বহে নিরন্তর অনন্ত আনন্দধারা ॥ বাজে অসীম নভোমাঝে অনাদি রব, জাগে অগণ্য রবিচন্দ্রতারা ॥ একক অখণ্ড ব্রহ্মাণ্ডরাজ্যে পরম-এক সেই রাজরাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষহত বিশ্ব চরণে বিনত, লক্ষশত ভক্তচিত বাক্যহারা ॥ জায়গার স্থান মাহাত্ম দেখে বাক্য হারা হওয়া ও বিশ্বিত প্রণাম না করে উপায় নেই । আজকের এই প্রতিবেদন মনোরঞ্জন হওয়ার সাথে ছিল জ্ঞানগর্ভ । অবশ্য অনিন্দ্য বাবুর সব প্রতিবেদন ই তাই হয় তবে আজ যেন জ্ঞানভাণ্ডার ভরে উঠল মনোরঞ্জনের সাথে সাথে । শ্রেষ্ঠতর বলে কিছু যদি শব্দ থাকে আমি এই সিরিজ কে তাই আখ্যা দেব । বৌদির কথা অনুসারে পজিটিভ এনার্জি হয়ত সত্যি এখানে আছে তবে আজ এই প্রতিবেদন দেখে প্রচুর পজিটিভ এনার্জি পেলাম । ভাল থাকবেন ।
আপনার উপস্থাপনা র কথা নতুন করে উল্লেখ করছি না . তবু আবারো বলছি অসাধারণ উপস্থাপনা . গভীর ভাবে আপনি বেরোনোর জায়গার ওপর পড়াশোনা করেন .আপনাকে অনেক অনেক ধন্যবাদ. আমরা অনেক সমৃদ্ধ হচ্ছি আপনার দ্বারা . জানিনা কোনো দিন যেতে পারবো কিনা এখন আমি 70 ,তবে আপনার চোখে অনুভব করছি দারুণ ভাবে. আশায় রইলাম যদি কখনো যেতে পারি . আপনি এগিয়ে চলুন আপনার চোখ দিয়েই নিজে ধন্য হচ্ছি .
আলমোড়া যাবার পথটি অসাধারণ লাগলো ।আর রামগঙ্গা নদীর পাশে বসে ঘন্টার পর ঘন্টার কাটিয়ে দেওয়া যায় আর পথের শোভা বরনাতীত।পাহাড় আমার ভালোলাগা আর ভালোবাসার জায়গা ।কুমায়ুন সিরিজ খুব ভালো লাগলো।ঘন্টা মন্দির টির মাহাত্ম অসাধারণ ।অসাধারণ আলমোড়া ।ধন্যবাদ ।
THESE KUMAUN' SERIES ARE EXCELLENT!@ @ BUT 'ALMORA' COVERAGE IS VERY SHORT!! 'MAN VORLO NA'!!! WE VISITED ON LATE 80'S 'FEW SPOTS OF KUMAUN HILLS' INCLUDING 'NAINITAL & ALMORA STAYING 2 DAYS EACH ON THEN U.P. TOURISM REST HOUSES, ON PRE-BOOK BASIS!! WANTS 'MORE & MORE KUMAUN & GAROWAL HILLS VERY2 ATTRACTIVE SPOTS!!
কি বলব।.ভিডিও টি দেখে এত ভাল লাগল। বলার ভাষা খুঁজে পাচ্ছিনা। আসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সংগে অসাধারণ উপস্থাপনা। ঐতিহাসিক , ভৌগলিক , পৌরানিক তথ্য সমৃদ্ধ এই ভিডিওটি সত্যিই অমূল্য। আমরা ও আপনাদের সহযাত্রী হয়ে এই অপূর্ব অভিজ্ঞতা লাভ করি। এই পজিটিভ এনার্জীর ছোঁয়া আপনাদের মাধ্যমে আমাদের ও মনে এসে লাগে। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন দুজনেই।
প্রতিটি জায়গার ইতিহাস খুব সুন্দর ভাবে @দাদা আমাদের জানিয়েছেন। হিমালয় সত্যিই ভারতীয় সংস্কৃতির ধারক, বাহক হিসাবে আজও মাথা উচু করে দাড়িয়ে আছে। একটা পুরো জীবন বোধহয় কম পড়ে যাবে হিমালয়কে জানতে। ভ্রমণের সাথে সাথে এই ব্লগটা অবশ্যই শিক্ষামূলক।
অসাধারণ একটি ভিডিও দেখে বৌদির কথায় পজেটিভ এনার্জি পেলাম❤ আমরা মুন্সিয়ারী থেকে চৌকরি যাওয়ার পথে একরাত শীতলাখেত -এ ছিলাম… চৌকরিতে যাওয়ার পথে দুধারে পাইন বনকে পাশে রেখে চলতে চলতে দাদাভাইয়ের অসম্ভব সুন্দর প্রতিবেদনে মনপ্রাণ ভরে উঠল.. সঙ্গে রামগঙ্গার অসীম সবুজ প্রাণচঞ্চল ছন্দে বয়ে চলা… স্লেট পাথর ও নানা কথায় দাদাভাইয়ের ভৌগোলিক জ্ঞানে সমৃদ্ধ হলাম❤️ তাজা হল আবার আমার পুরনো স্মৃতি…চৌকরি হলো শান্ত নির্জন একটি পাহাড়ি জনপদ। আমরা ছিলাম কে এম ভি এন বাংলো যার ব্যালকনিতে দাঁড়ালেই চৌখাম্বা, ত্রিশূল সহ গ্রেট হিমালয়ান রেঞ্জ … চোখ ভরে দেখেছিলাম সেই সৌন্দর্য …পরদিন সকালে পাঁচ কিমি ট্রেক করে গিয়েছিলাম কস্তুরী মৃগ ফার্ম দেখতে। আলমোড়া যাওয়ার পথে ঘন্টা মন্দির, কাঁসার দেবীর মন্দির নিয়ে দাদাভাইয়ের পৌরাণিক, স্থানীয়, ইতিহাস ও বৈজ্ঞানিক প্রতিবেদন মুগ্ধ করল… যত দিন যাচ্ছে, এক একটি ভিডিও দেখছি আর দাদাভাইয়ের জ্ঞানে ও উপস্থাপনায় মুগ্ধ হচ্ছি সঙ্গে সমৃদ্ধ হচ্ছি❤️ অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, অনন্যসুন্দর উপস্থাপনা আর একরাশ পজেটিভ এনার্জি প্রাপ্ত এই ভিডিওটির জন্য দাদাভাই ও বৌদির জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল❤️
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা ॥
বাজে অসীম নভোমাঝে অনাদি রব,
জাগে অগণ্য রবিচন্দ্রতারা ॥
একক অখণ্ড ব্রহ্মাণ্ডরাজ্যে
পরম-এক সেই রাজরাজেন্দ্র রাজে।
বিস্মিত নিমেষহত বিশ্ব চরণে বিনত,
লক্ষশত ভক্তচিত বাক্যহারা ॥
জায়গার স্থান মাহাত্ম দেখে বাক্য হারা হওয়া ও বিশ্বিত প্রণাম না করে উপায় নেই । আজকের এই প্রতিবেদন মনোরঞ্জন হওয়ার সাথে ছিল জ্ঞানগর্ভ । অবশ্য অনিন্দ্য বাবুর সব প্রতিবেদন ই তাই হয় তবে আজ যেন জ্ঞানভাণ্ডার ভরে উঠল মনোরঞ্জনের সাথে সাথে । শ্রেষ্ঠতর বলে কিছু যদি শব্দ থাকে আমি এই সিরিজ কে তাই আখ্যা দেব । বৌদির কথা অনুসারে পজিটিভ এনার্জি হয়ত সত্যি এখানে আছে তবে আজ এই প্রতিবেদন দেখে প্রচুর পজিটিভ এনার্জি পেলাম । ভাল থাকবেন ।
ধন্যবাদ জানিয়েও বলি, এই শব্দগুচ্ছ আমার কাছে স্থানের মাহাত্যকে যেন আরও বাড়িয়ে দেয় । অপূর্ব ❤🌹
It's my pleasure 🙏
আপনার উপস্থাপনা র কথা নতুন করে উল্লেখ করছি না . তবু আবারো বলছি অসাধারণ উপস্থাপনা . গভীর ভাবে আপনি বেরোনোর জায়গার ওপর পড়াশোনা করেন .আপনাকে অনেক অনেক ধন্যবাদ. আমরা অনেক সমৃদ্ধ হচ্ছি আপনার দ্বারা . জানিনা কোনো দিন যেতে পারবো কিনা এখন আমি 70 ,তবে আপনার চোখে অনুভব করছি দারুণ ভাবে. আশায় রইলাম যদি কখনো যেতে পারি . আপনি এগিয়ে চলুন আপনার চোখ দিয়েই নিজে ধন্য হচ্ছি .
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
নৈনিতালের ভিডিও কবে পাবো অনিন্দ্যবাবু?
@@subrata0911 Wednesday.
আলমোড়া যাবার পথটি অসাধারণ লাগলো ।আর রামগঙ্গা নদীর পাশে বসে ঘন্টার পর ঘন্টার কাটিয়ে দেওয়া যায় আর পথের শোভা বরনাতীত।পাহাড় আমার ভালোলাগা আর ভালোবাসার জায়গা ।কুমায়ুন সিরিজ খুব ভালো লাগলো।ঘন্টা মন্দির টির মাহাত্ম অসাধারণ ।অসাধারণ আলমোড়া ।ধন্যবাদ ।
অনেক ধন্যবাদ 🙏
Khub khub sundor laglo video ta❣️❣️
অসাধারণ, অপূর্ব আবার বলছি বোঝানোর ব্যাপার খুব সুন্দর ,মনে হচ্ছে প্রকৃতির সাথে আমিও ঘুরছি। ধন্যবাদ ভালো থাকবেন
অসাধারণ তথ্য সমৃদ্ধ উপস্থাপনা।খুব ভালো লাগলো।
Khub khub tathya samriddho akti uposthapona. Bhison bhalo laglo.
নতুন করে বলার কিছু নেই। যথারীতি অসম্ভব ভালো এবং উপভোগ্য একটি ভিডিও।
THESE KUMAUN' SERIES ARE EXCELLENT!@ @ BUT 'ALMORA' COVERAGE IS VERY SHORT!!
'MAN VORLO NA'!!! WE VISITED ON LATE 80'S 'FEW SPOTS OF KUMAUN HILLS'
INCLUDING 'NAINITAL & ALMORA
STAYING 2 DAYS EACH ON THEN
U.P. TOURISM REST HOUSES, ON PRE-BOOK BASIS!!
WANTS 'MORE & MORE KUMAUN & GAROWAL HILLS VERY2 ATTRACTIVE SPOTS!!
কি অসাধারণ তথ্যসমূহ উপস্থাপনা! পূর্বের ন্যায় মুগ্ধ হলাম।
Khub sundor video ta....kumaon garwal amader khub priyo jaega ....Amra bar bar jai .. apnader video ta dekhe khub nostalgic hoe gelam
Ashadharon...onek kichu janlam...dhonnobad🙏
Bhalo thakben shobai..
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍❤
Khb bhalo laglo...anek kichu jante parlam apnar kache..anek dhonyobad
Apurbo laglo e almora bhomoner bornnona, apnake onek dhonnobad e bhabe amader monoronjon korar jonno
অপূর্ব, দেখা জায়গা যেন নতুন ভাবে দেখছি।
Darun laglo tomader sathei dekhchi nomoskar dada
দারুণ লাগলো। অনেককিছু নতুন জানতে পারলাম।
Onek sundor r darun laglo.
Barabar er maton khub valo 👍
Last March এ গেছিলাম,সব কিছু আবার নতুন করে দেখে খুব ভালো লাগছে।
কি যে ভালো লাগলো দেখে কি বলবো তুমি এভাবে আমাদের আনন্দ দিয়ে jaou
Darun laglo apnader vlog
Thank you so so much 😊
sundor osadharon........onek knowledge pelam
খুব সুন্দর পরিবেশন,ভাল হোম ওয়ার্ক,চালিয়ে যান আমরা পাশে আছি
Darun laglo
Interesting piece of information about cosmic energy in Almora. Brilliant video once again.
Thank you 😊
RamGanga river ..... Tar sathe prakritik drishyo.... Tarpor Almora somporke koto information..... Sob milia just waoooo ❤
Khub bhalo laglo. Aapnake asonkhyo dhonyobad. Aapnar uposthopona apurbo. 👍👍👍
Darun darun darun😊
আমি আলমোড়ার গিয়েছিলাম ।অপূর্ব সুন্দর ।👌👌
Very nice place almora ❤
Khub sundor laglo ❤️💕💖 onek ojana jinish jana galo.......
দুর্দান্ত বর্ণনা দাদা,
Darun editing koren aap nara. Ami aapna k aar shibaji da k dekhe onek kichu shikhte pai. Dhonnobaad janai taar jonno.
Khub bhalo laglo
কি বলব।.ভিডিও টি দেখে এত ভাল লাগল। বলার ভাষা খুঁজে পাচ্ছিনা। আসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সংগে অসাধারণ উপস্থাপনা। ঐতিহাসিক , ভৌগলিক , পৌরানিক তথ্য সমৃদ্ধ এই ভিডিওটি সত্যিই অমূল্য। আমরা ও আপনাদের সহযাত্রী হয়ে এই অপূর্ব অভিজ্ঞতা লাভ করি। এই পজিটিভ এনার্জীর ছোঁয়া আপনাদের মাধ্যমে আমাদের ও মনে এসে লাগে। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন দুজনেই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন 😍
Khub sundor laglo sir...video dekhi aar mone hoy ektu sujog Pele I ghure aashbo
Dada khub bhalo laglo
Khub sundor laglo😊
asadharon noisorgik soundarjyo, apurbo surjasto
Darun video upohar dilen
Durdanto Video dada. Just awesome
অসাধারণ উপহার দিলেন
Asadaron apurba anoboddo Tomra sobai Valo thako sustho thako
Apnar presentation asadharan. Khub valo laglo vlog
Outstading presentation
প্রতিটি জায়গার ইতিহাস খুব সুন্দর ভাবে @দাদা আমাদের জানিয়েছেন। হিমালয় সত্যিই ভারতীয় সংস্কৃতির ধারক, বাহক হিসাবে আজও মাথা উচু করে দাড়িয়ে আছে। একটা পুরো জীবন বোধহয় কম পড়ে যাবে হিমালয়কে জানতে। ভ্রমণের সাথে সাথে এই ব্লগটা অবশ্যই শিক্ষামূলক।
Dada, khub bhalo, your historical knowledge and delivery is excellent
Very v v v nice dada,thanks a lot.👌👌👌
The beauty of Kumaon Himalayas is absolutely unparalleled.
Besh laglo. Thank you
Beautiful pic dada❤❤❤
Just asadharan
অসাধারণ
আপনার ভিডিও দেখে সবসময়ই সমৃদ্ধ হই।এতো সুন্দর বর্ণনা সাথে তথ্য পরিবেন।
খুব ভাল লাগলো
অনবদ্য উপস্থাপনা, চিত্রগ্রহন ও তথ্যসমৃদ্ধ ভিডিও। ধন্যবাদ আপনাকে।
Thank you 🙏
Very nice Ramganga river side.
Your lecture is amazing of history
Knowledge.thank you.
অপূর্ব লাগলো, বিশেষত সূর্যাস্ত..
দারুন ভালো লাগলো❤❤❤।
Khub information pelam aj ....jeta Khub e bhalo laglo
Khub sundar❤❤
Aro akta asadharan parbo,durdanto description, just mon chuye galo dada
দারুন লাগলো
Darun
very good one
বেশ ভালো লাগলো
Darun laglo puro Kumayun Bhramon Patal Bhubaneswar keno gelen na bujhlam na. Ota baad pore gelo
খুব ভালো লাগলো আর আপনি এত সুন্দর করে বোঝান ওটা আর বেশি ভালো লাগে।
খুব সুন্দর
দারুণ লাগল 👍 পরের ভিডিও র অপেক্ষা রইলাম
Darun Anindya Da❤
Nice blog
দারুন উপলব্ধি করলাম দাদা অসাধারণ একটি ভিডিও দাদা ও বুবুদি খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাদের ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🥰🥰
ভালো লাগলো
Unique
fatafati
আমরা অনেকক্ষণ কাটিয়েছিলাম ওখানে।সত্যি অসাধারণ।আমার ছেলেও পাথর নিয়ে এসেছিল।
অসাধারণ❤ কত কি অজানা! সমৃদ্ধ হলাম
সব কটা পর বো অসাধারণ
Asadharon 👌
Apurboooo...
Darun Anindya
Khub sundor ♥️♥️
❤ Superb. What a nice presentation with excellent photography. Awesome Place . Thanks both of you.❤
Apurbo dada
খুব সুন্দর লাগছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
journey ta mon bhore jai.
Mon vore gelo.asadharan
অসাধারণ একটি ভিডিও দেখে বৌদির কথায় পজেটিভ এনার্জি পেলাম❤
আমরা মুন্সিয়ারী থেকে চৌকরি যাওয়ার পথে একরাত শীতলাখেত -এ ছিলাম… চৌকরিতে যাওয়ার পথে দুধারে পাইন বনকে পাশে রেখে চলতে চলতে দাদাভাইয়ের অসম্ভব সুন্দর প্রতিবেদনে মনপ্রাণ ভরে উঠল.. সঙ্গে রামগঙ্গার অসীম সবুজ প্রাণচঞ্চল ছন্দে বয়ে চলা… স্লেট পাথর ও নানা কথায় দাদাভাইয়ের ভৌগোলিক জ্ঞানে সমৃদ্ধ হলাম❤️
তাজা হল আবার আমার পুরনো স্মৃতি…চৌকরি হলো শান্ত নির্জন একটি পাহাড়ি জনপদ। আমরা ছিলাম কে এম ভি এন বাংলো যার ব্যালকনিতে দাঁড়ালেই চৌখাম্বা, ত্রিশূল সহ গ্রেট হিমালয়ান রেঞ্জ … চোখ ভরে দেখেছিলাম সেই সৌন্দর্য …পরদিন সকালে পাঁচ কিমি ট্রেক করে গিয়েছিলাম কস্তুরী মৃগ ফার্ম দেখতে।
আলমোড়া যাওয়ার পথে ঘন্টা মন্দির, কাঁসার দেবীর মন্দির নিয়ে দাদাভাইয়ের পৌরাণিক, স্থানীয়, ইতিহাস ও বৈজ্ঞানিক প্রতিবেদন মুগ্ধ করল… যত দিন যাচ্ছে, এক একটি ভিডিও দেখছি আর দাদাভাইয়ের জ্ঞানে ও উপস্থাপনায় মুগ্ধ হচ্ছি সঙ্গে সমৃদ্ধ হচ্ছি❤️
অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, অনন্যসুন্দর উপস্থাপনা আর একরাশ পজেটিভ এনার্জি প্রাপ্ত এই ভিডিওটির জন্য দাদাভাই ও বৌদির জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল❤️
ভিডিওগুলি পরপর দেখে মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে 🥰
Darun darun
অনেকদিন পর আপনাদের অনুষ্ঠান দেখার সৌভাগ্য হল। অনেকটা ‘ মাঝে মাঝে তব দেখা পাই ‘ গোছের অবস্থা। আবার মোহিত হয়ে গেলাম। অনবদ্য। এত extensive background information and presented with such gentle diction. সত্যিই মনটা আনন্দে ভরে গেল। আর যেটা বরাবর ভীষণ impress করে... background score. সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন ।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 তবে আমি কিন্তু মোটামুটি নিয়মিতভাবেই ভিডিও দিই । বোধহয় আপনার কাছে নোটিফিকেশন যাচ্ছেনা ।
@@AnindyasTravelogue আরে না না। দোষ টা আমার।সময়ের অভাব । My apologies.
Very informative as well as good video. Your hard work and knowledge shows. Watching every episod.
ভারী সুন্দর। মুগ্ধ হলাম
Wonderful.
Vast knowledge.I really adore you.
Khubvalo laglo ashadharon
এক কথায় অনবদ্য।
Bhalo laglo...parertar jonno wait korchi..