ফুসফুসে ইনফেকশন হলে করণীয় | ফুসফুস ভালো রাখার উপায় | Lung Problem and Solution
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- Advanced Lumona for Healthy Breathing নিবেদিত মেডিলাইভের ১৯৩৯ তম পর্বের বিষয় "ফুসফুস ভালো রাখার উপায়", সাথে থাকছেন
ডা. মাহবুবুল ইসলাম
অ্যাজমা, টিবি ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক (প্রা��্তন)
রেসপিরেটরি মেডিসিন বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা
Media Partner - MediTalk Digital
A nagging cough or slight wheeze may barely register in the course of our busy days, but it's critically important to pay attention to even mild symptoms. Sometimes people think having trouble breathing is just something that comes with getting older. It is important to pay attention to these symptoms as they could be the first signs of lung disease, including COPD, asthma and lung cancer. Knowing the early warning signs of lung disease can help you receive treatment before the disease becomes serious or even life threatening. If you experience any of the following warning signs, make an appointment with your healthcare provider as soon as possible. Early detection could save your life.
Warning Signs
Chronic cough: A cough that you have had for eight weeks or longer is considered chronic. This is an important early symptom that tells you something is wrong with your respiratory system.
Shortness of breath: It's not normal to experience shortness of breath that doesn't go away after exercising, or that you have after little or no exertion. Labored or difficult breathing-the feeling that it is hard to breathe in out-is also a warning sign.
Chronic mucus production: Mucus, also called sputum or phlegm, is produced by the airways as a defense against infections or irritants. If your mucus production has lasted a month or longer, this could indicate lung disease.
Wheezing: Noisy breathing or wheezing is a sign that something unusual is blocking your lungs' airways or making them too narrow.
Coughing up blood: If you are coughing up blood, it may be coming from your lungs or upper respiratory tract. Wherever it's coming from, it signals a health problem.
Chronic chest pain: Unexplained chest pain that lasts for a month or more-especially if it gets worse when you breathe in or cough-also is a warning sign.
Talking to Your Doctor
Prepare for a visit to your healthcare provider by following these steps:
Take a copy of your medical records with you. Or, see if your previous healthcare provider can send a copy. If you are unable to obtain your medical records, you can also write a short note about your health problems, when they occurred and the healthcare provider(s) that took care of you.
Make a list of all the medicines that you are using now. This means prescribed and over-the-counter medicines, as well as herbs and supplements and any non-traditional methods you use to treat your condition.
Make a list of all the healthcare providers you see and why you see them.
Make a list of the symptoms you are having and note which ones bother you the most. Write down when they started and what you have done (if anything) to make them better.
ফুসফুসের সমস্যায় বর্তমানে অনেকেই ভুগছেন। ধূমপান বা দূষণের কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তবে অনেকেই বুঝতে পারেন তার ফুসফুস ক্রমশ কার্যকারিতা হারাচ্ছে।
বুকে হালকা ব্যথা কিংবা মাঝেমধ্যেই ঠান্ডা লেগে যাওয়া অনেকেরই তো হয়ে থাকে। তবে এসব লক্ষণ কিন্তু মোটেও ভালো নয়। এটি হতে পারে ফুসফুসের ক্যানসার কিংবা গুরুতর ব্রঙ্কাইটিস। অল্পবয়সী অনেকেই ভাবেন, ফুসফুসের সমস্যা বোধ হয় বয়স্কদেরই হয়। তবে এ ধারণা ভুল।
মনে রাখবেন, রোগ-ব্যাধির কোনো বয়স নেই। এ কারণে সামান্য লক্ষণ দেখলেও সতর্ক হতে হবে। ধূমপানের অভ্যাস না থাকলেও বুকে ব্যথা হলে সতর্ক হওয়া প্রয়োজন।
সব বয়সী নারী-পুরুষের প্রতিই এমন বার্তা দিয়েছে আমেরিকান ক্যানসার সোসাইটি। জেনে নিন কোন কোন সঙ্কেত পেলে বেশি সাবধান হতে হবে-
আমার বয়স ২৭! আমি ২০ বছর বয়স হতে ধুমপান শুরু করি! প্রায় সময় আমার গলায় কফ 18:08 জমে থাকতো! পরে আমি ধুমপান ছাড়ার সিদ্ধান্ত নিই! কিন্তু পরে লক্ষ করছি আমার বুক থেকে প্রচুর তরল কফ বের হচ্ছে কাশির সাথে! বুক ভারি হয়ে আছে।হালকা শো শো শব্দ হয়।
এটা কেনো হয়?
এটা এলার্জি বা এজমার সমস্যার জন্য হতে পারে
@MediTalkDigital হ্যা আমার গা চুলকায়! তাহলে কি এটা এজমা?
আসসালামু আলাইকুম আমার নাম সুরাইয়া বয়স ২৫ আমার ঠান্ডা কাশ শ্বাসকষ্ট সমস্যা ডাক্তার দেখাইছি দুই বার দুইবারেই বলেছে ফুসফুসে ইনফেকশন ওষুধ নিচ্ছি ইনজেকশনও দিয়েছে কিন্তু আমার সমস্যা সমাধান হয় না ঠান্ডাকাশ শ্বাসকষ্ট দম বন্ধ হয়ে যায় কি করব ডাক্তার তেমন গুরুত্ব দেয় না বলে ইনফেকশন আর কোন উপদেশ দেয় না করতে হবে কিভাবে চলতে হবে কি করবো একটু হেল্প করেন
ইনফেকশন হতে পারে আবার এজমার সমস্যা ও হতে পারে, আপনি একজন ভালো বক্ষব্যাধি ডাক্তার দেখান ও তার পরামর্শ নিন, ধন্যবাদ
আপু আপনার কী বুকে ইনফেকশন সারছে একটু বলেন plz 🙏🙏🙏
@@nazmulhossen857 ফুসফুসে ইনফেকশন ও এজমার সমস্যা এন্টিবায়োটিক চলতেছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো ডাক্তার বলছে ঔষধে না হলে সার্জারি করতে হবে
Apu Apni ঠান্ডা Khaben na konodin shob kichu gorom Khaben. Kum kum pani diye Gosol korben.r ashtma thakte pare gorur mangsho ,hash,fulkopi,begun eguli kheye sash koshto bare .eguli Khaben na.amaro same
Apu ki obasta Akon?
আমার মায়ের বুকে সমস্যা হয়েছে,শ্বাসকষ্ট হয়,বুক চেপে ধরে,পরিক্ষা করার পর ইনফেকশন ধরা পড়েছে,এখন এর প্রতিকার কি?
ফুসফুসে ইনফেকশন একটি নিরাময়যোগ্য রোগ, একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ এর সাথে পরামর্শ করে নিয়মিত ঔষধ দিন আপনার মা কে আশা করি উনি ভালো হয়ে যাবেন, ধন্যবাদ
আসসালামু আলাইকুম, আমার অনেক শ্বাসকষ্ট হয়,কয়েলের ধোয়া,চুলার ধোয়া,ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হওয়া ইত্যাদি, কি কারণে এটা হতে পারে,কিছু উপদেশ দিন।please please
যে যে সমস্যায় শ্বাসকষ্ট হয়, সেগুলো থেকে বিরত থাকুন, আর একজন বক্ষব্যাধি স্পেশালিষ্ট দেখান ও তার পরামর্শ নিন
স্যার আমার বয়স ৪০ আমার সমস্যা রাতে বিছানায় শুতে/ ঘুমাতে গেলে শ্বাস কষ্ট হয়। এবং হাছি কাসি হয়। গলায় খুসখুস করে। আমি ঔষধ মোনাস, ট্রাইলক ১০, রিভার্স এয়ার ১০ এবং অন্যান্য ঔষধ সেবন করেছি
আপনার এটা এলার্জির সমস্যা হতে পারে আবার এজমা এর সমস্যা ও হতে পারে , এলার্জির সমস্যা পুরোপুরি সমাধান করা যায় না, এটাকে নিয়ন্ত্রনে রাখতে হয়, আপনি কোন খাবার খেলে বা কিসের সংস্পর্শে আসলে এলার্জি বাড়ে তা খুজে বের করে তা থেকে বিরত থাকুন, আর নিজে থেকে কোন ঔষধ না খেয়ে একজন বক্ষব্যাধি ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ গ্রহন করুন
Amr age 28 amr same hosce.
Ki korte pari
আমি কোনো ধূমপান করেনি
Apni jegulo khan egulo sob montelucast group ER. ETAr proti amr hypersensitive ache.
ফুসফুসের ইনফেকশন আর ক্যান্সার কি এক জিনিস জানালে উপকৃত হতাম
না আলাদা
আমার মেয়ের বয়স নয় প্রচন্ড জ্বর এবং ঠান্ডা কাশি পরীক্ষা করার পর লাং ইনফেকশন ধরা পড়েছে এখন আজকে তিন দিন চলে কিন্তু জর কমতেছে না থেমে থেমে জ্বর আসছে এখন কি করতে পারি স্যার।
ওকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে দিন
Ki কি টেস্ট করিয়েছিলেন
আস সালামু আলাইকুম। গত শীতের সময় দেশের বাড়িতে ছিলাম। দেশ থেকে আসার পরের দিন থেকে কফের সাথে কিছুটা রক্ত যাওয়া শুরু হয়। অনেক ডাক্তার দেখিয়েছি। পরে ঢাকায় গিয়ে ডাক্তার মহিউদ্দিন স্যারকে দেখিয়েছি। ব্রনজকপি, সিটি স্ক্যান সহ কিছু টেষ্ট করান যেখানে আলহামদুলিল্লাহ্ কোন খারাপ রেজাল্ট আসেনি। আজকে ৮ মাসের মতো চলছে এখনো মাঝে মাঝে রক্ত আসে কফের সাথে। এইটা কি ভাল হবেনা? এখন কি করা উচিত? প্লিজ প্লিজ উত্তর দিবেন।
আপু আপনি টেস্ট করাইছেন যে সব রিপোর্ট নরমাল আসলে ডাক্তার আপনাকে বলে নাই মাঝে মাঝে কফের সাথে রক্ত যাওয়ার কারণ কি।আপু প্লিজ রিপ্লাই দিয়েন আমার ও সেম একই সমস্যা। মাঝে মাঝে কফের সাথে রক্ত যায়
ঠান্ডা কাশি একটানা অনেক সময় থাকলে এরকম রক্ত যেতে পারে, কিন্তু একটানা এতদিন যাওয়া উচিত নয় , একজন বক্ষব্যাধি স্পেশালিষ্ট কে দেখান ও তার পরামর্শ নিন, ধন্যবাদ
@@MediTalkDigital ঢাকায় মহিউদ্দীন স্যারকে দেখিয়েছি। সব টেষ্ট করিয়েছি। আমার কাশি নাই। হঠাৎ হয়। পিঠের পিছনে ঠান্ডা লাগা শুরু হলে রক্ত আসে।
@@urmisadiaurmi7561 মহিউদ্দিন স্যার ব্রনকাইটিস লিখে কোশ্চেন মার্ক দিয়ে রেখেছেন। তার মানে এখানেও কনফিউশন। চিন্তা করছি ভারতে যাবো আল্লাহ্ যদি চান। তবে আমমাকে এখন প্রোভাইয়ার ১০ দিয়েছেন। এইটা এলার্জির ঔষধ। রাতে ১ টা। আমি ঠান্ডা লাগতে না দেওয়ার চেষ্টা করি। সকালে কুসুম গরম পানি ও মধু রাতেও ঘুমানোর আগে কুসুম করম পানি আর মধু খাই।
সার ফসফসে বকের বা পাসে হালকা দাক দেখা গেলে কি অউসদ খেতে হবে প্লিস এক্টু জানাবেন
আপনি একজন বক্ষব্যাধি স্পেশালিষ্ট দেখান ও তার পরামর্শ নিইয়ে সেই অনুযায়ী ঔষধ সেবন করুন
স্যার বুকে ইনফেকশন হলে কোন ওষুধ খাব একটু বলতেন যদি এবং কোন ডাক্তার দেখাবো
আপনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ দেখান ও তার পরামর্শ নিন, ধন্যবাদ
DPLD/ ILD হলে কোন ডাক্তারের কাছে যেতে হবে?
অর্থোপেডিক্স
@@MediTalkDigital Interstitial lung disease (ILD), or diffuse parenchymal lung disease (DPLD),
সালামালাইকুম স্যার আমার বয়স 26 বছর আমি সকালে ঘুম থেকে উঠার পরে কফের সাথে রক্ত যায়
আমি ধুমপান করি না এখন বর্তমানে আমার করণীয় কি
আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ
স্যার আমার দেড় বছর ধরে ফুসফুসের সমস্যা ধরা পড়ছে,, এখন ওষুধ খেলে একটু ভালো থাকি,,না হলে আবার সমস্যা শুরু হয়েযায়। আমি এখন কি করাবো
নিয়মিত ঔষধ খাবেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ বন্ধ করবেন না
আসসালামু আলাইকুম
স্যার আমি যখন খাবার খাই খাবার খাওয়ার পরে এক দুই ঘন্টা ধরে আমার পেটের ভিতরটা এতটা অস্থিরতা করে এতটা কোন সময় দেহের ভেতর ভালো লাগে না স্যার এটা আসলে কিসের জন্য স্যার
আপনি খাবার খাবেন পরিমিত পরিমানে । একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে কয়েকবারে খাবেন , আর খাবার খাওয়ার পর ১৫ মিনিট হাটবে, খাবারখেয়েই শুয়ে পড়বেন না , আস্তে আস্তে দেখবেন সমস্যা ঠিক হচ্ছে
সার,আমার বয়স, ২৬,আমার, শাস,কষ্ট, লিভারের, সমস্যা, ফুসফুসের, ইনফেকশন, এখন, আমি, কি,ঔষধ, খাবো,,ঔষধের, নাম,টা।,জদি,বলে,দিতেন
এখানে কোন প্রেসক্রিপশন, মেডিসিন এর নাম বা যে কোন চিকিৎসা বা উপদেশ/ ডায়েট চার্ট অথবা ডাক্তারের নম্বর দেয়া হয় না, শুধুমাত্র রোগ ও চিকিৎসার ব্যাপারে “ডক্টর” টিমের মাধ্যমে আপনাদেরকে গাইড করার চেষ্টা করা হয়।
@@MediTalkDigitalস্যার কোন পরিখা করলে বোঝা জাবে জে ফুসফুসে ইনফেকশন হয়েছে
Hi
Hi
Optimox@@MediTalkDigital
আমার ফুসফুসে ইনফেকশন হয়েছে করোনিয়ো কি একটু জানাবেন
আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ
স্যার আমার বয়স ৩১। আমার তিন-চার মাস ধরে কাশি ও কফ লেগে আছে। কোনভাবেই তা পুরোপুরি সুস্থ হচ্ছে না। সেই সাথে ঘুমাতে গেলে শ্বাসনালীতে শব্দ হয়, কখনো সেটা বাঁশির মত শোনায়। আমি মেডিসিন ডাক্তারের পরামর্শ নিয়ে (মনটিন,ডেলানিক্স,ফেক্সো,মোনাস,রুপেক্স,ডোকোপা,আফরিন ড্রপ) ব্যবহার করেছি প্রায় ১মাস। তবুও রোগটা রয়েই গেছে। এমতাবস্থায় আমি দুশ্চিন্তাগ্রস্ত। আমার প্রশ্ন আমার এটা কি রোগ, এবং এটা কোন ডাক্তার দেখালে এবং কি ঔষধ সেবন করলে, কতদিন সেবন করলে পুরোপুরি সুস্থ হতে পারব? দয়া করে বলবেন স্যার।
আপনার এটা এজম্যার সমস্যা মনে হচ্ছে, এটা এজমা হলে পুরাপুরি দূর করা যায় না , ঔষধ ও নিয়ম কানুন মেনে এটা কন্ট্রোলে রাখতে হয় আপনি যে ডাক্তার দেখিয়েছেন তার পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে থাকুন ও নিয়ম কানুন মেনে চলুন, ধন্যবাদ
@@MediTalkDigital ধন্যবাদ স্যার। তবে এটার জন্যে কি ইনহেলার ব্যবহার করা উচিত বলে আপনি মনে করেন, নাকি এভাবে ঔষধই চালিয়ে যেতে হবে?
Amr same ki korte pare???
Ajma ki kuno din vlo hoi na?
Amar o same plm
স্যার আমার বসয় এখন ৩৭ আমার জখন১০/১১ বছর তখন টিভি ছিল এখন আমার ফুসফুসের শমস্যা এখন কি করবো
ফুসফুসে ইনফেকশন হলে কোন বিষয়ের বিশেষজ্ঞ ডাঃ দেখাতে হবে?
আপনি একজন বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
@@MediTalkDigital
ধন্যবাদ।
স্যার আমার ফুসফুসের ইনফেকশন কখন করণীয় কি
আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ
আচ্ছা ফুসফুস ইনফেকশন থেকে কি মিতুর জুকি থাকতে পারে পিজ আমাকে জানাবেন স্যার
চিকিৎসা না করালে অবস্থা খারাপ হতে পারে যা মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিতে পারে