ট্রাইকোকম্পোস্ট (Trichocompost) এর উপাদান, পরিমাণ ও মিশ্রণ পদ্ধতি।

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • ট্রাইকোডার্মাঃ ট্রাইকোডার্মা হচ্ছে মাটিতে মুক্তভাবে বসবাসকারি উপকারি ছত্রাক- যা উদ্ভিদের শিকড়স্থ মাটি, পঁচা আবর্জনা ও কম্পোস্ট ইত্যাদিতে অধিক পরিমাণে পাওয়া যায়। এটি মাটিতে বসবাসকারি উদ্ভিদের ক্ষতিকর জীবাণু যেমন- ছত্রাক, ব্যাকটেরিয়া ও নেমাটোডকে মেরে ফেলে। ট্রাইকোডার্মা প্রকৃতি থেকে আহরিত এমনই একটি অণুজীব যা জৈবিক পদ্ধতিতে উদ্ভিদের রোগ দমনে ব্যবহার করা হচ্ছে।
    ট্রাইকোডার্মা বায়োপেস্টিসাইডটি প্রথম আবিষ্কার করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.মো.বাহাদুর মিয়া যা ২০১৩ সালের জুন মাসে বগুড়া আরডিএ ল্যাবরেটরীতে গবেষণার মাধ্যমে কৃষকদের ব্যবহার উপযোগী করে তোলা হয়।
    ট্রাইকোডার্মার ব্যবহার ও উপকারিতা: এটি ট্রাইকো-সাসপেনশন, পাউডার এবং পেস্ট আকারে উৎপাদন সম্ভব। নিয়মানুযায়ী স্প্রে করলেই এর কার্যকারিতা পাওয়া যায়। পঁচা আবর্জনায় ‘ট্রাইকো-সাসপেনশন’- এর জলীয় দ্রবণ মিশিয়ে দ্রুত সময়ে ট্রাইকো-কম্পোস্ট উৎপাদন করা সম্ভব। এটি সহজলভ্য হওয়ায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের প্রয়োজন হবে না। এর ব্যবহারে বিষমুক্ত ফসল উৎপাদন সম্ভব। বীজশোধনে ও মাটিবাহিত উদ্ভিদের রোগ দমনে কার্যকর ভূমিকা রাখে। এছাড়াও উদ্ভিদের বৃদ্ধি ও ফসল উৎপাদনে সহায়তা করে ট্রাইকোডার্মা। এর ব্যবহারে কৃষিতে উৎপাদন ব্যয় সাশ্রয় হয়। জমিতে কোন ক্ষতিকর প্রভাব পড়ে না। মাটির উর্বরা শক্তি বাড়ায়। রাসায়নিক সারের ব্যবহার কমায় ৪০%-৬০%।
    ট্রাইকো কম্পোস্ট তৈরির পদ্ধতিঃ ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট তৈরির প্রক্রিয়া প্রায় একই। তবে ভার্মি কম্পোস্ট থেকে শুধু জৈব সার পাওয়া যায়, অন্যদিকে ট্রাইকো কম্পোস্ট থেকে সার ও বালাইনাশক দুটোই মিলছে। যে কারণে এ সারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
    এই সার বসতবাড়িতেই তৈরি করা যায়। তেমন কোনো খরচও নেই। সার তৈরির জন্য প্রয়োজন তিন ফুট ব্যাসের তিনটি ইট-সিমেন্টের রিং, যেগুলো পলিথিনের ওপর পরপর সাজিয়ে হাউজ তৈরি করতে হয়। এরপর পরিমাণমতো গোবর, কাঠের গুঁড়া, মুরগির বিষ্ঠা, কচুরিপানা, ছাই, নিমপাতা, ট্রাইকোডার্মা পাউডার, চিটাগুড়, ভুট্টা ভাঙা দিয়ে ভালোভাবে মেশাতে হয়। পরে মিশ্রণটি হাউজে দিয়ে পরিমাণমতো পানি দিতে হবে। এরপর হাউজটি একটি টিনের চালা দিয়ে ঢেকে দিতে হয়। মিশ্রণটি চার-পাঁচদিন পরপর ভালোভাবে নেড়ে দিতে হবে। তা না হলে গ্যাসের চাপে রিং ফেটে যেতে পারে। ৪০-৪৫ দিনের মধ্যেই সার তৈরি হয়ে ব্যবহারের উপযোগী হয়।

Комментарии • 115

  • @dhananjaybarman3552
    @dhananjaybarman3552 Год назад +2

    অনেক অনেক ধন্যবাদ ট্রাইকোডার্মা দিয়ে কম্পোস্ট সার তৈরির পদ্ধতির ভিডিও অডিও দেখানোর জন্য।

  • @user-jx6em4ki1g
    @user-jx6em4ki1g Год назад +2

    জাযাকাল্লাহু তায়ালা খাইরান।

  • @md.dulalsheikh6857
    @md.dulalsheikh6857 21 день назад +1

    ধন্যবাদ

  • @jannatuladon558
    @jannatuladon558 Год назад +2

    Most Informative. Thank you.

  • @birgramvideo3659
    @birgramvideo3659 Год назад +1

    ভালো হয়েছে। ধন্যবাদ।

  • @sajjadhossain6357
    @sajjadhossain6357 Год назад +1

    আসাধারন প্রসেসিং

  • @ars43
    @ars43 Год назад +1

    দারুন।

  • @mdyousubali-du9ns
    @mdyousubali-du9ns 3 дня назад +1

    স্যার তুষের যে লিটার হয় সেটা পচানোর জন্য বস্তা করে রাখলে ভাল পচবে নাকি পচানোর জন্য অন্য কোন উপায় আছে।

  • @MdHumayon-yd1td
    @MdHumayon-yd1td 2 часа назад

    ভাই নরম গবর হলে হবে?

  • @blackdiamond7854-z8y
    @blackdiamond7854-z8y Год назад +1

    অসাধার স্যার।।

  • @MdHumayon-yd1td
    @MdHumayon-yd1td 2 часа назад +1

    ভাই আজগে আমি বানিয়েছি।নরম গোবর।

  • @mdyousubali-du9ns
    @mdyousubali-du9ns 12 дней назад +1

    স্যার ধানের তুষ দিয়ে ব্রয়লার এর যে লিটার হয় সে গুলো কি ব্যবহার করা যাবে।

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  12 дней назад

      তুষ গুলো সহজে পঁচে না। যদি আগে থেকে পচাতে পারেন তাহলে ব্যবহার করতে পারেন।

  • @resmakrishiuddag
    @resmakrishiuddag Год назад +1

    Wow! excellent.

  • @khshawkatali7159
    @khshawkatali7159 Месяц назад +1

    ভাই, গোবর কি পচা হতে হবে? না কাঁচা গোবর হলেই চলবে?

  • @mdyousubali-du9ns
    @mdyousubali-du9ns 3 дня назад +1

    স্যার ৫০০ কেজি কাচামালের জন্য ২৪ ইঞ্চি উচ্চতার সিমেন্টের রিং কয় টি লাগবে।

  • @parvessharker5254
    @parvessharker5254 Год назад +1

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

  • @MdHumayon-yd1td
    @MdHumayon-yd1td 2 часа назад +1

    চিটা গুড় না দিলে হবে না ভাই?

  • @SweetKhan-cs1bj
    @SweetKhan-cs1bj 3 месяца назад +1

    মাশাল্লাহ খুবই চমৎকার

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  3 месяца назад

      ধন্যবাদ।

    • @riyamonismallkitchen7256
      @riyamonismallkitchen7256 2 месяца назад +1

      স্যার,লিটারের পরিবর্তে শুধু মুরগির বৃষ্টা দেওয়া যাবে?

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  2 месяца назад

      যাবে। সেক্ষেত্রে কাঠের গুড়া ব্যবহার করতে হবে।

  • @mdaual8602
    @mdaual8602 2 месяца назад +1

    ট্রাইকোডার্মা পাউডার কি পরিমান দিলেন স্যার

  • @monirulislammoni7765
    @monirulislammoni7765 11 месяцев назад +2

    আসসালামু আলাইকুম স্যার। বাণিজ্যিক ভাবে করতে গেলে প্রতি কেজির উৎপাদন খরচ কত টাকা হতে পারে।

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  11 месяцев назад

      কাঁচামালের মূল্যের উপর ভিত্তি করে ৪-৮/- কেজি।

    • @monirulislammoni7765
      @monirulislammoni7765 11 месяцев назад +1

      @@krishokersateagamirpothayধন্যবাদ স্যার।এ বিষয়ে কোন ট্টেইনিং এর ব্যবস্থা দেওয়া হয় নাকি উপজেলা কৃষি অফিস থেকে।

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  11 месяцев назад

      আমাদের আগামী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ৬-৭ অক্টোবর।

  • @user-jx6em4ki1g
    @user-jx6em4ki1g Год назад +1

    আসসালামু আলাইকুম। জনাব, ট্রাইকোডারমা পাউডারের কেজি কত? প্রয়োজনে পাওয়া যাবে কি? দয়া করে জানাবেন।

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  Год назад

      আপনাকে ধন্যবাদ। ট্রাইকোডার্মার প্রধান উৎস পল্লী উন্নয়ন একাডেমি। আপনি সেখানে যোগাযোগ করলেই পাবেন। তবে যদি নিতান্তই সমস্যা হয় তাহলে বলবেন। আমি আপনাকে পাঠানোর চেষ্টা করব। প্রতি কেজি ট্রাইকোডার্মা ৫০০/-

  • @syedalialiali6738
    @syedalialiali6738 Год назад +1

    আমাদের এলাকায় প্রচুর সবজি চাষ করা হয়। যে কোন সবজি শেষের দিকে আর বিক্রি করা যায় না। এগুলো জমিতেই কেটে ফেলতে হয় । যেমন লাউ , ঝিঙে , টমেটো , বাঁধাকপি এগুলো জমিতেই নষ্ট হয়ে যায়। এগুলো দিয়ে কি ট্রাইকো কম্পোষ্ট তৈয়ার করা যাবে ?

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  Год назад

      আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অবশ্যই যাবে।

  • @sklekhoan625
    @sklekhoan625 Год назад +1

    আসসালামু আলাইকুম, স্যার ছাগলের বর্জ্য ট্রাইকোকম্পোস্ট এ ব্যবহার করা যাবে?

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  Год назад

      ছাগলের মল স্বাভাবিক ভাবে পঁচেনা। এগুলো ভেঙে গুড়া করে দিতে হবে।

  • @rharun269
    @rharun269 Год назад +1

    অনেক ধন্যবাদ
    তবে ছাইয়ের পরিবর্তে তামাকের পাউডার বুঝতে পারলাম না

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  Год назад +1

      প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। তামাক অর্গানিক কার্বনের উৎস। ছাই ক্ষারক। অনুজীবীয় কার্যক্রম ব্যহৃত করে।

  • @s.a.rahman465
    @s.a.rahman465 7 месяцев назад +1

    তামাকের গুঠা কোথায় পাওয়া যাবে এবং কেজি কত করে?

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  7 месяцев назад +1

      আপনি তামাকের ফ্যাক্টরিতে যোগাযোগ করতে পারেন।

    • @s.a.rahman465
      @s.a.rahman465 7 месяцев назад +1

      @@krishokersateagamirpothay তামাকের কোন ফ্যাক্টরির নাম্বার থাকলে আমাকে দেন।

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  7 месяцев назад +1

      ধন্যবাদ।
      আমার কাছে নেই।

  • @MrLimon2.0
    @MrLimon2.0 Год назад +1

    আমি যদি ট্রাইকোডার্মা শিখতে চাই কি কি লাগবে কোনো প্রশিক্ষণের দরকার আছে কিনা

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  Год назад

      আগামী ১৬ ও ১৭ তারিখ ২দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

  • @universehealing1576
    @universehealing1576 10 месяцев назад +1

    চিটাগুড় জিনিস টা কি?
    আমি কোথাও খোঁজে পাচ্ছি না।

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  10 месяцев назад +1

      লালিগুড়।

    • @universehealing1576
      @universehealing1576 10 месяцев назад +1

      @@krishokersateagamirpothay আচ্ছা আমাকে এটা একটু বলেদেন কোথায় পাবো।
      কোন দোকানে এগুলো বিক্রি করে।

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  10 месяцев назад +1

      পশুখাদ্য (গুড়া, ভুষি, ফিড ইত্যাদি) বিক্রয় করে এমন দোকানে পাবেন।

  • @ar.nuralamsiddiquee9789
    @ar.nuralamsiddiquee9789 Год назад +1

    আপনাদের উৎপাদিত ট্রাইকো কম্পোস্ট প্রতি কেজির দাম কেমন হতে পারে??

  • @ratulhasan2602
    @ratulhasan2602 8 месяцев назад

    টপে সবজি চাষ করার জন্য কোন জৈব সার ভালো
    ১। তামাক গুড়ো ও চা পাতি কোথায় থেকে ক্রয় করেন এবং দাম কত

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  8 месяцев назад

      মাটিতে ব্যবহারের জন্য ট্রাইকোকম্পোস্ট উত্তম। চা পাতির জন্য চায়ের দোকানে যোগাযোগ রাখতে পারেন। আপনার নিকটস্থ বিড়ি/ সিগারেট ফ্যাক্টরিতে যোগাযোগ করে তামাক পাউডার সংগ্রহ করতে পারেন।

  • @iqbaliqbal6497
    @iqbaliqbal6497 8 месяцев назад

    আসসালামু আলাইকুম,,,,,,
    ভাই ভুট্টা, ভূসি, আর অন্যান উপদান গুলো পরিমান গুলা কোনটি কতটুকু দিতে হবে বললে ভালো হতো।

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  8 месяцев назад

      প্রতি ১০০০কেজি কাচামালে-
      গোবর- ৬০০-৭০০
      লিটার- ২০০-৩০০
      চা পাতি- ৫০
      তামাকের গুঁড়া- ৫০-১০০
      কচুরিপানা- সুবিধামত
      ফসলের উচ্ছিষ্টাংশ- সুবিধামত
      খৈল-৫-৫০
      চিটাগুড়- ৫-৫০
      ট্রাইকোডার্মা- ১-২
      ভূট্রার আটা- ১
      ডালের ব্যসন- ১
      হাড়ের গুড়া- ৫-৫০
      শুটকির গুড়া- ৫-৫০
      কলাগাছের টুকরো- সুবিধামত

  • @michluarif9855
    @michluarif9855 Год назад +1

    যেই আইটেম গুলো দিয়েছেন সবগুলোর একটা তালিকা দিলে ভালো হয়?

  • @tuhinmahfuj976
    @tuhinmahfuj976 Год назад +1

    চিটা গুড় মানে কোন গুড ? এটার বিকল্প কি দেয়া যায় ?

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  Год назад

      ধন্যবাদ। এখানে চিটাগুড় বলতে আখের লালিগুর বোঝানো হয়েছে। এর বিকল্প হিসেবে ভালো মানের গুর ব্যবহার করতে পারেন।

  • @bestbdvlog
    @bestbdvlog Год назад +1

    এক টন কাচাঁমাল ট্যাংকে দেয়ার পর সেখান থেকে কত কেজি সার পাওয়া যাবে?

  • @fffffgh6354
    @fffffgh6354 8 месяцев назад +1

    tricodrama কুরিয়ারে পাঠানো যাবে কুমিল্লা

  • @hybinsathi2144
    @hybinsathi2144 11 месяцев назад +1

    আপনার থেকে নিতে চাই।অর্ডার করার প্রসেসিংটা বলবেন প্লিজ।

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  11 месяцев назад

      আপনাকে ধন্যবাদ।
      যোগাযোগ করতে পারেন, ০১৯১৬২১০৯৪৫

  • @sadhinsorker3725
    @sadhinsorker3725 Год назад +1

    গোবরের পরিবর্তে মুরগির লিডার কি দেওয়া যাবে

  • @debasismandal5349
    @debasismandal5349 Год назад +1

    ট্রাইকোকম্পোষ্ট চেম্বার তৈরীর ভিডিও টি একটু পাঠাবেন স্যার

  • @noyonagro5333
    @noyonagro5333 Год назад +2

    আসসালামু আলাইকুম স্যার আপনার নাম্বারটা একটু দিবেন আমার খুব প্রয়োজন

  • @asianentertainmentofficial2203
    @asianentertainmentofficial2203 Год назад +1

    কি কি জিনিস আর পরিমান কত কত তা লিখে দিলে ভালো হত

  • @md.hasibulislamislam2972
    @md.hasibulislamislam2972 Год назад +1

    মার্কেটিং এর জন্য আপনাদের কোন সহযোগিতা পাব কি।

  • @ratulhasan2602
    @ratulhasan2602 8 месяцев назад

    এক টন টাইকো কম্পোস্ট উৎপাদনের জন্য কতটুকু কাঁচামাল দরকার।
    ২।এক টন টাইকো কম্পোস্ট কত ফুট দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা দরকার।
    ৩।এক টন উৎপাদনের জন্য টাইকো কম্পোস্ট কত কেজি কাঁচামাল দরকার কতটুকু পরিমাণ এবং কি কি। ❤❤❤
    ৪।

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  8 месяцев назад

      ১. ১৫০০-২৫০০ কেজি
      ২. ২ x ৩ x ৫ = ৩০ ঘনফুট

  • @sadhinsorker3725
    @sadhinsorker3725 Год назад +1

    আমি বানিজ্যিক ভাবে করতে আগ্রহি

  • @armansheikh8822
    @armansheikh8822 10 месяцев назад +1

    তামাকে গুড়া কোথায় পাওয়া যাবে ভাই

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  10 месяцев назад

      আপনার নিকটস্থ বিড়ি বা সিগারেটের ফ্যাক্টরিতে যোগাযোগ করতে পারেন।

  • @helmetagro7039
    @helmetagro7039 10 месяцев назад

    ঘাস কি দেয়া যাবে ছোটো ছোট করে কেটে?

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  10 месяцев назад

      যদি শীকড় না গজায় ব্যবহার করতে পারেন।

  • @shanazrimi8995
    @shanazrimi8995 Год назад +1

    ট্রাইকোকম্পোস্ট সেল করেন?

  • @mdmoshiurrahman1897
    @mdmoshiurrahman1897 Год назад +1

    জমিতে দেওয়ার পরিমাণটা একটু বলুন

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  Год назад +1

      যদি জমিতে পূর্বে জৈব প্রয়োগ করা থাকে তবে শতক প্রতি ৫-৭ কেজি মানসম্মত ট্রাইকোকম্পোস্ট প্রয়োগ করতে হবে। যদি জমিতে পূর্বে প্রয়োগ করা না থাকে তবে শতক প্রতি ১০ কেজি ট্রাইকোকম্পোস্ট ব্যবহার করা উচিত। এ সার উপরি প্রয়োগে ১-২ কেজি/শতক প্রয়োগ করতে পারবেন।

    • @mdmoshiurrahman1897
      @mdmoshiurrahman1897 Год назад +1

      ধন্যবাদ

  • @bokul220
    @bokul220 Год назад +1

    স্যার আমি আপনার সঙ্গে দেখা করতে চাই যদি সম্ভব হয় এড্রেস ফোন নাম্বার দেবেন প্লিজ কুষ্টিয়া থেকে বলছিলাম

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  Год назад +1

      আপনাকে ধন্যবাদ। আমি বগুড়ায় থাকি। ০১৭১৪৫১২৩৭০

  • @kabirahmed2072
    @kabirahmed2072 Год назад +1

    Tricodrama power koyi pabo

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  Год назад

      পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ায় পাবেন। আপনি চাইলে আপনাকে সহযোগিতা করতে পারি।

    • @kabirahmed2072
      @kabirahmed2072 Год назад

      Amr olpo lagba chadbaganer jno

    • @user-jx6em4ki1g
      @user-jx6em4ki1g Год назад

      ট্রাইকোডারমা পাউডারের কেজি কত? প্রয়োজনে পাওয়া যাবে কি?দয়া করে জানালে খুশি হবো।

  • @alimuzzaman2529
    @alimuzzaman2529 Год назад +1

    আপনারা কি বিক্রি করেন?

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  Год назад +1

      আমি শুধু সেবামূলক পরামর্শ সেবা প্রদান করি।

  • @techtube479
    @techtube479 Год назад +2

    ট্রাইকো কম্পোস্ট নাকি বার্মি কম্পোস্ট
    ১) কোনটা উৎপাদন করা সহজ?
    ২) কোনটা গাছের (ফল ও সবজি) জন্য বেশি উপকারী?
    ৩) কোনটা উৎপাদন করতে খরচ কম?
    ৪) কোনটার উপাদান( শহরের জন্য) সংগ্রহ করা সহজ?

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  Год назад +1

      আপনাকে ধন্যবাদ।
      ১। উপাদান সমূহের সহজ প্রাপ্যতার উপর নির্ভর করে কেনটি সহজ।
      ২। উভয় কম্পোস্টের গুণগত মান কাছাকাছি হলেও ট্রাইকোকম্পোস্ট এর গুণাগুণ একাধিক।
      ৩। উপাদান ব্যবহারের উপর খরচ নির্ভর করে।
      ৪। স্বল্প পরিসরে ভার্মীকম্পোস্ট উৎপাদন করতে পারেন। বাণিজ্যিক ভিত্তিতে ট্রাইকোকম্পোস্ট এর উপযোগিতা রয়েছে।

  • @hungrytraveler5454
    @hungrytraveler5454 Год назад

    গবর কি কাচা নাকি পচা?