আমি আপনার অনেক বড় একজন ফ্যান,আপনার ভিডিওগুলি আমার কাছে এতো ভালো লাগে,যা বলে বুঝাতে পারব না। আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি যাতে করে আপনি আমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারেন।
ভাইয়া আপনার সকল ভিডিও আমি দেখি খুব ভালো লাগে ,, প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি বাংলার রূপ ও সৌন্দর্য আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো এগিয়ে যান অনেক অনেক দূরে।
সর্বদাই অপেক্ষার প্রহর গুনি কখন সুমন ভাইর ভিডিও আসবে.. অনেক দিন ত ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে যাই.. আমার সময় কাটানোর কয়েকটি ধাপের মধ্যে সুমন ভাইর ভিডিও একটা ধাপ.. অনেক ভালো লাগলো ভাইজান.. ভালোবাসা রইলো সুদুর প্রবাস থেকে
অসম্ভব ভালো লাগে আপনার প্রতিটি ভিডিও তাই আপনার চোখ দিয়েই দেখছি সব, অনেক কষ্ট হয়েছে আপনাদের এই নাগাল্যান্ডের অভিযানে, দোয়া ও শুভকামনা রইল আপনাদের জন্যে।
২০২০ সালের আগেই দাবানল হয়ে থাকবে। কারণ, আমরা ২০১৯ সালে গিয়ে এটা দেখেছিলাম। যাই হোক জোকু ভ্যালির সৌন্দর্য অপূর্ব। আমরা আবার যেতে চাই। আর নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল জীবনে অন্তত একবার যাওয়া উচিত।
সালাহউদ্দিন ভাই নাগাল্যান্ডের সকল পর্বের মধ্যে এই পর্বটি সবচেয়ে কষ্টকর ছিল আপনার জন্য ।তবে জুকো ভ্যালিতে না উঠলে আমরা হয়তো নৈর্সগিক দৃশ্য ও রোমাঞ্চ ভাবতে বা দেখতে পেতাম না আপনার এবং নিলয় ভাইয়ের সুস্থতা কামনা করছি।
দাদা ভিডিও কেনো আসছে না এক সপ্তাহ ধরে অপেক্ষা করে আছি পরবর্তী পার্ট টা দেখার জন্য নমস্কার দাদা ভারতের পশ্চিম বঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থেকে বলছি।🙏🙏🙏
দাদা পাহাড়ে ট্রেক করতে গেলে জল, পপকর্ন, চকলেট,চিউয়িং গাম, ORS অবশ্যই অবশ্যই সাথে রাখবেন... আপনার সুস্থতা কাম্য... ভালো থাকবেন সুমন দা, আমি প্রথম থেকে আপনার ভিডিও দেখি,🇮🇳পশ্চিমবঙ্গ থেকে 🇮🇳😇
I very much enjoy watching your vlogs since they tell history. Your vlogs on Murshidabad and Bangladesh are full of historical facts, which is of great interest to me. Me and my wife are both senior citizens and would love to have you as company when we visit Bangladesh.
কেমন আছেন আমি আপনার ভীডিও দেখি খুব ভালো লাগে আমি আপনার ভীডিও দেখে ভিডিওর ভেতর হারিয়ে যাই এত ভালো মানুষ আপনি এত ভালো লাগে তা ভাষায় প্রকাশ করতে পারবো না ভালো থাকবেন শুভ কামনা
নোটিফিকেশন পেয়ে আবার দেখতে আসলাম এই তো কয়েকদিন আগে মিজোরাম এ এসে নিজ হাতে মাংস রান্না করে খেলেন আমাদের করিমগঞ্জ এর ভাইদের সাথে, ফেসবুক এ দেখেছি ,এই ভিডিওতে কমেন্ট করেছিলাম wow না বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে একেবারে আমার মনের মণিকোঠায় ছোঁয়া ভিডিও হতো , যাইহোক সবার মন মানসিকতা এক্ নয় 🇮🇳
ভাই আমি🇮🇳 ইন্ডিয়া আসাম থেকে বলছি ওয়াও,, না বলে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বলতেন এখানে আমার মনে আরো অনেক শান্তি লাগতো। আপনার অনেক আগের দর্শক ভাই।
ইসলাম সম্পর্কে জানস না এজন্য আমাকে ,,সংকীর্ণ মনের মানুষ বলছিস এবং ধর্মান্ধ বলছিস,,ইসলাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আ নে,। ইসলাম হলো আলো তাই আমাকে ধরমালোকিত বলতে পারিস,,আমাদের ধর্ম টা অন্ধ নয়,এটা হচ্ছে আলো নিজে অন্ধের মধ্যে পড়ে আছিস তাই তো জানস না,,,wow শব্দের অর্থ কী আমাকে বলিস ,আমাকে ধর্মান্ধ বলা মানে আমার ধর্মকে অন্ধ বলছিস,
আমি সৌদি আরব থেকে দেখেতাছি আমার কাছে ভালো লাগে সালাউদ্দিন ভাইয়ের সব ভিডিও আমার বাড়ি গাজীপুর আমি 5 বছর ধরে সৌদি আরব থাকি এখন পযর্ন্ত দেশে এক বারের জন্যেও যায়নি আমার বাবা নেই মা আছে আর তিন ছেলে মেয়ে আছে
এই ভিডিওটা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছিলাম।আপনার ফোন নম্বর অামার কাছে থাকলে হয়তো আজকে মেসেজ দিতাম কেনো এতো অপেক্ষায় রাখছেন।কিন্তু ওয়াইফাই অন করেই নোটিফিকেশন পেলাম।বলাবাহুল্য স্বস্তি পেলাম।কিন্তু আপনাকে দেখে এতোটা ক্লান্ত লাগছে যে আমারই এখন খারাপ লাগছে কারন কতোটা কষ্ট করে আপনি আমাদের অজানাকে জানার ও দেখার সুযোগ করে দিচ্ছেন। ধন্যবাদ সুমন ভাই,আপনার অদম্য মনমানসিকতার জন্য।
Amar 2017 Zoku valley treaking korta gia hariye giachelam. Driver Amader bisema parjato dia chelo.Amar opr uthi . Phera samay Zakhama dia nama samay rat hoi hoye chelo. Path harano janoo pathor opa bose thaki. Driver k phone kori .Zakhama village thake tin Jon naga esa Amader rescue kora thader bari ta ashray dia chelo. Apnar video dakha s kotha mona pore galo.Khub sunder jayga. Thank you Apnar janno Aber dakhta pelam.
খুবই ভালো লাগে আপনার ভ্রমনবিষয়ক ভিডিওসমূহ। আপনার উচিত হবে ভিন্ন ভাষাভাষীর কথাগুলি ৰাংলায় অনুবাদ করে তা subtitles/CC আকারে প্রতিটি ভিডিওতে সংযোজন করা। পাশাপাশি আর এক একটা কাজ করা উচিত সেটা হলো ভিডিওর বিভিন্ন জায়গায় এক্সাক্ট প্রতিষঠানের নাম/ গ্রাম / থানা/ জেলা/ জিও লোকেশন সংযোজন করা। এতে আমারও সহজে গুগল ম্যাপে তা খুঁজে পাবো।
প্রকৃতির এই অপার সৌন্দর্য যদি না দেখেই পৃথিবী ছেড়ে চলে যাই তবে পৃথিবীতে আশার পূর্ণতা কোথায়? মানুষ এখন শুধু মানুষের তৈরি সভ্যতা দেখতে ইউরোপ আমেরিকা ছুটে বেড়ায়।এমন পাহাড়ি অঞ্চলের নিরবিচ্ছিন্ন সহজ সরল পরিশ্রমী জীবন মানুষকে আর টানে না।
যদি জীবনটা এমন হতো
নিজের একটা ঘর আছে,
ঘরের জন্যে মায়াও আছে।
কিন্তু সেই মায়ার বাধন ছেড়ে
বেড়িয়ে পড়েছি প্রকৃতির হাতছানিতে।
দূর দেশের কোনো পাহাড়ের পাদদেশে কাটিয়ে দিচ্ছি দিনেরপর দিন।কোথাও ফেরার তাগিদ থাকবে না থাকবে না মানুষ আর প্রযুক্তির কোলাহল।শুধু আমি আর প্রকৃতি।
সুবহানাল্লাহ যতই দেখি শুধু মুগ্ধ হয় মহান রবের প্রতি কৃতজ্ঞ মাথাটা নত হয়ে আসে আর বলতে ইচ্ছে করে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি তাহলে কত সুন্দর সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আপনার মাধ্যমে সুন্দর দৃশ্য গুলো দেখতে পাচ্ছি❤
😢😢😢 apni amake emotional kore dilen dada.sotti viswa koto sundor. Anek ❤ roilo west bengal, India theke.
Thik
খুব ভালো লাগলো, বিশেষ করে উপস্থানা মন ভরিয়া গেলো।
এতো কষ্টের ফল সরুপ এই ভিডিও টি।
কমেন্ট ও লাইক না করলে অন্যায় হবে।
সব শেষে বলি অসাধারণ পরিবেশ অসাধারণ উপস্থাপনা।
প্রথমেই ধন্যবাদ জানাই কারণ এতক্ষণ প্রায় ৩/৪ ঘন্টা বিদ্যুৎ ছিলো না এমনেই প্রচুর রাগ হচ্ছিল মাত্র কারেন্ট আসছে কিন্তু তারপও মন শান্ত হচ্ছে না। ওয়াইফাই কানেক্টেড করা মাত্র ই আপনার ভিডিও নোটিফিকেশন চলে আসে। তাই এখন এই ভিডিওটা দেখতে পেরে একটু সস্তি ফেলেছে আমার মনে।💙💙💙💙 সালাউদ্দীন ভাই মানেই অসাধারণ চমৎকার কিছু তুলে ধরা।
India has 24 hours electricity
অনেক ধন্যবাদ বিল্লাল ভাই❤️
আমার ভারতের কোচবিহার সদর শহরে ২৪ ঘণ্টাই বিদ্যুৎ পরিষেবা চালু থাকে।
অসাধারণ
O
সত্যি অসাধারণ আল্লাহর কি সৃষ্টি!!
সালাউদ্দিন ভাই আপনি যদি পুরো ইন্ডিয়া ঘোরেন তাহলে আপনাকে বিশ্বের আর কোনো দেশ ঘোরা লাগবে না। আমাদের ভারতবর্ষে কি নেই! আমি একজন ভারতীয় হয়ে নিজেকে গর্বিত মনে করি।
I love my india ❤️❤️🇮🇳🇮🇳🇮🇳
ভারত,ইতিহাস,ঐতিহ্য আর সৌন্দর্যে পরিপূর্ণ।তাই ভারতীয় হিসেবে অহংকার করাই যায়।তবে ভারত ভ্রমণ করলে পৃথিবীর অন্য কোনো দেশ ভ্রমণ করতে হবে না,এটা বোধহয়??!!
@@mdrashedbepary3341 আপনি দেখুন পৃথিবীর অন্যান্য দেশে যা আছে আমাদের ভারতের প্রাকৃতিক সৌন্দর্য তার থেকে আসাকরি বেশি আছে। আপনি এক দেশে পাহাড় পর্বত মালভূমি সমভূমি সাগর মহাসাগর হ্রদ জঙ্গল কি নেয় সেইটা একবার মেনশন করে বলুন আমাদের দেশে ওই জিনিসটা নেয়।🇮🇳🇮🇳🇮🇳❤️❤️
জুকো ভ্যালির এই খাড়া পাহাড় বেয়ে ওঠার দৃশ্য দেখে আপনার শ্রীলঙ্কাতে আদম পাহাড়ে ওঠার ২টা ভিডিওর কথা মনে পড়ে গেলো...😍😍
নাগাল্যান্ডের এমন সৌন্দর্য্য দেখব আপনার তৈরি ভিডিওতে যেন আমার কল্পনাকে হার মানিয়েছে। (প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের নীলাভূমি জুকো ভ্যালি) এগিয়ে যান ভাই আমরা আছি আপনার সাথে।
আপনার ভিডিয়ো যতই দেখি, ততই মুগ্ধ হই। বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আপনি নতুন RUclipsr-দের জন্য যে টিপস দিয়েছিলেন, সেই অনুপ্রেরণা আমাকে পথ চলতে সাহায্য করছে। 💞💞
দারুণ. আপনার শ্রীলঙ্কার আদম পাহাড়ের ওঠার প্রতিবেদন মনে পড়ল. অসংখ্য অভিনন্দন.
নাগাল্যান্ডের সবগুলো পর্বই ছিলো অসাধারণ। আপনার জন্য শুভকামনা সবসময়।
প্রিয় সুমনভাই ,
আমি ভারতীয় l.আমি ও আমার হাজব্যান্ড আপনার ব্লগ নিয়মিত দেখি l খুব ভালো লাগে l আপনি খুব সুন্দর আমাদের দুই পারের বাংলা ভাষায় কথা বলেন l আপনি খুব প্রকৃতি প্রেমিক এবং মানবতায় ভরপুর একটি মানুষ l প্রসঙ্গত জানাই , আমার হাজব্যান্ড কর্মসূত্রে বহুবার নাগাল্যান্ডে ডিমাপুরে যেতেন l
আপনি ভীষণ তথ্যবহুল আর আনকমন অসাধারণ ভিডিও আপলোড করেন l
মানুষ হিসাবেও আপনাকে ভালো লাগে আমাদের l ধন্যবাদ দেবোনা l আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই l সুস্থ আর দীর্ঘজীবী হোন l
আসলে জত দেখছি ততো ভালো লাগছে সত্যি খুব সুন্দর জায়গা জুকোভেলি
জাওয়ার ইচ্ছে আছে
সুমন ভাই খরচ টা পতি এক জন জানাবেন খুব ভালো হতো জাওয়ার ইচ্ছে আছে খুব খুব ভালে হতো জানাবেন
সত্যি আসতির সুন্দর
অনেক সুন্দর হয়েছে ভিডিও টি // ভাই আপনার প্রতিটি ভিডিও আমি দেখি।
ভাই আসসালামুয়ালাইকুম,, কেমন আছেন আশা করি ভালো আছেন,,, আপনার এই কষ্টের ভিডিও দেখার পরে,, আপনার আগের আদম পাহাড়ে ওঠার ও নামার সময় এর কষ্টের কথা মনে পড়ে গেল,,আপনি ঐ আদম পাহাড়ে মত এ পর্ব টিতেও অনেক অনেক কষ্ট করেছেন,,, ভাই আপনার সব সময়ই মঙ্গল কামনা করি,, আল্লাহ পাক আপনাকে দীর্ঘ আয়ু দান করুন,,, আমিন।
অপূর্ব ! নাগাল্যান্ডের জুকো ভ্যালি হয়তো কোনদিন যেতে পারবো না ! আপনার ভ্রমণ ভিডিওর মাধ্যমে দেখার সৌভাগ্য হলো ! অনেক ধন্যবাদ !
- মানসিক শান্তি'ই বড় শান্তি.!🥰
- আর সেই মানসিক শান্তি শুধুমাত্র ''নামাজের'' মাধ্যমেই পাওয়া যায়.!❤🥀
অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতকষ্ট করে আমাদেরকে দেখানোর জন্য সুমন ভাই
আহা! পাখি হয়ে উড়ে উড়ে দেখি সব!
কি অপূর্ব নৈসর্গিক স্থান ; 🥰🖤
TV 🇨🇮
সুমন ভাই আমি আপনার অনেক বড় একজন ফ্যান,আপনার ভিডিওগুলি আমার কাছে এতো ভালো লাগে,যা বলে বুঝাতে পারব না।
আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি যাতে করে আপনি আমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারেন।
ভাইয়া আপনার সকল ভিডিও আমি দেখি খুব ভালো লাগে ,, প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি বাংলার রূপ ও সৌন্দর্য আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো এগিয়ে যান অনেক অনেক দূরে।
ভাইয়া আপনার ভিডিও গুলো যেতো দেখি ততোই মুগ্ধ হয়, ধন্যবাদ
সুমন ভাই আদম পাহাড়ে উঠতেও আপনার এতো কষ্ট হয়নি দেখে বুঝলাম। আমাদের জন্য এতো কষ্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
সর্বদাই অপেক্ষার প্রহর গুনি কখন সুমন ভাইর ভিডিও আসবে.. অনেক দিন ত ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে যাই.. আমার সময় কাটানোর কয়েকটি ধাপের মধ্যে সুমন ভাইর ভিডিও একটা ধাপ.. অনেক ভালো লাগলো ভাইজান.. ভালোবাসা রইলো সুদুর প্রবাস থেকে
Wow,what a wonderful valley 👌🤗Thank you Suman Bhai.From west bengal India.
অসম্ভব ভালো লাগে আপনার প্রতিটি ভিডিও তাই আপনার চোখ দিয়েই দেখছি সব, অনেক কষ্ট হয়েছে আপনাদের এই নাগাল্যান্ডের অভিযানে, দোয়া ও শুভকামনা রইল আপনাদের জন্যে।
নাগাল্যান্ডে আপনি অনেক চ্যালেঞ্জ নিয়েছেন ভাই ❤️
সু - মন ভাই অসাধারণ, আপনি চালিয়ে যান ,❤️❤️
আমি ভারত থেকে দেখছি আপনার এই নাগাল্যান্ড ভ্রমনের video এর অপেক্ষায় থাকি খুব ভালো লাগছে video গুলো
আমি প্রথম ❤️🔥
২০২০ সালের আগেই দাবানল হয়ে থাকবে। কারণ, আমরা ২০১৯ সালে গিয়ে এটা দেখেছিলাম।
যাই হোক জোকু ভ্যালির সৌন্দর্য অপূর্ব। আমরা আবার যেতে চাই।
আর নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল জীবনে অন্তত একবার যাওয়া উচিত।
আপনি পুরো ইন্ডিয়া ঘুরেন আপনার মত ভিডিও অন্য কেউ উপস্থাপন করতে পারে না।শুভকামনা আপনার জন্য।
আসসালামুয়ালাইকুম অনেক অপেক্ষার পরে ভাই ভিডিও পেলাম ধন্যবাদ সুমন ভাই
আপনার ভিডিও অসাধারণ, তারাতারি দিলে খুবি ভাল হয়,জুকো ভ্যালি 2পর্ব
কতটা কষ্ট করেন আপনি আমাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য 😰আর এই জুকো ভ্যালি যাবার জন্য ট্র্যাকিং করতে গিয়ে ,ভালোবাসি ভাইয়া ❤️❤️❤️❤️☝️☝️
আস সালামু আলাইকুম ভাইয়া।।।।জাযাকাললাহু খাইরান,, আপনার জন্য আল্লাহ তায়ালার সৃষ্টির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেখতে পাচ্ছি। ধন্যবাদ ভাইয়া। দোয়া রইল আপনার জন্য 🤲🤲🤲🤲🕋🤲🕋🤲🕋🕋🕋🕋🤲🕋🤲🕋🤲🤲🤲🤲
সালাহউদ্দিন ভাই নাগাল্যান্ডের সকল পর্বের মধ্যে এই পর্বটি সবচেয়ে কষ্টকর ছিল আপনার জন্য ।তবে জুকো ভ্যালিতে না উঠলে আমরা হয়তো নৈর্সগিক দৃশ্য ও রোমাঞ্চ ভাবতে বা দেখতে পেতাম না আপনার এবং নিলয় ভাইয়ের সুস্থতা কামনা করছি।
ধন্যবাদ ভাই। কোন দিন ওখানে যেতে পারবো না। কিন্তু তোমার চোখদিয়ে ঐ অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। খুব ভালো থেকো সুস্থ থেকো।🙏
Aporup soundorjay bimohito holam ....apurbo Oshadharon 👌 👌 👌 pran jurie gelo 🤩🤩
সত্যিই অসাধারণ ভিডিও ছিল চোখ ধাঁধানো সৌন্দর্য।
আলহামদুলিল্লাহ্ অবশেষে পেয়ে গেলাম আপনার ভিডিও, আপনার এই অসাধারণ ভিডিও'র জন্য অপেক্ষা করি
ভাইয়া আমাদের দেশে যে, খৈয়াছড়া ঝর্ণা আসে, ওটা কিন্তূ অনেকে challenging আর ওই ঝর্ণার পানি ও অনেক স্বচ্ছ ও মজা।
আপনাকে প্রাণভরা ধন্যবাদ, আমি বিনা কস্টে, দিব্যি শুয়ে বসে you tube
দেখে দেখে জূকো ভ্যালি ভ্রমণ করলাম।
দাদা ভিডিও কেনো আসছে না এক সপ্তাহ ধরে অপেক্ষা করে আছি পরবর্তী পার্ট টা দেখার জন্য নমস্কার দাদা ভারতের পশ্চিম বঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থেকে বলছি।🙏🙏🙏
আপনার উপস্থাপনা অসাধারণ । প্রতিটা পর্বই মন ছুঁয়ে যায়।
অতঃপর অপেক্ষার অবসর ঘটলো
অনেক ধন্যবাদ ভাই❤️🥰
দাদা পাহাড়ে ট্রেক করতে গেলে জল, পপকর্ন, চকলেট,চিউয়িং গাম, ORS অবশ্যই অবশ্যই সাথে রাখবেন... আপনার সুস্থতা কাম্য... ভালো থাকবেন সুমন দা, আমি প্রথম থেকে আপনার ভিডিও দেখি,🇮🇳পশ্চিমবঙ্গ থেকে 🇮🇳😇
I very much enjoy watching your vlogs since they tell history. Your vlogs on Murshidabad and Bangladesh are full of historical facts, which is of great interest to me. Me and my wife are both senior citizens and would love to have you as company when we visit Bangladesh.
I'll be very happy if you meet me. Thanks a lot.
অনেকটা Discovery Channel ফিলিংস পেলাম, ধন্যবাদ
সুন্দর জায়গা, অসাধারণ লাগলো।
এই পর্বটার জন্য অপেক্ষায় ছিলাম ভাই
darun destination dada !
কেমন আছেন আমি আপনার ভীডিও দেখি খুব ভালো লাগে আমি আপনার ভীডিও দেখে ভিডিওর ভেতর হারিয়ে যাই এত ভালো মানুষ আপনি এত ভালো লাগে তা ভাষায় প্রকাশ করতে পারবো না ভালো থাকবেন শুভ কামনা
সুমন ভাই একজন অসাধারণ,,,, উপস্থাপক
আপনার ভিডিও এর অপেক্ষায় থাকি।
কত দিন পরে দিলেন, অপেক্ষায় ছিলাম
নোটিফিকেশন পেয়ে আবার দেখতে আসলাম এই তো কয়েকদিন আগে মিজোরাম এ এসে নিজ হাতে মাংস রান্না করে খেলেন আমাদের করিমগঞ্জ এর ভাইদের সাথে, ফেসবুক এ দেখেছি ,এই ভিডিওতে কমেন্ট করেছিলাম wow না বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে একেবারে আমার মনের মণিকোঠায় ছোঁয়া ভিডিও হতো , যাইহোক সবার মন মানসিকতা এক্ নয় 🇮🇳
অসাধারণ ভিডিও, অপেক্ষায় ছিলাম।
আপনিতো ভাই বিয়ারগ্রিল হয়ে গিয়েছেন, ভাই আপনার এই ভিডিওটা , সম্পূর্ন এডভেঞার এর মত ভিডিও হযেছে, ধন্যবাদ ভাই ,ভালো লাগলো.....
অসম্ভব সুন্দর নাগাল্যান্ড এর জুকু ভ্যালি। ধন্যবাদ সুমন ভাই।
11:45 কেমন মজা ভাই,,
বানীতে নিলয় ভাই😁😁
Apnar dhorya sahas ebong monobl dekhe abak hoye jai tai to amra eto kichu dekhte ebong jante parchi dhonyabad bhai.
অনেক দিন অপেক্ষা করেছি এই ভিডিওর জন্য
Khub Valo laglo......... Wait korsilam kobe asbe ai episode......
ভালো লাগলো ভাই
প্রিয় সালাউদ্দিন সুমন ভাই, আমি শুনে খুভ খুসি হলাম যে আপনি একজন শিক্ষক এর ছেলে। আমি ও একজন শিক্ষক এর সন্তান।অবিরাম ভালবাসা রইল আপনার জন্য।
ভাইয়া খুব খুশি হলাম ধন্যবাদ আপনাকে 🥰🥰🥰🥰🥰🥰
নাগাল্যান্ড আসলেই অনেক সুন্দর। 🖤
আমি দুলকার সালমান এর একটা মুভিতে দেখেছিলাম।
আপনার ভিডিওর অপেক্ষা ছিলাম অবশেষে
আপনার ভিডিও গুলো আমার ভালো লাগে, কারন আপনি খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গার বর্ননা দিয়ে থাকেন।
ভাই আমি🇮🇳 ইন্ডিয়া আসাম থেকে বলছি ওয়াও,, না বলে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বলতেন এখানে আমার মনে আরো অনেক শান্তি লাগতো। আপনার অনেক আগের দর্শক ভাই।
CHUP SALA
সুবানাল্লাহ নবী মোহাম্মদ দাসীর সাথে পরকীয়া করে লাগাইতো
তাহলে সুমন ভাইয়ের পরিবর্তে আপনি ইউটিউবার হয়ে যান। আপনার মত সংর্কীন মনের মানুষ কখনো এমন কাজ করতে পারবে না
@@sabbirislam5381 Tui k re..alian naki?
ইসলাম সম্পর্কে জানস না এজন্য আমাকে ,,সংকীর্ণ মনের মানুষ বলছিস এবং ধর্মান্ধ বলছিস,,ইসলাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আ নে,। ইসলাম হলো আলো তাই আমাকে ধরমালোকিত বলতে পারিস,,আমাদের ধর্ম টা অন্ধ নয়,এটা হচ্ছে আলো নিজে অন্ধের মধ্যে পড়ে আছিস তাই তো জানস না,,,wow শব্দের অর্থ কী আমাকে বলিস ,আমাকে ধর্মান্ধ বলা মানে আমার ধর্মকে অন্ধ বলছিস,
আমি সৌদি আরব থেকে দেখেতাছি আমার কাছে ভালো লাগে সালাউদ্দিন ভাইয়ের সব ভিডিও আমার বাড়ি গাজীপুর আমি 5 বছর ধরে সৌদি আরব থাকি এখন পযর্ন্ত দেশে এক বারের জন্যেও যায়নি আমার বাবা নেই মা আছে আর তিন ছেলে মেয়ে আছে
আলহামদুলিল্লাহ,, মা শা আল্লাহ,,কতই না সুন্দর নিদর্শন,, আল্লাহর অপরুপ সৃষ্টি,, সুবহানাল্লাহ ❤️💜💙
jayagati and apnar presentation dutoi khub sundor.
এই ভিডিওটা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছিলাম।আপনার ফোন নম্বর অামার কাছে থাকলে হয়তো আজকে মেসেজ দিতাম কেনো এতো অপেক্ষায় রাখছেন।কিন্তু ওয়াইফাই অন করেই নোটিফিকেশন পেলাম।বলাবাহুল্য স্বস্তি পেলাম।কিন্তু আপনাকে দেখে এতোটা ক্লান্ত লাগছে যে আমারই এখন খারাপ লাগছে কারন কতোটা কষ্ট করে আপনি আমাদের অজানাকে জানার ও দেখার সুযোগ করে দিচ্ছেন। ধন্যবাদ সুমন ভাই,আপনার অদম্য মনমানসিকতার জন্য।
অপূর্ব অসাধারণ ।খুবই সুন্দর।
অসাধারণ লাগলো ভাইয়া দেখে! আপনার ভিডিওগুলো দেখলে নতুনভাবে আরো দুনিয়াটাকে দেখার উদ্যম পাই! আপনার পরিশ্রম এবং সাহসিকতাকে সাধুবাদ জানাই। 😊
ভাই ভিডিও পুরো টা দেখছি। আপনার কষ্ট সার্থক তবে আমার হিংসা হচ্ছে আমি যদি আপনাদের সাথে যেতে পারতাম Wow amazing
সালাউদ্দিন ভাই এভাবে এগিয়ে যান পাশে আছি অনেক সুন্দর
Too much adventurous 🔥🔥🔥🔥🔥🔥🔥
নতুন ভিডিওর অপেক্ষায় থাকি❤️❤️❤️
সুমন,ভাই আমি আপনার বর একজ ভক্ত সব ভিডিও দেখি অনেক ভালো লাগে ভাই,,
এক কথায় অসাধারণ... 🌹🌹🌹
ভাই আপনার সব গুলো ভিডিও অনেক ভালো লাগে।
Amar 2017 Zoku valley treaking korta gia hariye giachelam. Driver Amader bisema parjato dia chelo.Amar opr uthi . Phera samay Zakhama dia nama samay rat hoi hoye chelo. Path harano janoo pathor opa bose thaki. Driver k phone kori .Zakhama village thake tin Jon naga esa Amader rescue kora thader bari ta ashray dia chelo. Apnar video dakha s kotha mona pore galo.Khub sunder jayga. Thank you Apnar janno Aber dakhta pelam.
অনেক সুন্দর হয়েছে ভাই আপনাকে ধন্যবাদ
Ami bhasa khuj pache na, ami ke bole dhonnobad debo, asadharonnnnn............. Legeche amar thank you
খুবই ভালো লাগে আপনার ভ্রমনবিষয়ক ভিডিওসমূহ। আপনার উচিত হবে ভিন্ন ভাষাভাষীর কথাগুলি ৰাংলায় অনুবাদ করে তা subtitles/CC আকারে প্রতিটি ভিডিওতে সংযোজন করা। পাশাপাশি আর এক একটা কাজ করা উচিত সেটা হলো ভিডিওর বিভিন্ন জায়গায় এক্সাক্ট প্রতিষঠানের নাম/ গ্রাম / থানা/ জেলা/ জিও লোকেশন সংযোজন করা। এতে আমারও সহজে গুগল ম্যাপে তা খুঁজে পাবো।
সুমন ভাই আপনি আর নিলয় ''ডিসকভারির বিয়ার গ্রিল" কে ছাড়িয়ে গেলেন। যাই হোক আপনাদের কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
প্রকৃতির এই অপার সৌন্দর্য
যদি না দেখেই পৃথিবী ছেড়ে চলে যাই
তবে পৃথিবীতে আশার পূর্ণতা কোথায়? মানুষ এখন শুধু মানুষের তৈরি সভ্যতা দেখতে ইউরোপ আমেরিকা ছুটে বেড়ায়।এমন পাহাড়ি অঞ্চলের নিরবিচ্ছিন্ন সহজ সরল পরিশ্রমী জীবন মানুষকে আর টানে না।
Salauddin bhi you most welcome to Goa.
আমিতো দুদিন ধরে চিন্তায় পারে গিয়েছিলাম,নতুন ভিডিও আসছেনা কেন, কোন বিপদে পরলেন নাকি, দোয়া করি গভীর অরন্যে আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করেন।
অনেক ধন্যবাদ ভাই❤️
আমিও ওটাই চিন্তা করছিলাম
যাই হোক সব ঠিক আছে
সত্যি অসাধারণ 😍😍😍
Obiram vhalobasha roilo vaiya apnar jonno..❤️❤️
ভাই, যখন ই ট্যুরে যেতে ইচ্ছে করে তখনই Nagaland Series টা দেখি,,,,,
আপনার ভিডিও সত্যি অসাধারণ লাগে আমার কাছে
Best travel guide channel.
সুমনদা, আমি আপনার অনেক বড় ফ্যান আপনার প্রতিটি ভিডিও আমি মন দিয়ে দেখি
OMG 😮 Outstanding Brother 😍💚💙🍀☘️