Chole Jete Jete Din Bole Jay lyrical | চলে যেতে যেতে দিন বলে যায় | Lata Mangeshkar

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • It is originally a super hit Bengali Film song of Lata Mangeshkar with a sad mood and sentimental theme play backed for SUPRIYA CHOWDHURY. Lyricist of this song is MUKUL DUTT and HEMANTA MUKHERJEE is the music director who had composed this evergreen hit song for the super hit Bengali Film "MON NIYE" in 1969. Now we are presenting this super hit song as a lyrical video to sing along and made it more attractive with suitable colorful pictures to depict the mood and theme of this song. Hope you will like the new form of music video.
    Songs credits,
    Chole Jete Jete Din Bole Jay
    চলে যেতে যেতে দিন বলে যায়
    Artiste : Lata Mangeshkar
    Music Director : Hemanta Mukherjee
    Lyricist : Mukul Dutt
    Film : Mon Niye
    Label :: Saregama India Ltd
    For more videos log on & subscribe to our channel :
    / saregamabengali
    Facebook :: / saregamabangla
    Twitter :: / saregamaglobal
    Google+ :: plus.google.co...

Комментарии • 645

  • @SawpanSarkar-v6m
    @SawpanSarkar-v6m 7 месяцев назад +25

    ❤❤❤যত দিন বাংলা থাকবে , হিন্দু বাঙালিরা থাকবে ততদিন এই গান টা থাকবে ।

    • @satyajitbanerjee3073
      @satyajitbanerjee3073 4 месяца назад +1

      Gaaner shonge Hindu Musholmaner ki somporko?!

    • @user-ws3tu2zc5b
      @user-ws3tu2zc5b 3 месяца назад +1

      এই গানের মাঝেও হিন্দুত্ববাদকে নিয়ে আসলে।ধিক্কার তোমাদের কে।

    • @shawkathamid4019
      @shawkathamid4019 Месяц назад

      গানের মধ্যেও ধর্ম এসেছিস।

    • @supriyasarkar2370
      @supriyasarkar2370 Месяц назад

      Ek kathay darun bolecho

    • @gsarkar6754
      @gsarkar6754 Месяц назад

      @@satyajitbanerjee3073 acha somporko ache..muslim dharme gan haram jeta hindu dharma noi..eto atel giri koren keno...bangali hindu bolte eto jole keno..andho hole kintu proloy thama na

  • @rajibroy8646
    @rajibroy8646 5 лет назад +653

    আমি একজন খুবই কম বয়সি ছেলে।। আমার এখন সবে ২১ বছর বয়স, কিন্তু তাও সত্যি আমার আগেকার বাংলা এবং হিন্দি গান খুব ভালো লাগে।। এখনকার গানের কোনো মাথা ছাতা নেই।। আর এই saregama carvan সত্যি আমার পুরোনো দিনের কথা পড়িয়ে দেয়, যখন আমাদের ঘরে খুবই পুরোনো একটা রেডিও তে এই সব গান বাজতো সেই সকল দিনের কথা মনে পড়িয়ে দেয়।। অসংখ্য ধন্যবাদ আপনাদের Team কে।।

    • @nabinbairagi
      @nabinbairagi 4 года назад +23

      valor kodor sob somay kom hoi, kintu valo kono din harai na. seta sobai bojhe na, tumi bujhecho.

    • @susmitadey523
      @susmitadey523 4 года назад +4

      Nice song

    • @azaad_paanchi3483
      @azaad_paanchi3483 4 года назад +14

      Amar 25 🙂
      Mone Hoi Ei Channel Er Kuno ekta purono gaan baad diyechi🖤
      Ei Gulo oxygen Amar kache...

    • @tapasmaji5191
      @tapasmaji5191 4 года назад +9

      স্বর্ণ যুগের গান!

    • @debabratadas4683
      @debabratadas4683 4 года назад +26

      বাবা রাজীব তোমার রুচির প্রশংসা করতেই হয়। এটা বজায় রেখো।

  • @mitalidas4483
    @mitalidas4483 4 года назад +162

    যত দিন পৃথিবী থাকবে ততদিন এই গান থাকবে।

    • @rajuroy2100
      @rajuroy2100 4 года назад +2

      👍

    • @SUBRATASAHA-vj5pq
      @SUBRATASAHA-vj5pq 3 года назад +3

      একদম সত্যি কথা

    • @saikatdas1178
      @saikatdas1178 3 года назад +1

      ❤️❤️❤️

    • @madhabbose7807
      @madhabbose7807 3 года назад

      Madhab Bose from Barasat. Voice of Lataji and all her songs whether in Bengali or in Hindi Wii remain immortal to song lovers.

    • @nazmunnahar6433
      @nazmunnahar6433 3 года назад +1

      জীবন ও ফুরিয়ে যাবে..!!!

  • @parthapal9655
    @parthapal9655 2 года назад +25

    সত্যি মা তুমি চলে গেলে।যতদিন এই পৃথিবীতে গান থাকবে ততদিন তুমি মানুষের মনের মণিকোঠায় উজ্জ্বল নক্ষত্র এর মত জ্বল জ্বল করবে।যেখানে থেকো ভালো থেকো।

  • @BiswajitDas-hb2mz
    @BiswajitDas-hb2mz 3 года назад +78

    পৃথিবীতে অনেক গান আসবে যাবে।
    তবে এই গান গুলো সর্বদা মানুষের অন্তরে,
    রয়ে যাবে। যা কখনো ভোলার নয়।❤️

    • @prabiradak3738
      @prabiradak3738 2 года назад

      যাই বলি কম হয়ে যাবে এক কথায় অসাধারন.....

    • @rudrajit__0707
      @rudrajit__0707 Год назад

      একদম ঠিক কথা বলেছেন....

  • @StudyforGovtjobs-rj8vu
    @StudyforGovtjobs-rj8vu 2 года назад +84

    হেমন্ত মুখোপাধ্যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ গায়ক শুধু নন, সর্বশ্রেষ্ঠ সুরকারও!

    • @nabinbairagi
      @nabinbairagi 8 месяцев назад +6

      ekdom, osadharon surokar chilen, Shyamal mitro valo surokar chilen

  • @zarin1018
    @zarin1018 2 года назад +87

    এই গান অনেক দিন থেকে শুনতেছি। মন খারাপের সময় এটা খোঁজে শুনি। ভালো দিন আসবে, তখনও এই কিংবদন্তীর গান ঠিক মনে পড়বে। কতো কতো গান শুনে বড় হয়েছি । শ্রদ্ধা সুরের রাণী ❤️ 🇧🇩

  • @alwayskunaal4434
    @alwayskunaal4434 Год назад +10

    Mujhe Bengali language to nhi aati
    Pr lata ji ka Gaya hua ye Bengali song mujhe
    Bahot pasand hain ❤

  • @subhankarpaul3324
    @subhankarpaul3324 3 года назад +59

    মুকুল বাবুর প্রত্যেকটা লেখার মধ্যে যেন একটা অন্য আবেদন লুকিয়ে থাকে।
    কি অসাধারণ এনাদের সব লেখা।

    • @TheJoydish
      @TheJoydish 2 года назад +3

      Hemanta Babur ki asadharan srishti

  • @erd9566
    @erd9566 3 года назад +40

    গীতিকার ,সুরকার আর কন্ঠ শিল্পী কে প্রণাম এত সুন্দর একটা গান উপহারের জন্য ।

  • @soumenbhattacharyya5951
    @soumenbhattacharyya5951 3 года назад +41

    এ এক অমর সৃষ্টি, সত্যিকারের সংগীত প্রেমীরা মনে রাখবে চিরদিন।

  • @samarhore5851
    @samarhore5851 4 года назад +54

    চলে যাবে দিন, কেটে যাবে রাত
    বেদনা ও শেষ হবে,
    লতার গান, লতানো গাছের মত
    চিরদিন মনে জড়ায়ে রবে।

  • @bebletdragun7600
    @bebletdragun7600 4 года назад +25

    অপরের গুণ কে বড় করে দেখাটাও একটা মস্ত বড় গুণ ।সকলকে বড় করলে নিজেও বড় হওয়া যায় ।যার বিবেক জাগ্রত আছে তার সব ঠিক আছে ।

  • @maitrimukherjee631
    @maitrimukherjee631 2 года назад +63

    I'm 18 years old ...but I really love the old songs🧡🧡....RIP Lata Mangeshkar 🙏🙏

  • @palashkundu6997
    @palashkundu6997 4 года назад +36

    এটাই হয়তো আমার জীবনের গল্প। এই গান তা আমি শুনি আর খুব কাদি। কি কিকরব আমি যে খুব অসহায়। Thank you jesus.

    • @sambit99able
      @sambit99able 3 года назад +4

      ভাই, সব ভালো হয়ে যাবে....সময়ের অপেক্ষা খালি

    • @aritraduttagupta624
      @aritraduttagupta624 3 года назад

      Sotti tai ekta advut kanna pay gaanta sune, but mon khub halka hoy, bhishon priyo gaan eita ❤️

  • @funtube8756
    @funtube8756 3 года назад +22

    লতা দিদি হয়তো কোনোদিন আমাদের সাথে থাকবেনা।।কিন্তু তাঁর সৃষ্টি চিরকাল আমাদের হৃদয়ে রয়ে যাবে।।।

  • @kaziqumruzzaman3247
    @kaziqumruzzaman3247 Год назад +6

    লতাজীর বাংলা গান শুনলে মনে হয় ওনি বাঙ্গালি, কি অদ্ভুত উচ্চারণ।

  • @chandanlahiri7648
    @chandanlahiri7648 4 года назад +75

    হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গাওয়া এই গানটি লতা মঙ্গেশকরের অন্যতম শ্রেষ্ঠ গান।

  • @rabindranathroy3316
    @rabindranathroy3316 2 года назад +103

    I'm 16 years old and I really like old songs and b/w movies. My friends often tease me for being 'backdated'. But according to me, the kind of emotions expresses by our great artists Hemant Mukherjee, Lata Mangeshkar, Manna Dey, etc. can never ever be portrayed by the modern musicians.........I fell proud of these Indian stars....and I can say out aloud that "Old is Gold".

    • @showvikmondal3052
      @showvikmondal3052 2 года назад

      ❤️❤️ আমিও

    • @biswajitbandyopadhyay3601
      @biswajitbandyopadhyay3601 2 года назад +5

      Let them tease...you hv realised the original charm of Living

    • @bluemagicvoyage9939
      @bluemagicvoyage9939 2 года назад +5

      you have a great taste . They are not capable to catch your level , carry on . best regard

    • @paritoshbiswas7776
      @paritoshbiswas7776 2 года назад +3

      খুবই ভালো রুচি তোমার।

    • @aniket3705
      @aniket3705 2 года назад +3

      Amio 14 years adhunik ganer sathe sathe purono diner gan o bhalo lage 😊❤️

  • @debopamdatta6817
    @debopamdatta6817 4 года назад +33

    অপূর্ব।..স্বর্গীয় অনুভূতি বুঝি একেই বলে!..স্বয়ং দেবী সরস্বতীর মানবী অবতার শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকর জী এই গান গেয়েছিলেন। সত্যিই লতাজীর বিকল্প কেউ হয়তো হতে পারবেন না। প্রণাম জানাই আমাদের বাঙালির গর্ব শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়কে এই কালজয়ী গানটি সৃষ্টির জন্য।..🙏

    • @SuvoB3596
      @SuvoB3596 6 месяцев назад

      আমি ও সবার সাথে একমত।

  • @businessexpressadmin1
    @businessexpressadmin1 2 года назад +10

    (কষ্ট+মানসিক অবসাদ+স্মৃতি) = গানের (সুর+কথা+গায়কী)
    যে এই সমীকরণ বুঝবে সে গানের আসল অর্থ বুঝে যাবে 🙏

  • @rudrajitroy543
    @rudrajitroy543 3 года назад +6

    লতা মঙ্গেশকর এর অমর গান এটা। আরও একশো বছর এরকম গান আর হবে না।

  • @thenirvana47
    @thenirvana47 3 года назад +11

    অসাধারণ সৃষ্টি। গানের কথা আর সুর চীরস্মরণীয়। আর যিনি গেয়েছেন তিনি তো একজন জীবন্ত কিংবদন্তি। আজকের সময়ের বাংলা গানের অবনমন দেখে অবাক হয়ে যাই। পুরোনো দিনের গান আমাদের অনুপ্রেরণা দেয়।

  • @sonaligupta7223
    @sonaligupta7223 2 года назад +2

    Sonali Gupta
    It is very good voice. Lataji Panama.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @birendranathbedi7093
    @birendranathbedi7093 4 года назад +34

    আশ্চর্য করা সুর হেমন্ত মুখোপাধ্যায়ের।মুগ্ধ আবেশে ভোরে যায়।এমন সৃষ্টি আর কি হবে?

  • @prithadas7811
    @prithadas7811 2 года назад +31

    RIP Lata Mangeshkar ma'am.. You are irreplaceable 🙏

  • @jhillymukherjee6765
    @jhillymukherjee6765 4 года назад +34

    The magical voice of lata ji......no latest singer will have such voice..........lata ji was outstanding .....god created her with lots of patience

  • @souravbanerjee2387
    @souravbanerjee2387 3 года назад +12

    এমন অদ্ভুত সুন্দর গান...
    আর Picturization? অখাদ্য বললে কম বলা হয়। গানের কথার মর্মার্থ Editor-এর মগজে ঢোকেনি।

    • @MB-tx6di
      @MB-tx6di 2 года назад +1

      এই গানটির দুটি রেকর্ডিং হয়। সিনেমার প্রয়োজনে সাগরতীরে হেমন্তবাবু একটু fast ও তবলার ব্যবহার করেন। তবে এই গানটিই বহুলপ্রচারিত ও অত্যন্ত জনপ্রিয়। 🙏

  • @chanderaloy....3997
    @chanderaloy....3997 2 года назад +5

    আজকের জন্য এই গান টুকুই সব.... ভাল থেকে যেখানেই থেকো। গানগুলো অমর ...

  • @sovanmaji1189
    @sovanmaji1189 10 месяцев назад +3

    I love olad Bengali song ❤

  • @musicallymonologue8101
    @musicallymonologue8101 2 года назад +11

    সুর, লিরিক আর গায়কী মিলে অসাধারণ একটা সৃষ্টি। গানের বিষণ্ণতা আর শ্রোতার বিষণ্ণতা একাকার হয়ে যায় ❤️। একইসঙ্গে আধুনিক এবং ক্ল্যাসিকগোত্রিয়👌

  • @subhrasekharbhowmick3997
    @subhrasekharbhowmick3997 Год назад +8

    আমার জীবনের বাস্তব হয়েছে এই গানটি, শিল্পীর চরণে আমার শতকোটি প্রণাম, গানটি গেয়েছেন মা সরস্বতী গানের জগতে -লতা জি, আমার সবথেকে প্রিয় গায়িকা 🙏🙏🙏🙏🌹🌹

  • @tulikachakraborty5780
    @tulikachakraborty5780 4 года назад +7

    আজ আমার জীবনের সাথে গান টা কেমন যেন মিলে যায়। খুব সুন্দর গান

  • @shahadatbhuyain9331
    @shahadatbhuyain9331 4 года назад +11

    চমৎকার গান চিরদিনের জন্য। ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে হেফাজত করুন আমীন।

  • @aritradatta1981
    @aritradatta1981 Год назад +2

    Jokon recent singer ra ei sob masterpiece k destroy kore amra keu protibad kori na...etai ajob....

  • @debasishmondal3349
    @debasishmondal3349 Год назад +2

    একটা মানুষ কে কাঁদিয়ে দেবার জন্যে যথেষ্ট!!!!!! সবা‌ই ভালো থাকুন।।। শুভ নববর্ষ 2023

  • @SearchbySP
    @SearchbySP 2 года назад +3

    মা সরস্বতী তাঁর সুরসম্রাজ্ঞী ~কন্যাকে বক্ষে নিয়েই বিদায় নিলেন . Feb 6, 2022

  • @tapasghosh128
    @tapasghosh128 2 года назад +2

    যখন ই তোমার কথা মনে পড়ে গান শুনি তোমার আর মনে হয় তুমি না হয় এই পৃথিবীতে থেকে যেতে
    ভগবান তোমায় রেখে দিত যতদিন তোমায় ভালোবাসার মানুষ পৃথিবীতে থাকতো
    তোমার গান শুনতে শুনতে যখন ভাবি তুমি নেই চোখের জল আটকে রাখতে পারিনা
    I LOVE YOU LATA MAA

  • @ramprasadkarmakar9391
    @ramprasadkarmakar9391 Год назад +2

    যখন‌ই আমার মন খারাপ হয়, সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই গান থেকে অক্সিজেন নিই।

  • @samparouth3722
    @samparouth3722 3 года назад +14

    চলে যেতে যেতে দিন বলে যায়
    আধাঁরের শেষে ভোর হবে
    হয়তো পাখীর গানে গানে
    তবু কেন মন উদাস হল
    হয়তো বা সব ভাল মুছে যাবে
    হয়তো বা থাকবেনা সাথে কেউ
    হয়তো বা মাঝপথে পথটাও ফুরিয়ে যাবে
    চোখের জলের কথা শুনবে না কেউ
    ভোরের আলোর কথা ভেবে
    স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব
    হয়তো বা কান্নারও শেষ আছে
    বুঝি আমি এসে গেছি কিনারায়
    একদিন মাঝরাতে রাতটাও ফুরিয়ে যাবে
    খুশীর বন্যা এসে ভাসাবে আমায়
    আলোর জোনাকী জ্বেলে জ্বেলে
    স্বর্গ আমার সাজাতে সাজাতে কত রাত পার হয়ে যাব
    Singer: Lata Mangeshkar
    Music: Hemanta Mukhopadhyay
    Lyrics: Mukul Dutta
    Movie: Mon Niye (1969)

    • @SamirDas-pl6fu
      @SamirDas-pl6fu 3 года назад

      এই গানের তুলনা হয়না। 🌹🌷💐

    • @ramendralahiri5863
      @ramendralahiri5863 3 года назад

      What a creation unparallel

  • @gautammaulik7605
    @gautammaulik7605 2 года назад +3

    Osadharon, Lata Mangeshkar excellent singer forever.

  • @SouravNayak-wf1lh
    @SouravNayak-wf1lh 6 месяцев назад +1

    ❤️❤️

  • @sangitabanerjee6340
    @sangitabanerjee6340 Год назад +1

    Uffff maa saraswati

  • @amitbanerjee1107
    @amitbanerjee1107 4 года назад +9

    এত সুন্দর গানের সাথে এই ফোটো না হলেই নয়?

  • @pradipsarkar7304
    @pradipsarkar7304 3 года назад +3

    সত্তিই তো! একদিন মাঝপথে হয়তো পথটাও ফুরিয়ে যাবে। চোখের জলের কথা কেই বা আর মনে রাখে।

  • @payalpachal6125
    @payalpachal6125 3 года назад +7

    আহা হা! যখনই শুনি মুগ্ধ হয়ে যাই,অপূর্ব।কোনো কথা হবে না❤️

  • @prabirchakraborty4598
    @prabirchakraborty4598 4 месяца назад

    গানটা শুনে খুব ভালো লাগলো। গলা খুবই ভালো। শুভেচ্ছা রইলো।

  • @shrabanimajumder1991
    @shrabanimajumder1991 Год назад +3

    শিল্পীর চরনে শত কোটি প্রনাম

  • @surjendrabandyopadhyay9040
    @surjendrabandyopadhyay9040 3 года назад +3

    এ কি কোন পার্থিব মানুষের কণ্ঠস্বর!? বিশ্বাস হয়না।

  • @Rupalidinergann2024
    @Rupalidinergann2024 4 месяца назад +1

    ঝড় উঠেছে বাউল বাতাস
    আজকে হলো সাথী
    সাত মহলা স্বপ্ন পুরীর
    নিভলো হাজার বাতি
    ঝড় উঠেছে বাউল বাতাস
    আজকে হলো সাথী
    সাত মহলা স্বপ্ন পুরীর
    নিভলো হাজার বাতি
    রুদ্র বীণার ঝংকারেতে
    ক্ষুব্ধ জীবন উঠলো মেতে
    রুদ্র বীণার ঝংকারেতে
    ক্ষুব্ধ জীবন উঠলো মেতে
    সকল আশার রঙিন নেশা
    ঘুচলো রাতারাতি
    ঝড় উঠেছে বাউল বাতাস
    আজকে হলো সাথী
    সাত মহলা স্বপ্ন পুরীর
    নিভলো হাজার বাতি
    আকাশ জুড়ে দীর্ঘশ্বাসের মতন হলো শুরু
    সুরের স্বপন ভাঙলো শুনে মেঘের গুরু গুরু
    উড়ছে ভুলের ঘূর্ণি হাওয়া
    সকল ছোয়া, সকল পাওয়া
    শুকনো পাতার মরমরে আজ
    করছে মাতামাতি
    ঝড় উঠেছে বাউল বাতাস
    আজকে হলো সাথী
    সাত মহলা স্বপ্ন পুরীর
    নিভলো হাজার বাতি
    ঝড় উঠেছে বাউল বাতাস
    আজকে হলো সাথী
    সাত মহলা স্বপ্ন পুরীর
    নিভলো হাজার বাতি

  • @tamalbhattacharya8819
    @tamalbhattacharya8819 3 года назад +6

    এই গানটি শুনলে ‌নুতন করে প্রেরনা পাই।লতা দিদি সরস্বতীর মানষ‌ পুত্রী। তার গান সর্বদা হৃদয় ছুঁয়ে যায়,🌹☘️🙏

  • @clockwatch3541
    @clockwatch3541 2 года назад +1

    !!!
    কোন ছন্দ নেই।
    একেবারে আধুনিক কবিতা। কত আধুনিক!
    অসাধরণ ! অসাধাণ !

  • @debayansen5163
    @debayansen5163 2 года назад +2

    আমার স্বর্গীয় মা ৫৫ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন।তিনি সুরের রানী লতা মঙ্গেশকর জির ডাই হার্ট ফ্যান চলেন।যেদিন তিনি মারা যান সেদিনও তিনি লতা জির গান শুনেছিলেন।আজ দুজনেই আমাদের মাঝে নেই।আশা করি মহান ঈশ্বরের কাছে গিয়ে যেন দুজনে মিলিত হতে পারেন।

  • @bakshimadhabi123
    @bakshimadhabi123 Месяц назад +2

    2024এ এসে গানটা শুনছি আমাদের চারদিকের পরিস্থিতি খুব খারাপ মন ভালো নেই

  • @razzkumar2890
    @razzkumar2890 8 месяцев назад

    এমন সুর এমন অনুভব পৃথিবী আর কখনো পাবে না😞😭😭😭😭

  • @rabindranathpodder5446
    @rabindranathpodder5446 6 лет назад +54

    জীবনের ফেলে আসা দিন গুলি মনে পড়ে যায়।

  • @debashischatterjee9921
    @debashischatterjee9921 11 месяцев назад

    মহান শিল্পী অগনিত শ্রোতার হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল

  • @saikatdas1178
    @saikatdas1178 4 года назад +4

    Ei gaan ta shunle buker vitor ta kemon jeno akta kore othe. ❤️❤️❤️

  • @rendezvous6429
    @rendezvous6429 2 года назад +4

    যেমন সুর তেমনি গানের ভাষা💗

  • @biplabroynandi4842
    @biplabroynandi4842 Год назад

    আমার জীবনের প্রথম সোনা গান লতা দিদির । এর পরেই ।অনেক কিছু শিখেছি।❤❤❤❤❤❤❤❤

  • @titobiswas9667
    @titobiswas9667 2 года назад +1

    এতো ভালো গান শুনানোর জন্য লেখক ও শিল্পীকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই।

  • @debrajchakraborty4295
    @debrajchakraborty4295 2 года назад +9

    The queen of Melody.. Passes away 2022 💔💔

  • @tukai1960
    @tukai1960 2 года назад +2

    মুকুল দত্ত, হেমন্ত, লতা! কী অনবদ্য সমন্বয়।
    আশার মধ্যেও কি এক অজানা আশঙ্কার হাতছানি - গভীর দুঃখের রাত্রিরও শেষ হবে -
    "একদিন মাঝরাতে রাতটাও ফুরিয়ে যাবে
    খুশীর বন্যা এসে ভাসাবে আমায়
    আলোর জোনাকী জ্বেলে জ্বেলে
    স্বর্গ আমার সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব।"
    রাত - প্রথমে আক্ষরিক, পরেই আলঙ্কারিক। এত বড় আশার কথা, কি অনমনীয় প্রত্যয় - কিন্তু আশঙ্কাও আছে,
    "তবু কেন মন উদাস হল"
    এই যে খুব সহজ ভাষাতে দ্বিধা-দ্বন্দ্বর বা আশা-নিরাশার আলোছায়া সৃষ্টি - এটা মুকুলের গীতিকাব্যের এক বড় বৈশিষ্ট্য।

  • @sonalidas6046
    @sonalidas6046 Месяц назад

    গান টা সত্যিই মন ছুঁয়ে গেছে, আশা করি আমার মতো মানুষদের সকলের ই ভালো লাগবে।

  • @erd9566
    @erd9566 3 года назад +4

    মন খারাপের সময় এই গানটা শুনলে মনে একটা জোর পাই। খুবই miss করি তোমাকে এই গানটা আমাকে শোনাতে।চলে যাবে বলেই হয়তো শোনাতে ।

    • @hafezahmed2877
      @hafezahmed2877 3 года назад

      ফজলি আম চলে গেলে ফজলিতর হয়তো বা আসে না,আতা কিন্তু ঠিকই আসে; আমরা শুধু চেয়ে দেখি না!

    • @hafezahmed2877
      @hafezahmed2877 3 года назад

      ??

  • @sumanbndofficial
    @sumanbndofficial 4 года назад +19

    Tears rained down..
    What a magical voice you have!
    Lata Jee🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sanjaykshaw9491
    @sanjaykshaw9491 4 года назад +20

    Whenver I feel low.. I listen to this.. Just great..

  • @ruchirahalder.torpen9255
    @ruchirahalder.torpen9255 2 года назад

    Apurva gaan . I am 15 years old . Amar purono diner gaan sunte khub bhalo lage . Lata Mangeshkar er gaan sunte khub bhalo lage . Legend . I dedicate my all pure hearted love and respect for you . 🙏🙏🙏🙏🙏🙏💖💖♥♥♥😃🌼🌸🌸

  • @nanigopalbasak6014
    @nanigopalbasak6014 Год назад

    অসাধারণ এক সৃষ্টি।

  • @sayontondey1290
    @sayontondey1290 3 года назад +1

    Osadharon ekti gaan

  • @drahad8361
    @drahad8361 4 года назад +4

    amar boyos kom,kintu ei gaan ta hotat suggestion e dekhalo ar sunlam,khub vlo lege gelo,por por 10th time sunchi,thanks to everybody.eta sunle jeno moner dhukko ar thake na.

  • @bakulbanerjee6411
    @bakulbanerjee6411 Год назад

    Mon ta ningre rekhe dey ei gaan ta ❤❤❤

  • @subhosaha8421
    @subhosaha8421 6 месяцев назад

    Hemanta Mukherjee, Asadharon

  • @RajeshDey-wf9vs
    @RajeshDey-wf9vs 2 года назад +10

    R.I.P Lata Mangeshkar, the Nightingale of India.😓

  • @RiyasLifeAndMore
    @RiyasLifeAndMore 3 месяца назад +6

    2030 সালের জন্য রেখে গেলাম কমেন্ট টা। দেখতে চাই কার কার প্রিয় গান টা ❤

  • @suprabhatmajee9186
    @suprabhatmajee9186 Год назад +1

    Wow excellent unique superb excellent song presentation by great singer pranam to singer

  • @banhitaenterprise1678
    @banhitaenterprise1678 3 месяца назад

    এসব গান শুনলে বুকের ভিতর কেমন একটা ব্যাথা অনুভব করি।
    এই বাংলাকে কতো গুণীজন সাহিত্য, সংগীত, চলচ্চিত্র সবদিক থেকে সমৃদ্ধ করেছেন।
    আর আজ সেই বাংলা নোংরা রাজনীতির উত্থানের জন্য সমগ্র দেশ তথা বিশ্বের কাছে অবহেলার যোগ্য হয়ে গেছে।
    জানিনা এর থেকে মুক্তির উপায় আছে কি না।
    বড়ো বেদনার কথা।

  • @TuhinSen-os8ip
    @TuhinSen-os8ip 25 дней назад

    এইসব গানের মাধুর্যটাই আলাদা।

  • @RajuDas-te6lh
    @RajuDas-te6lh 4 года назад +3

    Wonderful song
    Jokhon ami song ta suni amr kache mone hoi durga puja cole aslo

  • @kanikamistry8383
    @kanikamistry8383 2 года назад

    কত পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমার বাবার প্রিয় গান। এই ক্যাসেটে অনেক গুলো গান ছিল। এখন সেসব চলেনা। তখন যে বয়সে গানগুলো শুনতাম শিল্পীর নাম‌ও জানতাম না।

  • @kunalde398
    @kunalde398 3 года назад +1

    Ei gaan gulo kokhonoi purono hobe na 👌👌👌

  • @RomaShikder-j4w
    @RomaShikder-j4w Месяц назад +1

    Good morning❤❤❤❤❤❤❤ very nice❤❤❤😊

  • @sumanmanna2161
    @sumanmanna2161 2 года назад +1

    আজ উনি বিদায় নিলেন এই পৃথিবী থেকে। কিন্তু ওনার সৃষ্টি চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকার রসদ হয়েই অমর হয়ে থাকবে।।।

  • @subrataacharjee1487
    @subrataacharjee1487 Год назад

    আমি যখন ছোট ছিলাম মানে ২০০৩-২০০৪ সেই সময় আমি এই গান গুলো শুনতাম সেই সময় আমাদের বাড়ি তে একটা ফিলিপ্স এর টেপ রেকর্ডার ছিল সেটা তে ক্যাসেট দিয়ে শুনতাম।।। সেই সময় গানের কথা গুলো বুঝতাম না।।। এখন যখন এই গান গুলো শুনি পুরোনো কথা সব মনে পরে সাথে বাস্তব তাও দেখতে পাই।।। ❤️❤️❤️

  • @AtanuPaul-f7l
    @AtanuPaul-f7l 3 месяца назад

    ❤ Asadaran composition

  • @indranilize
    @indranilize Год назад +1

    Mesmerizing ❤

  • @rajibkhata7770
    @rajibkhata7770 4 года назад +6

    হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে জাদু ছিল

  • @souvanikdas1503
    @souvanikdas1503 6 месяцев назад

    Uffffffffff🎧😌💙

  • @ITZananya2308
    @ITZananya2308 Год назад +4

    i am 13 years old but i like old song(specially lata mangeskar songs)

  • @kishorekumar-gg4yh
    @kishorekumar-gg4yh Год назад

    আমাদের জন্য অনেক মধুর গান গেয়েছেন লতা দিদি, সেই সাথে সুরকার দের জন্য জানাই আমার শ্রদ্ধা। যে সব অমর সৃষ্টি এরা করে গেছেন, আমাদের অমূল্য রত্ন দিয়ে গেছেন। আমরা অনেক ভাগ্যবান সেই জন্য এই সব গান আমরা শুনতে পারছি। অনেক ধন্যবাদ।

  • @kuntalacharya5889
    @kuntalacharya5889 Год назад

    ঈশ্বর কল্যাণময়। ভরসা রাখুন। ❤️

  • @bhaabheranneshon852
    @bhaabheranneshon852 11 месяцев назад

    সত্যির জয় একদিন হবেই 🙂💛👍🫶

  • @deliciousrecipes4332
    @deliciousrecipes4332 Год назад

    Asadharan❤

  • @sumantamukherjee3070
    @sumantamukherjee3070 2 года назад +2

    চলে গেলে তুমি!!! যাও যাও, তোমার জন্য তো সেখানে আলাদা সিংহাসন রাখা আছে, ভারতও তোমার মত সন্তান পেয়ে গর্বিত। আশায় আশায় দিন গুনি - আবার যদি অন্য রূপে ফিরে আসো কোনদিন।

  • @shamironswarnaker
    @shamironswarnaker 2 года назад +1

    আর ফিরে পাওয়া যাবে না। কোকিল কন্ঠিকে। হয়তো এর থেকে আরো ভালো কন্ঠি আসবে। লতা জি সকলের হৃদয় ছুয়ে গেছে বহু আগে থেকে। প্রনাম রহিল মহান শিল্পীর জন্য। 🙏🏻🙏🏻🙏🏻

    • @snehadas2986
      @snehadas2986 Год назад +1

      Kokhono asbe naa er theke valo uni ekjoni

  • @f.s.deewana3710
    @f.s.deewana3710 4 года назад +2

    आज भी हमारा दिल घबराए आज भी है आंखें बेकरार फिल्म का नाम 20 साल पहले

  • @subratachakrabarty8862
    @subratachakrabarty8862 3 года назад +1

    Darun

  • @sanjaykumarshit4880
    @sanjaykumarshit4880 Месяц назад

    25-08-2024 এ সারারাত ঘুমাতে পারছিলাম না গান টা অনেকবার শুনেছি আমার ৩৮+"এখনো বুড়ো বয়সে কিসের এত কস্ট জানিনা "আজ আমার কাছে কোনো অভাব নেই কোনো একজনের জন্য জীবন টা বিষন্নতায় ভরে আছে,জীবনে এভাবে এভাবে কেউ ঠকাবে ভাবিনি

  • @sandipchatterjee6690
    @sandipchatterjee6690 3 года назад +1

    Asadharon gan o gola

  • @tirthachatterjee
    @tirthachatterjee 2 года назад +1

    অদ্ভুত রহস্যময় সুর এবং কথা। শুনলে কেমন একটা কষ্ট হয় কিন্তু শেষ পর্যন্ত না শুনে ছেড়ে যাওয়া যায় না ❤️❤️❤️