কেন ভারত ৫৫ বছর ধরে এ সীমান্ত খুলেনি?? চিলাহাটি-হলদি বাড়ি রেল লাইন। সীমান্ত গ্রাম। Border village।

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2023
  • কেন ভারত ৫৫ বছর ধরে এ সীমান্ত খুলেনি?? চিলাহাটি-হলদি বাড়ি রেল লাইন। সীমান্ত গ্রাম। Border village।
    Hello Friends. Assalamualaikum. I am Shoma, A Bangladeshi blogger. In my blog I am sharing my daily lifestyle, outing, fooding and so on. Hope, content of my blog will always entertain u and ensure ur quality time spent with me. Take care & keep in touch through like, comment and share. please Channel subscribe করুন।
    👉 Don’t forget to Subscribe, Follow, Share, Comment, like, and stay with us.
    👉Also, follow me on my social media profiles:
    👉Facebook link: / shomasblog
    For Any Copyright Issue Please contact: r_i_razib@yahoo.com
    Note: If you wish to share this video, please embed the link and share the original source. Please avoid methods of copying or duplicating the content, and help us support anti-piracy measures in every possible way. Thank you!
    #চিলাহাটি #হলদিবাড়ি #nilphamari

Комментарии • 289

  • @Avijit179

    গ্রামের এই কৃষক চাচার কথায় আমি মুগ্ধ হয়ে গেলাম তিনি বললেন ওদের ভগবান আছে আমার আল্লাহ আছে কোন অন্যায় করলে বদদোয়া তো লাগবেই। হয়তো অনেক ভীষণ শিক্ষিত নন। উনি জীবন থেকে শিখেছেন। ওনার উপলব্ধি যদি ধর্মান্ধ মানুষদের তিনি যে ধর্মেরই হোক না কেন একটু যদি বোধ বুদ্ধি তৈরি করতে সাহায্য করে

  • @amalburdhan1269

    আমি পুরোপুরি পশ্চিমবঙ্গের বাসিন্দা অথাৎ ঘটি কিন্তু তবুও আপনার এই বর্ডার রিলেটেড ভিডিওগুলো দেখে একটা অদ্ভূত আবেগ কাজ করে। বাংলা ও বাঙালি দুভাগে ভাগ না হলে ই বোধহয় ভালো হতো। ধন্যবাদ।

  • @jagadiswarchakraborty295

    আমি কুচবিহার জেলার লোক হলেও Haldibari Rly station দেখা হয়নি। আপনার ভিডিওর মাধ্যমে দেখা হলো। বাংলাদেশের মুঘলহাটের কাছে ভারতের গীতালদহ বর্ডারে একটা video করুন। ওখানে ধরলা নদীর উপর একটি রেলওয়ে ব্রিজ ঝুলছে, যার অর্ধেকটা বাংলাদেশে আর অর্ধেকটা ভারতে। প্রাক স্বাধীনতা কালে সম্ভবত এটা হলদিবাড়ি অপেক্ষাও দেশি ব্যস্ততম ছিল। ধন্যবাদ।

  • @che1716

    দুই দেশের মধ্যে সীমান্ত টেনে দেওয়া হলো? এর মানে কি? ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট এর আগে একই দেশ ছিল। তখন গোটাটাই ভারত। ভারত ভাগ করে তৈরি করা হয়েছিল পাকিস্তান ও ভারত। তার ও পরে তৈরী হলো সবশেষে বাংলাদেশ।

  • @mrityunjaychakraborty3901

    সোমা ম্যাডাম, তোমার এই ভিডিওটিও দেখলাম, খুব ভালো লাগলো। অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম।। শেখর চক্রবর্তী কোচবিহার, ভারত।।

  • @amlansarkar1960
    @amlansarkar1960 7 часов назад

    গ্রামের এই সাধারণ মানুষ গুলো কে দেখে মনটা ভারি হয়ে যায়, কোথায় যেন একটা আত্মীয়তার বন্ধন অনুভব হয় ।সহজ সরল এই মানুষ গুলো কিছু রাজনৈতিক ক্ষমতালোভী মানুষ নের কারণে স্বজনদের থেকে বিচ্ছিন্ন।

  • @drmjkabir

    এক দেশ ভারতবর্ষের বাংলা প্রদেশ। জয়বাংলা জয়হিন্দ।

  • @barjahansk4238

    আবার যদি খুলেদেয় তাহলে দুই বাংলা প্রান খুঁজে পায়। আমরা বাঙালি বাংলা আমাদের ভাষা নাড়ির টান মনে হয়।

  • @leenadamini6061
    @leenadamini6061 21 день назад

    আগে দেশ। কোনোদিন কোনো ভগবান আসে না বর্ডার খুলতে। সময় অনুযায়ী অথবা প্রয়োজন অনুযায়ী খোলা এবং বন্ধ করতে হয়।

  • @mdharunhowlader2229

    অভিনন্দন মেডাম চমৎকার অনুভুতি আপনার জন্য অনেক কিছু জানতে পারি দেখতে পারি ভালো লাগলো মেডাম ধন্যবাদ আপনাকে

  • @sanjitmistry4195
    @sanjitmistry4195 21 час назад

    বাংলাদেশের হয়েও শব্দের উচ্চারণ ও কাব্যিক বাচুস্তিতি চিলাবাড়িকে এক চমৎকার মাধুরী দান করেছে।

  • @ynusali801

    অসাধারণ একটি তথ্যসমৃদ্ধ সচিত্র প্রতিবেদন তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @kalikishoremukherjee6187

    দিদিভাই, আপনার এই ধরণের বাংলাদেশটির প্রায় ভিডিও দেখছি, বড়ো ভালো লাগা আপনার উপস্হাপনায়। এক ঘোর, এক মোহ, এক আবেশ, আপনার ভিডিও বেশ মরমী। একটি দেশকে জানানোর সবচেয়ে বড়ো ব্যাপার তার ভৌগলিক অবস্হান। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যে ভাবে বর্ণনা দৃশ্যমান করেন, তা ভবিষ্যতে আপনাকে চিরকাল দুই দেশের ভূ-তাত্বিক গবেষণা ইতিহাস প্রামাণ রাখবে।👌👌👌👌

  • @dibakarchakraborty8712

    ভারত থেকে দেখছি। খুব সুন্দর ভ্লগ। দেশ বিভাগের এবসারডিটি তিন পুরুষ পর আজও পীড়া দেয়। আমার পূর্ব পুরুষরাও ওপারের।

  • @user-de4zi7rw5t

    খুবই ভাল লাগল। এরকম আরো ভি ডি ও করুন।আপনার এই প্রচেষ্টা আগামি দিনে দুই বাংলার মানুষের জীবন যাপন সহজ ও সরল হবে।আমি আশা করছি অচিরেই অখণ্ড ভারত আত্মপ্রকাশ করবে এবং অখন্ড বাংলা আবার স্বেচ্ছায় ও স্বমহিমায় জগত সভায় শ্রেষ্ঠত্ব

  • @dilipbhattacharya5486

    Very Nice Narration by the Lady from Bangladesh.Hope this route restored for the friendly Bangladesh.May Allah Bless Bangladesh 🎉.Thank You.

  • @sunilkumarkundu1586

    তোমার কন্ঠ খুবই মিষ্টি, উপস্থাপনা সুন্দর। তোমার জন্য রইলো শুভকামনা।

  • @parthadutta8539

    খুব খুব ভালো লাগে এ রকম নতুন নতুন আন্তর্জাতিক সীমানা দেখতে । এ ক' মাসে আমি অনেক ভিডিও মিস করেছি, জান তো সোমা ।

  • @SDAnimation10mt

    ভারতের কুচবিহার মানে হলদিবারি থেকে ভালোবাসা রইল❤❤

  • @bakarsiddik7141

    সোমা আপু। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সুন্দর উপস্থাপনা সাবলিল বাচন ভঙ্গি এবং তথ্যবহুল ভিডিও খুবই ভাল লাগে। আবারো ধন্যবাদ।